নবম-দশম শ্রেণির বাংলা ২য় পদাশ্রিত নির্দেশক

পঞ্চম পরিচ্ছেদ : পদাশ্রিত নির্দেশক
১. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়? [চ.বো. ১২; দি.বো. ১১, ০৯; য.বো. ১১; সি.বো. ০৭; কু.বো. ০৪; রা.বো. ০২; ব.বো. ০৬] চ
ক সুনির্দিষ্ট হয় খ অনির্দিষ্ট হয়
গ নিরর্থক হয়
ঘ সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে
২. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়? [ঢা.বো. ০৯, ০২; সি.বো. ১০; কু.বো. ১৩] ছ
ক কেতা খ টো গ গাছি ঘ গুলিন
৩. টা, টি, খানা, খানিÑ পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়? [কু.বো. ০২; চ.বো. ০৪] জ
ক বহুবাচক সর্বনামে
খ ‘মনুষ্য’ শব্দের বহুবচনে
গ একবচনে ঘ বহুবচনে
৪. ‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’Ñ এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে? [রা.বো. ০৯; ঢা.বো. ০৮; কু.বো. ০৮; সি.বো. ০৮, ০৬, ০২; সি.বো. ১৩] চ
ক নিরর্থক ভাব খ অনির্দিষ্টতা
গ নির্দিষ্টতা ঘ সামান্যতা
৫. ‘নির্দেশক সর্বনাম’Ñএর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়? [চ.বো. ০১; রা.বো. ০৫; দি.বো. ১১; রা.বো. ১৩] ছ
ক উৎকৃষ্ট খ সুনির্দিষ্ট গ নিকৃষ্ট ঘ অস্পষ্ট
৬. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’Ñ এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ০৩, ২০০০] ঝ
ক নির্দিষ্ট অর্থে খ অনির্দিষ্ট অর্থে
গ নিরর্থক ঘ বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
৭. ‘ন্যাকামিটা এখন রাখো’ Ñ বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে? [চ.বো. ০৭; ব.বো. ১০, ০৯, ০১; রা.বো. ১০; য.বো. ১৩] চ
ক নিরর্থকতা খ সার্থকতা গ দ্ব্যর্থকতা ঘ ভিন্নার্থকতা
৮. ‘এক যে ছিল রাজা’Ñ এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ২০০০] চ
ক অনির্দিষ্টতা খ নির্দিষ্টতা
গ নিরর্থকভাবে ঘ বাহুল্য অর্থে
৯. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী? [রা.বো. ১১; সি.বো. ০৯; ব.বো. ০৭; চ.বো. ০৯; য.বো. ০৮] ছ
ক সংখ্যা খ পদাশ্রিত নির্দেশক
গ লিঙ্গ ঘ উপসর্গ
১০. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়? [সি.বো. ০৩; য.বো. ০১] জ
ক এক খ গোটা গ টা ঘ টি
১১. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়Ñ [চ.বো. ১১; কু.বো. ০৯; চ.বো. ১৩] ঝ
ক অ¬-কে খ অহ্ল-কে
গ ঞযব¬-কে ঘ অ¬, অহ ও ঞযব-কে
১২. পদাশ্রিত নির্দেশক এর অপর নামÑ [সি.বো. ০৪; রা.বো. ০৭; ব.বো. ১৩; দি.বো. ১৪] ছ
ক অনন্বয়ী অব্যয় খ পদাশ্রিত অব্যয়
গ পদান্বয়ী অব্যয় ঘ সমুচ্চয়ী অব্যয়
১৩. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়? [ব.বো. ০৮; চ.বো. ০৮, ০৩; দি.বো. ১৩; ঢা.বো. ১৩] ছ
ক নির্দিষ্টতা খ অনির্দিষ্টতা গ নিরর্থকতা ঘ বিশেষ অর্থ
১৪. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে? [য.বো. ০৯] জ
ক ক্রিয়া খ বাক্য গ বচন ঘ অর্থ
১৫. পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়? [চ.বো. ০৭; ঢা.বো. ১২; ব.বো. ০৫] চ
ক টুকু খ টা গ গুলো ঘ এক
১৬. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’Ñ এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে? [সি.বো. ০৮]
বা, সারাটি সকাল তোমার আশায় কাটিয়েছি’Ñ এখানে ‘টি’ কী অর্থ প্রকাশ করেছে? [রা.বো. ০৯] ঝ
ক অর্থপূর্ণভাবে খ দ্ব্যর্থহীনভাবে
গ সার্থকভাবে ঘ নিরর্থকভাবে
১৭. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহারÑ [কু.বো. ০৫] জ
ক জামাটি লাল খ গান শুনেছি
গ বিকালটা সুন্দর ঘ পড়াটা ভালো লাগে না
১৮. পদাশ্রিত নির্দেশক সাধারণ পদের কোথায় বসে? [ঢা.বো. ০৭] চ
ক শেষে খ প্রথমে গ মাঝে ঘ আদি ও অন্তে
১৯. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোনগুলো? [য.বো. ১০, ০৭] চ
ক কেতা, পাটি খ গোটা, টা
গ খানা, টুকু ঘ গুলো, গুলি
২০. ‘ছুঁয়োনা ছুঁয়োনো ওটি লজ্জাবতী লতা’Ñ এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? [ব.বো. ১১] ছ
ক ছুয়োনো খ ওটি গ লজ্জাবতী ঘ লতা
২১. বচনবাচক শব্দের আগে কী বসে? [দি.বো. ১০] চ
ক গোটা খ খাদ্য গ টুকু ঘ পাটি
২২. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে? [কু.বো. ১১] চ
ক গোটা দুই কমলা আছে খ দু’খানা কম্বল দরকার
গ সবটুকু ওষুধই খেয়ে ফেল
ঘ সেইটিই ছিল আমার প্রিয় কলম
২৩. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
[রা.বো. ০৩, ২০০০]
বা, কবিতায় বিশেষ অর্থে ‘খানি’ কী অর্থে ব্যবহৃত হয়? [রা.বো. ০৮] ঝ
ক নির্দিষ্ট অর্থে খ অনির্দিষ্ট অর্থে
গ নিরর্থক ঘ নির্দেশক অর্থে
২৪. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়? [ঢা.বো. ০৬] জ
ক পাঁচ খ তিন গ দুই ঘ চার
২৫. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়? [কু.বো. ১০] চ
ক নির্দিষ্টতা খ অনির্দিষ্টতা গ সুনির্দিষ্টতা ঘ সংখ্যা
২৬. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’Ñ এ বাক্যে ‘টা’Ñ প্রকাশক। [য.বো. ০৬] জ
ক সমার্থকতা খ নিরর্থকতা গ নির্দিষ্টতা ঘ অনির্দিষ্টতা
২৭. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০২] ছ
ক ন্যাকামিটা এখন রাখো খ দশ তা কাগজ দাও
গ এক যে ছিল রাজা ঘ দশটি বছর
২৮. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়? [ঢা.বো. ০১] জ
ক নিরর্থকভাবে খ অনির্দিষ্টতা জ্ঞাপনে
গ নির্দিষ্টতা জ্ঞাপনে ঘ দ্ব্যর্থকতা জ্ঞাপনে

Leave a Reply