তৃতীয় পরিচ্ছেদ : বাচ্য এবং বাচ্য পরিবর্তন
১. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’Ñ এটা কোন বাচ্যের উদাহরণ? [সি.বো. ১১, ০৮, ০৭; য.বো. ০৯, ০২; ঢা.বো. ১৪, ১১, ০৭, ০৬; রা.বো. ০৬; কু.বো. ১১, ০৬; চ.বো. ০৫; ব.বো. ১২; দি.বো. ১৩; চ.বো. ১৩] চ
ক কর্মকর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ কর্তৃবাচ্য ঘ ভাববাচ্য
২. যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে? [ঢা.বো. ২০০০; ব.বো. ০৩, ০৫; চ.বো. ০৯] ঝ
ক কর্মবাচ্য খ ভাববাচ্য
গ কর্মপ্রবচনীয় অব্যয় ঘ কর্মকর্তৃবাচ্য
৩. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়? [রা.বো. ০৯, ০৭; চ.বো. ১১, ০৪; কু.বো. ০২; য.বো. ১০, ০৪; ঢা.বো. ১৩] জ
ক দ্বিতীয়া খ তৃতীয়া গ প্রথমা ঘ সপ্তমী
৪. কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়? [দি.বো. ০৯; কু.বো. ০৫; রা.বো. ০২, ০৮] জ
ক কর্তৃবাচ্যের খ কর্মবাচ্যের
গ ভাববাচ্যের ঘ কর্মকর্তৃবাচ্যের
৫. বাচ্য কত প্রকার? [ব.বো. ১১; য.বো. ১১; য.বো. ০২; কু.বো. ০৬] ছ
ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৬. ‘বিদ্বানকে সকলেই আদর করে’Ñ এটি কোন বাচ্যের উদাহরণ? [য.বো. ১১; সি.বো. ০৯; কু.বো. ০৭; চ.বো. ০২] জ
ক কর্মকর্তৃবাচ্যের খ ভাববাচ্যের
গ কর্তৃবাচ্যের ঘ কর্মবাচ্যের
৭. ‘সে যেন আসে’Ñ এটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ১০; কু.বো. ০৯; সি.বো. ০২, ০৬] চ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
৮. ‘তার যেন আসা হয়’Ñ বাক্যটি কোন বাচ্য? [ব.বো. ০২; দি.বো. ১৪] ছ
ক কর্তৃবাচ্য খ ভাববাচ্য গ কর্মবাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
৯. ‘এবার ট্রেনে ওঠা যাক’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
[রা.বো. ১২; ঢা.বো. ০৫] ছ
ক কর্তৃবাচ্যের খ ভাববাচ্যের গ কর্মকর্তৃবাচ্যের ঘ কর্মবাচ্য
১০. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’Ñ এটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ০১] ছ
ক কর্মকর্তৃবাচ্য খ ভাববাচ্য গ কর্মকর্তৃবাচ্য ঘ কর্তৃবাচ্য
১১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? [দি.বো. ১১; রা.বো. ০৭; চ.বো. ০৫] জ
ক উত্তম পুরুষের খ মধ্যম পুরুষের
গ নাম পুরুষের ঘ উত্তম ও মধ্যম পুরুষের
১২. কর্মবাচ্যের বাক্যে কর্ম কোন বিভক্তির প্রয়োগ হয়? [ব.বো. ০৭; ঢা.বো. ০৫] চ
ক প্রথমা খ দ্বিতীয়া গ চতুর্থী ঘ পঞ্চমী
১৩. ‘সুতি কাপড় অনেক দিন টিকে’Ñ এ বাক্যটি কিসের উদাহরণ? [য.বো. ০৩; সি.বো. ০১; রা.বো. ১৩] ছ
ক ভাববাচ্য খ কর্মকর্তৃবাচ্য গ কর্মবাচ্য ঘ কোনোটিই নয়
১৪. ‘কোথায় থাকা হয়’Ñ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
[ঢা.বো. ০৩; রা.বো. ০১; সি.বো. ০৫; ব.বো. ১৩] জ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
১৫. ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে’Ñ এটিÑ [রা.বো. ১১; ব.বো. ০৩; কু.বো. ০৭; য.বো. ০৬] ছ
ক কর্মবাচ্য খ কর্তৃবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
১৬. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে? [সি.বো. ১০, ০৩; কু..বো. ০৩; য.বো. ০৫; ঢা.বো. ১৩] জ
ক কর্মকর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্তৃবাচ্য
১৭. ‘বিদ্বানকে সকলেই আদর করে’Ñ বাক্যটি কর্মবাচ্যে কী হবে? [রা.বো. ০৮, ০৩; কু.বো. ০৬; ঢা.বো. ০৯, ০৪] ছ
ক বিদ্বান সকলের দ্বারা সমর্থিত খ বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন
গ বিদ্বান সকল কর্তৃক সমর্থিত ঘ বিদ্বানকে সকলেই ভালোবাসে
১৮. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? [চ.বো. ০৩; ব.বো. ০৯; রা.বো. ০৭] চ
ক প্রথমা বা শূন্য খ দ্বিতীয়া গ তৃতীয়া ঘ চতুর্থী
১৯. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? [রা.বো. ১০; য.বো. ০৭; সি.বো. ০৪] ঝ
ক দ্বিতীয়া খ শূন্য
গ ষষ্ঠী ঘ দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য
২০. ‘তোমাকে হাঁটতে হবে’Ñ এটা কোন বাচ্যের উদাহরণ?
[চ.বো. ১২; সি.বো. ০৪] চ
ক ভাববাচ্যের খ কর্তৃবাচ্যের
গ কর্মবাচ্যের ঘ কর্মকর্তৃবাচ্যের
২১. ‘জল পড়ে, পাতা নড়ে’Ñ বাক্যটি প্রকাশভক্তি অনুসারেÑ [য.বো. ০৮] ঝ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
২২. যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকেÑ [কু.বো. ০৮] চ
ক কর্তৃবাচ্য বলে খ কর্মবাচ্য বলে
গ ভাববাচ্য বলে ঘ কর্মকর্তৃবাচ্য বলে
২৩. ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’Ñ এটি কোন বাচ্যের উদাহরণ? [চ.বো. ০৮; ব.বো. ০৮] ঝ
ক ভাববাচ্য খ কর্মকর্তৃবাচ্য গ কর্তৃবাচ্য ঘ কর্মবাচ্য
২৪. ‘সাইকেলটি দ্রæত যাচ্ছে’Ñএটি কোন বাচ্য? [ঢা.বো. ০২] ঝ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
২৫. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে? [কু.বো., চ.বো. ০১; য.বো. ০৩] জ
ক কর্মবাচ্যে খ কর্তৃবাচ্যে গ ভাববাচ্যে ঘ কর্মকর্তৃবাচ্যে
২৬. ‘এ পথে চলা যায় না’Ñ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ০৪; য.বো. ০১] ঝ
ক কর্মবাচ্য খ কর্মকর্তৃবাচ্য গ কর্তৃবাচ্য ঘ ভাববাচ্য
২৭. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? [রা.বো. ০৩] ছ
ক কর্মকে খ কর্তাকে গ ভাবকে ঘ অর্থকে
২৮. কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? [রা.বো. ০৮] চ
ক কর্তৃবাচ্যে খ কর্মবাচ্যে গ ভাববাচ্যে ঘ কর্মকর্তৃবাচ্যে
২৯. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? [ব.বো. ০৯; য.বো. ১৩] জ
ক প্রথমা খ দ্বিতীয়া গ তৃতীয়া ঘ চতুর্থী
৩০. কোন উদাহরণটি কর্মবাচ্যের? [চ.বো. ০৭] চ
ক আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
খ আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন
গ শিকারি বাঘ মেরেছে ঘ আমি বইটি পড়ছি
৩১. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে? [ঢা.বো. ৯৫; কু.বো. ৯৪] জ
ক কর্মবাচ্য খ কর্তৃবাচ্য গ ভাববাচ্য ঘ কর্তৃকর্মবাচ্য
৩২. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়? [দি.বো. ০৯] ঝ
ক কর্মকর্তৃবাচ্যে খ কর্তৃবাচ্যে গ কর্মবাচ্যে ঘ ভাববাচ্যে
৩৩. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকেÑ [দি.বো. ১১] ঝ
ক প্রযোজক খ উত্তম পুরুষের
গ দ্বিকর্মক ঘ প্রথম পুরুষের
৩৪. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? [সি.বো. ০৩] ছ
ক শূন্য খ দ্বিতীয়া, ষষ্ঠী, তৃতীয়া
গ দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
৩৫. কখনও কখনও কোন বাচ্যে কর্তা উহ্য থাকে? [রা.বো. ০৮] ঝ
ক কর্তৃবাচ্যে খ কর্মবাচ্যে গ কর্মকর্তৃবাচ্যে ঘ ভাববাচ্যে
৩৬. “কাজটা ভালো দেখায় না।”Ñ বাক্যটি কোন বাচ্য? [ সি.বো. ৯৭] ঝ
ক কর্মবাচ্য খ ভাববাচ্য গ কর্তৃবাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
৩৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি? [ঢা.বো. ০৫] জ
ক ঝড় বয় ভয় হয় খ সকালে সূর্য ওঠে
গ বাঁশি বাজে ঘ গগনে গরজে মেঘ
৩৮. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? [য.বো. ২০০০] চ
ক মেলা বসেছে খ আমার যাওয়া হবে না
গ তুমি কবে আসছ ঘ সে বই পড়ে
৩৯. কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ? [চ.বো. ০৭] ছ
ক তুমিই সিলেট যাবে খ তোমাকেই সিলেট যেতে হবে
গ তোমরা কখন এলে ঘ দস্যুদল ট্রলার লুট করেছে
৪০. আমার যাওয়া হবে নাÑএটি কোন বাচ্য? [দি.বো. ১২; রা.বো. ০৫] ছ
ক কর্তৃবাচ্য খ ভাববাচ্য গ কর্মবাচ্য ঘ গৌণবাচ্য
৪১. কোনটি ভাববাচ্যের বাক্য? [চ.বো. ০৩] ছ
ক কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হলো
খ আজ আর তোমার খাওয়া হবে না
গ তুমি খেলে না কেন ঘ তোমাকে অনেকবার বলেছি
৪২. ‘তোমাদের কখন আসা হলো’Ñ এটি কোন বাচ্যের উদাহরণ? জ
ক কর্তৃবাচ্য খ কর্মবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
৪৩. কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে? [কু.বো. ০৪] ছ
ক কর্তৃবাচ্যে খ কর্মবাচ্যে গ ভাববাচ্যে ঘ কর্মকর্তৃবাচ্যে
৪৪. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে? [সকল ৯৭; ঢা.বো. ১২, ৯৬; সি.বো. ০৯; য.বো. ০৬; ব.বো. ০৬; কু.বো. ১৩; সি.বো. ১৩] ছ
ক উক্তি খ বাচ্য গ ভাষান্তর ঘ বিভক্তি
৪৫. কর্তৃবাচ্যের বাক্য কোনটি? [রা.বো. ৯৬] চ
ক ছাত্ররা অঙ্ক কষছে খ আমার যাওয়া হবে না
গ তোমাকে হাঁটতে হবে ঘ বাঁশি বাজে ঐ মধুর লগনে
৪৬. “বিদ্বানকে সকলেই সম্মান করে”Ñ বাক্যটির কর্মবাচ্যে কী হবে? [ঢা.বো. ৯৯, ০৪; রা.বো. ০৩; কু.বো. ০৬; চ.বো. ০২] ছ
ক সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
খ বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
গ সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন
ঘ বিদ্বানকে সকলে ভালোবাসে
৪৭. কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়? [য.বো. ০২] ঝ
ক কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
খ করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
গ শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
ঘ কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়
৪৮. “হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।”Ñ এটা কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ৯৪] ছ
ক কর্মবাচ্য খ কর্তৃবাচ্য গ ভাববাচ্য ঘ কর্মকর্তৃবাচ্য
৪৯. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়? [রা.বো. ০৭; য.বো. ০৪; কু.বো. ০২] চ
ক কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
খ কর্মে ১ম এবং ক্রিয়া উত্তম পুরুষ
গ কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
ঘ কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়