নবম-দশম/এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি এর পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো।
এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সৃজনশীল প্রশ্ন ও উত্তর
চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন -১ :
F | |||
Na | Mg | ||
উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণির একটি খণ্ডিত অংশ
ক. ত্রয়ী সূত্রটি লিখ।
খ. বেরিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেনÑ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কোন মৌলটির আকার সবচেয়ে বড়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পর্যায় ও গ্রুপের প্রথম মৌল দুটি উচ্চমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্নযুক্তি দাও।
প্রশ্ন -২ :
মৌল শ্রেণি | যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা |
A | 2 |
B | 7 |
D | 8 |
[এখানে A, B এবং D প্রতীকী অর্থে; প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়]
ক. মুদ্রা ধাতু কী?
খ. He-কে গ্রুপ-II এ রাখা হয়নি কেন? ব্যাখ্যা কর।
গ. B শ্রেণির মৌলের উৎস ব্যাখ্যা কর।
ঘ. A ওD শ্রেণির মৌলগুলোর রাসায়নিক ধর্মের তুলনা কর।
প্রশ্ন -৩ : পর্যায় সারণির একটি পর্যায়ের খণ্ডিত অংশ দেয়া হলোÑ
15A | B | C |
(এখানে A, B, C প্রতীকী অর্থে, প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়)
ক. স্ফুটনাংক কাকে বলে? ১
খ. ঊর্ধ্বপাতন বলতে কী বুঝ? ২
গ. ইলেকট্রন বিন্যাস হতে ‘A’ মৌলটির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে A, B, C মৌল তিনটির পারমাণবিক আকারের তুলনা কর। ৪
প্রশ্ন -৪ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
XCO3 + 2HCl ® XCl2 + Y + H2O; এখানে X একটি মৌল কিন্তু ণ একটি যৌগিক পদার্থ।
ক. কার্বনেট লবণ HCl এর সাথে বিক্রিয়া করে কোন গ্যাস তৈরি করে? ১
খ. অবস্থান্তর মৌল বলতে কী বুঝ? ২
গ. উৎপাদের প্রথম যৌগের অধাতব মৌলের গ্রুপের উপর থেকে ৩টি মৌলের পানির সাথে ক্রিয়াশীলতার ক্রম ব্যাখ্যা কর। ৩
ঘ. উৎপাদের Y যৌগটির শনাক্তকরণ পরীক্ষা সমীকরণসহ বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -৫ : নিচের পর্যায় সারণির ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
1 | 18 | ||||||||||||||||
H | 2 | 13 | 14 | 15 | 16 | 17 | He | ||||||||||
Li | O | F | Ne | ||||||||||||||
Na | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | S | Cl | |||||
K |
ক. ক্ষার ধাতু কী? ১
খ. একটি মৌল A এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s22p63s2 3p6 3d3 4s2; পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়? ২
গ. উদ্দীপকের ৩য় পর্যায়ে অবস্থিত গ্রুপ-১ ও গ্রুপ-১৭ এর দুটি মৌলের মধ্যে কী ধরনের বন্ধনের মাধ্যমে যৌগ গঠিত হতে পারে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ব্যাখ্যা কর। ৩
ঘ. “একই গ্রুপে অবস্থিত ধাতুসমূহের রাসায়নিক ধর্ম একই রকম।” গ্রুপ-১ এর যে কোনো দুটি ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ার সাহায্যে উক্তিটির সত্যতা প্রমাণ কর। ৪
প্রশ্ন -৬ : নিচের ছকটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :
F | ||||||||||
Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||
Br | ||||||||||
I | ||||||||||
ক. পর্যায় কাকে বলে? ১
খ. ফসফরাস মৌলের পর্যায় সারণিতে অবস্থান ব্যাখ্যা কর। ২
গ. যে কোনো পর্যায়ের মৌলের আকারের পরিবর্তন উল্লিখিত পর্যায়টির মাধ্যমে প্রমাণ কর। ৩
ঘ. উল্লিখিত গ্রুপটির সক্রিয়তার ক্রম H2O এর সাথে বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ কর। ৪
চতুর্থ অধ্যায় পর্যায় সারণি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন -৭ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
টুম্পা রসায়ন ল্যাবে এসে দেখল দুটি মৌল পাশাপাশি রাখা আছে। যারা সক্রিয়তার দিক থেকে সম্পূর্ণ বিপরীত। পর্যায় সারণিতেও এরা ক্রম বজায় রেখেছে যাদের দ্বিতীয়টির ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৮, ১.
ক. জন কী প্রকৃতির মৌল? ১
খ. গ্রুপ ১১ তে অবস্থিত মৌলগুলোকে মুদ্রাধাতু বলা হয় কেন? ২
গ. টুম্পার দেখা দু’টি মৌলের সক্রিয়তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের মৌল দু’টি পর্যায় সারণির মূলভিত্তির আলোচনায় কীভাবে যুক্ত তা বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -৮ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
A ® 1s22s22p63s1
B ® 1s22s22p63s23p64s1
C ® 1s22s22p63s23p5
ক. আইসোটোপ কী? ১
খ. নিষ্ক্রিয় গ্যাস বলতে কী বুঝ? ২
গ. A মৌলটির গ্রুপের সদস্যদের বৈশিষ্ট্যমূলক ধর্ম ব্যাখ্যা কর। ৩
ঘ. B এবং C মৌলদ্বয়ের গ্রুপের তুলনামূলক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন -৯ : নিচের সারণিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
H | He | |||
B | ||||
C | D | |||
A |
ক. ত্রয়ী সূত্রটি লিখ। ১
খ. অবস্তান্তর মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লিখ। ২
গ. AB ও BC যৌগ দুটির সংকেত লিখে তাদের অক্সাইড ধর্মের তুলনা কর। ৩
ঘ. পর্যায় সারণিতে H এর অবস্থান যুক্তিযুক্ত কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্ন -১০ : নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ কর :
A (… 2s1), B (…4s1), C (… 5s1), D (… 7s1)
ক. IUPAC কী? ১
খ. IUPAC এর কার্যাবলি কী কী? ২
গ. উপরের মৌলগুচ্ছে কিছু কিছু অবস্থানে মৌল উল্লেখ নেই। সে মৌলগুলো কী কী? প্রতিটি মৌলের নাম লেখ। ৩
ঘ. উদ্দীপকের মৌলগুলোর প্রকৃতি কীরূপ? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দেখাও। ৪
প্রশ্ন -১১ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
Q, R, S, T তিন শক্তিস্তর বিশিষ্ট চারটি মৌলের পরমাণু যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে যথাক্রমে ১, ৪, ৬, ৭.
ক. পর্যায় সারণি কাকে বলে? ১
খ. গ্রুপ-২ মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ২
গ. Q, R , T মৌল ৩টির অবসথান নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের মৌলগুলোর সাহায্যে প্রমাণ কর একই পর্যায়ে বামদিক থেকে ডানদিকে মৌলসমূহের ধাতব ধর্ম হ্রাস পায় অধাতব ধর্ম বৃদ্ধি পায় বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -১২ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
Na, Li, Mg, K, Ra, Rb, Cs, Ca, Sr, Ba, Be ইত্যাদি কয়েকটি মৌলের প্রতীক দেয়া হলো। এ মৌলগুলো পর্যায় সারণির গ্রুপ ১ ও গ্রুপ ২-তে অবস্থিত।
ক. গ্রুপ কাকে বলে? ১
খ. ২ নং গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ২
গ. তুমি ১ নং গ্রুপের মৌলগুলোর মধ্যে কী সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখতে পাও? ৩
ঘ. গ্রুপ ১ ও ২ এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -১৩ : নিচের পর্যায় সারণির অংশটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
18 | ||
He | ||
Ne | ||
S | X | 18Ar |
Kr | ||
Xe | ||
Rh |
ক. অপধাতু কাকে বলে? ১
খ. পারমাণবিক আকারের সাথে মৌলের রাসায়নিক ধর্মের সম্পর্ক কী? ২
গ. প্রদত্ত খণ্ডিত পর্যায় সারণি থেকে মৌলটিকে শনাক্ত কর এবং X ও Ar এর মধ্যকার রাসায়নিক ধর্মের পার্থক্য ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে প্রদত্ত পর্যায়ের প্রথম মৌলটি কি অবস্থান্তর মৌল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্ন -১৪ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
পর্যায় সারণির কোনো একটি গ্রুপের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা এবং প্রতীক হলো : 3A, 11B, 19C, 37D
ক. অবস্থান্তর মৌল কাকে বলে? ১
খ. পারমাণবিক সংখ্যাকে পর্যায় সারণির মূল ভিত্তি বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত মৌলসমূহ পর্যায় সারণির যে গ্রুপে অবস্থিত সে গ্রুপের মৌলসমূহের ক্ষেত্রে দেখাও যে, আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত মৌলসমূহ কেন ১৭ নং গ্রুপের মৌলসমূহের সাথে আয়নিক যৌগ গঠন করে ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন -১৫ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
পর্যায় সারণির একটি অংশবিশেষ নিচে দেওয়া হলো। সারণিতে ব্যবহৃত অ, ই, ঈ, উ, ঢ ও ণ মৌলের রাসায়নিক প্রতীক নয় কিন্তু এরা ভিন্ন ভিন্ন মৌলকে নির্দেশ করে। অ মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক।
16 | 17 |
X | 9A |
Y | 17B |
35C | |
53D |
ক. মুদ্রাধাতু কাদের বলা হয়? ১
খ. নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো। ২
গ. X ও A মৌলের ধাতব ও অধাতব বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৩
ঘ. A ও B মৌল দুইটির আকার কীভাবে তাদের আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তিকে প্রভাবিত করে বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -১৬ : নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ কর :
X(21) ® [Ar] 3d1 4s2
Y(26) ® [Ar] 3d6 4s2
Z(29) ® [Ar] 3d10 4s1
ক. পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের কতটি মৌল বিদ্যমান? ১
খ. ম্যান্ডেলিফকে পর্যায় সারণির জনক বলা হয় কেন? ২
গ. পর্যায় সারণিতে X, Y, Z মৌল তিনটির অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. উল্লিখিত মৌলগুলোর অবস্থান্তর হওয়ার যৌক্তিকতা তোমার নিজের ভাষায় মূল্যায়ন কর। ৪
প্রশ্ন -১৭ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মৌল | Na | Mg | Al | Si | P | S | Cl | Ar |
ক. পর্যায় সারণির কোন গ্রুপের মৌলগুলোকে ক্ষারধাতু বলে? ১
খ. ম্যান্ডেলিফকে পর্যায় সারণির জনক বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের ছকের তৃতীয় এবং অষ্টম মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণিতে এদের অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বামদিক থেকে ডান দিকে কমে যায় কেন? বিশ্লেষণ কর। ৪
চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সৃজনশীল প্রশ্ন ব্যাংক
প্রশ্ন -২২ : নিচের ছকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. ১ গ্রুপের মৌলকে কী ধাতু বলা হয়? ১
খ. হ্যালোজেন সমূহের রাসায়নিক ধর্মে সাদৃশ্য লক্ষ করা যায় কেন? ২
গ. উদ্দীপকের ২য় পর্যায়ের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণিতে তাদের অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. X ও Z গ্রুপের মৌলসমূহের ক্রিয়াশীলতা কি তাদের পারমাণবিক সংখ্যা দ্বারাই নিয়ন্ত্রিত হয়? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -২৩ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
X, Y , Z ক্রমিক পারমাণবিক সংখ্যাবিশিষ্ট তিনটি মৌল। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় Y ও Z মৌলের চতুর্থ শক্তিস্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। X মৌলটির পারমাণবিক সংখ্যা ৩৫।
ক. আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী? ১
খ. পর্যায় সারণিতে একই গ্রুপের মৌলের ধর্ম অনুরূপ কেন? ২
গ. পর্যায় সারণিতে X ও Z মৌলের অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. X, Y , Z মৌলসমূহের পারমাণবিক আকার কীভাবে পরিবর্তিত হয়Ñ ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন -২৪ : নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
30X, 33Y, 20Z তিনটি প্রতীকী মৌল।
ক. 20Ca এর ইলেকট্রন বিন্যাস কী? ১
খ. Ca কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের মৌল তিনটির আকারের ক্রম ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের মৌল তিনটির ক্রিয়াশীলতা বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন -২৫ :
1 | 17 | |
Li | F | |
Na | Cl | |
K | Br | |
Rb | I | |
Cs |
ক. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখ। ১
খ. He কে গ্রুপ-২ এ রাখা হয়নি কেন? ২
গ. ‘একই গ্রুপের মৌলগুলোর যোজনী একই’Ñ উদ্দীপকের সাহায্যে প্রমাণ কর। ৩
ঘ. উক্ত গ্রুপদ্বয়ের ক্রিয়াশীলতা বিপরীত ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন -২৬
W® 1s22s22p63s2
X ® 1s22s22p63s1
Y ® 1s22s22p63s23p64s1
Z ® 1s22s22p63s23p5
খ. সাবান কীভাবে ময়লা পরিষ্কার করে? ২
গ. পর্যায় সারণিতে ২য় ও ৩য় পর্যায়ের মৌলগুলোর গ্রুপের অবস্থান জানার নিয়ম ব্যাখ্যা কর। ৩
ঘ. পর্যায় সারণিতে মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্মগুলোর আবর্তন আলোচনা কর। ৪
প্রশ্ন-৩০: ঢ, ণ ও ত ক্রমিক পারমাণবিক সংখ্যাবিশিষ্ট তিনটি মৌল। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ণ ও ত মৌলের চতুর্থ শক্তিস্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। ঢ মৌলের পারমাণবিক সংখ্যা ৩৫।
ক. আইসোটোপ কী? ১
খ. একই গ্রুপে ওপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধি পায় কেন? ২
গ. পর্যায় সারণিতে ঢ মৌলটির অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. ঢ, ণ ও ত মৌলসমূহের পরমাণুর আকারের ক্রম বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন-৩১ :
ক. পযার্য় সারণির ৩য় পর্যায়ের মৌল কয়টি? ১
খ. শূন্য গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয়, এর কারণ ব্যাখ্যা কর। ২
গ. ছকে উল্লিখিত মৌলগুলির পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. উপরিউক্ত মৌলগুলির মধ্যে কোনটির ধাতব ধর্ম বেশি? যুক্তিসহকারে বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন-৩২ : কয়েকটি নমুনা মৌলের ইলেকট্রন বিন্যাস হলোÑ
A ® 2, 8, 8, 2
B ® 2, 8, 5
C ® 2, 8, 7
ক. পর্যায় সারণি কখন প্রকাশিত হয়? ১
খ. মৃৎক্ষার ধাতুগুলোকে গ্রুপ-২ তে অবস্থান দেওয়ার কারণ ব্যাখ্যা কর। ২
গ. মৌল তিনটির মধ্যে কোনটি ধাতু, কোনটি অধাতু ও কোনটি অপধাতু ব্যাখ্যা কর। ৩
ঘ. অ এবং ই মৌলটির মধ্যে কোনটির আকার বড় হবে এবং কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন-৩৩ :
মৌল | A | B | C |
পারমাণবিক সংখ্যা | 16 | 13 | 7 |
ক. Ba কোন গ্রুপের মৌল? ১
খ. আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয়Ñ ব্যাখ্যা কর। ২
গ. A,B মৌল দুটির মধ্যে কোনটির পারমাণবিক আকার বড় এবং কেন ব্যাখ্যা কর। ৩
ঘ. মৌল তিনটির মধ্যে কোন কোন মৌল একই গ্রুপে অবস্থিত? তাদের পারমাণবিক আকার ও অন্যান্য রাসায়নিক ধর্মাবলির তুলনামূলক আলোচনা কর। ৪
প্রশ্ন-৩৪
A(19) ¾¾® 1s2 2s22p6 3s23p6 3d04s1
B(21) ¾¾¾® 1s2 2s22p6 3s23p6 3d1 4s2
ক. আয়নিকরণ শক্তি কী? ১
খ. বিøচিং পাউডার কীভাবে প্রস্তুত করা হয়? ২
গ. উদ্দীপকের আলোকে পর্যায় সারণিতে মৌলদ্বয়ের অবস্থান তুলে ধর। ৩
ঘ. প্রথম মৌলের সর্বশেষ ইলেকট্রন4s অরবিটালে এবং দ্বিতীয় মৌলের সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে যায়- বিশ্লেষণ কর। ৪
প্রশ্ন-৩৫ :
ক. ক্ষার কী? ১
খ. কোনো বোতলের গায়ে বৃত্তের উপর আগুনের শিখা চিহ্ন থাকলে আমরা কী বুঝব? ২
গ. ঢ ও ণ দ্বারা গঠিত যৌগ কী পানিতে দ্রবণীয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. ঢ ও ণ মৌল দুটির মধ্যে কোনটির আকার বড়? ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন-৩৬ :
মৌল | পারমাণবিক সংখ্যা |
A | 12 |
B | 8 |
C | 17 |
D | 24 |
[এখানে, A, B, C, D প্রকৃত অর্থ বহন করে না]
ক. পর্যায় সারণিতে কোন গ্রুপটিকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? ১
খ. গ্রুপ-১ মৌলগুলোর যৌজনী একক কেন? ২
গ. A এবং C-এর মধ্যে রাসায়নিক বন্ধন গঠন ব্যাখ্যা কর। ৩
ঘ. “ইলেকট্রন বিন্যাস-ই পর্যায় সারণির মূল ভিত্তি” পর্যায় সারণিতে উপরিউক্ত মৌলগুলোর অবস্থান নির্ণয় করে উক্তিটি ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন-৩৭ :
ক. পারমাণবিক ব্যাসার্ধ কী? ১
খ. সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী কেন? ২
গ. অ ও ই মৌলের নাম ও পর্যায় সারণিতে এর অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. অ ও ই মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভ‚ত হয় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
প্রশ্ন-৩৮ ঢ, ণ ও ত ক্রমিক পারমাণবিক সংখ্যাবশিষ্ট তিনটি মৌল। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, ণ ও ত মৌলের চতুর্থ শক্তিস্তরের সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান। ঢ মৌলটির পারমাণবিক সংখ্যা ৩৫।
ক. তড়িৎ ঋণাত্মকতা কী? ১
খ. যোজনী ও জারণ-সংখ্যার মধ্যে পার্থক্য লিখ। ২
গ. পর্যায় সারণিতে ত মৌলটির অবস্থান নির্ণয় কর। ৩
ঘ. ঢ এবং একই পর্যায়ে তার পূর্ববর্তী ২টি মৌল-এ তিনটি মৌলের কোনটির আয়নিকরণ শক্তি বেশি- ব্যাখ্যা কর। ৪
প্রশ্ন-৩৯ X, Y, Z মৌল তিনটি পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে অবস্থিত। এদের বহিঃস্থ স্তরের ইলেকট্রনিক গঠন নিম্নরূপ-
ক. তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ১
খ. ঐঈষ পোলার যৌগ কেন? ২
গ. ঢ ও ত এর মধ্যে রাসায়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর মধ্যে কোনটির পারমাণবিক আকার বড়? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
উপরের এসএসসি রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণি সৃজনশীল, MCQ, সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরগুলো পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।