নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায় নগদান বই সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অষ্টম অধ্যায়
নগদান বই

 নগদান বই-এর ধারণা
ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনসমূহকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। মানদণ্ডটি হলো নগদ অর্থ। লেনদেনের সাথে নগদ অর্থের সম্পৃক্ততা থাকা এবং না থাকা। যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে ওই লেনদেনসমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। নগদান বই প্রাথমিক হিসাবের বই, জাবেদার একটি অন্যতম শাখা।
 নগদান বইয়ের গুরুত্ব
 নগদ অর্থের যথার্থ লিপিবদ্ধকরণ ব্যবসায়ের গতিশীলতা রক্ষার পাশাপাশি বহু সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
 নগদান বই হতে মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায়।
 নির্দিষ্ট সময়ে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়।
 মোট নগদ ক্রয় ও মোট নগদ বিক্রয়ের পরিমাণ জানা সম্ভব হয়।
 নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে প্রকৃত হাতে নগদের তুলনা করে ভুল ও গরমিলসমূহ চি‎িহ্নত করে সংশোধন করা যায়।
 নির্দিষ্ট শ্রেণির নগদান বই প্রস্তুতের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত লেনদেন ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ জানা সম্ভব।
জ্জ নগদান বইয়ের শ্রেণিবিভাগ
ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত চার প্রকারের নগদান বই দেখা যায়। নিচে নগদান বইয়ের প্রকারভেদ ছক আকারে দেখানো হলো :

কোনো কোনো প্রতিষ্ঠানে বর্তমানে নগদান বইয়ের পরিবর্তে নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পৃথক হিসাব সংরক্ষণ করা হয়।
একঘরা নগদান বই : যেসব প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই একঘরা নগদান বই সংরক্ষণ করে। ব্যাংকের মাধ্যমে লেনদেন নিরাপদ হওয়ায় এরূপ প্রতিষ্ঠানের সংখ্যা এবং একঘরা নগদান বই সংরক্ষণ ক্রমশ হ্রাস পাচ্ছে।
দুইঘরা নগদান বই : যেসব প্রতিষ্ঠানে নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয় ঐ সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য দুইঘরা নগদান বই প্রস্তুত করা হয়। নগদ অর্থের প্রাপ্তি প্রদানের পাশাপাশি ব্যাংকে জমাকৃত অর্থের হ্রাস-বৃদ্ধির পরিমাণ ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ দুইঘরা নগদান বই হতে জানা সম্ভব।
তিনঘরা নগদান বই : নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা-পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে তিনঘরা নগদান বই প্রস্তুত করা হয়। তিনঘরা নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়।
নগদ প্রাপ্তি জাবেদা : ব্যবসায়ের যেসব লেনদেনের ফলে আর্থিক প্রাপ্তি ঘটে, ঐ সকল লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
নগদ প্রদান জাবেদা : লেনদেনের দ্বারা নগদ অর্থ প্রদান করা হলে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এবং প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ব্যাংকে জমা, দুটি লেনদেনের কোনটিই নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। কারণ এদের দ্বারা ব্যবসায়ের মোট নগদ তারল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে। ব্যাংক সুদ মঞ্জুর নগদ প্রাপ্তি জাবেদায় এবং ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে।
জ্জ কন্ট্রা এন্ট্রি
যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটোই একসাথে প্রভাবিত হয় ওই সকল লেনদেনসমূহকে কন্ট্রা দাখিলা নামে অভিহিত করা হয়। কন্ট্রা দাখিলা নগদান বইয়ের উভয়দিকে পোস্টিং-এর পর খ. পৃ. কলামে ‘সি’ বা ‘ঈ’ বা ‘ক’ লিখে দিতে হবে।
জ্জ ব্যাংক বিবরণী
ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হলে সর্বপ্রথম ব্যাংক হিসাব খুলতে হয়। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে আমানতকারী বলা হয়। আমানতকারীর ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ উল্লেখ করে ব্যাংক যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক বিবরণী বলে। টাকা বা চেক ব্যাংকে জমা, ব্যাংক হতে চেকের মাধ্যমে উত্তোলন বা পরিশোধ, ব্যাংক সুদ ও ব্যাংক চার্জসহ যাবতীয় তথ্য তারিখ সহকারে ব্যাংক বিবরণী হতে পাওয়া যায়। আমানতকারী চাহিবামাত্র ব্যাংক এই বিবরণী সরবরাহ করে।
জ্জ ব্যাংক সমন্বয় বিবরণী
কোনো নির্দিষ্ট তারিখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ক্যাশ বইয়ের ব্যাংক ঘরের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের প্রকৃত কারণ দেখিয়ে উদ্বৃত্তের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়।
জ্জ নগদান বইয়ের ব্যাংক কলাম ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ
নগদান বই ও পাস বইয়ের মধ্যে গরমিলের কারণগুলো নি¤œরূপ :
¡ চেক ইস্যু করা হয়েছে কিন্তু তা ব্যাংকে সময়মতো উপস্থাপন করা হয়নি।
¡ ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু এখনও আদায় হয়নি।
¡ তৃতীয় পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান।
¡ চেক প্রত্যাখ্যান।
¡ ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে কোন খরচ পরিশোধ এবং আয় আদায়।

অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ও সমাধান

প্রশ্ন –১  জনাব ফেরদৌসির ব্যবসায়ের ২০১৮ সালের মার্চ মাসের লেনদেনসমূহ ছিলÑ
মার্চ ১ নগদ জের ৭,৫০০ টাকা।
মার্চ ৪ সুমনের নিকট হতে নগদে ক্রয় ৪,০০০ টাকা।
মার্চ ৮ পণ্য বিক্রয় ৫,০০০ টাকা।
মার্চ ১০ চেয়ার ক্রয় ৩,০০০ টাকা।
মার্চ ১৮ আরিফকে পরিশোধ ২,৫০০ টাকা।
মার্চ ২০ আসবাবপত্রের উপর অবচয় ৩০০ টাকা।
মার্চ ২৫ উত্তোলন ১,০০০ টাকা।
মার্চ ২৮ বেতন পরিশোধ ১,৫০০ টাকা।
ক. নগদান বইতে লিপিবদ্ধ হবে না, এইরূপ লেনদেন শনাক্ত করে সাধারণ জাবেদা দাখিলা দাও।
খ. লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
গ. লেনদেনসমূহের ভিত্তিতে ফেরদৌসির নগদ উদ্বৃত্তের পরিমাণ ৩১ মার্চ ২০১৮ তারিখের নির্ণয় কর।
 ১নং প্রশ্নের সমাধান 
ক. জনাব ফেরদৌসির
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
মার্চ ২০ অবচয় হিসাব ডেবিট ৩০০
পুঞ্জিভ‚ত অবচয় (আসবাবপত্র) হিসাব ক্রেডিট ৩০০
(আসবাবপত্রের ওপর অবচয় ধার্য করা হলো) ৩০০ ৩০০
উত্তর : নগদান বই বহির্ভূত লেনদেনগুলোর জাবেদার যোগফল ৩০০ টাকা।
খ. জনাব ফেরদৌসির
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য হিসাব ডেবিট প্রাপ্ত বাট্টা ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
মার্চ ৪ ক্রয় ৪,০০০ ৪,০০০
” ১০ আসবাবপত্র ৩,০০০ ৩,০০০
” ১৮ আরিফ ২,৫০০ ২,৫০০
” ২৫ উত্তোলন ১,০০০ ১,০০০
” ২৮ বেতন ১,৫০০ ১,৫০০
৪,০০০ ২,৫০০ ৫,৫০০ ১২,০০০
উত্তর : নগদ প্রদান জাবেদায় মোট ডেবিট (৪,০০০ + ২,৫০০ + ৫,৫০০) = ১২,০০০ টাকা এবং মোট ক্রেডিট ১২,০০০ টাকা।
গ. জনাব ফেরদৌসির
ডেবিট একঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.নং খ.পৃ. পরিমাণ
টাকা তারিখ প্রদান ভা.নং খ.পৃ. পরিমাণ
টাকা
২০১৮
মার্চ ১
ব্যালেন্স বি/ডি
৭,৫০০ ২০১৮
মার্চ ৪
ক্রয় হিসাব
৪,০০০
” ৮ বিক্রয় হিসাব ৫,০০০ ” ১০ আসবাবপত্র হিসাব ৩,০০০
” ১৮ আরিফ হিসাব ২,৫০০
” ২৫ উত্তোলন হিসাব ১,০০০
” ২৮ বেতন হিসাব ১,৫০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ৫০০
১২,৫০০ ১২,৫০০
এপ্রিল-১ ব্যালেন্স বি/ডি ৫০০
উত্তর : জনাব ফেরদৌসীর নগদ উদ্বৃত্তের পরিমাণ ৫০০ টাকা।
প্রশ্ন -২ ল্ফ ২০১৮ সালের আগস্ট মাসে নাছির এন্টারপ্রাইজের নগদ লেনদেনসমূহ ছিল-
আগস্ট ১ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমা যথাক্রমে ৯,০০০ টাকা ও ৪,০০০ টাকা।
আগস্ট ২ রাজিব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি ৭,০০০ টাকা।
আগস্ট ৫ ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা।
আগস্ট ১২ জাফর স্টোরস এর নিকট ৬,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকা প্রাপ্তি।
আগস্ট ১৮ সাজ্জাদ এন্ড সন্স এর নিকট হতে নগদে পণ্য ক্রয় ৩,৫০০ টাকা।
আগস্ট ২০ সেলিমা ট্রেডার্সকে পরিশোধ ৪,৩০০ টাকা এবং বাট্টা প্রাপ্তি ২০০ টাকা।
আগস্ট ২৫ ব্যাংক সুদ মঞ্জুর করল ৩০০ টাকা।
ক. ১৮ তারিখে লেনদেনের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত কর।
খ. লেনদেনসমূহের ভিত্তিতে দু’ঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. খ নং প্রশ্নের উত্তর হতে প্রাপ্ত জেরগুলোকে প্রারম্ভিক জের ধরে ১২ তারিখ হতে ২৫ তারিখ পর্যন্ত সংঘটিত লেনদেনগুলো দ্বারা তিনঘরা নগদান বই প্রস্তুত কর।
 ২নং প্রশ্নের সমাধান 
ক. ১৮ তারিখে লেনদেনের জন্য ডেবিট ভাউচার প্রস্তুতকরণ :
নাছির এন্টারপ্রাইজ তারিখ : ১৮ আগস্ট ২০১৮
ডেবিট ভাউচার নম্বর :…………….. গ্রহণকারীর নাম : সাজ্জাদ এন্ড সন্স
হিসাব খাতের নাম : ক্রয় হিসাব ঠিকানা : …………………….
ক্রমিক নং খরচের বিবরণ টাকা
১ পণ্য ক্রয় ৩,৫০০
৩,৫০০
টাকা (কথায়) : তিন হাজার পাঁচশত টাকা মাত্র।

ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহণকারীর স্বাক্ষর

খ. নাছির এন্টারপ্রাইজের
ডেবিট দুইঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র: নং খ: পৃ: নগদ
টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা: নং খ: পৃ: নগদ টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ৯,০০০ ৪,০০০ আগস্ট ৫ নগদান হিসাব ক ৫,০০০
” ২ বিক্রয় হিসাব ৭,০০০ ” ১৮ ক্রয় হিসাব ৩,৫০০
” ৫ ব্যাংক হিসাব ক ৫,০০০ ” ২০ সেলিমা ট্রেডার্স হিসাব ৪,৩০০
” ১২ জাফর স্টোরস হিসাব ৫,৮০০ ” ৩১ ব্যালেন্স সি/ডি ১২,০০০ ৬,৩০০
” ২৫ ব্যাংক সুদ হিসাব ৩০০
১৯,৮০০ ১১,৩০০ ১৯,৮০০ ১১,৩০০
সেপ্টে. ১ ব্যালেন্স বি/ডি ১২,০০০ ৬,৩০০
উত্তর : নগদ উদ্বৃত্ত ১২,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃত্ত ৬,৩০০ টাকা।
গ. নাছির এন্টারপ্রাইজে
ডেবিট তিনঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র: নং খ: পৃ: প্রদত্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা: নং খ: পৃ: প্রাপ্ত
বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা
২০১৮
আগস্ট ১
ব্যালেন্স বি/ডি (খ নং হতে আনীত)
১২,০০০
৬,৩০০ ২০১৮
আগস্ট ১৮
ক্রয় হিসাব
৩,৫০০
” ১২ জাফর স্টোরস হি: ২০০ ৫,৮০০ ” ২০ সেলিমা ট্রেডার্স হি: ২০০ ৪,৩০০
” ২৫ ব্যাংক সুদ হিসাব ৩০০ ” ৩১ ব্যালেন্স সি/ডি ১০,০০০ ৬,৬০০
২০০ ১৭,৮০০ ৬,৬০০ ২০০ ১৭,৮০০ ৬,৬০০
সেপ্টেম্বর ১ ব্যালেন্স সি/ডি ১০,০০০ ৬,৬০০
উত্তর : নগদ উদ্বৃত্ত ১০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ৬,৬০০ টাকা, প্রদত্ত বাট্টা ২০০ ও প্রাপ্ত বাট্টা ২০০ টাকা।
প্রশ্ন -৩ ল্ফ হায়দার এন্ড সন্স-এর নিম্নোক্ত লেনদেনসমূহ ২০১৮ সালের নভেম্বর মাসে সংঘটিত হয়েছে-
নভেম্বর ১ শহীদের নিকট নগদে বিক্রয় ৮,০০০ টাকা।
নভেম্বর ৪ মালিহার নিকট হতে ৫,৪০০ টাকা প্রাপ্তি এবং বাট্টা প্রদান ১০০ টাকা।
নভেম্বর ৫ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা।
নভেম্বর ৮ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৩,০০০ টাকা।
নভেম্বর ১২ জামালকে ৩,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৩০০ টাকা প্রদান।
নভেম্বর ১৮ অফিসের ভাড়া পরিশোধ ২,৫০০ টাকা।
নভেম্বর ২০ ঋণ গ্রহণ ১০,০০০ টাকা।
নভেম্বর ২৩ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ২,০০০ টাকা।
ক. হায়দার এন্ড সন্সের ০১ তারিখের লেনদেনের জন্য ক্যাশমেমো প্রস্তুত কর।
খ. লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর।
গ. লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।
 ৩নং প্রশ্নের সমাধান 
ক.
ভাউচার নম্বর :…………….. হায়দার এন্ড সন্স তারিখ : ০১ নভেম্বর ২০১৮
ক্যাশমেমো
ক্রেতার নাম : শহীদ
ঠিকানা : ……………….
ক্রমিক নং মালের বিবরণ দর (টাকা) পরিমাণ টাকার পরিমাণ
১ পণ্য বিক্রয় ৮,০০০
৮,০০০
টাকা (কথায়) : আট হাজার টাকা মাত্র।

ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর
বিঃ দ্রঃ বিক্রীত পণ্য ফেরত নেয়া হয় না।
খ. হায়দার এন্ড সন্স-এর
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট প্রদত্ত বাট্টা ডেবিট বিক্রয়
ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট
২০১৮
নভে. ১
বিক্রয়
৮,০০০
৮,০০০
” ৪ মালিহা ৫,৪০০ ১০০ ৫,৫০০
” ৮ আসবাবপত্র ৩,০০০ ৩,০০০
” ২০ ঋণ ১০,০০০ ১০,০০০
২৬,৪০০ ১০০ ৮,০০০ ৫,৫০০ ১৩,০০০
উত্তর : নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট (২৬,৪০০ + ১০০) = ২৬,৫০০ টাকা ও মোট ক্রেডিট (৮,০০০ + ৫,৫০০ + ১৩,০০০) = ২৬,৫০০ টাকা।
গ. হায়দার এন্ড সন্স-এর
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য হিসাব ডেবিট প্রাপ্ত বাট্টা ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
নভে. ৫
অফিস সরঞ্জাম
৫০০
৫০০
” ১২ জামাল ৩,৫০০ ২০০ ৩,৩০০
” ১৮ ভাড়া ২,৫০০ ২,৫০০
” ২৩ উত্তোলন ২,০০০ ২,০০০
৩,৫০০ ৫,০০০ ২০০ ৮,৩০০
উত্তর : নগদ প্রদান জাবেদার মোট ডেবিট (৩,৫০০ + ৫০০) = ৮,৫০০ টাকা ও মোট ক্রেডিট (৮,৩০০ + ২০০) = ৮,৫০০ টাকা।
প্রশ্ন -৪ ল্ফ জনাব কিসলুর ব্যবসায়ে জানুয়ারি ২০১৮ মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়।
জানুয়ারি ১ নগদ ৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকার ব্যাংক তহবিল নিয়ে ব্যবসায় শুরু করেন।
জানুয়ারি ৪ নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা
জানুয়ারি ৫ পণ্য বিক্রয় ২,০০,০০০ টাকা যার ৫০% চেকে
জানুয়ারি ৭ ব্যবসায়ের জন্য মাপার স্কেল ক্রয় ৭,০০০ টাকা
জানুয়ারি ৮ ৫ তারিখের চেকটি প্রত্যাখ্যাত হল
জানুয়ারি ১০ চেকে কর্মচারীর বেতন প্রদান ২,৫০০ টাকা
জানুয়ারি ১২ ব্যাংক থেকে উত্তোলন ১২,০০০ টাকা
জানুয়ারি ১৫ রতনের নিকট বিক্রয় ৩,৫০০ টাকা
জানুয়ারি ১৮ ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় ২৫,০০০ টাকা
জানুয়ারি ২০ বিক্রয়কর্মীর কমিশন প্রদান ৫,০০০ টাকা
জানুয়ারি ২৫ ব্যাংকে জমা দেয়া হল ৫,০০০ টাকা
জানুয়ারি ৩০ রতনের নিকট থেকে প্রাপ্তি ২,৫০০ টাকা
ক. জনাব কিসলুর ব্যবসায়ের কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত?
খ. উপযুক্ত লেনদেনগুলো জনাব কিসলুর নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ কর।
গ. উপযুক্ত লেনদেন দ্বারা জনাব কিসলুর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর।
 ৪নং প্রশ্নের সমাধান 
ক. জনাব কিসলুর ব্যবসায়ের কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
জানু.১২
ব্যাংক থেকে উত্তোলন
১২,০০০
” ২৫ ব্যাংকে জমাদান ৫,০০০
মোট কন্ট্রা এন্টির পরিমাণ ১৭,০০০
উত্তর : জনাব কিসলুর কন্ট্রা এন্ট্রির পরিমাণ ১৭,০০০ টাকা।
খ. জনাব কিসলুর
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান
ডেবিট প্রদত্ত বাট্টা ডেবিট বিক্রয়
ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট
২০১৮
জানু. ১
” ৫
মূলধন
বিক্রয়
২,৫০,০০০
২,০০,০০০

২,০০,০০০
২,৫০,০০০
” ৩০ রতন ২,৫০০ ২,৫০০
৪,৫২,৫০০ ২,০০,০০০ ২,৫০০ ২,৫০,০০০
উত্তর : নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট ৪,৫২,৫০০ টাকা ও মোট ক্রেডিট (২,০০,০০০ + ২,৫০০ + ২,৫০,০০০) = ৪,৫২,৫০০ টাকা।
গ. জনাব কিসলুর
ডেবিট দুইঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র: নং খ: পৃ: নগদ
টাকা ব্যাংক
টাকা তারিখ প্রদান ভা: নং খ: পৃ: নগদ
টাকা ব্যাংক
টাকা
২০১৮
জানু. ১
ব্যালেন্স বি/ডি
৫০,০০০
২,০০,০০০ ২০১৮
জানু. ৪
ক্রয় হিসাব
১৫,০০০
” ৫ বিক্রয় হিসাব ১,০০,০০০ ১,০০,০০০ ” ৭ অফিস সরঞ্জাম হিসাব ৭,০০০
” ১২ ব্যাংক হিসাব ক ১২,০০০ ” ৮ দেনাদার হিসাব ১,০০,০০০
” ২৫ নগদান হিসাব ক ৫,০০০ ” ১০ বেতন হিসাব ২,৫০০
” ৩০ রতন হিসাব ২,৫০০ ” ১২ নগদান হিসাব ক ১২,০০০
” ১৮ আসবাবপত্র হিসাব ২৫,০০০
” ২০ কমিশন হিসাব ৫,০০০
” ২৫ ব্যাংক হিসাব ক ৫,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ১,০৭,৫০০ ১,৯০,৫০০
১,৬৪,৫০০ ৩,০৫,০০০ ১,৬৪,৫০০ ৩,০৫,০০০
ফেব্রæয়ারি ১ ব্যালেন্স বি/ডি ১,০৭,৫০০ ১,৯০,৫০০
উত্তর : নগদ উদ্বৃত্ত ১,০৭,৫০০ টাকা ও ব্যাংক উদ্বৃত্ত ১,৯০,৫০০ টাকা।
টীকা : যেহেতু ধারে লেনদেন নগদান বইতে লিপিবদ্ধ হয় না তাই ১৫ তারিখের লেনদেন এখানে হিসাবভুক্ত করা হলো না।
প্রশ্ন -৫ ল্ফ ২০১৮ সালের জানুয়ারি মাসে জনাব কিশোরের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়-
জানুয়ারি ১ নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা
জানুয়ারি ৩ জহির ট্রেডার্স হতে ৫% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ক্রয়
জানুয়ারি ৫ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে ১,৫০০ টাকা নিলেন
জানুয়ারি ১০ ব্যাংক হতে উত্তোলন ১০,০০০ টাকা
জানুয়ারি ১৫ পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ ৭,০০০ টাকা
জানুয়ারি ২০ কর্মচারীর বেতন প্রদান ৪,০০০ টাকা
জানুয়ারি ২৫ মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন ১৩,০০০ টাকা
জানুয়ারি ২৮ সুমনের নিকট হতে ৩,৮৫০ টাকা পাওয়া গেল এবং তাকে ১৫০ টাকা বাট্টা দেয়া হল
জানুয়ারি ২৯ জহির ট্রেডার্সের পাওনা ৯,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৯,৩৫০ টাকা প্রদান করা হল
জানুয়ারি ৩১ ২,৫০০ টাকা নগদ উদ্বৃত্ত রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেয়া হল।
ক. যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও।
খ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা জনাব কিশোরের একঘরা নগদান বই প্রস্তুত কর।
গ. উপর্যুক্ত লেনদেনগুলো নগদ প্রদানের জন্য প্রযোজ্য বইতে দাখিলা কর।
 ৫নং প্রশ্নের সমাধান 
ক. জনাব কিশোরের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাব শিরোনাম ও ব্যাখ্যা খ: পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জানুয়ারি ৩
ক্রয় হিসাব ডেবিট
৯,৫০০
পাওনাদার (জহির ট্রেডার্স) হিসাব ক্রেডিট ৯,৫০০
(জহির ট্রেডার্স এর কাছ থেকে ধারে ক্রয় করা হলো)
” ২৫ আসবাবপত্র হিসাব ডেবিট ১৩,০০০
মূলধন হিসাব ক্রেডিট ১৩,০০০
(মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো)
মোট ২২,৫০০ ২২,৫০০
উত্তর : নগদান বই বহির্ভূত লেনদেনগুলোর জাবেদার যোগফল ২২,৫০০ টাকা।
খ. জনাব কিশোরের
ডেবিট একঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র: নং খ: পৃ: পরিমাণ টাকা তারিখ প্রদান ভা: নং খ: পৃ: পরিমাণ টাকা
২০১৮
জানুয়ারি ১
ব্যালেন্স বি/ডি
৩০,০০০ ২০১৮
জানুয়ারি ৫
উত্তোলন হিসাব
১,৫০০
” ১০ ব্যাংক হিসাব ১০,০০০ ” ২০ বেতন হিসাব ৪,০০০
” ২৮ সুমন হিসাব ৩,৮৫০ ” ২৯ জহির ট্রেডার্স হিসাব ৯,৩৫০
” ৩১ ব্যাংক হিসাব ২৬,৫০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ২,৫০০
৪৩,৮৫০ ৪৩,৮৫০
ফেব্রæয়ারি ১ ব্যালেন্স বি/ডি ২,৫০০
উত্তর : নগদ উদ্বৃত্ত ২,৫০০ টাকা।
গ. জনাব কিশোরের
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য হিসাব ডেবিট প্রাপ্ত বাট্টা ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
জানুয়ারি ৫
উত্তোলন
১,৫০০
১,৫০০
” ১৫ ক্রয় ৭,০০০ ৭,০০০
” ২০ বেতন ৪,০০০ ৪,০০০
” ২৯ জহির ট্রেডার্স ৯,৫০০ ১৫০ ৯,৩৫০
” ৩১ ব্যাংক ২৬,৫০০ ২৬,৫০০
৭,০০০ ৯,৫০০ ৩২,০০০ ১৫০ ৪৮,৩৫০
উত্তর : নগদ প্রদান জাবেদার মোট ডেবিট (৯,৫০০ + ৩২,০০০ + ৭,০০০) = ৪৮,৫০০ টাকা ও মোট ক্রেডিট (৪৮,৩৫০ + ১৫০) = ৪৮,৫০০ টাকা।

প্রশ্ন -৬ ল্ফ ২০১৮ সালের জানুয়ারি মাসে জনাব জাহিদ হাসানের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয় :
জানুয়ারি ১ হাতে নগদ ১৭,৫০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ৫,০০০ টাকা।
” ২ ব্যাংকে জমা দেয়া হলো ৪,০০০ টাকা।
” ৭ ৬,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে জনাব আরাফাত হতে ৬,৩০০ টাকার চেক প্রাপ্তি।
” ১০ রাজিবের নিকট হতে ৩,০০০ টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান ২,০০০ টাকা।
” ১৫ জনাব আরাফাত হতে প্রাপ্ত ৭ তারিখের জমাকৃত চেক প্রত্যাখান।
” ২০ পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা যার ৫০% চেকে।
” ২২ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা।
” ২৫ সাজ্জাদ এন্ড সন্স এর নিকট হতে নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
” ৩১ রতনের নিকট থেকে প্রাপ্তি ৩,০০০ টাকা।
ক. ২৫ তারিখের লেনদেনের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত কর। ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলো জনাব জাহিদ হাসানের নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনগুলো জনাব জাহিদ হাসানের একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। ৪
 ৬নং প্রশ্নের সমাধান 
ক.
জনাব জাহিদ হাসান তারিখ : ২৫ জানুয়ারি ২০১৮
ডেবিট ভাউচার
ডেবিট ভাউচার নম্বর : …….. গ্রহণকারীর নাম : সাজ্জাদ এন্ড সন্স
হিসাব খাতের নাম : ক্রয় হিসাব ঠিকানা : …………………
ক্রমিক নং খরচের বিবরণ টাকা
১ নগদ পণ্য ক্রয় ৪,০০০

৪,০০০
   
ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতার স্বাক্ষর
খ. জনাব জাহিদ হাসানের
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান
ডেবিট প্রদত্ত বাট্টা
ডেবিট বিক্রয়
ক্রেডিট দেনাদার
ক্রেডিট অন্যান্য হিসাব
ক্রেডিট
২০১৮
জানু. ৭ জনাব আরাফাত ৬,৩০০ ২০০ ৬,৫০০
” ২০ বিক্রয় ১,০০,০০০ ১,০০,০০০
” ৩১ রতন ৩,০০০ ৩,০০০
১,০৯,৩০০ ২০০ ১,০০,০০০ ৯,৫০০
উত্তর : নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট (১,০৯,৫০০ + ৩০০) = ১,০৯,৫০০ টাকা এবং মোট ক্রেডিট (১,০০,০০০ + ৯,৫০০) = ১,০৯,৫০০ টাকা।
গ. জনাব জাহিদ হাসানের
ডেবিট তিনঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.নং খ.পৃ. প্রদত্ত বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা.
নং খ.
পৃ. প্রাপ্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
জানু. ১ ব্যালেন্স বি/ডি ১৭,৫০০ জানু. ১ ব্যালেন্স বি/ডি ৫,০০০
” ২ নগদান হিসাব ক ৪,০০০ ” ২ ব্যাংক হিসাব ক ৪,০০০
” ৭ জনাব আরাফাত হিসাব ২০০ ৬,৩০০ ” ১০ ক্রয় হিসাব ২,০০০
” ২০ বিক্রয় হিসাব ৫০,০০০ ৫০,০০০ ” ১৫ জনাব আরাফাত হিসাব ৬,৩০০
” ২২ ব্যাংক হিসাব ক ১০,০০০ ” ২২ নগদান হিসাব ক ১০,০০০
” ৩১ রতন হিসাব ৩,০০০ ” ২৫ ক্রয় হিসাব ৪,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ৭০,৫০০ ৩৯,০০০
২০০ ৮০,৫০০ ৬০,৩০০ ৮০,৫০০ ৬০,৩০০

ফেব্র. ১ ব্যালেন্স বি/ডি ৭০,৫০০ ৩৯,০০০
উত্তর : নগদ জমা ৭০,৫০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ৩৯,০০০ টাকা এবং প্রদত্ত বাট্টা ২০০ টাকা।
প্রশ্ন -৭ ল্ফ ২০১৮ সালের মে মাসে তিস্তা ট্রেডিং-এর নগদ লেনদেনগুলো ছিল
মে ০১ নগদ উদ্বৃত্ত ও ব্যাংক জমাতিরিক্ত যথাক্রমে ১৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা।
” ০৫ সুবর্ণ ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেকপ্রাপ্তি ৮,০০০ টাকা। প্রদত্ত বাট্টা ২০০ টাকা।
” ১০ ব্যাংকে জমাদান ৫,০০০ টাকা।
” ১৫ ইত্যাদি স্টোর এর নিকট হতে নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
” ১৮ পাওনাদারকে ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে চেকে ৪,৫০০ টাকা প্রদান করা হলো।
” ২০ মেসার্স তেজারত ট্রেডার্সের নিকট হতে ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৭০০ টাকা প্রাপ্তি।
” ২৫ ভাড়া প্রদান ২,০০০ টাকা।
ক. উপর্যুক্ত তথ্যের আলোকে তিস্তা ট্রেডিং-এর প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় কর। ২
খ. লেনদেনগুলোর আলোকে তিস্তা ট্রেডিং-এর নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। ৪
গ. প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি উপর্যুক্ত নগদান বই প্রস্তুত কর। ৪
 ৭নং প্রশ্নের সমাধান 
ক. তিস্তা ট্রেডিং-এর প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
মে ৫ সুবর্ণ ট্রেডার্স হিসাব ২০০
” ২০ মোসার্স তেজারত ট্রেডার্স হিসাব ৩০০
মোট প্রদত্ত বাট্টা ৫০০
উত্তর : তিস্তা ট্রেডিং-এর প্রদত্ত বাট্টার পরিমাণ ৫০০ টাকা।
খ. তিস্তা ট্রেডিং-এর
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার
ডেবিট অন্যান্য হিসাব
ডেবিট প্রাপ্ত বাট্টা
ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
মে ১৫ ক্রয় ৪,০০০ ৪,০০০
” ১৮ পাওনাদার ৫,০০০ ৫০০ ৪,৫০০
” ২৫ ভাড়া ২,০০০ ২,০০০
৪,০০০ ৫,০০০ ২,০০০ ৫০০ ১০,৫০০
উত্তর : নগদান প্রদান জাবেদার মোট ডেবিট (৪,০০০ + ৫,০০০ + ২,০০০) = ১১,০০০ টাকা এবং মোট ক্রেডিট (১০,৫০০ + ৫০০) = ১১,০০০ টাকা।
গ. তিস্তা ট্রেডিং-এর
ডেবিট তিনঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.নং খ.পৃ. প্রদত্ত বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা
নং খ.
পৃ. প্রদত্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
মে ১ ব্যালেন্স বি / ডি ১৫,০০০ মে ১ ব্যালেন্স বি / ডি ৪,০০০
” ৫ বিক্রয় হিসাব ২০০ ৮,০০০ ” ১০ ব্যাংক হিসাব ক ৫,০০০
” ১০ নগদান হিসাব ক ৫,০০০ ” ১৫ ক্রয় হিসাব ৪,০০০
” ২০ মেসার্স তেজারত ” ১৮ পাওনাদার হিসাব ৫০০ ৪,৫০০
ট্রেডার্স হিসাব ৩০০ ৫,৭০০ ” ২৫ ভাড়া হিসাব ২,০০০
” ৩১ ব্যালেন্স সি / ডি ৫,২০০ ৯,০০০
৫০০ ২০,৭০০ ১৩,০০০ ৫০০ ২০,৭০০ ১৩,০০০
২০১৮
জুন ১ ব্যালেন্স বি /ডি ৫,২০০ ৯,০০০
উত্তর : নগদ উদ্বৃত্ত ৫,২০০ টাকা, ব্যাংক জমা ৯,০০০ টাকা, প্রদত্ত বাট্টা ৫০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ৫০০ টাকা।
প্রশ্ন -৮ ল্ফ ২০১৮ সালের জুলাই মাসে জনাব পুলিন এর ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয় ঃ-
জুলাই ০১ নগদ উদ্বৃত্ত ১৫,০০০ টাকা এবং জমাতিরিক্ত ১৩,০০০ টাকা।
০৫ মিহির হতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা এবং বাট্টা ১০%।
০৬ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে উত্তোলন করেন ১,০০০ টাকা।
০৮ ব্যাংক হতে উত্তোলন ৪,০০০ টাকা।
১৬ বেতন প্রদান ২,০০০ টাকা।
২০ মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করেন ৬,০০০ টাকা।
২৫ আসিফ হতে ১,৯০০ টাকা পাওয়া গেল এবং তাকে ১০০০ টাকা বাট্টা দেয়া হলো।
২৬ হাসান ট্রেডার্সের পাওনা ৩,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ২,৯০০ টাকা প্রদান করা হলো।
ক. যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাখিলা দাও। ২
খ. উপর্যুক্ত লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনগুলো দ্বারা একটি তিনঘরা নগদান বই প্রস্তুত কর। ৪
 ৮নং প্রশ্নের সমাধান 
ক. জনাব পুলিনের
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাবের নাম খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জুলাই ৫ ক্রয় হিসাব ডেবিট ৪,৫০০
পাওনাদার (মিহির) হিসাব ক্রেডিট ৪,৫০০
(১০% বাট্টায় মিহিরের নিকট থেকে ক্রয় করা হলো।)
” ২০ আসবাবপত্র হিসাব ডেবিট ৬,০০০
মূলধন হিসাব ক্রেডিট ৬,০০০
(মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করেন।)
মোট ১০,৫০০ ১০,৫০০
উত্তর : সাধারণ জাবেদার যোগফল ১০,৫০০ টাকা।
খ. জনাব পুলিনের
নগদান প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার
ডেবিট অন্যান্য হিসাব
ডেবিট প্রাপ্ত বাট্টা
ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
জুলাই ৬ উত্তোলন ১,০০০ ১,০০০
” ১৬ বেতন ২,০০০ ২,০০০
” ২৬ হাসান ট্রেডার্স ৩,০০০ ১০০ ২,৯০০
৩,০০০ ৩,০০০ ১০০ ৫,৯০০
উত্তর : নগদ প্রদান জাবেদার মোট ডেবিট (৩,০০০ + ৩,০০০) = ৬,০০০ টাকা এবং মোট ক্রেডিট (১০০ + ৫,৯০০) = ৬,০০০ টাকা।
গ. জনাব পুলিন
তিনঘরা নগদান বই
ডেবিট ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.নং খ.পৃ. প্রদত্ত বাট্টা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা.
নং. খ.
পৃ. প্রাপ্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
জুলাই ১ ব্যালেন্স বি/ডি ১৫,০০০ জুলাই ১ ব্যালেন্স বি/ডি ১৩,০০০
” ৮ ব্যাংক হিসাব ক ৪,০০০ ” ৬ উত্তোলন হিসাব ১,০০০
” ২৫ আসিফ হিসাব ১,০০০ ১,৯০০ ” ৮ নগদান হিসাব ক ৪,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ১৭,০০০ ” ১৬ বেতন হিসাব ২,০০০
” ২৬ হাসান ট্রেডার্স হিসাব ১০০ ২,৯০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ১৫,০০০
১,০০০ ২০,৯০০ ১৭,০০০ ১০০ ২০,৯০০ ১৭,০০০
আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ১৫,০০০ আগস্ট ১ ব্যালেন্স বি/ডি ১৭,০০০
উত্তর : নগদ জমা ১৫,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১৭,০০০ টাকা, প্রদত্ত বাট্টা ১,০০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ১,০০০ টাকা।
প্রশ্ন -৯ ল্ফ হাবীব এন্ড কোং এর নিম্নোক্ত লেনদেনসমূহ ২০১৮ সালের মার্চ মাসে সংঘটিত হয় :
মার্চ-১ ঃ রাজুর নিকট হতে ১০% বাট্টায় ৮,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
৫ ঃ পুরনো আসবাবপত্র বিক্রয় ৭,০০০ টাকা।
৮ ঃ মিঠুর নিকট হতে প্রাপ্তি ৪,৮০০ টাকা এবং বাট্টা প্রদান ২০০ টাকা।
১৫ ঃ ৫,৫০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে মীনার নিকট হতে ৫,২০০ টাকা প্রাপ্তি।
২১ ঃ পণ্য বিক্রয় করে ৭,৫০০ টাকার চেক প্রাপ্তি।
২৪ ঃ ৫% বাট্টায় ৪,০০০ টাকা দেনার পূর্ণনিষ্পত্তি করা হলো।
২৭ ঃ বেতন পরিশোধ করা হলো নগদে ২,৫০০ টাকা এবং চেকে ১,৫০০ টাকা।
৩০ ঃ উপ-ভাড়াটিয়ার নিকট হতে চেক প্রাপ্তি ২,৫০০ টাকা।
ক. হাবীব এন্ড কোং-এর প্রদত্ত বাট্টার পরিমাণ কত? ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলো হতে হাবীব এন্ড কোং-এর নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনসমূহ হতে হাবীব এন্ড কোং-এর একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। ৪
 ৯নং প্রশ্নের সমাধান 
ক. হাবীব এন্ড কোং এর প্রদত্ত বাট্টার পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
মার্চ ৮
মিঠুকে প্রদত্ত বাট্টা
২০০
” ১৫ মীনাকে প্রদত্ত বাট্টা ৩০০
মোট প্রদত্ত বাট্টা ৫০০
উত্তর : হাবীব এন্ড কোং এর প্রদত্ত বাট্টা ৫০০ টাকা।
খ. হাবীব এন্ড কোং-এর
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট বাট্টা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার
ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট
২০১৮
মার্চ- ৫ আসবাবপত্র ৭,০০০ ৭,০০০
” ৮ মিঠু ৪,৮০০ ২০০ ৫,০০০
” ১৫ মীনা ৫,২০০ ৩০০ ৫,৫০০
” ২১ বিক্রয় ৭,৫০০ ৭,৫০০
” ৩০ উপ-ভাড়া ২,৫০০ ২,৫০০
২৭,০০০ ৫০০ ৭,৫০০ ১০,৫০০ ৯,৫০০
উত্তর : নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট (২৭,০০০ + ৫০০) = ২৭,৫০০ টাকা এবং মোট ক্রেডিট (৭,৫০০ + ১০,৫০০ + ৯,৫০০) = ২৭,৫০০ টাকা।
গ. হাবীব এন্ড কোং-এর
ডেবিট তিনঘরা নগদান বই ক্রেডিট
তারিখ বিবরণ র
পৃ. খ.
পৃ. প্রদত্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা তারিখ বিবরণ ভা. নং. খ.
পৃ. প্রাপ্ত বাট্টা নগদ
টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
মার্চ-৫ আসবাবপত্র হিসাব ৭,০০০ মার্চ-১ ক্রয় হিসাব ৭,২০০
” ৮ মিঠু হিসাব ২০০ ৪,৮০০ ” ২৪ পাওনাদার হিসাব ২০০ ৩,৮০০
” ১৫ মীনা হিসাব ৩০০ ৫,২০০ ” ২৭ বেতন হিসাব ২,৫০০ ১,৫০০
” ২১ বিক্রয় হিসাব ৭,৫০০ ” ৩১ ব্যালেন্স সি/ডি ৩,৫০০ ৮,৫০০
” ২২ উপভাড়া হিসাব ২,৫০০
৫০০ ১৭,০০০ ১০,০০০ ২০০ ১৭,০০০ ১০,০০০
এপ্রিল-১ ব্যালেন্স বি/ডি ৩,৫০০ ৮,৫০০
উত্তর : নগদ জমা ৩,৫০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ৮,৫০০ টাকা, প্রদত্ত বাট্টা ৫০০ টাকা এবং প্রাপ্ত বাট্টা ২০০ টাকা।
প্রশ্ন -১০ ল্ফ রাকিব এন্ড সন্স এর ব্যবসায়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেন সম্পন্ন হয় :
২০১৮
জানুয়ারি- ১ নগদ উদ্বৃত্ত ৫০,০০০ টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা।
৫ নগদ ক্রয় ১৫,০০০ টাকা।
৮ নগদ বিক্রয় ২৫,০০০ টাকা।
১২ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
১৪ ব্যাংকে জমা দেওয়া হলো ৭,০০০ টাকা।
১৬ চেকে কর্মচারীদের বেতন প্রদান ২,৫০০ টাকা।
১৮ বিক্রয় কর্মীর কমিশন প্রদান ১,০০০ টাকা।
২০ রতনের নিকট বিক্রয় ৩,০০০ টাকা।
ক. নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন শনাক্ত করে সাধারণ জাবেদা দাখিলা দাও। ২
খ. লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেন দ্বারা রাকিব এন্ড সন্স এর নিকট উপর্যুক্ত নগদান বই প্রস্তুত কর। ৪
 ১০নং প্রশ্নের সমাধান 
ক. রাকিক এন্ড সন্স-এর
জাবেদা (সাধারণ)
তারিখ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা খ. পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৮
জানু. ১২ উত্তোলন হিসাব ডেবিট ২,০০০
ক্রয় হিসাব ক্রেডিট ২,০০০
(ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো।)
” ২০ দেনাদার (রতন) হিসাব ডেবিট ৩,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৩,০০০
(রতনের নিকট বিক্রয় করা হলো।)
মোট ৫,০০০ ৫,০০০
উত্তর : নগদান বই বহির্ভূত লেনদেনগুলোর জাবেদার যোগফল ৫,০০০ টাকা।
খ. রাকিব এন্ড সন্স এর
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক
নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য
ডেবিট প্রাপ্ত বাট্টা
ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
জানু. ৫ ক্রয় ১৫,০০০ ১৫,০০০
” ১৬ বেতন ২,৫০০ ২,৫০০
” ১৮ কমিশন ১,০০০ ১,০০০
১৫,০০০ ৩,৫০০ ১৮,৫০০
উত্তর : নগদ জাবেদার মোট ডেবিট (১৫,০০০ + ৩,৫০০) = ১৮,৫০০ টাকা এবং মোট ক্রেডিট ১৮,৫০০ টাকা।
গ. রাকিব এন্ড সন্স-এর
ডেবিট দুইঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.
নং খ.
পৃ. নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা.
নং খ.
পৃ. নগদ টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
জানু. ১ ব্যালেন্স বি/ডি ৫০,০০০ ৪০,০০০ জানু. ৫ ক্রয় হিসাব ১৫,০০০
” ৮ বিক্রয় হিসাব ২৫,০০০ ” ১৪ ব্যাংক হিসাব ক ৭,০০০
” ১৪ নগদান হিসাব ক ৭,০০০ ” ১৬ বেতন হিসাব ২,৫০০
” ১৮ কমিশন হিসাব ১,০০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ৫২,০০০ ৪৪,৫০০
৭৫,০০০ ৪৭,০০০ ৭৫,০০০ ৪৭,০০০

ফেব্রæ. ১ ব্যালেন্স বি/ডি ৫২,০০০ ৪৪,৫০০
উত্তর : নগদ জমা ৫২,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৪,৫০০ টাকা।
প্রশ্ন -১১ ল্ফ ২০১৮ সালের ডিসেম্বর মাসের শশী এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ :
ডিসেম্বর-০১ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা।
১ ব্যাংক জমাতিরিক্ত ৭,৫০০ টাকা।
৭ ব্যাংকে জমা দেয়া হলো ৮,০০০ টাকা।
৯ নগদে বিক্রয় ৭,৫০০ টাকা ও চেকে বিক্রয় ২,৫০০ টাকা
১২ মালিকের ব্যক্তিগত উত্তোলন ৩,০০০ টাকা।
১৬ আরিফকে নগদ পরিশোধ ৪,৫০০ টাকা।
১৮ অফিসের জন্য উত্তোলন ৫,০০০ টাকা।
২১ বেতন প্রদান ২,৩০০ টাকা।
২৫ চেয়ার ক্রয় ৫,৫০০ টাকা।
ক. কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় কর। ২
খ. লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। ৪
গ. লেনদেনগুলো দ্বারা শশী এন্টারপ্রাইজের একটি উপযুক্ত নগদান বই তৈরি কর। ৪
 ১১নং প্রশ্নের সমাধান 
ক. কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় :
তারিখ বিবরণ টাকা টাকা
২০১৮
ডিসে. ৭ ব্যাংকে জমা ৮,০০০
” ১৮ অফিসের জন্য উত্তোলন ৫,০০০
মোট কন্ট্রা এন্ট্রি পরিমাণ ১৩,০০০
উত্তর : কন্ট্রা এন্টির মোট পরিমাণ ১৩,০০০ টাকা।
খ. শশী এন্টারপ্রাইজের
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক
নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার ডেবিট অন্যান্য হিসাব
ডেবিট প্রাপ্ত বাট্টা
ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
ডিসে. ১২ উত্তোলন ৩,০০০ ৩,০০০
” ১৬ আরিফ ৪,৫০০ ৪,৫০০
” ১৮ বেতন ২,৩০০ ২,৩০০
” ২৫ আসবাবপত্র ৫,৫০০ ৫,৫০০
৪,৫০০ ১০,৮০০ ১৫,৩০০
উত্তর : নগদ প্রদান জাবেদার মোট ডেবিট ১৫,৩০০ টাকা এবং মোট ক্রেডিট ১৫,৩০০ টাকা।
গ. শশী এন্টারপ্রাইজের
ডেবিট দুইঘরা নগদান বই ক্রেডিট
তারিখ প্রাপ্তি র.
নং খ.
পৃ. নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভা.
নং খ.
পৃ. নগদ টাকা ব্যাংক টাকা
২০১৮ ২০১৮
ডিসে. ১ ব্যালেন্স বি/ডি ৩৫,০০০ ডিসে. ১ ব্যালেন্স বি/ডি ৭,৫০০
” ৭ নগদান হিসাব ক ৮,০০০ ” ৭ ব্যাংক হিসাব ক ৮,০০০
” ৯ বিক্রয় হিসাব ৭,৫০০ ২,৫০০ ” ১২ উত্তোলন হিসাব ৩,০০০
” ১৮ ব্যাংক হিসাব ক ৫,০০০ ” ১৬ আরিফ হিসাব ৪,৫০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ২,০০০ ” ১৮ নগদান হিসাব ক ৫,০০০
” ২১ বেতন হিসাব ২,৩০০
” ২৫ আসবাবপত্র হিসাব ৫,৫০০
” ৩১ ব্যালেন্স সি/ডি ২৪,২০০
৪৭,৫০০ ১২,৫০০ ৪৭,৫০০ ১২,৫০০
জানু. ১ ব্যালেন্স বি/ডি ২৪,২০০ জানু. ১ ব্যালেন্স বি/ডি ২,০০০
উত্তর : নগদ জমা ২৪,২০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা।
প্রশ্ন -১২ ল্ফ হারুন এন্ড সন্স-এর জুন ২০১৮ সালের লেনদেনগুলো নিম্নরূপ :
জুন ১ নগদ বিক্রয় ৬০,০০০ টাকা।
” ৪ মি. নাসিরকে ৬৫৪৪০ নং চেকে ৮,০০০ টাকা প্রদান করা হয়েছে।
” ৮ সোহেলের নিকট ২০,০০০ টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ১৯,০০০ টাকা আদায়।
” ৯ সেফালির নিকট প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮০টি পেপার ওয়েট ৫% বাট্টায় নগদে বিক্রয়।
” ১২ রাফা এন্টারপ্রাইজ হতে প্রতিটি ২০০ টাকা মূল্যের ১০টি ফুলদানি ১০% বাট্টায় নগদে ক্রয়।
” ২০ রুমার ৫,০০০ টাকা দেনা ৫% বাট্টায় পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধ করা হলো।
” ২৫ পুরাতন আসবাবপত্র বিক্রয় ১২,০০০টাকা।
” ৩০ কর্মচারীদের বেতন প্রদান ১৫,০০০ টাকা।
ক. ১ তারিখের লেনদেন দ্বারা একটি ক্রেডিট ভাউচার প্রস্তুত কর। ২
খ. উপর্যুক্ত লেনদেনসমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর। ৪
 ১২নং প্রশ্নের সমাধান 
ক.
হারুন এন্ড সন্স তারিখ : ১ জুন, ২০১৮
ক্রেডিট ভাউচার
ক্রেডিট ভাউচার নম্বর : ……………….. গ্রহণকারীর নাম : ………………….
হিসাব খাতের নাম : বিক্রয় হিসাব ঠিকানা : ………………….
ক্রমিক নং আয়ের বিবরণ টাকা
১. নগদ বিক্রয় ৬০,০০০

মোট ৬০,০০০

থথথথথথথথথথথথথথ থথথথথথথথথথথথথথথ থথথথথথথথথথথথথথ থথথথথথথথথথথ
ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাবরক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতার স্বাক্ষর
খ. হারুন এন্ড সন্স-এর
নগদ প্রাপ্তি জাবেদা
তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান
ডেবিট প্রদত্ত বাট্টা
ডেবিট বিক্রয়
ক্রেডিট দেনাদার
ক্রেডিট অন্যান্য হিসাব
ক্রেডিট
২০১৮
জুন ১ বিক্রয় ৬০,০০০ ৬০,০০০
” ৮ সোহেল ১৯,০০০ ১,০০০ ২০,০০০
” ৯ বিক্রয় ৭,৬০০ ৭,৬০০
” ২৫ আসবাবপত্র ১২,০০০ ১২,০০০
৯৮,৬০০ ১,০০০ ৬৭,৬০০ ২০,০০০ ১২,০০০
উত্তর : নগদ প্রাপ্তি জাবেদার মোট ডেবিট (৯৮,৬০০ + ১,০০০) = ৯৯,৬০০ টাকা এবং মোট ক্রেডিট (৬৭,৬০০ ২০,০০০ + ১২,০০০) = ৯৯,৬০০ টাকা।
গ. হারুন এন্ড সন্স-এর
নগদ প্রদান জাবেদা
তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয়
ডেবিট পাওনাদার
ডেবিট অন্যান্য হিসাব
ডেবিট প্রাপ্ত বাট্টা
ক্রেডিট নগদ
ক্রেডিট
২০১৮
জুন ৪ ৬৫৪৪০ নাসির ৮,০০০ ৮,০০০
” ১২ ক্রয় ১,৮০০ ১,৮০০
” ২০ রুমা ৫,০০০ ২৫০ ৪,৭৫০
” ৩০ বেতন হিসাব ১৫,০০০ ১৫,০০০
১,৮০০ ১৩,০০০ ১৫,০০০ ২৫০ ২৯,৫৫০
উত্তর : নগদ প্রদান জাবেদার মোট ডেবিট (১,৮০০ + ১৩,০০০ + ১৫,০০০) = ২৯,৮০০ টাকা এবং মোট ক্রেডিট (২৯,৫৫০ + ২৫০) = ২৯,৮০০ টাকা।
প্রশ্ন -১৩ ল্ফ তিস্তা এন্টারপ্রাইজের ২০১৮ সালের জুন মাসের ১ তারিখে নগদ এবং ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৮,০০০ টাকা। ঐ মাসের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :
জুন ২ দেনাদারের নিকট হতে ৮,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৭,৮০০ টাকা পেলেন।
” ৮ মি. জব্বারকে ৫,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৪,৭০০ টাকা প্রদান করেন।
” ৯ ১০% কারবারি বাট্টার নির্জনের নিকট বিক্রয় ৫,০০০ টাকা।
” ১০ পুরাতন আসবাবপত্র বিক্রয় করে পেলেন ১০,০০০ টাকা।
” ২০ নগদ বিক্রয় ১০,০০০ টাকা।
” ২৫ বেতন বাবদ নগদ ২,০০০ টাকা এবং ভাড়া বাবদ চেক মারফত ৪,০০০ টাকা পরিশোধ করেন।
” ২৬ মালিক কর্তৃক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন ৫০০ টাকা।
” ২৮ ২০০ টাকা বাট্টা সাপেক্ষে রিপনের নিকট থেকে ২,৮০০ টাকার একটি চেক পাওয়া গেল।
ক. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে তিস্তা এন্টারপ্রাইজের অনগদ লেনদেনের মোট পরিমাণ কত টাকা? ২
খ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তির জাবেদা তৈরি কর। ৪
গ. উপর্যুক্ত লেনদেনের ভিত্তিতে একটি উপযুক্ত নগদান বহি তৈরি কর। ৪


Leave a Reply