নবম-দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায়
ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
ক আত্মবিশ্বাস খ উদ্ভাবনী ক্ষমতা
গ পুঁজি সংগ্রহের দক্ষতা  ঝুঁকি এড়ানোর মানসিকতা
২. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়-
র. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে
রর. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে
ররর. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
এনায়েত স্থানীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। সে ও তার বড়ভাই মিলে পারিবারিক পুকুরে মৎস্য চাষ শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছু বন্ধু-বান্ধব ঝুঁকির কথা বলে তাদেরকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। এতে তারা মোটেও থেমে যায়নি।
৩. এনায়েতদের মৎস্য চাষ শুরু করার কাজকে কী বলা যায়?
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ গ ব্যবসায় ঘ শখ
৪. বন্ধু-বান্ধবদের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় এনায়েতের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে-
ক ধৈর্যশীলতা খ সাহসিকতা
গ উদারতা  চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা

৫. সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?
ক শখ খ শিল্প
গ ব্যবসায়  উদ্যোগ
৬. ব্যবসায়িক সাফল্য অর্জনে উদ্যোক্তা কোন কাজটি ত্যাগ করেন?
 ব্যক্তিগত বিনোদন খ অন্যের অনুকরণ
গ ঝুঁকি গ্রহণ ঘ প্রশিক্ষণ গ্রহণ

ভ‚মিকা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর //
৭. আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাদের সক্রিয় ভ‚মিকা রয়েছে? (জ্ঞান)
ক সরকারের খ জনগণের  উদ্যোক্তাদের ঘ জমিদারদের
৮. দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদের সদ্ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কারা অবদান রেখে চলছে? (জ্ঞান)
ক শ্রমিক  উদ্যোক্তা গ সরকার ঘ জনগণ
৯. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন? (অনুধাবন)
ক বৈদেশিক সুনাম অর্জনের জন্য  অর্থনৈতিক উন্নয়নের জন্য
গ ব্যবসায়ে অভিজ্ঞতার জন্য ঘ মূলধন সংগ্রহের জন্য
১০. উদ্যোক্তা কী সৃষ্টি করে? (জ্ঞান)
ক ব্যবসায় স্থায়িত্ব খ মুনাফা বৃদ্ধির উপায়
 কর্মসংস্থান ঘ শিল্পের কাঁচামাল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে-
র. ব্যবসায় উদ্যোগ রর. উদ্যোক্তা
ররর. শ্রমিক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২. উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য- (অনুধাবন)
র. অর্থনৈতিক উন্নয়নে
রর. যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে
ররর. কর্মসংস্থান সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩. প্রতি বছর কত তারিখে বিজয় দিবস উদ্যাপন করা হয়? (জ্ঞান)
ক ১৬ই নভেম্বর  ১৬ই ডিসেম্বর
গ ১৬ই সেপ্টেম্বর ঘ ১৬ই অক্টোবর
১৪. নিচের কোনটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ? (অনুধাবন)
ক যানবাহন মেরামত  নাটক আয়োজন
গ খেলাধুলা ঘ ভিক্ষাবৃত্তি
১৫. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে? (জ্ঞান)
 উদ্যোগ খ উদ্যোক্তা গ ব্যবসায় ঘ ঝুঁকি গ্রহণ
১৬. কোনটি মানুষের বাসনা বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে? (জ্ঞান)
 উদ্যোগ খ চাকরি গ সমাজ সেবা ঘ রাজনীতি
১৭. কোনো একজন ব্যক্তি বা কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টার ফসল কী? (জ্ঞান)
ক ব্যবসায় উদ্যোগ খ উদ্যোগ
 ব্যবসায় ঘ আত্মকর্মসংস্থান
১৮. একটি ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে? (জ্ঞান)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ ব্যবসায় ঘ ব্যবসায় পরিকল্পনা
১৯. যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তাকে কী বলে? (জ্ঞান)
ক ব্যবসায় উদ্যোক্তা খ শিল্পোদ্যোক্তা
 ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা ঘ উদ্যোক্তা
২০. ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞান)
ক ঊহঃৎধঢ়ৎবহবঁৎংযরঢ়  ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ়
গ ঊহঃৎবঢ়বহবঁৎ ঘ ঊীঃৎধঢ়ৎবহঁৎ
২১. ঊহঃৎবঢ়ৎবহবঁৎ-এর অর্থ কী? (জ্ঞান)
ক ব্যবসায় উদ্যোগ খ শিল্প উদ্যোগ
গ উদ্যোগ  উদ্যোক্তা
২২. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
ক আংশিক জড়িত খ পরিপূরক
 অঙ্গাঙ্গিভাবে জড়িত ঘ সমার্থক
২৩. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি কে? (জ্ঞান)
ক উদ্যোক্তা  ব্যবসায় উদ্যোক্তা
গ ব্যবসায়ী ঘ চাকরিজীবী
২৪. আমেরিকার ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
ক কনোকে ম্যাটসুসিটা  হেনরি ফোর্ড
গ রণদা প্রসাদ সাহা ঘ স্যামসন এইচ চৌধুরী
২৫. পৃথিবী বিখ্যাত জাপানের শিল্পোদ্যোক্তা কে? (জ্ঞান)
ক হেনরি ফোর্ড খ জনাব আলী
 কনোকে ম্যাটসুসিটা ঘ জহুরুল ইসলাম
২৬. ফোর্ড কোন দেশের কোম্পানি? (জ্ঞান)
ক জাপান  আমেরিকা গ ভারত ঘ বাংলাদেশ
২৭. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি? (জ্ঞান)
ক বাংলাদেশ খ আর্জেন্টিনা  জাপান ঘ জার্মান
২৮. স্যামসন এইচ চৌধুরী কোন দেশের অধিবাসী? (জ্ঞান)
ক ভারতের  বাংলাদেশের গ জাপানের ঘ আমেরিকার
২৯. সকল শিল্প প্রতিষ্ঠানের মালিককে কী নামে অভিহিত করা যেতে পারে? (জ্ঞান)
ক পরিচালক খ নির্দেশক গ ব্যবস্থাপক  উদ্যোক্তা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. নাটক আয়োজন একটি  (অনুধাবন)
র. কষ্টসাধ্য কাজ রর. সৃজনশীল কাজ
ররর. কাল্পনিক কাজ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩১. উদ্যোগ গ্রহণের জনহিতকর কাজ হলো- (অনুধাবন)
র. স্কুল-কলেজ প্রতিষ্ঠা
রর. খেলাধুলার ক্লাব প্রতিষ্ঠা
ররর. হাসপাতাল প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩২. ব্যবসায় উদ্যোগ হলো  (অনুধাবন)
র. লাভের আশায় পণ্য উৎপাদন করা
রর. লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগ করা
ররর. লাভের আশায় ঝুঁকি নিয়ে শ্রম বিনিয়োগ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৩৩. পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত- (অনুধাবন)
র. ব্যবসায় উদ্যোগ রর. ব্যবসায় উদ্যোক্তা
ররর. ব্যবসায় পরিবেশ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৪. পৃথিবীর বিখ্যাত উদ্যোক্তারা হলো  (অনুধাবন)
র. হেনরি ফোর্ড রর. সত্যজিৎ রায়
ররর. কনোকে ম্যাটসুসিটা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৩৫. বাংলাদেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তারা হলেন  (অনুধাবন)
র. জহুরুল ইসলাম রর. রণদা প্রসাদ সাহা
ররর. স্যামসন এইচ চৌধুরী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৩৬. জনাব রহমান মুদির দোকানি থেকে ঢণত গ্রুপের মালিক হলেন। তার এ সফলতার পিছনে কাজ করেছেÑ (উচ্চতর দক্ষতা)
র. দৃঢ় মনোবল রর. কঠোর পরিশ্রম
ররর. উচ্চ পর্যায়ে যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
প্রতিবছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে উদ্যাপন করা হয়। এবার বিজয় দিবসে একটি নাটক মঞ্চস্থ করার উদ্যোগ গ্রহণ করা হলো। নাটক আয়োজন একটি কষ্টসাধ্য ও সৃজনশীল কাজ। এই যে নাটক আয়োজনে একজন শিক্ষার্থী এগিয়ে এলো, এটি এক ধরনের উদ্যোগ।
৩৭. অনুচ্ছেদের শিক্ষার্থীকে বিবেচনা করা যায় কী হিসেবে? (প্রয়োগ)
 উদ্যোক্তা খ শিল্পপতি গ ম্যানেজার ঘ ব্যবসায়ী
৩৮. এরূপ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন  (উচ্চতর দক্ষতা)
র. ইচ্ছা রর. কর্মপ্রচেষ্টা ররর. পরিশ্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৯. লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে কী বলে?(জ্ঞান)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ শিল্পোদ্যোগ ঘ ব্যবসায়
৪০. বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরনের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?(অনুধাবন)
 উদ্যোগ খ উদ্যোক্তা
গ ব্যবসায় উদ্যোগ ঘ ব্যবসায় উদ্যোক্তা
৪১. জনাব মামুন আলী আসন্ন বৈশাখী মেলার চাহিদার কথা চিন্তা করে একটি জামদানি শাড়ির দোকান দেয়ার চিন্তা করলেন। এটি কী হিসেবে পরিচিত হবে? (প্রয়োগ)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ বৈশাখী উদ্যোগ ঘ ব্যবসায় উদ্যোক্তা
৪২. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
ক জনকল্যাণ  মুনাফা অর্জন
গ ব্যবসায় স¤প্রসারণ ঘ ভবিষ্যৎ পরিকল্পনা
৪৩. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক ভবিষ্যৎ পরিকল্পনা খ ব্যবসায় স¤প্রসারণ
 জনকল্যাণ ঘ উন্নয়ন
৪৪. ফটোকপির দোকান স্থাপন ও পরিচালনা করা  (অনুধাবন)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ শিল্প উদ্যোগ ঘ সেবামূলক কাজ
৪৫. কোনটি ব্যবসায় উদ্যোগ? (অনুধাবন)
ক বাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ
খ খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
 চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও বিক্রয়
ঘ ক্রিকেট খেলা আয়োজন ও পরিচালনা
৪৬. খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন কোন ধরনের উদ্যোগ? (অনুধাবন)
 ব্যবসায় উদ্যোগ খ শিল্প উদ্যোগ
গ সেবা উদ্যোগ ঘ সামাজিক উদ্যোগ
৪৭. ব্যবসায় উদ্যোগে কোনটি থাকা আবশ্যক? (অনুধাবন)
ক মুনাফা  ঝুঁকি গ ক্ষতি ঘ পণ্য
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন হয়- (অনুধাবন)
র. অর্থ বিনিয়োগ রর. শ্রম বিনিয়োগ
ররর. ব্যাংকের সাথে ভালো সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য- (অনুধাবন)
র. উন্নয়ন রর. স্বাবলম্বন
ররর. জনকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৫০. ব্যবসায় উদ্যোগ হলো- (অনুধাবন)
র. মুনাফা অর্জনের নিমিত্তে কর্ম পরিচালনা
রর. খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন
ররর. বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫১. ব্যবসায়ে কী বিদ্যমান থাকে? (জ্ঞান)
ক নিশ্চিত সাফল্য  ঝুঁকি
গ নিশ্চিত মুনাফা ঘ নিশ্চিত ব্যর্থতা
৫২. ব্যবসায় উদ্যোগের ফলাফল কী? (জ্ঞান)
 একটি ব্যবসায় প্রতিষ্ঠান খ একটি কর্মসংস্থান
গ একটি ঝুঁকি গ্রহণ ঘ পণ্য উৎপাদন
৫৩. সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিতে কোনটি সহায়তা করে? (উচ্চতর দক্ষতা)
ক ব্যবসায়ী খ রাজনীতিবিদ  ব্যবসায় উদ্যোগ ঘ উদ্যোগ
৫৪. ব্যবসায় উদ্যোগের অন্য একটি ফলাফল কী? (জ্ঞান)
 পণ্য খ অর্থ গ মালিক ঘ জমি
৫৫. ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তার জন্য কী সৃষ্টি করে? (অনুধাবন)
ক ক্ষেত্র সৃষ্টি করে  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
গ নতুন নতুন প্রকল্প সৃষ্টি করে ঘ নতুন সম্পদ সৃষ্টি করে
৫৬. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি ঘটে? (জ্ঞান)
 মূলধন গঠন খ প্রাকৃতিক সম্পদ হ্রাস
গ ঝুঁকি হ্রাস ঘ ব্যক্তির আর্থিক ব্যয়
৫৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়? (অনুধাবন)
ক চাকরি খ সমাজসেবা  মানবসম্পদ ঘ সরকারি সম্পদ
৫৮. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
ক ৭ খ ৮ গ ৯  ১০
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য হলো  (অনুধাবন)
র. ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ রর. ব্যবসায় ঝুঁকি বিদ্যমান
ররর. নতুন সম্পদ সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৬০. ব্যবসায় উদ্যোগ সহায়তা করে- (অনুধাবন)
র. ঝুঁকি পরিমাপ করতে রর. সরকারকে সহায়তা করতে
ররর. প্রয়োজনীয় ঝুঁকি গ্রহণ করতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো  (অনুধাবন)
র. একটি ব্যবসায় প্রতিষ্ঠান রর. একটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ
ররর. একটি পণ্য বা সেবা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬২. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে সৃষ্টি হয়  (অনুধাবন)
র. উদ্যোক্তার কর্মসংস্থান রর. অন্যদের কর্মসংস্থান
ররর. নতুন সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৬৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব। কারণ  (উচ্চতর দক্ষতা)
র. এর ফলে প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে
রর. জাতীয় আয় বৃদ্ধি পায়
ররর. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৪. উদ্যোক্তাগণ জন্মগতভাবে কী? (জ্ঞান)
ক ব্যবসায়ী  উদ্যোক্তা গ শিল্পপতি ঘ নেতা
৬৫. জন্মসূত্রেই বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন কে? (জ্ঞান)
 উদ্যোক্তা খ ব্যবসায়ী গ শিল্পপতি ঘ সরকার
৬৬. উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি খ্যাতি লাভ করতে সহায়তা করে? (জ্ঞান)
 ব্যক্তিগত খ সামাজিক গ রাজনৈতিক ঘ অর্থনৈতিক
৬৭. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি? (জ্ঞান)
ক ১৪  ১৮ গ ২০ ঘ ২২
৬৮. ‘আত্মবিশ্বাস’ উদ্যোক্তার কোন ধরনের গুণাবলি? (উচ্চতর দক্ষতা)
ক শারীরিক খ নৈতিক  মানবিক ঘ অন্যান্য
৬৯. সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হন? (জ্ঞান)
ক সামাজিক খ রাষ্ট্রীয় গ পারিবারিক  বাণিজ্যিক
৭০. বিচার বিশ্লেষণের মাধ্যমে সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কেন? (অনুধাবন)
ক ব্যবসায় সুদক্ষভাবে পরিচালনার জন্য
খ ভবিষ্যতে মুনাফা লাভের আশায়
গ ব্যবসায়ের উন্নতি সাধনের জন্য
 ব্যবসায়ী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য
৭১. কেন একজন সফল উদ্যোক্তা সীমিত সম্পদের মধ্যে পরিকল্পনা তৈরি করেন এবং তা বাস্তবায়নের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। কারণ কী? (অনুধাবন)
ক ঝুঁকি বিচক্ষণতার সাথে নিরূপণ করা যায়
খ ঝুঁকি এড়ানো যায়
 অভীষ্ট লক্ষ্যে পৌঁছনো যায়
ঘ ঝুঁকি কমানো সহজ হয়
৭২. মি. আতিক একজন সফল উদ্যোক্তা। নতুন কোনো প্রকল্প গ্রহণের জন্য তিনি নিচের কোনটি বিবেচনা করবেন? (প্রয়োগ)
ক পরামর্শকের সিদ্ধান্ত খ নিজস্ব চিন্তা-চেতনা
গ কর্মচারীদের মতামত  বিচার-বিশ্লেষণ
৭৩. নিচের কোনটি উদ্যোক্তার বিশেষ গুণ? (অনুধাবন)
ক সাহস খ উদ্যম
গ উদ্ভাবনী শক্তি  প্রভাব বিস্তারের ক্ষমতা
৭৪. অন্য ব্যবসায়ের ওপর নিজের ব্যবসায়ের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষমতা সফল উদ্যোক্তার কী বলে বিবেচিত হয়? (অনুধাবন)
ক সাধারণ গুণ খ সাধারণ বৈশিষ্ট্য
 বিশেষ গুণ ঘ বিশেষ বৈশিষ্ট্য
৭৫. উদ্যোক্তা ব্যবসায়ের ঝুঁকি নিরূপণ করেন কীভাবে? (অনুধাবন)
ক সফল হয়ে খ ব্যর্থ হয়ে
গ গণনা করে  বিচক্ষণতার সাথে
৭৬. কে আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কাজে প্রয়োগ করে থাকেন? (জ্ঞান)
ক উদ্ভাবনকারী খ আবিষ্কারক  উদ্যোক্তা ঘ শিল্প উদ্যোগ
৭৭. মি. জাফর একজন শিল্পোদ্যোক্তা। তার জীবনের সাফল্য লাভের জন্য নিচের কোনটি জরুরি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
 অধ্যবসায় খ ফলাফল গ চেতনা ঘ চিন্তা
৭৮. ঝুঁকির কারণ ও মাত্রা অনুমান করে কে? (জ্ঞান)
ক দোকানদার খ শিল্পপতি  সফল উদ্যোক্তা ঘ ব্যবসায়ী
৭৯. সফল উদ্যোক্তা কোন ধরনের নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন? (জ্ঞান)
ক প্রগতিশীল  গতিশীল গ সৃজনশীল ঘ সংবেদনশীল
৮০. বর্তমানে ব্যবহৃত প্রযুক্তির সাথে নতুন আবিষ্কৃত প্রযুক্তির তুলনা করে কাজে গতিশীলতা আনয়নে সফল উদ্যোক্তার ধারণা কেমন? (অনুধাবন)
ক যথার্থ খ মানসম্মত গ সঠিক  সময়োপযোগী
৮১. সফল উদ্যোক্তা কোন শক্তির বলে উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল উন্নয়ন ও ব্যবহার করেন? (অনুধাবন)
 উদ্ভাবনী শক্তি খ সৃজনশীল
গ ঝুঁকি গ্রহণ ঘ কঠোর পরিশ্রম
৮২. নিচের কোনটি উদ্যোক্তার উল্লেখযোগ্য দিক? (অনুধাবন)
ক সততা খ সৃজনশীলতা
গ ঝুঁকি গ্রহণের ক্ষমতা  সাফল্য অর্জনের তীব্র আকাক্সক্ষা
৮৩. শিল্প উদ্যোগের নবদিগন্ত উšে§াচন করেন কে? (জ্ঞান)
 উদ্যোক্তা খ উদ্যোগ গ সরকার ঘ ব্যাংক
৮৪. প্রকৃত উদ্যোক্তা কী থেকে শিক্ষা গ্রহণ করেন? (জ্ঞান)
ক আলোচনা খ পরামর্শ  ভুল ঘ নির্দেশনা
৮৫. প্রকৃত উদ্যোক্তাগণ কোনটি করে থাকেন? (অনুধাবন)
 অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেন
খ অতি আত্মবিশ্বাসী হন
গ অল্প ঝুঁকিসম্পন্ন কাজ করেন
ঘ ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না
৮৬. দেবাশিষ রায়ের বন্ধু সমীর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেবাশিষ রায়ও একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এক্ষেত্রে কোন কাজটি তাকে সাহায্য করতে পারে? (প্রয়োগ)
ক অধিক ঝুঁকি গ্রহণ
খ অতি আত্মবিশ্বাস
 ব্যবসায়ী বন্ধুর অভিজ্ঞতা থেকে শিক্ষা
ঘ সুযোগগুলো চি‎িহ্নত করে সামাজিক লক্ষ্যে ব্যবহার
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৭. বর্তমানে উদ্যোক্তা সৃষ্টিতে প্রয়োজন- (অনুধাবন)
র. শিক্ষা
রর. প্রশিক্ষণ
ররর. সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৮. একজন উদ্যোক্তার প্রধান প্রধান গুণ হলো (অনুধাবন)
র. আত্মবিশ্বাস
রর. স্বাধীনচেতা মনোভাব
ররর. ঝুঁকি গ্রহণের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৯. উদ্যোক্তার গুণাবলি হলো (অনুধাবন)
র. আত্মবিশ্বাস, স্বাধীনচেতা, উদ্যমী
রর. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল
ররর. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯০. একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন- (অনুধাবন)
র. বস্তুগত সম্পদ ব্যবহারে
রর. জনসম্পদ ব্যবহারে
ররর. জাতীয় সম্পদ ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯১. একজন সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে বিবেচিত হয়  (অনুধাবন)
র. পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপখাইয়ে চলা
রর. সীমিত সম্পদের মধ্যে পরিকল্পনা তৈরি করা
ররর. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯২. সফল উদ্যোক্তা ব্যবসায়িক লক্ষ্য অর্জনে  (অনুধাবন)
র. নিরলস শ্রম দেন
রর. ব্যক্তিগত আরাম-আয়েশ পরিহার করেন
ররর. ব্যক্তিগত ভোগ-বিলাস গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৩. সুমনা ব্যাংক ঋণ নিয়ে একটি খামার গড়ে তুলেছিল। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফল হতে পারে নি। এক্ষেত্রে তার করণীয়- (উচ্চতর দক্ষতা)
র. ব্যর্থতার কারণ খুঁজে বের করা
রর. নতুন ব্যবসায় আরম্ভ করা
ররর. দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৪. একজন সফল উদ্যোক্তা তার কাজের সাফল্যে- (অনুধাবন)
র. অহংকারবোধ করেন
রর. পরিতৃপ্তি পান
ররর. অসীম আনন্দ পান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৯৫. সফল উদ্যোক্তা তাদের কাজের উন্নতিতে লাভ করেন- (অনুধাবন)
র. পরিতৃপ্তি
রর. অসীম আনন্দ
ররর. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
হাবিব তার বন্ধুদের নিকট থেকে কিছু অর্থ ঋণ নিয়ে ও নিজের জমানো অর্থ দিয়ে ব্যবসায় স্থাপন করল। সততা, নিষ্ঠা আর পরিশ্রমের ফলে সে তার এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছে।
৯৬. হাবিবের উদ্যোগকে কী বলা যায়? (প্রয়োগ)
ক কর্মসংস্থান  আত্মকর্মসংস্থান গ সাহসী উদ্যোগ ঘ সেচ্ছাচারিতা
৯৭. হাবিবের সাফল্য লাভের ক্ষেত্রে যেসব মনস্তাত্তি¡ক গুণাবলি সহায়তা করেছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
র. ঝুঁকি গ্রহণের মনোভাব ও সৃজনশীল
রর. উদ্ভাবনী শক্তি ও কঠোর পরিশ্রম করার মানসিকতা
ররর. শিক্ষা, বয়স ও আকর্ষণীয় ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হামিদ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। পাশের গ্রামে কোনো পোলট্রি ফার্ম না থাকায় আত্মপ্রত্যয়ী হামিদ সেখানেও একটি ফার্ম গড়ে তোলেন। দিন-রাত পরিশ্রম ও কর্মনিষ্ঠার মাধ্যমে অল্পদিনেই তিনি সফলতা অর্জন করেন।
৯৮. হামিদের চরিত্রে উদ্যোক্তার কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? (প্রয়োগ)
ক ব্যক্তিগত খ সামাজিক গ অর্থনৈতিক  মনস্তাত্তি¡ক
৯৯. হামিদের ব্যবসায়ে সফলতার কারণ- (উচ্চতর দক্ষতা)
র. কঠোর পরিশ্রম
রর. দূরদৃষ্টি
ররর. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০০. আমাদের দেশের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ আসে সেবা খাত থেকে? (জ্ঞান)
ক ১০ খ ২০ গ ৩০  ৫০
১০১. জাতীয় উৎপাদনের কত ভাগ আসে কৃষি খাত থেকে? (জ্ঞান)
ক ১০  ২০ গ ৩০ ঘ ৫০
১০২. আমাদের জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ? (জ্ঞান)
ক ১০ খ ২০  ৩০ ঘ ৫০
১০৩. যে কোনো দেশের উন্নয়নে কোনটি মুখ্য ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক সেবাখাত  শিল্পখাত
গ কৃষিখাত ঘ বিনিয়োগখাত
১০৪. কোনটির মাধ্যমে শিল্পখাতসহ সকল খাতেরই উন্নয়ন সম্ভব? (জ্ঞান)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ শিল্পোদ্যোগ ঘ শিল্পোদ্যোক্তা
১০৫. আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে কোনটি? (জ্ঞান)
 ব্যবসায় উদ্যোগ খ উদ্যোগ
গ শিল্পখাত ঘ ব্যবসায় পরিবেশ
১০৬. কোনটির মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব? (জ্ঞান)
ক নতুন যন্ত্রপাতি ক্রয় খ নতুন উদ্যোক্তা সৃষ্টি
 নতুন শিল্প স্থাপন ঘ ব্যাপক এলাকা বিদ্যুতায়ন
১০৭. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি বৃদ্ধি পায়? (জ্ঞান)
 জাতীয় আয় খ সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ কর্মী ঘ ব্যয়
১০৮. জনাব আসলাম শহরে একটি ইস্পাত কারখানা স্থাপন করলে তার ব্যবসায়টি কোন ক্ষেত্রে অবদান রাখবে? (উচ্চতর দ্দক্ষতা)
 জাতীয় আয় বৃদ্ধিতে খ বৈদেশিক সাহায্য আনতে
গ সম্পদ গঠনে ঘ ইস্পাতের চাহিদা বাড়াতে
১০৯. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে? (অনুধাবন)
 উদ্যোক্তা খ বৈদেশিক ক‚টনৈতিক
গ ভোক্তা ঘ বেকার যুবক
১১০. রহিম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। তিনি কীভাবে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখেন? (প্রয়োগ)
ক মুনাফা অর্জন খ সামাজিক দায়বদ্ধতা
 জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি ঘ পারিবারিক সম্পদ বৃদ্ধি
১১১. শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও স¤প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক সম্পদ  কর্মসংস্থান গ মূলধন ঘ উন্নয়ন
১১২. মাকসুদ শিল্পকারখানা স্থাপন, পরিচালনা ও স¤প্রসারণের ব্যবস্থা করেছেন। তিনি এর মাধ্যমে কোনটি দূর করতে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখছেন? (প্রয়োগ)
ক অশিক্ষা খ সন্ত্রাস  বেকারত্ব ঘ কুশিক্ষা
১১৩. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভ‚মিকা রাখে? (জ্ঞান)
ক ক্রেতা খ ভোক্তা
 উদ্যোক্তা ঘ বৈদেশিক ক‚টনৈতিক
১১৪. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়? (জ্ঞান)
ক অশিক্ষা  পরনির্ভরশীলতা
গ অভাব ঘ সন্ত্রাস
১১৫. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে কোনটি? (জ্ঞান)
ক উদ্যোগ  ব্যবসায় উদ্যোগ
গ সামাজিক উদ্যোগ ঘ শিল্পোদ্যোগ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৬. বাংলাদেশ একটি  (অনুধাবন)
র. কৃষিনির্ভর দেশ
রর. উন্নত দেশ
ররর. উন্নয়নশীল দেশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. ব্যবসায় উদ্যোগ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে- (অনুধাবন)
র. প্রাকৃতিক সম্পদের
রর. মানবসম্পদের
ররর. শিল্প সম্পদের
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৮. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে- (অনুধাবন)
র. মানবসম্পদ উন্নয়নে
রর. দেশের আয় বৃদ্ধিতে
ররর. বেকার সমস্যা সমাধানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৯. রফিক একজন উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ জনসংখ্যার জন্য করতে পারেন- (প্রয়োগ)
র. উৎপাদনশীল কাজে নিয়োজিতকরণ
রর. দক্ষ মানবসম্পদ রূপান্তর
ররর. ঋণদান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুক‚ল পরিবেশ
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২০. কোনটি ব্যবসায় পরিচালনার আনুষঙ্গিক সুবিধা? (অনুধাবন)
ক অর্থ খ মূলধন  বিদ্যুৎ ঘ সংগঠন
১২১. অনুক‚ল ব্যবসায়িক পরিবেশের জন্য কোনটি থাকা উচিত? (জ্ঞান)
ক ব্যাংক ঋণ খ উদ্যোক্তা
 সরকারি পৃষ্ঠপোষকতা ঘ বৈদেশিক সাহায্য
১২২. ব্যবসায়ীদের কর মওকুফ ও বিনা সুদে মূলধন সরবরাহে সহায়তা করে কে? (জ্ঞান)
ক বৈদেশিক ক‚টনীতি খ এনজিও
 সরকার ঘ ভোক্তা
১২৩. কোনটি ব্যবসায়ের জন্য অনুক‚ল পরিবেশের সৃষ্টি করে? (অনুধাবন)
ক ক্রেতা বৃদ্ধি খ খনিজ সম্পদের আবিষ্কার
গ প্রযুক্তিগত উন্নয়ন  রাজনৈতিক স্থিতিশীলতা
১২৪. রাজন একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুক‚ল পরিবেশ সৃষ্টির জন্য কোনটি ভ‚মিকা রাখবে? (প্রয়োগ)
ক সরকারি পৃষ্ঠপোষকতা খ শিক্ষাগত যোগ্যতা
গ প্রশিক্ষণের সুযোগ  রাজনৈতিক স্থিতিশীলতা
১২৫. কোনটি অনুক‚ল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়? (জ্ঞান)
ক মূলধন ব্যবস্থা খ জলবায়ু
 আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘ জনশক্তির যথার্থ প্রশিক্ষণ
১২৬. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি? (জ্ঞান)
 প্রতিক‚ল আইনশৃঙ্খলা পরিস্থিতি খ বিক্রয় হ্রাস
গ যাতায়াত সমস্যা ঘ বিমার অভাব
১২৭. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন কোনটি? (জ্ঞান)
ক শ্রমিক খ উদ্যোগ গ্রহণ  মূলধন ঘ কলাকৌশল
১২৮. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কোনটি অপরিহার্য? (জ্ঞান)
ক শ্রমিক  মূলধন গ কাঁচামাল ঘ সংগঠন
১২৯. দেশে কোনটির স¤প্রসারণ করলে নতুন উদ্যোক্তারা পুঁজির যোগান পাবে? (অনুধাবন)
ক মূলধন  ব্যাংকিং গ সমবায় ঘ শিল্প
১৩০. কোনটির অভাবে সুযোগ থাকা সত্তে¡ও সঠিক পদক্ষেপ নেয়া ব্যাহত হয়? (জ্ঞান)
 প্রশিক্ষণ খ সম্পদ গ জনশক্তি ঘ মেধা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. ব্যবসায় উদ্যোগ গড়ে তোলার অনুক‚ল পরিবেশ- (অনুধাবন)
র. উন্নত অবকাঠামো উপাদান
রর. আর্থসামাজিক স্থিতিশীল
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩২. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই- (অনুধাবন)
র. মেধার
রর. মননের
ররর. দক্ষতার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩৩. বিশ্বের উন্নত দেশসমূহের অগ্রগতির প্রধান কারণ হলো  (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুক‚ল পরিবেশ
রর. ব্যবসায় স¤প্রসারণের অনুক‚ল পরিবেশ
ররর. পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৪. ব্যবসায় উদ্যোগের অনুক‚ল পরিবেশ সৃষ্টি করতে সরকারি সিন্ধান্ত হলো- (প্রয়োগ)
র. কর মওকুফ
রর. বিনাসুদে মূলধন সরবরাহ
ররর. স্বল্প সুদে মূলধন সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩৫. যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পুঁজি বা মূলধন। কারণ  (উচ্চতর দক্ষতা)
র. মূলধনের স্বল্পতার জন্য অধিকাংশ ব্যবসায় স্থাপন করা সম্ভব নয়
রর. ব্যবসায় পরিচালনা সম্ভব হয় না
ররর. ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে না
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির সম্পর্ক
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৬. সফল উদ্যোক্তাকে আগেই কী বিবেচনা করতে হয়? (অনুধাবন)
ক মূলধন খ ব্যবসায়ের আকার
 ব্যবসায়ের ঝুঁকি ঘ ব্যবসায়ের শ্রমিক
১৩৭. ব্যবসায় উদ্যোগের সাথে কীসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? (জ্ঞান)
ক লাভ খ লোকসান
 ঝুঁকি ঘ মূলধন
১৩৮. যে ব্যবসায় ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান? (জ্ঞান)
ক কম ব্যয় খ বেশি ব্যয়
 বেশি মুনাফা ঘ কম মুনাফা
১৩৯. কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়ে কোনটি সীমিত? (জ্ঞান)
ক লোকসান  মুনাফা
গ ব্যয় ঘ মূলধন
১৪০. আলমাস একটি মুদির দোকান দিল। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কীরূপ? (প্রয়োগ)
 সীমিত খ বেশি
গ পর্যাপ্ত ঘ অত্যধিক
১৪১. কাক্সিক্ষত মুনাফা থেকে অর্জিত মুনাফা কম হওয়াকে কী বলে? (জ্ঞান)
ক ঝুঁকি খ পণ্য ঝুঁকি
 আর্থিক ঝুঁকি ঘ কোনো ঝুঁকি নয়
১৪২. হাসিব আলী তার কাপড়ের ব্যবসায় হতে ২০১২ সালে ১,০০,০০০ টাকা মুনাফা আশা করেছিল। কিন্তু বাস্তবে ৮০,০০০ টাকা মুনাফা হলো। এটি তার ব্যবসায়ের কোন ধরনের ঝুঁকি? (প্রয়োগ)
 আর্থিক ঝুঁকি খ অনার্থিক ঝুঁকি
গ মূলধনের ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি
১৪৩. কী করলে ব্যবসায়ের ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়? (জ্ঞান)
 ঝুঁকি নিরূপণ খ অধিকার
গ ম্যানেজার নিয়োগ ঘ অধিক বিনিয়োগ
১৪৪. সবসময় কী পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হয়? (জ্ঞান)
ক স্বল্প ঝুঁকি খ অধিক ঝুঁকি
 পরিমিত ঝুঁকি ঘ অনির্ধারিত ঝুঁকি
১৪৫. কোন কারণে উদ্যোক্তার যে কোনো পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে? (অনুধাবন)
 মাত্রাতিরিক্ত ঝুঁকি খ আর্থিক ঝুঁকি
গ অনার্থিক ঝুঁকি ঘ সম্পদের ঝুঁকি
১৪৬. নিচের কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে? (অনুধাবন)
ক সততা  অতি আত্মবিশ্বাস
গ ধৈর্য ঘ ঝুঁকি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৭. একজন সফল উদ্যোক্তা সর্বদা- (অনুধাবন)
র. ঝুঁকি আগেই নিরূপণ করেন
রর. ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
ররর. পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৪৮. যেকোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে- (অনুধাবন)
র. মাত্রাতিরিক্ত ঝুঁকি
রর. অতি আত্মবিশ্বাস
ররর. অধিক পরামর্শ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশ ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৯. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের বাধা কোনটি? (অনুধাবন)
ক অত্যধিক প্রচার  সুষ্ঠু পরিকল্পনার অভাব
গ চাকরির সহজলভ্যতা ঘ পর্যাপ্ত কারিগরি শিক্ষা
১৫০. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে? (জ্ঞান)
 সুপরিকল্পনা গ্রহণের খ শ্রমিকের
গ কাঁচামালের ঘ অর্থের
১৫১. বাংলাদেশের মানুষ কোনটির প্রতি সবচেয়ে বেশি নির্ভরশীল? (জ্ঞান)
ক শিল্প  কৃষি গ ব্যবসায়বাণিজ্য ঘ সেবা
১৫২. ছাত্রছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস আমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি? (জ্ঞান)
 বৃত্তিমূলক শিক্ষার অভাব খ প্রচার-প্রচারণার অভাব
গ উৎসাহ প্রদানের অভাব ঘ মূলধনের অভাব
১৫৩. আমাদের শিক্ষাব্যবস্থা কীরূপ? (জ্ঞান)
ক কারিগরি খ বৃত্তিমূলক গ নিয়মতান্ত্রিক  মুখস্থ নির্ভর
১৫৪. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরনের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
ক সাধারণ শিক্ষা  বৃত্তিমূলক শিক্ষা
গ মুখস্থনির্ভর শিক্ষা ঘ তাত্তি¡ক শিক্ষা
১৫৫. উদ্যোক্তার যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে নিচের কোনটির ভ‚মিকা গুরুত্বপূর্ণ? (উচ্চতর দক্ষতা)
ক ব্যক্তিত্ব খ পণ্যসেবা
 প্রচার ও বিজ্ঞাপন ঘ সময়োপযোগী ধারণা
১৫৬. দরিদ্র সুমনের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্তে¡ও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি? (প্রয়োগ)
ক রাজনৈতিক অস্থিরতা খ সুষ্ঠু পরিকল্পনার অভাব
 অপর্যাপ্ত মূলধন ঘ শিক্ষার অভাব
১৫৭. অর্থসংস্থানের অপর্যাপ্ততা কীভাবে সৃষ্টি হয়? (অনুধাবন)
ক প্রশিক্ষণ কর্মসূচির অভাবে খ বিনিয়োগ পরামর্শের অভাবে
গ বাস্তবভিত্তিক পরিকল্পনার অভাবে  প্রয়োজনীয় মূলধনের অভাবে
১৫৮. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানা কাক্সিক্ষত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়? (অনুধাবন)
ক স্থায়ী মূলধন খ চলতি মূলধন
 বিনিয়োগ মূলধন ঘ স্থায়ী স্থাপন
১৫৯. কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অন্যতম বাধা কোনটি? (জ্ঞান)
ক প্রশিক্ষণের অভাব খ আইনের অভাব
গ অশিক্ষিত জনগণ  রাজনৈতিক অস্থিরতা
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা- (অনুধাবন)
র. রাজনৈতিক অস্থিরতা
রর. সুষ্ঠু পরিকল্পনার অভাব
ররর. চাকরির প্রতি আগ্রহ বেশি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬১. ব্যবসায় পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তাগণ সমস্যার সম্মুখীন হয়ে থাকে- (অনুধাবন)
র. দক্ষ ব্যবস্থাপনার অভাব রর. দক্ষ ও অভিজ্ঞ লোকের অভাব
ররর. প্রয়োজনীয় ও পর্যাপ্ত মূলধনের অভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৬২. আমাদের দেশের সাধারণ শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত  (অনুধাবন)
র. সৃজনশীল শিক্ষাক্রমের ওপর রর. মুখস্থনির্ভর শিক্ষাক্রমের ওপর
ররর. তাত্তি¡ক শিক্ষাক্রমের ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কিছু বাধা রয়েছে। শিক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাস গড়ে না ওঠার কারণ হলো- (প্রয়োগ)
র. মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা রর. কারিগরি শিক্ষার অভাব
ররর. বৃত্তিমূলক শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৪. যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে- (অনুধাবন)
র. প্রচার রর. বিজ্ঞাপন
ররর. উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. অনেকেই উদ্যোগ গ্রহণে আগ্রহী কিন্তু এগিয়ে আসতে পারছেন না – (অনুধাবন)
র. প্রয়োজনীয় মূলধনের অভাবে রর. প্রয়োজনীয় অর্থের অভাবে
ররর. প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের – (অনুধাবন)
র. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়
রর. ব্যবসায় কর্মকাণ্ডে অগ্রগতি হয়
ররর. ব্যবসায় কর্মকাণ্ড ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৭. নিচের কোনটি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন বাধা দূরীকরণে সহায়ক? (অনুধাবন)
ক স্থায়ী পরিকল্পনা খ স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ মধ্যমেয়াদি পরিকল্পনা  বাস্তবভিত্তিক পরিকল্পনা
১৬৮. যেকোনো শিল্প প্রতিষ্ঠান গঠন করার জন্য কয় ধরনের শিক্ষার প্রসার বাড়াতে হবে? (অনুধাবন)
 ২ খ ৩ গ ৪ ঘ ৫
১৬৯. কোন বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করা উচিত? (জ্ঞান)
ক সামাজিক উন্নয়ন  শিল্পোদ্যোগ উন্নয়ন
গ বৈদেশিক উন্নয়ন ঘ উদ্যোক্তা উন্নয়ন
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭০. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায় (অনুধাবন)
র. কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ
রর. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ
ররর. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭১ ও ১৭২ নং প্রশ্নের উত্তর দাও :
মি. রাহাত একটি ব্যবসায় করার উদ্যোগ নিল। কিন্তু এক্ষেত্রে সে নানা বাধার সম্মুখীন হলো। এসব বাধা দূরীকরণের জন্য সে একজন সফল উদ্যোক্তার পরামর্শ গ্রহণ করল।
১৭১. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের পদক্ষেপ কোনটি? (প্রয়োগ)
র. কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ
রর. ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করতে হবে
ররর. রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৭২. ব্যবসায় উদ্যোগ দ্বারা কোনটি উন্নয়ন সম্ভব? (উচ্চতর দক্ষতা)
ক কৃষি খাত  শিল্প খাত গ সেবা খাত ঘ বস্ত্রখাত

১৭৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটির উন্নয়ন ঘটানো যায়?
ক চাকরি খ সমাজ সেবা গ সরকারি সম্পদ  মানব সম্পদ
১৭৪. কর্মসংস্থান সৃষ্টি করতে কোনটির ভ‚মিকা অনস্বীকার্য?
ক অর্থের খ শ্রমের
 ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার ঘ প্রেষণার
১৭৫. উদ্যোগ কী?
 কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা
খ ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ
গ পণ্য বাজারজাতকরণ কার্যক্রম
ঘ ব্যবসায়ের জন্য অর্থসংস্থান
১৭৬. যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে কী বলা হয়?
ক ব্যবসায়ী  উদ্যোক্তা গ বিত্তবান ঘ ব্যাংকার
১৭৭. একজন উদ্যোক্তার প্রধান গুণ কয়টি?
ক ১৪টি  ১৮টি গ ২০টি ঘ ২২টি
১৭৮. কোনটি উদ্যোক্তার গুণ?
 সাংগঠনিক ক্ষমতা খ শিক্ষা
গ ঝুঁকি না নেয়ার ক্ষমতা ঘ বয়স
১৭৯. উদ্যোক্তা সরকার প্রদত্ত সুযোগ ব্যবহার করে কীসের পরিচয় দেয়?
ক সাহসের খ উদ্ভাবনী শক্তির
 দক্ষতার ঘ সৃষ্টিশীলতার
১৮০. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্যোক্তা কী করেন?
 পরিকল্পনা খ সুযোগের সদ্ব্যবহার
গ প্রশিক্ষণ গ্রহণ ঘ শিক্ষা গ্রহণ
১৮১. উদ্যোক্তা ব্যবসায়ের কী বিচক্ষণতার সাথে নিরূপণ করেন?
 ঝুঁকি খ মুনাফা
গ হিসাব ঘ লাভ-লোকসান
১৮২. সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
 পরিমিত পরিমাণ ঝুুঁকি গ্রহণ খ আত্মবিশ্বাস
গ উদ্যম ঘ সৃজনশীলতা
১৮৩. উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?
 চ্যালেঞ্জমূলক খ সৃজনশীল
গ উন্নয়নমূলক ঘ ঝুকিপূর্ণ
১৮৪. ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে কার?
ক বিপণন কর্মীর  উদ্যোক্তার
গ ক্রেতার ঘ বিক্রেতার
১৮৫. বাংলাদেশ কী ধরনের দেশ?
ক উন্নত  উন্নয়নশীল
গ অনুন্নত ঘ মধ্যম
১৮৬. জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
 উদ্যোক্তা খ পরিচালক
গ ব্যবস্থাপক ঘ শ্রমিক
১৮৭. বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত কী ধরনের সুবিধা?
ক আর্থসামাজিক খ সরকারি পৃষ্ঠপোষকতা
 অবকাঠামোগত ঘ আইন শৃঙ্খলা
১৮৮. সামাজিক স্থিতিশীলতা ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে কোন পরিবেশ সৃষ্টি করে?
ক প্রতিক‚ল পরিবেশ খ প্রাকৃতিক পরিবেশ
গ সেবাগত পরিবেশ  অনুক‚ল পরিবেশ
১৮৯. ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য কোনটি দরকার?
ক সাধারণ শিক্ষা খ রাজনৈতিক আত্মগতিশীলতা
গ কর্মসংস্থান  প্রয়োজনীয় অর্থসংস্থান
১৯০. ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য কী প্রয়োজন?
ক ঝুঁকি খ অধিক মুনাফা
 পুঁজি বা মূলধন ঘ সুনাম
১৯১. ব্যবসায় বিভিন্ন ধরনের কী রয়েছে?
ক শ্রমিক খ মুনাফা  ঝুঁকি ঘ পণ্য
১৯২. কোনো কারণে ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনাকে কী বলে?
 ব্যবসায় ঝুঁকি খ বাণিজ্যিক ঝুঁকি
গ বিনা ঝুঁকি ঘ শিল্প ঝুঁকি
১৯৩. ব্যবসায়ের ক্ষতির আশঙ্কাকে কী বলে?
ক ক্ষতি খ মুনাফা  ঝুঁকি ঘ অর্থ
১৯৪. আর্থিক ঝুঁকি কোনটি?
ক মূলধন কম থাকা খ ঋণ না পাওয়া
গ দ্রব্যমূল্য বেশি হওয়া  প্রত্যাশার চেয়ে মুনাফা কম হওয়া
১৯৫. কোনটি উদ্যোক্তাকে ব্যর্থতার মুখ দেখাতে পারে?
ক আত্মবিশ্বাস খ সততা  মাত্রাতিরিক্ত ঝুঁকি ঘ ধৈর্য
১৯৬. আমাদের দেশে সাধারণ শিক্ষা ব্যবস্থায় কোন বিষয়টি বহির্ভুত?
ক ধর্মীয় শিক্ষা খ গণিত শিক্ষা
গ অর্থনীতি শিক্ষা  কারিগরি শিক্ষা
১৯৭. রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ প্রয়োজন কোন ক্ষেত্রে?
ক সুষ্ঠু পরিকল্পনার ক্ষেত্রে
খ প্রশিক্ষণ কর্মসূচীর ক্ষেত্রে
গ ব্যবসায় উদ্যোগ সিদ্ধান্ত গ্রহণে
 ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণে
১৯৮. নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে প্রয়োগ উদ্যোক্তার কেমন গুণ?
ক সাধারণ  বিশেষ গ চিন্তনীয় ঘ পছন্দনীয়
১৯৯. ব্যবসায় উদ্যোগ অবদান রাখতে পারে-
র. মানবসম্পদ উন্নয়নে রর. দেশের আয় বৃদ্ধিতে
ররর. বেকার সমস্যা সমাধানে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০০. উদ্যোগের বৈশিষ্ট্য-
র. মুনাফা অর্জন রর. জনকল্যাণ
ররর. কর্মপ্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০১. ব্যবসায় উদ্যোগের ফলাফল-
র. একটি পণ্য রর. একটি সেবা
ররর. একটি ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০২. সফল উদ্যোক্তাগণÑ
র. সংবেদনশীল রর. সাহসী
ররর. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৩. আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেÑ
র. সম্পদের সঠিক ব্যবহার রর. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
ররর. দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৪. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়Ñ
র. বিনিয়োগ বৃদ্ধি রর. সম্পদের সুষ্ঠু ব্যবহার
ররর. জাতীয় উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৫. ব্যবসায়ে উদ্যোগের উন্নয়নে বাধা হলোÑ
র. প্রচার প্রচারণার অভাব রর. প্রয়োজনীয় অর্থসংস্থানের অভাব
ররর. কারিগরি শিক্ষা অপর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৬. একজন সফল উদ্যোক্তা সর্বদাÑ
র. ঝুঁকি আগেই নিরূপণ করেন
রর. ঝুঁকি হ্রাসের ব্যবস্থা গ্রহণ করেন
ররর. পরিমিত পরিমাণে ঝুঁকি গ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৭. উদ্যোগ উন্নয়ন কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছাতে না পারার কারণÑ
র. কারিগরি শিক্ষার অভাব
রর. বৃত্তিমূলক শিক্ষার অভাব
ররর. তাত্তি¡ক শিক্ষা ব্যবস্থা প্রচলিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২০৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা দূরীকরণের উপায়-
র. প্রশিক্ষণ
রর. বৃত্তিমূলক শিক্ষা
ররর. তাত্তি¡ক জ্ঞান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২০৯ ও ২১০ নং প্রশ্নের উত্তর দাও :
ফয়সাল তার মহল্লায় একটি মুদির দোকান স্থাপনের সিদ্ধান্ত নিলেন। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে সে মুদির দোকান স্থাপন করে নিজেই পরিচালনা শুরু করলেন।
২০৯. জনাব ফয়সালের মুদির দোকান স্থাপন একটিÑ
ক ব্যবসায়  ব্যবসায় উদ্যোগ
গ ব্যবসায় উদ্যোক্তা ঘ আত্মকর্মসংস্থান
২১০. জনাব ফয়সালের ব্যবসায় সফল হওয়ার জন্য প্রয়োজনÑ
র. দৃঢ় মনোবল
রর. সাহস
ররর. মুনাফার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১১ ও ২১২ নং প্রশ্নের উত্তর দাও :
মীম বিউটি পার্লারের কাজ শিখে নিজের জমানো এবং ধার করা কিছু টাকা দিয়ে একটি বিউটি পার্লার চালু করলেন। সেখানে লাভের আশায় ব্যায়াম করার সরঞ্জমাাদিও কিনে রাখলেন।
২১১. মীমের এ উদ্যোগকে কী বলে?
ক ব্যবসায়  ব্যবসায় উদ্যোগ
গ সেবা ঘ বাণিজ্য
২১২. ব্যবসায়ের জন্য মীমের প্রয়োজন রয়েছেÑ
র. প্রশিক্ষণ
রর. ঋণ
ররর. উদ্যোগ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৩ ও ২১৪ নং প্রশ্নের উত্তর দাও :
তীব্র প্রতিযোগিতা আছে জেনেও জনাব মুরাদ হোসেন মাছের খাদ্য তৈরির কারখানা স্থাপন করেন।
২১৩. জনাব মুরাদকে আমরা কী হিসেবে অভিহিত করতে পারি?
ক মিতব্যয়ী  ব্যবসায় উদ্যোক্তা
গ স্বাধীনচেতা ঘ পরিশ্রমী
২১৪. জনাব মুরাদের সফল হওয়ার জন্য প্রয়োজন-
র. দৃঢ় মনোবল
রর. সাহস
ররর. মুনাফার নিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৫ ও ২১৬ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শাহেদ বিএ পাসের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিতার নিকট থেকে ৫ লক্ষ টাকা মূলধন নিয়ে বেকারি ব্যবসায় শুরু করেন। বর্তমানে তিনি মডার্ন ফুড লি. নামে স্বনামধন্য প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা।
২১৫. জনাব শাহেদের কাজটি কোন ধরনের?
 ব্যবসায় উদ্যোগ খ চাকরি
গ আত্মকর্মসংস্থান ঘ ঝুঁকি গ্রহণের ক্ষমতা
২১৬. জনাব শাহেদের সফলতার ক্ষেত্রে কোন গুণটি প্রভাবিত করে?
ক উদ্ভাবনী শক্তি খ অধ্যবসায়
গ সংবেদনশীল  উদ্যোগ
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৭ ও ২১৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. মমসাদ তার কারখানার উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন। কারণ বাজারে প্রতিযোগিতা অনেক বেড়েছে। একই কারণে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারলেন না।
২১৭. মি. মমসাদের উৎপাদিত পণ্যের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনাকে কী বলা হয়?
ক লোকসান খ আর্থিক ঝুঁকি
গ প্রতিযোগিতা  ব্যবসায়িক ঝুঁকি
২১৮. মি. মমসাদের প্রত্যাশিত মুনাফা না পাওয়াকে কী বলা হয়?
 আর্থিক ঝুঁকি খ লোকসান
গ ব্যবসায়িক ঝুঁকি ঘ প্রতিযোগিতা

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৯. দেশে ব্যবসায় উদ্যোগ গড়ে তোলার জন্য প্রয়োজনÑ (অনুধাবন)
র. অনুক‚ল পরিবেশ সৃষ্টি
রর. উদ্যোগ উন্নয়নের বাধা দূরীকরণ
ররর. অর্থসামাজিক উন্নয়ন বন্ধ রাখা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২০. রহিম উদ্যোক্তা হতে চান। এই জন্য তারÑ (প্রয়োগ)
র. নেতৃত্বদানের যোগ্যতা থাকতে হবে
রর. প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন
ররর. ঝুঁকি পরিহারের ক্ষমতা থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২১. যুবসমাজকে ব্যবসায় উদ্যোগে আগ্রহী করতে করণীয়Ñ (উচ্চতর দক্ষতা)
র. প্রচার চালানো
রর. সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা
ররর. পর্যাপ্ত পুঁজির ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২২. আমাদের দেশে সন্তোষজনক হারে উদ্যোক্তা গড়ে না উঠার কারণÑ (অনুধাবন)
র. চাকরির প্রতি অধিক আগ্রহ
রর. আর্থসামাজিক অস্থিতিশীলতা
ররর. উপযুক্ত প্রশিক্ষকের অভাব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২৩. ব্যবসায় উদ্যোগের মাধ্যমেÑ (অনুধাবন)
র. নতুন সম্পদ সৃষ্টি করা যায় রর. শুধু নিজের কর্মসংস্থান করা যায়
ররর. দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৪. নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রয়োজনÑ (অনুধাবন)
র. পুঁজি রর. উদ্যোগ ররর. উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২৫. ব্যবসায় উদ্যোগের ফলেÑ (অনুধাবন)
র. নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠবে
রর. সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে
ররর. আর্থসামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৬. দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করা সম্ভবÑ (অনুধাবন)
র. আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে
রর. প্রশিক্ষণের মাধ্যমে
ররর. ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
২২৭. উন্নত অবকাঠামো সহায়কÑ (অনুধাবন)
র. ব্যবসায়ের অনুক‚ল পরিবেশ সৃষ্টিতে
রর. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে
ররর. পরনির্ভরশীলতা দূরীকরণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২২৮. ব্যবসায় উদ্যোগ উন্নয়নে অন্যতম বাধা হলোÑ (অনুধাবন)
র. ঝুঁকি
রর. শিক্ষাব্যবস্থা
ররর. সরকারি পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২২৯. দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভবÑ (অনুধাবন)
র. সরকারি উদ্যোগে শিল্প কারখানা স্থাপন করে
রর. ব্যবসায়ের অনুক‚ল পরিবেশ সৃষ্টির মাধ্যমে
ররর. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩০ ও ২৩১ নং প্রশ্নের উত্তর দাও :
হাবিব ও আব্বাস বন্ধু। তারা উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানে এম.বি.এ পড়াশোনা করেছে। পাস করার পর হাবিব নিজ প্রচেষ্টায় তার এলাকায় একটি ফ্যাশন হাউস স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করে। অন্যদিকে আব্বাস চাকরি খুঁজতে থাকে।
২৩০. হাবিবের কর্ম প্রচেষ্টা সৃষ্টি করবেÑ (প্রয়োগ)
র. নতুন কর্মসংস্থান
রর. দক্ষ মানবসম্পদ
ররর. পরনির্ভরশীলতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

Leave a Reply