ষষ্ঠ অধ্যায়
ব্যবসায় পরিকল্পনা
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. কোনটি ব্যবসায়ীকে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সহায়তা করে?
ক মূলধন পরিকল্পনা গ ভোক্তার আয় ঘ পণ্যের চাহিদা
২. কীভাবে প্রকল্পের সূচনা হয়?
পণ্যের চাহিদা থেকে খ উদ্যোক্তার আগ্রহ দ্বারা
গ কারিগরি শিক্ষা দ্বারা ঘ নতুন প্রযুক্তি ব্যবহার করে
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শামীম দীর্ঘদিন বিদেশে ছিলেন। স¤প্রতি দেশে ফিরে অতি স্বল্প সময়ের মধ্যে নিজ এলাকায় আধুনিক সাজে সজ্জিত একটি ফাস্ট ফুডের দোকান দেন। এলাকাটি জনবহুল হলেও অর্থনৈতিকভাবে অনগ্রসর। ফলে তার প্রত্যাশিত মাত্রায় মুনাফা অর্জিত হয়নি।
৩. জনাব শামীম ব্যবসায় শুরুর পূর্বে কোন দিকটি বিবেচনা করেননি?
ক বাজারের আকার পণ্যের চাহিদা
গ শিক্ষার হার ঘ পণ্যের মান
৪. জনাব শামীমের ব্যবসায়ে প্রত্যাশিত সফলতা না আসার কারণ-
র. ভোক্তার আয় কম
রর. সঠিক পণ্য নির্বাচন না করা
ররর. বাজারের আকার ছোট
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫. ম্যাক্রোস্ক্রিনিং এর প্রাথমিক পদক্ষেপ কোনটি?
ক পণ্য নির্বাচন খ স্থান নির্বাচন
প্রকল্প নির্বাচন ঘ কর্মী নির্বাচন
৬. “প্রত্যাশিত মুনাফা লাভ” মাইক্রোস্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক বাজার চাহিদা খ কারিগরি দিক
আর্থিক দিক ঘ বাণিজ্যিক দিক
ভ‚মিকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক সেবা মুনাফা অর্জন
গ প্রশিক্ষণ ঘ আত্মকর্মসংস্থান
৮. কী অনুযায়ী কার্যক্রম পরিচালনা করলে ব্যর্থ হবার সম্ভাবনা কমে আসে? (জ্ঞান)
ক আইন পরিকল্পনা
গ পূর্ব ধারণা ঘ নেতার নির্দেশ
৯. কোনটির অভাবে ব্যবসায়ে সফলতা অনিশ্চিত হয়ে পড়ে? (জ্ঞান)
ক শ্রমিকের সুষ্ঠু পরিকল্পনার
গ ঋণের ঘ সঞ্চয়ের
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০. পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে- (অনুধাবন)
র. মুনাফা অর্জন করা সহজ হয়
রর. সাফল্য লাভ করা সহজ হয়
ররর. ব্যর্থ হওয়ার সম্ভাবনা কমে আসে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ব্যবসায় পরিকল্পনা ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. কোনটি ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি? (জ্ঞান)
ব্যবসায় পরিকল্পনা খ অতীত অভিজ্ঞতা
গ ব্যাংক উদ্বৃত্ত ঘ ক্যাশ বুক
১২. কোনো কার্য সম্পাদনের জন্য অগ্রিম চিন্তাভাবনাকে কী বলে? (জ্ঞান)
ক চিন্তন খ ভবিষ্যৎ গ প্রকল্প পরিকল্পনা
১৩. কোনটিতে ব্যবসায়ের ভবিষ্যতের চিত্র তুলে ধরা হয়? (জ্ঞান)
ক ক্রয় বিক্রয় হিসাবে খ খতিয়ানে
গ রেওয়ামিলে ব্যবসায় পরিকল্পনা
১৪. কোনটিতে ব্যবসায়ের লক্ষ্য ও প্রকৃতি উল্লেখ থাকে? (জ্ঞান)
ব্যবসায় পরিকল্পনায় খ ক্যাশ বইয়ে
গ খতিয়ানে ঘ রেওয়ামিলে
১৫. প্রত্যেকটি ব্যবসায়ের সুনির্দিষ্ট কী থাকে? (জ্ঞান)
লক্ষ্য খ মুনাফা গ অর্থলিপ্সা ঘ স্বজনপ্রীতি
১৬. ভবিষ্যৎ ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা কীসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক মূলধনের ওপর খ বাজারের ওপর
বাস্তবসম্মত পরিকল্পনার ওপর ঘ মালিকের ওপর
১৭. শিল্পোদ্যোক্তার নিকট কোনটি দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
পরিকল্পনা খ প্রকল্প গ নিয়ন্ত্রণ ঘ কর্মীসংস্থান
১৮. কোনটি নতুন ব্যবসায় শুরু করার জন্য অধিকতর প্রয়োজন? (অনুধাবন)
ব্যবসায় পরিকল্পনা খ শ্রমিক
গ দোকান ঘ অনুমতি
১৯. ব্যবসায় পরিকল্পনা কোনটির সাথে তুলনা করা যায়? (জ্ঞান)
ক রাডার রোডম্যাপ গ জাহাজ ঘ বিমান
২০. দালান নির্মাতার নীলনকশার সাথে কোনটি তুলনীয়? (অনুধাবন)
ক রাডার পরিকল্পনা গ সংগঠন ঘ ব্যবস্থাপনা
২১. রফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার। তিনি বিল্ডিং তৈরির পূর্বে নীলনকশা প্রণয়ন করেন। রফিক সাহেবের এরূপ কাজ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? (প্রয়োগ)
পরিকল্পনা খ নিয়ন্ত্রণ গ নির্দেশনা ঘ সংগঠন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২. ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের যেসব দিক তুলে ধরে- (অনুধাবন)
র. বর্তমান অবস্থা
রর. অতীত অবস্থা
ররর. ভবিষ্যৎ রূপরেখা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৩. ব্যবসায়ের লক্ষ্য হওয়া উচিত- (অনুধাবন)
র. সুনির্দিষ্ট
রর. অনির্দিষ্ট
ররর. পরিকল্পিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪. পরিকল্পনা প্রণয়ন করা হয়- (অনুধাবন)
র. ব্যক্তিগতভাবে
রর. প্রাতিষ্ঠানিকভাবে
ররর. রাষ্ট্রীয়ভাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
২৫. ব্যবসায় পরিকল্পনায় তুলে ধরা হয়- (অনুধাবন)
র. ব্যবসায়ের লক্ষ্য
রর. অর্থায়নের উপায়
ররর. ব্যবস্থাপনার ধরন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ের যেকোনো কাজ করার পূর্বে তিনি ভবিষ্যৎ সম্পর্কে আগাম চিন্তা-ভাবনা করে কাজ করেন। যা অন্যান্য কার্য পরিচালনা ও বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে।
২৬. জনাব হাসান ব্যবসায়ের যেকোনো কাজ করার পূর্বে কোন কাজটি করেন? (প্রয়োগ)
পরিকল্পনা খ সংগঠন গ সমন্বয় ঘ নিয়ন্ত্রণ
২৭. জনাব হাসানকে ভবিষ্যৎ সম্পর্কে আগাম চিন্তা-ভাবনা করে কাজ করতে হয়। কারণ আগাম চিন্তা-ভাবনা ব্যবসায়ীকে- (উচ্চতর দক্ষতা)
র. সঠিক পথের নির্দেশিকা দেয়
রর. সুষ্ঠু ব্যবস্থাপনার নিশ্চয়তা দেয়
ররর. সাফল্যের সর্বোচ্চ চ‚ড়ায় পৌঁছে দেয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
শ্যামল সাহা তার নাম ঠিকানা, প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন কর্মসূচি, কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, মূলধন ও অন্যান্য সহায়ক দলিল একটি নির্ধারিত ছকের মাধ্যমে সাজিয়ে রাখেন। এর মাধ্যমে তার ব্যবসায়ের সামগ্রিক চিত্র ফুটে উঠেছে।
২৮. শ্যামল সাহার ব্যবসায়ের উপাদান ও উপকরণসমূহ সাজিয়ে রাখা ছকটিকে কী বলে? (প্রয়োগ)
ক ব্যবসায় কাঠামো ছক
ব্যবসায় পরিকল্পনার ছক
গ ব্যবসায়ের বাণিজ্যিক কাঠামো ছক
ঘ ব্যবসায়ের বাণিজ্যিক কাঠামো ছক
২৯. শ্যামল সাহাকে ব্যবসায় পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে- (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে
রর. ব্যবসায়ের মালিক ও ঋণদানকারী প্রতিষ্ঠানের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে
ররর. ব্যবসায়ী মহলে প্রশংসিত হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. ব্যবসায় শুরু ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
ক অনুমতি খ গৃহ
ব্যবসায় পরিকল্পনা ঘ ব্যাংক ঋণ
৩১. ব্যবসায়ে অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোনটির গুরুত্ব অপরিসীম? (অনুধাবন)
ক গৃহ খ ভ‚মি
গ শ্রমিক ব্যবসায় পরিকল্পনা
৩২. ব্যবসায়ে পরিকল্পনার প্রয়োজন হয় কেন? (অনুধাবন)
লক্ষ্য অর্জনে খ দক্ষতা অর্জনে
গ বেশি লাভ করতে ঘ কার্য সম্পাদনে
৩৩. মিতু সোনালী ব্যাংক থেকে ব্যবসায় ঋণ নিতে চায়। এ জন্য তাকে ব্যাংকে কোনটি দাখিল করতে হবে? (প্রয়োগ)
ব্যবসায় পরিকল্পনা খ ব্যবসায় প্রকল্প
গ ব্যবসায়ের পণ্য ঘ ব্যবসায় পরিচালনা খরচ
৩৪. ব্যবসায়ীর নিকট দিকনির্দেশক দলিল হিসেবে কাজ করে কোনটি? (অনুধাবন)
পরিকল্পনা খ সংগঠন গ কর্মসংস্থান ঘ নিয়ন্ত্রণ
৩৫. ব্যবসায়ের অভ্যন্তরীণ কাজ মূল্যায়নের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ব্যবহৃত হয় কোনটি? (অনুধাবন)
ক চুক্তিপত্র খ ঋণপত্র গ কার্যপত্র পরিকল্পনা
৩৬. ব্যবসায় পরিকল্পনা কোন ক্ষেত্রে সহায়তা করে? (জ্ঞান)
ক অবৈধ আয় অর্জনে মূলধন সংগ্রহে
গ সুদ মওকুফে ঘ অভিজ্ঞতা অর্জনে
৩৭. ঋণদানকারী প্রতিষ্ঠানের নিকট তথ্যসূত্র দলিল হিসেবে বিবেচিত হয় কোনটি? (জ্ঞান)
ক ব্যবসায় প্রকল্প খ ব্যবসায় বাজেট
ব্যবসায় পরিকল্পনা ঘ ক্যাশ টাকা
৩৮. উদ্যোক্তাকে ঋণদানের পূর্বে ঋণদাতা কোনটি বিশ্লেষণ করে থাকে? (জ্ঞান)
ব্যবসায় পরিকল্পনা খ ব্যবস্থাপনা
গ নীতি নির্ধারণ ঘ সংগঠন
৩৯. উদ্যোক্তার নিজস্ব মূলধন তহবিল না থাকলে কোনটির আশ্রয় গ্রহণ করেন? (অনুধাবন)
ক মহাজন ঋণ ব্যাংক ঋণ গ সম্পদ বিক্রয় ঘ শেয়ার বিক্রয়
৪০. ব্যাংক ঋণ অর্থসংস্থানের কোন ধরনের উৎস? (জ্ঞান)
ক অভ্যন্তরীণ খ বৈদেশিক বাহ্যিক ঘ দেশীয়
৪১. আলম একজন বিনিয়োগকারী। কোনো ব্যবসায়ীকে ঋণদানের পূর্বে তিনি কোনটি বিশ্লেষণ করবেন? (প্রয়োগ)
পরিকল্পনা খ বাজেটিং
গ ব্যবসায় নীতি ঘ বাণিজ্যিক নীতি
৪২. মূলধন সংগ্রহের ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা কী হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
উত্তম দলিল হিসেবে খ বিবরণপত্র হিসেবে
গ নকশা হিসেবে ঘ মানচিত্র হিসেবে
৪৩. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলো কার নিকট থেকে সুযোগ-সুবিধা পেয়ে থাকে? (জ্ঞান)
ক পাইকারের সরকারের গ ব্যবস্থাপকের ঘ মালিকের
৪৪. নাদের তার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সরকারি সহায়তা গ্রহণ করতে চান। সরকারি সুবিধা পেতে তার কোনটি প্রয়োজন হবে? (প্রয়োগ)
ব্যবসায় পরিকল্পনা খ ব্যাংক ঋণ
গ বিদেশি ঋণ ঘ বাণিজ্যিক আইন
৪৫. ব্যবসায় পরিকল্পনা সহায়তা করে কোন ক্ষেত্রে? (জ্ঞান)
সিদ্ধান্ত গ্রহণে খ আয়কর ফাঁকিতে
গ অবৈধ আয়ে ঘ অধিক উৎপাদনে
৪৬. ব্যবসায় পরিকল্পনা কোনটির ক্ষেত্রে সহায়তা প্রদান করে? (জ্ঞান)
প্রতিযোগী সম্পর্কে ধারণা লাভ খ অধিক মুনাফা লাভ
গ সাংস্কৃতিক উন্নয়ন ঘ রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন
৪৭. রায়হান তার প্রতিষ্ঠানের উৎপাদন আগামী বছর ১০% বৃদ্ধি করতে চান। এজন্য প্রথমেই তাকে কোনটি করতে হবে? (প্রয়োগ)
পরিকল্পনা খ সংগঠন গ অর্থায়ন ঘ কাঁচামাল
৪৮. রহিমা তার বুটিক শিল্পকে স¤প্রসারণ করতে চায়। এজন্য তাকে সহায়তা করবে কোনটি? (প্রয়োগ)
ক প্রেষণা খ মাইক্রোস্ক্রিনিং গ ম্যাক্রোস্ক্রিনিং পরিকল্পনা
৪৯. কালাম দুইটি ব্যবসায়ের মধ্য থেকে অধিকতর লাভজনকটিকে গ্রহণ করতে চান। এজন্য তাকে সহায়তা করবে কোনটি? (প্রয়োগ)
পরিকল্পনা খ সংগঠন গ নির্দেশনা ঘ প্রেষণা
৫০. পণ্য উদ্ভাবনে সহায়তা করে কোনটি? (অনুধাবন)
পরিকল্পনা খ কর্মসংস্থান গ সংগঠন ঘ নির্দেশনা
৫১. নিলয় ও তার বন্ধু ঢাকা বাণিজ্য মেলায় একটি দোকান দিল। দোকানে যখন যে বসত নিজেদের ইচ্ছামতো খরচ করত। মেলা শেষে দেখা গেল তাদের তেমন কোনো সাফল্য আসেনি। কোন কারণে তাদের সাফল্য আসেনি? (প্রয়োগ)
সুষ্ঠু পরিকল্পনার অভাবে খ সুষ্ঠু তদারকির অভাবে
গ কর্মচারীদের অবহেলায় ঘ নিজেদের অসচেতনতায়
৫২. নিচের কোনটি ব্যবসায় পরিকল্পনার গুরুত্বের আওতার্ভুক্ত নয়? (অনুধাবন)
ক ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা খ মূলধন সংগ্রহে সহায়তা
গ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা বিলাসী জীবনযাপন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৩. ব্যবসায় পরিকল্পনার মধ্যে থাকতে হবে- (অনুধাবন)
র. ব্যবসায়ের প্রকৃতি কী হবে
রর. ব্যবসায়ের প্রাথমিক অর্থসংস্থান কীভাবে হবে
ররর. ব্যবসায়ের প্রাথমিক লাভ কত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৪. ব্যবসায় পরিকল্পনা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের- (অনুধাবন)
র. ভবিষ্যতের ঝুঁকি পরিহারের কৌশল নির্ধারণ করে
রর. ব্যর্থতার সম্ভাবনাকে হ্রাস করে
ররর. উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. ঋণ মঞ্জুরের পূর্বে বিবেচ্য বিষয় হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসায়ের বর্তমান অবস্থা
রর. ভবিষ্যৎ সম্ভাবনা
ররর. অতীত অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ রর ও ররর
৫৬. ব্যবসায় পরিকল্পনার প্রধান প্রধান গুরুত্ব হলো- (অনুধাবন)
র. ব্যবসায় পরিচালনার দিকনির্দেশনা
রর. মূলধন সংগ্রহ ও বিনিয়োগ
ররর. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
শাকিল লেখাপড়া শেষ করে বাবার জমিতে স্ট্রবেরি চাষের জন্য বিভিন্ন তথ্য, পরামর্শ, প্রয়োজনীয় অর্থের সংস্থান ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা জেনে নেন। এতে নিজের পাশাপাশি গ্রামের আরো বেশ কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এতে সংশ্লিষ্ট সবাই বেশ লাভবান হচ্ছেন।
৫৭. উদ্দীপকে স্ট্রবেরি চাষ শুরু করার পূর্বে গৃহীত কর্মকাণ্ড কোন বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ? (প্রয়োগ)
ক সংগঠন খ নিয়ন্ত্রণ পরিকল্পনা ঘ ব্যবস্থাপনা
৫৮. উদ্দীপকের ব্যবসায়ে সফলতার কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
র. সম্ভাব্য সুযোগ-সুবিধা মূল্যায়ন
রর. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
ররর. বিকল্প বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. ব্যবসায়ের সাফল্যের পূর্বশর্ত কী? (অনুধাবন)
সঠিক পণ্য চিহ্নিতকরণ ও সুষ্ঠু প্রকল্প প্রণয়ন
খ চাহিদামাফিক পণ্য উৎপাদন
গ বিনিয়োগ স¤প্রসারণ
ঘ কারখানার আধুনিকীকরণ
৬০. পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে কী বলে? (অনুধাবন)
ক প্রকল্প ধারণা প্রকল্প গ পণ্য নির্বাচন ঘ পণ্যের চাহিদা
৬১. একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্ত হয় কোনটি? (জ্ঞান)
প্রকল্প খ বিনিয়োগ
গ লক্ষ্য ঘ ব্যবস্থাপনার ধারা
৬২. সোয়ান রহমানের একটি কাপড়ের দোকান রয়েছে। তিনি এটি স¤প্রসারণ করতে চান। এই সিদ্ধান্তকে কী বলা হবে? (প্রয়োগ)
ক ম্যাক্রোস্ক্রিনিং খ মাইক্রোস্ক্রিনিং
গ ধারণা মূল্যায়ন প্রকল্প
৬৩. ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কোনটি? (জ্ঞান)
ক প্রাক নির্বাচন ব্যবসায়ের ধারণা চিহ্নিতকরণ
গ প্রকল্প ধারণার উৎস নির্ধারণ ঘ প্রকল্প উন্নয়ন কৌশল গ্রহণ
৬৪. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ধাপ কয়টি? (জ্ঞান)
ক ২টি ৩টি গ ৪টি ঘ ৫টি
৬৫. ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপ কোনটি? (জ্ঞান)
ক মূলধন বিনিয়োগ ধারণা চিিহ্নতকরণ
গ কর্মী নির্বাচন ঘ বাজার জরিপ
৬৬. কীভাবে একটি প্রকল্পের সূত্রপাত হয়? (অনুধাবন)
প্রকল্প চিহ্নিতকরণের মাধ্যমে খ পণ্য নির্বাচনের মাধ্যমে
গ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঘ ব্যাংক দ্বারা অর্থায়নের মাধ্যমে
৬৭. প্রকল্প ধারণা অনুভব করা থেকে সূচনা হয় কোনটির? (অনুধাবন)
প্রকল্প চিহ্নিতকরণ ও নির্বাচনের খ প্রকল্প নির্বাচনের
গ প্রকল্প চিহ্নিতকরণের ঘ প্রকল্প স¤প্রসারণের
৬৮. প্রকল্প নির্বাচন নির্ভর করে কীসের ওপর? (জ্ঞান)
চাহিদা খ যোগান গ স্থান ঘ পরিচালক
৬৯. পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা কী জন্ম দেয়? (জ্ঞান)
প্রকল্প ধারণা খ নতুন পণ্য
গ নতুন সিদ্ধান্ত ঘ নতুন বিনিয়োগ
৭০. মি. সুমন লক্ষ করলেন বাজারে লিচুর সরবরাহ চাহিদার তুলনায় অপ্রতুল। তাই তিনি লিচু বাজারজাতকরণের প্রকল্প হাতে নিয়েছেন। নিচের কোনটি তাকে লিচু বাজারজাতকরণের উৎসাহ যুগিয়েছে? (প্রয়োগ)
চাহিদার প্রকৃতি খ জনসংখ্যার হার
গ গবেষণালব্ধ তথ্য ঘ জরিপ
৭১. কোনটি প্রকল্প ধারণা সৃষ্টিতে সহায়তা করে? (জ্ঞান)
ক পরিকল্পনা খ বুদ্ধি গ নিজের মেধা সৃজনশীলতা
৭২. নতুন প্রকল্প ধারণার উৎস কোনটি? (অনুধাবন)
নিজের কল্পনা খ পণ্য নির্বাচন গ পণ্য আমদানি ঘ পণ্য রপ্তানি
৭৩. প্রকল্প ধারণার উৎস কোনটি? (জ্ঞান)
শিল্প জরিপ খ পণ্য নির্বাচন
গ রাজনৈতিক পরিবেশ ঘ আইনগত পরিবেশ
৭৪. নিচের কোনটি প্রকল্প ধারণার উৎস? (জ্ঞান)
ক পণ্য নির্বাচন গবেষণামূলক প্রতিবেদন
গ ম্যাক্রোষ্ক্রিনিং ঘ মাইক্রোস্ক্রিনিং
৭৫. প্রকল্প ধারণা মূল্যায়নের ধাপকে কী বলে? (জ্ঞান)
ক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই খ প্রকল্প নির্বাচন
প্রকল্পের প্রাকসম্ভাব্যতা যাচাই ঘ প্রকল্প ধারণা মূল্যায়ন
৭৬. প্রকল্প ধারণার বিস্তারিত তালিকা প্রণয়ন করেন কে? (জ্ঞান)
উদ্যোক্তা খ কর্মচারী গ সরকার ঘ চেয়ারম্যান
৭৭. কয়টি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করা যায়? (জ্ঞান)
২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
৭৮. প্রকল্প নির্বাচনের একটি উপায় ম্যাক্রোস্ক্রিনিং এবং অন্যটি কী? (জ্ঞান)
মাইক্রোস্ক্রিনিং খ মাইক্রোসফট
গ মাইক্রো এন্টারপ্রাইজ ঘ ম্যাক্রো এন্টারপ্রাইজ
৭৯. কোনটি প্রকল্প ধারণা নির্বাচনে সহায়তা করে? (জ্ঞান)
ম্যাক্রোস্ক্রিনিং খ মাইক্রোস্ক্রিনিং
গ মাইক্রো এন্টারপ্রাইজ ঘ মাইক্রো সমিতি
৮০. ম্যাক্রোস্ক্রিনিং পরিবেশের উল্লেখযোগ্য উপাদান কয়টি? (জ্ঞান)
ক চারটি খ পাঁচটি ছয়টি ঘ সাতটি
৮১. ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদান নয় কোনটি? (অনুধাবন)
ক জনসংখ্যার ঘনত্ব প্রকল্প ব্যয়
গ ভোক্তার চাহিদা ঘ ভোক্তার আয়
৮২. জনগোষ্ঠীর ভবিষ্যৎ আচরণ নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? (প্রয়োগ)
ক মাইক্রোস্ক্রিনিং ম্যাক্রোস্ক্রিনিং
গ কারিগরি দিক ঘ আইনগত পরিবেশ
৮৩. একটি ব্যবসায়ের অস্তিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক শিক্ষা খ সংস্কৃতি জনসংখ্যা ঘ জনমত
৮৪. নিচের কোনটিকে তুমি প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে বিবেচনায় আনবে না? (প্রয়োগ)
ক ভোক্তার আয় খ ভোক্তার খরচ করার প্রবণতা
গ ভোক্তার জীবনযাত্রার খরচ ভোক্তার শিক্ষাগত যোগ্যতা
৮৫. মানুষের আয় বৃদ্ধি পেলে কীসের জন্য অধিক অর্থ ব্যয় করে? (অনুধাবন)
ক ভোগবিলাসের খ প্রসাধনীর
গৃহস্থালির আরাম-আয়েশের ঘ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের
৮৬. জোসনা ব্যবসায় প্রকল্প গ্রহণের পূর্বে জনগণের আয় বিবেচনা করেন। এই বিবেচনা কোন পরিবেশের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশন
গ সামাজিক পরিবেশ ঘ আইনগত পরিবেশন
৮৭. ভোক্তার আয়, খরচ করার প্রবণতা ও জীবন নির্বাহের খরচ কোন পরিবেশের আওতার্ভুক্ত? (প্রয়োগ)
অর্থনৈতিক পরিবেশ খ প্রাকৃতিক পরিবেশ
গ সাংস্কৃতিক পরিবেশ ঘ আইনগত পরিবেশ
৮৮. চাহিদা আছে কিন্তু ক্রয় সীমার মধ্যে নয় এমন দ্রব্য সরবরাহ করার জন্য কাকে বিকল্প ব্যবস্থা নিতে হয়? (অনুধাবন)
প্রস্তুতকারককে খ বিক্রেতাকে
গ ক্রেতাকে ঘ পাইকারকে
৮৯. নিচের কোনটিকে তুমি ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদান হিসেবে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে বিবেচনায় আনবে? (অনুধাবন)
ক বাজারজাতকরণ খ পণ্য নির্বাচন
প্রাকৃতিক পরিবেশ ঘ প্রকল্প নির্বাচন
৯০. ঢাকার হাজারীবাগের চামড়া শিল্পের বর্জ্য বুড়িগঙ্গা নদীর পানিকে দূষিত করছে। এটি ম্যাক্রোস্ক্রিনিং এর কোন পরিবেশকে প্রভাবিত করছে? (প্রয়োগ)
ক সাংস্কৃতিক পরিবেশকে খ রাজনৈতিক পরিবেশকে
প্রাকৃতিক পরিবেশকে ঘ আইনগত পরিবেশকে
৯১. বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে ম্যাক্রোস্ক্রিনিং কোন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে? (প্রয়োগ)
ক সাংস্কৃতিক পরিবেশ খ আইনগত পরিবেশ
গ রাজনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ
৯২. প্রকল্প বাছাইয়ের সময় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বর্তমানে কী এবং ভবিষ্যতে কী হতে পারে তা বিশ্লেষণ কোন পরিবেশের আওতার্ভুক্ত? (প্রয়োগ)
ক প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ
গ রাজনৈতিক পরিবেশ ঘ সাংস্কৃতিক পরিবেশ
৯৩. সঠিক ব্যবসায় বাছাইয়ে কোন পরিবেশ বিরাট ভ‚মিকা পালন করে? (জ্ঞান)
ক রাজনৈতিক খ সামাজিক প্রাকৃতিক ঘ সাংস্কৃতিক
৯৪. সামাজিক মূল্যবোধ কোন পরিবেশের প্রভাবক হিসেবে কাজ করে? (প্রয়োগ)
সাংস্কৃতিক পরিবেশ খ আইনগত পরিবেশ
গ রাজনৈতিক পরিবেশ ঘ প্রাকৃতিক পরিবেশ
৯৫. ব্যবসায়ের সাংস্কৃতিক পরিবেশের প্রভাবক কোনটি? (প্রয়োগ)
ধর্মীয় অনুভ‚তি খ আইনগত কাঠামো
গ প্রযুক্তি নির্ধারণ ঘ বাজার জরিপ
৯৬. বাংলাদেশের অধিকাংশ লোক মুসলমান বলে এখানে প্রকাশ্যে মদের ব্যবসায় করা দৃষ্টিকটু। মদের ব্যবসায় মূলত ম্যাক্রোস্ক্রিনিং কোন পরিবেশকে প্রভাবিত করছে? (প্রয়োগ)
ক প্রাকৃতিক পরিবেশ খ রাজনৈতিক পরিবেশ
সাংস্কৃতিক পরিবেশ ঘ আইনগত পরিবেশ
৯৭. আইনগত পরিবেশ বলতে কী বোঝায়? (অনুধাবন)
আইনশৃঙ্খলা পরিস্থিতি খ ধর্মীয় অনুভ‚তি
গ শিক্ষার হার ঘ রাজনৈতিক স্থিতিশীলতা
৯৮. শিল্পনীতিতে কর অবকাশ সুবিধা প্রদান করায় জনাব মেহেদী গাজীপুরে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তার এ সিদ্ধান্ত কোন পরিবেশের সাথে জড়িত? (প্রয়োগ)
ক সাংস্কৃতিক পরিবেশ খ প্রাকৃতিক পরিবেশ
গ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশন
৯৯. প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে কীসের মাধ্যমে একটি প্রকল্প চ‚ড়ান্তভাবে নির্বাচন করা যায়? (জ্ঞান)
ক ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
গ বাজার গবেষণার মাধ্যমে ঘ তথ্য সংগ্রহের মাধ্যমে
১০০. মাইক্রোস্ক্রিনিং-এর জন্য সঠিক বক্তব্য কোনটি? (অনুধাবন)
সংক্ষিপ্ত প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
খ বড় প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
গ অস্থায়ী প্রকল্প তালিকা প্রস্তুত করা হয়
ঘ চ‚ড়ান্ত প্রকল্প নির্বাচন করা হয়
১০১. হীরু কয়েকটি প্রকল্পের ম্যাক্রোস্ক্রিনিং করে ফলাফল পেল সন্তোষজনক। এ পরিস্থিতিতে সে কী করবে? (প্রয়োগ)
ক প্রকল্পগুলোর পুনরায় ম্যাক্রোস্ক্রিনিং করবে
প্রকল্পগুলোর মাইক্রোস্ক্রিনিং করবে
গ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে
ঘ আরও নতুন নতুন প্রকল্প খুঁজবে
১০২. চিিহ্নত প্রকল্প ধারণাগুলোর কোনটির যাচাই সময় ও ব্যয়সাপেক্ষ ব্যাপার? (জ্ঞান)
সম্ভাব্যতা খ সঠিকতা গ বাস্তবতা ঘ গ্রহণযোগ্যতা
১০৩. শুধু বাস্তবসম্মত প্রকল্পগুলো নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই সময়সাপেক্ষ বলে
খ প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই ব্যয়সাপেক্ষ বলে
প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই সময় ও ব্যয়সাপেক্ষ বলে
ঘ প্রকল্প ধারণার সম্ভাব্যতা যাচাই কষ্টসাধ্য বলে
১০৪. মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান কয়টি? (জ্ঞান)
ক দুটি খ তিনটি গ চারটি পাঁচটি
১০৫. অনুপম রায় তার পরিকল্পিত পণ্যের চাহিদা নিরূপণ করতে ইচ্ছুক। এজন্য তাকে কোন কাজটি সম্পাদন করতে হবে? (প্রয়োগ)
বাজার জরিপ খ পণ্য প্রদর্শনী গ পণ্য বিতরণ ঘ পণ্য নির্ধারণ
১০৬. বাজার জরিপের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
ক পণ্য নির্ধারণ পণ্যের চাহিদা যাচাই
গ গুদামজাতকরণ সিদ্ধান্ত গ্রহণ ঘ প্রযুক্তি নির্বাচন
১০৭. কোনো পণ্যের চাহিদা আছে কিনা তা জানার জন্য নিচের কোন পরীক্ষাটি করা প্রয়োজন? (জ্ঞান)
ক কারিগরি দিক বাজার চাহিদা
গ বাণিজ্যিক দিক ঘ আর্থিক দিক
১০৮. চাহিদা বলতে কী বোঝায়? (অনুধাবন)
কোনো সেবা বা পণ্য পাওয়ার আকাক্সক্ষা
খ যা সহজেই পাওয়া যায়
গ বাজারে পণ্যের আগমন বেশি
ঘ ভোক্তার ভোগের নিমিত্তে অর্থ ব্যয়ের ইচ্ছা
১০৯. কোনো কিছু পাওয়ার ইচ্ছা থেকে কীসের সৃষ্টি হয়? (অনুধাবন)
ক যোগানের চাহিদার গ পরিকল্পনার ঘ প্রকল্পের
১১০. কোন দৃষ্টিকোণ থেকে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা যায়? (জ্ঞান)
প্রযুক্তি ও যান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
খ বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে থেকে
গ বাজারজাতকরণের দিক থেকে
ঘ আর্থিক দিক থেকে
১১১. প্রকল্পের বাণিজ্যিক দিক যাচাইয়ে কোনটি বিবেচ্য? (অনুধাবন)
ক প্রযুক্তি নির্ধারণ খ বাজার যাচাই
আনুমানিক লাভ ঘ অর্থায়ন
১১২. মাইক্রোস্ক্রিনিংয়ের উপাদান কোনটি? (অনুধাবন)
ক জনসংখ্যা খ প্রাকৃতিক পরিবেশ
গ শিল্প আইন আর্থিক দিক
১১৩. একটি প্রকল্পের আর্থিক দিক পরীক্ষা করা হয় কীসের মাধ্যমে? (অনুধাবন)
ক ম্যাক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে মাইক্রোস্ক্রিনিং-এর মাধ্যমে
গ বাজার জরিপের মাধ্যমে ঘ প্রকল্প চিিহ্নতকরণের মাধ্যমে
১১৪. মিরণ সাহা প্রকল্প নির্বাচনের জন্য প্রকল্পের ব্যয় নিরূপণ ও অর্থায়নের উপায় নির্ধারণ করেন। এগুলো মিরণ সাহার প্রকল্পের কোন দিক পরীক্ষার আওতাভুক্ত? (প্রয়োগ)
ক কারিগরি দিক খ বাজারজাতকরণ দিক
গ বাণিজ্যিক দিক আর্থিক দিক
১১৫. কোন ধরনের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্রো ও মাইক্রোস্ক্রিনিং আবশ্যক? (জ্ঞান)
ক ক্ষুদ্র সেবামূলক ব্যবসায় খ কেনাবেচা ব্যবসায়
গ অন্যান্য খুচরা ব্যবসায় উৎপাদনমুখী ব্যবসায় প্রকল্প
১১৬. প্রতিবেদন প্রণয়নে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন কী হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক দলিল খ বিজ্ঞান গ সূত্র প্রধান তথ্যসূত্র
১১৭. কোনটির ওপর ভিত্তি করে প্রকল্প প্রতিবেদন তৈরি করতে হয়? (জ্ঞান)
তথ্য খ ধারণা গ অনুমান ঘ অভিজ্ঞতা
১১৮. প্রতিবেদনের বিষয়বস্তুতে হেরফের হতে পারে কেন? (অনুধাবন)
ক প্রকল্পের অপরিবর্তনে প্রকল্পের হেরফেরে
গ এমনিতে ঘ হেরফের হয় না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৯. প্রকল্প হচ্ছে- (অনুধাবন)
র. সুচিন্তিত কর্মপদ্ধতি
রর. পরিকল্পিত কর্মপদ্ধতি
ররর. স্থায়ী কর্মপদ্ধতি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২০. পরিকল্পনা একটি ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনার চিত্রকে সুস্পষ্টভাবে তুলে ধরেÑ (অনুধাবন)
র. ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছে
রর. সরকারের কাছে
ররর. পুঁজি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২১. পণ্য নির্বাচনে বাজার জরিপের মাধ্যমে দেখা হয়Ñ (অনুধাবন)
র. কাঁচামালের যোগানের স্থিতিশীলতা
রর. পণ্যের বাজার চাহিদা
ররর. ক্রেতাদের দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১২২. উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহিভর্‚ত উপাদানগুলো হলোÑ (অনুধাবন)
র. জনসংখ্যা
রর. অর্থনৈতিক
ররর. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১২৩. ম্যাক্রোস্ক্রিনিং এর প্রভাবক হচ্ছে- (অনুধাবন)
র. জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ
রর. বাজারজাতকরণ, বাণিজ্যিক ও আর্থিক দিক
ররর. রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগত পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৪. সাংস্কৃতিক পরিবেশের প্রভাবক হলোÑ (অনুধাবন)
র. শিক্ষার হার
রর. কারিগরি শিক্ষার হার
ররর. জনসংখ্যা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৫. ধারণা মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনা করা হয়- (অনুধাবন)
র. ম্যাক্রোস্ক্রিনিং
রর. মাইক্রোস্ক্রিনিং
ররর. নিজের কল্পনা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৬. ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রভাবক হলো- (অনুধাবন)
র. জনসংখ্যা
রর. অর্থনৈতিক পরিবেশ
ররর. রাজনৈতিক পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১২৭. জুবায়ের একটি উত্তম প্রকল্প নির্বাচন করতে চায়। এজন্য তাকে বিবেচনা করতে হবে- (প্রয়োগ)
র. মূলধন
রর. ব্যবস্থাপনা
ররর. শ্রম
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ রর ও ররর
১২৮. প্রকল্পের কারিগরি দিক বিবেচনা করা হয় যেসব দৃষ্টিকোণ থেকে- (প্রয়োগ)
র. প্রযুক্তিগত
রর. যান্ত্রিক
ররর. বাণিজ্যিক
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ রর ও ররর
১২৯. শফিক একজন উদ্যোক্তা। তার মধ্যে কিছু প্রকল্প ধারণা সৃষ্টি হয়েছে। তার প্রকল্প ধারণার উৎস হতে পারেÑ (প্রয়োগ)
র. নিজের কল্পনা
রর. অর্থনৈতিক ও শিল্প জরিপ রিপোর্ট
ররর. গবেষণামূলক পুস্তক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩০. প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্পের যে দিক বিচার করা হয়- (অনুধাবন)
র. কারিগরি
রর. বাণিজ্যিক
ররর. আর্থিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩১. অর্থনীতিতে একটি প্রকল্পের অবদান যাচাই করার মাপকাঠি হলো- (অনুধাবন)
র. কর্মসংস্থানের সুযোগ
রর. আনুমানিক লাভ
ররর. জাতীয় কোষাগারে কর প্রদানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাক্কলন করা হয়- (অনুধাবন)
র. মূলধন ব্যয়
রর. উৎপাদন ব্যায়
ররর. নগদান প্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩৩. মাইক্রোস্ক্রিনিং-এর ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করা হয়Ñ (অনুধাবন)
র. বাজার চাহিদা
রর. কারিগরি দিক
ররর. জাতীয় অর্থনীতিতে অবদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩৪. ম্যাক্রোস্ক্রিনিং এর উপাদান হলো- (অনুধাবন)
র. জনসংখ্যা বিষয়ক
রর. বাণিজ্যিক বিষয়ক
ররর. অর্থনৈতিক বিষয়ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৫. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন প্রকার তথ্যের প্রয়োজন। এসব তথ্যের উৎস হলো- (অনুধাবন)
র. অর্থনৈতিক জরিপ
রর. শিল্প জরিপ রিপোর্ট
ররর. আদমশুমারি রিপোর্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৩৬. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন প্রকার তথ্যের প্রয়োজন। এসব তথ্যের উৎস হলোÑ (অনুধাবন)
র. অর্থনৈতিক জরিপ
রর. শিল্প জরিপ রিপোর্ট
ররর. আদমশুমারি রিপোর্ট
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৭ ও ১৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
মো. রফিক একটি ব্যবসায় প্রকল্প হাতে নিয়েছে। এ লক্ষ্যে তার বেশ কিছু পুঁজির প্রয়োজন। তাই তার ব্যক্তিগত ব্যাংক জমা ১,০০,০০০ টাকা থাকা সত্তে¡ও অন্য একটি ব্যাংক থেকে ঋণ নিল ৫০,০০০ এবং তার বড় ভাইয়ের কাছ থেকে নিল ৩০,০০০ টাকা।
১৩৭. মো. রফিক প্রকল্পটি হাতে নিয়েছেন কীসের ওপর ভিত্তি করে? (উচ্চতর দক্ষতা)
চাহিদা খ মুনাফা গ মূলধন ঘ স্থায়ী সম্পত্তি
১৩৮. মোঃ রফিক সঠিক প্রকল্প নির্বাচনে সাহায্য নিবেন- (প্রয়োগ)
র. মাইক্রোস্ক্রিনিংয়ের
রর. ম্যাক্রোস্ক্রিনিংয়ের
ররর. জরিপের
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ও ১৪০ নং প্রশ্নের উত্তর দাও :
কেয়া বাংলাদেশ লিমিটেড তাদের পণ্য বাজারে ছাড়ার পূর্বে বাজার সমীক্ষা করে নেয়। তারা ম্যাক্রোস্ক্রিনিং ও মাইক্রোস্ক্রিনিংয়ের মাধ্যমে প্রকল্প নির্বাচন করে। যার কারণে আজ তারা সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করতে পারছে।
১৩৯. কেয়া কোম্পানি মাইক্রোস্ক্রিনিং পদ্ধতিতে একটি প্রকল্পের যথার্থতা মূল্যায়নে কোন দিকটি পরীক্ষা করতে পারে? (প্রয়োগ)
ক সামাজিক মূল্যবোধ খ ধর্মীয় অনুভ‚তি
মূলধন ব্যয় ঘ শিক্ষার হার
১৪০. প্রকল্প বাছাই করার সময় কেয়া বাংলাদেশ লিমিটেড এর লক্ষণীয় বিষয় হলোÑ (উচ্চতর দক্ষতা)
র. জীবনযাত্রার মান বর্তমানে কী
রর. জীবনযাত্রার মান ভবিষ্যতে কী হবে
ররর. জীবনযাত্রার মান অতীতে কী ছিল
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪১ ও ১৪২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আব্দুল্লাহ সাহেব সঠিকভাবে একটি ব্যবসায় প্রকল্প নির্বাচন করতে চান। এজন্য তিনি ব্যবসায় প্রকল্প নির্বাচনের একটি ধাপ অত্যন্ত সাবধানতা ও গুরুত্বের সাথে বিশ্লেষণ করছেন। কারণ একটি সফল প্রকল্প প্রণয়ন তাকে সাফল্য এনে দিতে পারে।
১৪১. জনাব আব্দুল্লাহ প্রকল্প নির্বাচনের জন্য কোন বিষয়টি সর্বপ্রথম বিবেচনা করবেন? (প্রয়োগ)
ভোক্তার আয় খ রাজনৈতিক স্থিতিশীলতা
গ আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘ জনসংখ্যা
১৪২. জনাব আব্দুল্লাহর প্রকল্পটি কিসের ওপর নির্ভর করবে? (উচ্চতর দক্ষতা)
চাহিদা খ স্থায়ী সম্পদ গ মুনাফা ঘ মূলধন
ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৩. কে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করতে পারে? (জ্ঞান)
ক সরকার ব্যবসায়ী নিজে
গ ব্যবস্থাপক ঘ ব্যবসায় সমিতি
১৪৪. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে কার পরামর্শ গ্রহণ করা উচিত? (অনুধাবন)
ক ভোক্তার খ সরকারের
বিশেষজ্ঞের ঘ সরবরাহকারীর
১৪৫. ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া বাঞ্ছনীয়? (অনুধাবন)
সংক্ষিপ্ত খ টেকনিক্যাল শব্দে
গ দুর্বোধ্য ঘ আনুমানিক
১৪৬. একটি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনায় কয়টি গাইডলাইন অনুসরণ করতে হয়? (জ্ঞান)
ক ৫টি খ ৬টি গ ৭টি ৮টি
১৪৭. ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে বাঞ্ছণীয় কোনটি? (অনুধাবন)
ক শব্দ-বাহুল্যতা খ টেকনিক্যাল শব্দ বাহুল্যতা
সংক্ষিপ্ততা ঘ দুর্বোধ্যতা
১৪৮. ব্যবসায়ের ব্যবস্থাপনার দলে কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা উচিত নয়? (অনুধাবন)
ক পরিচিত খ অভিজ্ঞ
অপরিচিত ঘ সাবালক
১৪৯. ব্যবসায়ের ব্যবস্থাপনা দলে কাকে অন্তর্ভুক্ত করতে হবে? (অনুধাবন)
ক অপরিচিত ব্যক্তিকে পরিচিত ব্যক্তিকে
গ বিশেষ সদস্যকে ঘ ভোক্তাকে
১৫০. কেন টেকনিক্যাল শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে? (অনুধাবন)
সকলের সুবিধার্থে খ বিশেষজ্ঞদের সুবিধার্থে
গ ভোক্তার সুবিধার্থে ঘ সরবরাহকারীর সুবিধার্থে
১৫১. কোন ধরনের উৎপাদনের ওপর ভিত্তি করে বিক্রয়ের পরিমাণ হিসাব করতে হয়? (জ্ঞান)
ক অধিক বাস্তবসম্মত গ নির্দিষ্ট ঘ অনির্দিষ্ট
১৫২. বিক্রয় হিসাব কীভাবে রাখা উচিত? (অনুধাবন)
সাবধানতার সাথে খ বাস্তবতার ভিত্তিতে
গ পরিকল্পনার ভিত্তিতে ঘ ব্যবস্থাপকের মতামতের ভিত্তিতে
১৫৩. ব্যবসায় পরিকল্পনা তথ্য কেমন হওয়া উচিত? (অনুধাবন)
স্পষ্ট খ বিস্তারিত গ কৌশলগত ঘ অস্পষ্ট
১৫৪. ব্যবসায় সমস্যা কয়টি সময়ে উদ্ভব হতে পারে? (জ্ঞান)
২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
১৫৫. ব্যবসায় পরিকল্পনা কোন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে? (অনুধাবন)
ক অতীত বর্তমান গ বৈদেশিক ঘ দেশীয়
১৫৬. ব্যবসায় পরিকল্পনা প্রণয়নকালে ব্যবস্থাপনা টিমে কাকে জড়িত করা উচিত? (জ্ঞান)
ক শুধু মালিককে খ শুধু ব্যবস্থাপককে
গ শুধু পরিচালককে সকল সদস্যকে
১৫৭. নাদিম তার ব্যবসায়ের জন্য সুষম ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করতে চান। এজন্য তিনি কার সাহায্য গ্রহণ করবেন? (প্রয়োগ)
ক শিল্পোদ্যোক্তার বিশেষজ্ঞের
গ রাজনীতিবিদদের ঘ ভোক্তার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৮. ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করবেÑ (অনুধাবন)
র. শিল্পোদ্যোক্তা নিজে
রর. কোনো বিশেষজ্ঞের সাহায্য নিয়ে
ররর. শিক্ষকের সাহায্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫৯. ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু হলো- (উচ্চতর দক্ষতা)
র. পণ্য সম্পর্কিত তথ্য
রর. বিপণন নীতিমালা
ররর. প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬০. ব্যবসায় পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে- (অনুধাবন)
র. বাজার চাহিদা
রর. আর্থিক পরিকল্পনার সারসংক্ষেপ
ররর. ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬১ ও ১৬২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সালমান এর গ্রামের বাড়িতে অনেক জায়গা জমি রয়েছে। তাই তিনি নিজস্ব অর্থে তার এলাকায় একটি শাড়ি তৈরির কারখানা স্থাপন করতে আগ্রহী। এই জন্য তিনি বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছেন।
১৬১. কারখানা স্থাপনের জন্য জনাব সালমানের কী করা প্রয়োজন? (প্রয়োগ)
ক অর্থসংস্থান খ স্থান নির্বাচন পরিকল্পনা ঘ কর্মী সংগ্রহ
১৬২. জনাব সালমান পরামর্শ গ্রহণ করতে পারেনÑ (উচ্চতর দক্ষতা)
র. শিক্ষকদের থেকে
রর. বিশেষজ্ঞদের থেকে
ররর. স্থানীয় শাড়ি ব্যবসায়িদের নিকট থেকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৩. মি. খলিল ২০১৪ সালের ১ ডিসেম্বর ‘স্বপ্ননীল’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলনার নিউমার্কেটে স্থাপনের উদ্দেশ্যে মনস্থির করেন। প্রতিষ্ঠানটি স্থাপনের উদ্দেশ্যে উপযুক্ত বিষয়গুলো কোথায় সন্নিবেশিত হওয়া দরকার? (প্রয়োগ)
পরিকল্পনায় খ প্রকল্পে
গ বিনিয়োগ ঘ ব্যবস্থাপনা কার্যক্রমে
১৬৪. ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু কয়টি? (জ্ঞান)
ক ৭টি খ ৮টি গ ৯টি ১০টি
১৬৫. ব্যবসায় পরিকল্পনার প্রথম বিষয় কোনটি? (জ্ঞান)
ব্যবসায়ের নাম খ ব্যবসায়ের স্থান
গ ট্রেডমার্ক ঘ পণ্য
১৬৬. ব্যবসায় পরিচালনার ধরন হতে পারে কোনটি? (অনুধাবন)
অংশীদারি খ হোল্ডিং গ সাবসিডিয়ারি ঘ শেয়ারভিত্তিক
১৬৭. ব্যবসায় পরিচালনার ধরন কয়টি? (জ্ঞান)
দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
১৬৮. অংশীদারি ব্যবস্থাপনার অপর নাম কী? (জ্ঞান)
ক একক ব্যবস্থাপনা যৌথ ব্যবস্থাপনা
গ স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা ঘ গণতান্ত্রিক ব্যবস্থাপনা
১৬৯. বাজারের আকার কোনটির অন্তর্গত? (জ্ঞান)
বাজার জরিপ খ অর্থায়ন
গ সাংস্কৃতিক পরিবেশ ঘ ম্যাক্রোস্ক্রিনিং
১৭০. কাসেম সাহেব পণ্যের বাজার প্রবেশের কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তার বাজার জরিপের কেমন বিবরণ প্রয়োজন? (প্রয়োগ)
সংক্ষিপ্ত খ আংশিক গ বিস্তারিত ঘপূর্ণাঙ্গ
১৭১. পণ্যের মূল্য নির্ধারণ কোন কাজের অংশ? (জ্ঞান)
ক বিক্রয়িকতা খ ব্যক্তিক বিক্রয়
বাজার জরিপ ঘ বাজার সম্ভাব্যতা যাচাই
১৭২. মুনাফা অর্জনের সম্ভাবনায় কয়টি লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে? (জ্ঞান)
ক ১টি ২টি গ ৩টি ঘ ৪টি
১৭৩. ব্যবসায় পরিকল্পনার সাথে সংযোজন করতে হয় কোনটি? (জ্ঞান)
আর্থিক বিবরণী খ অর্থ
গ ট্রেড লাইসেন্স ঘ কর্মীর জীবন বৃত্তান্ত
১৭৪. প্রাক্কলিত আর্থিক বিবরণীর সাথে কয়টি বিষয় সংযুক্ত করতে হয়? (জ্ঞান)
ক ৬টি ৭টি গ ৮টি ঘ ৯টি
১৭৫. প্রকল্পের মোট ব্যয় নিরূপণে কোনটির অন্তর্গত? (জ্ঞান)
ক পণ্যের বিভিন্ন তথ্যের খ বিপণন সম্পর্কিত নীতিমালা
গ প্রচারণা আর্থিক বিবরণীর
১৭৬. কোনটি আর্থিক বিবরণীর সংযুক্তি? (জ্ঞান)
ক বাজার জরিপ প্রকল্প ব্যয়
গ নিট দেনাদার ঘ ব্যাংক সমন্বয়
১৭৭. মি. হারুন প্রকল্পের মোট ব্যয়, চলতি পুঁজি, নগদান প্রবাহ সংযোজনের মাধ্যমে ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করেন। মি. হারুনের প্রকল্প প্রণয়নের এ বিষয়গুলোকে কী বলে? (প্রয়োগ)
ক প্রচারণা আর্থিক বিবরণী
গ বিপণন ঘ ব্যবস্থাপনা
১৭৮. মি. হাসান তার ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে প্রাক্কলিত আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করেন। এটি কোনটির অংশ? (প্রয়োগ)
আর্থিক বিবরণী খ বাজেট বিবরণী
গ খতিয়ান ঘ উপবিধি
১৭৯. নিচের কোনটি আর্থিক বিবরণীর সংযুক্তি? (জ্ঞান)
নগদান প্রবাহ খ জাবেদা গ খতিয়ান ঘ রেওয়ামিল
১৮০. আর্থিক পরিকল্পনা প্রণয়নের সময় কী উল্লেখ করা প্রয়োজন? (জ্ঞান)
ক প্রকল্পের চলতি পুঁজি প্রকল্পের নগদান প্রবাহ
গ প্রকল্পের মোট চলতি সম্পদ ঘ নিট চলতি পুঁজি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮১. পরিকল্পনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে- (অনুধাবন)
র. ব্যবসায়ের প্রকৃতির কারণে
রর. সাংগঠনিক ধরনের কারণে
ররর. ব্যবসায়ের আকারের কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৮২. ব্যবসায়ের ধরন হলো- (অনুধাবন)
র. যৌথ মূলধনী ব্যবসায়
রর. একক ব্যবস্থাপনা
ররর. অংশীদারি ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
প্রাক্কলিত নগদানপ্রবাহ বিবরণী
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৩. সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য একজন উদ্যোক্তা হিসেবে জনাব কৌশিকের নিচের কোনটি প্রাক্কলন করা উচিত? (প্রয়োগ)
ক নগদান খ খতিয়ান
গ রেওয়ামিল নগদান প্রবাহ বিবরণী
১৮৪. নগদ সম্ভাব্য আগমন ও নির্গমন কোনটির মাধ্যমে জানা যায়? (জ্ঞান)
ক নগদান বই খ খতিয়ান
নগদান প্রবাহ বিবরণী ঘ রেওয়ামিল
১৮৫. জামাল হোসেনের একটি স্টেশনারির দোকান আছে। তিনি নগদ আদান-প্রদান সম্পর্কে জানতে কোনটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)
ক আয়-ব্যয় বিবরণী খ উদ্বৃত্তপত্র
নগদান-প্রবাহ বিবরণী ঘ সম্পদ বিবরণী
১৮৬. নগদ ব্যয়ের পরিমাণ জানা যায় কোনটি থেকে? (জ্ঞান)
ক আয়-ব্যয় বিবরণী নগদান প্রবাহ বিবরণী
গ উদ্বৃত্তপত্র ঘ ব্যাংক বিবরণী
১৮৭. কোনটির মাধ্যমে বাহাউদ্দিন তার ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারবে? (প্রয়োগ)
নগদান প্রবাহ বিবরণী খ নগদান বই
গ খতিয়ান ঘ লাভ-লোকসান বিবরণী
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮৮. নগদান প্রবাহ বিবরণী সংরক্ষণ করা হয়Ñ (অনুধাবন)
র. দৈনিক ভিত্তিতে
রর. সাপ্তাহিক ভিত্তিতে
ররর. মাসিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৮৯. নগদান বাজেট প্রণয়নের উদ্দেশ্য হলো- (প্রয়োগ)
র. নগদ উদ্বৃত্ত সম্পর্কে জানা
রর. ঋণ উদ্বৃত্ত সম্পর্কে জানা
ররর. ঘাটতির পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯০ ও ১৯১ নং প্রশ্নের উত্তর দাও :
সিগমা কোম্পানির হিসারক্ষক নির্দিষ্ট আর্থিক বছর শেষে প্রতিষ্ঠানের একটি আর্থিক বিবরণী প্রস্তুত করেন। কিন্তু প্রতিষ্ঠানটির মালিক মি. জামান এ থকে নগদ অর্থের আগমন ও নির্গমন এর পরিমাণ জানতে না পারায় মনক্ষুণœ হন।
১৯০. মি. জামানের জন্য কোন বিবরণীটি প্রয়োজন? (প্রয়োগ)
ক আয়-ব্যয় বিবরণী খ সম-আয় ব্যয় বিবরণী
নগদ প্রবাহ বিবরণী ঘ আর্থিক বিবরণী
১৯১. মি. জামানের জন্য প্রয়োজনীয় বিবরণীটি থেকে জানা যায়Ñ (উচ্চতর দক্ষতা)
র. নগদ আসার পরিমাণ
রর. নগদ ব্যয়ের পরিমাণ
ররর. নগদের প্রকৃত অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
সম আয়-ব্যয় বিশ্লেষণ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯২. ব্যবসায়ের আয়-ব্যয় সমান হয় কোন বিন্দুতে? (জ্ঞান)
ক প্রথম বিন্দুতে সম-আয়-ব্যয় বিন্দুতে
গ লাভ-লোকসান বিন্দুতে ঘ উদ্বৃত্তপত্রে
১৯৩. মোট বিক্রয়মূল্য, মোট ব্যয়ের সমান হলে তাকে কী বলা হয়? (জ্ঞান)
সম-আয়-ব্যয় খ সম-ব্যয়
গ সমবায় ঘ আয়-ব্যয়-দায়
১৯৪. ব্রেক ইভেন পয়েন্ট-এর অর্থ কী? (জ্ঞান)
ক বিচ্ছেদ বিন্দু সম আয়-ব্যয় বিন্দু
গ লাভ বিবরণী ঘ ভাসমান বিন্দু
১৯৫. কামালের ব্যবসায়ের প্রথম বছরেই ব্রেক ইভেন পয়েন্ট অর্জিত হলো। এটি দ্বারা কী বোঝানো হবে? (প্রয়োগ)
ক আয় > ব্যয় খ ব্যয় > আয় গ আয় = ব্যয় আয় ব্যয়
১৯৬. রাতুল প্রতিটি শার্ট ৩১০ টাকায় ক্রয় করে ৩২৫ টাকায় বিক্রয় করে। বিক্রয় বাবদ তাকে ১,১২৫ টাকা ব্যয় নির্বাহ করতে হয়েছে। সম আয়-ব্যয় বিন্দুতে তাকে কয়টি শার্ট বিক্রয় করতে হবে? (প্রয়োগ)
ক ১২০টি ৭৫টি গ ১৪০টি ঘ ১০০টি
১৯৭. জনাব মিঠুন প্রতি কেজি ডাল ৭০ টাকায় ক্রয় করে ৮৫ টাকায় বিক্রয় করেন। তার দোকানের মাসিক ভাড়া ১,৫০০ টাকা ছাড়া অন্য আর কোনো খরচ নেই। সম-আয়-ব্যয় বিন্দুতে তাকে কত কেজি ডাল বিক্রয় করতে হবে? (প্রয়োগ)
ক ৭৫ কেজি ১০০ কেজি গ ৮৫ কেজি ঘ ১২০ কেজি
১৯৮. মি. ইমরান ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করলেন। পণ্যের মোট ব্যয়ের পরিমাণ ১০,০০০ টাকা। এ অবস্থাকে কী বলা হয়? (প্রয়োগ)
ক লাভ বিন্দু খ লাভ-লোকসান বিন্দু
সম-আয়-ব্যয় বিন্দু ঘ মুনাফা পরিকল্পনা বিন্দু
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৯. সম-আয়-ব্যয় বিন্দু বলতে বোঝায়Ñ (অনুধাবন)
র. যে বিন্দুতে বিক্রয় ও উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হলেও স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তন হয় না
রর. যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে ব্যবসায়ের আয় ও ব্যয় সমান হয়
ররর. উৎপাদন বা বিক্রয়ের এমন একটি পরিমাণ যা দ্বারা ব্যবসায়ের লাভ বা লোকসান কিছুই বোঝায় না।
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর রর ও ররর
২০০. সম-আয়-ব্যয় বিন্দু জানা থাকলে- (অনুধাবন)
র. সঠিক মূল্য নির্ধারণ করা যায়
রর. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা যায়
ররর. পরিকল্পনা প্রণয়ন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০১ ও ২০২ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ইমরান তার ব্যবসায়ের সঠিক হিসাবরক্ষণের জন্যে কিছু উপাত্তের সমন্বয় করেন। যেমন : মোট স্থায়ী ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য।