৯ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ পোস্টে সকলকে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম শ্রেণির রসায়ন অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ ২০২২ এর নমুনা উত্তর প্রদান করব।
৯ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট ২০২২
তোমরা নিশ্চয়ই জেনে গেছ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। সেইসাথে তোমাদের গ্রিট দেওয়া হয়েছে যে 24 সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট চলবে। তারই ধারাবাহিকতায় তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে।
করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড তোমাদের এই অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম চলমান রেখেছে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তারা নিশ্চয়ই তৃতীয় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট খুঁজছো। আমাদের সেই কাঙ্খিত রসায়ন অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ নিয়ে হাজির হলাম।
তোমরা অনেকেই যারা নবম শ্রেণীতে পড়ো তারা প্রশ্ন না দেখেই এসাইনমেন্ট উত্তর লেখা শুরু করে দাও। এটা কিন্তু মোটেও ঠিক নয়। তোমরা অবশ্যই প্রশ্নগুলো আগে ভালো করে পড়ে নেবে তারপর নমুনা উত্তরটি ভালো করে পড়বে এবং শেষ পর্যন্ত তোমার অ্যাসাইনমেন্ট খাতায় নিজে চেষ্টা করে লিখবে যদি না পারো তবে নমুনা উত্তর টি কপি করবে।
নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক।
প্রশ্ন গুলো পড়ে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কি এর উত্তর নিজে নিজেই করতে পারবে। যদি ভেবে থাকো তবে নিজের চেষ্টা করো আর যদি কঠিন মনে হয় বা কোনরকম কনফিউশন থাকে তাহলে নিচের নমুনা উত্তরটি আগে দেখে নাও তারপর নিজে নিজে উত্তর করার চেষ্টা করো।
নবম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
অ্যাসাইনমেন্ট শুরু
অ্যাসাইনমেন্টের শিরোনামঃ “পদার্থের তালীয় বত্তরেখা ও ব্যতিত্রনী ইলেকট্রন বিন্যাস ও আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব”
“ক” নং প্রশ্নের উত্তর
নিম্নে রৌপ্যের বা Ag এর তাপ প্রদানের বক্ররেখা বিশ্লেষণ করা হলোঃ
তাপ প্রদানের বত্ররেখাঃ যে বক্ররেখায় কোন পদার্থের তাপ প্রদানের ফলে পরিবর্তন সমূহ দেখা যায় বা বুঝানো যায়, তাকে তাপ প্রদানের
বক্ররেখা বলে।
দেওয়া আছে, Ag এর গলনাংক 961.8০ ও স্ফুটনাংক 2162০। এই অনুযায়ী বক্ররেখা অঙ্কন করা হলোঃ
চিত্রে ০ হচ্ছে রৌপ্যের স্বাভাবিক অবস্থা। এখন তাপমাত্রা বাড়াতে থাকলে তা A বিন্দুতে পৌছালেই কঠিন থেকে তরলে
পরিণত হওয়া শুরু করবে এবং B বিন্দুতে গিয়ে শেষ হবে। কারণ এই বিন্দু হলো রৌপ্যের গলনাংক 961.8০ অবস্থান। তাহলে OA হচ্ছে রৌপ্যের কঠিন অবস্থা এবং SB হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার রেখা। আবার তাপমাত্রা বাড়াতে থাকলে তা C বিন্দুতে স্থির হয় এবং রৌপ্য এ অবস্থায় বাম্প হতে থাকে। কারণ C বিন্দুতে রৌপ্যের স্ফুটনাংক 2162০ অবস্থিত। এখানে BC হলো রৌপ্যের তরল অবস্থা। CD হল তরল থেকে বাষ্প হওয়ার অবস্থা। D বিন্দুতে সম্পূর্ণ রৌপ্য বাম্পে পরিণত হয়ে যায়। তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকে। এবং DE হলো রৌপ্যের বাষ্প অবস্থা। এটাই হলো রৌপ্যের তাপ প্রদানের বক্ররেখা।
(খ নং প্রশ্নের উত্তর)
উপশক্তিস্তর: নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবণা অনেক বেশি তাকে অরবিটাল বা উপশক্তিস্তর বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোণ শক্তি স্তরের মানকে (অরবিটকে) n দ্বারা এবং উপস্তরের সংখ্যাকে (অরবিটালকে)l দ্বারা প্রকাশ করা হয়।
গ্রুপ-১১ এর প্রথম মৌলটি হলো Cu, এর ইলেকট্রন সংখ্যা হলো 29 নিম্নে এর উপশক্তিস্তরের ধারণা অনুযায়ী ইলেকট্রন
বিন্যাস করা হলোঃ
Cu (29) → 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10
Cu এর ইলেকউ্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণ: ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, কপারের ক্ষেত্রে 4s2 3d9
থেকে 4s1 3d10 হয়েছে। কারণ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিঃস্থ শক্তির d অরবিটাল অর্ধপূর্ণ বা পর্ণ অবস্থায় থাকে তবে ঐ মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। কিন্ত Cu এর শক্তি স্তরে d9 একটি অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ায় পূর্বের s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা প্রাপ্তি হয়। এজন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ শক্তিস্তরে 4s2 3d9 এর পরিবর্তে 4s1 3d10 হয়। স্থিতিশীলতার জন্য Cu এর ইলেকট্রন বিন্যাসের ব্যাতিক্রম দেখা যায়।
“গ’ নং প্রশ্নের উত্তর
উদ্দীপকে দেওয়া আছে, রৌপ্য বা Ag এর দুটি আইসোটোপ হলো 1০7Ag ও 1০9Ag। প্রকৃতিতে এদের পরিমাণ হলো 51.4% এবং 48.6%।
নিম্নে এদের আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা হলোঃ
Ag এর আপেক্ষিক পারমাণবিক ভর =
=107.972
∴ Ag এর আপেক্ষিক পারমাণবিক ভর =107.972
অ্যাসাইনমেন্ট শেষ
আরো পড়ুনঃ
- সকল শ্রেণির সকল অ্যাসাইনমেন্ট দেখুন
- ৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৮ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৭ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৮ম শ্রেণির ৩য় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের ব্যসসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের ব্যসসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ৯ম শ্রেণির ৩য় সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
- ১০ম শ্রেণির ৩য় সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২