সপ্তম অধ্যায়
শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মূলধন খাটানোর উৎস
র. শেয়ার
রর. বন্ড
ররর. ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর র, রর ও ররর
২. অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি?
ক মুনাফার উপর অগ্রাধিকার সীমিত আয়
গ সীমাবদ্ধ দায় ঘ নির্দিষ্ট হারে আয়
৩. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক ২ খ ৩
গ ৪ ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন।
৪. জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির শেয়ার কোথা থেকে সংগ্রহ করেছেন?
ক কোম্পানির প্রধান অফিস
খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
প্রাথমিক বাজার
ঘ সেকেন্ডারি বাজার
৫. শেয়ার বিক্রির জন্য জনাব হাবিবের কোন বাজারে যুক্তিসঙ্গত হবে?
ক কোম্পানির প্রধান অফিস
খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
গ প্রাথমিক বাজার
সেকেন্ডারি বাজার
৬. কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহŸান জানায়? [স. বো. ’১৫]
ক বন্ড খ ডিবেঞ্চার গ বাণিজ্যিকপত্র শেয়ার
৭. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি? [স. বো. ’১৫]
ক বন্ড ক্রয় খ ঋণপত্র ক্রয়
গ অগ্রাধিকার শেয়ার ক্রয় সাধারণ শেয়ার ক্রয়
ভ‚মিকা পৃষ্ঠা Ñ ৬৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. শেয়ার বা ডিবেঞ্চার কে ইস্যু করে? (জ্ঞান)
কোম্পানি খ ব্যাংক
গ বিমা কোম্পানি ঘ অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান
৯. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য কী হিসেবে পরিচিত? (অনুধাবন)
ক বিনিয়োগের ভিত্তি
বিনিয়োগের উৎস
গ বিনিয়োগের ধারা
ঘ বিনিয়োগের মাধ্যম
১০. বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও বন্ডের কোনটি থাকা আবশ্যক? (জ্ঞান)
নিজস্ব স্বকীয়তা খ নির্দিষ্ট আওতা
গ নির্দিষ্ট আয় ঘ নিজস্ব চুক্তি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীদের (অনুধাবন)
র. প্রত্যাশিত আয়ে ভিন্নতা থাকে
রর. ঝুঁকি ভিন্নতা থাকে
ররর. ব্যয়ে ভিন্নতা থাকে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
শেয়ারের শ্রেণিবিভাগ পৃষ্ঠা Ñ ৬৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২. পাবলিক লি. কোম্পানির মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (জ্ঞান)
শেয়ার বিক্রয় খ ঋণপত্র বিক্রয়
গ বন্ড বিক্রয় ঘ ডিবেঞ্চার বিক্রয়
১৩. শেয়ার ক্রয়ের মাধ্যমে কারা বিনিয়োগে আগ্রহী হয়? (অনুধাবন)
ক্ষুদ্র বিনিয়োগকারীগণ খ মাঝারি বিনিয়োগকারীগণ
গ বৃহৎ বিনিয়োগকারীগণ ঘ ঋণপত্র ক্রয়কারী
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো শেয়ারের প্রচলন করে (অনুধাবন)
র. সাধারণ শেয়ার
রর. অগ্রাধিকার শেয়ার
ররর. বোনাস শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
সাধারণ শেয়ার পৃষ্ঠা Ñ ৬৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫. কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়? (জ্ঞান)
সরকারের খ কেন্দ্রীয় ব্যাংকের
গ ব্যাংকের ঘ আর্থিক প্রতিষ্ঠানের
১৬. বিবরণপত্র কী? (অনুধাবন)
ক শেয়ার ক্রয়ের প্রস্তাব শেয়ার বিক্রির প্রস্তাব
গ ঋণ গ্রহণের আবেদন ঘ কোম্পানি পরিচালনার দলিল
১৭. আনোয়ার লি. বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে অনেকেই শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করে আবেদন করে। এমতাবস্থায় কোম্পানি শেয়ার বণ্টন করবে কীভাবে? (প্রয়োগ)
ক সুপারিশের মাধ্যমে লটারির মাধ্যমে
গ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘ টেন্ডারের মাধ্যমে
১৮. কোম্পানির মালিক কে? (জ্ঞান)
ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক
সাধারণ শেয়ার মালিক ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
১৯. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? (অনুধাবন)
ক যারা মূলধন যোগাড় করে খ যারা কার্য পরিচালনা করে
যারা শেয়ার ক্রয় করে ঘ যারা নীতিমালা প্রদান করে
২০. শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির কী হিসেবে গণ্য হয়? (অনুধাবন)
মুনাফা খ লোকসান
গ সম্পত্তি ঘ দলিলপত্র
২১. শেয়ার হোল্ডারগণ কিসের প্রয়োজনে সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন? (উচ্চতর দক্ষতা)
তারল্যের প্রয়োজনে খ সম্পত্তি বণ্টনের প্রয়োজনে
গ ঋণপত্রের প্রয়োজনে ঘ জামানত রাখার প্রয়োজনে
২২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ? (অনুধাবন)
ঝুঁকিপূর্ণ খ অলাভজনক
গ লাভজনক ঘ অনাকাক্সিক্ষত
২৩. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? (জ্ঞান)
সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
২৪. কোনো কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ হতে নিচের কোন বিনিয়োগকারীদের দাবি সর্বশেষে মেটানো হয়? (প্রয়োগ)
ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক
গ অগ্রাধিকার শেয়ার মালিক সাধারণ শেয়ার মালিক
২৫. সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়? (জ্ঞান)
অগ্রাধিকার শেয়ার মালিকদের খ বন্ড মালিকদের
গ ডিবেঞ্চার মালিকদের ঘ সম্পত্তির মালিকদের
২৬. কোনো কারণে ট্রান্সকম গ্রæপের অবসায়ন ঘটলে এর সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ অপর্যাপ্ত হলে নিচের কোন বিনিয়োগকারী সবচেয়ে বেশি বঞ্চিত হবে? (উচ্চতর দক্ষতা)
সাধারণ শেয়ার মালিক খ বন্ড মালিক
গ অগ্রাধিকার মালিক ঘ ডিবেঞ্চার মালিক
২৭. ঝুঁকিপূর্ণ কিন্তু আয়ের সম্ভাবনা বেশি কোন বিনিয়োগে? (জ্ঞান)
ক অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার
গ ডিবেঞ্চার শেয়ার ঘ বন্ড
২৮. কোম্পানির মালিক হিসেবে অর্জিত লাভ এবং সম্পত্তির ওপর কার আইনগত অধিকার থাকে? (জ্ঞান)
সাধারণ শেয়ার মালিক খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
২৯. কোন শেয়ার মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয়? (জ্ঞান)
ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক
গ অগ্রাধিকার শেয়ার মালিক সাধারণ শেয়ার মালিক
৩০. কোম্পানি নিয়ন্ত্রণের জন্য কার ভোটাধিকার রয়েছে? (জ্ঞান)
সাধারণ শেয়ার মালিক খ বন্ড মালিক
গ ডিবেঞ্চার মালিক ঘ অগ্রাধিকার শেয়ার মালিক
৩১. অমি এস আর লি.-এর একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি কীভাবে কোম্পানি নিয়ন্ত্রণে অংশ নিবেন? (প্রয়োগ)
ক শেয়ার সার্টিফিকেট কিনে ভোটাধিকার প্রয়োগ করে
গ বিবরণপত্র প্রচারের মাধ্যমে ঘ হস্তান্তরযোগ্য সুযোগে
৩২. জনাব হায়দার কোহিনুর লি. এর ২০ টাকা মূল্যের ১৩০টি শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানির মাধ্যমে ভোটাধিকার লাভ করেন। কোন শেয়ারে উপর্যুক্ত বৈশিষ্ট্য দেখা যায়? (প্রয়োগ)
ক বন্ডে খ ডিবেঞ্চারে
গ অগ্রাধিকার শেয়ারে সাধারণ শেয়ারে
৩৩. সাধারণ শেয়ার ক্রয়কারী চাইলে তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে কখন? (অনুধাবন)
ক লভ্যাংশ পাওয়ার পর খ মেয়াদোত্তীর্ণের পর
গ সরকার চাইলে যে কোনো সময়
৩৪. সহজে হস্তান্তরযোগ্য শেয়ার কোনটি? (জ্ঞান)
ক অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার
গ বোনাস শেয়ার ঘ অধিকারযোগ্য শেয়ার
৩৫. অনির্দিষ্ট আয় কোনটিতে? (জ্ঞান)
সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৩৬. কোম্পানির আয় বেশি হলে কার আয় বেশি হয়? (জ্ঞান)
ক বন্ড মালিকদের খ ডিবেঞ্চার মালিকদের
সাধারণ শেয়ার মালিকদের ঘ অগ্রাধিকার শেয়ার মালিকদের
৩৭. যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে কে? (জ্ঞান)
ক বন্ড মালিক খ অগ্রাধিকার শেয়ার মালিক
গ ডিবেঞ্চার মালিক সাধারণ শেয়ার মালিক
৩৮. সাধারণ শেয়ারের মালিকরা কোম্পানির ঝুঁকিবহন করে কীভাবে? (অনুধাবন)
ক এককভাবে যৌথভাবে
গ অধিক হারে ঘ গড় হারে
৩৯. সাধারণ শেয়ার ক্রয়কারীর ঝুঁকি কিসের অনধিক? (অনুধাবন)
বিনিয়োগের অর্থের খ আয়করের
গ লভ্যাংশের ঘ ট্রেড লাইসেন্সের
৪০. কোনো বিনিয়োগকারী কোনো কোম্পানির ২০০ টাকা মূল্যের ৫০টি শেয়ার ক্রয় করলে তার সর্বোচ্চ দায় কত হতে পারে? (প্রয়োগ)
ক ২০০ টাকা ১০,০০০ টাকা
গ ৫০০ টাকা ঘ ২০,০০০ টাকা
৪১. কোনটি বিনিয়োগকারীদের কাছে তরল সম্পদ হিসেবে সমাদৃত? (জ্ঞান)
সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৪২. কোন ধরনের বিনিয়োগকারী যেকোনো সময় তার ধারণকৃত শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারে? (জ্ঞান)
সাধারণ শেয়ার মালিক খ অগ্রাধিকার শেয়ার মালিক
গ বন্ড মালিক ঘ ডিবেঞ্চার মালিক
৪৩. জাকির মুন্নু লি. এর শেয়ার কিনেছেন। তিনি যে কোনো সময় ইচ্ছে করলে তার ক্রয়কৃত শেয়ার বিক্রি করে নগদ অর্থ পেয়ে থাকেন। এক্ষেত্রে তিনি শেয়ারগুলো থেকে কোন ধরনের সুবিধা ভোগ করেন? (প্রয়োগ)
ক কম ঝুঁকি অধিক তারল্য
গ মুনাফার অধিকার ঘ সম্পত্তির অধিকার
৪৪. সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত কিরূপ? (অনুধাবন)
ক ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ
গ কম ঝুঁকিপূর্ণ ঘ লাভজনক বিনিয়োগ
৪৫. কোথায় অনেক ফটকা বিনিয়োগকারী থাকে? (জ্ঞান)
ক কোম্পানিতে শেয়ার বাজারে
গ সরকারি প্রতিষ্ঠানে ঘ ব্যাংককে
৪৬. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে কাদের লাভ হয়? (জ্ঞান)
শেয়ারহোল্ডারদের খ সাধারণ মানুষের
গ স্টক এক্সচেঞ্জের ঘ সবার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৭. সাধারণ শেয়ার মালিকগণ কোম্পানির মালিক হিসেবে (অনুধাবন)
র. সম্পত্তিতে অধিকার পায় রর. অর্জিত লাভের ওপর অধিকার পায়
ররর. ব্যয় করার অধিকার পায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. সাধারণ শেয়ারের জন্য প্রযোজ্য উক্তি হলো (উচ্চতর দক্ষতা)
র. এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত জটিল
রর. এ শেয়ার থেকে অধিক আয় করা যায়
ররর. সীমাবদ্ধ দায় এ শেয়ারের একটি সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. কোম্পানির অবসানকালে সম্পত্তি বিক্রি হতে প্রাপ্ত অর্থ দিয়ে প্রথমে দাবি মেটানো হয় (অনুধাবন)
র. দেনাদারদের
রর. সাধারণ শেয়ার মালিকদের
ররর. অগ্রাধিকার শেয়ার মালিকদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫০. সাধারণ শেয়ারের সুবিধাÑ (অনুধাবন)
র. অধিক আয় রর. সীমাবদ্ধ দায়
ররর. তারল্য সম্পদ হিসেবে সমাদৃত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫১. ফয়সাল নাবিস্কো কোম্পানি লি. এর একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৫,০০০ টাকার শেয়ার কেনেন। তার জন্য যুক্তিযুক্ত তথ্য হলো (উচ্চতর দক্ষতা)
র. তিনি মোট ৫০০টি শেয়ারের ঝুঁকি বহন করবেন
রর. কোম্পানি অধিক আয় করলে তিনি অধিক লভ্যাংশ পান
ররর. আরিফা কাক্সিক্ষত পরিমাণ লভ্যাংশ না পেলে ইকো কোম্পানির শেয়ার মূল্য হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫২. সাধারণ শেয়ারের অসুবিধাÑ (অনুধাবন)
র. অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রর. সম্পত্তি বণ্টনে অধিকার
ররর. সীমাবদ্ধ দায়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত সাহেব তার জমানো ১০ লাখ টাকা দিয়ে আমেনা গ্রæপের ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার ক্রয় করেন। আমেনা গ্রæপ লিয়াকত সাহেবকে কোম্পানির আংশিক মালিকানা প্রদান করে। কোম্পানির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশগ্রহণ করতে পারেন।
৫৩. লিয়াকত সাহেব কী ধরনের শেয়ার ক্রয় করেছেন? (প্রয়োগ)
সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৫৪. লিয়াকত সাহেবের জন্য যুক্তিযুক্ত তথ্য হলো (উচ্চতর দক্ষতা)
র. তিনি মোট ১০,০০০টি শেয়ারের ঝুঁকি বহন করবেন
রর. কোম্পানি অধিক আয় করলে তিনি অধিক লভ্যাংশ পান
ররর. লিয়াকত সাহেব কাক্সিক্ষত পরিমাণ লভ্যাংশ না পেলে আমেনা গ্রæপের শেয়ার মূল্য হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
করিম কোং লিমিটেড সরকারের অনুমতি নিয়ে মূলধন সংগ্রহ করার জন্য জনগণের নিকট শেয়ার ক্রয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কামাল সাহেব উক্ত কোম্পানিটির শেয়ার ক্রয় করতে আগ্রহী হন।
৫৫. করিম কোং লিমিটেড জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন কীভাবে জানাবে? (প্রয়োগ)
ক ম্যাগাজিনের মাধ্যমে খ লিফলেটের মাধ্যমে
বিবরণপত্রের মাধ্যমে ঘ বিজ্ঞপ্তির মাধ্যমে
৫৬. কামাল সাহেব উক্ত শেয়ার ক্রয় করে (উচ্চতর দক্ষতা)
র. অধিক আয় করতে পারবেন
রর. নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবেন
ররর. তার দায় হবে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সবুজ হাসান কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তিনি যে খাতে বিনিয়োগ করেছেন তা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। কিছুদিন পর পত্রিকা পড়ে জানতে পারলেন কোম্পানিটির অবসান হচ্ছে।
৫৭. হাসান কোম্পানিতে জনাব সবুজের বিনিয়োগ খাতটি কোন ধরনের? (প্রয়োগ)
সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৫৮. হাসান কোম্পানি অবসানকালে সম্পত্তি বিক্রির অর্থ জনাব সবুজ পাবেÑ (উচ্চতর দক্ষতা)
র. অগ্রাধিকার শেয়ার মালিকদের আগে
রর. অগ্রাধিকার শেয়ার মালিকদের পরে
ররর. সকল দেনাদারদের পরে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অগ্রাধিকার শেয়ার পৃষ্ঠা Ñ ৭০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. নির্দিষ্ট আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোন শেয়ার সর্বোত্তম? (অনুধাবন)
ক অনাকাক্সিক্ষত শেয়ার খ বোনাস শেয়ার
অগ্রাধিকার শেয়ার ঘ সাধারণ শেয়ার
৬০. বাংলাদেশে কোন শেয়ারের সংখ্যা খুব বেশি দেখা যায় না? (জ্ঞান)
ক সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৬১. কোন শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা যায় না? (জ্ঞান)
ক সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার
গ রাইট শেয়ার ঘ বোনাস শেয়ার
৬২. অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট সময় পর কোন শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকে? (অনুধাবন)
সাধারণ শেয়ারে খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ বোনাস শেয়ার
৬৩. জামাল ঝুঁকি কম ও নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবেন এমন শেয়ারে বিনিয়োগ করেছেন। তার বিনিয়োগকৃত শেয়ারের বৈশিষ্ট্যটি কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? (প্রয়োগ)
ক জামানতের বিনিময়ে বিনিয়োগ
খ সাধারণ শেয়ারের পর লভ্যাংশ প্রাপ্তি
গ ঋণপত্র মালিকদের পূর্বে দাবি পূরণ
সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্যতা
৬৪. অগ্রাধিকার শেয়ার মালিকরা লভ্যাংশ পায় কিরূপে? (অনুধাবন)
ক স্থায়ীভাবে খ বয়সের ভিত্তিতে
নির্দিষ্ট হারে ঘ অনির্দিষ্ট হারে
৬৫. অগ্রাধিকার শেয়ারমালিকদের আয়ের নিশ্চয়তা কেমন থাকে? (অনুধাবন)
কম থাকে খ বেশি থাকে
গ অনিশ্চয়তা থাকে ঘ প্রায় কম থাকে
৬৬. লভ্যাংশ প্রদানে কোন শেয়ারমালিকরা সাধারণ শেয়ারমালিকদের আগে অগ্রাধিকার পায়? (প্রয়োগ)
ক বোনাস শেয়ার অগ্রাধিকার শেয়ার
গ বন্ড ঘ ডিবেঞ্চার
৬৭. কোম্পানি অবসায়ন বা বিলুপ্তির সময় সম্পদের ওপর কোন শেয়ারমালিকদের দাবি সাধারণ শেয়ারমালিকদের পূর্বে বিবেচনা করা হয়? (অনুধাবন)
অগ্রাধিকার শেয়ার খ বন্ড
গ ডিবেঞ্চার ঘ রাইট শেয়ার
৬৮. অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবির পূর্বে কাদের দাবি পূরণ করা হয়? (অনুধাবন)
ক সাধারণ শেয়ার মালিকদের ঋণপত্র মালিকদের
গ রাইট শেয়ার মালিকদের ঘ বোনাস শেয়ার মালিকদের
৬৯. অগ্রাধিকার শেয়ার ও ডিবেঞ্চার মালিকরা কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে অপারগ কেন? (উচ্চতর দক্ষতা)
তাদের ভোটাধিকার নেই বলে খ তাদের সামর্থ্য নেই বলে
গ তাদের যোগ্যতা নেই বলে ঘ তাদের ক্ষমতা নেই বলে
৭০. অগ্রাধিকার শেয়ারে আয় কম হওয়ার কারণ কী? (অনুধাবন)
ক অনির্দিষ্ট সুদের হার থাকায় ঝুঁকি কম হওয়ায়
গ ঝুঁকি বেশি হওয়ায় ঘ জামানতের পরিমাণ বেশি থাকায়
৭১. মিরা ঢ কোম্পানির ১২% অগ্রাধিকার শেয়ার কিনেছেন। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ছিল ১,০০০ টাকা। মিরা প্রতি শেয়ারে কত টাকা লভ্যাংশ পাবেন? (প্রয়োগ)
ক ১২ টাকা খ ১০০ টাকা ১২০ টাকা ঘ ১,০০০ টাকা
৭২. কোম্পানির মুনাফা বেশি হলেও কারা অতিরিক্ত মুনাফা পায় না? (অনুধাবন)
ক বন্ড মালিক খ সাধারণ শেয়ার মালিক
গ ডিবেঞ্চার মালিক অগ্রাধিকার শেয়ার মালিক
৭৩. কোম্পানি অতিরিক্ত মুনাফা করলে অগ্রাধিকার শেয়ার মালিকরা কিরূপ সুবিধা পায়? (অনুধাবন)
ক অতিরিক্ত মুনাফা পায় খ ৫ শতাংশ বোনাস পায়
গ কিছু সাধারণ শেয়ার পায় অতিরিক্ত মুনাফা পায় না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৪. অগ্রাধিকার শেয়ারের সুবিধাÑ (অনুধাবন)
র. নির্দিষ্ট হারে আয় রর. মুনাফা আয়ের ওপর অগ্রাধিকার
ররর. সম্পদের ওপর দাবি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৭৫. অগ্রাধিকার শেয়ার মালিকেরা (প্রয়োগ)
র. মালিকানার আওতার বাইরে রর. মালিকানার আওতার মধ্যে
ররর. পুরোপুরি মালিকানার অন্তর্গত নয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৭৬. অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. আয় নির্দিষ্ট রর. ঝুঁকি কম
ররর. অধিক তারল্য
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
অপূর্ব রায়ের সিনোক্স কোম্পানিতে কিছু অগ্রাধিকার শেয়ারের মালিকানা আছে, যা তিনি নির্দিষ্ট সময় পরে রূপান্তরের সুযোগ পান। অন্যদিকে তার বন্ধু আরিফুল ইসলামের কিছু শেয়ার আছে যা থেকে তার অধিক আয়ের পাশাপাশি ঝুঁকিও অধিক থাকে।
৭৭. অপূর্ব রায়ের শেয়ারগুলো কোন শেয়ারে রূপান্তরযোগ্য? (প্রয়োগ)
ক রাইট শেয়ারে খ বোনাস শেয়ারে
সাধারণ শেয়ারে ঘ বিলম্বিত শেয়ারে
৭৮. অপূর্ব রায়ের শেয়ারের সাথে তার বন্ধুর শেয়ারের প্রধান পার্থক্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক আরিফুল ইসলামের শেয়ারের আয় শেয়ার থেকে কম
খ কোম্পানির শুধু মুনাফার ওপর আরিফুল ইসলামের দাবি রয়েছে
আরিফুল ইসলামের শেয়ারের ঝুঁকি অপূর্ব রায় থেকে বেশি
ঘ অপূর্ব রায়ের কোম্পানির নিয়ন্ত্রণে মুখ্য ভ‚মিকা রয়েছে
নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব জাবেদ মাধ্যমিক বাজারে বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট আয় করতে আগ্রহী। কিন্তু তিনি ঝুঁকি নিতে চান না। এজন্য তিনি বিনিয়োগের বিভিন্ন খাত যাচাই করছেন।
৭৯. জনাব জাবেদের জন্য উপযোগী বিনিয়োগের খাত কোনটি? (প্রয়োগ)
ক সাধারণ শেয়ার খ বোনাস শেয়ার
অগ্রাধিকার শেয়ার ঘ আংশিক মূল্যের শেয়ার
৮০. জাবেদের জন্য উপযোগী শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য উক্তিটি হলো (উচ্চতর দক্ষতা)
র. এতে অধিক আয় হয়
রর. এতে আয় নির্দিষ্ট
ররর. এতে ঝুঁকি কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
বিলম্বিত শেয়ার পৃষ্ঠাÑ৭০
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ কর্তনের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায় তাকে কী বলে? (জ্ঞান)
ক রাইট শেয়ার খ বোনাস শেয়ার
বিলম্বিত শেয়ার ঘ অগ্রাধিকার শেয়ার
৮২. কোন শেয়ারের লভ্যাংশ বিলম্বে পাওয়া যায়? (অনুধাবন)
বিলম্বিত শেয়ার খ রাইট শেয়ার
গ বোনাস শেয়ার ঘ অগ্রাধিকার শেয়ার
৮৩. কোম্পানি অবসায়নকালে বিলম্বিত শেয়ারহোল্ডারদের কখন দাবি মেটানো হয়? (অনুধাবন)
ক বন্ডের পরে খ অগ্রাধিকার শেয়ারের পরে
গ ঋণপত্রের পরে সকলের দাবি মেটানোর পরে
৮৪. কারা বিলম্বিত শেয়ার ক্রয় করেন? (জ্ঞান)
কোম্পানির প্রবর্তকগণ খ ক্ষুদ্র বিনিয়োগকারীগণ
গ কোম্পানির কর্মকর্তাগণ ঘ বন্ডের মালিকগণ
৮৫. বিলম্বিত শেয়ারের অপর নাম কী? (জ্ঞান)
প্রবর্তক শেয়ার খ প্রচার শেয়ার
গ বোনাস শেয়ার ঘ অতিরিক্ত শেয়ার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. বিলম্বিত শেয়ার হলো (অনুধাবন)
র. এ শেয়ারের মালিকগণ আনুপাতিক হারে লভ্যাংশ পায়
রর. মালিকগণ বিলম্বে লভ্যাংশ পায়
ররর. এ শেয়ারকে প্রবর্তক শেয়ার বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৮৭. বিলম্বিত শেয়ারের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
র. সবার আগে লভ্যাংশ প্রাপ্তি
রর. সবার পরে লভ্যাংশ প্রাপ্তি
ররর. আনুপাতিক হারে লভ্যাংশ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
রাইট শেয়ার পৃষ্ঠা Ñ ৭১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৮. কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রয় করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ঐ শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে কী শেয়ার বলে? (জ্ঞান)
রাইট শেয়ার খ বোনাস শেয়ার
গ বিলম্বিত শেয়ার ঘ অগ্রাধিকার শেয়ার
৮৯. পুরাতন শেয়ার মালিকগণ কোন শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করেন? (জ্ঞান)
ক বোনাস শেয়ার রাইট শেয়ার
গ বিলম্বিত শেয়ার ঘ অগ্রাধিকার শেয়ার
৯০. কোম্পানির মূলধন সংগ্রহের প্রয়োজনে পুরাতন শেয়ার মালিকগণের নিকট বিক্রয়যোগ্য শেয়ারকে কী বলে? (জ্ঞান)
ক সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
রাইট শেয়ার ঘ বোনাস শেয়ার
বোনাস শেয়ার পৃষ্ঠাÑ৭১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯১. কোম্পানির সঞ্চিত তহবিলের একটি অংশ শেয়ার হিসেবে বিলি করাকে কী বলে? (জ্ঞান)
বোনাস শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ রাইট শেয়ার ঘ সাধারণ শেয়ার
৯২. কোন শেয়ার মালিকদের ক্ষেত্রে লভ্যাংশ বণ্টন না করে শেয়ারে রূপান্তর করে? (অনুধাবন)
বোনাস শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
গ রাইট শেয়ার ঘ বিলম্বিত শেয়ার
৯৩. বোনাস শেয়ার কিসের মাধ্যমে তৈরি করা হয়? (জ্ঞান)
ক সঞ্চিতি তহবিল খ সংরক্ষিত আয়
অবণ্টিত মুনাফা ঘ লভ্যাংশ
বন্ড পৃষ্ঠাÑ৭১
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৪. দেশের অধিকাংশ কোম্পানি মূলধনের সংস্থান করে কোথা থেকে? (অনুধাবন)
ব্যাংক থেকে খ নিজস্ব তহবিল থেকে
গ আত্মীয়স্বজন থেকে ঘ লাভজনক প্রতিষ্ঠান থেকে
৯৫. কোম্পানি বিনিয়োগকারীদের নিকট থেকে জামানতের বিপরীতে ঋণমূলধন সংস্থান করে কিসের মাধ্যমে? (জ্ঞান)
ক সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার
বন্ড ঘ ডিবেঞ্চার
৯৬. হাবিব লিঃ তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৪ সালের ৩০ জুন কোম্পানির সাথে তার এই চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে? (প্রয়োগ)
ক সাধারণ শেয়ার খ ডিবেঞ্চার
গ অগ্রাধিকার শেয়ার বন্ড
৯৭. বাংলাদেশে বন্ড এখনও পরিচিতি না পাওয়ার কারণ কী? (অনুধাবন)
ক ঋণ মূলধনের খাত হিসেবে ঝুঁকিপূর্ণ বলে
খ ঋণ মূলধনের ব্যয় অধিক বলে
অধিকাংশ কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় বলে
ঘ কোম্পানির ওপর বন্ড মালিকরা নিয়ন্ত্রণহীন বলে
৯৮. কোনটি বাংলাদেশে বিনিয়োগকারীদের হাতিয়ার হিসেবে খুব বেশি পরিচিতি পায়নি? (জ্ঞান)
বন্ড খ ডিবেঞ্চার গ ঋণপত্র ঘ শেয়ার
৯৯. কোনটির বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানত হিসেবে রাখে? (অনুধাবন)
ক ডিবেঞ্চার বন্ড গ শেয়ার ঘ ঋণ
১০০. বন্ডের বিনিয়োগকারীদের ঝুঁকি ডিবেঞ্চার বিনিয়োগকারীদের তুলনায় কম থাকে কেন? (উচ্চতর দক্ষতা)
ক সুদের হার নির্দিষ্ট হওয়ার ফলে জামানত থাকার ফলে
গ মুনাফার ওপর অধিকার থাকার ফলে ঘ নির্দিষ্ট সুদের হারের ফলে
১০১. বন্ডের পরিপক্বতার তারিখ বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক যে তারিখে বন্ড ইস্যু করা হয়
খ যে তারিখে বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়
গ যে তারিখে বন্ডের সুদ দেয়া হয়
যে তারিখে বন্ডে উল্লিখিত লিখিত মূল্য ফেরত পায়
১০২. কোম্পানি অনেক সময় কার কাছে রূপান্তরযোগ্য বন্ড বিক্রি করে থাকে? (জ্ঞান)
বিনিয়োগকারীদের কাছে খ পাওনাদারদের কাছে
গ দেনাদারদের কাছে ঘ কর্মকর্তাদের কাছে
১০৩. বন্ড মালিকরা ইচ্ছে করলে কী অনুসারে তাদের ধারণকৃত বন্ডকে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে? (অনুধাবন)
ক নিজস্বমতো খ কোম্পানির শর্ত
গ সাধারণ শেয়ারের শর্ত বন্ডে উল্লিখিত শর্ত
১০৪. বন্ড মালিকরা ক্রয়কৃত বন্ডকে কোন শেয়ারে রূপান্তর করতে পারে? (জ্ঞান)
সাধারণ শেয়ারে খ বোনাস শেয়ারে
গ বিলম্বিত শেয়ারে ঘ অগ্রাধিকার শেয়ারে
১০৫. করিম সাহেব ২০১৪ সালে একটি কোম্পানির ১,০০,০০০ টাকার ঋণপত্র ক্রয় করেন। এ বছর তার ইচ্ছা ঋণপত্রের শর্ত মেনে ঋণপত্রটি শেয়ারে রূপান্তর করবেন। তিনি কোন শেয়ারে রূপান্তর করতে পারবেন? (প্রয়োগ)
ক অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার
গ ডিবেঞ্চার ঘ রাইট শেয়ার
১০৬. কী কারণে বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট হয়? (জ্ঞান)
ক নির্দিষ্ট সময় থাকায় খ নির্দিষ্ট ব্যক্তি থাকায়
নির্দিষ্ট সুদের হার থাকায় ঘ নির্দিষ্ট শর্ত থাকায়
১০৭. কোন কোন সময় বন্ডের সুদের হার কিরূপ হয়ে থাকে? (অনুধাবন)
ক অপরিবর্তনশীল পরিবর্তনশীল
গ নির্দিষ্ট ঘ শূন্যের কাছাকাছি
১০৮. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম বন্ড মালিকদের কী দেয়া হয়? (জ্ঞান)
ক লাভ সুদ গ মুনাফা ঘ শেয়ার
১০৯. কোম্পানি অবসায়নকালে সর্বপ্রথম কাদের পাওনা পরিশোধ করা হয়? (জ্ঞান)
ক সাধারণ শেয়ার মালিকদের বন্ড মালিকদের
গ অগ্রাধিকার শেয়ার মালিকদের ঘ ডিবেঞ্চার মালিকদের
১১০. কোনো কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ হতে কোন বিনিয়োগকারীর দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া যুক্তিযুক্ত? (উচ্চতর দক্ষতা)
ক সাধারণ শেয়ার মালিক খ অগ্রাধিকার শেয়ার মালিক
বন্ড মালিক ঘ ডিবেঞ্চার
১১১. বন্ড মালিকরা নিচের কোন অধিকার থেকে বঞ্চিত থাকে? (জ্ঞান)
ক মুনাফা আদায় খ সুদের হার গ ঋণপত্রের শর্ত ভোটাধিকার
১১২. নিয়ন্ত্রণকে বন্ডের কী হিসেবে আখ্যায়িত করা হয়? (জ্ঞান)
ক সুবিধা অসুবিধা গ বৈশিষ্ট্য ঘ স্বকীয়তা
১১৩. হীরা ঢণত লি.-কে ঋণদানের মাধ্যমে বন্ডে বিনিয়োগ করেছে। এক্ষেত্রে সে কোম্পানির কোন কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে? (প্রয়োগ)
ক কোম্পানির পরিচালনায় কোম্পানি নিয়ন্ত্রণে
গ কোম্পানি গঠনে ঘ কোম্পানির হিসাবরক্ষণে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত তা হলো- (অনুধাবন)
র. জামানত
রর. উচ্চ ঝুঁকি
ররর. রূপান্তরযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ রর ও ররর র ও ররর ঘ র, রর ও ররর
১১৫. বন্ডের বিপরীতে কোম্পানি জামানত হিসেবে রাখে (অনুধাবন)
র. স্থায়ী সম্পত্তি
রর. দলিলপত্র
ররর. সোনা-গহনা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১৬. বন্ড মালিকদের দাবি যেসব শেয়ারমালিকদের থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয় (অনুধাবন)
র. সাধারণ শেয়ার
রর. অগ্রাধিকার শেয়ার
ররর. ডিবেঞ্চার শেয়ার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. সাব্বির জানে যে বিনিয়োগের হাতিয়ার হিসেবে শেয়ারের সাথে বন্ডের ভিন্নতা রয়েছে। এ ভিন্নতার মধ্যে অন্তর্ভুক্ত হলো (উচ্চতর দক্ষতা)
র. বন্ড মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়
রর. বন্ডে লিখিত মূল্য ফেরত পাবার তারিখ থাকে
ররর. রূপান্তরযোগ্য বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
পরাগ মণ্ডল তার স্থায়ী সম্পত্তি জামানত রেখে মেঘনা ফাইন্যান্সিং লিঃ-এর নিকট থেকে অর্থসংস্থান করেছে এবং ইস্যুকৃত বন্ডে উল্লেখ রয়েছে যে ০৩.০৩.১৪ তারিখে তিনি বন্ডের অর্থ ফেরত দেবেন। কিন্তু পরে তিনি জানতে পারেন যে বন্ডের কোনো ভোটাধিকার নেই। তাই তিনি বন্ডগুলো রূপান্তরের সিদ্ধান্ত নেন।
১১৮. পরাগ মণ্ডল তার দলিলের প্রকৃতিতে কীভাবে পরিবর্তন আনতে পারবেন? (প্রয়োগ)
ক অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করে
খ ডিবেঞ্চারে রূপান্তর করে
গ বিলম্বিত শেয়ারে রূপান্তর করে
সাধারণ শেয়ারে রূপান্তর করে
১১৯. উদ্দীপকে উল্লিখিত তারিখটি হলো (উচ্চতর দক্ষতা)
র. বন্ডের পরিপক্বতার তারিখ
রর. লিখিত মূল্য ফেরত পাবার তারিখ
ররর. রূপান্তরের তারিখ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ডিবেঞ্চার পৃষ্ঠাÑ৭২
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২০. কোনটিকে জামানতবিহীন বন্ড বলা হয়? (জ্ঞান)
ডিবেঞ্চারকে খ বোনাস শেয়ারকে
গ সাধারণ শেয়ারকে ঘ অগ্রাধিকার শেয়ারকে
১২১. ডিবেঞ্চার কী হিসেবে বিবেচিত? (জ্ঞান)
জামানতবিহীন বন্ড খ জামানতবিহীন সাধারণ শেয়ার
গ জামানতবিহীন অগ্রাধিকার শেয়ার ঘ জামানতবিহীন দলিল
১২২. বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে প্রধান পার্থক্য কী? (অনুধাবন)
ক সুদের হার জামানত গ নিয়ন্ত্রণ ঘ সময়
১২৩. কী কারণে বিনিয়োগকারীরা ডিবেঞ্চার ক্রয়ে বিমুখ? (জ্ঞান)
জামানত না থাকার কারণে খ ভোটাধিকার না থাকার কারণে
গ মালিকানা নেই বলে ঘ বন্ডের সাথে মিল আছে বলে
১২৪. বিনিয়োগকারীরা সাধারণত কোন ডিবেঞ্চারে অর্থ বিনিয়োগ করে? (জ্ঞান)
ক স্টক এক্সচেঞ্জ কর্তৃক ইস্যুকৃত
বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত
গ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত
ঘ মালিক কর্তৃক ইস্যুকৃত
১২৫. কোন কারণে অনেক বিনিয়োগকারীর কাছে ডিবেঞ্চার জনপ্রিয়? (জ্ঞান)
ক নিয়মিত আয়ের কারণে খ জামানতবিহীন কারণে
নির্দিষ্ট মেয়াদের কারণে ঘ নিয়ন্ত্রণ ক্ষমতাহীনতার কারণে
১২৬. ডিবেঞ্চারের সুবিধা কোনটি? (জ্ঞান)
ক জামানতহীনতা খ নিয়ন্ত্রণ
নির্দিষ্ট সময় ঘ অধিক লাভ
১২৭. ডিবেঞ্চার ঝুঁকিপূর্ণ কেন? (অনুধাবন)
ক সুদের হার কম খ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা কম
গ কম মর্যাদাপূর্ণ জামানতহীন
১২৮. বন্ডের সাথে ডিবেঞ্চারের পার্থক্য কী? (অনুধাবন)
ক ডিবেঞ্চারে পরিপক্বতার তারিখ উল্লেখ থাকে
খ ডিবেঞ্চারের বিপরীতে জামানত দিতে হয়
গ ডিবেঞ্চারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়
ডিবেঞ্চারের ঝুঁকি তুলনামূলক বেশি হয়
১২৯. ডিবেঞ্চার মালিকরা কাদের সমান মর্যাদা ভোগ করে? (জ্ঞান)
ক দেনাদারের পাওনাদারের
গ কোম্পানির মালিকদের ঘ কোম্পানির পরিচালকদের
১৩০. আমিনুল সাহেব দোয়েল লি. এর নির্দিষ্ট সংখ্যক ডিবেঞ্চারের মালিক। কোম্পানিটি অবসায়নের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে দোয়েল লি. আমিনুল সাহেবের পাওনা পরিশোধ করবে কখন? (প্রয়োগ)
ক অগ্রাধিকার শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
বন্ড মালিকদের পাওনা পরিশোধের পর
গ সাধারণ শেয়ার মালিকদের পাওনা পরিশোধের পর
ঘ কোম্পানির পরিচালকদের পাওনা পরিশোধের পর
১৩১. ডিবেঞ্চারকে ঝুঁকিপূর্ণ খাত বলা হয় কেন? (অনুধাবন)
জামানত না থাকায় খ জামানত থাকায়
গ সুদের হার বেশি হওয়ায় ঘ লভ্যাংশের পরিমাণ কম হওয়ায়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩২. ডিবেঞ্চারের সুবিধা হলো (অনুধাবন)
র. নিয়মিত আয়
রর. নির্দিষ্ট আয়
ররর. মুনাফা ও সম্পদের অধিকার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩৩. ডিবেঞ্চারের অসুবিধা হলো- (অনুধাবন)
র. জামানতহীনতা
রর. নিয়ন্ত্রণ
ররর. নির্দিষ্ট সময়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাংলাদেশের শেয়ারবাজার পৃষ্ঠাÑ৭৩
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৪. যেকোনো দেশের অর্থনীতিতে মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে কোনটি? (অনুধাবন)
ক বন্ড খ ডিবেঞ্চার
গ স্টক এক্সচেঞ্জ শেয়ার
১৩৫. কোনটি শেয়ার বাজারের উদ্দেশ্য? (অনুধাবন)
বাজারের পরিবেশকে সুন্দর ও উন্নত রাখা
খ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা
গ স্বল্প পুঁজির আয়ের খাত সৃষ্টি করা
ঘ শিল্প বিকাশে সহায়তা প্রদান করা
১৩৬. শেয়ার বাজারে বিনিয়োগ কেমন ধরনের বিনিয়োগ? (জ্ঞান)
ঝুঁকিপূর্ণ খ লাভজনক গ ঝুঁকিহীন ঘ ক্ষতিকর
১৩৭. শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনটি অধিক প্রয়োজন? (অনুধাবন)
ক প্রচুর টাকা খ অনেক বুদ্ধি গ অভিজ্ঞতা সঠিক ধারণা
১৩৮. শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে বিনিয়োগকারীকে কী নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন? (জ্ঞান)
কোম্পানির বার্ষিক আর্থিক বিবরণী খ কোম্পানির প্রতিষ্ঠাতার বিবরণী
গ কোম্পানির উৎপাদনের বিবরণী ঘ কোম্পানির বাজার বিবরণী
১৩৯. দেশ কোম্পানি লিমিটেড শেয়ার বাজারের মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী। কোম্পানির দৃষ্টিকোণ থেকে শেয়ার বাজারের গুরুত্ব কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক দ্রæত শিল্পায়ন খ মুদ্রাস্ফীতি
গ তথ্য সরবরাহ মূলধনের নিশ্চয়তা
১৪০. যে আর্থিক সংস্থার মাধ্যমে দেশের পাবলিক লিমিটেড কোম্পানিসমূহের শেয়ার ও ঋণপত্র ক্রয়-বিক্রয় করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংক খ ব্যবসায়ের অর্থসংস্থান
শেয়ার বাজার ঘ প্রাইভেট কোম্পানি
১৪১. শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে তাকে বলে কী বলে? (জ্ঞান)
স্টক এক্সচেঞ্জ খ এফবিসিসিআই
গ বাংলাদেশ ব্যাংক ঘ বাণিজ্য মন্ত্রণালয়
১৪২. শেয়ার ক্রয়-বিক্রয়ের প্রতিষ্ঠানটি কী নামে পরিচিত? (জ্ঞান)
ক সিকিউরিটি এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ
গ স্টক কমিশন ঘ স্টক ইন্সটিটিউশন
১৪৩. তহবিল সংরক্ষণে স্টক এক্সচেঞ্জ সাহায্য করে কাকে? (জ্ঞান)
ক আর্থিক প্রতিষ্ঠানকে খ ব্যাংককে
কোম্পানিকে ঘ বিমা কোম্পানিকে
১৪৪. কোনটি মূলধন বাজার? (জ্ঞান)
ক ব্যাংক খ এনজিও
ঢাকা স্টক এক্সচেঞ্জ ঘ বিমা
১৪৫. সাধারণ শেয়ারবাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য কী ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক অর্থ সূচক গ নির্ধারক ঘ সংখ্যা
১৪৬. শেয়ারবাজারে কেন সূচক ব্যবহার করা হয়? (অনুধাবন)
ক বাজারের মোট কোম্পানির সংখ্যা জানার জন্য
বাজারের সার্বিক অবস্থা বোঝার জন্য
গ বাজারে কোম্পানির আর্থিক অবস্থা বোঝার জন্য
ঘ বাজারে কোম্পানির ব্যবসায়ের ধরন সম্পর্কে জানার জন্য
১৪৭. ঢাকা স্টক এক্সচেঞ্জে কয়টি সূচক ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক ১টি খ ২টি ৩টি ঘ ৪টি
১৪৮. শেয়ারবাজারের সূচক কয় দিন পর ওঠানামা করে? (জ্ঞান)
ক ১ দিন পর খ ২ দিন পর
প্রতিদিন ঘ অর্ধদিবস পর
১৪৯. সূচকের ওঠানামা কী সম্পর্কে তথ্য দেয়? (জ্ঞান)
ক বাজারের আর্থিক অবস্থা বাজারের গতি বা দিক
গ বাজারের পণ্য ঘ বাজারের তালিকাভুক্ত কোম্পানি
১৫০. সূচকের ওঠানামা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক শেয়ার সংখ্যা শেয়ারমূল্য
গ শেয়ারের ধরন ঘ শেয়ারের গতি
১৫১. শেয়ারের দামের সাথে সূচকের কেমন সম্পর্ক? (অনুধাবন)
সমমুখী খ বিপরীতমুখী গ শূন্য ঘ অসীম
১৫২. অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচকের পরিমাণ কী হয়? (অনুধাবন)
বাড়ে খ কমে গ স্থির থাকে ঘ ওঠানামা করে
১৫৩. শেয়ার বাজারের সূচক বৃদ্ধির ফলে কোনটি নির্দেশিত হয়? (অনুধাবন)
ক তালিকাভুক্ত কোম্পানির ইপিএস বেড়েছে
খ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে
ঘ তালিকাভুক্ত কোম্পানির নিট সম্পদ মূল্য বেড়েছে
১৫৪. অধিকাংশ কোম্পানি শেয়ারের দাম কমলে সূচকের কিরূপ পরিবর্তন হয়? (অনুধাবন)
ক বাড়ে কমে গ স্থির থাকে ঘ ওঠানামা করে
১৫৫. স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজের মূল্য কীভাবে নির্ধারিত হয়? (অনুধাবন)
ক অভিহিত মূল্য অনুযায়ী
খ সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
গ কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী
বাজার মূল্য অনুযায়ী
১৫৬. আজিজ গ্রæপ এন্ড কোং তার প্রতিষ্ঠানের অর্থসংস্থানের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। আজিজ গ্রæপ কেন শেয়ার বাজারের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে চায়? (উচ্চতর দক্ষতা)
মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক বলে
খ অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্কে ভবিষ্যদ্বানী প্রদান করে
গ বিনিয়োগের জায়গা অনুসন্ধান করতে হয় না
ঘ নির্বিঘেœ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে
১৫৭. শেয়ার বাজারে কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
ক বাজারে অনেক পুঁজির সমাগম ঘটে বলে
সহজে শেয়ার ক্রয় ও বিক্রয়ের জন্য
গ ঋণ প্রাপ্তির সুযোগ থাকার কারণে
ঘ বিনিয়োগের নিরাপত্তা বৃদ্ধি পায় বলে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৮. স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হয় (অনুধাবন)
র. সাধারণ শেয়ার
রর. মিউচুয়াল ফান্ড
ররর. ডিবেঞ্চার ও বন্ড
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৫৯. ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক হলো- (অনুধাবন)
র. উঝঊ ইৎড়ধফ ওহফবী
রর. উঝঊ ৩০ ওহফবী
ররর. উঝঊ ২০ ওহফবী
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬০. স্টক এক্সচেঞ্জের কাজ- (অনুধাবন)
র. তহবিল সংস্থানে সাহায্য করা
রর. শেয়ার ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা
ররর. বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬১. শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক বিবরণী থেকে বিশ্লেষণ করতে হয়- (অনুধাবন)
র. শেয়ার প্রতি আয়
রর. ব্যবসায়ের ধরন
ররর. নিট সম্পদমূল্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬২. বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত শেয়ারগুলোকে বিভক্ত করা হয়েছে (অনুধাবন)
র. অ, ই, এ শ্রেণিতে
রর. অ, উ, গ শ্রেণিতে
ররর. ঘ, ত শ্রেণিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৩. বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. এখানে প্রত্যেক্ষভাবে ব্রোকাররা লেনদেনে অংশগ্রহণ করে
রর. এখানে সিকিউরিটিজের মূল্য চাহিদা ও যোগান অনুযায়ী ওঠানামা করে
ররর. এখানে শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৪. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক হলো- (অনুধাবন)
র. ঈঝঊ অষষ ঝযধৎবং চৎরপব ওহফবী
রর. ঈঝঊ ঝবষবপঃরাব ঈধঃবমড়ৎরবং ওহফবী
ররর. ঈঝঊ ২০ ওহফবী
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৫. শেয়ার বাজারের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি হলো- (উচ্চতর দক্ষতা)
র. এখানে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনাবেচা হয়
রর. এখানে মাধ্যমিক শেয়ার ক্রয়-বিক্রয় হয়
ররর. এখানে প্রাইভেট কোম্পানির শেয়ার ও ঋণপত্র কেনাবেচা করা হয়
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৬৬. শেয়ার বাজারকে বলা হয় একটি দেশের (উচ্চতর দক্ষতা)
র. অর্থনৈতিক উন্নতির পরিমাপক
রর. অর্থনৈতিক চালচিত্রের নির্ণায়ক
ররর. অর্থনৈতিক উন্নয়নের দর্পণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৬৭. কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণের পাশাপাশি পর্যাপ্ত জ্ঞান সংগ্রহ করা উচিত- (অনুধাবন)
র. শিল্পখাত সম্পর্কে
রর. অর্থনৈতিক অবস্থা সম্পর্কে
ররর. বাজার দর সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
শেয়ারে বিনিয়োগ পদ্ধতি পৃষ্ঠাÑ৭৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৮. শেয়ারবাজারে বিনিয়োগকারীরা কয়টি উপায়ে বিনিয়োগ করতে পারে? (জ্ঞান)
২ খ ৩ গ ৪ ঘ ৫
১৬৯. কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব করে সে বাজারকে কী বলা হয়? (অনুধাবন)
ক মাধ্যমিক বাজার প্রাথমিক বাজার
গ পর্যায়ভিত্তিক বাজার ঘ সেকেন্ডারি বাজার
১৭০. কোনো কোম্পানি প্রথম বারের মতো বাজারে শেয়ার বিক্রি করলে সেটিকে শেয়ার বিক্রির কী বলে? (অনুধাবন)
ক প্রাথমিক প্রস্তাব প্রথম প্রস্তাব
গ পহেলা প্রস্তাব ঘ নতুন প্রস্তাব
১৭১. ইকো লি.-এর বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব দেখে জনি তা কেনার আবেদন করেছেন। জনি কোন বাজার থেকে শেয়ার কিনতে চাচ্ছেন? (প্রয়োগ)
ক মাধ্যমিক বাজার খ অর্থ বাজার
প্রাথমিক বাজার ঘ বিনিয়োগ বাজার
১৭২. বিনিয়োগকারীরা যে বাজারে নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে সে বাজারকে কী বলে? (জ্ঞান)
সেকেন্ডারি বাজার খ প্রাথমিক বাজার
গ পর্যায়ভিত্তিক বাজার ঘ স্টক বাজার