নবম অধ্যায়
ব্যাংকিং ব্যবসা ও তার ধরন
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক দেশি ব্যাংক খ ভোক্তাদের ব্যাংক
গ জাতীয় ব্যাংক আঞ্চলিক ব্যাংক
২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভ‚মিকা হলো
র. সরকারকে সহায়তা দেয়া
রর. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
ররর. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
র ও রর
ঘ র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
স¤প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।
৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?
ক কাঠামোভিত্তিক খ মালিকানাভিত্তিক
গ নিয়ন্ত্রণভিত্তিক বিশেষ মক্কেলভিত্তিক
৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?
ক জীবনধারণের মানোন্নয়ন করা
মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা
গ পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
ঘ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া
৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? [স. বো. ’১৫]
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা
খ জীবনযাত্রার মানোন্নয়ন
গ সামাজিক অবদান
ঘ উপদেষ্টা ও পরামর্শদাতা
৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? [স. বো. ’১৫]
ক নিরাপত্তার নীতি
মুনাফার নীতি
গ তারল্য নীতি
ঘ দক্ষতার নীতি
সূচনা পৃষ্ঠাÑ৮৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)
ব্যাংকিং ব্যবসায়ের খ অংশীদারি ব্যবসায়ের
গ পাইকারি ব্যবসায়ের ঘ খুচরা ব্যবসায়ের
৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)
ইলেকট্রনিক ব্যাংকিং খ এনি ব্রাঞ্চ
গ মনিটরিং ঘ ফোন
৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)
ক ঋণের সুবিধা খ বিলাসবহুল
গ বৈদেশিক বিনিময় ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক লেনদেনের আধিক্য
খ ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন
নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব
ঘ গ্রাহকদের চাহিদার পরিবর্তন
১১. কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? (অনুধাবন)
ক ব্যাংকের অবস্থানের খ ব্যাংকের আকারের
গ সরকার পরিবর্তনের নতুন নতুন ব্যাংকিং পণ্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২. যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ের পরিবর্তন সাধিত হয়েছে (অনুধাবন)
র. আকার ও আকৃতির রর. নীতি ও পরিচালনায়
ররর. উদ্দেশ্য ও গঠনে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩. প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করেছে (অনুধাবন)
র. নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে
রর. ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার মাধ্যমে
ররর. ক্রেতার প্রয়োজন অনুসারে সেবা প্রস্তুত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ব্যাংকের উদ্দেশ্যাবলি ¡ পৃষ্ঠা : ৮৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. কী কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? (অনুধাবন)
বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে খ অনেক শাখার কারণে
গ এলাকার ভিন্নতার কারণে ঘ ব্যাংকের ধরনের পার্থক্যের কারণে
১৫. ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান)
ক ৩ ৪ গ ৫ ঘ ৬
১৬. তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (অনুধাবন)
মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে
খ সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে
গ গ্রাহকদের প্রেক্ষাপটে
ঘ জীবনযাত্রার মানোন্নয়নের প্রেক্ষাপটে
১৭. ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিতি অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের কী? (জ্ঞান)
ক সুবিধা খ অসুবিধা উদ্দেশ্য ঘ সীমাবদ্ধতা
১৮. ব্যাংকের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ খ অর্থ জমা করে রাখা
গ তারল্য কম রাখা ঘ কম আমানত অধিক ঋণ
১৯. প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি? (জ্ঞান)
ক মোট ব্যয় খ মুখ্য ব্যয় সুযোগ ব্যয় ঘ উৎপাদন ব্যয়
২০. যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক গ্রাহকদের মালিকপক্ষের
গ ব্যাংকারের ঘ বিনিয়োগকারীদের
২১. ব্যাংক বিভিন্ন খাতে কী করে? (জ্ঞান)
ক ঝুঁকি গ্রহণ বিনিয়োগ গ তথ্য সরবরাহ ঘ হিসাব নিকাশ
২২. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধিতে সচেষ্ট হয়? (অনুধাবন)
ক মুনাফা অর্জন বৃদ্ধিতে
খ সুনাম বৃদ্ধিতে
দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে
ঘ বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধিতে
২৩. ব্যাংক কীভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে? (অনুধাবন)
ক অর্জিত মুনাফার অংশ মালিকপক্ষকে বণ্টন করে
খ অর্জিত মুনাফা দ্বারা মূলধন গঠন করে
অর্জিত মুনাফার অংশ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে
ঘ গ্রাহকদের বিভিন্ন রকম সেবাদান করে
২৪. অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? (অনুধাবন)
ক সামাজিক উন্নয়নে
খ সমাজ গঠনমূলক কাজে
গ শিল্পোন্নয়নে
সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে
২৫. নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? (জ্ঞান)
কেন্দ্রীয় ব্যাংক খ বাণিজ্যিক ব্যাংক
গ সোনালী ব্যাংক ঘ সমবায় ব্যাংক
২৬. চেক কখন বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
অ্যাকাউন্টে টাকা জমা থাকলে খ অ্যাকাউন্টে টাকা জমা না থাকলে
গ বাড়িতে নগদ অর্থ জমা থাকলে ঘ কারও কাছ থেকে ঋণ নিলে
২৭. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়? (অনুধাবন)
ব্যাংক চেক খ ডিমান্ড ড্রাফট গ প্রত্যয়নপত্র ঘ সঞ্চয়পত্র
২৮. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? (অনুধাবন)
ক নোট ও মুদ্রা প্রচলন করে
বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে
গ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
ঘ তহবিল বিনিয়োগ করে
২৯. জনাব রিয়াজের রূপালী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে ৫ লাখ টাকা জমা আছে। তিনি যদি ৬০,০০০ টাকা দ্বারা একটি কম্পিউটার ক্রয় করেন। তাহলে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করবেন কীভাবে? (প্রয়োগ)
চেক দ্বারা খ প্রত্যয়নপত্র দ্বারা
গ পে-অর্ডার করে ঘ নগদ অর্থ দ্বারা
৩০. দেশের মূলধন গঠনে সাহায্যে করা এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করা কার প্রধান উদ্দেশ্য? (জ্ঞান)
ব্যাংকের খ সরকারের গ গ্রাহকের ঘ মালিকদের
৩১. ব্যাংক অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে কী উন্নয়নে অংশগ্রহণ করে? (অনুধাবন)
ক সামাজিক উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে
গ রাজনৈতিক উন্নয়নে ঘ জনগণের উন্নয়নে
৩২. কোন ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক
গ বাংলাদেশ কৃষি ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক
৩৩. দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কী নিয়ন্ত্রণে রাখতে হয়? (অনুধাবন)
ক ঋণ মুদ্রাবাজার গ বিনিয়োগ ঘ শিল্প
৩৪. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে? (জ্ঞান)
বাণিজ্যিক ব্যাংক খ সরকার
গ বিনিয়োগ ব্যাংক ঘ সমবায় ব্যাংক
৩৫. সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে? (জ্ঞান)
ক সামাজিক অবদান খ উন্নয়নে অংশগ্রহণ
গ অর্থ স্থানান্তর কর্মসংস্থান সৃষ্টি
৩৬. কীভাবে ব্যাংক বেকারত্ব দূরীকরণে সরকারকে সাহায্য করে? (জ্ঞান)
ক বিনিয়োগ বৃদ্ধি করে খ ঋণ নিয়ন্ত্রণ করে
কর্মসংস্থান সৃষ্টি করে ঘ মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে
৩৭. কোন ধরনের ব্যবসায়কে ব্যাংক অগ্রাধিকারভাবে অর্থায়ন করে? (জ্ঞান)
যারা অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে
খ যারা বেশি লভ্যাংশ প্রদান করে
গ যারা বেশি বিনিয়োগ খাত সৃষ্টি করে
ঘ যারা সরকারকে সহযোগিতা করে
৩৮. গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক কী সৃষ্টি করে? (জ্ঞান)
আমানত খ ঋণ গ আয়ের উৎস ঘ তহবিল
৩৯. কোন আমানতের ক্ষেত্রে যখন প্রয়োজন টাকা তুলে ফেলা যায়? (অনুধাবন)
ক দীর্ঘস্থায়ী আমানত খ চলতি আমানত
সঞ্চয়ী আমানত ঘ মেয়াদি আমানত
৪০. তন্বীর ব্যাংক হিসাব থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে সে টাকা তোলায় তেমন লাভ পেল না। তন্বীর ব্যাংক হিসাব নিচের কোনটি? (প্রয়োগ)
ক চলতি হিসাব খ সঞ্চয়ী হিসাব
মেয়াদি হিসাব ঘ উত্তোলন হিসাব
৪১. কার অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা প্রদান করা ব্যাংকের একটি উদ্দেশ্য? (জ্ঞান)
ক সরকারের গ্রাহকের গ ব্যাংকারের ঘ মালিকের
৪২. গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রী কোথায় নিরাপদে রাখা যায়? (অনুধাবন)
ক বিমা কোম্পানিতে ব্যাংকে গ সমিতিতে ঘ বাড়িতে
৪৩. ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে তখন সে কী মূল্যায়ন করে? (অনুধাবন)
ক প্রকল্পের মান খ প্রকল্পের সুনাম
প্রকল্পের লাভজনকতা ঘ প্রকল্পের বিনিয়োগ
৪৪. ব্যাংকের কোন বিষয়টি প্রকল্পের লাভজনকতার ব্যাপারে ব্যাংক ঋণ আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে? (অনুধাবন)
ক আর্থিক ও অর্থ সংক্রান্ত পরামর্শ ব্যাংকের পেশাগত দক্ষতা
গ প্রকল্প পরিবর্তন পরিমার্জন ঘ প্রকল্প মূল্যায়ন
৪৫. ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে কী করে? (উচ্চতর দক্ষতা)
শক্তিশালী করে খ হতাশ করে
গ উচ্চমান প্রদান করে ঘ নিম্নমান প্রদান করে
৪৬. ব্যাংক গ্রাহককে কী সংক্রান্ত পরামর্শ দেয়? (জ্ঞান)
ক আয় ব্যয় সংক্রান্ত খ ঋণ সংক্রান্ত
গ বিনিয়োগ সংক্রান্ত অর্থ সংক্রান্ত
৪৭. ব্যাংক মক্কেলের কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
অছি খ সহায়তাকারী
গ উপদেষ্টা ঘ সমন্বয়কারী
৪৮. কোনটির মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ বিদেশ স্থানান্তর করা যায়? (অনুধাবন)
ক গ্রাহক সেবার খ বিনিয়োগের
ব্যাংকিং সেবার ঘ বিমার
৪৯. গ্রাহকের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যাংক কী করে? (জ্ঞান)
ক নিরাপত্তা প্রদান খ কর্মসংস্থান সৃষ্টি
নতুন সেবা ও পণ্য সৃষ্টি ঘ প্রতিনিধিত্ব
৫০. কোন মেশিনের সাহায্যে নগদ টাকা তোলা যায়? (জ্ঞান)
এটিএম মেশিন খ সেলাই মেশিন
গ মানি রিডেবল মেশিন ঘ নিটিং মেশিন
৫১. বর্তমানে সারাদেশের বড় বড় শহরে কত ঘণ্টা ব্যাংকিং সেবা চালু আছে? (জ্ঞান)
ক ২০ খ ২২ ২৪ ঘ ২৫
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫২. ব্যাংকের লক্ষ্য হলো (অনুধাবন)
র. মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা
রর. ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাক্সিক্ষত হারে মুনাফা প্রদান করা
ররর. জাতীয় আয় বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে সচেষ্ট হয় (অনুধাবন)
র. দেশে উৎপাদন বৃদ্ধিতে রর. জাতীয় আয় বৃদ্ধিতে
ররর. সামাজিক উন্নয়ন বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য যেসব কাজ করে তা হলো (অনুধাবন)
র. মুদ্রাবাজার গবেষণা রর. নোট ও মুদ্রা প্রচলন
ররর. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৫৫. ব্যাংকের পরামর্শের মাধ্যমে সরকারের পক্ষে সম্ভব হয় (উচ্চতর দক্ষতা)
র. অস্থিতিশীল মুদ্রামান স্থির করা রর. স্বল্প মুদ্রাস্ফীতি নির্ধারণ করা
ররর. অর্থনৈতিক সমৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৬. গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলী হচ্ছেÑ (অনুধাবন)
র. আমানত সৃষ্টি
রর. প্রতিনিধিত্ব
ররর. অর্থ স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৫৭. সঞ্চয়ী আমানতের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. এর সুদ প্রায় ৭%
রর. সর্বনি¤œ ১ মাস জমা রাখতে হয়
ররর. যখন প্রয়োজন তখনই টাকা তোলা যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৮. ঋণ প্রদানের পূর্বে ব্যাংকের যেসব বিষয় বিবেচনায় আনা উচিত (উচ্চতর দক্ষতা)
র. প্রস্তাবিত প্রকল্পের আকার
রর. প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা
ররর. প্রস্তাবিত প্রকল্পের লাভজনকতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৫৯. ব্যাংক গ্রাহকদের পক্ষে, প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করে (অনুধাবন)
র. ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণের মাধ্যমে
রর. বিনিময় বিলে স্বাক্ষর করার মাধ্যমে
ররর. বাসাভাড়া সংগ্রহ করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
৬০. জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে (অনুধাবন)
র. অধিক আমানত সংগৃহীত হয়
রর. ভোগের প্রবণতা বৃদ্ধি পায়
ররর. শিল্প ও ব্যবসায়ের উন্নয়ন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৬১. ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য হলো (অনুধাবন)
র. মুদ্রার সঞ্চালন বৃদ্ধি
রর. সেবা প্রদান ও সম্পর্কের উন্নয়ন
ররর. বিনিয়োগ ও শিল্পায়ন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
যমুনা ব্যাংক বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এটি জনগণের অলস অর্থ আমানত রাখে ও অধিক হার সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে ব্যাংক ব্যবসায়ে টিকে থাকতে চায়।
৬২. যমুনা ব্যাংকটির প্রধান উদ্দেশ্য কী? (প্রয়োগ)
ক আমানত রাখা খ ঋণ দেওয়া
গ সুদ গ্রহণ করা মুনাফা অর্জন করা
৬৩. যমুনা ব্যাংকটির সুনাম বৃদ্ধিতে করণীয় হলো (উচ্চতর দক্ষতা)
র. নতুন নতুন শাখা প্রতিষ্ঠা রর. দক্ষতার উন্নয়ন
ররর. সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. নাইম একজন পাট ব্যবসায়ী। দৈনন্দিন পাট বিক্রি হতে যে লাভ হয়, তার পুরোটা খরচ না করে তিনি কিছু জমা করেন। এখন ভাবছেন সঞ্চিত অর্থ নিরাপদে সংরক্ষণের কথা।
৬৪. নাইম কোন প্রতিষ্ঠানে অর্থ নিরাপদে সংরক্ষণ করতে পারেন? (প্রয়োগ)
বাণিজ্যিক ব্যাংকে খ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানে
গ বিমা প্রতিষ্ঠানে ঘ সমবায় সমিতিতে
৬৫. মি. নাইমের জন্য কোন ধরনের হিসাব প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
ক চলতি হিসাব সঞ্চয়ী হিসাব
গ স্থায়ী হিসাব ঘ বিশেষ হিসাব
নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মেহেদী নিজের জমানো অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে হাউজিং ব্যবসায় শুরু করতে চান। এ ক্ষেত্রে তিনি ব্যাংকে ঋণের জন্য আবেদন করলেন।
৬৬. জনাব মেহেদী কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন? (প্রয়োগ)
ক গ্রæপ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক
গ চেইন ব্যাংক ঘ কেন্দ্রীয় ব্যাংক
৬৭. ব্যাংক জনাব মেহেদীকে যেসব বিষয়ে পরামর্শ দিতে পারে (উচ্চতর দক্ষতা)
র. প্রকল্পের লাভজনকতা রর. প্রকল্পের পরিবর্তন ও পরিমার্জন
ররর. প্রকল্পের যথার্থতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ব্যাংকের গঠন ¡ পৃষ্ঠা : ৮৫
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৮. কোন ব্যাংকের আইন অনুযায়ী প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়? (জ্ঞান)
কেন্দ্রীয় ব্যাংক খ সোনালী ব্যাংক
গ সমবায় ব্যাংক ঘ বিনিয়োগ ব্যাংক
৬৯. প্রাইভেট ব্যাংকের পরিচালকের সংখ্যা কত? (জ্ঞান)
ক ১-৭ জন ২-১৩ জন গ ৫-১০ জন ঘ ৫-১৫ জন
৭০. প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ সংখ্যা কত? (জ্ঞান)
ক ২ জন খ ৭ জন গ ১০ জন ১৩ জন
৭১. জনাব সালাম কেন্দ্রীয় ব্যাংকের আইন মেনে একটি প্রাইভেট ব্যাংক স্থাপন করতে চান। এজন্য সর্বনি¤œ কতজন পরিচালক থাকতে হবে? (প্রয়োগ)
২ জন খ ৩ জন গ ৭ জন ঘ ১৩ জন
৭২. সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে কোন ব্যাংক প্রতিষ্ঠিত? (জ্ঞান)
ক প্রাইভেট ব্যাংক পাবলিক ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ বেসিক ব্যাংক
৭৩. জহিরুল ইসলাম একটি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এজন্য তাকে নিচের কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? (প্রয়োগ)
বাংলাদেশ ব্যাংকের খ সোনালী ব্যাংকের
গ কৃষি ব্যাংকের ঘ শিল্প ব্যাংকের
৭৪. বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংক পরিচালিত হলে তা কিরূপ হবে? (অনুধাবন)
ক আইনসংগত হবে বেআইনি হবে
গ নিয়ন্ত্রণকারী হবে ঘ অনিয়ন্ত্রণকারী হবে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৫. প্রিম ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক। এ ব্যাংকে পরিচালকের সংখ্যা (প্রয়োগ)
র. সর্বনি¤œ ২ জন
রর. সর্বোচ্চ ১৩ জন
ররর. বিশেষ ক্ষেত্রে ১৫ জন
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকার অদূরে মাওয়ায় একটি প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন।
৭৬. জনাব হাসান সাহেব ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কোন ব্যাংকের অনুমোদন নিতে হবে? (প্রয়াগ)
ক শিল্প ব্যাংকের খ সোনালী ব্যাংকের
বাংলাদেশ ব্যাংকের ঘ বাণিজ্যিক ব্যাংকের
৭৭. জনাব হাসান সাহেবের প্রতিষ্ঠিত ব্যাংকে পরিচালক থাকবেÑ (প্রয়োগ)
র. সর্বনিম্ন ২জন
রর. সর্বনিম্ন ৭ জন
ররর. সর্বোচ্চ ১৩ জন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ব্যাংকিং ব্যবসার মূলনীতি ¡ পৃষ্ঠা Ñ ৮৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৮. ব্যাংকিং কী ধরনের ব্যবসায়? (জ্ঞান)
ক ঝুঁকিহীন ঝুঁকিবহুল
গ পাইকারি ব্যবসায় ঘ খুচরা ব্যবসায়
৭৯. ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য কোনটি মেনে চলতে হয়? (অনুধাবন)
ক পদক্ষেপ খ প্রক্রিয়া অনুসরণ
মৌলিক নীতি ঘ পরামর্শ গ্রহণ
৮০. ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয় কেন? (উচ্চতর দক্ষতা)
অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে
খ প্রকল্পের লাভজনকতার কারণে
গ দক্ষ ব্যবস্থাপনার কারণে
ঘ নিরাপত্তার কারণে
৮১. ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
নিরাপত্তার নীতি খ দক্ষতার নীতি
গ সুনামের নীতি ঘ বিনিয়োগের নীতি
৮২. ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা এবং পর্যাপ্ত জামানত গ্রহণ করা উচিত কেন? (উচ্চতর দক্ষতা)
ক গ্রাহকের জমাকৃত অর্থের নিরাপত্তার জন্য
ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে
গ ঋণের অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করতে
ঘ নিরাপত্তা নিশ্চিত করতে
৮৩. ব্যাংক কর্তৃক আমানতকারীকে যে সুদ দেয় তাকে কী বলে? (জ্ঞান)
প্রদত্ত সুদ খ প্রাপ্ত সুদ গ প্রাপ্ত বাট্টা ঘ প্রদত্ত বাট্টা
৮৪. ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ পায় তার নাম কী? (জ্ঞান)
ক প্রদত্ত সুদ প্রাপ্ত সুদ গ প্রদত্ত কমিশন ঘ প্রাপ্ত কমিশন
৮৫. আমানতকারীর প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের আমানত ফেরত দিয়ে থাকে। এটি ব্যাংকের কোন নীতির অন্তর্ভুক্ত? (অনুধাবন)
ক নিরাপত্তার নীতি তারল্যের নীতি
গ সততার নীতি ঘ উন্নয়নের নীতি
৮৬. সার্থক ব্যাংকিং ব্যবসায়ের জন্য কিসের প্রয়োজন? (প্রয়োগ)
ক সচ্ছলতার নীতি সঠিক তারল্য নীতি
গ দক্ষতার নীতি ঘ সেবার নীতি
৮৭. মুনাফা বেশি হবে এ আশায় চ ব্যাংক লিমিটেড বেশি ঋণ সরবরাহ করে। এতে চ ব্যাংক তার আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে না এবং ঋণ আদায়েও ব্যর্থ হয়। এক্ষেত্রে চ ব্যাংক লিমিটেড কোন নীতি না মানায় আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক সচ্ছলতার নীতি খ নিরাপত্তার নীতি
গ বিশ্বস্ততার নীতি তারল্যের নীতি
৮৮. ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
ক একক মালিকানা আর্থিক সচ্ছলতা
গ গোপনীয়তা রক্ষা ঘ ঝুঁকি এড়ানো
৮৯. আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কী হতে পারে? (জ্ঞান)
ক গ্রাহক শূন্য খ ঋণগ্রস্ত গ দুর্নীতিগ্রস্ত দেউলিয়া
৯০. প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনের জন্য ব্যাংকের কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? (জ্ঞান)
দক্ষতার নীতি খ প্রচার নীতি
গ সুনামের নীতি ঘ বিশেষায়নের নীতি
৯১. ব্যাংকের অন্যতম দায়িত্ব কোনটি? (জ্ঞান)
ক অর্থনৈতিক উন্নয়ন করা খ আকর্ষণীয় প্রচারণার ব্যবস্থা করা
গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ঘ অতিরিক্ত সুদ আদায় করা
৯২. ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের উপায় কোনটি? (অনুধাবন)
ক প্রচার করা খ সেবার নীতি গ্রহণ করা
হিসাবের গোপনীয়তা রক্ষা করা ঘ কর্মচারীদের দক্ষতা
৯৩. মি. সৌরভের ইউনিভার্স ব্যাংকে একটি ব্যাংক হিসাব আছে যাতে তার বেতনের ১৫,০০০ টাকা জমা হয়। মি. সৌরভের বন্ধু মি. সিজান ব্যাংক থেকে জেনে নিয়ে মি. সৌরভের নিকট ১০,০০০ টাকা ধার চায়। এখানে ইউনিভার্স ব্যাংকটি কোন নীতি অনুসরণে ব্যর্থ হয়েছে? (প্রয়োগ)
ক সততার নীতি খ দক্ষতার নীতি
গ প্রচারের নীতি গোপনীয়তার নীতি
৯৪. বিনিয়োগের শর্তসমূহে যে নীতি অনুসরণ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
বিনিয়োগ নীতি খ সেবার নীতি
গ উন্নয়ন নীতি ঘ প্রচারনীতি
৯৫. ব্যাংক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ নীতি কোনটি? (অনুধাবন)
ক সচ্ছলতার নীতি খ তারল্য নীতি
উন্নয়নের নীতি ঘ সেবার নীতি
৯৬. ব্যাংক অধিক মুনাফা অর্জন করতে পারে কিসের মাধ্যমে? অনুধাবন)
ক সুনাম নীতির মাধ্যমে খ বিনিয়োগ নীতির মাধ্যমে
মিতব্যয়িতার নীতির মাধ্যমে ঘ সাবধানতার নীতির মাধ্যমে
৯৭. ‘স্বল্প ব্যয়ে অধিক কাজ’ কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? (অনুধাবন)
ক সচ্ছলতার নীতি মিতব্যায়িতার নীতি
গ নিরাপত্তার নীতি ঘ সাবধানতার নীতি
৯৮. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী? (জ্ঞান)
ক উন্নত ব্যবস্থাপনা খ দক্ষ পরিচালনা
গ সেবামূলক কার্যক্রম ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
৯৯. ঢাকা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। গ্রাহকের আস্থা অর্জন করতে ব্যাংকটি কোন নীতি অনুসরণ করবে? (প্রয়োগ)
ক দক্ষতার নীতি খ সেবার নীতি
সততা ও বিশ্বস্ততার নীতি ঘ সুনামের নীতি
১০০. নিচের কোনটির বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ ব্যাংকে জমা রাখে? (অনুধাবন)
আস্থার খ সেবার
গ দক্ষতার ঘ সুনামের
১০১. গ্রাহকের অর্থ ও মূল্যবান সম্পদ জমা রাখতে ব্যাংক কোন ধরনের সেবা প্রদান করে? (জ্ঞান)
ক প্রতিনিধিত্ব খ অছি
গ সঞ্চয়ী লকার
১০২. ‘গঙ্গা’ ব্যাংকের ব্যাংকার মি. অমিত এক বছর আগে ১০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এতে ব্যাংকের সুনাম ক্ষুণœ হয়। ব্যাংকের এরূপ পরিণতির জন্য কোন নীতি দায়ী? (প্রয়োগ)
ক নিরাপত্তার নীতি সততার ও বিশ্বস্ততার নীতি
গ সুনামের নীতি ঘ সেবার নীতি
১০৩. বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের কোন নীতি মেনে চলা উচিত? (জ্ঞান)
ক বিনিয়োগের নীতি খ মিত্যব্যয়িতার নীতি
গ উদ্দেশ্যের নীতি সাবধানতার নীতি
১০৪. কোন নীতি অনুসরণ করলে ব্যাংকের কার্য দক্ষতার মান বৃদ্ধি পায়? (জ্ঞান)
ক দক্ষতার নীতি বিশেষায়নের নীতি
গ মুনাফার নীতি ঘ বিনিয়োগ নীতি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৫. সোনালী ব্যাংক যদি তাদের আমানতের সব টাকা তরল অবস্থায় রেখে দেয়। তাহলে ব্যাংকটির অবস্থা হবে (প্রয়োগ)
র. কোনো বিনিয়োগ হবে না
রর. মুনাফাও হবে না
ররর. উন্নয়ন হবে না
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৬. ব্যাংকের তারল্যনীতির মূলকথা (অনুধাবন)
র. অতিরিক্ত তারল্য থাকবে না
রর. তারল্যে সংকটও হবে না
ররর. কোনো তারল্য থাকবে না
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৭. ণ ব্যাংক লিমিটেড প্রচুর পরিমাণে অর্থ ঋণ হিসেবে প্রদান করায় নগদ অর্থের পরিমাণ কমে যায়। পরবর্তীতে আমানতের অর্থ আসায় এ অর্থ ঋণ হিসেবে না দিয়ে সংরক্ষণ করতে চায়। এক্ষেত্রে ণ ব্যাংকের করণীয় হলো (প্রয়োগ)
র. স্বল্পমেয়াদি বিল ও বন্ড ক্রয়
রর. দীর্ঘমেয়াদি বিল ও বন্ড ক্রয়
ররর. সরকারি ট্রেজারি বিল ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৮. ব্যাংক ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে (প্রয়োগ)
র. ব্যাংক ব্যবস্থাপনার বোর্ডের ওপর
রর. কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতার ওপর
ররর. গ্রাহকদের দক্ষতার ওপর
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. ব্যাংকের প্রসার সম্ভব (প্রয়োগ)
র. উপযুক্ত প্রচারের মাধ্যমে
রর. বোধগম্য প্রচারের মাধ্যমে
ররর. আকর্ষণীয় প্রচারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১০. বিনিয়োগ নীতি প্রয়োগ করা হয় (অনুধাবন)
র. বিনিয়োগের আকার নির্ধারণে
রর. বিনিয়োগের মেয়াদ নির্ধারণে
ররর. সুদের হার নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১১. ব্যাংক সুনাম সৃষ্টি করে (প্রয়োগ)
র. উন্নত ব্যবস্থাপনার দ্বারা
রর. দক্ষ পরিচালনার দ্বারা
ররর. সেবামূলক কার্যাদির দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১২. আস্থা ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরে (অনুধাবন)
র. ব্যাংকের কর্মদক্ষতা
রর. ব্যাংকের বিশ্বস্ততা
ররর. ব্যাংকের সেবামূলক কার্যাদি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১৩. ব্যাংক ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করে (অনুধাবন)
র. অনুৎপাদনশীলতার ক্ষেত্রে
রর. নিশ্চিয়তার ক্ষেত্রে
ররর. অনিশ্চয়তার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৪. বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতার নীতি মেনে চলা প্রয়োজন (অনুধাবন)
র. অনিশ্চয়তা এড়ানোর জন্য
রর. মিতব্যয়িতা অর্জনের জন্য
ররর. ঝুঁকি এড়ানোর জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৫. ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে যেসব ক্ষেত্রে (অনুধাবন)
র. বৈদেশিক বাণিজ্যে
রর. ঋণদানে
ররর. নোট ইস্যুতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১৬. ব্যাংক বিশেষায়নের ফলে (উচ্চতর দক্ষতা)
র. কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়
রর. মিতব্যয়ী হওয়া সম্ভব হয়
ররর. মক্কেলদের অধিক সেবা প্রদান সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৭. তারল্য সংরক্ষণ ও মুনাফা অর্জনের মধ্যে সম্পর্ক হলো (উচ্চতর দক্ষতা)
র. তারল্য সংরক্ষণ ও মুনাফা অর্জনের মধ্যে সমন্বয় বিধানের ফলে ব্যাংক লাভবান হয়
রর. অধিক অর্থ বিনিয়োগ করলে বাহকদের চেক ফেরত যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়
ররর. অধিক নগদ সংরক্ষণ করা হলে ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেয়ে মুনাফা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৮ ও ১১৯ নং প্রশ্নের উত্তর দাও :
সুরমা ব্যাংক লিমিটেড জনগণের কাছ থেকে জুন ২০১৩ তে ১০০ কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। এর মধ্যে ১০ কোটি টাকা নগদ রেখে ব্যাংকটি ৯০ কোটি টাকা ঋণ হিসেবে বাজারে সরবরাহ করে।
১১৮. নগদ ১০ কোটি টাকা সুরমা ব্যাংকটিকে কোন নীতি মেনে চলতে সাহায্যে করবে? (প্রয়োগ)
তারল্যের নীতি খ ঋণদানের নীতি
গ নিরাপত্তার নীতি ঘ বিশ্বস্ততার নীতি
১১৯. নগদ ১০ কোটি টাকা সুরমা ব্যাংকের পক্ষে যে কাজটি করবে তা হলো (প্রয়োগ)
র. ঋণদান সামর্থ্য সংরক্ষণ রর. চেকের দ্রæত মর্যাদা দান
ররর. অর্থসংস্থান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ব্যাংকের শ্রেণিবিন্যাস ¡ পৃষ্ঠা Ñ ৮৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২০. বাংলাদেশে একক মালিকের ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ নেইÑ (অনুধাবন)
ক বাণিজ্যিক ব্যাংকের আইন অনুযায়ী
কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী
গ সমবায় আইন অনুযায়ী
ঘ বিমা আইন অনুযায়ী
১২১. কোন ব্যাংকের কোনো শাখা অফিস নেই? (জ্ঞান)
ক চেইন ব্যাংক খ পরিবহন ব্যাংক
একক ব্যাংক ঘ শ্রমিক ব্যাংক
১২২. একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই কোন দেশে? (অনুধাবন)
বাংলাদেশে খ ভারতে গ থাইল্যান্ডে ঘ চীনে
১২৩. যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক চেইন ব্যাংকিং খ গ্রæপ ব্যাংকিং
গ একক ব্যাংকিং শাখা ব্যাংকিং
১২৪. জনতা ব্যাংক লিমিটেড কোন ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠান? (প্রয়োগ)
শাখা ব্যাংক খ চেইন ব্যাংক
গ গ্রæপ ব্যাংক ঘ জাতীয় ব্যাংক
১২৫. যৌথ মালিকানায় গঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণœ রেখে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন ও নিয়ন্ত্রণ করে কোন ধরনের ব্যাংক? (জ্ঞান)
ক শাখা ব্যাংক চেইন ব্যাংক
গ গ্রæপ ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক
১২৬. অ, ই, ঈ ও উ দুর্বল ব্যাংক হওয়ায় ব্যাংকিং ব্যবসায়ের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ব্যাংক চারটি একত্রিত হয়ে ব্যাংকিং ব্যবসায় করতে চাইলে কোন ধরনের ব্যাংকিং তাদের জন্য প্রযোজ্য? (উচ্চতর দক্ষতা)
ক গ্রæপ ব্যাংকিং খ শাখা ব্যাংকিং
চেইন ব্যাংকিং ঘ একক ব্যাংকিং
১২৭. দুই বা ততোধিক ব্যাংক মিলে কিসের সৃষ্টি হয়? (অনুধাবন)
গ্রæপ ব্যাংকের খ চেইন ব্যাংকের
গ শাখা ব্যাংকের ঘ বাণিজ্যিক ব্যাংকের
১২৮. হোল্ডিং কোম্পানির অধীনে পরিচালিত হয় কোন ব্যাংক? (অনুধাবন)
ক চেইন ব্যাংকিং খ একক ব্যাংক
গ্রæপ ব্যাংকিং ঘ শাখা ব্যাংক
১২৯. গ্রæপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব কার? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংকের হোল্ডিং কোম্পানির
গ সরকারের ঘ সাবসিডিয়ারি কোম্পানির
১৩০. কার্যভিত্তিক ব্যাংক কয়টি? (জ্ঞান)
ক ৯ ১১ গ ১২ ঘ ১৪
১৩১. দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক কোন ব্যাংক? (জ্ঞান)
ক বিনিময় ব্যাংক খ কৃষি ব্যাংক
গ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক
১৩২. ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি? (জ্ঞান)
ক বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক
গ কৃষি ব্যাংক ঘ শিল্প ব্যাংক
১৩৩. কৃষি ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান? (অনুধাবন)
ক আর্থিক প্রতিষ্ঠান বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
গ মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ঘ সেবামূলক প্রতিষ্ঠান
১৩৪. দেশের শিল্পখাতে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক শিল্পঋণ সংস্থা শিল্প ব্যাংক
গ ইউইখ ব্যাংক ঘ ক্ষুদ্র ও কুটিরশিল্প ব্যাংক
১৩৫. ইউইখ কী? (জ্ঞান)
ক ইধহমষধফবংয উবাবষড়ঢ়সবহঃ ইঁরষফরহম খরসরঃবফ
ইধহমষধফবংয উবাবষড়ঢ়সবহঃ ইধহশ খরসরঃবফ
গ ইধহমষধফবংয উবাবষড়ঢ়সবহঃ ইৎধহপয খরপবহপব
ঘ ইধহমষধফবংয উবাবষড়ঢ়সবহঃ ইধহশ খরপবহপব
১৩৬. বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক খ আমদানি- রপ্তানি ব্যাংক
বিনিময় ব্যাংক ঘ ক্ষুদ্র কুটিরশিল্প ব্যাংক
১৩৭. তিথি গ্রæপ বাজারে নতুন শেয়ার ছেড়েছে। এক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)
ক লেখক খ ড্রাফটার
অবলেখক ঘ আন্ডারড্রাফটার
১৩৮. বন্ধকি ব্যাংক কিসের প্রয়োজনে ঋণ দিয়ে থাকে? (অনুধাবন)
শিল্পের প্রয়োজনে খ মূলধন গঠনের জন্য
গ যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঘ ভ‚মি ক্রয়ের জন্য
১৩৯. ভ‚মি বন্ধক রেখে কৃষি বা শিল্পের প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ দেয় যে ব্যাংক তাকে কী বলে? (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক খ পরিবহন ব্যাংক
গ শিল্প ব্যাংক বন্ধকি ব্যাংক
১৪০. পরিবহন ব্যাংক কেন প্রতিষ্ঠা করা হয়? (উচ্চতর দক্ষতা)
ক যানবাহন আধুনিকীকরণের জন্য খ যন্ত্রাংশ আমদানি করার জন্য
গ পরিবহন ক্রয়ের জন্য পরিবহন শিল্পের উন্নয়নের জন্য
১৪১. পরিবহন ব্যাংক কী ধরনের ব্যাংক? (জ্ঞান)
বিশেষায়িত ব্যাংক খ সমন্বয় ব্যাংক
গ জাতীয় ব্যাংক ঘ আঞ্চলিক ব্যাংক
১৪২. ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক কীভাবে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে থাকে? (অনুমোদন)
ক ঋণ প্রদান করে
খ ব্যবসায় স¤প্রসারণ করে
আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে
ঘ লভ্যাংশের প্রবৃদ্ধি করে
১৪৩. আমদানি ও রপ্তানি ব্যাংকের মূল উদ্দেশ্য কী? (অনুধাবন)
ক আমদানি ও রপ্তানি বাণিজ্যে অনুমোদন দান
আমদানি ও রপ্তানি বাণিজ্যে সহায়তা করা
গ আমদানিকারকের পক্ষে অধিক নিশ্চয়তা দান
ঘ রপ্তানিকারকের সাথে আমদানিকারকের সম্পর্কের উন্নয়ন
১৪৪. আমদানির জন্য প্রত্যয়নপত্র ইস্যু করে কোন ব্যাংক? (জ্ঞান)
ক বিনিময় ব্যাংক আমদানি-রপ্তানি ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ কৃষি ব্যাংক
১৪৫. সমবায় ব্যাংকের মূল বৈশিষ্ট্য কী? (অনুধাবন)
সমবায়ের নীতি ও আইন দ্বারা গঠিত ও পরিচালিত
খ প্রাচুর্য ও সচ্ছলতার নীতি ও আইন দ্বারা গঠিত
গ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক নীতি দ্বারা গঠিত
ঘ যেকোনো ব্যাংক নীতি দ্বারা গঠিত
১৪৬. রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংককে কেন সরকারি ব্যাংক বলা হয়? (জ্ঞান)
ক অর্ধ-সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত
সম্পূর্ণভাবে সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত
গ বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত
ঘ শুধুমাত্র সরকারি লোকের ব্যবহারযোগ্য বলে
১৪৭. মিজান সাহেব তার কয়েকজন শিল্পপতি বন্ধু মিলে নিজস্ব উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। তাদের প্রতিষ্ঠিত ব্যাংকটি কোন ধরনের? (প্রয়োগ)
বেসরকারি ব্যাংক খ সরকারি ব্যাংক
গ রাষ্ট্রায়ত্ব ব্যাংক ঘ বিশেষায়িত ব্যাংক
১৪৮. বিশেষায়িত ব্যাংক কোনটি? (অনুধাবন)
গ্রামীণ ব্যাংক খ সোনালী ব্যাংক
গ অগ্রণী ব্যাংক ঘ ঢাকা ব্যাংক
১৪৯. রহিম একজন দরিদ্র কৃষক। তিনি ঋণের জন্য স্থানীয় ব্যাংকে গেলে ম্যানেজার তাকে জামানত ছাড়া ঋণ দেওয়া সম্ভব নয় বলে জানাল। এমতাবস্থায় ঋণ পেতে রহিম কোন ব্যাংকের দ্বারস্থ হবেন? (প্রয়োগ)
ক জনতা ব্যাংকে খ অগ্রণী ব্যাংকে
গ্রামীণ ব্যাংকে ঘ ন্যাশনাল ব্যাংকে
১৫০. বাংলাদেশের কোন ব্যাংক প্রথম ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ শুরু করে? (জ্ঞান)
ক কৃষি ব্যাংক গ্রামীণ ব্যাংক
গ বিনিয়োগ ব্যাংক ঘ সমবায় ব্যাংক
১৫১. স্বশাসিত ব্যাংকের মুখ্য পদে প্রতিনিধি প্রেরণ করেন কে? (জ্ঞান)
ক ব্যাংকের চেয়ারম্যান খ মন্ত্রী পরিষদ
গ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সরকার
১৫২. বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংককে কী বলে? (জ্ঞান)
বিদেশি ব্যাংক খ আন্তর্জাতিক ব্যাংক
গ বিনিময় ব্যাংক ঘ আমদানি-রপ্তানি ব্যাংক
১৫৩. নিচের কোনটি বিদেশি ব্যাংক? (অনুধাবন)
স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক খ ব্র্যাক ব্যাংক
গ সোনালী ব্যাংক ঘ শিল্প ব্যাংক
১৫৪. নিচের কোনটি আঞ্চলিক ব্যাংক? (অনুধাবন)
ক কর্মাস ব্যাংক খ সমবায় ব্যাংক
গ অগ্রণী ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
১৫৫. কোন ব্যাংক দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে? (জ্ঞান)
ক আন্তর্জাতিক ব্যাংক খ আঞ্চলিক ব্যাংক
গ একক ব্যাংক জাতীয় ব্যাংক
১৫৬. একটি দেশের জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে কোন ব্যাংক? (প্রয়োগ)
আন্তর্জাতিক ব্যাংক খ জাতীয় ব্যাংক
গ বিদেশি ব্যাংক ঘ স্বশাসিত ব্যাংক
১৫৭. কোন ধরনের আইনের আওতায় দেশীয় ব্যাংক গঠিত ও পরিচালিত? (জ্ঞান)
ক আঞ্চলিক ব্যাংকিং আইনের আওতায়
দেশীয় ব্যাংকিং আইনের আওতায়
গ সামাজিক ব্যাংকিং আইনের আওতায়
ঘ আন্তর্জাতিক ব্যাংকিং আইনের আওতায়
১৫৮. কোনটি বিদেশি ব্যাংকের বৈশিষ্ট্য? (অনুধাবন)
ক দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করা
এক দেশে নিবন্ধিত কিন্তু ব্যবসায় অন্যদেশে পরিচালিত করা
গ শ্রমিকদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা
ঘ বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করা
১৫৯. আমাদের দেশে স্বতন্ত্রভাবে কোন ব্যাংক নেই? (অনুধাবন)
শ্রমিক ব্যাংক খ মহিলা ব্যাংক
গ স্কুল ব্যাংক ঘ ভোক্তাদের ব্যাংক
১৬০. মহিলা ব্যাংক কী ভিত্তিক ব্যাংক? (জ্ঞান)
বিশেষ মক্কেলভিত্তিক খ নিবন্ধনভিত্তিক
গ মালিকানাভিত্তিক ঘ নিয়ন্ত্রণভিত্তিক
১৬১. বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? (জ্ঞান)
ক ১৯৫৮ ১৯৬০
গ ১৯৬৮ ঘ ১৯৭০
১৬২. মক্কেলদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দিতে কোন ধরনের ব্যাংক গঠিত ও পরিচালিত হয়? (জ্ঞান)
ক আঞ্চলিক ব্যাংক ভোক্তাদের ব্যাংক
গ বাণিজ্যিক ব্যাংক ঘ স্বশাসিত ব্যাংক
১৬৩. ক্রেডিট কার্ড সরবরাহ করে কোন ব্যাংক? (জ্ঞান)
ক স্কুল ব্যাংক ভোক্তা ব্যাংক
গ শ্রমিক ব্যাংক ঘ মহিলা ব্যাংক
১৬৪. সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ব্যাংকের নাম কী? (অনুধাবন)
ক দেশি ব্যাংক খ আন্তর্জাতিক ব্যাংক
পূর্ণরাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক ঘ ব্র্যাক ব্যাংক
১৬৫. আংশিক নিয়ন্ত্রিত ব্যাংকের কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রিত হয়? (উচ্চতর দক্ষতা)
ক বাজার নিয়ন্ত্রণ নীতির অধীনে
আংশিক সরকার ও আংশিক ব্যাংক নীতির অধীনে
গ সম্পূর্ণ বেসরকারি নীতির অধীনে
ঘ ইসলামিক ব্যাংকিং নীতির অধীনে
১৬৬. কোন ব্যাংকের ওপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই? (জ্ঞান)
ক পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক খ আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক
বাজার নিয়ন্ত্রিত ব্যাংক ঘ ভোক্তাদের ব্যাংক
১৬৭. বাজার অর্থনীতি বলতে কয়টি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয়? (জ্ঞান)
ক ২ খ ৩ ৪ ঘ ৫
১৬৮. বাজার নিয়ন্ত্রিত ব্যাংক কোন ধরনের অর্থনীতির অন্তর্ভুক্ত? (অনুধাবন)
বাজার অর্থনীতি খ শেয়ার অর্থনীতি
গ আন্তর্জাতিক অর্থনীতি ঘ অপরিবর্তনশীল অর্থনীতি
১৬৯. বাংলাদেশে কেন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয়েছিল? (উচ্চতর দক্ষতা)
৯০ ভাগ মুসলিম জনগোষ্ঠীর সেবাদানের লক্ষ্যে
খ বৈদেশিক মুসলিম জনগোষ্ঠীর লক্ষ্যে
গ ধর্মভীরু জনগোষ্ঠীর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে
ঘ সকল ধর্মের জনগোষ্ঠীর সেবাদানের লক্ষ্যে
১৭০. ঋণগ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য যখন অর্থায়ন করা হয় তখন তাকে কী বলে? (জ্ঞান)
ক মুদারাবা খ মুসারাকা মুরাবাহা ঘ ইজারা
১৭১. মুরাবাহা সেবায় ঋণগ্রহীতাকে অর্থায়ন করার প্রেক্ষিতে ব্যাংক কী পেয়ে থাকে? (অনুমোদন)
ক শুধুমাত্র ঋণের অর্থ লাভসহ ঋণের অর্থ
গ অধিক সুদসহ ঋণের অর্থে ঘ শুধু সুদের অর্থ
১৭২. কোন ব্যাংক থেকে গ্রাহক ইজারা সেবা পেয়ে থাকে? (জ্ঞান)
ক বিদেশি খ আঞ্চলিক
ইসলামি ঘ সরকারি
১৭৩. নিচের কোনটি ইসলামি ব্যাংক? (অনুধাবন)
ক ন্যাশনাল ব্যাংক লিঃ খ অগ্রণী ব্যাংক লিঃ
এক্সিম ব্যাংক লিঃ ঘ ঢাকা ব্যাংক লিঃ
১৭৪. বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ কোনটি? (অনুধাবন)
সোনালী ব্যাংক খ বাংলাদেশ ব্যাংক
গ কৃষি ব্যাংক ঘ সমবায় ব্যাংক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৫. ব্যাংকিং ব্যবসায়কে যেসব ভিত্তিতে শ্রেণিবিন্যাস করা যায় (অনুধাবন)
র. কাঠামো
রর. মালিকানা
ররর. অঞ্চল ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৭৬. শাখা ব্যাংকের উদাহরণ হলো (অনুধাবন)
র. জনতা ব্যাংক লি.
রর. সোনালী ব্যাংক লি.
ররর. ব্যাংক অব ইংল্যান্ড
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৭৭. কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব হলো (অনুধাবন)
র. মুদ্রা প্রচলন
রর. অর্থ সরবরাহ
ররর. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৭৮. কেন্দ্রীয় ব্যাংক (অনুধাবন)
র. বাংলাদেশ ব্যাংক রর. ব্যাংক অব ইংল্যান্ড
ররর. ব্যাংক অব জাপান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৭৯. ইউইখ একটি শিল্প ব্যাংক। এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে
র. যন্ত্রপাতি সংগ্রহের জন্য
রর. ভ‚মি ক্রয়ের জন্য
ররর. কারখানা নির্মাণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৮০. বিনিময় ব্যাংক প্রতিষ্ঠিত হয় (অনুধাবন)
র. বৈদেশিক লেনদেন নিষ্পত্তির জন্য
রর. বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য
ররর. কৃষি উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮১. বিনিয়োগ ব্যাংকের কাজ হচ্ছে (অনুধাবন)
র. ব্রিজ ফিন্যান্স রর. ডিবেঞ্চার ফিন্যান্স ররর. রপ্তানি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৮২. আমদানি-রপ্তানি ব্যাংকের কাজগুলো হলো (অনুধাবন)
র. আমদানির জন্য ঋণ সরবরাহ রর. প্রত্যয়নপত্র সুবিধা প্রদান
ররর. আমদানির তদারকি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১৮৩. অংশীদারি ব্যাংক ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
র. ব্যাংকের কার্যাবলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ
রর. অংশীদারি আইনের ভিত্তিতে গঠিত
ররর. অংশীদারি আইনে পরিচালিত ও নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৮৪. অঞ্চলভিত্তিক ব্যাংকের প্রকারভেদ হলো (অনুধাবন)
র. আঞ্চলিক ব্যাংক রর. জাতীয় ব্যাংক
ররর. আন্তর্জাতিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর