নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দশম অধ্যায়
বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি

অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
 লকার ভাড়া খ বিমা প্রিমিয়াম
গ শুল্ক ও কর ঘ নিরীক্ষকের বিল
২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
র. প্রচারকার্যে ব্যয় করে
রর. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
ররর. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :
পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।
৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে
র. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে
রর. প্রত্যয়পত্র ইস্যু করে
ররর. মুনাফা বণ্টন করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? [স. বো. ’১৫]
 কর্মসংস্থান সৃষ্টি খ জনকল্যাণ
গ সম্পদের সুষম বণ্টন ঘ বিনিময়ের মাধ্যমে
৫. কোন ব্যাংক খঈ প্রদান করে? [স. বো. ’১৫]
 বাণিজ্যিক ব্যাংক খ কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ কৃষি ব্যাংক
৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে- [স. বো. ’১৫]
ক বিনিয়োগ ব্যাংক খ শিল্প ব্যাংক
গ সমবায়  বাণিজ্যিক ব্যাংক
৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক? [স. বো. ’১৫]
 বাণিজ্যিক ব্যাংক খ ভোক্তাদের ব্যাংক
গ শ্রমিক ব্যাংক ঘ সঞ্চয়ী ব্যাংক
৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি? [স. বো. ’১৫]
 আমানত খ পরিশোধিত মূলধন
গ সংরক্ষিত তহবিল ঘ লকার ভাড়া
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। [স. বো. ’১৫]
৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন?
ক সরকারের খ সোনালী ব্যাংকের
গ শিল্প ব্যাংকের  বাংলাদেশ ব্যাংকের
১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে-
র. আমানত সৃষ্টির মাধ্যমে
রর. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
ররর. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর

সূচনা  পৃষ্ঠা : ৯৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. বাণিজ্যিক ব্যাংক কিসের জন্য গঠিত হয়? (জ্ঞান)
ক সেবাদানের জন্য  মুনাফা অর্জনের জন্য
গ শুধু ঋণ দেয়ার জন্য ঘ মূলধন গঠনের জন্য
১২. সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কাকে বুঝি? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংককে  বাণিজ্যিক ব্যাংককে
গ বিশেষায়িত ব্যাংককে ঘ আর্থিক প্রতিষ্ঠানকে
১৩. যুগের সাথে সাথে কোন ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে? (জ্ঞান)
 বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় খ কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থায়
গ বিশেষ ব্যাংক ব্যবস্থায় ঘ অতালিকাভুক্ত ব্যাংক ব্যবস্থায়
১৪. বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কী করে? (প্রয়োগ)
ক মুনাফা বৃদ্ধি করে  ঋণ গ্রাহকদের ধার দেয়
গ অন্যান্য ব্যাংককে ধার দেয় ঘ উচ্চ প্রকল্পে বিনিয়োগ করে
১৫. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে থাকে? (প্রয়োগ)
ক অর্থের আগমন ও নির্গমনের মাধ্যমে
 অর্থের লেনদেন ও আদান-প্রদান করে
গ বিনিময় মূল্যহ্রাস করে
ঘ মুদ্রাস্ফীতির মাধ্যমে
১৬. মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য বা সেবা লেনদেনকৃত প্রতিষ্ঠানকে কী বলে? (জ্ঞান)
ক আর্থিক প্রতিষ্ঠান  বাণিজ্যিক ব্যাংক
গ এন.জি.ও ঘ কেন্দ্রীয় ব্যাংক
১৭. বাণিজ্যিক ব্যাংকের লেনদেন অবশ্যই কী হতে হবে? (অনুধাবন)
 অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য খ সেবামূল্যে পরিমাপযোগ্য
গ বিনিময়মূল্যে পরিমাপযোগ্য ঘ ঋণমূল্যে পরিমাপযোগ্য
১৮. কোন প্রতিষ্ঠান অর্থ ও স্বল্প মেয়াদি ঋণ নিয়ে ব্যবসায় করে? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংক
 বাণিজ্যিক ব্যাংক
গ বিনিময় ব্যাংক
ঘ সঞ্চয়ী ব্যাংক
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯. যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে (অনুধাবন)
র. আধুনিকায়ন
রর. বিশেষায়ন
ররর. অবসায়ন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২০. প্রয়োজনের প্রেক্ষিতে বহুদেশে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেÑ
র. স্বল্পমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে
রর. মধ্যমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে
ররর. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য ¡ পৃষ্ঠা : ৯৫
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১. কোন উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে? (অনুধাবন)
ক অর্থনীতিতে প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে
 বিনিয়োগের জন্য পুঁজি গঠন করতে
গ ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করতে
ঘ বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে
২২. মক্কেলদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকে কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
 মূলধন খ সঞ্চয়
গ বিনিয়োগ ঘ আমানত
২৩. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
ক সঞ্চয় সংগ্রহ খ মুদ্রা সরবরাহ
গ মুনাফা অর্জন  মূলধন গঠন
২৪. কোন ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? (জ্ঞান)
ক বিনিময় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
গ শাখা ব্যাংক ঘ একক ব্যাংক
২৫. সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করে থাকে। এটি সোনালী ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (প্রয়োগ)
 অন্যতম উদ্দেশ্য খ মৌলিক উদ্দেশ্য
গ বিশেষ উদ্দেশ্য ঘ বিশেষ লক্ষ্য
২৬. কোন ব্যাংক সঠিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে? (জ্ঞান)
ক বিশেষায়িত ব্যাংক খ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
গ ইসলামিক ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
২৭. ‘পদ্মা ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংককে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। এক্ষেত্রে ‘পদ্মা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক হিসেবে ভ‚মিকা পালন করে? (প্রয়োগ)
 বাণিজ্যিক ব্যাংক খ বিশেষায়িত ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ বিনিয়োগ ব্যাংক
২৮. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে কীভাবে? (অনুধাবন)
ক অর্থনৈতিক স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে
খ জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে
 সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে
ঘ ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে
২৯. বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে? (অনুধাবন)
ক সঞ্চয় সংগ্রহের মাধ্যমে খ মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে
গ অর্থের নিরাপত্তা দানের মাধ্যমে  ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে
৩০. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়? (অনুধাবন)
ক আমানত নিয়ন্ত্রণের  কর্মসংস্থানের
গ ঋণ নিয়ন্ত্রণের ঘ মুনাফা অর্জনের
৩১. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে? (অনুধাবন)
ক অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে
 আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে
গ সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
ঘ সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে
৩২. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে? (জ্ঞান)
ক সমবায় ব্যাংক খ বিশেষায়িত ব্যাংক
 বাণিজ্যিক ব্যাংক ঘ মার্চেন্ট ব্যাংক
৩৩. মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদির নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের কিরূপ উদ্দেশ্য? (জ্ঞান)
ক প্রধান উদ্দেশ্য খ বিশেষ উদ্দেশ্য
গ পরোক্ষ উদ্দেশ্য  অন্যতম উদ্দেশ্য
৩৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য কী? (জ্ঞান)
ক অর্থনৈতিক স্থিতিশীলতা খ সঞ্চয় প্রবণতা সৃষ্টি
 নিরাপত্তা প্রদান ঘ শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
৩৫. কেন্দ্রীয় ব্যাংকের কোন নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য? (জ্ঞান)
 ঋণ নিয়ন্ত্রণ নীতির খ ঋণ ব্যবস্থাপনা নীতির
গ ব্যাংক হার নীতির ঘ মুদ্রাসংক্রান্ত নীতির
৩৬. বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করে কীভাবে? (অনুধাবন)
 কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতির সাথে একাত্মতা প্রকাশ করে
খ প্রয়োজন মাফিক বাজারে ঋণদান করে
গ বিভিন্ন খাতে ঋণদান করে
ঘ কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণের কাম্য ব্যবহার করে
৩৭. ‘ইস্টার্ন ব্যাংক’ ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করে। ইস্টার্ন ব্যাংক কোন ধরনের ব্যাংক? (প্রয়োগ)
ক বিশেষায়িত ব্যাংক খ বিনিময় ব্যাংক
গ সমবায় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
৩৮. কোনটিকে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য? (অনুধাবন)
ক ঋণ সরবরাহ খ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন
 আমদানি ও রপ্তানি বাণিজ্য ঘ অর্থ স্থানান্তরে
৩৯. বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য কী? (অনুধাবন)
ক মুনাফা অর্জন
খ ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ
 বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা
ঘ জনকল্যাণ সাধন
৪০. বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়? (প্রয়োগ)
ক মুরুব্বি খ মধ্যমণি
 চালিকা শক্তি ঘ মাদার
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪১. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে (অনুধাবন)
র. মুনাফা অর্জন
রর. মূলধন গঠন
ররর. জনকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৪২. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করেÑ (অনুধাবন)
র. চেক
রর. হুন্ডি
ররর. বিনিময় বিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৪৩. বাণিজ্যিক ব্যাংকের মূলধন (অনুধাবন)
র. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয়
রর. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়
ররর. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৪. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো কেন্দ্রীয় ব্যাংকের (অনুধাবন)
র. শিল্পের উন্নয়ন নিশ্চিত করা
রর. ঋণনীতি কার্যক্রমে অংশগ্রহণ করা
ররর. ঋণ নিয়ন্ত্রণ সহযোগিতা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৪৫. সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বাণিজ্যিক ব্যাংকের যেসব কার্যক্রমÑ (অনুধাবন)
র. আমানত গ্রহণ
রর. মুনাফা অর্জন
ররর. ঋণদান কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৬. বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হলো (অনুধাবন)
র. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
রর. দেশের উন্নয়ন করা
ররর. সমাজের ধনী-দরিদ্রের দূরত্ব হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
৪৭. বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করে থাকেÑ (অনুধাবন)
র. ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে
রর. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণনীতির সাথে একাত্মতা প্রকাশ করে
ররর. আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৮. বাণিজ্যিক ব্যাংক বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করেÑ (অনুধাবন)
র. অধিক পরিমাণে ঋণ প্রদান করে
রর. রপ্তানি বাণিজ্যে সহায়তা দিয়ে
ররর. পণ্য আমদানির পথ সুগম করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. ‘সেতু ব্যাংক’ একটি বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংক যেসব উদ্দেশ্য অর্জনে কাজ করে তা হলোÑ (প্রয়োগ)
র. মুনাফা অর্জন
রর. মূলধন গঠন
ররর. জনকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
যমুনা ব্যাংক লি. ২০১৫ সালে জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় হিসেবে ১,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এ অর্থের ৬০% তারা শিল্পের মূলধন হিসেবে বিনিয়োগ করে। ফলে দেশের শিল্পায়নে এদের অবদান অপরিসীম।
৫০. যমুনা ব্যাংকের প্রধান কাজটির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যটি অর্জন করা সম্ভব? (প্রয়োগ)
ক অর্থ জমা খ মূলধন বিনিয়োগ
গ ঋণদান  মুনাফা অর্জন
৫১. কোন উদ্দেশ্যটিকে ভিত্তি করে যমুনা ব্যাংক ১,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে? (উচ্চতর দক্ষতা)
ক ঋণ মঞ্জুর খ মুনাফা অর্জন
 মূলধন গঠন ঘ ঋণ নিয়ন্ত্রণ
নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
যুগের সাথে সাথে উত্তরা ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। উত্তরা ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদেরকে ধার দিয়ে থাকে। উত্তরা ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও তার আরও অন্যান্য উদ্দেশ্য আছে।
৫২. উত্তরা ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে কীভাবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে? (প্রয়োগ)
ক শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা করে
খ অর্থ, মূল্যবান গহনা সংরক্ষণ করে
 চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে
ঘ নোট ইস্যু করে
৫৩. উত্তরা ব্যাংক যেসব লাভজনক খাতে বিনিয়োগ করে (উচ্চতর দক্ষতা)
র. শেয়ার
রর. ঋণপত্র
ররর. যোগাযোগ ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি ¡ পৃষ্ঠা : ৯৬
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৪. চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত গ্রহণ করা ব্যাংকের কী ধরনের কাজ? (জ্ঞান)
 প্রধান খ সাধারণ
গ বিশেষ ঘ অন্যান্য
৫৫. ব্যাংক সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমা অর্থের ওপর কী হারে সুদ প্রদান করে থাকে? (জ্ঞান)
 নির্দিষ্ট হারে খ অনির্দিষ্ট হারে
গ ১০% হারে ঘ ১৫% হারে
৫৬. মি. কামালের বিভিন্ন ব্যাংকে চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাব খোলা আছে। মি. কামাল কোনো সুদ পাবেন না কোন হিসাবটিতে? (প্রয়োগ)
ক স্থায়ী খ সঞ্চয়ী
 চলতি ঘ মুদারাবা হিসাব
৫৭. জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংক কী গঠন করে থাকে? (জ্ঞান)
ক তহবিল খ সঞ্চয় প্রবণতা
 মূলধন ঘ কল্যাণ তহবিল
৫৮. ব্যাংক জনগণের নিকট হতে আমানত হিসেবে গ্রহণ করে কোনটি? (জ্ঞান)
 সঞ্চিত অর্থ খ ব্যাংক ড্রাফট
গ বৈদেশিক মুদ্রা ঘ বিনিময় বিল
৫৯. ঋণ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ কেন? (অনুধাবন)
ক এর ফলে মূলধন গঠিত হয়
খ এর ফলে বিনিময়ের মাধ্যম সৃষ্টি হয়
 এর ফলে উৎপাদনমুখী কাজে সহায়তা হয়
ঘ এর ফলে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে
৬০. ব্যাংক ব্যবসায়ীদের ঋণ দিয়ে কোন ধরনের কাজে সহায়তা করে? (অনুধাবন)
ক সেবামূলক  উৎপাদনমূলক
গ পরিকল্পনামূলক ঘ কেনাবেচামূলক
৬১. ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিকহারে সুদ আদায় করে। এই অতিরিক্ত সুদের হারকে কী বলে? (জ্ঞান)
ক আয়ের প্রধান উৎস খ অর্জিত আয়
 ব্যাংকের কার্য পরিচালনাগত আয় ঘ আমানতজনিত আয়
৬২. মি. রায়না একজন ঋণগ্রহীতা। তিনি তার হিসাব থেকে যত টাকা উত্তোলন করবেন সেটা ঐ হিসাবে কী করা হবে? (প্রয়োগ)
 ডেবিট করা হবে খ ক্রেডিট করা হবে
গ ডেবিট ও ক্রেডিট করা হবে ঘ জমা রাখা হবে
৬৩. ব্যাংক ঋণের মাধ্যমে কী সৃষ্টি করে? (জ্ঞান)
 আমানত খ গ্রাহক
গ বিনিয়োগ ঘ কর্মসংস্থান
৬৪. রাসেল সাহেব সিটি ব্যাংক হতে ঋণ গ্রহণের সময় একটি হিসাব খোলেন। ব্যাংক সে হিসাবে ঋণের অর্থ জমা রাখে বা ক্রেডিট করে। রাসেল সাহেব তার প্রয়োজন মতো সেই হিসাব থেকে অর্থ উত্তোলন করে যা হিসাবে ডেবিট করা হয়। এভাবে সিটি ব্যাংক ডেবিট ক্রেডিটের মাধ্যমে কী সৃষ্টি করে? (প্রয়োগ)
ক বিনিময় মাধ্যম খ কর্মসংস্থান
 ঋণ আমানত ঘ ঋণ নিয়ন্ত্রণ
৬৫. কোন ব্যাংক লেনদেন ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? (জ্ঞান)
ক কেন্দ্রীয় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
গ সঞ্চয়ী ব্যাংক ঘ সরকারি ব্যাংক
৬৬. সুবর্ণা ব্যাংক দেনাপাওনা নিষ্পত্তিতে পে-অর্ডার ব্যবহার করে থাকে। ব্যাংক কর্তৃক ব্যবহৃত এ পে-অর্ডার কোনটি সৃষ্টি করে? (প্রয়োগ)
ক অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যম খ মূলধন গঠনের মাধ্যম
 বিনিময় মাধ্যম ঘ সঞ্চয় বৃদ্ধির মাধ্যম
৬৭. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি কোনটি? (জ্ঞান)
ক শিল্পোন্নয়ন খ অর্থ স্থানান্তর
 মূলধন গঠন ঘ নোট ইস্যু
৬৮. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক? (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক খ শাখা ব্যাংক
 বাণিজ্যিক ব্যাংক ঘ বিনিময় ব্যাংক
৬৯. সরাসরি মুদ্রা প্রচলন করে কে? (জ্ঞান)
ক বাণিজ্যিক ব্যাংক  কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ সোনালী ব্যাংক
৭০. পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে কোন ব্যাংক? (জ্ঞান)
ক বিশেষায়িত ব্যাংক খ কেন্দ্রীয় ব্যাংক
 বাণিজ্যিক ব্যাংক ঘ সমবায় ব্যাংক
৭১. মাহীনের জনতা ব্যাংকে সঞ্চয়ী হিসাবে দুই লক্ষ টাকা জমা আছে। সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করতে চান। সে ব্যাংকের মাধ্যমে কীভাবে এই টাকা পরিশোধ করতে পারবে? (প্রয়োগ)
ক নোট ইস্যু করে খ পে-অর্ডার করে
 চেকের মাধ্যমে ঘ কিস্তিতে
৭২. নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে? (অনুধাবন)
ক বিনিময় বিল  ব্যাংক চেক
গ প্রত্যয়নপত্র ঘ পে-অর্ডার
৭৩. বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির কী হিসেবে কাজ করে? (জ্ঞান)
ক ব্যাংকার খ মধ্যস্থতাকারী
গ প্রতিনিধি  অছি
৭৪. অছি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোন কাজ করে? (অনুধাবন)
ক শেয়ার ক্রয় করে
খ সিকিউরিটিজ বিক্রয় করে
 ওয়ারিশদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয়
ঘ ঋণপত্র বিক্রি করে দেয়
৭৫. সোনিয়া বেগম প্রিম ব্যাংকে মূল্যবান দলিলপত্র গহনা ইত্যাদি জমা রাখে। এখানে প্রিম ব্যাংক সোনিয়া বেগমের কী হিসেবে কাজ করবে? (প্রয়োগ)
ক প্রতিনিধি  অছি
গ তত্ত¡াবধায়ক ঘ অংশীদার
৭৬. মি. করিম তার কোম্পানি দেখাশোনার ভার এনসিসি ব্যাংক লি. কে অর্পণ করেন। কিছুদিন পর মি. করিমের মৃত্যু হয়। এনসিসি ব্যাংক ঐ সম্পত্তি তার পুত্র ও স্ত্রীর মধ্যে ভাগ করে দেন। এখানে এনসিসি ব্যাংক কী হিসেবে কাজ করে? (প্রয়োগ)
ক সেবা খ প্রতিনিধি
 অছি ঘ অবলেখক
৭৭. কোন ব্যাংক আন্তর্জাতিক দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে? (জ্ঞান)
ক আন্তর্জাতিক ব্যাংক খ বিনিয়োগ ব্যাংক
গ আঞ্চলিক ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
৭৮. খঈ-এর পূর্ণরূপ কোনটি? (জ্ঞান)
 খবঃঃবৎ ড়ভ ঈৎবফরঃ খ খবঃঃবৎ ড়ভ ঈধহফরফধঃব
গ খবঃঃবৎ ড়ভ ঈবহঃৎধষ ঙভভরপব ঘ খবঃঃবৎ ড়ভ ঈঁংঃড়সবৎ
৭৯. প্রত্যয়নপত্র (খঈ) কী? (জ্ঞান)
ক আমদানিকারককে রপ্তানিকারকের পক্ষ থেকে অর্থ প্রদানের আবেদনপত্র
 রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা
গ গ্রাহক কর্তৃক ব্যাংক থেকে টাকা উত্তোলনের রসিদ
ঘ ব্যাংকের সাথে আমদানিকারকের চুক্তিপত্র
৮০. কোন ব্যাংক সরকারের কোষাগার হিসেবে কাজ করে? (জ্ঞান)
 কেন্দ্রীয় ব্যাংক খ বাণিজ্যিক ব্যাংক
গ শিল্প ব্যাংক ঘ বিনিয়োগ ব্যাংক
৮১. ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজটি করে? (জ্ঞান)
ক দলিলপত্র সংরক্ষণ খ প্রত্যয়নপত্র ইস্যু
 বিনিময় বিল ভাঙানো ঘ লকার ভাড়া দেয়া
৮২. ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করার যৌক্তিকতা কী? (উচ্চতর দক্ষতা)
 মূলধনের গতিশীলতা বৃদ্ধি খ শিক্ষা মান উন্নয়ন
গ দেশের বাহিরে অর্থ স্থানান্তর করা ঘ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
৮৩. নিচের কোনটি দেশের মোট উৎপাদন ও মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে? (অনুধাবন)
ক নোট ইস্যু খ ঋণ আমানত
 মূলধন বিনিয়োগ ঘ পরামর্শদান
৮৪. ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করার যৌক্তিকতা কী? (উচ্চতর দক্ষতা)
 মূলধনের গতিশীলতা বৃদ্ধি খ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য
গ দেশের বাহিরে অর্থ স্থানান্তর করা ঘ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
৮৫. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উন্নয়নমূলক কাজ? (অনুধাবন)
 অর্থনৈতিক খ সামাজিক
গ রাজনৈতিক ঘ ব্যক্তিক
৮৬. অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে নিচের কোনটি করতে হয়? (অনুধাবন)
 জীবনযাত্রার মান উন্নয়ন খ শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন
গ বিনিময়ের মাধ্যমে সৃষ্টি ঘ কর্মসংস্থান সৃষ্টি
৮৭. বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও বাইরে অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে কোনটি যুক্তিসংগত? (উচ্চতর দক্ষতা)
 বিনিময়ের মাধ্যম খ সম্পদ ব্যবস্থাপনা
গ ঋণের সংকোচন ও স¤প্রসারণ ঘ শিল্পোন্নয়ন প্রক্রিয়া
৮৮. ব্যাংকে অর্থ জমা রাখার প্রধান কারণ কোনটি? (জ্ঞান)
ক মুনাফা অর্জন খ সুদ গ্রহণ
 নিরাপত্তা ঘ ব্যক্তিস্বার্থ
৮৯. বাণিজ্যিক ব্যাংক জনগণের অর্থের নিরাপত্তা দেয় কীভাবে? (অনুধাবন)
ক অর্থ বিনিয়োগের মাধ্যমে খ অর্থ রূপান্তরের মাধ্যমে
গ অর্থ সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে  অর্থ জমা রাখার মাধ্যমে
৯০. বাড়ি ভাড়া আদায় বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ? (জ্ঞান)
ক পরামর্শমূলক  সম্পদ ব্যবস্থাপনা
গ নিরাপত্তামূলক ঘ অছি হিসেবে কাজ
৯১. মুদ্রাবাজারের নিয়ন্ত্রক কোন ব্যাংক? (জ্ঞান)
 কেন্দ্রীয় ব্যাংক খ বিশেষায়িত ব্যাংক
গ বাণিজ্যিক ব্যাংক ঘ সমবায় ব্যাংক
৯২. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে- (জ্ঞান)
ক বিনিয়োগ ব্যাংক খ শিল্প ব্যাংক
গ সমবায় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
৯৩. কীভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে? (অনুধাবন)
 ঋণের সংকোচন ও স¤প্রসারণের মাধ্যমে
খ দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে
গ ঋণনীতি অনুসরণের মাধ্যমে
ঘ কৃষিক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে
৯৪. অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একান্ত জরুরিÑ (জ্ঞান)
 ঋণ নিয়ন্ত্রণ খ ঋণনীতি অনুসরণ
গ মূলধন বিনিয়োগ ঘ অর্থ স্থানান্তর
৯৫. বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করে? (অনুধাবন)
ক মূলধন সরবরাহের মাধ্যমে খ তহবিল সংগ্রহের মাধ্যমে
 ঋণ প্রদানের মাধ্যমে ঘ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে
৯৬. বাণিজ্যিক ব্যাংক শিল্প প্রতিষ্ঠানসমূহকে শিল্পোন্নয়নে সাহায্য করে কীভাবে? (অনুধাবন)
ক দেশের আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে খ ঋণ সরবরাহের মাধ্যমে
 দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে ঘ মূলধন গঠনের মাধ্যমে
৯৭. বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও বাহিরে অর্থ স্থানান্তর করে কীভাবে? (অনুধাবন)
ক শিল্প প্রক্রিয়ার সাহায্যে
খ ঋণের সংকোচন ও স¤প্রসারণের মাধ্যমে
 বিনিময় মাধ্যমের সাহায্যে
ঘ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে
৯৮. আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন ও উপদেশ প্রদান করা ব্যাংকের কোন ধরনের কাজ? (অনুধাবন)
ক সেবামূলক কাজ  প্রতিনিধিমূলক কাজ
গ উৎপাদনমূলক কাজ ঘ পরামর্শমূলক কাজ
৯৯. বাণিজ্যিক ব্যাংক কিসের বিনিময়ে মক্কেলের অর্থ স্থানান্তর করে? (অনুধাবন)
 কমিশনের খ সুদের
গ চার্জের ঘ করের
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০০. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো- (অনুধাবন)
র. জনগণের সঞ্চিত অর্থ সংগ্রহ করা
রর. কর্মসংস্থান সৃষ্টি করা
ররর. গ্রাহকদের ঋণ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০১. জনাব মাহফুজ আনামের বিভিন্ন ব্যাংকে চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাব নামে তিনটি হিসাব রয়েছে। জনাব মাহফুজকে ব্যাংক সুদ প্রদান করবেÑ (প্রয়োগ)
র. চলতি হিসাবে জমাকৃত অর্থের ওপর
রর. স্থায়ী হিসাবে জমাকৃত অর্থের ওপর
ররর. সঞ্চয়ী হিসাবে জমাকৃত অর্থের ওপর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১০২. ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে (অনুধাবন)
র. স্থায়ী হিসাবের আমানতকারীদের
রর. চলতি হিসাবের আমানতকারীদের
ররর. সঞ্চয়ী হিসাবের আমানতকারীদের
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৩. বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো (অনুধাবন)
র. চলতি আমানত গ্রহণ করা
রর. সঞ্চয়ী আমানত গ্রহণ করা
ররর. স্থায়ী আমানত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১০৪. ঋণ আমানত সৃষ্টির কৌশলগুলো হলো (অনুধাবন)
র. বিনিয়োগের মাধ্যমে ঋণ সৃষ্টি
রর. ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি
ররর. আমানতকৃত অর্থ হতে ঋণের সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১০৫. বাণিজ্যিক ব্যাংকসমূহ দেনা-পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যবহার করে (অনুধাবন)
র. ব্যাংক ড্রাফট
রর. প্রত্যয়নপত্র ও চেক
ররর. ডেবিট কার্ড
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১০৬. চেক, ভ্রমণকারীর চেক ও পে-অর্ডারের মাধ্যমে (অনুধাবন)
র. মুনাফা বৃদ্ধির পথ সুগম হয়
রর. আর্থিক ঝুঁকি হ্রাস পায়
ররর. অর্থ স্থানান্তর কার্য সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১০৭. বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাজসমূহ হলো (অনুধাবন)
র. প্রত্যয়নপত্র ইস্যু করা
রর. বিনিময় বিলে স্বীকৃতি দেয়া
ররর. বিনিময়ের হার নির্ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১০৮. সবুজ ব্যাংক প্রত্যয়নপত্র (খঈ)-এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে থাকে। এর ফলেÑ (প্রয়োগ)
র. আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক সম্পর্ক স্থাপিত হয়
রর. আমদানি ও রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়
ররর. গ্রাহক-প্রতিনিধি সম্পর্ক স্থাপিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১০৯. বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ ভ‚মিকা হলো (অনুধাবন)
র. ব্যবসায়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে
রর. বিদেশের বাজারে দেশীয় পণ্যের চাহিদা ও পরিস্থিতি বিশ্লেষণ করে
ররর. ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে প্রত্যক্ষভাবে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১০. অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংক ভ‚মিকা রাখে (অনুধাবন)
র. শিল্পে
রর. বাণিজ্যে
ররর. শিক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১১১. গ্রাহকগণ লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখে (অনুধাবন)
র. দলিলপত্র
রর. অলঙ্কারাদি
ররর. কৃষি যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
শাহানার মেঘনা ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে ১ লক্ষ ৪০ হাজার টাকা জমা আছে। সে ৭৫ হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় করে কিন্তু প্রয়োজনীয় নগদ টাকা তার কাছে না থাকায় সে চেক দিয়ে পরিশোধ করল।
১১২. এমতাবস্থায় শাহানার ক্রয়কৃত কম্পিউটারের অর্থ পরিশোধের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? (প্রয়োগ)
 চেক খ বিল
গ ব্যাংক ড্রাফট ঘ পে-অর্ডার
১১৩. কম্পিউটারের অর্থ পরিশোধের উপায়টি সরকারের মুদ্রা প্রচলনেÑ (উচ্চতর দক্ষতা)
র. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে
রর. বৈদেশিক মুদ্রাকে দেশীয় মুদ্রায় রূপান্তরের কাজ করে
ররর. বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
জেব্রা ব্যাংক ঋণ গ্রহণের সময় ঋণগ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে ক্রেডিট করা হয়। এরপর যে পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক হিসাবের মাধ্যমে আমানত সৃষ্টি হয়।
১১৪. ‘ঋণ আমানত সৃষ্টি’ জেব্রা ব্যাংকের কোন ধরনের কাজ? (প্রয়োগ)
 প্রধান কাজ খ বিশেষ কাজ
গ অন্যান্য কাজ ঘ সহায়ক কাজ
১১৫. জেব্রা ব্যাংকের রক্ষাকবচ হচ্ছেÑ (উচ্চতর দক্ষতা)
র. স্থায়ী সম্পদ
রর. নগদ অর্থ
ররর. সিকিউরিটি বিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস ¡ পৃষ্ঠা : ৯৮
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৬. বাণিজ্যিক ব্যাংক সাধারণত কয় ধরনের উৎস থেকে তার তহবিল সংগ্রহ করে থাকে? (জ্ঞান)
ক ২ খ ৩
 ৪ ঘ ৫
১১৭. ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
ক ধার গ্রহণ খ আমানত
 পরিশোধিত মুলধন ঘ সংরক্ষিত তহবিল
১১৮. ‘সুবর্ণা ব্যাংকের’ নিজস্ব তহবিলসমূহ যথাক্রমে পরিশোধিত মূলধন ১০ কোটি, সঞ্চিতি তহবিল ১০০ কোটি, আমানত ১১০ কোটি এবং ঋণপ্রদান ৬০ কোটি টাকা। এক্ষেত্রে সুবর্ণা ব্যাংকের তহবিলের প্রদান উৎস কোনটি? (প্রয়োগ)
 পরিশোধিত মূলধন খ সঞ্চিতি তহবিল
গ আমানত ঘ ঋণ
১১৯. কোন প্রতিষ্ঠানে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে? (অনুধাবন)
ক সরকারি প্রতিষ্ঠানে খ যৌথমূলধনী কারবারি প্রতিষ্ঠানে
 অংশীদারি কারবারি প্রতিষ্ঠানে ঘ পাবলিক লিমিটেড কোম্পানিতে
১২০. যৌথ মূলধনী কোম্পানি কোনটির মাধ্যমে মূলধন গঠন করে? (অনুধাবন)
ক ঋণ গ্রহণের মাধ্যমে  শেয়ার ইস্যু করে
গ সংরক্ষিত তহবিলের মাধ্যমে ঘ মূলধন সরবরাহের মাধ্যমে
১২১. প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক মূলধন খ পরিশোধিত তহবিল
 সংরক্ষিত তহবিল ঘ ব্যাংকের তহবিল
১২২. নাভানা প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। এটি নাভানা ব্যাংকের কোন ধরনের তহবিলের উৎস? (প্রয়োগ)
ক পরিশোধিত মূলধন  সংরক্ষিত তহবিল
গ আমানত ঘ ঋণ সঞ্চিতি
১২৩. বাণিজ্যিক ব্যাংক নিচের কোনটি বিক্রয় করে মুদ্রাবাজার হতে তহবিল সংগ্রহ করে থাকে? (অনুধাবন)
ক পণ্য বিক্রয় করে খ রক্ষিত সম্পত্তি বিক্রয় করে
 ঋণপত্র বিক্রয় করে ঘ শেয়ার বিক্রি করে
১২৪. বাণিজ্যিক ব্যাংক কয় প্রকার জামানত গ্রহণ করে? (জ্ঞান)
 ২ খ ৩
গ ৪ ঘ ৫
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৫. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো হলো (অনুধাবন)
র. আমানত
রর. ধার গ্রহণ
ররর. সংরক্ষিত তহবিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১২৬. পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংকের (অনুধাবন)
র. ঋণকৃত উৎস
রর. প্রধান উৎস
ররর. প্রাথমিক উৎস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
 রর ও ররর ঘ র, রর ও ররর
১২৭. ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। কারণÑ (উচ্চতর দক্ষতা)
র. এই মূলধন নিয়েই ব্যাংকের যাত্রা শুরু হয়
রর. এই মূলধন মালিকগণ নিজেরা সরবরাহ করে
ররর. এই মূলধন শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১২৮. বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহে স্থায়ী হিসেবের গুরুত্ব সর্বাধিক। কারণÑ (উচ্চতর দক্ষতা)
র. ব্যাংক এ আমানতে দীর্ঘদিন ঋণ দিতে পারে
রর. এ আমানতের আয়ের পরিমাণ সর্বাধিক
ররর. এ আমানত আমানতকারী একত্রে তুলে নেয় না
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৯. ব্যাংক আমানতকৃত অর্থ থেকে মুনাফা অর্জন করে অনুধাবন)
র. ঋণ প্রদানের মাধ্যমে
রর. বিনিয়োগ হিসেবে ব্যবসায় ব্যবহার করে
ররর. মুদ্রাবাজারে সিকিউরিটি বিক্রয় করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩০. বাণিজ্যিক ব্যাংকসমূহ ঋণ নিতে পারে (অনুধাবন)
র. কেন্দ্রীয় ব্যাংক থেকে
রর. আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে
ররর. অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩১. মুদ্রাবাজার হতে বাণিজ্যিক ব্যাংক তহবিল সংগ্রহ করে থাকে (অনুধাবন)
র. সিকিউরিটি বিক্রয় করে
রর. ঋণপত্র বিক্রয় করে
ররর. বিনিময় বিল বাট্টাকরণ করে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৩২. বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে থাকে (অনুধাবন)
র. স্থায়ী মেয়াদে
রর. চলতি মেয়াদে
ররর. সঞ্চয়ী মেয়াদে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ ¡ পৃষ্ঠা : ৯৮
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৩. ‘দক্ষিণ ব্যাংক’ নজরুল সাহেবকে ৫০ লাখ টাকা ঋণ প্রদান করেছে। এর বিপরীতে ব্যাংকটি নজরুল সাহেবের নিকট থেকে কী গ্রহণ করবে? (প্রয়োগ)
ক বাট্টা খ চার্জ
গ কমিশন  সুদ
১৩৪. বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ উপার্জন করে কীভাবে? (অনুধাবন)
 বিনিময় বিল বাট্টা করে খ ঋণপত্র বিক্রয় করে
গ সার্ভিস চার্জ গ্রহণ করে ঘ মুনাফার একটি অংশ সঞ্চয় করে
১৩৫. কিসের বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের যোগাযোগ সেবা প্রদান করে? (অনুধাবন)
ক সুদ খ মুদ্রা
গ বাট্টা  কমিশন
১৩৬. লকার ভাড়ার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে থাকে? (জ্ঞান)
ক কমিশন  সার্ভিস চার্জ
গ সুদ ঘ মুনাফা
১৩৭. আফরোজা বেগম বিজয় ব্যাংকে মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখেন। আফরোজা বেগম বিনিময়ে বিজয় ব্যাংকে কী প্রদান করেন? (প্রয়োগ)
 সার্ভিজ চার্জ খ কমিশন
গ সুদ ঘ বাট্টা
১৩৮. ব্যাংক মক্কেলের পক্ষ হয়ে চেকের অর্থ কিসের বিনিময়ে আদায় করে থাকে? (অনুধাবন)
 কমিশন খ সার্ভিস চার্জ
গ সুদ ঘ বাট্টা
১৩৯. কোনটি ক্রয়-বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে? (অনুধাবন)
 বৈদেশিক মুদ্রা খ পণ্য ক্রয়-বিক্রয়
গ বিল বাট্টাকরণ ঘ ঋণপত্র বিক্রয়
১৪০. কোন ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে ও লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করে? (অনুধাবন)
ক বিশ্বব্যাংক খ বিনিয়োগ ব্যাংক
গ আঞ্চলিক ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক
১৪১. নিচের কোনটি বাণিজ্যিক ঋণের দলিল? (অনুধাবন)
ক ব্যাংক ড্রাফট খ ট্রাভেলারস চেক
গ ভ্রাম্যমাণ নোট  প্রত্যয়নপত্র
১৪২. বাণিজ্যিক ব্যাংক আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকদের কী ইস্যু করে? (জ্ঞান)
ক শেয়ার  প্রত্যয়নপত্র
গ বিনিময় বিল ঘ ব্যাংক ড্রাফট
১৪৩. প্রত্যয়পত্র কার অনুক‚লে ইস্যু করা হয়? (জ্ঞান)
ক ব্যাংক খ সরকার
গ রপ্তানিকারক  আমদানিকারক
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৪. বাণিজিক ব্যাংকের আয়ের উৎস হলোÑ (অনুধাবন)
র. ঋণের সুদ
রর. ব্যাংক ড্রাফট
ররর. ট্রেজারি চালান
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৫. বাণিজ্যিক ব্যাংক ভ‚মিকা পালন করে (অনুধাবন)
র. বৈদেশিক বাণিজ্যে
রর. লেনদেন নিষ্পত্তিতে
ররর. অছি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৪৬. বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভ‚মিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে (অনুধাবন)
র. সার্ভিস চার্জ
রর. কমিশন
ররর. সুদ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৭. বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো (অনুধাবন)
র. ব্যাংক ড্রাফট
রর. প্রত্যয়পত্র
ররর. ক্রেডিট কার্ড
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৮. বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে (অনুধাবন)
র. ব্যবসায় প্রতিষ্ঠানে
রর. বৈদেশিক অর্থনীতিতে
ররর. সরকারকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৪৯. বাণিজ্যিক ব্যাংক মুনাফার অর্জনের লক্ষ্যে বিনিয়োগ করে থাকে (অনুধাবন)
র. সরকারি সিকিউরিটিতে
রর. শেয়ারে
ররর. ঋণপত্রে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
১৫০. বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে (অনুধাবন)
র. বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
রর. শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
ররর. প্রত্যয়নপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৫১. ‘গঙ্গা ব্যাংক’ একটি প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংক মুনাফা অর্জন করতে যেসব লাভজনক খাতে বিনিয়োগ করেÑ (প্রয়োগ)
র. শেয়ার
রর. ঋণপত্র
ররর. সরকারি সিকিউরিটি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর
গ রর ও ররর  র, রর ও ররর
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৫২ ও ১৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
ওয়েস্টার্ন ব্যাংক মোট আয়ের ৭০% অর্জন করে ঋণ প্রদান করে। চেক, পে-অর্ডার, ও প্রত্যয়নপত্র ইস্যু করেও আয় করে। তাছাড়াও ওয়াসার পক্ষ হয়ে এরা বিল সংগ্রহ করার মাধ্যমে আয় করে।
১৫২. কিসের বিনিময়ে ওয়েস্টার্ন ব্যাংক ওয়াসার পক্ষে কাজ করে? (প্রয়োগ)
ক কমিশন  চার্জ
গ সিকিউরিটি ঘ লকার ভাড়া
১৫৩. ওয়েস্টার্ন ব্যাংক-এর আয়ের প্রধান উৎস নিচের কোনটি বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
ক মুনাফা  ঋণের সুদ
গ কমিশন ঘ সার্ভিস চার্জ
বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ ¡ পৃষ্ঠা : ৯৯
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৪. বাণিজ্যিক ব্যাংক মক্কেলের আমানতের ওপর কী প্রদান করে? (জ্ঞান)
ক কমিশন খ বাট্টা
গ চার্জ  সুদ
১৫৫. কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণের ওপর বাণিজ্যিক ব্যাংক কোনটি প্রদান করে? (জ্ঞান)
 সুদ খ কমিশন
গ বাট্টা ঘ চার্জ
১৫৬. নিরীক্ষকের বিল বানিজ্যিক ব্যাংকে কী হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
 খরচের খাত খ আয়ের খাত
গ রক্ষাকবচ ঘ তহবিলের উত্তম
১৫৭. টেলেক্স বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খরচ? (জ্ঞান)
ক পরিবহন খরচ  যোগাযোগ খরচ
গ অফিস খরচ ঘ প্রত্যক্ষ মজুরি খরচ
১৫৮. বাণিজ্যিক ব্যাংকের যোগাযোগ খাতের খরচ কোনটি? (জ্ঞান)
 সুইফট খ বিজ্ঞাপন
গ প্রশিক্ষণ ঘ নিরীক্ষকের বিল

Leave a Reply