দ্বিতীয় শ্রেণির বাংলা ৪র্থ অধ্যায় আমাদের দেশ অনুশীলনীর উত্তর নিচে দেওয়া হলো।
৪র্থ অধ্যায় আমাদের দেশ
১, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
শেফালি- এক ধরণের ফুল।
বেলা- সময়
হেলা-অবহেলা
চাষা- চাষি, যিনি চাষ করেণ
ফলে- জন্মায়
২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
বেলা শেফালি হেলা
ক. কোনো কাজকে হেলা করব না।
খ. সারা বেলা খেলা করো না।
গ. শেফালি ফুল দিয়ে মালা গাঁথি।
৩। ছবি দেখি। কে কী কাজ করেন বলি ও লিখি।
মাঝি নৌকা চালান।
তাঁতি কাপড় তৈরি করেন।
রিকশাওয়ালা রিকশা চালান।
জেলে মাছ ধরেন।
৪. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক. গরু কোথায় চরে?
উত্তরঃ গরু মাছে চরে
খ. রাখাল কী করেন?
উত্তরঃ রাখাল মাছে গরু চরান আর বাঁশি বাজান।
গ. চাষি ভাই কী করেন? ঘ. জেলে ভাই কী করেন?
উত্তরঃ চাষা ভাই জমি চাষ করে ফসল ফলান।
ঘ. জেলে ভাই কী করেন?
উত্তরঃ জেলে ভাই নদীতে মাছ ধরেন।
ঙ. সকলের মুখে হাসি কেন?
উত্তরঃ সোনার ফসল আর খেত ভরা ধান দেখে সকলের মুখে হাসি।
৫. ছবি দেখি। ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
চাষি ভাই, গরু, রাখাল, খেতভরা, নদী
৬. কবিতাটি মুখস্থ বলি ও লিখি।
উত্তরঃ পাঠ্যবই থেকে কবিতাটি মুখস্থ করে বলো ও খাতায় লেখ।
১. উপহার বক্সে লেখা দাম পাশের ফাঁকা জায়গায় কথায় লিখি।
২. ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি।
২৭(সাতাশ), ২৯(উনত্রিশ), ৩২(বত্রিশ), ৪০(চল্লিশ), ৪৭(সাতচল্লিশ)