You are currently viewing তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৩ বিয়োগ

তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় ৩ বিয়োগ

অধ্যায়-৩ বিয়োগ
 এ অধ্যায়ে জানতে পারব
 বিয়োগ সম্পর্কে
 বিয়োজ্য, বিয়োজন ও বিয়োগফল সম্পর্কে
 বিয়োগের বিভিন্ন পদ্ধতি (পাশাপাশি বা উপরে-নিচে এবং হাতে না রেখে বা হাতে রেখে) সম্পর্কে
 যোগ ও বিয়োগের সম্পর্কে
 দৈনন্দিন জীবনে বিয়োগের বিভিন্ন বাস্তব ব্যবহার সম্পর্কে

গুরুত্বপূর্ণ তথ্য

৫৯৮  বিয়োজন
 ৩৭৫  বিয়োজ্য
২২৩  বিয়োগফল
 বিয়োগফল = বিয়োজন  বিয়োজ্য।
◙ যে সংখ্যা থেকে বিয়োজ্যকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে।
◙ বিয়োগ করার সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে () চিহ্ন ব্যবহার করতে হবে।
◙ একক স্থান থেকে বা ডান পাশ থেকে বিয়োগ শুরু করতে হবে।
◙ বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া।
 বিয়োজন  বিয়োজ্য = বিয়োগফল
বিয়োগফল + বিয়োজ্য = বিয়োজন
বিয়োজন  বিয়োগফল = বিয়োজ্য

৩.৪ নিজে করি: প্রশ্ন ও উত্তর

১। বিয়োগ করি
১) ৫৯৪  ২৩০ =
২) ৮০৫  ৪৭৯ =
৩) ৩০৩৬  ১৯৭৮ =
৪) ৫৯৩১  ৩৫৯৫ =
৫) ৬০১ ৬) ৫০২০ ৭) ৯০০৩
 ৫৮  ২৭৯৪  ১৭৩৮

১) ৫৯৪  ২৩০ =৩৬৪
২) ৮০৫  ৪৭৯ = ৩২৬
৩) ৩০৩৬  ১৯৭৮ = ১০৫৮
৪) ৫৯৩১  ৩৫৯৫ = ২৩৩৬
৫) ৬০১ ৬) ৫০২০ ৭) ৯০০৩
 ৫৮  ২৭৯৪  ১৭৩৮
৫৪৩ ২২২৬ ৭২৬৫
২। নাজমা বেগমের মাসিক আয় ৮৯৫০ টাকা এবং মাসিক ব্যয় ৮৭২৫ টাকা। তাঁর মাসিক জমা কত?
মাসিক আয় ৮৯৫০ টাকা
মাসিক ব্যয় ৮৭২৫ টাকা
রইল ২২৫ টাকা ৮৯৫০
 ৮৭২৫
২২৫
তাঁর মাসিক জমা ২২৫ টাকা।
উত্তর : ২২৫ টাকা।
৩। একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল ৩৮৬ রান করেছে এবং অস্ট্রেলিয়া দল ২৪২ রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত বেশি রান করেছে?
বাংলাদেশ দল করেছে ৩৮৬ রান
অস্ট্রেলিয়া দল করেছে ২৪২ রান
বেশি করেছে ১৪৪ রান ৩৮৬
 ২৪২
১৪৪
বাংলাদেশ দল বেশি রান করেছে এবং ১৪৪ রান বেশি করেছে।
উত্তর : ১৪৪ রান।
৪। সুমন সাহেব বই মেলায় প্রথম দিন ৩২৬০ টাকা এবং দ্বিতীয় দিন ৫৭৮৫ টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকা বেশি বিক্রি করলেন?

দ্বিতীয় দিয়ে বিক্রি করেন ৫৭৮৫ টাকা
প্রথম দিনে বিক্রি করেন ৩২৬০ টাকা
বেশি বিক্রি করেন ২৫২৫ টাকা ৫৭৮৫
 ৩২৬০
২৫২৫
দ্বিতীয় দিনে ২৫২৫ টাকা বেশি বিক্রি করলেন।
উত্তর : ২৫২৫ টাকা।
৫। লুনার ২৬৫০ টাকা আছে এবং সুমার ১২৩০ টাকা আছে। লুনার কত টাকা বেশি আছে?
লুনার আছে ২৬৫০ টাকা
সুমার আছে ১২৩০ টাকা
বেশি আছে ১৪২০ টাকা ২৬৫০
 ১২৩০
১৪২০
লুনার ১৪২০ টাকা বেশি আছে।
উত্তর : ১৪২০ টাকা।
৬। একটি নার্সারিতে ৯৮৮টি গোলাপের চারাগাছ ও ৬৭২টি জবার চারাগাছ আছে। ঐ নার্সারিতে কতটি গোলাপের চারাগাছ বেশি আছে?
গোলাপের চারাগাছ আছে ৯৮৮টি
জবার চারাগাছ আছে ৬৭২টি
বেশি আছে ৩১৬টি ৯৮৮
 ৬৭২
৩১৬
ঐ নার্সারিতে ৩১৬টি গোলাপের চারাগাছ বেশি আছে।
উত্তর : ৩১৬টি।
৭। আব্দুল করিম সাহেব ১২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৯৬০ টাকা খরচ করলেন। তাঁর কাছে কত টাকা অবশিষ্ট রইল?
বাজারে নিয়ে গেলেন ১২৫০ টাকা
খরচ করলেন ৯৬০ টাকা
রইল ২৯০ টাকা ১২৫০
 ৯৬০
২৯০
তাঁর কাছে ২৯০ টাকা অবশিষ্ট রইল।
উত্তর : ২৯০ টাকা।
৮। ৪৭৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে ২৫০ পাওয়া যাবে?
দেওয়া আছে, বিয়োজন = ৪৭৫
বিয়োগফল = ২৫০
আমরা জানি, বিয়োজন  বিয়োজ্য = বিয়োগফল
 বিয়োজ্য = বিয়োজন  বিয়োগফল ৪৭৫
= ৪৭৫  ২৫০  ২৫০
= ২২৫ ২২৫
উত্তর : ২২৫।
৯। একটি বিদ্যালয়ে ১৪৭৫ জন ছাত্রছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা ৯৩০। ছাত্রের সংখ্যা কত?
ছাত্রছাত্রীর সংখ্যা ১৪৭৫
ছাত্রীর সংখ্যা ৯৩০
ছাত্র সংখ্যা ৫৪৫
১৪৭৫
 ৯৩০
৫৪৫

উত্তর : ৫৪৫ জন।
১০। সৈয়দপুর গ্রামের জনসংখ্যা ৩৮৭৬। পুরুষের সংখ্যা ১৯৪৩। নারীর সংখ্যা কত?
মোট জনসংখ্যা ৩৮৭৬
পুরুষের সংখ্যা ১৯৪৩
নারীর সংখ্যা ১৯৩৩
৩৮৭৬
 ১৯৪৩
১৯৩৩

উত্তর : ১৯৩৩ জন।

 

 

 

৩.৬ নিজে করি
১। যোগ করি

১) ২০ + ৩০ = ৫০ ২) ৭০০ + ৩০০ = ১০০০
৩) ৫৩৪ + ২৬৩ = ৭৯৭ ৪) ৩১৮ + ৫৭১ = ৮৮৯
৫) ৪১৬ + ২৫৯ + ৩৯ = ৭১৪ ৬) ২১ + ৩০১ + ৫২৪৫ = ৫৫৬৭
৭) ৮২৩১ + ১০৫৩ = ৯২৮৪ ৮) ২৫০৮ + ৩৬৯ + ৫৯৫৮ = ৮৮৩৫
৯) ৯৮ + ১০৮৯ + ৩৬০৭ + ২৬৫৯ = ৭৪৫৩ ১০) ৪১০৯ + ১৮২৩ + ৩০৯ + ৪০৩৮ = ১০২৭৯
২। যোগ করি

১) ১৯৪ ২) ৯৩৭ ৩) ১৮৭
+ ৭০৪ + ৯৯৯ + ৮৯৬
৮৯৮ ১৯৩৬ ১০৮৩
৪) ১৫০১ ৫) ৭৪২৯ ৬) ১১০৮
+ ৬২৬৩ + ১৬৩৯ + ৮০৯৭
৭৭৬৪ ৯০৬৮ ৯২০৫
৭) ৩০ ৮) ৩৬০৩ ৯) ৬১৭১
১৫০১ ৩৯৫ ১৫৩০
+ ৬২৫৮ + ৫০৪৭ + ২০৪৮
৭৭৮৯ ৯০৪৫ ৯৭৪৯
১০) ১৬২৮ ১১) ৪৩৭১ ১২) ১৭৯২
৬৭ ১৬৯২ ৩৪০৯
৩৯৫ ২০৪৯ ২৬৩৭
+ ৩০৪৩ + ১৯০৩ + ১৮৫১
৫১৩৩ ১০০১৫ ৯৬৮৯
৩। বিয়োগ করি

১) ৫৮২  ৩৭১ = ২১১ ২) ১৪৯  ৫৮ = ৯১
৩) ৬০৩  ২৮৫ = ৩১৮ ৪) ৪১৩  ২৯৬ = ১১৭
৫) ৭৪০  ৪৯২ = ২৪৮ ৬) ৩০০৪  ৩৪৯ = ২৬৫৫
৭) ৫৯৩১  ২৯৫২ = ২৯৭৯ ৮) ৮২৪৩  ১৩৫৮ = ৬৮৮৫
৯) ৬০০০  ৫৯৮৩ = ১৭ ১০) ৯৩২০  ৭৫৪১ = ১৭৭৯
৪। বিয়োগ করি

১) ৫৯৩ ২) ১৩৮ ৩) ৭৯৫
 ৪১  ৫৯  ৩৪১
৫৫২ ৭৯ ৪৫৪
৪) ২১৭৫ ৫) ১০৭০ ৬) ৫০০০
 ২০৯  ৭৬২  ৪৭১
১৯৬৬ ৩০৮ ৪৫২৯
৭) ৭১৮৩ ৮) ৪৯০৪ ৯) ৮২১৩
 ২৬৯২  ৩১৮২  ৪৮৯৩
৪৪৯১ ১৭২২ ৩৩২০
১০) ১০০০ ১১) ৩০২০ ১২) ৫১০৩
 ১৮৫  ২৯৫১  ২৩৬৫
৮১৫ ৬৯ ২৭৩৮

৫। করিমগঞ্জ স্কুলে ৭২৫ জন শিক্ষার্থী ছিল। ১৩০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো?
শিক্ষার্থী ছিল ৭২৫ জন ৭২৫
নতুন ভর্তি হলো ১৩০ জন + ১৩০
মোট শিক্ষার্থী হলো ৮৫৫ জন ৮৫৫
উত্তর : ৮৫৫ জন।
৬। একটি ক্রিকেট খেলায় সুজন ১২০ রান, সুমন ৮৫ রান ও সুজয় ৬৭ রান করল। তারা একত্রে কত রান করল?
সুজন করল ১২০ রান ১২০
সুমন করল ৮৫ রান ৮৫
সুজয় করল ৬৭ রান + ৬৭
মোট ২৭২ রান ২৭২
উত্তর : ২৭২ রান।
৭। দুইটি সংখ্যার যোগফল ৮৪৩০। এদের একটি ৫২৭৫, অপর সংখ্যাটি কত?
দুইটি সংখ্যার যোগফল ৮৪৩০ ৮৪৩০
একটি সংখ্যা ৫২৭৫  ৫২৭৫
অপর সংখ্যা ৩১৫৫ ৩১৫৫
উত্তর : ৩১৫৫।
৮। অজয় বাবু ৪২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তাঁর কাছে ৮৯০ টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন?
বাজারে নিয়ে গেলেন ৪২৫০টাকা ৪২৫০
কাছে রইল ৮৯০টাকা  ৮৯০
খরচ করেছেন ৩৩৬০টাকা ৩৩৬০
উত্তর : ৩৩৬০ টাকা।
৯। দুইটি সংখ্যার বিয়োগফল ৯৩০। ছোট সংখ্যাটি ১৫৫৫। বড় সংখ্যাটি কত?
দুইটি সংখ্যার বিয়োগফল ৯৩০
ছোট সংখ্যাটি (+) ১৫৫৫
বড় সংখ্যাটি ২৪৮৫
উত্তর : ২৪৮৫।
১০। মাহমুদা বেগম ১৫০০ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৩৭৫ টাকার চাউল, ৫৩০ টাকার মাছ এবং ৩৫০ টাকার সবজি কিনলেন। তাঁর কাছে আর কত টাকা রইল?
চাল ৩৭৫ টাকা ৩৭৫
মাছ ৫৩০ টাকা ৫৩০
সবজি ৩৫০ টাকা + ৩৫০
মোট খরচ ১২৫৫ টাকা ১২৫৫

বাজারে নিয়ে গেলেন ১৫০০ টাকা ১৫০০
মোট খরচ ১২৫৫ টাকা  ১২৫৫
রইল ২৪৫ টাকা ২৪৫
তাঁর কাছে আর ২৪৫ টাকা রইল।
উত্তর : ২৪৫ টাকা।
১১। একটি মুরগির খামারে ৯৫০টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে ৫৩২টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। ঐ খামারে ৪২০টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে?
মুরগি বাচ্চা ছিল ৯৫০টি ৯৫০
বিক্রি করা হলো ৫৩২টি  ৫৩২
বাচ্চা রইল ৪১৮টি ৪১৮
বাচ্চা রইল ৪১৮টি ৪১৮
নতুন আনা হলো ৪২০টি + ৪২০
মোট হলো ৮৩৮টি ৮৩৮
এখন খামারে ৮৩৮টি মুরগির বাচ্চা আছে।
উত্তর : ৮৩৮টি।
১২। রুমার ৮২৫ টাকা আছে। রুমার থেকে আনুর ২১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে?
রুমার কাছে আছে ৮২৫ টাকা
রুমার থেকে আনুর ২১৫ টাকা কম আছে।
তাহলে আনুর আছে (৮২৫  ২১৫) টাকা
= ৬১০ টাকা।
তপুর আছে = রুমার টাকা + রুনার টাকা
= (৮২৫ + ৬১০) টাকা
= ১৪৩৫ টাকা
উত্তর : ১৪৩৫ টাকা।
১৩। একটি বাগানে ২৭৬টি পেয়ারা গাছ এবং ৪৫টি আম গাছ আছে। বাগানে মোট কতটি গাছ আছে?
বাগানে পেয়ারা গাছ আছে ২৭৬টি
আম গাছ আছে (+) ৪৫টি
বাগানে মোট গাছ আছে ৩২১টি ২৭৬
+ ৪৫
৩২১
উত্তর : ৩২১টি।
১৪। ছেলের বয়স ১৮ বছর এবং মায়ের বয়স ৫২ বছর। ১০ বছর পর তাদের মোট বয়স কত হবে?
ছেলের বর্তমান বয়স ১৮ বছর
+ ১০ বছর
১০ বছর পর ছেলের বয়স ২৮ বছর
মায়ের বর্তমান বয়স ৫২ বছর
+ ১০ বছর
১০ বছর পর মায়ের বয়স ৬২ বছর
১০ বছর পর তাদের মোট বয়স হবে (২৮ + ৬২) বছর
= ৯০ বছর
উত্তর : ৯০ বছর।
১৫। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৯৫০০ টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসেবে ৪৫০০ টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে ২০০০ টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন?
সরকারি অনুদান ৪৫০০ টাকা
বিদ্যালয়ের তহবিল ২০০০ টাকা
মোট সংগ্রহ ৬৫০০ টাকা
মোট প্রয়োজন ৯৫০০ টাকা
মোট সংগ্রহ হয়েছে ৬৫০০ টাকা
সংগ্রহ করতে হবে ৩০০০ টাকা
প্রতিযোগিতাটি করার জন্য আর ৩০০০ টাকা প্রয়োজন।
উত্তর : ৩০০০ টাকা।

পরীক্ষা প্রস্তুতি

 বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)
শিখনফল : উপরে-নিচে বা পাশাপাশি রেখে বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিয়ে বিয়োগফল বের করতে পারব।
১. ৭৫
 ২৫
সংখ্যা দুইটির বিয়োগফল কত? জ
ক ৭৫ খ ২৫
গ ৫০ ঘ ১০০
২. ৪৯  ৯ = কত? ঝ
ক ৪৯ খ ৯
গ ৪১ ঘ ৪০
৩. ৮০  ১০ = ৭০; এখানে ১০ কে কী বলা হয়? ছ
ক বিয়োজন খ বিয়োজ্য
গ বিয়োগফল ঘ সংযোজন
৪. বিয়োজন  বিয়োজ্য = ? ঝ
ক বিয়োজন খ বিয়োজ্য
গ সংযোজন ঘ বিয়োগফল
৫. ৭৭৮
– ৫৪৫
সংখ্যা দুইটির বিয়োগফল কত? চ
ক ২৩৩ খ ২৪৩
গ ৩৬৩ ঘ ১৩২৩
৬. ৮৬৭  ৫৩৪ = কত? জ
ক ১৩৩ খ ২৩৩
গ ৩৩৩ ঘ ১৪০১
৭. ৩৫৬৮
 ৬৫৬
সংখ্যা দুটির বিয়োগফল কত? ছ
ক ২৮১২ খ ২৯১২
গ ৩০৯২ ঘ ৪২২৪
৮. ৯৮৬৭
 ৫৫৭৬
সংখ্যা দুটির বিয়োগফল কত? জ
ক ৪৩১১ খ ৪৩২১
গ ৪২৯১ ঘ ৪৩৯১
৯. ৮৪২৫  ৭৪৩৮ = ; খালি ঘরে কত হবে? জ
ক ৮৮৭ খ ৯৭৭
গ ৯৮৭ ঘ ৯৯৭
১০. ১৩৮৪  ৪৬৬ = ; খালি ঘরে কত বসবে? চ
ক ৯১৮ খ ৯২০
গ ৯৭০ ঘ ১৮৫০
১১. ১৫ ৩ = ১২; এখানে বিয়োজ্য কোনটি? ছ
ক ১৫ খ ৩
গ ১২ ঘ ১৮
১২. দুইটি সংখ্যার বিয়োগফল ১৫। ছোট সংখ্যাটি ১২ হলে, অপরটি কত? ছ
ক ৩ খ ২৭
গ ১৫ ঘ ১৮০
১৩. ১৬৬২  ৪৭৬ = কত? জ
ক ১১৪৬ খ ১১৭৬
গ ১১৮৬ ঘ ২১৩৬
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
 সাধারণ
১. বিয়োজন  বিয়োজ্য = ?
উত্তর : বিয়োগফল।
২. বিয়োজন কাকে বলে?
উত্তর : যে সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করা হয় সেই সংখ্যাটিকে বিয়োজন বলে।
৩. বিয়োজ্য কাকে বলে?
উত্তর : বিয়োজন থেকে যা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে।
 যোগ্যতাভিত্তিক
৪. ১০০০  ৯৯৯ =?
উত্তর : ১।
৫. ৪৫ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল ১৫ হবে?
উত্তর : ৩০।
৬. কোন বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৫০। ছাত্র সংখ্যা ৩০০ হলে, ছাত্রী সংখ্যা কত?
উত্তর : ৩৫০।
৭. ১০০  ০ = কত?
উত্তর : ১০০।
৮. ১০০০  ১ = কত?
উত্তর : ৯৯৯।
৯. ২০০  ২০০ = ; ফাঁকা ঘরে কত হবে?
উত্তর : (০) শূন্য হবে।
কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর (যোগ্যতাভিত্তিক)
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মোবারক সাহেব মাসিক আয় করেন ৮৯৫৩ টাকা। তিনি প্রতি মাসে ছেলের পড়ালেখা বাবদ ১৮৫০ টাকা, বাজার বাবদ ২৪০০ টাকা, বাড়ি ভাড়া বাবদ ১৫০০ টাকা খরচ করেন। বাকি টাকা তিনি সঞ্চয় করেন।
ক. মোবারক সাহেবের মাসিক মোট ব্যয় কত টাকা? ২
খ. তাঁর বাড়ি ভাড়ার চেয়ে বাজার বাবদ খরচ কত বেশি? ২
গ. তিনি কত টাকা সঞ্চয় করেন? ২
ঘ. বাড়ি ভাড়া যদি আরও ৬০০ টাকা বেড়ে যায় তবে তাঁর মাসিক সঞ্চয় কত? ২
ঙ. যদি মোবারক সাহেবের ছেলে প্রতিমাসে ৩০০ টাকা বৃত্তি পায় তবে প্রতি মাসে তার সঞ্চয় কত? ২

ক. ছেলের পড়ালেখা বাবদ ব্যয় ১৮৫০ টাকা
বাড়ি ভাড়া বাবদ ব্যয় ১৫০০ টাকা
বাজার খরচ বাবদ ব্যয় ২৪০০ টাকা
মোট ব্যয় ৫৭৫০ টাকা
খ. বাজার খরচ ২৪০০ টাকা
বাড়ি ভাড়া ১৫০০ টাকা
৯০০ টাকা বেশি
গ. মোট আয় ৮৯৫৩ টাকা
মোট ব্যয় ৫৭৫০ টাকা
তিনি মোট সঞ্চয় করেন ৩২০৩ টাকা
ঘ. বাড়ি ভাড়া বেড়ে গেলে তার সঞ্চয় ৬০০ টাকা কম হবে।
৩২০৩ টাকা
 ৬০০ টাকা
সঞ্চয় হবে ২৬০৩ টাকা
ঙ. তার মাসিক সঞ্চয় ৩২০৩ টাকা। প্রতি মাসে বৃত্তি ৩০০ টাকা।
৩২০৩ টাকা
 ৩০০ টাকা
২৯০৩ টাকা
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কোনো একটি ফ্যাক্টরিতে অফিসার আছে ৫৫ জন, সুপারভাইজার আছে ১০০ জন, সিকিউরিটি গার্ড ৯৫ জন, কর্মচারী আছে ১৮০০ জন।
ক. যদি কোনো এক মাসে ৫ জন অফিসার চলে যায় এবং ১০ জন অফিসার নতুন যোগদান করে, তবে অফিসার সংখ্যা কত হবে? ২
খ. সুপারভাইজার ১০ জন চলে গেলে কতজন সুপারভাইজার থাকবে? ২
গ. ঐ ফ্যাক্টরিতে অফিসারের চেয়ে সুপারভাইজার কতজন বেশি আছে? ২
ঘ. ঐ ফাক্টরিতে সর্বমোট কতজন লোকবল আছে? ২
ঙ. যদি ৩৫০ জন কর্মচারী চলে যায়, তবে কর্মচারীর সংখ্যা কত হবে? ২

ক. মোট অফিসার ৫৫ জন
চলে যায় – ৫ জন
রইল ৫০ জন
নতুন আসল (+) ১০ জন
মোট হবে ৬০ জন
খ. মোট সুপারভাইজার ১০০ জন
চলে গেল ১০ জন
রইল ৯০ জন
গ. মোট সুপারভাইজার ১০০ জন
মোট অফিসার ৫৫ জন
সুপারভাইজার বেশি ৪৫ জন
ঘ. অফিসার ৫৫ জন
সুপারভাইজার ১০০ জন
সিকিউরিটি গার্ড ৯৫ জন
কর্মচারী ১৮০০ জন
মোট লোক ২০৫০ জন
ঙ. মোট কর্মচারী ১৮০০ জন
চলে গেল ৩৫০ জন
রইল ১৪৫০ জন
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
একটি ফার্মে গরু আছে ১৫০টি, ছাগল আছে ৩০০টি, ভেড়া আছে ১৮০টি।
ক. গরুর চেয়ে ছাগল বেশি আছে কতটি? ২
খ. ফার্মে সর্বমোট কতটি পশু আছে? ২
গ. ভেড়া ও গরুর সংখ্যা একত্রে, ছাগলের সংখ্যার চেয়ে কতটি বেশি বা কম? ২
ঘ. ফার্মে যদি আরও ৫০টি ছাগল আনা হয়, তবে ছাগলের সংখ্যা কত হয়? ২
ঙ. ১০টি গরু বিক্রি করলে কতটি পশু আরও অবশিষ্ট থাকবে? ২

ক. মোট ছাগল ৩০০টি
মোট গরু ১৫০টি
ছাগল বেশি ১৫০টি
খ. গরু ১৫০টি
ছাগল ৩০০টি
ভেড়া ১৮০টি
মোট পশু ৬৩০টি
গ. গরু ও ভেড়া আছে (১৫০ + ১৮০)টি বা ৩৩০টি
ছাগল আছে ৩০০টি
গরু ও ভেড়া ৩০টি বেশি
ঘ. ৫০টি ছাগল আনলে, ছাগলের সংখ্যা দাঁড়ায়
(৩০০ + ৫০)টি
= ৩৫০টি
ঙ. ১০টি গরু বিক্রি করলে অবশিষ্ট পশু থাকবে,
(৬৩০  ১০)টি
= ৬২০টি

  

 

Leave a Reply