বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিতি মডেল টেস্ট (১৯–৩৯ পরিচ্ছেদ)
প্রিয় শিক্ষার্থীরা,নবম শ্রেণির ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ও নির্মিতির ১৯ থেকে ৩৯ পরিচ্ছেদ অন্তর্ভুক্ত রয়েছে। তাই আজ তোমাদের জন্য আমরা একটি মডেল টেস্ট নিয়ে এসেছি, যাতে রয়েছে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন। এই ধরনের মডেল টেস্ট নিয়মিতভাবে প্রতিটি বিষয়ভিত্তিক সিলেবাস অনুযায়ী আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। মডেল টেস্ট বাংলা দ্বিতীয় পত্র (১৯–৩৯ পরিচ্ছেদ) ১. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?a) আমি, আমরা, তুমিb) এ, এই, এরাc) সে, তারা, তিনিd) স্বয়ং, খোদ, নিজ ✅ ২. যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে?a) সাপেক্ষb) ব্যক্তিবাচকc) আত্মবাচকd) নির্দেশক ✅ ৩. ‘আধা কেজি চাল’- এখানে ‘আধা কেজি’ কোন বিশেষণ?a) অবস্থাবাচকb) বর্ণবাচকc) পরিমাণবাচক ✅d) ক্রমবাচক ৪. নিচের কোনটি পূরণবাচক বিশেষণ?a) এক টাকাb) আট দিনc) নীল আকাশd) ৩৪তম অনুষ্ঠান ✅ ৫. ‘মার খাওয়া’ কোন ক্রিয়া যোগে গঠিত?a) ধরাb) কাটাc) দেওয়াd) খাওয়া ✅ ৬. বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক শব্দের শেষে ‘মারা’ ক্রিয়া যোগে গঠিত সংযোগ ক্রিয়া কোনটি?a) সাঁতার কাটাb) মেঁও ধরাc) পকেট মারা ✅d) পকেট কাটা ৭. যে ক্রিয়াবিশেষণ ক্রিয়ার স্থান নির্দেশ করে তাকে বলে—a) স্থানবাচক ক্রিয়াবিশেষণ ✅b) ধরনবাচক ক্রিয়াবিশেষণc) কালবাচক ক্রিয়াবিশেষণd) নেতিবাচক ক্রিয়াবিশেষণ ৮. যেসব শব্দের পরে অনুসর্গ বসে, সেসব শব্দের সঙ্গে কী বিভক্তি যুক্ত হয়?a) কে, র ✅b) হইতে, থেকেc) দ্বারা, দিয়েd) ধরা, এরা ৯. ‘আমা হতে তোমার অমঙ্গল হবে না।’ বাক্যে অনুসর্গ হচ্ছে—a) আমাb) হতে ✅c) হবেd) না ১০. বিরোধ যোজক আছে কোন বাক্যে?a) সংখ্যাটি সতেরো কিংবা আঠারো হবে।b) লোকটি শিক্ষিত, তবে সৎ নন। ✅c) যখন বৃষ্টি থামল, তখন সবাই রওনা হলাম।d) দুবার বলেছি, ফলে তৃতীয় বার বলার প্রয়োজন বোধ করিনি ১১. ‘কি আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।’ এখানে আবেগ প্রকাশ হয়েছে—a) ঘৃণায়b) বিরক্তিতে ✅c) সম্মতিতেd) সম্বোধনে ১২. বাড়িটা বা বাড়িটি না বলে আমরা বলতে পারি—a) বাড়িখানা ✅b) বাড়িগুলোc) বাড়িগুলিd) বাড়ি ১৩. ‘ভাই’ শব্দের সঙ্গে কোন লগ্নক যথার্থ?a) সমূহb) সব ✅c) গুলাd) গুলো ১৪. ‘বইয়ের’ শব্দটি কী নিয়মে গঠিত?a) ‘-য়ের’ বিভক্তি যোগে ✅b) ‘-এর’ বিভক্তি যোগেc) ‘র’ বিভক্তি যোগেd) ‘-তে’ বিভক্তি যোগে ১৫. শর্ত অসমাপিকা ক্রিয়ার বিভক্তি হচ্ছে—a) -ওb) -এc) -তেd) -লে ✅ ১৬. আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?a) বর্তমান কালb) ভবিষ্যৎ কাল ✅c) নিত্যবৃত্ত অতীত কালd) পুরাঘটিত বর্তমান কাল ১৭. ‘অন্যায় কাজ করো না।’ ক্রিয়াপদ কোন ভাব প্রকাশ করেছে?a) নির্দেশক ভাবb) অনুজ্ঞা ভাব ✅c) সাপেক্ষ ভাবd) আকাঙ্ক্ষা ভাব ১৮. ‘বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।’ বাক্যটি কোন বর্গের উদাহরণ?a) ক্রিয়াবিশেষণ-বর্গ ✅b) বিশেষণবর্গc) ক্রিয়াবর্গd) বিশেষ্যবর্গ ১৯. সাধারণত বিধেয়ের পূর্বে বসে—a) বিধেয় প্রসারক ✅b) উদ্দেশ্যের প্রসারকc) বিধেয়ের পূরকd) সম্প্রসারক ২০. ‘সে এখানে এসে সব কথা খুলে বলল।’ এটি কোন বাক্য?a) সরল ✅b) জটিলc) মিশ্রd) যৌগিক ২১. উপাদান সম্বন্ধ কোনটি?a) মধুর মিষ্টতাb) সোনার বাটি ✅c) হাতির দাঁতd) রূপের দেমাক ২২. ‘আমাকে পড়তে হচ্ছে।’ বাক্যটি কোন বাচ্য?a) কর্তৃবাচ্যb) কর্মবাচ্যc) ভাববাচ্য ✅d) কর্মকর্তৃবাচ্য ২৩. তিনি বললেন, “দয়া করে ভিতরে আসুন।” বাক্যটি কিসের উদাহরণ?a) কর্মবাচ্যেরb) পরোক্ষ উক্তিরc) প্রত্যক্ষ উক্তির ✅d) কর্তৃবাচ্যের ২৪. বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?a) বিন্দুb) ত্রিবিন্দু ✅c) বিকল্পচিহ্নd) বন্ধনী ২৫. ‘মৃগয়া’ শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের পরিবর্তন কী?a) অর্থপ্রসারb) অর্থসংকোচ ✅c) অর্থ-বদলd) অর্থের উন্নতি ✅ উপসংহার:এই মডেল টেস্টটি নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় সিলেবাসের আলোকে এ ধরনের বিষয়ভিত্তিক মডেল টেস্ট নিয়মিতভাবে আমাদের পেজে প্রকাশিত হবে। আমাদের সাথেই থাকুন: Shomadhan.net Facebook Page
বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ও নির্মিতি মডেল টেস্ট (১৯–৩৯ পরিচ্ছেদ) Read More »






