৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.২ (পূর্ণসংখ্যা)
৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী ৩.২ এর সমাধান নিচে দেওয়া হলো। সেই সাথে এই তৃতীয় অধ্যায়ের সকল অনুশীলনীর উত্তর লিংক নিচে দেওয়া হলো। ৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.২ প্রশ্ন \ ১ \ সংখ্যারেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় কর: (ক) ৯ + ( – ৬) সমাধান : প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার ওপর ০ বিন্দু থেকে ডানদিকে প্রথমে ৯ ধাপ অতিক্রম করে ৯ বিন্দুতে পৌঁছাই। তারপর ৯ বিন্দুর বামদিকে ৬ ধাপ অতিক্রম করি এবং ৩ বিন্দুতে পৌঁছাই। তাহলে ৯ ও – ৬ এর যোগফল হবে, ( + ৯) + (- ৬) = ৩ (Ans.) (খ) ৫ + ( – ১১) সমাধান : প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার ওপর ০ বিন্দু থেকে ডানদিকে প্রথমে ৫ ধাপ অতিক্রম করে ৫ বিন্দুতে পৌঁছাই। তারপর ৫ বিন্দুর বামদিকে ১১ ধাপ অতিক্রম করি এবং -৬ বিন্দুতে পৌঁছাই। তাহলে ৫ ও -১১ এর যোগফল হবে, ( + ৫) + ( – ১১) = – ৬ (Ans.) (গ) ( – ১) + ( – ৭) সমাধান : প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যারেখার ওপর ০ বিন্দু থেকে বামদিকে প্রথমে ১ ধাপ অতিক্রম করে -১ বিন্দুতে পৌঁছাই। তারপর -১ বিন্দুর বামদিকে আরও ৭ ধাপ অতিক্রম করি এবং – ৮ বিন্দুতে পৌঁছাই। তাহলে -১ ও – ৭ এর যোগফল হবে, ( – ১) + ( – ৭) = – ৮ (Ans.) (ঘ) ( – ৫) + ১০ সমধান : প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখার ওপর ০ বিন্দু থেকে বামদিকে প্রথমে ৫ ধাপ অতিক্রম করে -৫ বিন্দুতে পৌঁছাই। তারপর -৫ বিন্দুর ডানদিকে ১০ ধাপ অতিক্রম করি এবং + ৫ বিন্দুতে পৌঁছাই। তাহলে (- ৫) ও + ১০ এর যোগফল হবে, (-৫) + ( + ১০) = ৫ (Ans.) প্রশ্ন \ ২ \ সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় কর : (ক) ১১ + ( – ৭) সমাধান : ১১ + ( – ৭) = ১১ – ৭ = ৪ (Ans.) (খ) (-১৩) + ( + ১৮) সমাধান : ( – ১৩) + ( + ১৮) = – ১৩ + ১৮ = ৫ (Ans.) (গ) ( – ১০) + ( + ১৯) সমাধান : ( -১০) + ( + ১৯) = -১০ + ১৯ = ৯ (Ans.) (ঘ) ( -১) + (-২) + ( – ৩) সমাধান : ( -১) + (- ২) + ( – ৩) = -১ – ২ – ৩ = – ৬ (Ans.) (ঙ) (-২) + ৮ + ( – ৪) সমাধান : (- ২) + ৮ + ( – ৪) = ( – ২) + ( – ৪) + ৮ = ( – ৬) + ৮ = ৮ – ৬ = ২ (Ans.) প্রশ্ন \ ৩ \ যোগ কর : (ক) ১৩৭ এবং – ৩৫ সমাধান : ১৩৭ + (- ৩৫) = ১৩৭ – ৩৫ = ১০২ (Ans.) (খ) – ৫২ এবং ৫২ সমাধান : ( – ৫২) + (৫২) = – ৫২ + ৫২ = ০ (Ans.) (গ) – ৩১, ৩৯ এবং ১৯ সমাধান : (- ৩১) + ( + ৩৯) + ( + ১৯) = ৩৯ + ১৯ + ( – ৩১) = ৫৮ + ( – ৩১) = ৫৮ – ৩১ = ২৭ (Ans.) (ঘ) – ৫০, – ২০০ এবং ৩০০ সমাধান : ( – ৫০) + ( – ২০০) + ( + ৩০০) = ( – ৫০) + ( – ২০০) + ৩০০ = ( – ২৫০) + ৩০০ = ৩০০ – ২৫০ = ৫০ (Ans.) প্রশ্ন \ ৪ \ যোগফল নির্ণয় কর : (ক) ( – ৭) + ( – ৯) + ৪ + ১৬ সমাধান : ( – ৭) + ( – ৯) + ৪ + ১৬ [ধনাত্মক এবং ঋণাত্মক = (-১৬) + ৪ + ১৬ পূর্ণসংখ্যাগুলো একত্রে = ( -১৬) + ২০ পাশাপাশি সাজিয়ে] = – ১৬ + ২০ = ৪ (Ans.) (খ) ৩৭ + ( – ২) + ( – ৬৫) + ( – ৮) সমাধান : ৩৭ + ( – ২) + ( – ৬৫) + ( – ৮) [ধনাত্মক এবং ঋণাত্মক = ৩৭ + ( – ২) + ( – ৭৩) [পূর্ণসংখ্যাগুলো একত্রে পাশাপাশি সাজিয়ে] = ৩৭ + ( – ৭৫) = ৩৭ – ৭৫ = – ৩৮ (Ans.) 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান 🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান
৬ষ্ঠ শ্রেণির গণিত ৩য় অধ্যায় অনুশীলনী ৩.২ (পূর্ণসংখ্যা) Read More »