(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন
তোমরা যারা ৬ষ্ঠ শ্রেনির গণিত অনুশীলনটি ১.৩ এর বহুনির্বাচনি প্রশ্ন খুজছিলে তাদের জন্য নিয়ে এলাম সেই কাঙ্খিত প্রশ্নগুলো। নিচের ষষ্ঠ শ্রেণির গণিত প্রথম অধ্যায় সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমাদের অনেক কাজে আসতে পারে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে পরীক্ষার জন্য এই অধ্যায়ের প্রস্তুতি সম্পন্ন হবে। ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন ১। গসাগু এর পূর্ণরুপ কী? ক) লঘিষ্ঠ সাধারণ গুণিতক খ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গ) গরিষ্ঠ সাধারণ গুণিতক ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক ২। দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয়, তবে সংখ্যাদ্বয় পরস্পর কীরুপ? ক) জোড় সংখ্যা খ) বিজোড় সংখ্যা গ) ভগ্নাংশ সংখ্যা ঘ) সহমৌলিক সংখ্যা ৩। ৪ এর গুণনীয়ক কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৪। ১২, ৩০ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটি? ক) ২ খ) ৩ গ) ৬ ঘ) ১২ ৫। গসাগু নির্ণয় করার পদ্ধতি কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৬। দুইটি সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত? ক) ০ খ) ১ গ) ২ ঘ) ৩ ৭। ১২, ১৮, এবং ৪৮ এর গসাগু কত? ক) ৩ খ) ৬ গ) ৮ ঘ) ১২ ৮। ৮, ১৫, ২১ এর গসাগু নিচের কোনটি? ক) ১ খ) ৩ গ) ৫ ঘ) কোনটিই নয়। ৯। নিচের কোন দুইটি সংখ্যার গসাগু ১৩? ক) ১৮২, ১৯৪ খ) ৩২৩, ৮৩৭ গ) ১১৭, ২২১ ঘ) ১৬৯, ১৯৬ ১০। ৭ ও ২৮ এর গসাগু নির্ণয়ে শেষ ভাজক কত? ক) ৪ খ) ৬ গ) ৭ ঘ) ১৬ ১১। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ কররে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ থাকে? ক) ৪২ খ) ২৮ গ) ২৪ ঘ) ৩৫ ১২। ১০০৮ ও ৯৯৮ এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৭ ১৩। ১৮ এর কয়টি গুণনীয়ক আছে? ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ) ৬ ১৪। নিচের কোন সংখ্যার দ্বরা ২৩ এবং ২৮ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকে? ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ২০ ১৫। ভিন্ন আকৃতির তিনটি ড্রামে যথাক্রমে ৯, ১৫, ১৮ লিটার পানি ধরে, সর্বাধিক কত লিটারের জগ দ্বারা পাত্র তিনটি পূরণ করা যাবে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৮ ১৬। দুইটি সংখ্যার গসাগু ৩। একটি সংখ্যা ৯ হলে অন্যটি কত? ক) ৫ খ) ৯ গ) ১২ ঘ) ১৮ ১৭। একটি লোহার পাত ও তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ১২৬ সেমি এবং ১৬২ সেমি. পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুুকরটি কত দৈর্ঘ্যের? ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ১৮ ১৮। ২৫৬ েএর মৌলিক গুণনীয়ক কয় জোড়া ২ বিদ্যামান? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ১৯। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৬৩, ১৪৭, ২৩১ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? ক) ৭ খ) ১৪ গ) ২১ ঘ) ২৮ ২০। ৬৩, ৯১ এর মৌলিক গুণনীয়কে সর্ব্বোচ্চ কোন সংখ্যাটি আছে? ক) ৭ খ) ৮ গ) ১৩ ঘ) ১৯ ২১। একটি বৃহত্তম সংখ্যা ‘ক’ দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে যদি প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকে তবে- i. ‘ক’ হবে ৯৬ ও ১৮৮ এর লসাগু ii. ‘ক’ হবে ৯৬ ও ১৮০ এর গসাগু iii. ’ক’ =১২ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i,ও iii গ) ii,ও iii ঘ) i, ii ও iii ২২। ২৮ ও ৩৮ এর – i. মৌলিক গুণনীয়কগুলো যথাক্রমে ২, ২, ৭ এবং ২, ১৯ ii. সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো ২ iii. গসাগু হলো ৮ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i,ও iii গ) ii,ও iii ঘ) i, ii ও iii ২৩। ৮ ও ১৪ এর i. গুণনীয়কগুলো যথাক্রমে ১, ২, ৪, ৮ এবং ১, ২, ৭, ১৪ ii. গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো ১ এবং ২ iii. গসাগু হলো ৩ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i,ও iii গ) ii,ও iii ঘ) i, ii ও iii ১৫, ২৫, ৪৫ তিনটি সংখ্যা ২৪। তৃতীয় সংখ্যাটির গুণনীয়ক নিচের কোনটি? ক) ২ খ) ৬ গ) ৭ ঘ) ৯ ২৫। নিচের কোন সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণিতক? ক) ৪৫ খ) ৬৫ গ) ৭৫ ঘ) ৯০ ২৬। সংখ্যাগুলোর গসাগু কত? ক) ৫ খ) ১৫ গ) ২৫ ঘ) ৪৫ ২৭। ১৮, ও ১৯ এর লসাগু কত? ক) ১ খ) ১৮ গ) ১৯ ঘ) ৩৪২ উত্তরঃ ঘ) ৩৪২ ২৮। ইউক্লিডীয় পদ্ধতিতে ৩০ ও ৩৫ এর লসাগু কত? ক) ১৪০ খ) ২১০ গ) ৩৩০ ঘ) ৮৩১৫ উত্তরঃ খ) ২১০ ২৯। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৮ যোগ করলে যোগফল ৩২ ও ৩৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ক) ১৬০ খ) ২৪০ গ) ২৮০ ঘ) ৪৮০ উত্তরঃ গ) ২৮০ ৩০। ৩, ৬ ও ৯ এর – i. সাধারণ গুণতকগুলো ৯, ১৮, ২৭, ও ৩৬ ii. সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক ১৮ iii. লসাগুর দ্বিগুণ = ৩৬ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i,ও iii গ) ii,ও iii ঘ) i, ii ও iii উত্তর: গ) ii,ও iii ৩১। দুইটি সংখ্যার লসাগু ৩৬ এবং গসাগু ৬ একটি সংখ্যা ১২ হলে অপরটি কত? ক) ৯ খ) ১৫ গ) ১৮ ঘ) ২৭ উত্তরঃ গ) ১৮ ৩২। দুইটি সংখ্যার লসাগু ২৪ এবং গসাগু ৪ । সংখ্যা দুইটির গুণফল কত? ক) ৪৮ খ) ৭২ গ) ৯৬ ঘ) ১২০ উত্তরঃ ৯৬ ৩৩। দুইটি সংখ্যা x ও y এবং সংখ্যাদ্বয়ের লসাগু ও গসাগু যথাক্রমে a ও b হলে নিচের কোনটি সত্য? ক) ax = by খ) a×b = x × y গ) a+x = b+y ঘ) x/b = x/y উত্তরঃ খ ৩৪। দুইটি সংখ্যার গুণফল ৫৬, গসাগু ১ হলে সংখ্যা দুটির লসাগু কত? ক) ১ খ) ৭ গ) ৮ ঘ) ৫৬ উত্তরঃ ক) ১ ৩৫। ’ক’ এবং ৬৪ এর গসাগু ও লসাগু যথাক্রমে ৮, ও ৩২০ হলে ‘ক’ এর মান কত? ক) ২০ খ) ৩০ গ) ৪০ ঘ) ৬০ ৩৬। দুইটি সংখ্যা ৬ ও ৮ হলে সংখ্যদ্বয়ের- i. লসাগু = ১২ ii. গুণফল ৪৮ iii. গসাগু =২ নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i,ও iii গ) ii,ও iii ঘ) i, ii ও iii উত্তর: ঘ) i, ii ও iii একটি বর্গাকার মেঝের দৈর্ঘ্য ৪৮০ সেমি, ৮ সেমি দৈর্ঘ্য ও ৬ সেমি প্রস্থের টাইলস দ্বারা মেঝে বাধাই করতে হবে। ৩৭। উদ্দীপকের সংখ্যা তিনটি এর লসাগু কত? ক) ৬ খ) ৮ গ) ৪৮ ঘ) ৪৮০ উত্তরঃ ৩৮। মেঝেটি বাধাই করলে টাইলসের কতগুলো সারি ও কলাম হবে? ক) ৬০ ও ৮০ খ) ৪৮ ও ৬০ গ) ৪২ ও ৪৮ ঘ) ৩৬ ও ৪২ ৩৯। মেঝেটি বাধাই
(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনি প্রশ্ন সাজেশন Read More »