পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১১ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
অধ্যায় ১১ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অনুশীলনীর প্রশ্ন ও সমাধান অল্পকথায় উত্তর দাও : প্রশ্ন \ ১ \ পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পোশাকের উদাহরণ দাও। উত্তর : পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পোশাকের উদাহরণ : ১. ত্রিপুরা মেয়েদের ‘রিনাই’ ও ‘রিসা’। ২. খাসি ছেলেদের ‘ফুংগ মারুং’। ৩. ম্রো মেয়েদের ‘ওয়াংলাই’। ৪. গারো নারীদের ‘দকবান্দা’ বা ‘দকসারি’। ৫. ওঁরাও পুরুষদের ধুতি। প্রশ্ন \ ২ \ পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উৎসবের উদাহরণ দাও। উত্তর : পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠী উৎসবের উদাহরণ : ১. খাসিদের ‘ফসলহানি’। ২. ম্রোদের জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদিকে ঘিরে উৎসব। ৩. গারোদের ঐতিহ্যবাহী উৎসব ‘ওয়াংগালা’। ৪. ওঁরাওদের প্রধান উৎসবের নাম ‘ফাগুয়া’। ৫. ত্রিপুরাদের নববর্ষের উৎসব। প্রশ্ন \ ৩ \ পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাদ্যের উদাহরণ দাও। উত্তর : পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাদ্যের উদাহরণ : ১. খাসিদের পান-সুপারি এবং চা। ২. ম্রোদের নাপ্পী। ৩. ওঁরাওদের খাবার ভুট্টা। ৪. গারোদের বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা খাবার। ৫. ত্রিপুরাদের শূকরের মাংস। প্রশ্নগুলোর উত্তর দাও : প্রশ্ন \ ১ \ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি আমরা কীভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি? উত্তর : আমাদের আশপাশে বসবাসকৃত ক্ষুদ্র ও বৃহত্তর বহু জাতিসত্তার মানুষের সাথে আমরা সবাই একসাথে লেখাপড়া ও খেলাধুলা করব। পরস্পর পরস্পরকে বিভিন্নভাবে জানার চেষ্টা করব এবং সবাই সবার উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করব। একে অন্যের ঐতিহ্য সংস্কৃতিকে শ্রদ্ধা জানাব। কোনো জাতির মানুষকে ছোট করে না দেখে সকলকে ভালোবাসতে পারলে সকল জাতির চোখে সকলকে ভালোবাসতে পারলে সকল জাতির মধ্যে শ্রদ্ধাবোধ বজায় থাকে। এভাবে শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকারকে স্বীকার করে নিয়ে এবং কার্যত তাদের প্রাধান্য দিয়ে আমরা তাদের প্রতি গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি। প্রশ্ন \ ২ \ তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম সম্পর্কে লেখ। উত্তর : গারো : গারোদের আদি ধর্মের নাম সাংসারেক। তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। ত্রিপুরা : ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। নিজস্ব কিছু দেব-দেবীর উপাসনাও তারা করেন। যেমন- গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা ‘কের’ পূজা করেন। খাসি : খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম উবøাই নাংথউ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। প্রশ্ন \ ৩ \ কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠীর তা তুমি কীভাবে বুঝবে? উত্তর : ভিন্ন গোষ্ঠীর মানুষকে যেভাবে চেনা যাবে তা হলো : ১. ভাষার মাধ্যমে; ২. সমাজ ব্যবস্থা ও ধর্মের মাধ্যমে; ৩. এলাকা বা অঞ্চলের মাধ্যমে; ৪. পোশাক ও উৎসবের মাধ্যমে; ৫. খাদ্য ধরনের মাধ্যমে ইত্যাদি। বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর যোগ্যতাভিত্তিক ১. বান্দরবান শহরের কাছে চিম্বুক পাহাড়ে গেলে তুমি কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ দেখতে পাবে? ক. ওঁরাও খ. রাজবংশী গ. মালপাহাড়ি ঘ. ম্রো চ ২. অতীতে সিলেট অঞ্চলে জয়ন্তা ও জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। উক্ত রাজ্যে আগে কোন ক্ষুদ্র জাতিসত্তা বাস করত বলে ধারণা করা হয়? ক. খাসি চ খ. ম্রো গ. গারো ঘ. রাখাইন ৩. কে মুরং বিয়ে করে তাদের সমাজব্যবস্থা অনুযায়ী স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে থাকেন। কে মুরং কোন ক্ষুদ্র জাতিসত্তার অন্তর্গত? ক. চাকমা খ. ম্রো গ. ফরম ঘ. গারো চ ৪. নারীরা মাথায় ফুল দিয়ে সেজে আনন্দ উৎসবে মেতে ওঠে। এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ক. ফাগুয়া খ. সাংগ্রেন গ. বিশু চ ঘ. ওয়াংগালা ৫. রিঝুর পরীক্ষার জন্য সে ‘বিশু’ উৎসবে তেমন বেশি সময় কাটাতে পারেনি। রিঝু কোন উপাজাতির অন্তর্ভুক্ত? ক. গারো খ. ভালোবাসা গ. শ্রদ্ধা ঘ. ত্রিপুরা চ ৬. বিজু এমন একটি রাজ্যের নাম জানে যেখানে অতীতে খাসিরা বাস করত। রাজ্যটি হচ্ছে ক. জয়ন্তা খ. অজন্তা গ. অবেং ঘ. মারুং চ ৭. তোমরা একের অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে কী জানাবে? ক. সম্মান খ. ভালোবাসা গ. শ্রদ্ধা চ ঘ. হিংসা ৮. গারো সমাজ মাতৃতান্ত্রিক। কোন সমাজের প্রভাবে তাদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে? ক. খাসি খ. বাঙালিচ গ. চাকমা ঘ. মালপাহাড়ি ৯. ধ্রæবদের বাড়ি সিলেট জেলায় অবস্থিত। তাদের এলাকায় কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে? ক. গারো খ. খাসিচ গ. ম্রো ঘ. ত্রিপুরা ১০. রূপালী খাসি জাতিসত্তার সদস্য। চার বোনের মধ্যে সে সবার ছোট। খাসি সমাজের নিয়ম অনুসারে পারিবারিক সম্পত্তি বণ্টন করা হলে ক. রূপালী বেশিরভাগের উত্তরাধিকারী হবে চ খ. বড় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে গ. দ্বিতীয় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে ঘ. তৃতীয় বোন বেশিরভাগের উত্তরাধিকারী হবে ১১. তিশমার পরিবারের ছেলেরা ফুংগ মারুং নামক পোশাক পরিধান করে। তিশমার পরিবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক. মারমা পরিবার খ. গারো পরিবার গ. খাসি পরিবার চ ঘ. চাকমা পরিবার ১২. ম্রো সমাজে শিশুদের ৩ বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কানেই ছিদ্র করে দেয়া হয়। এর কারণ কী? ক. এটি একটি রীতি চ খ. এটি ধর্মীয়ভাবে স্বীকৃত গ. এটি গুরুজনদের আদেশ ঘ. এটি উৎসবের অংশ ১৩. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিসত্তা গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য ‘কের’ পূজা করেন? ক. মারমা খ. সাঁওতাল গ. ওঁরাও ঘ. ত্রিপুরা চ ১৪. মনখেমে ভাষাভাষীরা সিলেটে বসবাস করে। তাদের প্রধান দেবতার নামÑ ক. মন থেমে খ. উবøাই নাংথউ চ গ. তোরাই ঘ. ফুংগ মারুং ১৫. ত্রিপুরা উপজাতি মেয়েদের বংশ পরিচয় নির্ধারিত হয় কীভাবে? ক. এলাকা রীতি অনুযায়ী খ. স্বামীর গোষ্ঠী অনুযায়ী গ. পিতার গোষ্ঠী অনুযায়ী ঘ. মাতার গোষ্ঠী অনুযায়ী চ ১৬. খাসিরা অতিথিদের পান-সুপারি দিয়ে আপ্যায়ন করে কেন? ক. পান-সুপারিকে পবিত্র মনে করে চ খ. দাম কম বলে গ. সহজে পাওয়া যায় বলে ঘ. প্রধান খাদ্য বলে ১৭. গারো সমাজের মতোই পরিবারের ছোট মেয়ে প্রচুর সম্পত্তির অধিকারী হলো সেজুতি। তার জনগোষ্ঠী কিসের চাষ করে? ক. জুম খ. পান চ গ. ধান ঘ. মৌমাছি ১৮. ওঁরাওদের ভাষা দুইটি। একটি সাদ্রি। অপরটি ক. মনখেমে খ. কুড়–খ চ গ. মৈতৈ ঘ. অবেৎ ১৯. আবির ময়মনসিংহে গিয়ে দেখতে পেল সেখানে সমাজ মাতৃতান্ত্রিক। সে কোন জনগোষ্ঠীর দেখা পেল? ক. গারোচ খ. ম্রো গ. ওঁরাও ঘ. ত্রিপুরা ২০. নববর্ষের প্রথম দিনে মানিয়া বিশু উৎসব পালন করে। সে কোন জনগোষ্ঠীর লোক? ক. চাকমা খ. ওঁরাও গ. ত্রিপুরাচ ঘ. খাসি ২১. মাতৃতান্ত্রিক সমাজ বলতে তুমি কী বুঝবে? ক. পিতা পরিবারের প্রধান খ. মা পরিবারের প্রধানচ গ. বড় ভাই পরিবারের প্রধান ঘ. বড় বোন পরিবারের প্রধান ২২. বিনয় ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে বাস করেন। বিনয় কোন ধর্মের অনুসারী? ক. সাংসারক খ. সনাতন চ গ. খ্রিষ্ট ঘ. বৌদ্ধ ২৩. বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, হালুয়াঘাটে কোন উপজাতি সম্পদ্রায়ের বসবাস? ক. গারো চ খ. খাসি গ. ম্রো ঘ. ত্রিপুরা ২৪. পাংখুয়া উবøাই নাংথউ-এর পূজা করে। তার ভাষার নাম কী? ক. মনপুরা খ. মনেপড়ে গ. মনখেমে চ ঘ. মনযেয়ে সাধারণ ২৫. কোন ক্ষুদ্র জাতিসত্তার মেয়েরা ‘কাজিম পিন’ নামক বøাউজ ও লুঙ্গি পরে? ক. খাসি চ খ. ম্রো গ. গারো ঘ. ত্রিপুরা ২৬. ওঁরাওদের প্রধান খাবার কোনটি? ক.
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১১ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী Read More »