নবম-দশম শ্রেণির বাংলা ২য় ভাষা
প্রথম পরিচ্ছেদ : ভাষা ১. ভাষার মূল উপাদান কী? [য.বো.১৩] ঝ ক পদ খ বাক্য গ শব্দ ঘ ধ্বনি ২. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছেÑ [কু.বো-১১, সি.বো-০৮, ০৪] জ ক দুই হাজার খ পাঁচ হাজারের ওপর গ সাড়ে তিন হাজারের ওপর ঘ সাড়ে সাত হাজারের ওপর ৩. ‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি? [দি.বো-০৯, য.বো-০৬, ব.বো-১১] চ ক হরতাল খ লুঙ্গি গ রিক্সা ঘ চাকু ৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? [ঢা.বো-০৪, ০৯, রা.বো-০৫, য.বো-০৫, ০৬] জ ক কথ্য খ লেখ্য গ সাধু ঘ চলিত ৫. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ? [রা.বো-১৩] জ ক চাকু খ চিনি গ চুলা ঘ চাকর ৬. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? [কু.বো-০৯, রা.বো-০৭, ১১] ছ ক বিশেষ্য ও বিশেষণ খ ক্রিয়া ও সর্বনামে গ বিশেষ্য ও ক্রিয়ায় ঘ বিশেষণ ও ক্রিয়ায় ৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা উপযোগী? [ঢা.বো-০৩, ০৮, ১২, রা.বো-০৬] চ ক চলিত খ সাধু গ মিশ্র ঘ উপজাতীয় ৮. কোনটি মিশ্র শব্দ? [য.বো-০৯, ঢা.বো-০৪, ০৬, ০৮, ১২, ব.বো-০৩, চ.বো-০২] চ ক হাট-বাজার খ চা-চিনি গ নামাজ-রোজা ঘ কেতাব-কলম ৯. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির? [দি.বো-১১, রা.বো-০৪, কু.বো-০৬] ঝ ক তৎসম খ দেশি গ বিদেশি ঘ মিশ্র ১০. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? [কু. বো-০৭, সি.বো-০৫, ব.বো-০৭,দি.বো-০৯] জ ক প্যারীচাঁদ মিত্র খ গিরীশচন্দ্র সেন গ প্রমথ চৌধুরী ঘ রবীন্দ্রনাথ ঠাকুর ১১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? [দি.বো-০৯, ব.বো-১০, কু.বো-০৭, ১০, রা.বো-০৯] ঝ ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ রবীন্দ্রনাথ ঠাকুর গ প্যারীচাঁদ মিত্র ঘ প্রমথ চৌধুরী ১২. বাংলা ভাষার মূল উৎস কী? [ঢা.বো-০৬, কু.বো-০৭] ছ ক হিন্দি ভাষা খ বৈদিক ভাষা গ কানাড়ি ভাষা ঘ অনার্য ভাষা ১৩. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? [ঢা.বো-৯৩, কু.বো-০৭, সি.বো-০৩] ঝ ক পালি খ হিন্দি গ উড়িয়া ঘ বঙ্গকামরূপী ১৪. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? [ঢা.বো-৯৬, য.বো-১২, ০৭] চ ক ভাষা খ চিত্র গ ইঙ্গিত ঘ আচরণ ১৫. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? [কু.বো-১০, ব.বো-০৬] ছ ক আসাম খ পশ্চিমবঙ্গ গ গুজরাট ঘ উত্তর প্রদেশ ১৬. ভাষা কী? [ঢা.বো-০৫, রা.বো-১২] জ ক উচ্চারণের প্রতীক খ কণ্ঠের উচ্চারণ গ ভাব প্রকাশের মাধ্যম ঘ ধ্বনির সমষ্টি ১৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? [ঢা.বো-০৮, ০৪, ৯২, কু.বো-২০০০, সি.বো-০৯, সকল বো.-৯৮] ছ ক মহাভারত খ চর্যাপদ গ রামায়ণ ঘ জঙ্গনামা ১৮. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে? [রা.বো-০২, য.বো-০৪, কু.বো-০৫, ০৩, চ.বো-১১, সি.বো-০৯, ০৭, ব.বো-১২, ০৫] ঝ ক ধ্বনি খ শব্দ গ বাক্য ঘ ভাষা ১৯. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? [ঢা.বো-১০, চ.বো-০৯, দি.বো-১২, কু.বো-১১] ঝ ক দেশ ও কালভেদে খ দেশ, কাল ও ব্যক্তিভেদে গ কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে ঘ দেশ, কাল ও পরিবেশভেদে ২০. ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? [রা.বো-১০, য.বো-১০, সি.বো-১২, ০৫, ব.বো-১১, ০৪] চ ক চতুর্থ খ পঞ্চম গ ষষ্ঠ ঘ সপ্তম ২১. বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? [য.বো-১১] জ ক পঁচিশ খ সতেরো গ ত্রিশ ঘ বাইশ ২২. বাংলা ভাষার রীতি কয়টি? [য.বো-০৩] চ ক দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি ২৩. পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ করা যায়? [চ.বো-১০] ছ ক ১টি খ ২টি গ ৩টি ঘ ৪টি ২৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? [ঢা.বো-০৬, চ.বো-০২, ব.বো-০৯] জ ক চলিত রীতি খ কথ্য রীতি গ সাধুরীতি ঘ আঞ্চলিক রীতি ২৫. কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? [ঢা.বো-০৮, ০৩, রা.বো-০৬, য.বো-২০০০] চ ক চলিত খ সাধু গ মিশ্র ঘ উপজাতীয় ২৬. মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়Ñ [ঢ.বো-০৭, চ.বো-০২] ছ ক কাব্যসাহিত্যে খ দলিল-দস্তাবেজে গ পুঁথিসাহিত্যে ঘ চিঠিপত্রে ২৭. ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে? [ঢা.বো-০৩] চ ক সাধু ও চলিত রীতির মিশ্রণকে খ চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে গ সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে ঘ চলিত ও উপভাষার মিশ্রণকে ২৮. সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? [রা.বো-১১, ০৭, ০৪, য.বো-২০০০, চ.বো-০৫, ঢা.বো-১০, কু.বো-০৯] ছ ক বিশেষ্য ও বিশেষণ খ ক্রিয়া ও সর্বনাম গ বিশেষ্য ও ক্রিয়া ঘ বিশেষণ ও ক্রিয়া ২৯. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? [রা.বো-০৯,ব.বো-১০] জ ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ প্রমথ চৌধুরী ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৩০. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি? [ঢা.বো-০৩, রা.বো-১০, য.বো-০২] চ ক গুরুগম্ভীর খ গুরুচণ্ডালী গ অবোধ্য ঘ দুর্বোধ্য ৩১. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? [ঢা.বো-০২,চ.বো-০৪] জ ক গুরুগম্ভীর খ কৃত্রিম গ পরিবর্তনশীল ঘ তৎসম শব্দবহুল ৩২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? [কু.বো-২০০০] ছ ক চলিত খ সাধু গ আঞ্চলিক ঘ প্রাকৃত ৩৩. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? [ঢা.বো-০৯, ০৪, রা.বো-০৫, য.বো-০৫,০৬,ব.বো-১২] জ ক কথ্য রীতি খ লেখ্য রীতি গ সাধুরীতি ঘ চলিত রীতি ৩৪. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? [ঢা.বো-০১,য.বো-১২] জ ক আভিজাত্যপূর্ণ খ পদবিন্যাস সুনির্দিষ্ট গ কৃত্রিমতাবর্জিত ঘ কাঠামো অপরিবর্তনীয় ৩৫. আঞ্চলিক ভাষার অপর নাম কী? [ঢা.বো-০৩,কু.বো-১০,ব.বো-১০] ছ ক কথ্য ভাষা খ উপভাষা গ সাধুভাষা ঘ চলিত ভাষা ৩৬. উপভাষার আরেক নাম কী? [ব.বো-০৮] জ ক দেশীয় ভাষা খ মূলভাষা গ আঞ্চলিক ভাষা ঘ বাংলা ভাষা ৩৭. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ? [সি.বো-০৯, ব.বো-০৫] চ ক তুলা, সহিত খ জুতো, মাথা গ পড়িল, দেখে ঘ বুনো, তুলো ৩৮. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? [ঢা.বো-০৭, য.বো-০১] জ ক প্রাচীন যুগে খ মধ্যযুগে গ ইংরেজ আগমনের পরে ঘ স্বাধীনতাযুদ্ধের পরে ৩৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? [ঢা.বো-০৯, য.বো-১০, ০৩, কু.বো-০৯, চ.বো-২০০০, সি.বো-১২, ব.বো-০৭, দি.বো-০৯] জ ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি ৪০. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? [ঢা.বো-১০, সি.বো-০৩] ছ ক প্রাচীন যুগের খ মধ্যযুগের গ অন্ধকার যুগের ঘ আধুনিক যুগের ৪১. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী? [য.বো-১১, চ.বো-০৮] চ ক তৎসম শব্দ খ তদ্ভব শব্দ গ দেশি শব্দ ঘ বিদেশি শব্দ ৪২. নিচের কোনটি তৎসম শব্দ? [রা.বো-২০০০, ৯৬, ব.বো-০৭] চ ক চন্দ্র/ধর্ম খ গিন্নী গ ডিঙ্গা ঘ ঈমান ৪৩. তৎসম শব্দ কোনটি?[রা.বো-৯৪, য.বো-৯২, কু. বো-৯৯, ৯৩, ব.বো-০৭] জ ক চা খ চেয়ার গ ধর্ম ঘ কান ৪৪. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ? [য.বো-০৬] চ ক তৎসম খ তদ্ভব গ দেশি ঘ বিদেশি ৪৫. তৎসম শব্দ কোনটি? [সকল বো-৯৮, কু.বো-২০০০, চ.বো-০৬] ছ ক বৈষ্ণব/চাঁদ খ নক্ষত্র/চন্দ্র গ ঈমান ঘ চামার ৪৬. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? [য.বো-২০০০, কু.বো-৯৯] জ ক কর্ম খ গিন্নী গ হাত/কান্না ঘ ইস্কুল ৪৭. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?
নবম-দশম শ্রেণির বাংলা ২য় ভাষা Read More »