অ্যাসাইনমেন্ট

২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ৯ম সপ্তাহ pdf download

করোনা মহামারীর কারণে ২০২২ সালে ১৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই বন্ধ সময়ে শিক্ষার্থীদের পড়ালেখা চলমান রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এনসিটিবি এর সহায়তায় পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট প্রদান করেছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ৯ম সপ্তাহ এটি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো হলো নিম্নরুপঃ রসায়ন  ইতিহাস  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা  ইসলাম শিক্ষা  শিশুর বিকাশ  লোকসংগীত  উচ্চতর গণিত  উচ্চাঙ্গ সঙ্গীত  উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন  আরবি  সংস্কৃত কৃষি শিক্ষা  মনোবিজ্ঞান  পরিসংখ্যান  মৃত্তিকা বিজ্ঞান  প্রকৌশল  গার্হস্থ্য বিজ্ঞান  চারু ও কারুকলা  নাট্যকলা  শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ৯ম সপ্তাহ pdf download

২০২২ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ৯ম সপ্তাহ pdf download Read More »

৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ

করোনাকালীন সময়ে ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। তোমাদের নিশ্চয় একথা শুনে মজা পাচ্ছ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তোমাদের সেই ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে গত মঙ্গলবার ২০/১০/২১ তারিখে। আমরা আজ তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ প্রকাশ করবো। তোমরা সম্পূর্ণ পোস্টটি পড় এবংনমুনা উত্তর অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি লিখো। Contents [hide] করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় বন্ধ থাকলেও তোমরা নিশ্চয় তোমাদের বাসায় গণিত বই পড়েছো। তোমরা যারা গণিত বইয়ের সাথে সম্পর্ক রেখেছিলে তাদের জন্য আজকের একুশ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি সহজ হবে।  ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত বই পড় এবং গণিত প্র্যকটিজ করো। তাহলে তোমরা ৭ম শ্রেণিতে গণিত ভালো করবে। তোমরা অনেকেই ফাকি দিয়ে গণিত বিষয়টা ৬ষ্ঠ শ্রেণিতে পড়নি। তাগের জন্য পরবর্তি ক্লাসে গণিত বিষয়টি কঠিন মনে হবে। ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত ২১তম সপ্তাহ গণিত একটি মজাদার বিষয়। যাদের কাছে গণিত কঠিন বিষয় মনে হয়। তাদের গণিত বিষয়টি বেশি করে অধ্যায়ন করতে হবে। তাহলে তোমরা গণিত বিষয়টির দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের গণিত বইটি ভালো করে লক্ষ করলে দেখতে পাবে সেখানে ৩য় অধ্যায়ে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা এই অধ্যায়টি ভালো করে অধ্যায়ন করবে। তাহলে আজকের এসাইনমেন্টটি তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ২১ সপ্তাহ ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ প্রশ্ন শ্রেণিঃ ষষ্ঠ/৬ষ্ঠ বিষয়ঃ গণিত অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৫ অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ সাতটি পূর্ণসংখ্যা 5, 1, -3, -2, 0, 6, 9 (ক) উপরের সংখ্যাগুলো থেকে ঋণাত্নক ও অঋণাত্নাক সংখ্যাগুলো আলাদা কর।(খ) অঋণাত্নক সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন কর।(গ) সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখ।(ঘ) সংখ্যারেখায় স্থাপন করে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় কর অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ সংখ্যারেখায় পূর্ণসংখ্যা স্থাপনের মাধ্যমে সমস্যাটির সমাধান করবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ২১ সপ্তাহের গণিতের যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা সমাধান করার জন্য তোমাদের ৬ষ্ঠ শ্রেণির গণিত পাঠ্যবইয়ের ৩য় অধ্যায় (পূর্ণ সংখ্যা) টি ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা এখানকার নমুনা উত্তরটি ভালোমতো বুঝতে পারবে। আমরা তোমাদের যে নমুনা উত্তরটি লিখে দিবো সেটা তোমরা ফলো করবে কিন্তু হুবুহু কপি করবেনা। তবে এটা সেহেতু গণিত অ্যাসাইনমেন্ট তাই তোমরা কপি করতে পারো।  ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ ২০২১ এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ পূর্ণ সংখ্যা ’ক’ প্রশ্নের উত্তর উপরের সংখ্যাগুলোর মধ্যে ঋণাত্বক সংখ্যা হলোঃ -3, -2 উপরের সংখ্যাগুলোর মধ্যে অঋণাত্বক সংখ্যা হলোঃ 0, 1, 5, 6, 9 ’খ’ প্রশ্নের উত্তর অঋণাত্বক সংখ্যাগুলো হলোঃ 0, 1, 5, 6, 9 অঋণাত্বক সংখ্যাগুলোাকে সংখ্যারেখায় স্থাপন করা হলো ‘গ’ প্রশ্নের উত্তর 5, 1, -3, -2, 0, 6, 9 সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, -3, -2, 0, 1, 5, 6, 9 ’ঘ’ প্রশ্নের উত্তর সংখ্যরেখায় স্থাপন করে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা হলো। সংখ্যা গুলো হলোঃ -3, -2, 0, 1, 5, 6, 9 প্রথমে একটি সংখ্যারেখা আঁকায়। সংখ্যারেখার ০ বিন্দু থেকে ২ ঘর বামদিকে গিয়ে -২ বিন্দুতে পৌছায়। -২ বিন্দু থেকে ৩ ঘর বাম দিকে গিয়ে -৫ বিন্দুতে পৌছায়। -৫ বিন্দু থেকে ১ ঘর ডানে গিয়ে -৪ বিন্দুতে পৌছায়। অতপর -৪ বিন্দু থেকে ৫ ঘর ডানে গিয়ে ১ বিন্দুতে পৌছায়। ১ বিন্দু থেকে ৬ ঘর ডানে  গিয়ে ৭ বিন্দুতে পৌছায়। ৭ বিন্দু থেকে ৯ ঘর ডানে অতিক্রম করে ১৬ বিন্দুতে পৌছায়। অতএব, উপরোক্ত সংখ্যারেখাটিতে যোগফল হবে,     (-3)+(-2)+0+1+5+6+9     = -3-2+0+1+5+6+9     = -5+21     = 16 অর্থাৎ ০ থেকে ডানদিকে 16 এর ঘরটি যোগফল নির্দেশ করে। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখতে এখানে ক্লিক করুন আরো পড়ুনঃ ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৭ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৮ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৭ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৮ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের একুশ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি লিখেছো। আমরা এখানে তোমাদের উত্তরটি ছোট ও যথাযথ দেওয়ার চেষ্টা করেছি। অনেকে দেখেছি অযথা বড় করে লিখে দিয়েছে। আমরা মনে করি যেটা প্রয়োজন নাই সেটা লেখার দরকার কি। ছোট করে লিখলে তোমাদের লিখতে সুবিধা হয়। এবং সময় কম লাগে। আমাদের উত্তরে কোনো ভূল থাকলে অবশ্যই কমেন্ট কের জানাবে। এবং আমাদের দেওয়া গণিত ৬ষ্ঠ শ্রেণির উত্তরটি ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের জন্য পরবর্তিতে সকল সমস্যার সমাধান করবো তাই আমাদের সাইটের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ করেনাকালীন সময়ে তোমাদের ২১ টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়েছে। আর হয়তো অ্যাসাইনমেন্ট দিবেনা। তবে সামনে যদি করোনা বাড়ে তাহলে হয়তো আবারো অ্যাসাইনমেন্ট দিতে পারে। আমাদের সাইটে তোমাদের শ্রেণির সকল সমস্যার সমাধান ও সাজেশন পাবে তাই আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। এবং যে কোনো প্রয়োজনে মেসেজ করো। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 ২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি ২০২১ তোামদের সকলকে ধন্যবাদ আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। আশা করি তোমাদের এই পোস্টটি থেকে উপকার হয়েছে। আমরা তোমাদের ভবিষৎ এ উপকার করার ও চেষ্টা করবো তাই আমাদের সাথেই থাকো। 

৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২১ সপ্তাহ Read More »

৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ class 7 math 21 week assignment

করোনাকালীন সময়ে ২০২০ সাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু রয়েছে। ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২১ টি অ্যাসাইনমেন্টের একটি গ্রিড প্রাকশ করে। সেই ধারাবাহিকতায় বর্তমানে গত মঙ্গলবার ২১তম সপ্তাহের অর্থাৎ সর্বশেষ অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। আমরা আজ তোমাদের ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ প্রকাশ করছি। তোমরা ‍উত্তরটি লেখার আগে আজকের সম্পূর্ণ পোস্টটি পড়বে। Contents [hide] সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি তোমাদের গণিত বইটি সম্পূর্ণ পড়তে পেরেছো? যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের জন্য আজকের প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হবে। তোমাদের ৭ম শ্রেণির গণিত বই পড়লে দেখতে পাবে তোমাদের বইয়ে শেষ অধ্যায়টি হলো তথ্য ও উপাত্য। তথ্য ও ‍উপাত্ত তোমাদের ৫ম শ্রেণি থেকে পড়ানো শুরু হয়েছে। ৭ম শ্রেণিতে এসে সেই তথ্য ও উপাত্ত অনেক দুর এগিয়েছে। তোমাদের তথ্য উপাত্ত অধ্যায়ে সারণি তৈরি, গড় নির্ণয়, মধ্যক, আয়তলেখ অঙ্কন এগুলোই আছে। ২১ সপ্তাহের ৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট ২০২১ প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় তোমাদের ২০ সপ্তাহ পর্যন্ত এসাইনমেন্টগুলো সম্পূর্ণ করেছো। যদি সম্পূর্ণ করা না থাকে তাহলে আমাদের দেওয়া নিচের লিংক থেকে ১ম সপ্তাহ থেকে ২১ সপ্তাহ সকল অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। আমরা তোমাদের গণিতের নির্ভূল উত্তর দিয়ে থাকি। তোমরা হয়তো অনেক ওয়েবসাইটে উত্তর পাবে কিন্তু তোমরা যদি প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো যাচাই করো তাহলে দেখতে পাবে তাদের উত্তরে কত ভূল। সপ্তম শ্রেণির ২১ সপ্তাহের গণিত এসাইনমেন্টটির উত্তর ঠিক আছে কিনা যদি তোমরা যাচাই করতে চাও তাহলে তোমাদের প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তোমরা অনেকেই প্রশ্ন না পড়ে উত্তর লিখ। এজন্য তোমাদের উত্তর লিখতে উত্তর যাচাই করতে মনে থাকেনা। তোমরা অবশ্যই উত্তর যাচাই করবে এবং ভালোভাবে লিখবে। সপ্তম শ্রেণির গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন শ্রেণিঃ ৭ম/সপ্তম বিষয়ঃ গণিত অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৫ নির্ধারিত কাজঃ  মাহি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে নিয়মিত পত্রিকা পড়ে এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে। নভেম্বর মাসে তার শহরে দৈনিক করোনায় আক্রান্ত মানুষের সংখ্যার নিম্মোক্ত উপাত্ত সংগ্রহ করলো-২০, ১৫, ২১, ২৮, ২৩, ৩০, ২৭, ৩২, ২০, ১৩, ২৭, ১০, ৩০, ১৩, ২০, ১৪, ২০, ১২, ১৭, ২৭, ২০, ৩৪, ১৪, ২০, ১৮, ৩১, ১৮, ২১, ৩২, ২৩ ১. মাহির সংগৃহীত উপাত্ত কোন ধরণের উপাত্ত? এই ধরণের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কী পার্থক্য তা লিখ। ২. সংগৃহীত উপাত্তের গণসংখ্যা সারণি হতে আয়তলেখ অঙ্কন করে তা থেকে প্রচুরক নির্ণয় কর। এসাইনমেন্ট নির্দেশনাঃ  ১. উপাত্তের উৎস পর্যালোচনা করে পার্থক্য নির্ধারণ করবে। ২. উপাত্তের পরিসর ও শ্রেণি সংখ্যা বের করে সারণি তৈরি করবে এবং সারণি হতে আয়ত লেখ অঙ্কন করে প্রচুরক নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কী প্রশ্নটি পড়েছো? যদি না পড়ে থাকো তাহলে দ্রুত পড়ে নাও। প্রশ্ন পড়ে নমুনা উত্তরটি মিলিয়ে মিলিয়ে দেখে নাও। তারপর নিজের মত করে উত্তরটি লেখ। সবাইকে উত্তরটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। প্রথমে উত্তরটি দেখবে এবং যাচাই করবে তারপর উত্তর লেখা শুরু করবে। নিজের নমুনা উত্তরটি আমরা নির্ভূল করে দেওয়ার চেষ্টা করলাম। কোনো ভূল হলে অবশ্যই তোমরা কমেন্ট কর জানাবে।  ২১তম সপ্তাহের ৭ম শ্রেণীর গণিত এসাইনমেন্ট সমাধান ২০২১ এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ তথ্য ও উপাত্ত ১নং প্রশ্নের উত্তর মাহির সংগৃহীত উপাত্তগুলো হলো মাধ্যমিক উপাত্ত। উপাত্ত দুই প্রকার। যথা প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের পার্থক্যঃ প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে গৃহীত হয়। প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে গৃহীত হয় না। নির্ভরযোগ্যতা বেশি নির্ভরযোগ্যতা কম। উদাহরণঃ কোনো পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর উদাহরণঃ কোনো শহরের কোনো এক মাসের তাপমাত্রা। ২নং প্রশ্নের উত্তর সংগৃহীত উপাত্তের সর্ব্বোচ্চ মান =৩৪     সর্বনিম্ন মান = ১০ পরিসর = (সর্ব্বোচ্চ মান – সর্বনিম্ন মান) +১          = (৩৪-১০)+১         =২৪ + ১         = ২৫ শ্রেণিব্যপ্তি ৫ ধরে শ্রেণি সংখ্যা = পরিসর ➗ শ্রেণিব্যপ্তি         = ২৫➗ ৫         = ৫ প্রদত্ত উপাত্তগুলো হলোঃ ২০, ১৫, ২১, ২৮, ২৩, ৩০, ২৭, ৩২, ২০, ১৩, ২৭, ১০, ৩০, ১৩, ২০, ১৪, ২০, ১২, ১৭, ২৭, ২০, ৩৪, ১৪, ২০, ১৮, ৩১, ১৮, ২১, ৩২, ২৩ উপাত্তগুলো দিয়ে নিম্নে সারণি তৈরি করা হলো। ছক কাগজের শ্রেণিব্যাপ্তির জন্য X অক্ষ বরাবর গণসংখ্যার ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক এবং গণসংখ্যর জন্য Y-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ১ ঘরকে ১ একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। যেহেতু শ্রেণিব্যান্তি ৮-অক্ষ বরাবর ১০ থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু ১-অক্ষের মূল বিন্দু থেকে ১০ পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে, বাকি ঘরগুলো বিদ্যমান আছে। আয়তলেখ থেকে বোঝা যাচ্ছে প্রচুরক শ্রেণি হচ্ছে (২০-২৪) প্রচুরক শ্রেণিতে ২০ সর্বাধিক ৬ বার রয়েছে। সুতরাং প্রচুরক ২০। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখতে এখানে ক্লিক করুন আরো পড়ুনঃ ২১ সপ্তাহের ৭ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৮ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির গণিত উত্তর তোমরা দেখলে। তোমাদের জন্য আমরা নিখুঁত উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি মনে হয় কোথাও ভূল রয়েছে। তাহলে আমাদের জানাবে কমেন্ট করে। আমরা সেটা ঠিক করে দিবো। আশা করি তোমাদের ২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি পছন্দ হবে। ৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ করেনাকালীন সময়ে তোমাদের ২১ টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়েছে। আর হয়তো অ্যাসাইনমেন্ট দিবেনা। তবে সামনে যদি করোনা বাড়ে তাহলে হয়তো আবারো অ্যাসাইনমেন্ট দিতে পারে। আমাদের সাইটে তোমাদের শ্রেণির সকল সমস্যার সমাধান ও সাজেশন পাবে তাই আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। এবং যে কোনো প্রয়োজনে মেসেজ করো। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 ২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ৭ম শ্রেণি ২০২১ ধন্যবাদ সকলকে আজকের পোস্টটি পড়ার জন্য। তেমাদের কাছে আজকের নোটিশ হলো তোমরা গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি মনোযোগ সহকারে সঠিক করে লিখবে। 

৭ম শ্রেণির গণিত এসাইনমেন্ট সমাধান ২১তম সপ্তাহ class 7 math 21 week assignment Read More »

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২১তম সপ্তাহ class 8 math 21 week assignment

প্রিয় ৮ম শ্রেণির শিক্ষর্থী বন্ধুরা তোমাদের একবিংশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে তোমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একবিংশ সপ্তাহের অষ্টম শ্রেণির দুটি অ্যাসাইনমেন্ট রয়েছে। আজ আমরা তোমাদের সেই দুটি এসাইনমেন্টের মধ্যে ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২১ সপ্তাহ প্রকাশ করছি। আশা করি আজকের পোস্টটি তোমাদের উপকারে আসবে। ৮ম শ্রেণির সকল শিক্ষার্থীকে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো। Contents [hide] ২১ সপ্তাহের তোমাদের দুটি অ্যাসাইনমেন্ট রয়েছে। অ্যাসাইনমেন্ট দুটি হলোঃ বাংলা গণিত উপরের দুটি অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা পেয়ে যাবে। তবে এই পোস্টে শুধু গণিত অ্যাসাইনমেন্টের উত্তরটি দেওয়া থাকবে তবে বাংলা অ্যাসাইনমেন্টটির উত্তর লিংক নিচে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ২১ সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট সমাধানটি লিখে নিতে পারবে। ৮ম শ্রেণীর ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত সমাধান আমরা জানি তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট লিখতে ভালো লাগে। ২১ সপ্তাহে তোমাদের যে গণিত অ্যাসাইনমেন্টটি লিখতে হবে তা জ্যামিতি থেকে নেওয়া হয়েছে। তোমাদের যদি জ্যামিতি অংশটি ভালো করে পড়া থাকে তাহলে তোমরা সহজেই এর উত্তর দিতে পারবে। প্রথম কথা হলো তোমাদের কাছে কি ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি আছে? যদি না থেকে থাকে তাহলে নিচের লিংক থেকে একুশ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্ট প্রশ্নগুলি ডাউনলোড করতে পারবে। ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন পিডিএফ ডাউনলোড 21 week assignment pdf download প্রশ্নগুলো ডাউনলোড করলে সেখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখতে পারবে। অন্যথায় আমরা নিচে প্রশ্নগুলো লিখে ও ছবি আকারে দিচ্ছি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আশা করি প্রশ্নগুলো দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রশ্ন না পড়ে কখনো কোনো উত্তর লিখবেনা। এটা তেমাাদের কাছে আমাদের অনুরোধ। ৮ম শ্রেণির ২১তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন শ্রেণিঃ অষ্টম/৮ম বিষয়ঃ গণিত অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম/অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ৫ এ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45٥ ক. সামান্তরিকটি অক্রন কর। খ. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর 0 বিন্দুতে ছেদ করলে প্রমাণ কর যে, 0 বিন্দুতে যে কোনো দুইটি সন্নিহিত কোণ সমান। গ. উদ্দীপকে কী পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না, তা যুক্তি দিয়ে উপস্থাপন কর। ঘ. প্রমাণ কর যে, উদ্দীপকের সামান্তরিকের কোণগুলোর সমষ্টি চার সমকোণ। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ গণিত পাঠ্যবইয়ের ৮ম অধ্যায়ে আলোচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজ সম্পর্কিত উপাদ্যের ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে। ৮ম শ্রেণির ২১তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, তোমরা কী আজকের ২১ সপ্তাহের গণিত প্রশ্নটি পড়েছো? যদি না পড়ে থাকা তবে দ্রুত পড়ে নাও। প্রশ্ন না পড়ে উত্তর লিখলে তোমাদের ভূল হতে পারে। আমরা চাই তোমাদের নির্ভূল ও মানসম্মত উত্তর দিতে। তোমাদের যাদের চতুর্ভূল সম্পর্কিত বিষয় পড়া আছে তাদের জন্য আজকের উত্তরটি সহজ হবে। তাবে যাদের পড়া নাই তাগের যে কঠিন মনে হবে এমনটি নয়। সমস্যগুলো সহজ আছে তোমারা ইচ্ছা করলে একবার নমুনা উত্তরটি পড়ে নিয়ে নিজেই না দেখে লিখতে পারবে। ৮ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা তাহলে গণিত একুশ তম সপ্তাহের নমুনা উত্তরটি দেখে নিই। ২১তম সপ্তাহ ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ চতুর্ভূজ ’ক’ প্রশ্নের উত্তরঃ সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45٥ ধরে নিচের সামান্তরিকটি অংকন করা হলো। ’খ’ প্রশ্নের উত্তরঃ বিশেষ নির্বচনঃ সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:5 এবং সামান্তরিকটির একটি কোণ 45٥। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে, O বিন্দুতে যেকোনো দুইটি সন্নিহিত কোণ সমান। অঙ্কনঃ  A, C এবং B, D যোগ করি । AC এবং BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে প্রমাণঃ  সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে দুইজোড়া বিপ্রতীপ কোন উৎপন্ন করেছে। এখানে বিপ্রতীপ কোন ∠AOB = বিপ্রতীপ কোন  ∠COD আবার, বিপ্রতীপ কোন ∠AOD = বিপ্রতীপ কোন  ∠BOC আমরা জানি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। অর্থাৎ ∠AOB = ∠COD = ∠AOD =  ∠BOC = এক সমকোন। সুতরাং O বিন্দুতে যেকোনো দুইটি সন্নিহিত কোণ সমান। (প্রমাণিত) ’গ’ প্রশ্নের উত্তর উদ্দীপকে যে পরিবর্তন করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে কিন্তু রম্বস হবে না তা হলো এর সন্নিহিত বাহুদ্ধয় কখনোই সমান নেওয়া যাবে না। অর্থাৎ উদ্দীপকের সামান্তরিকের সন্নিহিত বাহদ্বয়ের অনুপাত 5:5 হতে পারবে না। যুক্তিঃ আমরা জানি যে চতুর্ভূজের সন্নিহিত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমান নয় তাকে রম্বস বলে।  অন্যদিকে যে চতুর্ভূজের সন্নিহিত বাহুগুলো সমান নয় কিন্তু পরস্পর সমান্তরাল ও কোনগুলো সমান নয় তাকে সামান্তরিক বলে। উপরের তথ্য থেকে আমরা জানতে পানি সামান্তরিক ও রম্বসের মূল পার্থক্য হলো সন্নিহিত বাহুতে। রম্বসের সন্নিহিত বাহু সমান কিন্তু সামান্তরিকের সমান নয়। তাই আমাদের যদি উদ্দিপকের চতুর্ভূজটিকে সামান্তরিক করতে হয় তাহলে সন্নিহিত বাহুর অনুপাতা সরল অনুপাত রাখা যাবেনা। অর্থৎ সান্নিহিত বাহু অসমান করতে হবে। তাহলে চতুর্ভূজটি সমান্তরিক হবে কিন্তু রম্বস হবেনা। ’ঘ’ প্রশ্নের উত্তর বিশেষ নির্বচনঃ মনে করি ABCD একটি সামান্তরিক, প্রমাণ করতে হবে যে ∠A + ∠B + ∠C + ∠D = চার সমকোণ। অঙ্কনঃ A ও C যোগ করি। AC কর্ণটি সামান্তরিকটিকে ΔABC ও ΔADC দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রমাণঃ  ১।  ‍ΔABC এ ∠BAC + ∠ACB +∠B = 2 সমকোন। [ত্রিভুজের তিন কোনের সমষ্টি ২ সমকোণ]     ——(i) ২। অনুরুপভাবে,  ‍ΔADC এ ∠DAC + ∠ACD +∠D = 2 সমকোন। [ত্রিভুজের তিন কোনের সমষ্টি ২ সমকোণ]      ——(ii) ৩। অতএব, ∠BAC + ∠ACB +∠B + ∠DAC + ∠ACD +∠D =  (2+2) সমকোণ। [ (i)+(ii) করে] বা, ∠BAC+∠DAC+∠B +∠ACB+ ∠ACD+∠D = 4 সমকোণ  ——(iii) ৪। সন্নিহিত বাহু ∠BAC+∠DAC = ∠A এবং ∠ACB+ ∠ACD = ∠C সুতরাং (iii) থেকে পাই ∠A + ∠B + ∠C + ∠D = চার সমকোণ। (প্রমাণিত) এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখতে এখানে ক্লিক করুন আরো পড়ুনঃ ২১ সপ্তাহের ৮ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৭ম শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৭ম শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২১ সপ্তাহের ৬ষ্ঠ শেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ৮ম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত ২১ সপ্তাহের অ্যাসাইনমেন্টটির সমাধান আমরা প্রকাশ করেছি। এই নমুনা উত্তরটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে। যদি কোনো ভূল পাও সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করেছি তোমাদের একটি নির্ভূল উত্তর দিতে। ২১ সপ্তাহের বাংলা অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্টটি তোমরা উপরের লিংকে গেলেই পাবে। ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ করেনাকালীন সময়ে তোমাদের ২১ টি সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়েছে। আর হয়তো অ্যাসাইনমেন্ট দিবেনা। তবে সামনে যদি করোনা বাড়ে তাহলে হয়তো আবারো অ্যাসাইনমেন্ট দিতে পারে। আমাদের সাইটে তোমাদের শ্রেণির সকল সমস্যার সমাধান ও সাজেশন পাবে তাই আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখো। এবং যে কোনো প্রয়োজনে মেসেজ করো। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 ২১ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ৮ম শ্রেণি ২০২১ ধন্যবাদ সকলকে আজকের পোস্টটি পড়ার জন্য। তেমাদের কাছে আজকের নোটিশ হলো তোমরা গণিত ২১

৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান ২১তম সপ্তাহ class 8 math 21 week assignment Read More »

১৯ সপ্তাহের (অষ্টম) ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বিজ্ঞান ৮ম শ্রেণির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানে ভালো করতে হলে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি গুরুত্বের সাথে লিখতে হবে। তোমরা জানো তোমাদের ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। এবং এটাও জানো যে উনিশ সপ্তাহের দুটি অ্যাসাইনমেন্টের মধ্যে একটি হলো বিজ্ঞান। তাই আজ আমরা ১৯ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ প্রকাশ করতে চলেছি। Contents [hide] অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর প্রদান করবো। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে উত্তরটি সম্পূর্ণ নির্ভূল হবে। বিজ্ঞান ১৯ সপ্তাহ তোমাদের লিখতে খুব সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কি করোনা মহামারীর সময়ে বাড়িতে বিজ্ঞান বিষয়টি পড়েছো। যদি বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়টি ভালো করে পড়ে থাকো তাহলে তোমাদের জন্য ১৯ সপ্তাহের বিজ্ঞান ৮ম শ্রেণি অ্যাসাইনমেন্টটি অনেক সহজ ও বোধগোম্য হবে। অষ্টম শ্রেণির বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি হলো রাসায়নিক বিক্রিয়া। ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ আজকের অ্যাসাইনমেন্টটি করার আগে তোমাদের উচিত হবে ১৯ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট দেখে নেওয়া। প্রশ্ন না পড়ে তোমরা উত্তর লিখে থাকো যা মোটেও ঠিক না। তোমাদের সবাইকে অনুরোধ করবো তোমরা প্রশ্ন পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে প্রশ্নগুলো দেখে আসি। ৮ম শ্রেণির ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন শ্রেণিঃ ৮ম/অষ্টম বিষয়ঃ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৮ম শ্রেণির ৫ম অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ তোমার দেখা ১০টি ঘটনা চিহিত কর যে ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। রাসায়নিক বিক্রিয়া হিসেবে এগুলোকে চিহিত করতে তুমি কোন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছ? এরমধ্যে থেকে যে কোনো একটি ঘটনার ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে  তার সমীকরণ লিখ ও বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ও কেন তা নির্ধারন কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় (রাসায়নিক বিক্রিয়া) ভালোভাবে পড়ে অ্যাসাইনমেন্টের উত্তর করতে হবে। প্রশ্নগুলো পড়লেই বোঝা যাবে তোমাদের কি করতে হবে। তোমরা নিশ্চয় প্রশ্নটি পড়েছো। যদি কেউ না পড়ে থাকে তবে দ্রুত পড়ে আসো। তোমাদের চারপাশের কিছু বিক্রিয়ার কথা উল্লেখ করতে হবে কিন্তু তার মধ্যে থেকে একটির বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে। চলো ৮ম শ্রেণির শিক্ষার্থীরা আমরা ১৯ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের একটি নমুনা উত্তর দেখে নিই। ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১ এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ রাসায়নিক বিক্রিয়া নিম্নে আমার দেখা ১০ টি ঘটনা চিহ্নিত করা হলো যে ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে : ১. মোমের দহন ।২. উদ্ভিদের সালোকসংশ্লেষণ।৩. উদ্ভিদের শ্বসন।৪. লোহায় মরিচা পড়া । ৫. পাকস্থলীর হজম। ৬. সাবান এবং ডিটারজেন্ট এর মাধ্যমে কাপড় পরিষ্কার করা । ৭. এসিড – ক্ষারক প্রশমন বিক্রিয়া ৷ ৮. ইলেকনট্ট্রোপ্লেটিং করা । ৯. ব্রিচিং পাউডার এর মাধ্যমে পানি পরিশুদ্ধ করা । ১০. ব্যাটারি তৈরি করা৷  রাসায়নিক বিক্রিয়া হিসেবে এগুলোকে চিহিত করতে আমি নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করেছিঃ আমাদের চারপাশের প্রথিবীতে রাসায়নিক বিক্রিয়াগুলোকে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ হল কোন বিক্রিয়া কখন ঘটছে তা চিহ্নিত করা । রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন ঘটায়। অন্য কথায় পদার্থ মিথস্ক্রিয়া করে এবং নতুন যৌগ তৈরি করে । পদার্থের প্রতিটি পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া নয়। উদাহরণস্বরূপ , বরফ গলানো ও পানিতে চিনি দ্রবীভূত করা পদার্থের অবস্তার পরিবর্তন যা পদার্থের রাসায়নিক পরিচয় পরিবর্তন করে না। এখানে রাসায়নিক বিক্রিয়া চিহিত করার কিছু বৈশিষ্ট্য দেয়া হলোঃ তাপমাত্রা পরিবর্তন । রঙ পরিবর্তন। গন্ধ বের হওয়া। বুববুদ তৈরি।  এরমধ্যে থেকে এসিড ক্ষারক প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে তার সমীকরণ লিখা হলো ও বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া ও কেন তা নির্ধারন করা হলোঃ এসিড -ক্ষারক প্রশমন বাক্রিয়ঃ আাসিড – ক্ষারক প্রশমন বিক্রিয়া যে কোন সময় ঘটে যখন আমরা একটি এসিড (যেমন , লেবুর রস, ভিনেগার, ব্যাটারির এসিভ, কার্বনেটেড পানীয় থেকে কার্বনিক এসিড ) এর সাথে ক্ষারক মিশ্রণ করতে পারি (যেমন, বেকিং সোডা , আ্যামোনিয়া) । একটি আাসিড এবং একটি ক্ষারকের মধ্যে বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হয়। উদাহরণ – ১: যদি আমরা হাইড্রোক্লোরিক এসিড (HCl) এবং সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এর বিক্রিয়া করি, তাহলে আমরা খাবার লবণ (NaCl) এবং পানি (H₂O) পাই। এই বিক্রিয়াতে, দুটি পরিষ্কার তরল আরেকটি পরিষ্কার তরল গঠন করে , কিন্তু এই বিক্রিয়াটি ঘটে কারণ এটি প্রচুর তাপ নির্গত করে । এই বিক্রিয়াকে নিরপেক্ষ বিক্রিয়া বলে । অন্টাসিডঃ আপনার দৈনন্দিন জীবনে আ্যাসিড – ক্ষারক প্রতিক্রিয়া প্রায়ই ঘটে । উদাহরণস্বরূপ , কিছু খাবার খাওয়ার পরে কখনও কখনও পেট স্বাভাবিকের চেয়ে বেশি হাইড্রোক্লোরিক আাসিড (HCl ) তৈরি করে এবং আমরা বুকে জ্বালাপোড়া অনুভব করি । আমরা এটি একটি আ্যান্টাসিড দিয়ে চিকিৎসা করতে পারি | আ্যান্টাসিড সাধারণত অ্যালুমিনিয়াম হাহইড্রক্সাইড Al(OH)₃ , যা একটি ক্ষারক। এটি এসিডকে নিরপেক্ষ করে লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিডঃ একটি আাসিড একটি অণু বা দ্রবণ যা প্রচুর হাইড্রোজেন আয়ন (H⁺) ধারণ করে অ্যাসিড অন্যান্য যৌগকে হাইড্রোজেন দান করতে পছন্দ করে | এসিড সাধারণত টক স্বাদ যুক্ত হয়ে থাকে, যেমন : লেবুর রস বা ভিনেগার । ক্ষারকঃ ক্ষারক এমন অণু বা দ্রবণ যার হাইড্রোজেন আয়ন কম । তারা অন্যান্য যৌগ থেকে হাইড্রোজেন গ্রহণ করতে পছন্দ করে । ক্ষারক সাধারণত সাবানের মতো পিচিছল মনে হয় । লবণঃ লবণ নিরপেক্ষ যৌগ, যার মানে তাদের কোনো চার্জ নেই এবং তারা একটি আাসিড -ক্ষারক নিরপেক্ষীকরণের বিক্রিয়ার ফলাফল যেখানে এটি আাসিডকে নিরপেক্ষ করে পানি এবং লবণ তৈরি করে | NaCl হল সেই ধরনের লবণ যা আমরা আমাদের খাবারের ব্যবহার করি। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখতে এখানে ক্লিক করুন আরো পড়ুনঃ ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ ১৯ সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ১৯ সপ্তাহ ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট উত্তর ৯ম শ্রেণির ১৯ সপ্তাহের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট সমাধান ৬ষ্ঠ শ্রেণির গণিত ১৮ সপ্তাহ অ্যসাইনমেন্ট ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর উপরের রাসায়নিক বিক্রিয়াগুলো তোমরা যত্ন সহকারে লিখবে কোথায় যেন কোনো ভূল না হয়। রাসায়নিক বিক্রিয়ার ১০টি ঘটনাগুলো তোমরা পরিবর্তন করে লিখতে পারো। সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট উত্তরটি আগে পড়ে তারপর নিজের মনের মত করে লিখবে। শুধুমাত্র বিক্রিয়াগুলো তোমরা কপি করতে পারো। লেখায় যদি কোনো ভূল ত্রুটি থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এবং বানান ভূল থাকলে চেষ্টা করবে সঠিক করে লিখতে। সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 ৮ম শ্রেণির বিজ্ঞান ৫ম এসাইনমেন্ট আমরা সবার আগে ২০ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করবো। তাই তোমরা যত দ্রুত পারো আমাদের উপরের লিংক

১৯ সপ্তাহের (অষ্টম) ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ Read More »

(সপ্তম) ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১ class 7 science 19 week

অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য আশীর্বাদ স্বরুপ এই করোনাকালীন সময়ে। কিন্তু তোমরা মনে করো এটি তোমাদের জন্য অতিরিক্ত প্যারা। করোনা মহামারীর সময়ে তোমাদের এসাইনমেন্ট চলার কারণে কিন্তু তোমাদের বইয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২০ সাল থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করেছে। সেই ধারাবাহিতায় গত ০৫/১০/২০২১ তারিখে মঙ্গলবার তোমাদের ১৯ সপ্তাহের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশ করে। আমরা আজ সেই ১৯ সপ্তাহের সপ্তম শ্রেণির দুটি অ্যাসাইনমেন্টের মধ্যে ‘৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১’ অ্যাসাইনমেন্ট টি প্রকাশ করছি। পোস্টটি সম্পূর্ণ পড়লে তোমরা এই অ্যাসাইনমেন্টের যথাযথ উত্তর করতে পারবে। Contents [hide] সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তোমরা যারা ৭ম শ্রেণির বিজ্ঞান বই ভালো করে পড়েছো বিশেষ করে সপ্তম অধ্যায়টি ভালো করে পড়েছো তাদের জন্য আজকের এসাইনমেন্টটি অনেক সহজ হতে চলেছে। কিন্তু যারা তোমাদের বিজ্ঞান বইটি পড়নি তারা যে ভালো করবেনা তা না। তবে তোমাদের এখনি ৭ম শ্রেণির বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় (শক্তির ব্যবহার) অংশটি পড়তে হবে। তাহলে তোমরা আজকের সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ঠিকমতো দিতে পারবে। ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ শক্তি নিয়ে তোমরা ৫ম শ্রেণি থেকে পড়ে আসছো। তাই শক্তি সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা রয়েছে। আমরা মনে করি আজকের প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। তবে আমরা তোমাদের একটি নমুনা উত্তর সরবারাহ করবো। সেটা দেখে তোমরা একটা ধারণা নিচে এবং নিজের মনের মত করে সাজিয়ে লিখবে। তোমাদের অনেকেই ১৯ সপ্তাহের প্রশ্নগুলো পাওনি। তোমাদের বিদ্যালয় থেকে এগুলো দেওয়ার কথা কিন্তু অনেকে হয়তো বিদ্যালয়ে যাওনি অথবা বিদ্যালয় থেকে এখনো দেইনি। ৭ম শ্রেণির যে সকল শিক্ষার্থী এখনো ১৯ সপ্তাহের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান সপ্তম অধ্যায় পাওনি তারা আমাদের নিচে দেওয়া লিংক থেকে ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। 19 week assignment pdf Download প্রিয় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তোমরা অনেকেই ছোট উত্তর পছন্দ করো। ছোট উত্তর লিখে দিতে আমাদের েইচ্ছে করে কিন্তু কোনো কারণে ছোট করা না গেলে আমরা বড় করে লিখে দিই। তোমরা কিছুটা বাদ দিয়ে ছোট করে নিও। তবে মনে রাখতে হবে ৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম এসাইনমেন্ট তোমদের জন্য একটু বড়ই হবে। সপ্তম শ্রেণির ১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ডাউনলোড করলে তোমরা সেখান থেকে আজকের ৭ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ৫ম দেখে নিতে পারো। তবে যদি কেউ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে না থাকো তবে নিচের প্রশ্ন অংশ থেকে তোমরা তোমরা প্রশ্নটি দেখে নিতে পারো। ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ প্রশ্ন শ্রেণিঃ সপ্তম/৭ম বিষয়ঃ বিজ্ঞান অধ্যায়ঃ সপ্তম (শক্তির ব্যবহার অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৭ম শ্রেণির বিজ্ঞান ৫ম এসাইনমেন্ট বিষয়বস্তুঃ  পাঠ-১ : কাজ, ক্ষমতা ও শক্তি পাঠ-২, ৩ : শক্তির রুপ পাঠ-৪, ৫ : শক্তির রূপান্তর পাঠ-৬ : শক্তির সংরক্ষণশীলতা পাঠ-১০ : অনবায়ন যোগ্য শক্তি পাঠ-৭, ৮ ও ৯: নবায়নযোগ্য শক্তি পাঠ ১২ : শক্তির বিকল্প উৎসের সন্ধানে পাঠ ১৩ : আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার। পাঠ ১১ : শক্তির ব্যবহার ও সংকট অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ  ১। শক্তির সংকট মোকাবেলায় বিকল্প শক্তির জন্য তোমার নিজের মত করে একটি প্রজেক্ট তৈরী কর যে প্রজেক্ট শক্তির সংকট মোকাবেলার পাশাপাশি শক্তির অপচয় রোধ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। ২। প্রজেক্টের নাম নির্বাচন করে ধারাবাহিকভাবে তোমার তৈরিকৃত প্রজেক্টের ধাপগুলো বর্ণনা কর। ৩। উক্ত প্রজেক্টটি সামাজিক প্রেক্ষাপটে তোমার এলাকায় কি ধরনের ভূমিকা রাখতে পারবে তার বর্ণনা দাও। ৪।তোমার নিজের জীবনে শক্তির অপচয় রোধে তুমি কী ধরনের ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ ১। প্রজেক্ট তৈরী করতে কিকি উপকরণ লাগে সেগুলো জেনে ধাপগুলো লিখবে। ২ তোমার এলাকায় কি ধরনের প্রজেক্ট উপযোগী সেটি চিন্তা করতে হবে। ৩। বিভিন্ন ধরনের শক্তির অপচয় কিভাবে রোধ করা যায় এবং পরিবেশে এই অপচয় রোধ কিভাবে ভূমিকা রাখবে তার ধারণা নিবে। ৭ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ৫ম লেখার আগে তোমরা উপরের প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও। তোমাদের অনেকেই প্রশ্ন না পড়েই উত্তর লেখা শুরু কর যা মোটেও ঠিক নয়। সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২১ বিজ্ঞান প্রত্যাশী শিক্ষার্থীদের আমরা সাজেস্ট করবো তোমরা সুন্দর করে প্রশ্নগুলো পড়বে এবং ভালো করে বুঝবে এবং তারপর নমুনা উত্তরটি দেখবে এবং শেষে উত্তর লেখা শুরু করবে। বি:দ্রঃ কোনো শিক্ষার্থী কোনো অ্যাসাইনমেন্ট অনলাইন থেকে কপি করে লেখার অনুমতি নাই। তাই তোমরা হুবুহু কপি না করে কিছুটা পরিবর্তন করে লিখতে পারো। অথবা নিজের মত করে লিখতে পারো। কপি করে খাতা বাতিল হলে সমাধান.নেট দায়ী নয়। আজ তোমাদের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ঊনিশ সপ্তাহ অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর দেওয়া হবে। নমুনা উত্তরটি পিডিএফ আকারে পেতে নিচে কমেন্ট কর অথবা ফেজবুকে আমাদের নক করতে পারো। ৭ম শ্রেণির বিজ্ঞান ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ শক্তির ব্যবহার ১নং প্রশ্নের সমাধান শক্তির সংকট মোকাবেলায় বিকল্প শক্তির জন্য আমার নিজের মত করে একটি প্রজেক্ট তৈরী করলাম যা নিচে ধারাবাহিকভাবে ধাপে ধাপে দেওয়া হলো। কাজের ধাপসমূহঃ ১। শুরুতে বেশ বড় আকৃতির একটা ঘর তৈরি করলাম। বাড়ির কাছেই, বড়দের সহযোগিতায় নিয়ে, তা সুন্দর করে সিমেন্ট বালু ইট দিয়ে ঢালাই করিয়ে নিলাম । ২। গ্যাস সরবরাহকারী সংযুক্ত করলাম ও খরকুটোর বা অন্যান্য ময়লা-আবর্জনা এর মধ্যে ফেলা যাবে এমন একটি জায়গা তৈরি করলাম। ৩। পুরো প্রক্রিয়াটি তৈরি হওয়ার পর কিছুদিন অপেক্ষা করলাম। কার্যপ্রণালীঃ আমার প্রজেক্টে গ্রাস তৈরি করতে ভালো ভূমিকা পালন করবে। মাত্র দুটি গরুর গোবর ব্যবহার করে গৃহস্থলীর আবর্জনা ফেলে, একটি পরিবারের প্রয়োজনীয় গ্যাস এই প্ল্যান্টের তৈরি করা সম্ভব। শক্তি উৎপাদনে বৃহৎ ভূমিকা পালন করবে। এবং ময়লা আবর্জনা উপযুক্ত জায়গায় ফেলার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। ২নং প্রশ্নের উত্তর প্রজেক্টিকে ‘বায়োগ্যাস প্লান্ট’ নাম দিয়ে চালু করলাম। যা ভালোভাবেই পরবর্তীতে আমার বাড়ির গ্যাসের সকল চাহিদা পুরণ করবে। বায়োগ্যাস উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ সরল।  সাধারণত তিনটি ধাপে বায়োগ্যাস তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রথম ধাপ : বায়োমাসের বিভিন্ন উপাদান যেষন : প্রোটিন, চর্বি, শর্করা ইত্যাদি ভেঙ্গে সরল উপাদান তৈরি হয়। দ্বিতীয় ধাপ : ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সরল উপাদানগুলো বিভিন্ন জৈষ এসিড তৈরি করে। তৃতীয় ধাপ : এ ধাপে জৈব এসিড থেকে ফর্মেন্টেশন বিক্রিয়ায় মিথেন, কর্বনডাউ-অক্সাইড তেরি হয়। আমার এলাকায় এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমি যনে করি। কেননা এই বায়োগ্যাস প্লান্ট একাধারে শক্তি উৎপাদন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর আমার দেখাদেখি এলাকার অনেক মানুষ আগ্রহী হয়ে একই প্রজেক্ট করবে। সেক্ষেত্রে এলাকা জ্বালানি স্বনির্ভরতা, পরিবেশবান্ধব ও ভালো মানের শক্তি উৎপাদনের ভূমিকা পালন করবে। পাশাপাশি যা থেকে ধীরে ধীরে এলাকার পাশাপাশি আরও দুর পর্যন্ত মানুষ এবং পরিবেশের গুরত্বপূর্ন পরিবর্তন আনা সম্ভব । ৩নং প্রশ্নের সমাধান  বায়োগ্যাস আমার জীবনে যে ধরনের ভূমিকা রাখতে পারবে; নবায়নযোগ্য শক্তির উৎস হিসাবে বায়োগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন- বায়োগাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার কমবে এবং গাছপালা রক্ষা করা সম্ভব হবে। বায়োগ্যাস তৈরীর পর অবশিষ্ট বর্জ্য, আবাদি জমির জৈব সার হিসাবে ব্যবহার করা

(সপ্তম) ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৯ সপ্তাহ উত্তর ২০২১ class 7 science 19 week Read More »

(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর ২০২১ class 6 science 19 week

করেনাকালীন সময়ে বিদ্যালয় চলার পাশাপাশি তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। তারি অংশ হিসেবে ১৯ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত মঙ্গলবার ৫/১০/২০২১ তারিখে। তোমরা যারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাদের জন্য আমরা আজ প্রকাশ করছি ‘৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর ২০২১’। তোমরা নিশ্চয় খুশি হয়েছো। Contents [hide] আমরা জানি তোমাদের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ করতে অনেক ভালো লাগে। সেই ভালো লাগাকে আরো বাড়িয়ে দিতে আমরা তোমাদের ১৯ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি আরো সুন্দর করে সাজিয়েছি। আশা করি তোমদের ভালো লাগবে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান বিষয়টি অনেক ভয়ের সাথে নাও। যা মোটেও ঠিক না। বিজ্ঞান একটি মজার বিষয়। আর আজকের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান প্রশ্ন উত্তর টি তোমরা আরো অনেক মজার। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ তোমরা সকলেই ঝালমুড়ি খেতে পছন্দ করো। কেমন হয় ‍যদি সেই ঝালমুড়ি নিয়ে অ্যাসাইনমেন্ট প্রশ্ন তৈরি করা হয়। হ্যা, বন্ধুরা তোমাদের এবারের ১৯ সপ্তাহের ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ২০২১ এ ঠিক এমনটিই করা হয়েছে। নিশ্চয় এখন তোমাদের প্রশ্নটি দেখার জন্য খুব ইচ্ছা করছে। আমরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৫ প্রশ্ন সহ নমুনা উত্তর প্রদান করবো। কিন্তু তার জন্য তোমাদের পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। ৬ষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা কি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়(মিশ্রণ) পড়েছো? যদি না পড়ে থাকো তাহলে দ্রুত পড়ে নাও। আজ তোমাদের অষ্ঠম অধ্যায় থেকে ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বিজ্ঞান ১৯ সপ্তাহ প্রশ্ন করা হয়েছে। আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ ১৯ সপ্তাহ ৭ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ১৯ সপ্তাহ ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট ইসলাম শিক্ষা ১৯ সপ্তাহ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে তোমরা হচ্ছো সবচেয়ে ছোট। তোমাদের জ্ঞানের সীমা খুব সীমিত। তোমরা হয়তো অনেক কিছু বুঝতে না পারো। তাহলে আমাদের কমেন্টে প্রশ্ন করতে দ্বিধা বোধ করবেনা। আমরা তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা লক্ষ করবে তোমাদের অ্যাসাইনমেন্ট উত্তরগুলো বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল ভূল উত্তর দিয়ে থাকে। তারা বই থেকে হুবুহু তুলে দেয়। প্রশ্নের সাথে উত্তরের মিল থাকেনা। আমরা কিন্তু কখনো এমনটি করিনা। আমরা তোমাদের উত্তরগুলো প্রশ্নের সাথে মিল রেখে তৈরি করি। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ প্রশ্ন ২০২১ শ্রেণিঃ ষষ্ঠ/৬ষ্ঠ বিষয়ঃ বিজ্ঞান অধ্যায়ঃ অষ্টম (মিশ্রণ) অ্যাসাইনমেন্ট ক্রমঃ ষষ্ঠ শ্রেণির ৫ম অ্যাসাইনমেন্ট বিজ্ঞান উত্তর অ্যাসাইনমেন্ট বিষয়বস্তুঃ  পাঠ-১-২: মিশ্রণ ও দ্রবণপাঠ-৫-৭: সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণপাঠ-৩-৪: দ্রব ও দ্রাবকপাঠ-৫-৭: সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণপাঠ-৮-৯: সর্বজনীন দ্রাবকপাঠ-৮-৯: সর্বজনীন দ্রাবকপাঠ-১০-১২: লবণাক্ত পানি হতে লবণের ন্ফটিক প্রস্ততকরণ অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজঃ  ২য় পাত্র- অপরিষ্কার লবণ মিশ্রিত পানি। কোন পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে- কেন এটি অসমসত্ব মিশ্রণ? ২য় পাত্র থেকে লবণের স্ফটিক প্রস্তুত তাপোন্টার পেপারে/ক্যালেন্ডারের উল্টো পাতায়/আর্টপেপারে লিপিবদ্ধ কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ  যে পাত্রে অসমসত্ব মিশ্রণ রয়েছে তা উল্লেখ করবে এবং যুক্তিসহ তা ব্যাখ্যা করবে। অপরিষ্কার লবণ মিগ্রিত পানি থেকে স্ষটিক তৈরির পরীক্ষণটি করবে এবং কাজের ধারাবাহিক তাপোন্টার পাতায়/ আর্টপেপারে লিপিবদ্ধ করবে। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ প্রশ্ন ২০২১ তোমরা নিশ্চয় উপরের প্রশ্নটি পড়েছো। তোমাদের অনুরোধ করবো তোমরা প্রশ্নের নির্ধারিত কাজ ও নির্দেশনা অংশ দুটি আবারো পড়ে আসো। তাহলে তোমরা প্রশ্ন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবে। প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে উত্তর সঠিক হয় না। আমরা তোমাদের যে নমুনা উত্তরটি লিখে দিবো সেটা তোমরা তো কপি করবেনা। তোমাদের যদি উত্তরটি নিজে লিখতে হয় তাহলে প্রশ্ন ভালো করে পড়ার কোনো বিকল্প নাই। আশা করি তোমরা প্রশ্নগুলো যথাযথ পড়বে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণির ৫ম অ্যাসাইনমেন্ট বিজ্ঞান উত্তরটি লেখার আগে আমাদের নির্দেশনাগুলী পড়বে এবং যথাযথ পালন করবে। আমরা সতর্কতামূলক কিছু বাণী দিয়ে থাকি যা তোমাদের জন্য পড়া জরুরী। সতর্কতাঃ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯তম সপ্তাহ উত্তরটি তোমরা হুবুহু লিখতে পারবেনা। লিখলে তোমাদের খাতা বাতিল হতে পারে তাই তোমরা চেষ্টা করতে কিছুটা পরিবর্তন করে লেখার। আর হুবুহু লেখার কারণে যদি কোনো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর খাতা বাতিল হয় তাহলে আমরা দায়ী নয়। ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শিরোনামঃ মিশ্রণ ১নং প্রশ্নের উত্তর অসমসন্ত্ব মিশ্রণঃ যে মিশ্রণে দ্রাবক ও দ্রবের উপাদানগুলো মিশ্রিত করে পুনরায় পৃথক করা যায় সে মিশ্রণকে অসমসন্ত্ব মিশ্রণ বলে। উদাহরণস্বরুপ বলা যায়ঃ- বালি ও চিনির মিশ্রণ। বালি ও চিনিকে একত্রে মেশানোর পর তাদের কে খালি চোখে আলাদা আলাদা হিসেবে বোঝা যায়। এবং ইচ্ছা করলে এগুলো আলাদা করা যায়। যেমন বালি ও চিনির মিশ্রণকে তাপ দিলে চিনি গলে যাবে এবং বালি থেকে আলাদা হয়ে যাবে। উদ্দিপকের পশ্নে ১ম পত্রে ছিলো ঝালমুড়ি। যা খালি চোখে দেখে বোঝা যায় কোনগুলো ঝাল ও কোনগুলো মুড়ি। এবং এদেরকে হাত দিয়ে বেছে বেছে আলাদা করা যায়। তাই উপরিউক্ত আলোচনার মাধ্যমে বুঝা যায় ঝালমুড়ি একটি অসমসত্ত্ব মিশ্রণ। ২নং প্রশ্নের উত্তর ২য় পাত্র থেকে অপরিষ্কার লবণ হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ কার্যপদ্ধতি নিম্নে লিপিবদ্ধ করা হলো: প্রয়োজনীয় উপকরণঃ  ২টি বিকার,  ১টি ফানেল,  চিনামাটি বা পোর্সেলিনের বেসিন,  ব্রি-পদী স্ট্যান্ড,  কাঁচদন্ড,  তারজালি ফিল্টার কাগজ। রাসায়নিক দ্রব্যঃ  কঠিন খাদ্য লবণের নমুনা কার্যপদ্ধাতিঃ ১। 250 সেমি আয়তনের একটি বিকারে 100 সেমি পানি নিয়ে এতে প্রায় 35 গ্রাম অবিশুদ্ধ NaCl যোগ করে একটি কাচাদন্ডের সাহায্যে উত্তমরূপে নেড়ে দ্রবণ প্রস্তুত করতে হবে। ২। এর পর ফিল্টার কাগজের মাধ্যমে দ্রবণটিকে পরিস্রাবণ করে পরিসুত ভ্রবণ অন্য বিকারে নিতে হবে। ৩। বিকারটিকে ত্রি-পদী স্ট্যান্ডের উপরে স্থাপিত তারজালির উপর বসিয়ে বুনসেন দীপের সাহায্যে উত্তপ্ত করে দ্রবণটিকে ঘনীভূত (সম্পৃক্ত) করতে হবে। দ্রবণটি সম্পৃক্ত হয়েছে কিনা জানার জন্য উত্তপ্ত ঘনীভূত দ্রবণের কিছু পরিমাণ একটি পরীক্ষা নলে নিয়ে ট্যাপের পানিতে ঠান্ডা করতে হবে। ঠান্ডা দ্রবণে কেলাস দেখা গেলেই দ্রবণটি সম্পৃক্ত হয়েছে বলে ধরে নেয়া যায়। ৪| সম্পৃক্ত উত্তপ্ত দ্রবণকে কিছুটা শীতল করার পর দ্রবণে সামান্য পরিমাণ বিশুদ্ধা গাঢ HCl যোগ করতে হবে।এর ফলে বিশুদ্ধ NaCl এর কেলাস উৎপন্ন হয়ে নিচের দিকে জমা হতে থাকবে। ৫। উপরের স্বচ্ছ দ্রবণে আরও কিছু পরিমাণ বিশুদ্ধা গাঠ HCl যোগ করলে কেলাসন প্রক্রিয়া শেষ হবে।  ৬। পরিস্রাবণের সাহায্যে দ্রবণ থেকে NaCl এর কেলাস পৃথক করতে হবে এবং কেলাসগুলো NaCl এর গাঢ় দ্রবণে ধৌত করতে হবে। ৭| প্রাপ্ত কেলাসগুলোকে পোর্সেলিন বা চিনা মাটির ছড়ানো বেসিনে নিয়ে সামান্য উত্তপ্ত করুন। এর ফলে কেলাসের গায়ে লেগে থাকা HCl বাম্পাকারে চলে যাবে। এভাবে প্রাপ্ত প্রায় শুল্ক কেলাসগুলোকে বায়ুতে রেখে শুষ্ক করা হয়। ৮। দ্রুত শুষ্ক করার জন্য কেলাসগুলোকে অনাদ্র CaCl₂ পূর্ণ একটি শোষকাধারে রাখা হয়। কিছুক্ষণ পর বিশুদ্ধ ও শুঙ্ক NaCl কেলাস পাওয়া যায়। সতর্কতাঃ  HCl ব্যবহারে সতর্ক থাকতে হবে। এটি এসিড তাই শারীরের কোথাও লাগলে মারাত্বক ক্ষতি হতে পারে। বিকার কাঁচের তৈরি তাই এটির ব্যবহার সাবধানে করতে হবে। বুনসেন দ্বীপের ব্যবহার সাবধানে করতে হবে যেন হাত পূড়ে না যায়। এসাইনমেন্ট

(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর ২০২১ class 6 science 19 week Read More »

Scroll to Top