অ্যাসাইনমেন্ট

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান

দশম শ্রেণি অর্থাৎ এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান এখানে দেওয়া হলো। তোমরা নিশ্চয়ই এই এসাইনমেন্ট এর সমাধান খুঁজছিলে। আশা করছি উত্তরটি পেয়ে তোমরা খুশি হবে। এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২০২২ সালে তোমাদের তিনটি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে যথা নবম সপ্তাহ, দশম সপ্তাহ, ও একাদশ সপ্তাহ। আজকে আমরা তোমাদের সেই ১১ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট এর উত্তর প্রদান করব। পৌরনীতি ও নাগরিকতা ১১ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট সুন্দর করে লিখতে তোমরা আজকের পোস্টটি সম্পূর্ণ রূপে পড়বে। পৌরনীতি ও নাগরিকতা একাদশ সপ্তাহ এসাইনমেন্ট এর প্রশ্ন গুলো সম্পূর্ণ না পড়ে তোমরা কখনই উত্তর লেখা শুরু করো না। তো চলো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি ২০২২পৌরনীতি ও নাগরিকতা একাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলো দেখে নেওয়া যাক। দশম শ্রেণির একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট প্রশ্ন এসএসসি ২০২২ অ্যাসাইনমেন্ট নম্বর ২ দশম শ্রেণির অ্যাসাইনমেন্টঃ পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়- নির্দেশনা/সংকেতগুলো অনুসরণ করে ২৫০- ৩০০ শব্দের উপর একটি প্রতিবেদন তৈরি কর। দশম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিখনফল/ বিষয়বস্তু নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে নাগরিকের অধিকার ও ব্যাখ্যা করতে পারবে নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা করতে পারবে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হবে। এসএসসি পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্ট  নিরদেশনা/ (সংকেত/ধাপ/ পরিধি) দ্বিতীয় অধ্যায়ঃ (নাগরিক ও নাগরিকতা) ১। নাগরিক ও নাগরিকতার ধারণা ২। সুনাগরিকের গুণাবলী ৩। নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণিবিভাগ ৪।নাগরিকেরকর্তব্য ও কর্তব্যের শ্রেণিবিভাগ ৫। অধিকার ও কর্তব্যের সম্পর্ক এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর  অ্যাসাইনমেন্ট শুরু তারিখঃ ১০/০২/২০২২ ইং প্রধান শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ঢাকা-১০০০, বাংলাদেশ । বিষয়ঃ “পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়” এই বিষয়ক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং ম.আ.স.এ.ক. ৩৫৫-১ তারিখঃ ০৩/০২/২০২২ ইং অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম। ১ নং প্রশ্নের উত্তর নাগরিক ও নাগরিকতার ধারণাঃ প্রায় ২৫০০ বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উত্তব হয়। প্রাচীন গ্রিসে তখন নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্র ছিল, সেগুলোকে নগর-রাষ্ট্র বলা হতো। আমরা এদেশে জন্মগ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করছি, রাষ্ট্প্রদত্ত সকল প্রকার অধিকার (সামাজিক, রাজনৈতিক ও অরাজনৈতিক ) ভোগ করছি এবং রা রতি বিভা দার ও করত পালন করছি। সুতরাং আমরা বলতে পারি, যে ব্যক্তি কোনো রাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে এ রাষ্ট্রের নাগরিক বলে। নাগরিক ও নাগরিকতাকে কেউ কেউ একই অর্থে ব্যবহার করেন৷ আসলে এদের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। নাগরিক হলো ব্যক্তির পরিচয় । যেমন- আমাদের পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক । আর রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মযাদা ও সম্মান পেয়ে থাকে তাকে নাগরিকতা বলে। ২ নং প্রশ্নের উত্তর সুনাগরিকের গুণাবলী নিম্নে উল্লেখ করা হলোঃ একজন সুনাগরিক একটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ । জন্ম থেকে কেউ সুনাগরিক হয়ে জন্মায় না এবং দেশের সকল নাগরিক সুনাগরিক নয়। একজন সুনাগরিকের তিনটি মৌলিক গুণাবলী রয়েছে । এগুলো হলোঃ ১। বুদ্ধি ২। আত্মসংযম ৩। বিবেক বিচার ১। বুদ্ধিঃ একজন সুনাগরিকের অন্যতম মৌলিক গুণ হচ্ছে বুদ্ধি। বুদ্ধির পরাপ্তি ব্যবহারের মাধ্যমে সে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করতে পারে । নাগরিকের বুদ্ধিমান হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে সঠিক শিক্ষা অর্জন করা। ২। আত্মসং্যমঃ একজন সুনাগরিকের আরেকটি অন্যতম গুণ হচ্ছে আত্মসংযম। নাগরিককে অসৎ কাযবিলী যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি ও অনৈতিক কাজ থেকে বিরত রাখে । সুনাগরিক হওয়ার জন্য আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন সুনাগরিক কে অবশ্যই আত্মসংযম অর্জন করতে হবে। ৩। বিবেক বিচারঃ একজন সুনাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই হয় না তাকে অবশ্যই বিচারের সঠিক ব্যবহার জানতে হয় । বিবেক বিচার হলো ভালো-মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান। বিবেক সুনাগরিকের জাগ্রত শক্তি নাগরিক নিজে বিবেকবান হবে অন্যদেরও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। ৩ নং প্রশ্নের উত্তর নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণিবিভাগ নিম্নে উল্লেখ করা হলোঃ নাগরিক অধিকারঃ নাগরিক হিসেবে আমাদের অনেক অধিকার রয়েছে, সেগুলো হলোঃ ক) শিক্ষার অধিকার খ) পরিবার গঠনের অধিকার গ) ভোটাধিকার অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে । অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অথনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য । অধিকারের শ্রেণিবিভাগঃ অধিকার প্রধানত দুই প্রকার । ঘথাঃ  নৈতিক অধিকার ও আইনগত অধিকার ১। নৈতিক অধিকারঃ নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। যেমন- দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার । ২। আইনগত অধিকারঃ যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে ।। আইনগত অধিকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমনঃ ক) সামাজিক অধিকারঃ সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভোগ করি। যেমন- জীবন রক্ষার, স্বাধীনভাবে চলাফেরার ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযোগ লাভের, সম্পত্তি লাভের ও ধমচচচরি অধিকার ইত্যাদি । খ) রাজনৈতিক অধিকারঃ নিবচিনে ভোটাধিকার, নিবাঁচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে। প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে । গ) অর্থনৈতিক অধিকারঃ জীবনধারণ, জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার । ৪ নং প্রশ্নের উত্তর নাগরিকের কর্তব্য ও কতব্যের শ্রেণিবিভাগগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ নাগরিকের কর্তব্যঃ রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, অনুরূপ রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। কর্তব্য পালন ব্যতীত শুধু অধিকার ভোগ করা ঠিক নয়। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান করা, আইন মান্য করা এবং রাষট্রপ্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন নাগরিকদের কর্তব্য । কর্তব্যের শ্রেণিবিভাগঃ কর্তব্য বলে। নাগরিকের কর্তব্যকে দুভাগে ভাগ করা যায়। যথাঃ ক) নৈতিক কর্তব্য ও খ) আইনগত কর্তব্য। ক) নৈতিক কর্তব্যঃ নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে । যেমন- নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, সততার সাথে ভোট দান, রাষ্ট্রের সেবা করা এবং বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা। খ) আইনগত কর্তব্যঃ রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। ৫ নং প্রশ্নের উত্তর অধিকার ও কর্তব্যের সম্পর্ক নিম্নে উল্লেখ করা হলোঃ প্রথমত,অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়। যেমন- ভোটদান নাগরিকের অধিকার, ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য । একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। সুতরাং বলা যায়, অধিকার ভোগের মধ্যে কর্তব্য নিহিত থাকে। দ্বিতীয়ত, একজনের অধিকার বলতে অন্যজনের

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান Read More »

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান

=r=১২%=১২১০০=০.২ পুরাতন দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান খুঁজছো? তাহলে তোমরা ঠিক জায়গাতেই এসেছো, এখানে তোমরা ২০২২ এসএসসি ১১তম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে যাবে। এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট ২০২২ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম ২০২১ সাল থেকে চলমান রয়েছে। ২০২১ সালে তোমাদের অ্যাসাইনমেন্টের যে গ্রিড হয়েছিল সেই গ্রিড অনুযায়ী ফিন্যান্স ও ব্যাংকিং এর এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট একাদশ সপ্তাহ এসএসসি ২০২২ এ তোমাদের দুটি সমস্যার সমাধান করতে হবে। আজকে আমরা সেই দুটি সমস্যা সমাধান করে তোমাদের দেখাবো তোমরা সেটি দেখে নিজেরা এর উত্তর করতে পারবে। তবে তার আগে চলো আমরা দেখিনি ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ অধ্যায় অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলো। ২০২২ সালের এসএসসি ১১ সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট প্রশ্ন এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট ২ দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং একাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্টঃ অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ফিন্যান্স ও ব্যাংকিং ১১তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট  শিখনকল/ বিষয়বস্তুঃ অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে ফিন্যান্স ও ব্যাংকিং ১১তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট নির্দেশনা (সেংকেত, ধাপ, পরিধি)ঃ আ্যাসাইনমেন্ট প্রপয়নের ক্ষেত্রে নিপ্নের বিষয়গুলো ও সমস্যাকে বিবেচনায় নিতে হবে – অর্থের সময় মুল্যের ধারণা অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ অর্থের বর্তমান মূল্য ও বাট্রাকরণ সমস্যা, একটি ব্যবসায় প্রতিষ্ঠান ৬ বছর পর ১৩০,০০,০০০ টাকার মেশিন ক্রয় করবে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির আছে ৫:০০:,০০০ টাকা । প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক দুটি বিকল্প নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। বিকল্প-১: পদ্মা ব্যাংকে ১২% বার্ষিক চক্রুবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ । বিকল্প-২: সুরমা ব্যাংকে ১১.৫০% ব্িমাসিক চক্রবৃদ্ধি মুনাফায় বিনিয়োগ । এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান শ্রেণিঃ এস.এস.সি-২০২২ বিষয় কোডঃ ১৫২ বিষয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট নং: ০২ (১১ তম সপ্তাহ) এসাইনমেন্টের শিরোনামঃ.অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নিণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ অ্যাসাইনমেন্ট শুরু (ক) প্রশ্নের উত্তর অর্থের সময় মূল্যের ধারণাঃ ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান। এটাই অর্থের সময় মূল্যের ধারণা । মনে করি,আমি আমার বন্ধুর কাছে ১০০ টাকা পাই। এমতাবস্থায় আমার বন্ধু বললো এখন সে ১০০ টাকা পরিশোধ না করে ১ বছর পর পরিশোধ করবে । অর্থের সময় মূল্য বলে যে,এখনকার ১০০ টাকা আর এক বছর পরের ১০০ টাকা সমান মান বহন করে না। ধরা যাক, সুদের হার শতকরা ৮ ভাগ অর্থাৎ আমি যদি অগ্রণী ব্যাংকে এখন ১০০ টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে ১০৮ টাকা দেবে। সুতরাং, এখনকার ১০০ টাকা এবং আগামী বছরের ১০৮ টাকা অর্থের সময়মূল্য অনুযায়ী সমান মুল্য বহন করে। চক্রবৃদ্ধিকরণঃ প্রথম বছরের সুদাসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার হয়। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতিবছর সুদাসলের উপর সুদ ধার্য করে ভবিষ্যৎ মূল্য নিধরিণ করা হয়। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। বাট্টাকরণঃ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি, একে বাট্টাকরণ প্রক্রিয়া বলা হয়। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নিণয় করতে পারি। (খ) প্রশ্নের উত্তর বিকল্প-১: পদ্মা ব্যাংক এ ভবিষ্যৎ মূল্যঃ দেওয়া আছে, বর্তমান মূল্য, PV = ৫,০০,০০০ মুনাফার হার =r = ১২%=১২১০০=০.১২ সময় n= ৬ বছর ভবিষ্যৎ মূল্য FV = ? আমরা জানি, ভবিষ্যৎ মূল্য, FV = PV(১+r)n =৫,০০,০০০ (১ + ০.১২)৬ =৫,০০,০০০ (১.১২)৬ =৫,০০,০০০ × ১.৯৭৩৮ =৯৮৬৯০০ টাকা আবার,বিকল্প-২: সুরমা ব্যাংক এ ভবিষ্যৎ মূল্যঃ দেওয়া আছে, বর্তমান মূল্য, PV -৫,০০,০০০ মুনাফার হার =r=১১.৫০%= ১১.৫০১০০ =০.১১৫ সময় n= ৬ বছর বছরের চক্রবৃদ্ধির সংখ্যা m=৪ ভবিষ্যৎ মূল্য, FV=? আমরা জানি, ভবিষ্যৎ মূল্য FV = PV(১+rm )n×m   = ৫০০০০০×১+০.১১৫৪৪×৬   = ৫০০০০০(১+০.০২৮৭৫)২৪ = ৫০০০০০(১.০২৮৭৫)২৪ =৫০০০০০×১.৯৭৪৪ = ৯৮৭২০০ টাকা সিদ্ধান্তঃ উক্ত হিসাব থেকে দেখা যায় যে, পদ্মা ব্যাংকের তুলনায় সুরমা ব্যাংকে (৯৮৭২০০-৯৮৬৯০০) = ৩০০ টাকা বেশি পাবেন। সুতরাং ব্যবসায়ী সুরমা ব্যাংকে টাকা বিনিয়োগ করলে বেশি লাভবান হবে। (গ) প্রশ্নের উত্তর অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণঃ প্রতিষ্ঠানটির ৬ বছর পর ১০,০০,০০০ টাকা লাগবে মেশিন ক্রয় করার জন্য । তাহলে বিকল্প গুলোতে কোথায় কত টাকা বিনিয়োগ করতে হবে,এটা এখন জানতে হবে। বিকল্প-১: পদ্মা ব্যাংক এ ভবিষ্যৎ মূল্যঃ দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য, FV = ১০,০০,০০০ মুনাফার হার =r=১২%= ১২১০০ = ০.২ সময় n= ৬ বছর বর্তমান মূল্য PV =? আমরা জানি, ভবিষ্যৎ মূল্য,  PV=FV(১+r)n=১০০০০০০(১+০.১২)৬ ১০০০০০০১.৯৭৩৮=৫০৬৬৩৬.৯৪ পদ্মা ব্যাংকে ৫০৬৬৩৬.৯৪ টাকা বিনিয়োগ করলে ৬ বছর পর ব্যবসায়ী ১০,০০,০০০ টাকা পাবে। আবার,বিকল্প-২: সুরমা ব্যাংক এ ভবিষ্যৎ মূল্যঃ দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য, FV =১০,০০,০০০ মুনাফার হার =r=১১.৫০%= ১১.৫০১০০ =০.১১৫ সময় n= ৬ বছর বছরের চক্রবৃদ্ধির সংখ্যা m=৪ বর্তমান মূল্য, PV=? আমরা জানি, বর্তমান মূল্য= PV=FV(১+rm)m×n=১০০০০০০(১+০.১১৫৪)৪×৬=১০০০০০০(১+০.০২৮৭৫)২৪=১০০০০০০(১.০২৮৭৫)২৪=১০০০০০০১.৯৭৪৪ =৫০৬৪৮২.৯৮ টাকা সুরমা ব্যাংকে ৫০৬৪৮২.৯৮ টাকা বিনিয়োগ করলে ৬ বছর পর ব্যবসায়ী ১০,০০,০০০ টাকা পাবে । সিদ্ধান্তঃ উক্ত হিসাব থেকে দেখা যায় যে, পদ্মা ব্যাংকের তুলনায় সুরমা ব্যাংকে (৫০৬৬৩৬.৯৪-৫০৬৪৮২.৯৮) _ ১৫৩.৯৬ টাকা কম রাখলে সম্পূর্ণ টাকা পাবেন। সুতরাং ব্যবসায়ী সুরমা ব্যাংকে কম টাকা বিনিয়োগ করে সম্পূর্ণ টাকা পাচ্ছেন নিদিষ্ট সময়ে । অ্যাসাইনমেন্ট শেষ আরো পড়ুনঃ সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান Read More »

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান খুঁজছিলে। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এলাম ১১তম সপ্তাহের জীববিজ্ঞান এসএসসি ২০২২ অ্যাসাইনমেন্ট। এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট আজকের একাদশ অধ্যায় এর জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট তোমাদের দ্বিতীয় জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটি তোমাদের একাদশ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা জীববিজ্ঞান বইটির ১১ তায় ভালো করে পড়েছে তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট খুবই সহজ হতে চলেছে। জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টে অতি উত্তম নম্বর পাওয়ার জন্য আজকের নমুনা উত্তর তোমাদের জন্য ভালো করে লেখা হলো। আমরা যারা পুরাতন দশম শ্রেণি মূলত তাদের জন্যই এই ১১ সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টটি। দশম শ্রেনির ১১ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন এসএসসি ২০২২ ১১তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট নাম্বার ২ একাদশ অধ্যায় জীবের প্রজনন এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ অ্যাসাইনমেন্টঃ বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাপায়নের মাধ্যমের সম্পর্ক নির্ণয়। ২০২২ এসএসসি একাদশ সপ্তাহ এসাইনমেন্ট শিখনফল/বিষয়বস্তুঃ প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ বর্ণনা করতে পারব। সপুম্পক উদ্ভিদের জীবনচক্রের সাহায্যে উদ্ভিদের যৌন প্রজনন ব্যাখ্যা করতে পারব। এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ  অ্যাসাইনমেন্ট নির্দেশনা/সংকেতঃ ধাপ-১: প্রথমে সহায়ক সংযুক্তিতে প্রদত্ত চারটি নমুনা (১-৪) এর চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৭-২৩৯ পৃষ্ঠা পাঠ করতে হবে। ধাপ-২: খাতায় নিচের মতো একটি ছক তৈরি করতে হবে:(ছকটি প্রশ্নে দেখ) ধাপ-৩: ছকটিতে যেসব ঘরে যেসব বৈশিষ্ট্য রয়েছে সেই অনুসারে সেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর যেসব ঘরে কোনো বৈশিষ্ট্য প্রযোজ্য নয় সেগুলোতে ক্রস চিহ্ন দিতে হবে। ধাপ-৪: উপরে উল্লিখিত ছকের বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদটি পরাগায়নের কোন মাধ্যমের জন্য সর্বাধিক অভিযোজিত তা উল্লেধ ও ব্যাখ্যাসহ নিচের মতো একটি ছক তৈরি করে সেখানে লিপিবদ্ধ করতে হবে এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান (খ) প্রশ্নের উত্তর (খ) প্রশ্নের উত্তর উপরে উল্লেখিত ছকের বৈশিষ্ট্য অনুসারে উত্ভিদগুলো পরাগায়নের যে মাধ্যমের জন্য সবাঁধিক অভিযোজিত তা উল্লেখ ও ব্যাখ্যা সহ নিচের ছকে লিপিবদ্ধ করা হলোঃ অ্যাসাইনমেন্ট শেষ আরো পড়ুনঃ সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২২ একাদশ সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

এসএসসি ২০২২ একাদশ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান Read More »

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান। এখানে তোমরা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য 11 সপ্তাহের শারীরিক শিক্ষা এসাইনমেন্ট এর উত্তর পেয়ে যাবে। এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ সালে করোনাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। ২০২১ সালে তোমাদের একটি গ্রিড দেয়া হয়েছিল সেই গ্রিডে একুশটি এসাইনমেন্ট এর কথা বলা আছে যার ধারাবাহিকতায় ২০২২ সালের নবম, দশম এবং একাদশতম অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। আজকে আমরা তোমাদের এসএসসি ২০২২ শিক্ষাবর্ষের অর্থাৎ দশম শ্রেণীর শারীরিক শিক্ষা এসাইনমেন্ট ১১ সপ্তাহ ২০২২ এর উত্তর প্রকাশ করব। দশম শ্রেণির একাদশ সপ্তাহের শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২ এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম অ্যাসাইনমেন্ট নম্বর ১ সপ্তম অধ্যায়: বয়:সন্ধি কাল ও প্রজনন স্বাস্থ্য এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা একাদশ সপ্তাহ আ্যাসাইনমেন্টঃ বয়ঃসন্ধিকালীন মানসিক ও শারীরিক পরিবর্তনগুলি শনাক্তকরণ এবং মানসিক চাপ মোকাবেলার কৌশল নিরুপণকরণ। ২০২২ এসএসসি অ্যাসাইনমেন্ট ১১ সপ্তাহ শিখনফল/বিষয়বস্তুঃ অধ্যায় ৭ম: বয়ঃসন্ধিকাল ও বয়ঃসন্ধিকালের পারব। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের সময় কী করণীয় তা নির্ধারণ করতে পারব। বয়ঃসন্ধিকালে বিভিন্ন প্রকার মানসিক চাপ মোকাবিলার কৌশলগুলো ব্যাখ্যা করতে পারব। SSC 2022 ASSIGNMENT 11TH WEEK নির্দেশনা (সংকেত/খাপ/ _ পরিধি)ঃ মানসিক পরিবর্তনের ধারণা মানসিক পরিবর্তন শনাক্তকরণ শারীরিক পরিবর্তন শনাক্তকরণ মানসিক চাপ মোকাবিলার উপায় অ্যাসাইনমেন্ট শুরু ’ক’ প্রশ্নের উত্তর মানসিক পরিবর্তনের ধারণাঃ একজন মানুষের শরীরের বৃদ্ধি নির্ভর করে তার শরীরের গঠন আর পুষ্টির উপর । দশ বছর বয়স থেকে বড় হওয়া শুরু হলেও সবার বেড়ে ওঠা একই রকম নয়। কেউ তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, কেউবা কিছুটা দেরিতে । এতে দুশ্চিন্তার কিছু নেই। কারণ, একেক জন মানুষের শরীরের গঠন একেক রকম। এ সময় ছেলে-মেয়েদের শরীকিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন হয়। সবার ক্ষেত্রে পরিবর্তনগুলো একই সময়ে নাও হতে পারে, তবে পরিবর্তনগুলো খুব স্বাভাবিক। বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনগুলো মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ১। বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলেমেয়েদের নিজেদের শরীর সম্পর্কে কৌতুহল হয়, শরীরের পরিবর্তন বিষয়ে জানতে চায়। ২। নারা-পুরুষের সম্পর্ক বষস জানতে চায় ৩। নিজেদের বড় ভাবতে শুরু করে। ৪। ছেলেমেয়ের পরস্পরের প্রতি আকর্ষণ করে। ৫। অজানা জিনিস জানার বিষয়ে কৌতুহলী হয়। ৬। চেহারা, সৌন্দর্য ও পোশাক সম্পর্কে সচেতন হয় এবং অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। ৭। কেউ আবার একা থাকতে পছন্দ করে, কারো সামনে যেতে চায় না। একটা সঙ্কোচ কাজ করে তাদের মধ্যে ৮। এ বয়সে মন চঞ্চল হয়ে ওঠে। দ্বিধা-দ্বন্দ, আবেগ আর অস্থিরতা কাজ করে । কখনো মন বিষন্ন হয়ে ওঠে, আবার কখনো মন খুশিতে ভরে যায়। কেউ হয়ে ওঠে অভিমানী কেউবা কৌতহলী । ৯। তবে এই পরিবর্তনগুলো সাময়িক। বড় হওয়ার সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যায়। ১০। কৈশোর বা বয়ঃসন্ধিকাল কৌতুহলের বয়স। নিজের শরীর সম্পর্কে জানতে চাওয়া ভালো এবং এতে লজ্জা পাবার কিছু নেই । কিছু জানতে ইচ্ছা করলে বা কিশোর-কিশোরীরা, কোনো সমস্যায় পড়লে বাবা-মা বা বড়দের সাথে এ ব্যাপারগুলো আলাপ করতে অস্বস্তি বোধ করে এবং সমবয়সি বা বন্ধুদের সাথে আলোচনা করে । স্বাভাবক হয়ে যায়। ১০। কৈশোর বা বয়ঃসন্ধিকাল কৌতুহলের বয়স। নিজের শরীর সম্পর্কে জানতে চাওয়া ভালো এবং এতে লজ্জা পাবার কিছু নেই। কিছু জানতে ইচ্ছা করলে বা কিশোর-কিশোরীরা কোনো সমস্যায় পড়লে বাবা-মা বা বড়দের সাথে এ ব্যাপারগুলো আলাপ করতে অস্বস্তি বোধ করে এবং সমবয়সি বা বন্ধুদের সাথে আলোচনা করে। ১১। এ বয়সে ছেলেমেয়েরা বন্ধুদের প্রতি বেশি নির্ভরশীল হয়, বন্ধুদেরকে বেশি গুরুত্ব দেয়, বন্ধুদের দ্বারা বেশি প্রভাবিত হয়। বন্ধু তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তাই ভাল বন্ধু নিবচিন করা খুব দরকার । ’খ’ প্রশ্নের উত্তর বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনগুলি শনাক্তকরণ নিমে উল্লেখ করা হলোঃ ১। স্বাধীনচেতা মনোভাব পোষন করে এবং সব বিষয়ে স্বাধীনতা চায়। ২। বাবা মা বা পরিবারের সান্নিধ্যে চেয়ে বন্ধু-বান্ধবের সহচর্য বেশী পছন্দ করে। ৩। এ সময় কিশোর-কিশোরীরা আত্মনির্ভর হতে চেষ্টা করে। ৪। অনেক নতুন বন্ধু-বান্ধব এর সাথে মেলামেশা করে। ৫। নতুন কিছুর দিকে আগ্রহ থাকে। ৬। আত্ম সচেতন হবার কারণে নতুন নতুন পোষাক এবং ফ্যাশন সচেতন পোষাক এর দিকে বেশী মনোযাগী হয়। ৭। খাবার-দাবার এর প্রতি অনীহা দেখায় এবং কিশোরীরা কম খেয়ে ওজন নিয়ন্ত্রনে রাখতে চায়। ৮। গোপনীয়তা বজায় রাখতে চায়, তার নিজস্ব একটা জগত তৈরী করে নেয়। ৯। শ্নেহ ভালবাসার জন্য সবস্ব ত্যাগ করতে প্রস্তুত থাকে। ১০। পারিপার্থিক পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারে না। ১১। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণে নিজেকে নিয়ে বিব্রত থাকে। ’গ’ প্রশ্নের উত্তর বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনগুলি শনাক্তকরণ নিম্নে উল্লেখ করা হলোঃ ১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০ বছর এবং ১৯ বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোর বলে। এর যে কোন সময়ে বয়ঃসন্ধিকাল আসতে পারে। এটা মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায় ২। অনেক সময় ১৯ বছরের পরও বয়ঃসন্ধির ব্যাপ্তি থাকতে পারে যা বিভিন্ন দেশ, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনযাপনের ওপর নিরভর করে। ৩। চিকিৎসকদের মতে, মেয়েদের বয়ঃসন্ধিকাল, ছেলেদের চাইতে কিছুটা আগে শুরু হয়। মূলত ১০ থেকে ১৩ বছরের মধ্যে যেকোনো সময় তা হতে পারে। ৪। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল আসে ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে । ৫। এ বয়সে মেয়েদের উচ্চতা বাড়ে। শরীরের বিভিন্ন অংশ স্ফীত হয়। বাহুমূল ও যৌনাঙ্গে লোম গজায় । মাসিক শুরু হয়। বাহুমূল ও যৌনাঙ্গে লোম গজায় । মাসিক শুরু হয়। ৬। তেমনি ছেলেদের ক্ষেত্রে, এসময় তাদের দেহের উচ্চতা দ্রুত গতিতে বাড়তে থাকে, গলার স্বর ভারি হয়ে আসে, কাঁধ চওড়া হয়, পেশী সুগঠিত হয়। মুখে দাড়ি-গোঁফ ওঠে সেইসঙ্গে শরীরের নানা জায়গায় বিশেষ করে, বুকে, বাহুমূলে ও যৌনাঙ্গে লোম গজায় । এই সময়ে ছেলেরা একটু বেশি ঘামে। ৭। বয়ঃসন্ধির এই সময়টা ছেলে মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা বিকাশ হতে থাকে বলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ণ বোধ হয়। ৮। অনেক সময়ে ঘুমের মধ্যে ছেলেদের বীযশ্বলন হয়ে থাকে । যা অস্বাভাবিক কিছু রয় । এটি বয়ঃসন্ধির একটি লক্ষণ । ’ঘ’ প্রশ্নের উত্তর বয়ঃসন্ধিকালে মানসিক চাপ মোকাবিলার উপায়গুলি নিম্নে উল্লেখ করা হলোঃ এই সমস্যাগ্তলির জন্য একমাত্র ও সবেত্তিম সমাধান বাবা-মায়ের নিঃশর্ত ভালোবাসা এবং যত্র। তাদের সেরা বন্ধু হতে হবে। তাদের আবেগের বিষয়গুলি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে মানসিক অবস্থা আরও খারাপ হয়। বয়ঃসন্ধিকাল এমন এক সময়, যখন বাবা-মা তাদের বাচ্চাদের জীবনের দৃঢ় ভিত্তি স্থাপন করতে চায়। অবশ্যই এটি ধৈর্য এবং দক্ষতার সাথে সম্পন্ন করা প্রয়োজন। পিতা-মাতাকে তাদের সন্তানের সাথে বয়ঃসন্ধিকাল সম্পর্কে মুক্ত মনে কথা বলতে হবে । তাদের সাথে ভাল এবং খারাপ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে । তারা যে ভুল পথে অগ্রসর হতে পারে এটা তাদের বোঝাতে হবে। ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক এবং সন্তান স্মার্ট ডিভাইসগুলির সাথে কীভাবে কাজ করছে তা নিরীক্ষণ করতে হবে এবং সর্বপরি সন্তানের সাথে বেশি সময় ব্যয় করতে পারেন যাতে ভালোবাসা এবং বিশ্বাসের বন্ধনটি গড়ে ওঠে । তারা আপনার সাথে তাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং

এসএসসি ২০২২ শারীরিক শিক্ষা ১১তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান Read More »

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর। এই পোস্টে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বাংলা প্রথম সপ্তাহের উত্তরটি পেয়ে যাবেন। ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা ১ম সপ্তাহ ২০২২ বাংলা প্রথম সপ্তাহ ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট তোমরা অনেক ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিওতে দেখে থাকবে। সেখানে এসাইনমেন্ট এত বড় করে উত্তর করা আছে যা তোমাদের পক্ষে লেখা প্রায় অসম্ভব। আসলে সবাই যেটি করে সেটি হচ্ছে বিভিন্ন বই বা কোন সোর্স থেকে কপি করে দেখিয়ে দেয়। ষষ্ঠ শ্রেণি প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন দেখলে বোঝা যায় তোমাদের কে কিভাবে এর উত্তরটি লিখতে হবে। তোমরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাই তোমাদের উত্তরগুলো হবে ঠিক ষষ্ঠ শ্রেণির মতই। কিন্তু আমরা দেখেছি অনেকের ওয়েবসাইট বা ইউটিউব ভালো করে অনেক বড় বড় উত্তর লিখে থাকে। তোমরা প্রশ্ন গুলো দেখলেই বুঝতে পারবে তোমাদের কতটুকু লিখতে হবে তাই অতিরিক্ত বাড়িয়ে লেখার কোন প্রয়োজন নেই। ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা ২০২২ ষষ্ঠ শ্রেণির বাংলা বই মিনু গল্পটি রয়েছে। সেখানে মিনু একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই মিনু গল্প অবলম্বন করে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির অনুসরণ করতে পারো। ষষ্ঠ শ্রেণি প্রথম সপ্তাহ বাংলা ২০২২ অ্যাসাইনমেন্ট এর উত্তর আমরা খুব ছোট করে লিখে দিয়েছি যা ঠিক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তবে তোমরা প্রশ্নের রুব্রিক অংশ দেখলে বুঝতে পারবে আমরা যে অংশটুকু লিখেছি তা পুরোপুরি রুব্রিক কে ফলো করে অর্থাৎ সম্পূর্ণ নম্বর পাওয়ার উপযোগী একটি অ্যাসাইনমেন্ট। ৬ষ্ঠ শ্রেনির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা এসাইনমেন্ট অনেক বড় করে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে বিষয়টা তা না। মূল কথাটি অ্যাসাইনমেন্ট উত্তরে উপস্থাপন করলেই যথেষ্ট প্রশ্নে চেয়েছে। ফলো করলে বোঝা যাবে অ্যাসাইনমেন্ট লেখা যথোপযুক্ত হয়েছে কিনা। সেই আঙ্গিকে আজকের ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর যথেষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরের লেখাটি যদি তোমরা পড়ে থাকো তবে প্রশ্ন সম্পর্কে তোমাদের একটি ধারণা এসেছে তবে আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাসাইনমেন্ট প্রশ্ন টি দেখে তোমরা উত্তরটি ভালো করে আগে পড়ে নেবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন টি দেখে নিই। ষষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ ২০২২ অ্যাসাইনমেন্ট শিরোনামঃ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয় অ্যাসাইনমেন্ট  শিখনফল/বিষয়বস্তুঃ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে । অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ পাঠ্যবই থেকে ‘মিনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে। ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ৮১ পৃষ্ঠার ‘বাংলাদেশের শিশু অধিকার’ অধ্যায়টি পড়ে নিতে পারাে। অ্যাসাইনমেন্ট  নির্ধারিত কাজঃ প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে। তুমি কী কী পারাে আর কী কী পারাে না, তার তালিকা করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাগুলাে চিহ্নিত করতে হবে। প্রতিবন্ধী মানুষের জন্য কী করা যায় তার উল্লেখ করতে হবে। ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন   অ্যাসাইনমেন্ট শুরু ক নং প্রশ্নের উত্তর প্রতিবন্ধিতাঃ বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের স-নণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষণস্থায়ী বা  চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায়। খ নং প্রশ্নের উত্তর  আমি যা যা পারি আর যা যা পারি না তার তালিকাঃ আমি যা যা পারি: ১। আমি হাটতে পারি ২। গান গাইতে পারি ৩। নাচতে পারি ৪। বই পড়তে পারি, ৫। গল্প লিখতে পারি ৬। সাইকেল-চালাতে পারি ৭। খেলাধুলা করতে পারি ৮। ছবি আঁকতে পারি আমি যা যা পারি না: ১। ঘুড়ি উড়াতে পারি না ২। সাইকেল চালাতে পারিনা ৩। সাতার কাটতে পারি না ৪। গিটার বাজাতরেঁপারি না ৫। ইংরেজিতে কথা বলতে পারি না ৬। একা কেগপ্লাও বেড়াতে যেতে পারি না। ৭। রান্না করতে পারি না গ নং প্রশ্নের উত্তর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাসমূহঃ ১। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হীনমন্যতায় ভোগে। ২) একাকীত্বে ভুগবে। ৩। সবার সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না। ৪। সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। ৫। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস চার্ট মডেল দরকার হয় ও সাধারণ বিদ্যালয় সেই সুবিধা কম পাওয়া যায়। ঘ নং প্রশ্নের উত্তর নিচে প্রতিবন্ধী মানুষের জন্য আমরা কি কি করতে পারি তা উল্লেখ করা হলো – ১। যত শীঘ্র সম্ভব শিশুর জন্য পরিবারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় । ২। বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। ৩। সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি। ৪। তাদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। ৫। প্রতিবন্ধী মানুষেরা কোন সমস্যার সম্মুখীন হলে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন, একজন দৃষ্টি প্রতিবন্ধী তার নিজ গন্তব্যে হারিয়ে ফেললে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য ৬। একজন শারীরিক প্রতিবন্ধী চলতে অসুবিধা হলে তখন তাকেসাহায্য করতে পারি। অ্যাসাইনমেন্ট শেষ আরো পড়ুনঃ সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে ৬ষ্ঠ শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ৭ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ নবম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ দশম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ৮ম শ্রেণির গণিত ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর Read More »

৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২

৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ পোস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ২০২২ সালের অ্যাসাইনমেন্টের প্রথম সপ্তাহের গণিত অষ্টম শ্রেণি সমাধান নিয়ে আলোচনা করবো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা নিশ্চয়ই শুনেছ ২০২২ সালে আবারো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করেছে। এটি তোমাদের ২০২২ সালের প্রথম অ্যাসাইনমেন্ট। প্রথম সপ্তাহ এসাইনমেন্ট ২০২২ এ তোমাদের দুটি বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে একটি হল বাংলা এবং অন্যটি গণিত। ১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট টি লেখার আগে তোমরা সম্পূর্ণ পোস্টটি পড়ে নিলে উত্তর লিখতে তোমাদের অনেক সুবিধা হবে। আমরা তোমাদের জানিয়ে দিব কিভাবে ৮ম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহের উত্তর লিখতে হবে। যেহেতু তোমরা ২০২১ সালে অনেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখেছ তাই তোমাদের ২০২২ সালের অ্যাসাইনমেন্ট গণিত লিখতে খুব একটা সমস্যা হবে না। অ্যাসাইনমেন্ট লেখার ধরন তোমাদের খুব ভালোমতোই জানা আছে। তবে মনে রাখতে হবে ২০২২ সালের অ্যাসাইনমেন্ট প্রশ্নের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবং এই এসাইনমেন্ট ২০২২ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকলে তোমাদের পাঠদান বন্ধ থাকে তাই তোমরা যদি অ্যাসাইনমেন্ট গুলো যথাযথভাবে লিখো তাহলে তোমাদের পড়ালেখার ঘাটতি দূর হবে। আমরা লক্ষ্য করেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট সমাধান লেখ তারা অ্যাসাইনমেন্ট এর প্রশ্নগুলি না পড়েই সরাসরি উত্তর গিয়ে উত্তর লেখা শুরু করে দাও। অনেক এটা জানে না যে সে কোন সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখছে। তাই তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন গুলো খুব মনোযোগ সহকারে পড়বেন এবং তারপর নমুনা উত্তর টি সম্পূর্ণ একবার পড়বে। তার তোমাদের অ্যাসাইনমেন্ট এর মূল খাতায় নিজের মনের মত করে লিখবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রথম সপ্তাহের গণিত প্রশ্ন গুলো দেখে নিই। অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপরের প্রশ্ন গুলো পড়ে কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে অংক করেছো তাদের জন্য আজকের অ্যাসাইনমেন্ট খুবই সহজ হতে চলেছে। অষ্টম শ্রেণির গনিত ১ম সপ্তাহের সমাধান ২০২২ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কে তিনটি সমস্যার সমাধান করতে বলা হয়েছে। আশা করছি নিচের অষ্টম শ্রেণি গণিত প্রথম সপ্তাহ সমাধান অ্যাসাইনমেন্ট ২০২২ দেখলে তোমাদের সমস্যা গুলোর সমাধান নিয়ে আর চিন্তা করতে হবে না। এই নমুনা উত্তরটি দেখলেই তোমরা সহজেই অ্যাসাইনমেন্টের উত্তর করতে পারবে।   অ্যাসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্ট শেষ উপরের অষ্টম শ্রেণি গণিত প্রথম সপ্তাহ উত্তর অ্যাসাইনমেন্ট 2022 দেখার পর যদি বুঝতে না পারো তবে নিচে কমেন্ট করে জানাবে। উপরের উত্তরটি অন্যভাবেও সমাধান করা যেতে পারে তবে এখানে কেবল মাত্র একভাবে করে দেখানো হয়েছে। তোমরা যদি এর উত্তর অন্যভাবে দেখতে চাও তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন আমরা তোমাদের অন্যরকম উত্তর দেওয়ার চেষ্টা করব। গণিত ১ম সপ্তাহ সমাধান ৮ম শ্রেণি অ্যাসাইনমেন্ট ২০২২ সকল শ্রেণীর সকল অধ্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা 2021 সাল থেকে প্রকাশ করে আসছি। অ্যাসাইনমেন্ট 2022 এই সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা প্রকাশ করব। তাই তোমরা যদি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও অথবা আমাদের ফেসবুক পেজে একটি লাইক দিয়ে আসো। তোমরা যদি ভিডিও দেখে লিখতে বেশি পছন্দ করো তবে আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে আমরা সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর ভিডিও দিয়ে থাকি। আরো পড়ুনঃ সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে ৭ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ নবম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ দশম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ৬ষ্ঠ শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

৮ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ Read More »

নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২

নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ দেখবো। এই প্রথম সপ্তাহ গণিত নবম শ্রেণী অ্যাসাইনমেন্টটি তোমাদের সাধারণ গণিত দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে দেওয়া হয়েছে। নবম শ্রেণির ১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত ২০২২ অ্যাসাইনমেন্ট নবম শ্রেণী লেখার আগে তোমাদের আজকের এই পোস্টটি সম্পুর্ণ পড়া উচিত। নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ পোস্টটি সম্পুর্ণ পড়লে তোমরা এটি কিভাবে লিখতে হবে তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবে। করোনাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অ্যাসাইনমেন্ট ২০২২ প্রকাশ করেছে। এই মুহূর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, এসএসসি ২০২২ ব্যাচ, ও এইচএসসি ২০২২ এর জন্য অ্যাসাইনমেন্ট চলছে। তারমধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের এসাইনমেন্ট দেয়া হয়েছে। ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত নবম শ্রেণী তোমাদের দুটি অ্যাসাইনমেন্ট এর একটি। প্রথম সপ্তাহে নবম শ্রেণীর জন্য দুইটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে যার অন্যটি হলো বাংলা। তোমরা আজকের পোষ্টে বাংলা এসাইনমেন্ট ২০২২ এর সমাধান লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেটি লিখে নিতে পারবে। ৯ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ সমাধান অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ ২০২২ উত্তর লেখার আগে তোমরা প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। প্রশ্ন না পড়ে উত্তর লিখলে সেক্ষেত্রে তোমাদের অনেক ভুল-ত্রুটি থেকে যেতে পারে। তাই তোমাদের কাছে সাজেশন থাকবে তোমরা সম্পূর্ণ প্রশ্নটিই অর্থাৎ প্রশ্নের প্রত্যেকটি অংশ ভালোভাবে পড়ে তারপর নমুনা উত্তরটি সম্পূর্ণ টি দেখে নিজেরা উত্তর লেখা শুরু করবে। উপরের প্রশ্ন গুলি পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গণিত অ্যাসাইনমেন্ট 2022 প্রথম সপ্তাহে তোমাদের কি উত্তর দিতে হবে এবং কিভাবে উত্তর দিতে হবে। গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নে বিষয়বস্তু ও নির্দেশনা অংশে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে তোমাদের উত্তর কিভাবে লিখতে হবে সেইসাথে বইয়ের রেফারেন্স দেওয়া আছে সেখান থেকে উদাহরণ দেখে উত্তরগুলো লিখতে পারো। নবম গণিত অ্যাসাইনমেন্ট নম্বর ১ ৯ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট (শিরোনাম): সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা। A = {x:x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<20}; B = {x:x∈N এবং x2-7x+12 = 0}; শিখনফল/বিষয়বস্তুঃ অধ্যায়-২ (সেট ও ফাংশন) সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং দুই তিন সদস্যবিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। ক্রমজোড় ও কার্তেসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। অন্বয় ও ফাংশ নব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত): ১. B সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। ২) P(A) নির্ণয় করে দেখাও যে, P(A) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। ৩) R={(x,y):x∈A, y∈B এবং x+1<y} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। ৪) এর মান নির্ণয় কর। আমরা যে নমুনা নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ টি তোমাদের দিচ্ছি সেটি তোমরা প্রথমে ভালোভাবে পড়ে বুঝে নেবে তারপর উত্তর লেখা শুরু করবে। প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হবে তা জেনে নিয়ে তোমরা যদি নিজে নিজে সমাধান গুলো করতে পারো তাহলে সেটি অ্যাসাইনমেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য কে ফলপ্রসূ করবে। নবম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান আজকের নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে শেয়ার বাটনে ক্লিক করে তোমাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করবে। আমরা তোমাদের 2021 সাল থেকে সকল অ্যাসাইনমেন্ট এর নমুনা সমাধান লিখে আসছি 2022 সালে চলমান রয়েছে। অ্যাসাইনমেন্ট শুরু ১নং প্রশ্নের উত্তর B সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশঃ দেওয়া আছে, B = {x:x∈N এবং x2-7x+12 = 0} এখানে, x2-7x+12 = 0 বা, x2-4x-3x+12 = 0 বা, x(x-4)-3(x-4) = 0 বা, (x-4)(x-3) = 0 হয়, x-4=0       অথবা, x-3=0 ∴x=4                  ∴x=3 ∴ B সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই B={3,4} ২নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, A = {x:x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2<20} x=1,2,3,4,5,6….. এর জন্য x=1 হলে, x2=12=1<20 x=2 হলে, x2=22=4<20 x=3 হলে, x2=32=9<20 x=4 হলে, x2=42=16<20 x=5 হলে, x2=52=2520 সুতরাং A = {1,2,3,4} এখন A এর উপসেট ={{1},{2},{3},{4},{1,2},{1,3},{1,4},{2,3},{2,4},{3,4},{1,2,3}{1,2,4},{1,3,4}{2,3,4}{{1,2,3,4}Ø} P(A) ={{1},{2},{3},{4},{1,2},{1,3},{1,4},{2,3},{2,4},{3,4},{1,2,3}{1,2,4},{1,3,4}{2,3,4}{{1,2,3,4}Ø} = 16 টি এখানে, A এর উপাদান সংখ্যা n=4 এবং P(A) এর উপাদান সংখ্যা = 16 = 24=2n সুতরাং কোনো সেট A এর উপাদান সংখ্যা n হলে P(A) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। (দেখানো হলো) ৩নং প্রশ্নের উত্তর R={(x,y):x∈A, y∈B এবং x+1<y} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ দেওয়া আছে, R={(x,y):x∈A, y∈B এবং x+1<y} ’খ’ হতে পাই A = {1,2,3,4} এবং ’ক’ হতে পাই B={3,4} এখানে A×B= {1,2,3,4}×{3,4} = {(1,3),(1,4),(2,3),(2,4),(3,3),(3,4)(4,4)} x+1<y শর্তানুসারে, R={(1,3),(1,4),(2,4)} ∴ R সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই R={(1,3),(1,4),(2,4)} ৪ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে,  এখন, বা, বা, বা, বা, বা, বা, ∴ নির্ণেয় মান অ্যাসাইনমেন্ট শেষ অ্যাসাইনমেন্ট২০২২ এর সকল শ্রেণীর সকল বিষয়ের সমাধান পেতে তোমরা সমাধান ডটনেট সাইটের সাথে থাকবে সেই সাথে তোমরা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ এ জয়েন করবে। অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে S IS FOR SCHOOL। তোমাদের অনুরোধ থাকবে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ১ম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট ২০২২ আরো পড়ুনঃ সকল অ্যাসাইনমেন্ট ২০২২ দেখুন এখানে ৭ম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ দশম শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ৬ষ্ঠ শ্রেণির গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ ইসলাম শিক্ষা আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

নবম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ১ম সপ্তাহ ২০২২ Read More »

Scroll to Top