এইচএসসি

এইচএসসি বাংলা লালসালু সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর

লালসালু প্রশ্ন \১\ নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে। বন্ধুদের সঙ্গে ছুটোছুটি করা, অবাধে সাঁতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতব্বর। তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীনচেতা ওয়াসিকা তার কথা মানে না। ক. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল? খ. ‘সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে’ বলতে কী বোঝানো হয়েছে? গ. ওয়াসিকা ‘লালসালু’ উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের একাব্বর মুন্সি ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি মূল্যায়ন কর। ১ ২ ৩ ৪ ১ নং প্রশ্নের উত্তর চ জ্ঞানমূলক  ধলা মিয়া নির্বোধ এবং অলস প্রকৃতির মানুষ ছিল। ছ অনুধাবন  প্রশ্নোক্ত বাক্যটি দ্বারা অপমানিত, ঈর্ষাকাতর মজিদের নির্লিপ্ত ভাবের কথা বোঝানো হয়েছে।  আওয়ালপুর গ্রামে নতুন এক পীরের আবির্ভাব ঘটে। সে গ্রাম তখন লোকে লোকারণ্য। পীরের কীর্তিকলাপ দেখতে মজিদও সেখানে যায় কিন্তু বেঁটে হওয়ার কারণে সে পীরের মুখ দেখতে পায় না, শুধু পাখা নাড়ানো দেখে। সবাই পীরকে নিয়ে ব্যস্ত, মজিদকে কেউ সমীহ করে না; এমনকি তাকে যারা চেনে তারাও না। এতে মজিদ অপমান বোধ করে। ওপরন্তু যখন মতলুব মিয়া পীরের গুণাগুণ ব্যাখ্যা করে এবং তা শুনে লোকজন ডুকরে কেঁদে ওঠে তখন মজিদ সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে মুর্তিবৎ হয়ে বসে থাকে। জ প্রয়োগ  ওয়াসিকা লালসালু উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।  আমাদের সমাজ নানারকম কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের নাগপাশে আবদ্ধ হয়ে অন্ধকারে তলিয়ে যেতে বসেছে। মানুষকে অবমূল্যায়ন, প্রগতিশীল চেতনার অভাব, অশিক্ষা, দারিদ্র্য ইত্যাদি সমাজের এই অসংগতির জন্য দায়ী, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।  উদ্দীপকে দেখা যায় ওয়াসিকা নামের দুরন্ত এক কিশোরীর স্বপ্নালু জীবনকে দারিদ্র্য এবং নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা কীভাবে ধ্বংস করা হয়েছে। সে বন্ধুদের সাথে ছোটাছুটি করত, আনন্দফুর্তি করত, অথচ তাকে বিয়ে দেওয়া হয় এক বৃদ্ধের সাথে, যা ওয়াসিকা কিছুতেই মেনে নিতে পারে না। গ্রামের লোকজন তার স্বামীকে মানলেও ওয়াসিকা তার কথা মানে না। এমনই একটি চরিত্র ‘লালসালু’ উপন্যাসের জমিলা। সেও দুরন্ত কিশোরী। কিন্তু নারীলোলুপ ভণ্ডপীর মজিদের লালসার শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়। গ্রামের সবাই মজিদকে ভয়-ভক্তি করলেও জমিলা ভয় পায় না। প্রায়ই তার কথার অবাধ্য হয়। উভয় চরিত্রের সাদৃশ্য এখানেই। ঝ উচ্চতর দক্ষতামূলক  উদ্দীপকের একাব্বর মুন্সি ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি। মন্তব্যটি যথার্থ।  সমাজে এমন কিছু মানুষ বাস করে যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য যেকোনো হীন কাজ করতে দ্বিধাবোধ করে না। প্রয়োজনে তারা ধর্মকেও নিজেরে স্বার্থে ব্যবহার করে। এ ধরনের মানুষের উপস্থিতি এবং কর্মকাণ্ডের জন্য আমাদের সমাজ তথা জীবনযাত্রা এতটা পিছিয়ে।  ‘লালসালু’ উপন্যাসে ‘মজিদ’ চরিত্রটির মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যবসা করা মানুষের চিত্র তুলে ধরা হয়েছে। মজিদ একজন ভণ্ড, মিথ্যাবাদী, নারীলোলুপ, হীনচেতা মানুষের প্রতিমূর্তি। সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য পারে না এমন কোনো কাজ নেই। নিজের প্রয়োজনে সে ধর্ম এবং মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগায়। সে এককথায় বহুমুখী নেতিবাচক চরিত্রের অধিকারী। অপরদিকে উদ্দীপটিতে একাব্বর মুন্সি শুধু মজিদ চরিত্রের নারীর প্রতি দুর্বলতা ও ক্ষমতাশালী ভাবটি তুলে ধরতে সক্ষম হয়েছে।  উদ্দীপকের একাব্বর মুন্সি গ্রামের মাতব্বর। সবাই তাকে মান্য করে। তার কথা অনুযায়ী গ্রামের অনেক কিছু নির্ধারিত হয়। কিন্তু সে বিয়ে করে তার মেয়ের বয়সী ওয়াসিকাকে, যা ‘লালসালু’ উপন্যাসে মজিদের জমিলাকে বিয়ে করার বিষয়টি মনে করিয়ে দেয়। এই একটি বৈশিষ্ট্য ছাড়া একাব্বর মুন্সি চরিত্র উপন্যাসের মজিদ চরিত্রের অন্য কোনো বৈশিষ্ট্যকে ধারণ করেনি। তাই বলা যায়, প্রশ্নের মন্তব্য যথার্থ।   অতিরিক্ত প্রশ্নোত্তর প্রশ্ন\ ২ \ উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : মফিজ আলীর কোনো স্থির পেশা ছিল না। তার বাবা আরজ আলী ভূমিহীন কৃষক ছিল। ছেলেকে তিনি কলেজে পড়ানোর জন্য ঢাকায় পাঠিয়েছিলেন। ঢাকায় গিয়ে মফিজ পড়ালেখা বাদ দিয়ে বাম রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে। কথায় কথায় বলে আল­াহ বলে কেউ নেই। এক সময় তার বাবা টাকা দেওয়া বন্ধ করে দেয়। দেখতে দেখতে তার চাকরির বয়সও শেষ হয়ে যায়। তারপর সে ফিরে আসে তার গ্রামে। মফিজ আলীর বর্তমান নাম হযরত শাহ সুফী মফীজ আলী ফরিদপুরী (র)। কামেল পীর হিসেবে তার খ্যাতি এখনও দেশ জোড়া। ক. সৈয়দ ওয়ালীউল­াহ্ কত সালে জন্মগ্রহণ করেন? খ. ‘তাই তারা ছোটে, ছোটে।’ কেন ছোটে? গ. উদ্দীপকের মফিজ আলীর সাথে মজিদের তুলনামূলক আলোচনা কর। ঘ. সৈয়দ ওয়ালীউল­াহ্ ‘লালসালু’ উপন্যাসে মজিদ চরিত্রের মধ্য দিয়ে কী ফুটিয়ে তুলতে চেয়েছেন তা ব্যাখ্যা কর। ১ ২ ৩ ৪ ২ নং প্রশ্নের উত্তর চ জ্ঞানমূলক  সৈয়দ ওয়ালীউল­াহ্ ১৯২২ সালের ১৫ আগস্ট তারিখে জন্মগ্রহণ করেন। ছ অনুধাবন  অভাবের তাড়না থেকে মানুষ ছোটে।  শস্যহীন জনবহুল এলাকা। ঘরে খাবার নেই। ভাগাভাগি, লুটতরাজ আর স্থান বিশেষে খুনখারাবিও চলে। কিন্তু তাতেও কুলায় না। অভাব যেন তাদেরকে ছায়ার মতো সব সময় ঘিরে থাকে, রাহুর মতো তাদেরকে গ্রাস করতে চায়। কিন্তু মানুষ যে ‘অমৃতস্য পুত্রাঃ’ অমৃতের সন্তান, সে যে কোনো কিছুর কাছেই হার মানতে নারাজ। যখন কোনো আশাই অবশিষ্ট নেই তখনও সে আশা করে। সেই আশায় ভর করে শস্যহীন জনপদের মানুষ ছোটে, নিরন্তর ছুটে চলে। সৈয়দ ওয়ালীউল­াহ্র ‘লালসালু’ উপন্যাসে মজিদ এমনই এক ভাগ্যান্বেষণী আশাবাদী মানুষ। জ প্রয়োগ  উদ্দীপকের মফিজ আলী এবং ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রে মিল ও অমিল দুটি দিকই লক্ষ করা যায়। মিলের মধ্যে দুজনই ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। দুজনই জানে গ্রামের মানুষ হয় ধর্মান্ধ, নতুনা ধর্মভীরু অথবা ধর্মপ্রাণ কিন্তু ধর্মকে মুক্তদৃষ্টিতে দেখবার মানুষ সেখানে কম। মানুষের মাঝে পাপ ও পরকালের ভয় ঢুকিয়ে দিয়ে মজিদ ও মফিজ দুজনেই নিজেদের আখের ভালোই গুছিয়ে নিয়েছিল।  উদ্দীপকের মফিজ আলীর সাথে ‘লালসালু’ উপন্যাসের মজিদের অমিলও কম নয়। খুব খেয়াল করলে স্পষ্ট হবে যে মফিজ তুলনামূলকভাবে অনেক বেশি ভণ্ড, শঠ, প্রবঞ্চক, প্রতারক। গারো পাহাড়ে মজিদ অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করেছে। যখন সে আর পারছিল না, তখনই সে ভিন্ন পথ বেছে নেয়Ñআমরা বলতে পারি, ভিন্ন পথ বেছে নিতে বাধ্য হয়। গারো পাহাড়ে যে জীবন ও জীবিকার সাথে মজিদ সংশ্লিষ্ট ছিল, তা যদি সুখদায়ক না হলেও অন্তত সহনীয়ও হতো, তাহলে মজিদ সম্ভবত ভণ্ডামির আশ্রয় নিতো না। জীবন তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল বলেই সে ভণ্ডামির আশ্রয় নেয়।  উদ্দীপকের মফিজ আপাদমস্তক ভণ্ড, ইতর, শঠ, প্রবঞ্চক। ঢাকায় গিয়ে বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে আঁতেল বনে যাওয়া কৃষকপুত্র মফিজ একদা আল­াহ খোদার অস্তিতেই বিশ্বাস করতো না, সেই মফিজই চাকরির বয়স ফুরিয়ে যাওয়ার কারণে আর কোনো উপায় না দেখে গ্রামে চলে আসে এবং পীর সেজে বসে। নাম বদলে রাখে হযরত শাহ সুফী মফীজ আলী ফরিদপুরী (রঃ)। ভণ্ডামি আর কাকে বলে! ‘লালসালু’র মজিদের প্রতি পাঠকের করুণা জাগলেও জাগতে পারে, কিন্তু

এইচএসসি বাংলা লালসালু সৃজনশীল ও জ্ঞানমূলক প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা রক্তে আমার অনাদি অস্থি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

রক্তে আমার অনাদি অস্থি দিওলয়ার কবি পরিচিতি নাম দিলওয়ার। পুরো নাম দিলওয়ার খান। পিতা-মাতার নাম পিতার নাম : মৌলভী মোহাম্মদ হাসান খান, মাতার নাম : রহিমুন্নেসা। জন্ম ও পরিচয় দিলওয়ার ১৯৩৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি সিলেট শরহসংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করে পারিবারিক ‘খান’ পদবি বর্জন করেন। সাধারণ্যে দিলওয়ার ‘গণমানুষের কবি’ হিসেবে সমধিক পরিচিত। শিক্ষাজীবন দিলওয়ার জি.সি. হাইস্কুল সিলেট থেকে প্রবেশিকা ও এম. সি. কলেজ সিলেট থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। কর্মজীবন কর্মজীবনে প্রথম দুমাস শিক্ষকতা করলেও ১৯৬৭ খ্রিস্টাব্দে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় এবং ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দে ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেন। সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ : ‘জিজ্ঞাসা’, ‘ঐকতান’, ‘উদ্ভিন্ন উল­াস’, ‘স্বনিষ্ঠ সনেট’, ‘রক্তে আমার অনাদি অস্থি’, ‘দুই মেরু দুই ডানা’, ‘অনতীত পঙক্তিমালা’ প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ : বাংলাদেশ জন্ম না নিলে। ছড়াগ্রন্থ : ‘দিলওয়ারের শতছড়া’, ‘ছড়ায় অ আ ক খ।’ পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার ও বাংলাদেশ সরকার প্রদত্ত ‘একুশে পদক’ প্রভৃতি। জীবনাবসান কবি দিলওয়ার ১০ অক্টোবর ২০১৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. “রক্তে আমার অনাদি অস্থি” ‘প্রাণ স্বপ্ন’ কে কোথায় রেখেছেন? ক ভয়াল ঘুর্ণিতে ছ বঙ্গোপসাগরে গ গনমানবের বুকে ঘ নরদানবের মুখে ২. ‘কত বিচিত্র জীবনের রং’ বলতে বোঝানো হয়েছে জীবন- ক বহুমাত্রিক খ ভিন্নধর্মী জ সংগ্রামশীল ঘ সম্পদশালী অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৩. উদ্দীপকে “রক্তে আমার অনাদি অস্থি” কবিতায় কোন ভাবের প্রতিফলন ঘটেছে? ক নদীর প্রবহমানতা খ সমুদ্রের ভয়াল জলরাশির শক্তি গ কবির অমিত মনোবল ঝ গণমানবের শক্তি ৪. উক্ত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে? চ ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ খ এই ক্রোধ জ্বলে আমার স্বজন/গণমানবের বুকে গ মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে/কাটায় মারণ বেলা! ঘ রক্তে আমার অনাদি অস্থি, মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. কবি দিলওয়ার কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক ঢাকা খ খুলনা গ পাবনা ঝ সিলেট ৬. কবি কত সালে জন্মগ্রহণ করেন? ক ১৮৮০ খ ১৯৩০ জ ১৯৩৭ ঘ ১৯৩৮ ৭. কবি ১৯৩৭ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? চ ১ জানুয়ারি খ ১ মার্চ গ ১ এপ্রিল ঘ ১ জুন ৮. কবি দিলওয়ার সিলেট জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক কীর্তনখোলা ছ ভার্থখলা গ ভার্থপুর ঘ ভার্থখালি ৯. কবি দিলওয়ারের পূর্ণ নাম কী? ক দিলওয়ার কবির খ দিলওয়ার শেখ গ মোহাম্মদ দিলওয়ার ঝ দিলওয়ার খান ১০. কবির মায়ের নাম কী? ক করিমুন্নেসা ছ রহিমুন্নেসা গ আসমা বেগম ঘ লুৎফুন্নেসা ১১. কবির পিতার নাম কী? ক দিলদার খান খ মোশারফ খান জ মৌলভী মোহাম্মদ হাসান খান ঘ খান মোহাম্মদ হাসান ১২. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত? ক বিদ্রোহী কবি ছ গণমানুষের কবি গ মানতাবাদী কবি ঘ সাম্যবাদী কবি ১৩. কবি দিলওয়ার কত দিন শিক্ষকতা করেন? চ দুই মাস খ তিন মাস গ চার মাস ঘ পাঁচ মাস ১৪. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন? ক ১৯৬৪ খ্রি. খ১৯৬৫ খ্রি. গ১৯৬৬ খ্রি. ঘ ১৯৬৭ খ্রি. ১৫. কোন কারণে কবি পেশা পরিত্যাগ করলেন? ক অর্থকষ্টে ছ স্বাস্থ্যগত গ অতৃপ্তিতে ঘ দুনীতির ১৬. কবি কত সালে ‘দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ শুরু করেন? ক ১৯৩৭ খ ১৯৪৭ গ ১৯৫৭ ঝ ১৯৬৯ ১৭. কবি দিলওয়ার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৯৩৫ খ্রি. খ ১৯৩৬ খ্রি. জ ১৯৩৭ খ্রি. ঘ ১৯৩৮ খ্রি. ১৮. সিলেট শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? (জ্ঞান) ক পদ্মা নদী খ মেঘনা নদী গ যমুনা নদী ঝ সুরমা নদী ১৯. ভার্থখলা গ্রাম সুরমা নদীর কোন দিকে? ক পূর্ব দিকে খ পশ্চিম দিকে গ উত্তর দিকে ঝ দক্ষিণ দিকে ২০. কবি দিলওয়ার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক সুবর্ণগ্রাম ছ ভার্থখলা গ পরানপুর ঘ গোয়ালখালি ২১. কবি দিলওয়ার তাঁর নাম থেকে কোন পদবি বাদ দেন? চ খান খ খাঁ গ সৈয়দ ঘ ভ‚ঁইয়া ২২. কবি দিলওয়ারের পিতার নাম কী? চ মৌলভী মোহাম্মদ হাসান খান খ মোহাম্মদ দিলবার খান গ মাও. কামাল হোসেন ঘ সৈয়দ হাসানুল হক ২৩. কবি দিলওয়ারের মায়ের নাম কী? ক করিমুন্নেসা খ লতিফুন্নেসা জ রহিমুন্নেসা ঘ ফজিলাতুন্নেসা ২৪. কবি দিলওয়ার কী হিসেবে সমধিক পরিচিত? ক বিদ্রোহী কবি ছ গণমানুষের কবি গ মানবতাবাদী কবি ঘ দুঃখ বাদী কবি ২৫. কবি দিলওয়ার পারিবারিক কোন পদবি বর্জন করেন? চ খান খ মোহাম্মদ গ সৈয়দ ঘ শেখ ২৬. কত খ্রিষ্টাব্দে দিলওয়ার দৈনিক সংবাদ’ পত্রিকায় কাজ করেন? ক ১৯৬৪ খ্রি. খ ১৯৬৫ খ্রি. গ ১৯৬৬ খ্রি. ঝ ১৯৬৭ খ্রি. ২৭. ‘জিজ্ঞাসা’ কাব্যটি প্রকাশিত হয় কত সালে? ক ১৯৪৩ সালে ছ ১৯৫৩ সালে গ ১৯৬৩ সালে ঘ ১৯৬৪ সালে ২৮. কোনটি দিলওয়ার রচিত কাব্যগ্রন্থ নয়? ক ঐকতান খ রক্তে আমার অনাদি অস্থি জ বাংলাদেশ জন্ম না নিলে ঘ দুই মেরু দুই ডানা ২৯. ‘উদ্ভিন্ন উল­াস’ দিলওয়ার রচিত কোন ধরনের রচনা? ক কবিতা ছ কাব্যগ্রন্থ গ উপন্যাস ঘ প্রবন্ধ ৩০. নিচের কোনটি দিলওয়ারের ছড়াগ্রন্থ? ক দিলওয়ারের ছড়া-ভুবন খ দিলওয়ারের অ, আ, ক, খ জ দিলওয়ারের শত ছড়া ঘ দিলওয়ারের ছড়া জগৎ ৩১. কবি দিলওয়ারের কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি? ক জিজ্ঞাসা খ ঐকতান গ উদ্ভিন্ন উল­াস ঝ ছায়ানট ৩২. নিচের কোনটি কবির প্রবন্ধ গ্রন্থ? ক বইপড়া খ সবুজপত্র গ প্রবন্ধ সংগ্রহ ঝ বাংলাদেশ জন্ম না নিলে ৩৩. ‘ছড়ায় অ আ ক খ’ গ্রন্থটি কার লেখা? চ দিলওয়ার খ সুকুমার রায় গ সুকান্ত ভট্টাচার্য ঘ রবীন্দ্রনাথ ঠাকুর ৩৪. কবি কত সালে মৃত্যুবরণ করেন? ক ২০০৩ খ ২০০৪ গ ২০১০ ঝ ২০১৩ ৩৫. কবি দিলওয়ার কোন পত্রিকায় ‘সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন? ক দৈনিক ইত্তেফাক ছ দৈনিক গণকণ্ঠ গ দৈদিন কালের কণ্ঠ ঘ দৈনিক সবুজপত্র ৩৬. কবি দিলওয়ার ‘দৈনিক গণকণ্ঠে’ কী হিসেবে কাজ করেন? ক সম্পাদক ছ সহকারী সম্পাদক গ লেখক ঘ সাংবাদিক ৩৭. কবি দিলওয়ার কত সাল পর্যস্ত ‘দৈনিক গণকণ্ঠে’ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন? ক ১৯৭০-৭২ সাল ছ ১৯৭৩-৭৪ সাল গ ১৯৭৪-৭৫ সাল ঘ ১৯৭৫-৭৬ সাল ৩৮. কবি দিলওয়ার সাংবাদিক পেশা বাদ দেন কেন? ক রাজনৈতিক কারণে খ পারিবারিক কারণে জ স্বাস্থ্যগত কারণে ঘ অর্থনৈতিক কারণে ৩৯. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? ক বনফুল খ জীবন-জিজ্ঞাসা জ জিজ্ঞাসা ঘ সোনালী কাবিন ৪০. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? ক ১৯৫০ সালে খ ১৯৫১ সালে গ ১৯৫২ সালে ঝ ১৯৫৩ সালে ৪১. ‘বাংলাদেশ জন্ম না নিলে’ কোন ধরনের রচনা? চ প্রবন্ধগ্রন্থ খ উপন্যাস গ ছোট গল্প ঘ কাব্যগ্রন্থ ৪২. নিচের কোনটি দিলওয়ারের কাব্যগ্রন্থ? ক বাঁশী ছ ঐকতান গ ছোটগল্প ঘ কাব্যগ্রন্থ খ

এইচএসসি বাংলা রক্তে আমার অনাদি অস্থি বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা লোক-লোকান্তর বহুনির্বাচনি প্রশ্নোত্তর

লোক-লোকান্তর আল-মাহমুদ কবি পরিচিতি নাম : আল মাহমুদ প্রকৃত নাম : মির আবদুস শুকুর আল মাহমুদ। জন্ম পরিচয় জন্ম তারিখ : ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ জুলাই। জন্মস্থান : ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রাম। পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : আবদুর রব মির। মাতার নাম : রওশন আরা মির। শিক্ষাজীবন ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। কর্মজীবন/পেশা দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। ‘দৈনিক গণকণ্ঠ’ ও দৈনিক ‘কর্ণফুলী’ পত্রিকার সম্পাদক ছিলেন। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান। সাহিত্য সাধনা তাঁর উলে­খযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছেÑ কাব্যগ্রন্থ : ‘লোক-লোকান্তর’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘বখতিয়ারের ঘোড়া’, ‘আরব্য রজনীর রাজহাঁস’। শিশুতোষ কাব্যগ্রন্থ : ‘পাখির কাছে ফুলের কাছে’। উপন্যাস : ‘ডাহুকী’, ‘কবি ও কোলাহল’, ‘নিশিন্দা নারী’, ‘আগুনের মেয়ে’। ছোটগল্প : পানকৌড়ির রক্ত’, ‘সৌরভের কাছে পরাজিত’, ‘গন্ধবণিক’। পুরস্কার ও সম্মাননা তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. কবির চেতনারূপ পাখি কোথায় বসে আছে? ক পানতলায় ছ ডালে গ ঝোপের ওপর ঘ সুপারি পাতায় ২. “লোক-লোকান্তর” কবিতায় কবি পাখিটির দিকে তাকাতে পারেন না কেন? ক উজ্জ্বল রং বলে খ চোখ-ধাঁধানো সৌন্দর্যের জন্য জ সকল বাঁধন ছিন্ন করে সৃষ্টির জগতে চলে যাবার জন্য ঘ রঙের বাহারের জন্য অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে বান ডাকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কলে­ালে। ৩. উদ্দীপকে “লোক-লোকান্তর” কবিতার যে ভাবের অনুরণন ঘটেছে, তা হলোÑ র. কবি-হৃদয়ের বিহŸলতা রর. সৃষ্টির উন্মাদনা ররর. প্রকৃতির জাগরণ নিচের কোনটি ঠিক? চ র ও রর খ র ও ররর গ রর ও রররঘ র, রর ও ররর ৪. উলি­খিত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে? ক আমার চেতনা যেন একটি শাদা সত্যিকারের পাখি, খ যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল গ তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয় ঝ সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. আল মাহমুদ এর জন্ম কত খ্রিস্টাব্দে? ক ১৯৩৪ খ্রিস্টাব্দে খ ১৯৩৫ খ্রিস্টাব্দে জ ১৯৩৬ খ্রিস্টাব্দে ঘ ১৯৩৭ খ্রিস্টাব্দে ৬. আল মাহমুদ এর জন্ম কোন জেলায়? চ ব্রাহ্মণবাড়িয়া খ বরিশাল গ খুলনা ঘ কুমিল­া ৭. আল মাহমুদ এর জন্ম কোন গ্রামে? ক কাঁঠাল পাড়া ছ মৌড়াইল গ বালিয়াকান্দি ঘ নিমতলি ৮. আল মাহমুদ এর প্রকৃত নাম কী? ক মির মুহম্মদ আল মাহমুদ খ সুলতান মির আল মাহমুদ গ মোহাম্মদ মাহমুদ আল জামান ঝ মির আবদুস শুকুর আল মাহমুদ ৯. আল মাহমুদ এর পিতার নাম কী? ক মির আবদুর রব ছ আবদুর রব মির গ আলী মাহমুদ ঘ মাহমুদ জামান ১০. আল মাহমুদ এর মাতার নাম কী? ক আমেনা খাতুন খ রওশনা রেনেু জ রওশন আরা মির ঘ আনোয়ারা বেগম ১১. আল মাহমুদ কোন স্তর পর্যন্ত পড়াশোনা করেন? চ মাধ্যমিক স্তর খ উচ্চ মাধ্যমিক স্তর গ উচ্চ স্তর ঘ সম্মান স্তর ১২. আল মাহমুদ পেশায় দীর্ঘদিন কী ছিলেন? ক শিক্ষক ছ সাংবাদিক গ ডাক্তার ঘ ব্যবসায়ী ১৩. আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক দৈনিক জনকণ্ঠ ছ দৈনিক গণকণ্ঠ গ দৈনিক বাংলা ঘ দৈনিক কালের কণ্ঠ ১৪. আল মাহমুদ ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকায় কোন পদে নিযুক্ত ছিলেন? ক স্টাফ রিপোর্টার খ চীফ রিপোর্টার গ বার্তা সম্পাদক ঝ সম্পাদক ১৫. সাংবাদিকতা ছেড়ে আল মাহমুদ কোথায় যোগদান করেন? ক বাংলা একাডেমি ছ বাংলাদেশ শিল্পকলা একাডেমি গ বিজ্ঞান একাডেমি ঘ শিশু একাডেমি ১৬. বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোন পদ থেকে তিনি অবসরে যান? চ পরিচালক খ মহাপরিচালক গ শিল্প সম্পাদক ঘ শিল্প নির্দেশক ১৭. কোনটি আল মাহমুদ এর কাব্যগ্রন্থ? ক লোক-লোকান্তর খ চিত্র জ বালচুর ঘ নিশিন্দা নারী ১৮. আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ কোনটি? ক কালের কলস ছ পাখির কাছে ফুলের কাছে গ সোনালী কাবিন ঘ আরব্য রজনীর রাজহাঁস ১৯. ‘অদৃষ্টবাদীদের রান্না বান্না’ কী ধরনের গ্রন্থ? চ কাব্য খ উপন্যাস গ নাটক ঘ গল্প ২০. আল মাহমুদ রচিত গল্পগ্রন্থ কোনটি? ক কবি ও কোলাহল খ ডাহুকী জ পানকৌড়ির রক্ত ঘ নিশিন্দা নারী ২১. ‘ডাহুকী’ কোন ধরনের গ্রন্থ? ক কাব্য খ নাটক গ গল্প ঝ উপন্যাস ২২. আল মাহমুদ নিচের কোন পুরস্কারটি পেয়েছেন? ক নোবেল খ জীবনানন্দ পুরস্কার জ বাংলা একাডেমি ঘ শিশু একাডেমি ২৩. কোন বিষয়ে অসাধারণ অবদানের জন্য আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন? ক গণিতে খ জাতীয় চলচ্চিত্রে জ সাহিত্যে ঘ পদার্থবিদ্যায় ২৪. ‘কালের কলস’ কাব্যগ্রন্থটি কার লেখা? ক শামসুর রাহমানের ছ আল মাহমুদের গ আহসান হাবিবের ঘ জীবনানন্দ দাশের খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৫. কবির চেতনাকে তাঁর কাছে কী মনে হয়েছে? ক প্রকৃতি খ চন্দনের ডাল জ সত্যিকার পাখি ঘ বন্য পানলতা ২৬. কবির সৃষ্টির প্রেরণা কী? ক আধুনিক শহরজীবন ছ চিরায়ত গ্রামীণ জীবন গ মফস্বল জীবন ঘ প্রকৃতি মগ্ন জীবন ২৭. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির চোখের কোটরে কী রং ছিল? ক পাকা তরমুজের রং খ কাঁচা নারিকেলের রং গ সবুজ পাতার রং ঝ কাটা সুপারির রং ২৮. ‘লোক-লোকান্তর’ কবিতায় উলি­খিত বাতাসের তালে কী দুলছিল? ক কনকলতা ছ পানলতা গ সুপারির ডাল ঘ চন্দনের পাতা ২৯. ‘লোক-লোকান্তর’ কবিতায় তীব্র লাল ছিল কী? ক হাত খ চোখ গ চুল জ নখ ৩০. লোক-লোকান্তর’ কবিতায় কবি কোথায় চোখ রাখতে পারছিলেন না? ক চন্দনের ডালে খ সুপারির ডালে গ পানলতার উপর ঝ বন ঝোপে ৩১. ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির তন্ত্রে মন্ত্রে কী ভরে আছে? ক অর্জুনের ডাল ছ চন্দনের ডাল গ বনচারী ডাল ঘ সেগুনের ডাল ৩২. বন্য ঝোপ দেখে ‘লোক-লোকান্তর’ কবিতায় কবির মনে কী জেগে উঠেছে? ক চেতনা খ কল্পনাশক্তি গ প্রেম ঝ ভয় ৩৩. কবি আল মাহমুদ তাঁর চেতনাকে কীসের সঙ্গে তুলনা করেছেন? ক প্রকৃতি খ রূপকথা জ পাখি ঘ বৃক্ষ ৩৪. পাখির ঠোঁট কীসে মাখামাখি হয়ে আছে? ক কাদায় খ ফলের রসে জ সুগন্ধ পরাগে ঘ ফলের মধুতে ৩৫. কবির চেতনা কী রঙের সত্যিকার পাখি? ক কালো খ লাল গ হলুদ ঝ শাদা ৩৬. কোনটিকে কবি সত্যিকার পাখি মনে হয়েছে? ক চেতনাকে খ প্রকৃতিকে গ গ্রামকে ঘ শহরকে ৩৭. কাটা সুপারির রং পাখির কোনটিতে ছিল? ক পাখির পালকে ছ চোখের কোটরে গ নাকের ভাঁজে ঘ ঠোঁটে ৩৮. পাখির পায়ের রং কী রঙের? ক তীব্র লাল খ খয়েরি গ তীব্র হলুদ ঝ সবুজ ৩৯. পাখি কীসের ডালে বসে আছে? ক শিমুলের ডালে খ কড়ইয়ের ডালে জ চন্দনের ডালে ঘ আমের ডালে ৪০. চন্দনের ডাল কোথায় ছিল? ক গহীন জঙ্গলে ছ সবুজ অরণ্যে গ বনের মধ্যে ঘ ঝোপের মধ্যে ৪১. মাথার ওপরে নিচে কী ছিল? ক ঝোপ ঝাড় ছ বনচারী বাতাস গ লতা

এইচএসসি বাংলা লোক-লোকান্তর বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা নূরলদীনের কথা মনে পড়ে যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নূরলদীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক কবি পরিচিতি নাম সৈয়দ শামসুল হক জন্ম ও পরিচয় জন্ম সাল : ১৯৩৫ খ্রিষ্টাব্দ। জন্মস্থান : কুড়িগ্রাম। পিতৃ – পরিচয় পিতার নাম : সৈয়দ সিদ্দিক হুসাইন। শিক্ষাজীবন মাধ্যমিক : ম্যাট্রিক (১৯৫০), ঢাকা কলেজিয়েট স্কুল। উচ্চমাধ্যমিক : ইন্টারমিডিয়েট (১৯৫২), জগন্নাথ কলেজ। উচ্চতর শিক্ষা : স্নাতক (সম্মান) ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা ও কর্মজীবন সাংবাদিকতা ও লেখালেখি। প্রযোজক- বাংলা বিভাগ, বিবিসি। সাহিত্য কর্ম উপন্যাস : এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, স্মৃতিসৌধ, মৃগয়ায় কালক্ষেপণ, নির্বাসিতা, নিষিদ্ধ লোবান, খেলারাম খেলে যায় প্রভৃতি। ছোটগল্প : শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান প্রভৃতি। কাব্যগ্রন্থ : বিরতিহীন উৎস, অপর পুরুষ, পরাণের গহীন ভিতর, একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা প্রভৃতি। নাটক : পায়ের আওয়াজ পাওয়া যায়, নূরলদীনের সারাজীবন, ঈর্ষা ইত্যাদি। শিশুকিশোরদের জন্য : সীমান্তের সিংহাসন, অনু বড় হয়, ২৫ সনের বন্দুকে প্রভৃতি। পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, অলক্ত স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, টেনাশিনাস পদক প্রভৃতি। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. নূরলদীনের ডাকে কত খ্রিষ্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলেন? চ ১৭৮২ খ ১৭৮৭ গ ১৮৫৭ ঘ ১৯৭১ ২. “নূরলদীনের কথা মনে পড়ে যায়” কথাটির তাৎপর্য কী? র. নূরলদীনের প্রতিবাদী চেতনায় উদ্ভাসন রর. বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আহŸান ররর. বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন নিচের কোনটি সঠিক? ক র ও রর ছ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ক্স কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও: বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথে আজ হয়ে যায় শৌর্য ও বীরগাথার মহান সৈনিক, যেন সূর্যসেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। ৩. উদ্দীপকে সবার সূর্যসেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি “নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতার যে দিকটির সঙ্গে সম্পর্কিত তা হলো র. অধিকার আদায়ে নবজাগরণ রর. পূর্বসূরির আহŸান ররর. সকলের সমন্বিত প্রয়াস নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. সম্পর্কিত দিকটির প্রেক্ষাপট নির্মাণে কোন চরণটি ব্যবহৃত হয়েছে? ক ধবল দুধের মতো জ্যোৎ¯œাা তার ঢালিতেছে চাঁদ-পূর্ণিমার। খ অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরোজায়। গ নূরুলদীনের কথা মনে পড়ে যায়। ঝ জাগো, বাহে, কোনঠে সবায়? মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. সৈয়দ শামসুল হক কত খিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক ১০৯৫ খ্রিষ্টাব্দে খ ১৯১৫ খ্রিষ্টাব্দে গ ১৯২৫ খ্রিষ্টাব্দে ঝ ১৯৩৫ খ্রিষ্টাব্দে ৬. সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন? ক ২৫ শে সেপ্টেম্বর খ ২৭ শে অক্টোবর গ ২৫ শে নভেম্বর ঝ ২৭ শে ডিসেম্বর ৭. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন? ক ঢাকায় খ পাবনায় গ বগুড়ায় ঝ কুড়িগ্রাম ৮. সৈয়দ শামসুল হক কোন পেশাকে বেছে নিয়েছিলেন? ক শিক্ষকতা খ আইন গ ব্যবসা ঝ সাংবাদিকতা ৯. সৈয়দ শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন? চ ইংরেজি সাহিত্য খ বাংলা সাহিত্য গ রাষ্ট্র বিজ্ঞান ঘ ইতিহাস ১০. কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যগ্রন্থ? ক নক্শী কাঁথার মাঠ ছ পরাণের গহীন ভিতর গ আপন যৌবন বৈরী ঘ সোজন বাদিয়ার ঘাট ১১. সৈয়দ শামসুল হক নিচের কোন পদকটি লাভ করেছেন? চ একুশে পদক খ আলাওল সাহিত্য পুরস্কার গ জগত্তারিণী পদক ঘ মুক্তধারা সাহিত্য পুরস্কার ১২. সৈয়দ শামসুল হক কোন প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রযোজক ছিলেন? ক সিএনএন ছ বিবিসি গ বাংলাদেশ বেতার ঘ বাংলাদেশ টেলিভিশন ১৩. সৈয়দ শামসুল হকের পিতার নাম কী? চ সৈয়দ সিদ্দিক হুসাইন খ সৈয়দ জাহান গ সৈয়দ কবির হোসেন ঘ সৈয়দ কামরুজ্জামান ১৪. সৈয়দ শামসুল হকের মাতার নাম কী? ক সৈয়দা রায়হান আরা জামান ছ সৈয়দা হালিমা খাতুন গ সৈয়দা রওশন আক্তার ঘ সৈয়দা নাহিদা নুসরাত ১৫. সৈয়দ শামসুল হক কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন? ক ঢাকা কলেজ ছ জগন্নাথ কলেজ গ আনন্দমোহন কলেজ ঘ কারমাইকেল কলেজ ১৬. সৈয়দ শামসুল হক কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭. ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’ কোন ধরনের রচনা? ক ছোটগল্প খ উপন্যাস গ নাটক ঝ কবিতাগ্রন্থ ১৮. কোনটি সৈয়দ শামসুল হকের নাটক? ক একদা এক রাজ্যে খ বৃষ্টি ও বিদ্রোহীগণ জ পায়ের আওয়াজ পাওয়া যায় ঘ সীমান্তের সিংহাসন ১৯. সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মেও কী লক্ষণীয়? ক প্রেম খ জীবন দর্শন জ মানুষের জটিল জীবনপ্রবাহ ঘ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২০. ‘নিলক্ষা’ আকাশের রং কেমন? চ নীল খ লাল গ উদার ঘ কালো ২১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কতটি লোকালয়ের কথা উলে­খ আছে? ক ঊনষাট হাজার ছ ঊনসত্তর হাজার গ ঊনআশি হাজার ঘ ঊননব্বই হাজার ২২. নিলক্ষা-তীরের জ্যোৎস্না কেমন? চ ধবল দুধের মতো খ মেঘের মতো গ সাদা মেঘের মতো ঘ কাশফুলের মতো ২৩. চাঁদ কীসের মতো জ্যোৎস্না ঢালছে? ক অবিরাম বৃষ্টির মতো খ নির্মল হলুদের মতো জ ধবল দুধের মতো ঘ সোডিয়াম বাতির মতো ২৪. নিলক্ষার নীলে কীভাবে চাঁদ ওঠে? ক মস্ত হাসি দিয়ে ছ তীব্র শিস দিয়ে গ চোখ বাঁকা করে ঘ জ্যোৎস্না ছড়িয়ে ২৫. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি সকলকে কীভাবে বসতে মিনতি করেছেন? ক গোল হয়ে খ ঘন হয়ে জ স্থির হয়ে ঘ স্তব্ধ হয়ে ২৬. মানুষের বন্ধ দরজায় হঠাৎ কী হানা দেয়? চ অতীত খ বর্তমান গ ভবিষ্যৎ ঘ ভাগ্য ২৭. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কোনটি ধৃত হয়েছে? চ রংপুুরের কৃষক বিদ্রোহ খ নেত্রকোনার কৃষক বিদ্রোহ গ যশোরের কৃষক বিদ্রোহ ঘ ময়মনসিংহের কৃষক বিদ্রোহ ২৮. ‘নূরুলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় ‘তীব্র শিস দেয়া চাঁদ’-কীসের প্রতীক? চ প্রতিবাদের খ মুক্তির গ পূর্ণিমার ঘ শক্তির ২৯. ১১৮৯ সনে বাংলায় কী ঘটেছিল? ক বিদ্রোহ খ লেখক বিদ্রোহ গ জমিদার বিদ্রোহ ঝ ফকির বিদ্রোহ ৩০. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- এই পঙ্ক্তির সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন পঙ্ক্তির? ক যখন শকুন নেমে আসে এই বাংলায় খ যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল­ায় জ যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় ঘ যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ৩১. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় নূরলদীন কোন ধরনের চরিত্র? ক নির্লিপ্ত ছ প্রতিবাদী গ উদাসীন ঘ সামন্তবাদী ৩২. অভাগা মানুষ জেগে ওঠে কীসের আশায়? ক সংগ্রামের আশায় খ মিছিলের খবরের আশায় গ প্রতিবাদী হবার আশায় ঝ নূরলদীনের প্রত্যাবর্তনের আশায় ৩৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে? ক

এইচএসসি বাংলা নূরলদীনের কথা মনে পড়ে যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা আমি কিংবদন্তির কথা বলছি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ কবি পরিচিতি নাম আবু জাফর ওবায়দুল­াহ জন্মপরিচয় জন্ম তারিখ : ১৯৩২ খ্রিষ্টাব্দ। জন্মস্থান : বরিশাল শহর। পিতৃ পরিচয় পিতার নাম : আবদুল জব্বার খান শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা : ম্যাট্রিক (১৯৪৮), ময়মনসিংহ জিলা স্কুল। মাধ্যমিক : ইন্টারমিডিয়েট (১৯৫০), ঢাকা কলেজ। উচ্চতর শিক্ষা : বি.এ অনার্স (১৯৫৩),এম.এ (১৯৫৪), ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষণা : “খধঃঃবৎ চড়বসং ড়ভ ণবধঃং; ঞযব রহভষঁবহপব ড়ভ টঢ়ধহরংযধফং” কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য। ডিপ্লোমা : উন্নয়ন অর্থনীতি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। পেশা/কর্মজীবন লেকচারার : ইরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সচিব : বাংলাদেশ সচিবালয়; মন্ত্রী : কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার (১৯৮২); রাষ্ট্রদূত ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, মহাপরিচালক : ঋঅঙ, এশিয়া প্যাসিফিক অঞ্চল; চেয়ারম্যান : বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ; ফেলো : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট। সাহিত্য কর্ম কাব্যগ্রন্থ : ‘সাত নরীর হার’, ‘কখনো রং কখনো সুর’, ‘কমলের চোখ’, ‘আমি কিংবদন্তির কথা বলছি’, ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’, ‘আমার সময়’ প্রভৃতি। পুরস্কার ও সম্মাননা একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৯) ইত্যাদি। ইন্তেকাল মৃত্যু তারিখ : ১৯ মার্চ, ২০০১ খ্রিষ্টাব্দ। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? ক রক্তজবার ছ পলিমাটির গ শস্যদানার ঘ শ্বাপদের ২. “আমি কিংবদন্তির কথা বলছি” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? র. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য রর. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকথা ররর. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা নিচের কোনটি ঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর  নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?’ ৩. কবিতাংশের ‘বাংলার আলপথ’Ñ এর সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো র. ইতিহাসমনস্কতা রর. ঐতিহ্যপ্রিয়তা ররর. সংগ্রামশীলতা নিচের কোনটি ঠিক? চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪. উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? ক সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা খ সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা জ আমি কিংবদন্তির কথা বলছি ঘ যে কর্ষণ করে। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. আবু জাফর ওবায়দুল­াহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক খুলনা খ ভোলা জ বরিশাল ঘ সাতক্ষীরা ৬. আবু জাফর ওবায়দুল­াহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কী? চ বহেরচর, ক্ষুদ্রকাঠি খ বহেরচর, বড়কাঠি গ শিলচর, ক্ষুদ্রকাঠি ঘ শিলচর, বড়কাঠি ৭. আবু জাফর ওবায়দুল­াহ কত তারিখে জন্মগ্রহণ করেন? ক ৮ ফেব্র“য়ারি, ১৯৩৩ ছ ৮ ফেব্র“য়ারি, ১৯৩৪ গ ৮ ফেব্র“য়ারি, ১৯৩৫ ঘ ৯ ফেব্র“য়ারি, ১৯৩৪ ৮. আবু জাফর ওবায়দুল­াহ কোন বিষয়ে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন? ক বাংলা সাহিত্যে খ দর্শনে গ ইতিহাসে ঝ ইংরেজি সাহিত্যে ৯. আবু জাফর ওবায়দুল­াহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০. অধ্যাপনা ছেড়ে আবু জাফর ওবায়দুল­াহ কোন পেশায় যোগ দেন? ক সাংবাদিকতায় খ এনজিও প্রতিষ্ঠানে জ সিভিল সার্ভিসে ঘ বাংলা একাডেমিতে ১১. কে সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন? ক আল মাহমুদ ছ আবু জাফর ওবায়দুল­াহ গ দিলওয়ার ঘ আহসান হাবীব ১২. ১৯৮২ খ্রিষ্টাব্দে আবু জাফর ওবায়দুল­াহ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? ক বিদ্যুৎ ও জালানি মন্ত্রণালয়ে খ সংস্কৃতি মন্ত্রণালয়ে গ খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ে ঝ কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ে ১৩. আবু জাফর ওবায়দুল­াহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন? ক যুক্তরাজ্যে ছ যুক্তরাষ্ট্রে গ অস্ট্রেলিয়ায় ঘ ইংল্যান্ডে ১৪. রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ের সাহিত্য রচনায় বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবায়দুল­াহ কী লাভ করেন? চ একুশে পদক খ স্বাধীনতা পুরস্কার গ বাংলা একাডেমি পুরস্কার ঘ আদমজী পুরস্কার ১৫. সাহিত্যে অবদানের জন্য আবু জাফর ওবায়দুল­াহকে কী পুরস্কার প্রদান করা হয়? ক একুশে পদক খ স্বাধীনতা পুরস্কার জ বাংলা একাডেমি পুরস্কার ঘ আদমজী পুরস্কার ১৬. ‘সাত নরীর হার’ ও ‘কখনো রং কখনো সুর’ কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে? ক সিকান্দার আবু জাফর ছ আবু জাফর ওবায়দুল­াহ গ দিলওয়ার ঘ আদমজী পুরস্কার ১৭. আবু জাফর ওবায়দুল­াহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ক ১৯৯০ খ্রিষ্টাব্দে খ ২০০০ খ্রিষ্টাব্দে জ ২০০১ খ্রিষ্টাব্দে ঘ ২০০২ খ্রিষ্টাব্দে খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ১৮. কবি আবু জাফর ওবায়দুল­াহ কোন পুরুষের কথা বলেছেন? চ পূর্বপুরুষ খ উত্তর পুরুষ গ মাতৃপুরুষ ঘ পিতৃপুরুষ ১৯. আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল? ক বেলে মাটি খ দো-আঁশ মাটি জ পলি মাটি ঘ এঁটেল মাটি ২০. আমাদের পূর্ব পুরুষের পিঠে কীসের মতো ক্ষত ছিল? ক কৃষ্ণচূড়া খ শিমুল জ রক্তজবা ঘ জবা ২১. আমাদের পূর্বপুরুষ কী রকম পাহাড়ের কথা বলতেন? ক হিমালয় পর্বত খ বিন্ধ্য পর্বত জ অতিক্রান্ত পাহাড় ঘ ছোট পাহাড় ২২. আমাদের পূর্বপুরুষরা কোন জমি আবাদের কথা বলতেন? ক উর্বর জমি খ মাঠের জমি গ নিচু জমি ঝ পতিত জমি ২৩. ‘তিনি কবি এবং কবিতার কথা বলতেন’-এখানে তিনি কে? ক আমাদের ওপর পুরুষ ছ আমাদের পূর্বপুরুষ গ আমাদের মাতৃপুরুষ ঘ আমাদের ভবিষ্যৎ পুরুষ ২৪. ‘জিহŸায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ’ কী? ক গান খ স্লোগান জ কবিতা ঘ গদ্য ২৫. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী? ক গান খ স্লোগান জ কবিতা ঘ গদ্য ২৬. যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে? চ ঝড়ের আর্তনাদ খ বজ্রের নিনাদ গ বৃষ্টির শব্দ ঘ মেঘের গর্জন ২৭. কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? ক যে কবিতা পড়তে জানে না ছ যে কবিতা শুনতে জানে না গ যে কবিতা লিখতে জানে না ঘ যে কবিতা পাঠ করতে জানে না ২৮. ‘সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’-চরণটির পূর্বের চরণ কোনটি? ক আমি উচ্চারিত ঝড়ের মতো ছ যে কবিতা শুনতে জানে না গ আমি উচ্চারিত সত্যের মতো ঘ সে ঝড়ের আর্তনাদ শুনবে ২৯. মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায়? ক গ্রামে খ বিদেশে জ যুদ্ধে ঘ পরপারে ৩০. কবির মতে কে নদীতে ভাসতে পারে না? ক যে সাঁতার জানে না ছ যে কবিতা শুনতে জানে না গ যে গান শোনে না ঘ যে ভালোবাসতে জানে না ৩১. কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? ক মায়ের খ পিতার জ গর্ভবতী বোনের ঘ ভাইয়ের ৩২. কবিতায় কবি ভালোবাসা দিলে কে মরে যায় বলেছেন? চ মা খ বোন গ ভাই ঘ বন্ধু ৩৩. শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে? ক যে মৎস্য লালন করে ছ যে কর্ষণ করে গ কবির ভাইদের ঘ দেশের মানুষকে ৩৪.

এইচএসসি বাংলা আমি কিংবদন্তির কথা বলছি বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

ফেব্রুয়ারি ১৯৬৯ শামসুর রহমান কবি পরিচিত নাম শামসুর রহমান জন্মপরিচয় জন্ম তারিখ : ২৩ অক্টোবর, ১৯২৯ খ্রিষ্টাব্দ। জন্মস্থান : মাহুতটুলা, ঢাকা। পিতৃক নিবাস : পাড়াতলী, রায়পুরা, নরসিংদী। পিতৃ পরিচয় পিতার নাম : মুখলেসুর রহমান চৌধুরী। শিক্ষাজীবন মাধ্যমিক : পোগাজ স্কুল (১৯৪৫), ঢাকা। উচ্চ মাধ্যমিক : ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (১৯৪৭)। উচ্চতর শিক্ষা : বিএ (অনার্স), এম.এ (ইংরেজি); ঢাকা বিশ্ববিদ্যাল। পেশা ও কর্মজীবন সাংবাদিকতা । সম্পাদক-দৈনিক বাংলা। সভাপতি-বাংলা একাডেমি। সাহিত্য কর্ম কাব্য : প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ফোঁটা কেমন অনল, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি উলে­খযোগ্য। উপন্যাস : অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায়। প্রবন্ধ : আমৃত্যু তাঁর জীবনানন্দ। শিশুতোষ : এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে কুকীর হাতে, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া। অনুবাদ : ফ্রস্টের কবিতা, হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ। সম্পাদনা : হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা। পুরস্কার ও সম্মাননা পুরস্কার : আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯১)। মৃত্যু মৃত্যু তারিখ : ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দ। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর বি.দ্র: ক,খ,গ,ঘ এর মধ্যে যেটা অন্য বর্ণ করা সেটাই উত্তর ১. ‘ফেব্র“য়ারি-১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? চ নক্ষত্র খ রক্ত গ ফুল ঘ রৌদ্র ২. “আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে”Ñ চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? ক গণআন্দোলন ছ ভাষা আন্দোলন গ স্বাধীনতা আন্দোলন ঘ স্বদেশী আন্দোলন নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও : ১৯৭১ সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দীন জাহাঙ্গীরসহ লক্ষ লক্ষ মানুষ। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ৩. উদ্দীপকের ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় যাদের নির্দেশ করে তারা হলেন র. সালাম রর. বরকত ররর. দু:খিনী মাতা নিচের কোনটি ঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. ওই ব্যক্তিদের আত্মত্যাগের মূলমন্ত্র কী ছিল? ক আদর্শ ছ দেশপ্রেম গ বিদ্রোহ ঘ স্বাধিকার মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. শামসুর রাহমানের জন্ম কত সালে? ক ১৯৭২ খ ১৯২৮ জ ১৯২৯ ঘ ১৯৩০ ৬. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? ক নোয়াখালী ছ নরসিংদি গ নেত্রকোনা ঘ কুমিল­া ৭. শামসুর রাহমানের জন্ম কোন গ্রামে? চ পাড়াতলি খ বালিয়াকান্দি গ কাঁঠালপাড়া ঘ সাগরদাড়ি ৮. শামসুর রাহমানের পিতার নাম কী? ক আহমদ উল­াহ ছ মুখলেসুর রহমান চৌধুরী গ আফসার আহমেদ চৌধুরী ঘ আলফাজ রাহমান ৯. শামসুর রাহমানের মাতার নাম কী? ক আসমা খাতুন খ মোমেনা খাতুন জ আমেনা বেগম ঘ আম্বিয়া বেগম ১০. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে প্রবেশিকা পাস করেন? ক ১৯৪২ খ্রিস্টাব্দে খ ১৯৪৩ খ্রিস্টাব্দে গ ১৯৪৪ খ্রিস্টাব্দে ঝ ১৯৪৫ খ্রিস্টাব্দে ১১. শামসুর রাহমান কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন? চ ১৯৪৭ খ্রিস্টাব্দে খ ১৯৪৬ খ্রিস্টাাব্দে গ ১৯৪৫ খ্রিস্টাব্দে ঘ ১৯৪৪ খ্রিস্টাব্দে ১২. শামসুর রাহমান কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন? ক কবি নজরুল কলেজ ছ ঢাকা কলেজ গ আইডিয়াল কলেজ ঘ জগন্নাথ কলেজ ১৩. শামসুর রাহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন? চ ঢাকা বিশ্ববিদ্যালয় খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৪. কর্মজীবনে শামসুর রাহমান কী ছিলেন? ক শিক্ষক ছ সাংবাদিক গ ব্যবসায়ী ঘ চাকরিজীবী ১৫. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে প্রথম সাংবাদিকতা শুরু করেন? ক ১৯৫৫ খ্রিস্টাব্দে খ ১৯৫৬ খ্রিস্টাব্দে জ ১৯৫৭ খ্রিস্টাব্দে ঘ ১৯৫৮ খ্রিস্টাব্দে ১৬. কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রাহমান কর্মজীবন শুরু করেন? ক দৈনিক ইত্তেফাক ছ দৈনিক মর্নিং-এজ গ দৈনিক বাংলা ঘ ডেইলি স্টার ১৭. শামসুর রাহমান কত খ্রিস্টাব্দে ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায় যোগ দেন? ক ১৯৬২ খ্রিস্টাব্দে ছ ১৯৬৪ খ্রিস্টাব্দে গ ১৯৬৬ খ্রিস্টাব্দে ঘ ১৯৬৮ খ্রিস্টাব্দে ১৮. ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকাটি পরবর্তীতে কী নামে রূপ লাভ করে? চ দৈনিক বাংলা খ বাংলার বাণী গ দৈনিক ইত্তেফাক ঘ দৈনিক সংবাদ ১৯. কোন পত্রিকায় শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? ক দৈনিক সংবাদ খ দৈনিক ইত্তেফাক জ সাপ্তাহিক সোনার বাংলা ঘ সাপ্তাহিক ২০০০ ২০. কত খ্রিষ্টাব্দে শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয়? ক ১৯৪৭ খ্রিষ্টাব্দে খ ১৯৪৮ খ্রিষ্টাব্দে জ ১৯৪৯ খ্রিষ্টাব্দে ঘ ১৯৫০ খ্রিষ্টাব্দে ২১. নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ? ক রাত্রিশেষ ছ নিজ বাসভূমে গ লোক-লোকান্তর ঘ কালের কলস ২২. শামসুর রাহমানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? ক ২০০৪ খ্রিস্টাব্দে খ ২০০৫ খ্রিস্টাব্দে জ ২০০৬ খ্রিস্টাব্দে ঘ ২০০৭ খ্রিস্টাব্দে ২৩. কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস নয়? ক অদ্ভুত আঁধার এক খ অক্টোপাস জ বন্দী শিবির থেকে ঘ এলো সে অবেলায় ২৪. কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়? ক নিজ বাসভূমি খ রৌদ্র করোটিতে গ বন্দী শিবির থেকে ঝ পায়ের আওয়াজ পাওয়া যায় ২৫. শামসুর রাহমান একুশে পদক পান কত খ্রিস্টাব্দে ক ১৯৬৬ খ্রিস্টাব্দে ছ ১৯৭৭ খ্রিস্টাব্দে গ ১৯৯১ খ্রিস্টাব্দে ঘ ১৯৯২ খ্রিস্টাব্দে খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৬. সর্বত্র তছনছ হচ্ছে কী? ক শালবন খ হরিৎমাঠ জ কমলবন ঘ মধুবন ২৭. সারাদেশ কাদের অশুভ আস্তানা? ক দালালের খ শোষকের গ পুলিশের ঝ ঘাতকের ২৮. কখন সালাম আবার ফিরে আসে? ক বায়ান্নতে ছ ঊনসত্তরে গ ছেষট্টিতে ঘ একাত্তরে ২৯. শূন্যে ফ্ল্যাগ তুলে ধরে কে? ক কামার খ কুমোর জ সালাম ঘ বরকত ৩০. ঘাতকের থাবার সামনে বুক পাতে কে? ক তরুণ খ নব্য লেখক গ শিক্ষক ঝ বরকত ৩১. কার চোখ আজ আলোচিত ঢাকা? ক রফিকের খ জব্বারের জ সালামের ঘ বরকতের ৩২. সালামের হাত থেকে কী ঝরে পড়ে? ক অবিমিশ্র রক্ত খ ঝলকিত অস্ত্র জ অবিনাশী বর্ণমালা ঘ অজস্র ফুল ৩৩. কার মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা? চ সালামের খ রফিকের গ জব্বারের ঘ বরকতের ৩৪. কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? ক ঝুলন্ত গাছে খ গ্রামের বাঁকে গ নদীর ধারে ঝ শহরের পথে ৩৫. কৃষ্ণচূড়া রং কীসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? চ একুশের চেতনা খ স্বাধীনতার চেতনা গ ঊনসত্তরের গণঅভ্যুত্থান ঘ ছেষট্টির ছয় দফার চেতনা ৩৬. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কীসের চেতনা কাজ করেছে? ক লাহোর প্রস্তাবের চেতনা ছ একুশের চেতনা গ স্বাধীনতার চেতনা ঘ স্বৈরাচার বিরোধী চেতনা ৩৭. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় মূলত কী ফুটে উঠেছে? ক সহিংস চেতনা খ সন্ত্রাসী মনোভাব জ দেশপ্রেমের চেতনা ঘ মানুষের প্রতি ভালোবাসা ৩৮. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কারণে সার্থক? ক ভাষার জন্য খ রসের জন্য গ বর্ণনার জন্য ঝ চেতনার জন্য ৩৯. ‘ফেব্র“য়ারি ১৯৬৯’ কবিতায় প্রস্ফুটিত হয়েছে? ক বাঙালির ভ্রাতৃত্ববোধ খ বাঙালির স্বদেশপ্রেম জ সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন ঘ জীবনের তাৎপর্য

এইচএসসি বাংলা ফেব্রুয়ারি ১৯৬৯ বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা আঠারো বছর বয়স বহুনির্বাচনী প্রশ্নোত্তর

আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য কবি পরিচিত নাম সুকান্ত ভট্টাচার্য। জন্মপরিচয় জন্ম তারিখ : ১৯২৬ খ্রিষ্টাব্দ (৩০ শ্রাবণ, ১৩৩৩ বঙ্গাব্দ)। জন্মস্থান : কালীঘাট, কলকাতা। পৈতৃক নিবাস- কোটালীপাড়া, গোপালগঞ্জ। পিতৃ ও মাতৃ পরিচয় পিতার নাম : নিবারণচন্দ্র ভট্টাচার্য। মাতার নাম : সুনীতি দেবী। শিক্ষাজীবন মাধ্যমিক : ম্যাট্রিক (১৩৫২), অকৃতকার্য, বেলেঘাটা দেশবন্ধু স্কুল। কর্মজীবন ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। দৈনিক পত্রিকা ‘স্বাধীনতা’র কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। সাহিত্যকর্ম ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ (১৩৫১) নামক কাব্যগ্রন্থ সম্পাদনা। বিশেষ কৃতিত্ব তাঁর কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদেরকে সচকিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। জীবনাবসান মৃত্যু তারিখ : ১৯৪৭ খ্রিস্টাব্দ (২৯ বৈশাখ, ১৩৫৪ বঙ্গাব্দ)। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. সুকান্ত ভট্টচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? ক ১৯ খ ২০ জ ২১ ঘ ২২ ২. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’ Ñ কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন? চ ইতিবাচক খ দুঃসাহস গ বয়স ঘ তারুণ্য নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তাঁর অনেক অনুসারী। এঁদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি। ৩. উদ্দীপকের প্রীতিলতার মাঝে ফুটে ওঠা দিকটি “আঠার বছর বয়স” কবিতার যে দিকটিকে ইঙ্গিত করে তা হলো র. তারুণ্য রর. আত্মত্যাগ ররর. সর্বনাশের অভিঘাত নিচের কোনটি ঠিক? চ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র. রর ও ররর ৪. ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণযুগলে ফুটে উঠেছে? চ এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে খ আঠারো বছর বয়সে নেই ভয় পাদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা গ প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সঁপে আত্মাকে শপথের কোলাহলে ঘ এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক কবি পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? ক বিক্রমপুর খ কলকাতা গ মানিকগঞ্জ ঝ গোপালগঞ্জ ৬. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন গ্রামে? ক মধুপুর খ রফিকপুর জ কোটালীপাড়ায় ঘ আটপাড়ায় ৭. সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন? ক মাদারীপুরে খ গোপালগঞ্জে গ ঢাকায় ঝ কলকাতায় ৮. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক ১৯২২ খ্রিস্টাব্দে খ ১৯২৭ খ্রিস্টাব্দে জ ১৯২৬ খ্রিস্টাব্দে ঘ ১৯৩১ খ্রিস্টাব্দে ৯. সুকান্ত ভট্টাচার্য কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? চ ১৯৪৭ খ্রিস্টাব্দে খ ১৯৪০ খ্রিস্টাব্দে গ ১৯৫১ খ্রিস্টাব্দে ঘ ১৯৪৩ খ্রিস্টাব্দে ১০. সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? ক পঁচিশ বছর খ বিশ বছর জ একুশ বছর ঘ ঊনত্রিশ বছর ১১. ‘আঠারো বছর বয়স’ কবিতাটির রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর খ সত্যেন্দ্রনাথ দত্ত গ জসীমউদ্দীন ঝ সুকান্ত ভট্টাচার্য ১২. সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি? ক রবীন্দ্র-সুধীন্দ্রনাথোত্তর যুগের খ রবীন্দ্র-জীবনানন্দত্তোর যুগের গ রবীন্দ্র-সত্যেন্দ্রনাথোত্তর যুগের ঝ রবীন্দ্র-নজরুলোত্তর যুগের ১৩. সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী? ক সাত সাগরের মাঝি ছ ছাড়পত্র গ ঘুম নেই ঘ বিধ্বস্ত নীলিমা ১৪. ‘হরতাল’ সুকান্ত ভট্টাচার্যের কী জাতীয় রচনা? ক রম্য খ উপন্যাস জ কাব্য ঘ শিশুতোষ ১৫. ‘পূর্বাভাস’ কাব্যগ্রন্থটির রচয়িতার নাম কী? ক শামসুর রাহমান খ সুফিয়া কামাল গ জীবনানন্দ দাশ ঝ সুকান্ত ভট্টাচার্য ১৬. সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদবিরোধী লেখক-শিল্পী সংঘের জন্যে কোন কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন? চ আকাল খ অনেক আকাশ গ এক ফোঁটা কেমন অনল ঘ হরতাল খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ১৭. ‘আঠারো বছর বয়স’ হলো- ক ভীরু খ নির্ভয় গ সংশয়ী ঝ বিনয়ী ১৮. “তবুও থামে না যৌবন-বেগ, জীবনের উল­াসে”Ñএ চরণটির রচয়িতা কে? ক কাজী নজরুল ইসলাম খ সুফিয়া কামাল গ অমিয় চক্রবর্তী ঝ সুকান্ত ভট্টাচার্য ১৯. “প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য”-কোন কবিতার অংশ? ক জীবন-বন্দনা ছ আঠারো বছর বয়স গ পাঞ্জেরি ঘ কবর ২০. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর বয়স’ কতবার উলে­খ আছে? ক ৬ বার খ ৮ বার জ ৭ বার ঘ ৯ বার ২১. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো’ কত বার আছে? ক ৭ বার খ ৮ বার জ ৯ বার ঘ ১০ বার ২২. ‘আঠারো বছর বয়স’ কবিতায় মোট কতটি লাইন আছে? ক ৩৯টি খ ২৯টি জ ৩২টি ঘ ৪২টি ২৩. ‘আঠারো বছর বয়স’ কবিতায় এই বয়সকে প্রথমে কী বলে সম্বোধন করা হয়েছে? ক নির্ভয় ছ দুঃসহ গ সংশয়ী ঘ বিনয়ী ২৪. ‘আঠারো বছর বয়স’ কবিতায় ২য় স্তবকে বয়সকে কী নামে সম্বোধন করা হয়েছে? ক দুঃসহ খ বিনয়ী গ দুর্বার ঝ নির্ভয় ২৫. তোমার পাঠ্যসূচির কোন কবিতায় স্টিমারের কথা উলে­খ আছে? ক জীবন-বন্দনা খ পাঞ্জেরি জ আঠারো বছর বয়স ঘ সোনার তরী ২৬. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম লাইন কোনটি? ক এ বয়স জানে রক্তদানের পুণ্য খ আঠারো বছর বয়সের নেই ভয় গ আঠারো বছর বয়স যে দুর্বার ঝ আঠারো বছর বয়স কী দুঃসহ ২৭. ‘আঠারো বছর বয়স’ কবিতায় শেষ চরণটিতে কী আহŸান করা হয়েছে? ক এ বয়স যেন না আসে খ এ বয়স যেন চলতে থাকে গ এ বয়স যেন চলে যায় ঝ এ বয়স যেন চলে আসে ২৮. আঠারো বছর বয়সের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ক শৈশব থেকে কৈশোরে পদার্পণ খ যৌবন থেকে বৃদ্ধে পদার্পণ জ কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঘ যৌবন থেকে কৈশোরে ২৯. ‘আঠারো বছর বয়স’ কবিতায় আঠারো বছর বয়সের কোন দিকটির কথা বলা হয়েছে? ক ইতিবাচক খ নেতিবাচক গ আত্মবাচক ঝ ক ও খ দুটিই ৩০. রবীন্দ্র-নজরুলোত্তর যুগের বিদ্রোহী তরুণ কবি কে? ক ফররুখ আহমদ ছ সুকান্ত ভট্টাচার্য গ সৈয়দ আলী আহসান ঘ অমিয় চক্রবর্তী ৩১. সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী? ক হরতাল ছ ছাড়পত্র গ হাতেমতায়ী ঘ পূর্বাভাস ৩২. কাব্যিক বৈশিষ্ট্যের দিক থেকে যে কবির সঙ্গে সুকান্তের মিল রয়েছে? চ কাজী নজরুল ইসলাম খ জীবনানন্দ দাশ গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ ফররুখ আহমদ ৩৩. কোন বয়সকে কবি দুঃসহ বলেছেন? ক ১৪ বছর বয়সকে ছ ১৮ বছর বয়সকে গ ১৫ বছর বয়সকে ঘ ১৯ বছর বয়সকে ৩৪. আঠারো বছর বয়স কী জানে? ক বিপ্ল¬ব খ ক্ষত-বিক্ষত হতে জ রক্তদানের পুণ্য ঘ কাঁদা ৩৫. আঠারো বছর বয়সেই অহরহ কী উঁকি দেয়? চ সাহস খ বিপ্ল¬ব গ মন্ত্রণা ঘ কোলাহল ৩৬. আঠারো বছর বয়সে কানে কী আসে? চ যন্ত্রণা খ মন্ত্রণা গ গুজব ঘ সত্যের বাণী ৩৭. বিপদের মুখে আঠারো বছর বয়সের রূপ কেমন? ক অগ্রণী খ সাহসী জ কিংকর্তব্যবিমূঢ় ঘ পশ্চাৎমুখী ৩৮. নতুন কিছু করে কোন বয়সে? ক কিশোর বয়সে খ ৪০ বছর বয়সে গ বাল্য বয়সে ঝ আঠারো বছর

এইচএসসি বাংলা আঠারো বছর বয়স বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

Scroll to Top