এইচএসসি

এইচএসসি বাংলা বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনী প্রশ্নোত্তর

বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন? চ সিপাহিদের মাধ্যমে খ প্রহরীদের সহায়তায় গ রেডিও শুনে ঘ বন্দিদের কাছ থেকে ২. ‘আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল’ নূরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? ক একগুঁয়েমি খ নির্বুদ্ধিতা গ বিচারবুদ্ধিহীনতা ঝ অদূরদর্শিতা  নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের মানুষ এক সময় ফুঁসে ওঠেন। কালক্রমে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এক সময় এ দেশের সিপাহিরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। শাসকগোষ্ঠী এ আন্দোলন কঠোর হাতে দমন করে। আন্দোলনকারীদের জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ৩. উদ্দীপকে শাসকগোষ্ঠীর যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে ‘বায়ান্নর দিনগুলো’ শীর্ষক স্মৃতিকথার আলোকে বলা যায় র. অপশাসন রর. নির্মমতা ররর. অত্যাচার নিচের কোনটি ঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. শাসকগোষ্ঠীর উলি­খিত মনোভাবের খেসারত কাকে দিতে হয়েছিল? ক আবদুর রশিদ তর্কবাগীশকে খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জ নূরুল আমিনকে ঘ খান সাহেব ওসমান আলীকে মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. শেখ মুজিবুর রহমান কে? ক একজন সৈনিক খ একজন শিক্ষক গ একজন ভাষা-শহিদ ঝ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক ৬. শেখ মুজিবুর রহমানকে যে অভিধায় সবাই চেনেÑ চ বঙ্গবন্ধু খ বাঙালি গ দেশবন্ধু ঘ জনবন্ধু ৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কোন তারিখে? চ ১৭ মার্চ, ১৯২০ খ ১৭ মে, ১৯২০ গ ১৭ জুন, ১৯২০ ঘ ১৭ আগস্ট, ১৯২০ ৮. বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? ক পাঁচ দফাকে খ আট দফাকে জ ছয় দফাকে ঘ এগারো দফাকে ৯. আওয়ামী লীগ কত সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? ক ১৯৫৪ সালে খ ১৯৬৯ সালে গ ১৯৬২ সালে ঝ ১৯৭০ সালে ১০. ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন? ক ম্যাগ সাইসাই খ নাইট গ স্যার ঝ জুলিও কুরি ১১. জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন? ক ইংরেজিতে খ ফারসিতে জ বাংলায় ঘ হিন্দিতে ১২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হনÑ চ ১৫ আগস্ট ১৯৭৫ খ ২১ ফেব্র“য়ারি ১৯৭২ গ ২৬ মার্চ ১৯৭১ ঘ ১৬ ডিসেম্বর ১৯৭৬ ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কারাবরণ করেছেন কেন? ক দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় খ তৎকালীন সরকারের রোষানলে পড়ে জ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়ায় ঘ সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতেখড়ি ঘটে কখন? চ ছাত্রজীবনে খ শেষ বয়সে গ কিশোর বয়সে ঘ মধ্যবয়সে ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনটির মাধ্যমে সমগ্র জাতিকে অভিন্ন লক্ষ্যে একত্র করেন? চ ছয়দফা খ একুশ দফা গ পনেরো দফা ঘ চব্বিশ দফা ১৬. ১৯৭১ সালের ৭ই মার্চ কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন? ক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছ রেসকোর্স ময়দানে গ ভিক্টোরিয়া পার্কে ঘ বাহাদুর শাহ ১৭. পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? ক আতাউর গণি ওসমানী খ এ. কে. ফজলুল হক জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঘ তাজউদ্দিন আহমেদ ১৮. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? ক যুক্তফ্রন্ট খ কৃষক-প্রজা পার্টি গ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝ আওয়ামী লীগ ১৯. প্রথম বাঙালি হিসেবে কে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানখ মওলানা ভাসানী গ এ. কে. ফজলুল হক ঘ শেখ হাসিনা ২০. কত সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে নিহত হন? চ ১৯৭৫ খ ১৯৭২ গ ১৯৭৭ ঘ ১৯৭১ ২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন? ক ১৯৭২ সালের ১০ জুলাই খ ১৯৭১ সালের ১০ জানুয়ারি জ ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঘ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? ক ২৫ মার্চ প্রথম প্রহরে ছ ২৬ মার্চ প্রথম প্রহরে গ ২৫ মার্চ শেষ প্রহরে ঘ ২৭ মার্চ প্রথম প্রহরে ২৩. কোন উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে? ক বাঙালিকে নির্বিচারে হত্যা করা খ বাঙালিকে অধঃপতিত করা জ বাঙালির মুক্তিসংগ্রামকে নস্যাৎ করা ঘ বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করা ২৪. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” শেখ মুজিবুর রহমানের এ বক্তব্যে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে? ক বিজয়ের স্বাদ খ মানবতার জয়গান জ স্বাধীনতার আহŸান ঘ সত্য প্রতিষ্ঠার আহŸান খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৫. শেখ মুজিব ও মহিউদ্দিন জেলের ভেতর কীসের জন্য প্রস্তুত হচ্ছিলেন? ক আত্মহত্যার ছ অনশনের গ আলোচনার ঘ মিছিলের ২৬. আমীর হোসেন সাহেবের পদবি কী ছিল? ক জেলার খ ডেপুটি জেলার জ সুপারিনটেনডেন্ট ঘ আইবি অফিসার ২৭. মোখলেসুর রহমান সাহেবের পদবি কী ছিল? ক জেলার খ আইবি অফিসার গ সুপারিনটেনডেন্ট ঝ ডেপুটি জেলার ২৮. সরকারের হুকুমেই কাদেরকে চলতে হয়? চ আমলাদের খ রাজবন্দিদের গ সাধারণ জনগণের ঘ আন্দোলনকারীদের ২৯. ধর্মঘটের ব্যাপারে আলোচনা আছে বলে কয় তারিখে শেখ মুজিবকে জেলগেটে নিয়ে যাওয়া হয়? ক ১০ তারিখে ছ ১৫ তারিখে গ ২০ তারিখে ঘ ২১ তারিখে ৩০. মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হলো? চ জমাদার খ দফাদার গ জমিদার ঘ তরফদার ৩১. শেখ মুজিবকে ঢাকা থেকে কোন জেলে নিয়ে যাওয়া হলো? ক গোপালগঞ্জে খ সিরাজগঞ্জে গ মাদারিপুরে ঝ ফরিদপুরে ৩২. পুনরায় রায়গঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ে? ক ৮টায় খ ৯টায় গ ১০টায় ঝ ১১টায় ৩৩. ইয়ে কেয়া বাত হায়, আপ জেলখানা মে’Ñ প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু কী বলেছিলেন? চ কিসমত খ তাকদির গ ভাগ্য ঘ ফেইট ৩৪. পাকিস্তান হওয়ার সময় বেলুচ সুবেদার কোথায় ছিলেন? ক কিশোরগঞ্জে খ নারায়ণগঞ্জে গ সিরাজগঞ্জে ঝ গোপালগঞ্জে ৩৫. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী? ক জমিদার পার্ক খ নবাব পার্ক জ বাহাদুর শাহ পার্ক ঘ সম্রাট শাহ পার্ক ৩৬. জাহাজ ধরতে না পেরে শেখ মুজিবদের কোথায় নিয়ে যাওয়া হলো? চ থানায় খ জেলে গ আদালতে ঘ ট্রেনে ৩৭. অনশন শুরু করার কয়দিনের মাথায় বঙ্গবন্ধুকে হাসপাতালে নেয়া হলো? ক এক দিন ছ দুদিন গ তিন দিন ঘ চার দিন ৩৮. কদিন পর বঙ্গবন্ধুকে জোর করে নাক দিয়ে খাওয়ানো হলো? ক এক দিন খ দুদিন গ তিন দিন ঝ চার দিন ৩৯. এদের কথা হলো ‘মরতে দেব না’Ñ কাদের কথা? ক আন্দোলনকারীদের খ মিছিলকারীদের জ শাসকশ্রেণির ঘ রাজনীতিবিদদের ৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীসের রস দিয়ে লবণ পানি খেয়েছিলেন? ক কমলার খ আপেলের জ লেবুর ঘ আমের ৪১. বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? ক একটি খ

এইচএসসি বাংলা বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা মাসি-পিসি বহুনির্বাচনী প্রশ্নোত্তর

মাসি-পিসি মানিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন? ক দুই ছ তিন গ চার ঘ পাঁচ ২. মাসি-পিসি আহ্লাদিকে জগুর কাছে পাঠাতে চায়নি কেন? চ নির্যাতনের ভয়ে খ স্নেহের আতিশয্যে গ দারিদ্র্যের কারণে ঘ আহ্লাদি যেতে চায়নি বলে * উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। দেখি নাই যারে, চিনি নাই যারে শুনি নাই নাম কভু তিনিই আজিকে দেবতা আমার তিনিই আমার প্রভু। ৩. উদ্দীপকের প্রভু ‘মাসি-পিসি’ রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ? ক লেখকের ছ জগুর গ কৈলেশের ঘ গোকুলের ৪. উভয়ের মধ্যে যে-বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো : ক আধিপত্য খ পাণ্ডিত্য জ স্বৈরাচারী ঘ অহংবোধ মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে বাংলা সাহিত্যে খ্যাতিমান? ক উপন্যাস ও প্রবন্ধ লেখক খ প্রবন্ধ ও নাটক লেখক গ নাটক ও উপন্যাস লেখক ঝ উপন্যাস ও ছোটগল্প লেখক ৬. মানিক বন্দোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? চ ৪৮ বছর খ ৪৯ বছর গ ৫০ বছর ঘ ৫১ বছর ৭. মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি পড়েন কোথায়? ক কলকাতা হিন্দু কলেজে ছ কলকাতা প্রেসিডেন্সি কলেজে গ আনন্দ মোহন কলেজে ঘ ঢাকা কলেজে ৮. মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প? ক সমুদ্রের দ্বন্দ¡ খ হলুদপোড়া জ অতসীমামী ঘ টিকটিকি ৯. কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত হয়? ক ১৬ বছর খ ১৮ বছর জ ২০ বছর ঘ ২২ বছর ১০. চাকরি ও ব্যবসায়িক কাজে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর নিয়োজিত ছিলেন? চ ৩ বছর খ ৪ বছর গ ৫ বছর ঘ ৬ বছর ১১. ‘পুতুল নাচের ইতিকথা’Ñ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা? ক নাটক ছ উপন্যাস গ পালাগান ঘ ছোটগল্প ১২. ‘দিবারাত্রির কাব্য’Ñ মানিক বন্দ্যোপাধ্যায়ের কী জাতীয় রচনা? ক ছোটগল্প খ নাটক গ কবিতা ঝ উপন্যাস ১৩. ‘প্রাগৈতিহাসিক’ ছোটগল্পের রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর খ আলাউদ্দিন-আল-আজাদ গ আতা সরকার ঝ মানিক বন্দ্যোপাধ্যায় ১৪. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের সংখ্যা কত? ক প্রায় বিশটি খ প্রায় ত্রিশটি জ প্রায় চলি­শটি ঘ প্রায় পঞ্চাশটি ১৫. মানিক বন্দ্যোপাধ্যায় মূলত কেমন মানুষ ছিলেন? চ বিজ্ঞানমনস্ক খ ধর্মমনস্ক গ প্রকৃতিপ্রেমি ঘ রাজনীতিক ১৬. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্পের সংখ্যা কত? ক প্রায় আড়াইশো ছ প্রায় তিনশো গ প্রায় সাড়ে তিনশো ঘ প্রায় চারশো ১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য রচনার ব্যাপ্তি কত বছর? ক ২৬ বছর ছ ২৮ বছর গ ৩০ বছর ঘ ৩২ বছর ১৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী? চ প্রবোধকুমার বন্দোপাধ্যায় খ সুবোধকুমার বন্দোপাধ্যায় গ বরুণকুমার বন্দোপাধ্যায় ঘ প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোন জেলায়? ক মানিকগঞ্জ খ নারায়ণগঞ্জ গ শরিয়তপুর ঝ বিক্রমপুর ২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়? ক কলকাতার কালীঘাটে ছ বিহারের সাঁওতাল পরগনায় গ ঢাকার বিক্রমপুরে ঘ চাঁদপুরের জেলে পলি­তে ২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে? ক ১৯০২ খ্রিস্টাব্দে ছ ১৯০৮ খ্রিস্টাব্দে গ ১৯১২ খ্রিস্টাব্দে ঘ ১৯২১ খ্রিস্টাব্দে ২২. মানিক বন্দ্যোপাধ্যায়ে কবে মৃত্যুবরণ করেন? ক ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর খ ১৯৫৬ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর জ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর ঘ ১৯৫৬ খ্রিস্টাব্দের ৪ ডিসেম্বর ২৩. ১৯২৬ সালের সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছেÑ চ ম্যাট্রিক পাসের ক্ষেত্রে খ আইএসসি পাসের ক্ষেত্রে গ বি.এসসি পাসের ক্ষেত্রে ঘ এম.এসসি পাসের ক্ষেত্রে ২৪. মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে? ক সেন্ট গ্রেগরী স্কুল থেকে ছ মেদেনীপুর জেলা স্কুল থেকে গ বরিশাল পাইলট স্কুল থেকে ঘ কুচবিহার হাই স্কুল থেকে ২৫. কোন কলেজ থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আইএসসি পাস করেন? চ বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ খ কলকাতা প্রেসিডেন্সি কলেজ গ মেদেনীপুর সেন্ট্রাল কলেজ ঘ কুচবিহার মডার্ন কলেজ ২৬. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে অনার্স নিয়ে বিএসসি ক্লাসে ভর্তি হন? ক পদার্থ খ রসায়ন গ জীববিদ্যা ঝ গণিত ২৭. মানিক বন্দ্যোপাধ্যায় গণিতে অনার্সে ভর্তি হনÑ ক স্কটিস চার্চ কলেজে ছ প্রেসিডেন্সি কলেজে গ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন? ক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খ দারিদ্র্যের কারণে জ সাহিত্য সাধনায় অতি মগ্ন হওয়ায় ঘ রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ায় ২৯. ১৯৫৬ সালের ডিসেম্বর মাসের কত তারিখে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন? চ ৩ খ ৫ গ ৭ ঘ ৯ ৩০. বিক্রমপুর অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? ক নারায়ণগঞ্জ ছ মুন্সিগঞ্জ গ মানিকগঞ্জ ঘ নরসিংদী ৩১. কথা সাহিত্য বলতে কী বোঝায়? ক সংগীত খ নাটক জ গল্প-উপন্যাস ঘ কাব্য ৩২. মানিক বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন? ক ২০টি খ ২৫টি গ ৬০টি ঝ ৫০টির অধিক খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ৩৩. আহ্লাদির স্বামীর নাম কী? ক কৈলাশ ছ জগু গ গোকুল ঘ কানাই ৩৪. মাসি-পিসি কীসের ব্যবসা শুরু করে? ক ফলমূলের খ কাপড়ের গ বিড়ির ঝ তরকারির ৩৫. মাসি-পিসি তরকারি বিক্রির সিদ্ধান্ত নেয়Ñ ক বন্দরে ছ শহরে গ গঞ্জে ঘ মহল­ায় ৩৬. খড় মাথায় তুলে দিতে কত জনে সাহায্য করেছে? চ ২ জনে খ ৩ জনে গ ৪ জনে ঘ ৫ জনে ৩৭. খড় স্থানান্তরের কাজ করছে কত জনে? ক ২ জনে ছ ৩ জনে গ ৪ জনে ঘ ৫ জনে ৩৮. চৌকিদার কে? ক কৈলেশ খ গোকুল গ বুড়ো রহমান ঝ কানাই ৩৯. নকশা পাড়ের সাদা শাড়ি পরেছে কে? ক মাসি খ পিসি জ আহ্লাদি ঘ রহমানের মেয়ে ৪০. বাইরে থেকে মাসির উদ্দেশ্যে কে হাঁকাহাঁকি করে? ক জগু খ কৈলেশ জ কানাই ঘ গকুল ৪১. ‘বেলা আর নেই ‘কৈলেশ’।Ñকথাটি কে বলেছে? চ মাসি খ পিসি গ আহ্লাদি ঘ রহমান ৪২. ছাই বর্ণ বিশিষ্ট রঙকে কী বলে? ক ছাই ছ পাণ্ডুর গ গোধুলির রং ঘ মেজেন্ডা ৪৩. ‘খপর’ কোন শব্দের আঞ্চলিক উচ্চারণ? ক খাপরা ছ খবর গ গোবর ঘ খুপরী ৪৪. গল্পে লেখক ‘প্যাঁচালো’ বলতে কী বুঝিয়েছেন? চ ব্যভিচারিতা খ নির্দয়তা গ বিতর্ক ঘ আনুগত্য ৪৫. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ক যুগবানি পত্রিকায় খ কলে­াল পত্রিকায় জ পূর্বাশা পত্রিকায় ঘ নওরোজ পত্রিকায় ৪৬. ‘মাসি-পিসি’ কী জাতীয় রচনা? ক ছোটগল্প খ উপন্যাস গ প্রবন্ধ ঝ গল্প ৪৭. ‘ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়’Ñ কেন? চ চলাচলের সুবিধার জন্য খ খড় অনেক বেশি বলে গ কাজে ফাঁকি দেয়ার জন্য ঘ মালিকের প্রতি রাগের কারণে ৪৮. অন্য তিনজনের মাথায় খড়ের বোঝা তুলে দেয়ার জন্য সালতিতে কতজন মানুষ ছিল? ক একজন ছ দুইজন গ তিনজন ঘ চারজন ৪৯. কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়? ক লম্বা চুল খ কোঁকড়ানো চুল জ ছোট করে ছাঁটা চুল ঘ আধাপাকা চুল ৫০. লেখক প্রঢ়া অর্থে কোন বয়সকে বুঝিয়েছেন? ক প্রবীণ খ আশিঊর্ধ্ব নারী জ চলি­শোর্ধ্ব নারী ঘ বিধবা নারী ৫১. ‘মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি’ Ñএখানে ‘মরণ’ কোন অর্থে

এইচএসসি বাংলা মাসি-পিসি বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? ক নদীকে ছ বৃক্ষকে গ ধর্মকে ঘ আত্মাকে ২. ‘প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম’Ñউক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? চ পরোপকারিতা খ সহনশীলতা গ উদারতা ঘ সংবেদনশীলতা উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও । তমাল মেধাবী। দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ফিরে যান নিজ গ্রামে। প্রতিষ্ঠা করেন ধাতব্য চিকিৎসালয়। শহরে প্রাকটিস করে অনেক টাকা রোজগারের পরিবর্তে নিজ গ্রামের সাধারণ মানুষের সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেন। ৩. উদ্দীপকের তমালের সাথে “জীবন ও বৃক্ষ” প্রবন্ধের কার সাদৃশ্য আছে? ক বৃক্ষের খ জীবনের জ লেখকের ঘ নদীর ৪. উদ্দীপকের ভাবার্থ নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? ক বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। খ বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। গ যা তার প্রাপ্তি তাই তার দান। ঝ নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. মোতাহের হোসেন চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেছেন? চ কাঞ্চনপুরে খ ভাগলপুরে গ চাঁদপুরে ঘ হরিপুরে ৬. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছেন? ক ১৯০১ খ ১৯০২ জ ১৯০৩ ঘ ১৯০৪ ৭. সাহিত্য অঙ্গনে ও বাস্তবজীবনে মোতাহের হোসেন চৌধুরীর মধ্যে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? চ মুক্তবুদ্ধির চেতনা খ বিদ্রোহী ভাব গ প্রতিবাদী চেতনা ঘ দার্শনিক অভাব ৮. ‘সংস্কৃতির কথা’ গ্রন্থটির রচয়িতা কে? চ মোতাহের হোসেন চৌধুরী খ কাজী আবদুল ওদুদ গ আবুল হুসেন ঘ আবদুল কাদির ৯. মোতাহের হোসেন চৌধুরী কর্তৃক ক্লাইভ বেল-এর ‘ঈরারষরুধঃরড়হ’ গ্রন্থ অবলম্বনে রচিত প্রন্থের নাম কী? চ সভ্যতা খ সুখ গ বনি আদম ঘ নেকড়ে আরণ্য ১০. বারট্রান্ড রাসেলের ‘ঈড়হয়ঁবংঃ ড়ভ ঐধঢ়ঢ়রহবংং’ গ্রন্থের অনুবাদিত গ্রন্থ কোনটি? ক সভ্যতা খ সংস্কৃতি কথা জ সুখ ঘ স্বাধীনতা ১১. মোতাহের হোসেন চৌধুরী কোন কলেজের অধ্যাপক ছিলেন? ক ঢাকা কলেজ খ বরিশাল কলেজ জ চট্টগ্রাম কলেজ ঘ বাঙলা কলেজ ১২. মোতাহের হোসেন চৌধুরী কোন ধরনের গদ্য রচয়িতা হিসেবে খ্যাত? চ মননশীল খ রম্যরচয়িতা গ বিজ্ঞানভিত্তিক ঘ ইসলামি ১৩. মোতাহের হোসেন চৌধুরী কত তারিখে মুত্যুবরণ করেন? ক ১৬ই সেপ্টেম্বর খ ১৭ই সেপেম্বর জ ১৮ই সেপ্টেম্বর ঘ ১৯ শে সেপ্টেম্বর ১৪. কেমন মানুষে সংসার পরিপূর্ণ? চ স্বল্পপ্রাণ খ মহাপ্রাণ গ ধর্মপ্রাণ ঘ মননশীল ১৫. কীসের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়? ক আকাশের খ ফুলের জ বৃক্ষের ঘ মাটির ১৬. বৃক্ষের কোন ছবি প্রত্যহ চোখে পড়ে? চ ফুল ফোটানো, ফল ধরানোর খ সৌন্দর্যের ছবি গ ধ্বংসের ছবি ঘ ছায়াদানের ছবি ১৭. কোন কবিকে তপোবন প্রেমিক বলা হয়েছে? ক বঙ্কিমচন্দ্রকে ছ রবীন্দ্রনাথকে গ জসীমউদ্দীনকে ঘ শামসুর রাহমানকে ১৮. কে নদীর গতির মধ্যে মানুষের সাদৃশ্য দেখতে পেয়েছেন? ক নজরুল ইসলাম খ জীবনানন্দ দাশ জ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ মোতাহের হোসেন ১৯. সৃজনশীল মানুষের মাঝে কীসে পার্থক্য দেখা যায় না? ক ভালোবাসায় খ স্বভাবে জ প্রাপ্তি ও দানে ঘ সৃষ্টিতে ২০. বৃক্ষের নীরব ভাষার গান কীভাবে শোনা যায়? চ অনুভূতির কান দিয়ে খ বৃক্ষের কাছে গিয়ে গ গাছকে ভালোবেসে ঘ যন্ত্রের মাধ্যমে ২১. কী ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস? ক ভালোবাসার ছ সাধনার গ ত্যাগের ঘ ভোগের ২২. কীসের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ সৃষ্টিকর্ম উপলব্ধি করেছেন? ক নদীর খ আকাশের জ বৃক্ষের ঘ মানুষের ২৩. কাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে? ক মানুষকে খ মনুষ্যত্বকে জ বৃক্ষকে ঘ সন্তানকে ২৪. কাকে তার আত্মা সৃষ্টি করে নিতে হয়? চ মানুষকে খ বৃক্ষকে গ পশুপাখিকে ঘ সন্তানকে খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৫. কার কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়? ক ব্যক্তির খ পরিবারের গ গোষ্ঠীর ঝ সমাজের ২৬. মানুষকে বড় করে তোলা কার কাজ? ক মা-বাবার খ পরিবারের জ সমাজের ঘ রাষ্ট্রের ২৭. কেমন জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া দরকার? ক মানবজীবন ছ বিকশিত জীবন গ উন্নত জীবন ঘ শিক্ষিত জীবন ২৮. নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা কোন মানুষের কাজ নয়? ক মহৎপ্রাণ ছ স্থূলবুদ্ধি গ উন্নতপ্রাণ ঘ জীবাত্মানির্ভর ২৯. অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ? ক দস্যুপ্রবৃত্তির মানুষের খ দাঙ্গাবাজ মানুষের জ জবরদস্তিপ্রিয় মানুষের ঘ আগ্রাসী চরিত্রের মানুষের ৩০. “এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি” কেন? ক উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়নি বলে খ ধর্মের পবিত্র আলোয় সিক্ত নয় বলে গ মহৎপ্রাণের সংস্পর্শ লাভ করেনি বলে ঝ প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে ৩১. নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধির মানুষদের দেবতা কে? চ অহংকার খ রাবণ গ শয়তান ঘ জুপিটার ৩২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘নিশান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক চি‎হ্ন ছ পতাকা গ লক্ষ্য ঘ পরিচয় ৩৩. নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধির মানুষের প্রেমের কথায় কী হয় না? ক উদ্দীপনা খ প্রভাব বিস্তার জ নেশা ধরা ঘ উৎসাহ ৩৪. স্বল্পপ্রাণ, স্থুলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের স্থানে কেমন মানুষ আনতে হবে? ক শিক্ষিত খ শ্রমজীবী গ বুদ্ধিজীবী ঝ বড় মানুষ ৩৫. বড় মানুষের কাছে জীবনের কী বড় হয়ে ওঠে? চ বিকাশ খ পরিণতি গ প্রবৃদ্ধি ঘ উন্নতি ৩৬. বড় মানুষের কাছে জীবনাদর্শের প্রতীক কী? ক মানবিকতা খ বিজ্ঞানমনস্কতা জ সজীব বৃক্ষ ঘ প্রবহমান নদী ৩৭. বৃক্ষের কাজ কী? ক ফুল ফোটানো খ ফল দেওয়া গ ছায়া প্রদান ঝ অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া ৩৮. কার জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার? চ বৃক্ষের খ মানবের গ নদীর ঘ প্রাণীর ৩৯. বৃক্ষের দিকে তাকালে জীবনের কী সহজ হয়? ক সৌন্দর্য উপলব্ধি ছ তাৎপর্য উপলব্ধি গ বিকাশ অনুধাবন ঘ লক্ষ্য ও উদ্দেশ্য অনুধাবন ৪০. বার বার কোন দিকে তাকানো প্রয়োজন? ক উন্নত জীবনের প্রতি খ সৌন্দর্যের প্রতি জ বৃক্ষের প্রতি ঘ ফুল ও ফলের প্রতি ৪১. জীবনের সার্থকতার প্রতীক কোনটি? ক নদী খ ফুল গ ফল ঝ বৃক্ষ ৪২. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখকের বক্তব্যের সাথে কে দ্বিমত পোষণ করেছেন? চ রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী আবদুল ওদুদ গ আবুল হোসেন ঘ আবুল ফজল ৪৩. ফুল ফোটাকে রবীন্দ্রনাথ কার সঙ্গে তুলনা করেছেন? ক বৃক্ষের ছ নদীর গতির গ বন-বনানীর ঘ পাহাড়-ঝরনার ৪৪. রবীন্দ্রনাথ কীসের মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন? ক গাছের খ ফুলের জ নদীর গতির ঘ প্রকৃতির সৌন্দর্যের ৪৫. “মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোটায় নয়।”Ñএটি কার মত? ক কাজী মোতাহার হোসেনের খ মোতাহের হোসেন চৌধুরীর গ মাইকেল মধুসূদনের ঝ রবীন্দ্রনাথ ঠাকুরের ৪৬. ফুলের ফোটা কেমন? ক নৈসর্গিক খ শৈল্পিক জ সহজ ঘ জটিল ৪৭. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন? চ বৃক্ষের ফুল ফোটানোর দিকে খ জীবনের বিকাশের দিকে গ নদীর গতিপ্রবাহের পানে ঘ ফল-ফলাদির দিকে

এইচএসসি বাংলা জীবন ও বৃক্ষ বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা আমার পথ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

আমার পথ কাজী নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? ক তারুণ্যকে ছ সত্যকে গ রাজভয়কে ঘ লোকভয়কে ২. ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়? ক বার বার ভুল করে ছ ভুল থেকে শিক্ষা নিয়ে গ ভুল চেপে রেখে ঘ ভুল স্বীকার করে  নিচের কবিতাংশটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। ৩. “আমার পথ” প্রবন্ধের যে বাক্য কবিতাংশের বক্তব্যটির প্রতিনিধিত্ব করে তা হলোÑ র. আমার পথ দেখাবে সত্য রর. নমস্কার করছি সত্যকে ররর. এই আগুনের ঝাণ্ডা দুলিয়ে বাহির হলাম নিচের কোনটি ঠিক? চ র ও রর গ রর ও ররর খ র ও ররর ঘ র, রর ও ররর ৪. উক্ত প্রতিনিধিত্বের কারণ হলো র. সত্যই সুন্দর রর. সত্যই মুক্তির পথ ররর. সত্যই আলোর দিশারি নিচের কোনটি ঠিক? ক র ও রর খ রর ও ররর গ র ও ররর ঝ র, রর ও ররর মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? ক ১৮৯৬ সালে খ ১৯৯৭ সালে গ ১৮৯৮ সালে ঝ ১৮৯৯ সালে ৬. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? ক পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ছ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ঘ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৭. কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ কোনটি? চ যুগবাণী খ সিন্ধু-হিন্দোলগ কুহেলিকা ঘ শিউলিমালা ৮. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? চ ৪৩ বছর খ ৪২ বছর গ ৪১ বছর ঘ ৪০ বছর ৯. কাজী নজরুল ইসলাম কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ক ১৯৭৪ সালে খ ১৯৭৫ সালে জ ১৯৭৬ সালে ঘ ১৯৭৭ সালে ১০. কাজী নজরুল ইসলামকে কীভাবে সমাহিত করা হয়েছে? চ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় খ রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় গ শ্রেষ্ঠ নাগরিকের মর্যাদায় ঘ সেরা বুদ্ধিজীবীর মর্যাদায় ১১. কাজী নজরুল ইসলাম কী বিশেষণে সমধিক পরিচিত? চ বিদ্রোহী কবি খ নাট্যকার গ গীতিকার ঘ ঔপন্যাসিক ১২. কবি নজরুলকে কোথায় সমাহিত করা হয়? ক জাতীয় মসজিদের পাশে ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ জাতীয় কবরস্থানে ঘ সংসদ ভবনের পাশে ১৩. ছোটবেলায় কবি নজরুল কোন দলে গান করেছেন? ক আপেরার দলে ছ লেটোর দলে গ যাত্রার দলে ঘ কবিগানের দলে ১৪. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? ক ১৩০৩ বঙ্গাব্দে খ ১৩০৪ বঙ্গাব্দে গ ১৩০৫ বঙ্গাব্দে ঝ ১৩০৬ বঙ্গাব্দে ১৫. কাজী নজরুল ইসলামের বাবার নাম কী? চ কাজী ফকির আহমেদ খ কাজী শরাফত উল­াহ গ কাজী জাফরুল­াহ ঘ কাজী নজির আহমদ ১৬. কাজী নজরুল ইসলামের মায়ের নাম কী? ক সালেহা খাতুন ছ জাহেদা খাতুন গ আলেয়া খাতুন ঘ রাহেলা খাতুন ১৭. কাজী নজরুল ইসলাম কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? ক উচ্চবিত্ত পরিবারে খ মধ্যবিত্ত পরিবারে জ দরিদ্র পরিবারে ঘ স্বাবলম্বী পরিবারে ১৮. কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন? ক ১৯১৫ সালে খ ১৯১৬ সালে জ ১৯১৭ সালে ঘ ১৯১৮ সালে ১৯. কখন কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করে নেয়া হয় ? ক স্বাধীনতার পূর্বে ছ স্বাধীনতার পরে গ কবি খ্যাতির পরে ঘ মৃত্যুর পরে ২০. ‘বাঁধনহারা’Ñ নজরুলের কোন ধরনের গ্রন্থ? ক গল্পগ্রন্থ খ কাব্যগ্রন্থ গ প্রবন্ধগ্রন্থ ঝ উপন্যাস ২১. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? চ মৃত্যু-ক্ষুধা খ ব্যথার দান গ রিক্তের বেদন ঘ রুদ্র-মঙ্গল ২২. ‘রাজবন্দির জবানবন্দি’Ñকাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা? ক কাব্যগ্রন্থ ছ প্রবন্ধ গ উপন্যাস ঘ গল্পগ্রন্থ ২৩. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন? ক ১৩৮১ বঙ্গাব্দে ছ ১৩৮৩ বঙ্গাব্দে গ ১৩৮৫ বঙ্গাব্দে ঘ ১৩৮৭ বঙ্গাব্দে ২৪. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন কেন? ক শাসক গোষ্ঠীর বিরোধিতার জন্য খ ধনিক গোষ্ঠীর বিরোধিতার জন্য জ অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ঘ কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য ২৫. ‘এক হাতে বাঁশি আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল’Ñএখানে ‘বাঁশি’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ক দ্রোহ ছ প্রেম গ প্রকৃতি ঘ সঙ্গীত ২৬. কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সঙ্গীতকে কীভাবে সমৃদ্ধতর করেছেন? ক সনেট ধারার কবিতা রচনা করে খ বাংলা গদ্যকে সহজতরভাবে উপস্থাপন করে জ নতুন বিষয় ও নতুন শব্দ যুক্ত করে ঘ মহাকাব্য রচনা করে ২৭. বাংলাদেশের স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে দেশের নাগরিকত্ব দেয়ার প্রয়োজন হয়েছিল কেন? ক বিদ্রোহী কবিতা রচনার জন্য খ রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার জন্য জ জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন বলে ঘ জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন বলে ২৮. রইস সাহেব পেশাগত জীবনের বিভিন্ন সময়ে প্রতিরক্ষা বাহিনীতে চাকুরি, পত্রিকা সম্পাদনা, অভিনয় প্রভৃতিতে জড়িত ছিলেন। রইস সাহেবের সাথে কোন সাহিত্যিকের সাদৃশ্য লক্ষ করা যায়? ক রবীন্দ্রনাথ ঠাকুরের খ কাজী মোতাহার হোসেনের গ সুকান্ত ভট্টাচার্যের ঝ কাজী নজরুল ইসলামের খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৯. নজরুল ইসলাম যে সত্যের কথা প্রবন্ধে বলেছেন তার সাথে কীসের সাদৃশ্য রয়েছে? ক অন্ধকারের খ কুসংস্কারের জ আলোর ঘ জড়তার ৩০. কাজী নজরুল ইসলাম সবসময় মনে-প্রাণে কী চেয়েছেন? চ ভারতবর্ষের মানুষ মুক্তি পাক খ ভারতবর্ষের মানুষ পরাধীন থাকুক গ ভারতবর্ষের মানুষ দাসত্ব করুক ঘ ভারতবর্ষের মানুষ অশিক্ষিত থাকুক ৩১. নজরুলের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কী হবে? চ সঠিক পথ পাবে খ বিত্তশালী হবে গ সুখ্যাতি অর্জন করবে ঘ অন্ধকারে নিমজ্জিত হবে ৩২. অন্তরে গোলামের ভাব দূর না হলে মানুষের মনের কী কাটবে না? ক জড়তা খ অসারতা জ দাসত্বপনা ঘ চাটুকারিতা ৩৩. আত্মাকে চিনলে মানুষের ভেতর কী আসে? ক দাম্ভিকতা ছ আত্মনির্ভরতা গ দাসত্বপনা ঘ নিস্ক্রিয়তা ৩৪. বাঙালিদের যেদিন আত্মনির্ভরতা আসবে সেদিন বাঙালি সত্যি-সত্যিই কী হবে? চ স্বাধীন হবে খ পরাধীন থাকবে গ দাসত্বপনা করবে ঘ তোষামোদ করবে ৩৫. যার ভীত দুর্বল, তাকে কী করতে হবে? ক উপড়ে ফেলতে হবে ছ রেখে দিতে হবে গ ঘৃণা করতে হবে ঘ কিছুই করতে হবে না ৩৬. ভুলের মধ্য দিয়ে কী পাওয়া যায়? ক ভুল ছ সত্য গ মিথ্যা ঘ ভণ্ডামি ৩৭. ‘আমার পথ’ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে? ক নেলসন ম্যান্ডেলা খ মাওসে তুং গ জর্জ ওয়াশিংটন ঝ মহাত্মা গান্ধী ৩৮. নজরুলের কাছে কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম? ক হিন্দুধর্ম খ বৌদ্ধধর্ম গ ইসলাম ধর্ম ঝ মানব ধর্ম ৩৯. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না? চ যার নিজের ধর্মে বিশ্বাস আছে খ যার নিজের প্রতি বিশ্বাস আছে গ যার সব ধর্মে বিশ্বাস আছে ঘ যার কোনো ধর্ম বিশ্বাস নেই ৪০. কাকে ভয় দেখিয়ে কেউ পদানত করতে পারবে না? চ যে নিজেকে চেনে খ যে অন্যকে চেনে গ যে নিজেকে চেনে না ঘ যে অন্যকে চেনে না ৪১. মানুষের মধ্যে জোর আসে কীভাবে? ক অপরকে জানার

এইচএসসি বাংলা আমার পথ বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা চাষার দুক্ষু বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চাষার দুক্ষু রোকেয়া সাখাওয়াত হোসেন গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন? ক সচ্ছলতা ছ বিলাসিতা গ অলসতা ঘ আরামপ্রিয়তা ২. ‘নবাবি চাল’ বলতে কী বোঝানো হয়েছে? ক অলস সময় কাটানো খ অসৎ উপার্জন গ উৎপাদনহীন অবস্থা ঝ অনুকরণপ্রিয়তা  নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। নূরুল গ্রামের অবস্থাপন্ন ব্যক্তি। পৈতৃক জমিজমা তার অর্থনৈতিক স্বাবলম্বনের উৎস ছিল। বিদ্যুতের অভাবে কৃষকরা জমিতে সেচ দিতে পারেন না। শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হয়। কিন্তু নূরুলের ঘরে ছিল এয়ার কন্ডিশন ও বৈদ্যুতিক চুলা। প্রয়োজন না থাকলেও লোক দেখানো সব বিলাস দ্রব্যই তার চাই। এই বিলাসিতার কারণে একে একে সব জমি বিক্রি করে আজ তিনি নিঃস্ব। ৩. নূরুলের বিলাসিতা “চাষার দুক্ষু” প্রবন্ধের যে অংশের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো র. কর্মবিমুখ কৃষকসমাজ রর. শিক্ষাহীন কৃষককুল ররর. কৃষি কাজের সঙ্গে বিচ্ছিন্নতা নিচের কোনটি ঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. উপর্যুক্ত অবস্থার কারণ কী? ক পরিশ্রম বিমুখতা ছ সভ্যতার অন্ধ অনুকরণ গ গ্রামীণ শিল্পে অনাগ্রহ ঘ পশ্চাৎপদতা মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? চ ১৮৮০ সালে খ ১৮৮২ সালে গ ১৮৮৪ সালে ঘ ১৮৮৫ সালে ৬. রোকেয়া কত তারিখে জন্মগ্রহণ করেন? ক ৮ই ডিসেম্বর ছ ৯ই ডিসেম্বর গ ১০ই ডিসেম্বর ঘ ১১ই ডিসেম্বর ৭. রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? ক জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ছ রংপুর জেলার পায়রাবন্দে গ পঞ্চগড় জেলার কেশবপুরে ঘ ঠাকুরগাঁও জেলার মদনপুরে ৮. জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের কার পিতা ছিলেন? ক মোহাম্মদ ওয়াজেদ আলীর খ মোতাহের হোসেন চৌধুরীর জ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঘ কবীর চৌধুরীর ৯. রোকেয়ার স্বামীর নাম কী? ক মির্জা সাখাওয়াত হোসেন ছ সৈয়দ সাখাওয়াত হোসেন গ মীর সাখাওয়াত হোসেন ঘ শেখ সাখাওয়াত হোসেন ১০. সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনী ধারণ করেন কে? ক কবীর চৌধুরী ছ রোকেয়া সাখাওয়াত হোসেন গ মোহাম্মদ ওয়াজেদ আলী ঘ মোতাহার হোসেন চৌধুরী ১১. মুসলিম নারী জাগরণে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন কে? ক সিদ্দিকা কবীর খ সুফিয়া কামাল গ সেলিনা হোসেন ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন ১২. কোনটি রোকেয়ার রচিত গ্রন্থ? চ সুলতানার স্বপ্ন খ বিদ্যাসুন্দর গ মরু ভাস্কর ঘ যুগবাণী ১৩. কত সালে রোকেয়ার জীবনাবসান ঘটে? ক ১৯৩০ খ ১৯৩১ জ ১৯৩২ ঘ ১৯৩৩ ১৪. রোকেয়ার স্বামী পেশায় কী ছিলেন? ক আইনজীবী খ অধ্যাপক গ ডেপুটি কালেক্টর ঝ ডেপুটি ম্যাজিস্ট্রেট ১৫. কার অনুপ্রেরণায় রোকেয়ার জ্ঞানার্জনের পথ অধিক সুগম হয়? ক ভাইয়ের খ বোনের জ স্বামীর ঘ পিতার ১৬. কত বছর বয়সে রোকেয়ার বিয়ে হয়? ক ১৪ ছ ১৬ গ ১৮ ঘ ২০ ১৭. রোকেয়া কোন পথ থেকে কখনই সরে আসেননি? চ নারী শিক্ষার লক্ষ থেকে খ পুরুষতন্ত্রের বিরুদ্ধ থেকে গ নারী জাগরণের পথ থেকে ঘ সামাজিক কুসংস্কার থেকে ১৮. ‘সুলতানার স্বপ্ন’ কী ধরনের রচনা? চ উপন্যাস খ নাটক গ কাব্যগ্রন্থ ঘ কাব্যনাটক ১৯. ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কে লিখেছেন? ক সেলিনা হোসেন খ সুফিয়া কামাল গ জাহানারা ইমাম ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২০. ‘বৌ-এর পৈছা বিকায় তবু’-‘পৈছা’ কী? ক প্রাচীন অলঙ্কার ছ মণিবন্ধনের অলঙ্কার গ পায়ের অলঙ্কার ঘ নাকের অলঙ্কার ২১. ‘কেবল কলিকাতাটুকু আমাদের’ কী নহে? ক দেশ খ বাংলা গ গুরুত্বপূর্ণ ঝ ভারতবর্ষ ২২. ‘ধান্য তার বসুন্ধরা যার’Ñকে বলেছেন? ক কাজী নজরুল ইসলাম খ ঈশ্বরচন্দ্র জ রবীন্দ্রনাথ ঘ প্যারিচাঁদ ২৩. তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ ‘মতিচুর’ রচনা করেছেন কে? ক সুফিয়া কামাল খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ রামমোহন রায় ঝ রোকেয়া সাখাওয়াত হোসেন ২৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি দারিদ্র্যপীড়িত কৃষকদেরÑ ক মুক্তির ইশতেহার খ বঞ্চনার দলিল জ বাস্তবতার প্রতীক ঘ শোষণের উৎস ২৫. গ্রামীণ কুটিরশিল্পকে বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেনÑ ক তাঁতিরা খ শুভাকাক্সক্ষী মানুষ জ লেখিকা ঘ দেশবন্ধুর দল ২৬. পান্তা ভাতে লবণ জোটে না কাদের? চ কৃষকদের খ নারীদের গ অভিজাতদের ঘ শহুরেদের ২৭. যান্ত্রিক জিনিসপত্র কাদের জীবন সচ্ছল করে তুলেছে? ক গ্রামের মানুষের খ বস্তির মানুষের গ পাহাড়ি মানুষের ঝ শহুরে মানুষের ২৮. কেমন নারীসমাজের মুক্তি ও সমৃদ্ধি রোকেয়ার লক্ষ ছিল? ক অবুঝ খ অসুখী জ পশ্চাৎপদ ঘ নিরাপদ ২৯. এদেশের মানুষের জীবনযাপনের প্রধান বৃত্তিÑ ক ভিক্ষাবৃত্তি খ কুটির শিল্প গ দাসীবৃত্তি ঝ কৃষি ৩০. পলি­গ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা হলেÑ চ সচেতনতা বাড়বে খ চালাক হবে গ টাউটের সংখ্যা বাড়বে ঘ বিড়ম্বনা বাড়বে ৩১. চাষার দুক্ষু দূর করতে নেতৃবৃন্দের আশু করণীয়Ñ ক ফসলের মূল্য বৃদ্ধি ছ বিশেষ চেষ্টা যতœ গ বেশি জমি বরাদ্দ ঘ অর্থ সহায়তা ৩২. ‘জঠর-অনলে দহিতে’ কারা এসেছে? চ চাষা খ জমিদার গ কৃপণ ঘ ধনী ব্যক্তি ৩৩. তারা সমুদ্রজলে চাল ধুয়ে ভাত বেঁধে খেতো কেন? ক সমুদ্র কাছে তাই খ জলের অভাবে গ এ জল পবিত্র ঝ লবণের অভাবে ৩৪. সেইজন্য কোন দিকটা আগে দেখাইলাম? চ ভালো দিকটা খ সমস্যার দিকটা গ মন্দের দিকটা ঘ সভ্যতার দিকটা ৩৫. ক্ষেতে ক্ষেতে পুইড়া মরে কারা? চ কৃষকেরা খ কুমোরেরা গ কামারেরা ঘ তাঁতিরা ৩৬. কত বছর পূর্বে ভারতবাসী অসভ্য-বর্বর ছিল বলে বেগম রোকেয়া সাখাওয়াত শুনেছিলেন? ক একশ’ ছ দেড়শ’ গ দুইশ’ ঘ আড়াইশ’ ৩৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে নিচের কোন শহরের কথা উলে­খ আছে? ক দিলি­ খ ত্রিপুরা জ কলকাতা ঘ মেঘালয় ৩৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সমাজের মেরুদণ্ড বলে কাদের আখ্যা দেয়া হয়েছে? চ চাষীদের খ শ্রমিকদের গ শিক্ষকদের ঘ তরুণদের ৩৯. জুট মিলের কর্মচারীরা কত টাকা বেতন পায় বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলে­খ আছে? চ ৫০০-৭০০ টাকা খ ৬০০-৭০০ টাকা গ ৭০০-৮০০ টাকা ঘ ৮০০-৯০০ টাকা ৪০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কাদের পাছায় ত্যানা জোটে না বলে আক্ষেপ করা হয়েছে? ক জুটমিল শ্রমিকদের ছ পাট উৎপাদক কৃষকদের গ পোশাক শ্রমিকদের ঘ সুদখোর মহাজনদের ৪১. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ধান্য তার বসুন্ধরা যার’Ñউক্তিটি কার? চ রবীন্দ্রনাথ ঠাকুরের খ কাজী নজরুল ইসলামের গ জীবনানন্দ দাশের ঘ বুদ্ধদেব বসুর ৪২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কোন মহাদেশের উলে­খ আছে? ক এশিয়া খ আফ্রিকা গ আমেরিকা ঝ ইউরোপ ৪৩. ইউরোপের মহাযুদ্ধ কত বছর আগের ঘটনা বলে ‘চাষার দুক্ষ’ু প্রবন্ধে উলে­খ করা হয়েছে? চ সাত বছর খ আট বছর গ নয় বছর ঘ দশ বছর ৪৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কত বছর পূর্বে চাষার অবস্থা খুব ভালো ছিল না বলে লেখিকা উলে­খ করেছেন? ক ৩০ বছর খ ৪০ বছর জ ৫০ বছর ঘ ৬০ বছর ৪৫. পঞ্চাশ বছর পূর্বে টাকায় কত সের সরিয়ার তেল পাওয়া যেত বলে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উলে­খ আছে? ক ৭ সের ছ ৮ সের গ ৯ সের ঘ ১০ সের ৪৬. ‘চাষার দুক্ষু’

এইচএসসি বাংলা চাষার দুক্ষু বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

এইচএসসি বাংলা অপরিচিতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন? ক ডাক্তারি ছ ওকালতি গ মাস্টারি ঘ ব্যবসা ২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার- ক প্রতিপত্তি খ প্রভাব জ বিচক্ষণতা ঘ কূট বুদ্ধি ক্স নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও। পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা। দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেননি। ৩. দীপুর চাচার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল আছে? ক হরিশের ছ মামার গ শিক্ষকের ঘ বিনুর ৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে- র. দৌরাত্ম্য রর. হীনম্মন্যতা ররর. লোভ নিচের কোনটি সঠিক? ক র খ রর জ র ও রর ঘ রর ও ররর মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. রবীন্দ্রনাথ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক ১৮৪১ খ্রিস্টাব্দের ৭ই মে খ ১৮৫১ খ্রিস্টাব্দের ৭ই মে জ ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে ঘ ১৮৭১ খ্রিস্টাব্দের ৭ই মে ৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? ক ১২৬১ বঙ্গাব্দে ছ ১২৬৮ বঙ্গাব্দে গ ১২৭০ বঙ্গাব্দে ঘ ১২৭২ বঙ্গাব্দে ৭. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ক মহর্ষি পরিবারে ছ ঠাকুর পরিবারে গ সেন পরিবারে ঘ ভট্টাচার্য পরিবারে ৮. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? ক অবনীন্দ্রনাথ ঠাকুর খ শিবনাথ ঠাকুর জ দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ বীরেন্দ্রনাথ ঠাকুর ৯. রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কী? ক সরলা দেবী ছ সারদা দেবী গ বিমলা দেবী ঘ কল্যাণী দেবী ১০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন? ক শ্রেষ্ঠ কবি ছ বিশ্বকবি গ চারণ কবি ঘ প্রবীণ কবি ১১. বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে? চ রবীন্দ্রনাথ ঠাকুর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ মানিক বন্দ্যোপাধ্যায় ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোটগল্পের নাম কী? চ ভিখারিণী খ অপরিচিতা গ রবিবার ঘ হৈমন্তী ১৩. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প ‘ভিখারিণি’ রচনা করেন? ক ১২৮২ বঙ্গাব্দে খ ১২৮৩ বঙ্গাব্দে জ ১২৮৪ বঙ্গাব্দে ঘ ১২৮৫ বঙ্গাব্দে ১৪. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন? ক পনেরো বছর ছ ষোলো বছর গ সতেরো বছর ঘ আঠারো বছর ১৫. ‘গল্পগুচ্ছতে’ রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে? ক ৮৫টি খ ৯০টি জ ৯৫টি ঘ ১০০টি ১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কী? ক রবিবার খ ক্ষুধিত পাবণ জ মুসলমানীর গল্প ঘ নিশিথে ১৭. কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয়? চ কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়কে খ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বসবাসের সময়কে গ শান্তিনিকেতনে বসবাসের সময়কে ঘ পতিসরে বসবাসের সময়কে ১৮. কোন কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে থাকাকালে রচনা করেন? ক মানসী খ খেয়া গ বলাকা ঝ সোনার তরী ১৯. বিশ শতকের ছোটগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে? ক প্রকৃতি খ গীতময়তা গ রাজনীতি ঝ বাস্তবতা ২০. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? ক কাব্যগ্রন্থ খ গল্পগ্রন্থ জ উপন্যাস ঘ নাটক ২১. ‘যোগাযোগ’ উপন্যাসটির রচয়িতা কে? চ রবীন্দ্রনাথ ঠাকুর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ মানিক বন্দ্যোপাধ্যায় ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ২২. ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ? ক কাব্যগ্রন্থ খ গল্পগ্রন্থ গ উপন্যাস ঝ নাটক ২৩. ‘ডাকঘর’ নাটকের রচয়িতা কে? চ রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ মীর মশাররফ হোসেন ঘ সৈয়দ শামসুল হক ২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল কত? চ ১৯৪১ খ ১৯৪৩ গ ১৯৪৫ ঘ ১৯৪৭ ২৫. রবীন্দ্রনাথ ঠাকুর-এর মৃত্যু তারিখ কোনটি? ক ৭ই মে খ ৭ই জুন গ ৭ই জুলাই ঝ ৭ই আগস্ট ২৬. কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেন? ক ১৩৪২ ছ ১৩৪৮ গ ১৩৫৮ ঘ ১৩৬৮ ২৭. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস? চ ২৫শে বৈশাখ খ ১১ই জ্যৈষ্ঠ গ ২২শে শ্রাবণ ঘ ১৩ই কার্তিক ২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়? চ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে খ বোলপুরের শান্তিনিকেতনে গ কুষ্টিয়ার শিলাইদহে ঘ কলকাতার হাসপাতালে খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৯. ‘অপরিচিতা’ গল্পে কার আচরণে যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে? ক অনুপমের ছ কল্যাণীর পিতার গ অনুপমের মামার ঘ কল্যাণীর ৩০. নিচের কোনটি ‘অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ? ক ভীতু খ পরমুখাপেক্ষী গ সংকীর্ণতা ঝ বলিষ্ঠ ব্যক্তিত্ব ৩১. ‘সবুজপত্র’ মাসিক পত্রের সম্পাদক কে ছিলেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর ছ প্রমথ চৌধুরী গ দেবেন্দ্রনাথ ঠাকুর ঘ অক্ষয়কুমার দত্ত ৩২. ‘ফল্গু’ নদী কোথায় অবস্থিত? চ ভারত খ বাংলাদেশ গ মালদ্বীপ ঘ মায়ানমার ৩৩. বকুল বনের নবপল­বরাশির সাথে কার তুলনা করেছেন? ক কল্যাণীর ছ অনুপমের গ পাত্রী দর্শনের অভিজ্ঞতার ঘ নিরুপমার ৩৪. মামার টাকার প্রতি আসক্তিকে অনুপম কার সঙ্গে তুলনা করেছেন? চ অস্থি-মজ্জা খ হাড়-হাড্ডি গ চোখ-কান ঘ গলা-নাক ৩৫. বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে? ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ কাজী নজরুল ইসলাম ৩৬. দৈর্ঘ্যে বা হিসাবে কোন জীবনটা বড় নয়? ক বাল্য জীবন খ যুবক জীবন গ পঁচিশ বছর বয়সের জীবন ঝ সাতাশ বছর বয়সের জীবন ৩৭. ‘অপরিচিতা’ গল্পে ফুলের বুকের উপরে কী এসে বসেছিল? ক মৌমাছি খ বোলতা গ হামিংবার্ড ঝ ভ্রমর ৩৮. ‘সেই ইতিহাসটুকু আকারে ছোট।’ এ চিত্রকল্পে ফুটে ওঠা নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? ক অনুপমের বিবাহের দিন ছ অনুপমের সাতাশ বছরের জীবন গ অনুপমের কৈশোর ঘ অনুপমের যুবক বয়স ৩৯. এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? ক ড. অমর্ত্য সেন খ ড. মোহাম্মদ ইউনূস জ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ মাদার তেরেসা ৪০. ‘অপরিচিতা’ গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে? ক আটাশ বছর খ ছাব্বিশ বছর জ সাতাশ বছর ঘ পঁচিশ বছর ৪১. অনুপমকে শিমুল ফুল, মাকাল ফল অভিহিত করার মধ্যে অনুপমের প্রতি পণ্ডিতমশায়ের কী ধরনের মনোভাব ফুটে উঠেছে? ক রাগ খ ভালোবাসা গ তিরস্কার ঝ বিদ্রƒপ ৪২. ‘এটা আপনারাই রেখে দিন’-কোনটিকে রেখে দেয়ার কথা বলা হয়েছে? ক বালা খ কানের দুল জ এয়ারিং ঘ হার ৪৩. স্যাকরাকে মামা ডেকেছিলেন কেন? ক গয়না বানাতে ছ গয়নার খাঁদ যাচাই করতে গ কনের বাবাকে অপমান করতে ঘ ভুল করে ৪৪. কোন শব্দটি অনুপমের কাছে চিরজীবনের হয়ে রইল? চ ‘জায়গা আছে’ খ জায়গা নেই গ ভালোবাসি ঘ মাতৃআজ্ঞা ৪৫. মামা গয়নার হিসাব কেন ফর্দে টুকে রাখলেন? চ ফাঁকি এড়াতে খ স্বভাববশত গ স্মরণ রাখতে ঘ সরল বিশ্বাসে ৪৬. কল্যাণীর মাতৃআজ্ঞা বলতে কী বোঝা যায়? ক মায়ের নির্দেশ খ মায়ের নিষেধ জ মাতৃভূমির আদেশ ঘ জন্মভূমির বাধা ৪৭. কনের পিতা কার সাথে কথা বলা আবশ্যক করলেন না? চ অনুপমের খ অনুপমের মামার গ বরযাত্রীদের ঘ হরিশের ৪৮. ‘এ জোড়া আপনারাই রাখিয়া দিন’-

এইচএসসি বাংলা অপরিচিতা বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

Scroll to Top