এইচএসসি বাংলা বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনী প্রশ্নোত্তর
বায়ান্নর দিনগুলো শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর ১. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন? চ সিপাহিদের মাধ্যমে খ প্রহরীদের সহায়তায় গ রেডিও শুনে ঘ বন্দিদের কাছ থেকে ২. ‘আমলাতন্ত্র তাঁকে কোথায় নিয়ে গেল’ নূরুল আমিনের কোন বৈশিষ্ট্যের কারণে বঙ্গবন্ধু এরূপ মন্তব্য করেছেন? ক একগুঁয়েমি খ নির্বুদ্ধিতা গ বিচারবুদ্ধিহীনতা ঝ অদূরদর্শিতা নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের মানুষ এক সময় ফুঁসে ওঠেন। কালক্রমে তা বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। এক সময় এ দেশের সিপাহিরাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। শাসকগোষ্ঠী এ আন্দোলন কঠোর হাতে দমন করে। আন্দোলনকারীদের জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। ৩. উদ্দীপকে শাসকগোষ্ঠীর যে মনোভাব ফুটে উঠেছে সেটিকে ‘বায়ান্নর দিনগুলো’ শীর্ষক স্মৃতিকথার আলোকে বলা যায় র. অপশাসন রর. নির্মমতা ররর. অত্যাচার নিচের কোনটি ঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর ঝ র, রর ও ররর ৪. শাসকগোষ্ঠীর উলিখিত মনোভাবের খেসারত কাকে দিতে হয়েছিল? ক আবদুর রশিদ তর্কবাগীশকে খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জ নূরুল আমিনকে ঘ খান সাহেব ওসমান আলীকে মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ক লেখক পরিচিতি : (বোর্ড বই থেকে) ৫. শেখ মুজিবুর রহমান কে? ক একজন সৈনিক খ একজন শিক্ষক গ একজন ভাষা-শহিদ ঝ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও জাতির জনক ৬. শেখ মুজিবুর রহমানকে যে অভিধায় সবাই চেনেÑ চ বঙ্গবন্ধু খ বাঙালি গ দেশবন্ধু ঘ জনবন্ধু ৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কোন তারিখে? চ ১৭ মার্চ, ১৯২০ খ ১৭ মে, ১৯২০ গ ১৭ জুন, ১৯২০ ঘ ১৭ আগস্ট, ১৯২০ ৮. বাঙালির মুক্তির সনদ বলা হয় কোনটিকে? ক পাঁচ দফাকে খ আট দফাকে জ ছয় দফাকে ঘ এগারো দফাকে ৯. আওয়ামী লীগ কত সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? ক ১৯৫৪ সালে খ ১৯৬৯ সালে গ ১৯৬২ সালে ঝ ১৯৭০ সালে ১০. ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান কোন পদকে ভূষিত হন? ক ম্যাগ সাইসাই খ নাইট গ স্যার ঝ জুলিও কুরি ১১. জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন? ক ইংরেজিতে খ ফারসিতে জ বাংলায় ঘ হিন্দিতে ১২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হনÑ চ ১৫ আগস্ট ১৯৭৫ খ ২১ ফেব্র“য়ারি ১৯৭২ গ ২৬ মার্চ ১৯৭১ ঘ ১৬ ডিসেম্বর ১৯৭৬ ১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুবার কারাবরণ করেছেন কেন? ক দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় খ তৎকালীন সরকারের রোষানলে পড়ে জ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেওয়ায় ঘ সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় ১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতেখড়ি ঘটে কখন? চ ছাত্রজীবনে খ শেষ বয়সে গ কিশোর বয়সে ঘ মধ্যবয়সে ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনটির মাধ্যমে সমগ্র জাতিকে অভিন্ন লক্ষ্যে একত্র করেন? চ ছয়দফা খ একুশ দফা গ পনেরো দফা ঘ চব্বিশ দফা ১৬. ১৯৭১ সালের ৭ই মার্চ কোন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন? ক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছ রেসকোর্স ময়দানে গ ভিক্টোরিয়া পার্কে ঘ বাহাদুর শাহ ১৭. পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? ক আতাউর গণি ওসমানী খ এ. কে. ফজলুল হক জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানঘ তাজউদ্দিন আহমেদ ১৮. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? ক যুক্তফ্রন্ট খ কৃষক-প্রজা পার্টি গ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝ আওয়ামী লীগ ১৯. প্রথম বাঙালি হিসেবে কে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন? চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানখ মওলানা ভাসানী গ এ. কে. ফজলুল হক ঘ শেখ হাসিনা ২০. কত সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে সপরিবারে নিহত হন? চ ১৯৭৫ খ ১৯৭২ গ ১৯৭৭ ঘ ১৯৭১ ২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তান থেকে দেশে প্রত্যাবর্তন করেন? ক ১৯৭২ সালের ১০ জুলাই খ ১৯৭১ সালের ১০ জানুয়ারি জ ১৯৭২ সালের ১০ জানুয়ারি ঘ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? ক ২৫ মার্চ প্রথম প্রহরে ছ ২৬ মার্চ প্রথম প্রহরে গ ২৫ মার্চ শেষ প্রহরে ঘ ২৭ মার্চ প্রথম প্রহরে ২৩. কোন উদ্দেশ্যে ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে? ক বাঙালিকে নির্বিচারে হত্যা করা খ বাঙালিকে অধঃপতিত করা জ বাঙালির মুক্তিসংগ্রামকে নস্যাৎ করা ঘ বাংলাদেশকে পাকিস্তানে রূপান্তর করা ২৪. ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” শেখ মুজিবুর রহমানের এ বক্তব্যে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে? ক বিজয়ের স্বাদ খ মানবতার জয়গান জ স্বাধীনতার আহŸান ঘ সত্য প্রতিষ্ঠার আহŸান খ মূল পাঠ : (বোর্ড বই থেকে) ২৫. শেখ মুজিব ও মহিউদ্দিন জেলের ভেতর কীসের জন্য প্রস্তুত হচ্ছিলেন? ক আত্মহত্যার ছ অনশনের গ আলোচনার ঘ মিছিলের ২৬. আমীর হোসেন সাহেবের পদবি কী ছিল? ক জেলার খ ডেপুটি জেলার জ সুপারিনটেনডেন্ট ঘ আইবি অফিসার ২৭. মোখলেসুর রহমান সাহেবের পদবি কী ছিল? ক জেলার খ আইবি অফিসার গ সুপারিনটেনডেন্ট ঝ ডেপুটি জেলার ২৮. সরকারের হুকুমেই কাদেরকে চলতে হয়? চ আমলাদের খ রাজবন্দিদের গ সাধারণ জনগণের ঘ আন্দোলনকারীদের ২৯. ধর্মঘটের ব্যাপারে আলোচনা আছে বলে কয় তারিখে শেখ মুজিবকে জেলগেটে নিয়ে যাওয়া হয়? ক ১০ তারিখে ছ ১৫ তারিখে গ ২০ তারিখে ঘ ২১ তারিখে ৩০. মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হলো? চ জমাদার খ দফাদার গ জমিদার ঘ তরফদার ৩১. শেখ মুজিবকে ঢাকা থেকে কোন জেলে নিয়ে যাওয়া হলো? ক গোপালগঞ্জে খ সিরাজগঞ্জে গ মাদারিপুরে ঝ ফরিদপুরে ৩২. পুনরায় রায়গঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ে? ক ৮টায় খ ৯টায় গ ১০টায় ঝ ১১টায় ৩৩. ইয়ে কেয়া বাত হায়, আপ জেলখানা মে’Ñ প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু কী বলেছিলেন? চ কিসমত খ তাকদির গ ভাগ্য ঘ ফেইট ৩৪. পাকিস্তান হওয়ার সময় বেলুচ সুবেদার কোথায় ছিলেন? ক কিশোরগঞ্জে খ নারায়ণগঞ্জে গ সিরাজগঞ্জে ঝ গোপালগঞ্জে ৩৫. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী? ক জমিদার পার্ক খ নবাব পার্ক জ বাহাদুর শাহ পার্ক ঘ সম্রাট শাহ পার্ক ৩৬. জাহাজ ধরতে না পেরে শেখ মুজিবদের কোথায় নিয়ে যাওয়া হলো? চ থানায় খ জেলে গ আদালতে ঘ ট্রেনে ৩৭. অনশন শুরু করার কয়দিনের মাথায় বঙ্গবন্ধুকে হাসপাতালে নেয়া হলো? ক এক দিন ছ দুদিন গ তিন দিন ঘ চার দিন ৩৮. কদিন পর বঙ্গবন্ধুকে জোর করে নাক দিয়ে খাওয়ানো হলো? ক এক দিন খ দুদিন গ তিন দিন ঝ চার দিন ৩৯. এদের কথা হলো ‘মরতে দেব না’Ñ কাদের কথা? ক আন্দোলনকারীদের খ মিছিলকারীদের জ শাসকশ্রেণির ঘ রাজনীতিবিদদের ৪০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীসের রস দিয়ে লবণ পানি খেয়েছিলেন? ক কমলার খ আপেলের জ লেবুর ঘ আমের ৪১. বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? ক একটি খ
এইচএসসি বাংলা বায়ান্নর দিনগুলো বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »