এসএসসি

এসএসসি গণিত সমাধান

এসএসসি গণিত অনুশীলনী ১২.৩ প্রশ্ন সমাধান

নবম দশম শ্রেণির বা এসএসসি গণিত অনুশীলনী ১২.৩ প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। নবম-দশম গণিত অনুশীলনী ১২.৩ প্রশ্ন সমাধান বি.দ্র: কিছু ফন্ট ঠিক দেখতে Google Chrome Browser ব্যবহার করুন। লেখচিত্রের সাহায্যে সমাধান কর : প্রশ্ন \ 1 \ 3x + 4y = 14                  4x – 3y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 3x + 4y = 14…………………. (i) 4x – 3y = 2 …………………. (ii) সমীকরণ (i) থেকে পাই, 4y = 14 – 3x বা, y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x – 2 0 2 y 5 2 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু  (-2, 5), , (2, 2) আবার সমীকরণ (ii) থেকে পাই, – 3y = 2 – 4x বা, 3y = 4x – 2 ∴ y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x -1 0 5 y -2 6 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু  (-1, – 2), , (5,  6)| মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং o মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন (i)নং সমীকরণের (-2, 5), , (2, 2) বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি। আবার, (ii) নং সমীকরণের (-1, – 2), , (5,  6) বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি। সরলরেখাদ্বয় পরস্পর A বিন্দুতে ছেদ করে। লেখ থেকে দেখা যায় A বিন্দুর স্থানাঙ্ক A(2, 2) যা উভয় সমীকরণকে সিদ্ধ করে। ∴ সমাধান : (x, y) = (2, 2) প্রশ্ন \ 2 \ 2x – y = 1                 5x + y = 13 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 2x – y = 1 …………….. (i) 5x + y = 13 …………… (ii) সমীকরণ (1) থেকে পাই, – y = 1 – 2x বা, y = 2x – 1 সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x 0 2 4 y -1 3 7 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (0, -1), (2, 3), (4, 7) আবার, (ii) নং সমীকরণ থেকে পাই, y = 13 – 5x সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x 0 2 3 y 13 3 -2 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (0, 13), (2, 3), (3, -2)| মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং o মূলবিন্দু। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন, (i) নং সমীকরণের (0, -1), (2, 3), (4, 7) বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি। ফলে একটি সরলরেখা পাওয়া গেল। এটি 2x – y = 3 সমীকরণের লেখ। আবার, (ii) নং সমীকরণের (0, 13), (2, 3), (3, -2)| বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি। ফলে একটি সরলরেখা পাওয়া গেছে এটি 5x + y = 13   সমীকরণের লেখ। সরলরেখাদ্বয় পরস্পর A বিন্দুতে ছেদ করে। লেখ থেকে দেখা যায় A বিন্দুর স্থানাঙ্ক A(2, 3) যা উভয় সমীকরণকে সিদ্ধ করে। ∴ সমাধান: (x, y) = (2, 3) প্রশ্ন \ 3 \ 2x + 5y = 1               x + 3y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 2x + 5y = 1 ………………. (i) x + 3y = 2 ………………… (ii) সমীকরণ (i) থেকে পাই, 5y = 1 – 2x ∴ y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x – 2 0 3 y 1 -1 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (- 2, 1), , (3, -1)| আবার, সমীকরণ (ii) থেকে পাই, 3y = 2 – x ∴ y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x -1 2 5 y 1 0 -1 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (-1, 1), (2, 0), (5, -1)| মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং o মূলবিন্দু। ছক কাগজের ক্ষুদ্রতম দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন (i) নং সমীকরণের (- 2, 1), , (3, -1)| বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি। ফলে একটি সরলরেখা পাওয়া গেল। এটিই 2x + 5y = 1 সমীকরণের লেখ। আবার, (ii) নং সমীকরণের (-1, 1), (2, 0), (5, -1)| বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি প্রাপ্ত সরলরেখা দুটি পরস্পর A বিন্দুতে ছেদ করে। লেখ থেকে দেখা যায়, A বিন্দুর স্থানাঙ্ক A(-7, 3) যা উভয় সমীকরণকে সিদ্ধ করে। ∴ সমাধান : (x, y) = (-7, 3) প্রশ্ন \ 4 \ 3x – 2y = 2 5x – 3y = 5 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 3x – 2y = 2……………… (i) 5x – 3y = 5……………… (ii) সমীকরণ (i) থেকে পাই, – 2y = 2 – 3x বা, 2y = 3x – 2 ∴ y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x – 2 0 4 y – 4 -1 5 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (-2,-4), (0, -1), (4, 5) আবার, সমীকরণ (ii) থেকে পাই, – 3y = 5 – 5x বা, 3y = 5x – 5 ∴ y = সমীকরণটিতে x এর সুবিধামতো কয়েকটি মান নিয়ে y এর অনুরূপ মান বের করি ও নিচের ছকটি তৈরি করি : x – 2 1 4 y – 5 0 5 ∴ সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (- 2, – 5),(1, 0), (4, 5) মনে করি, XOX’ ও YOY’ যথাক্রমে x-অক্ষ ও y-অক্ষ এবং o মূলবিন্দু। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের দুই বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। এখন সমীকরণ (i) এর (- 2, – 4), (0, -1) ও (4, 5) বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে যোগ করি এবং উভয় দিকে বর্ধিত করি। ফলে একটি সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখা 3x – 2y = 2 সমীকরণের লেখ। আবার সমীকরণ (ii) এর (-2, – 5),

এসএসসি গণিত অনুশীলনী ১২.৩ প্রশ্ন সমাধান Read More »

এসএসসি পদার্থবিজ্ঞান

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ)

নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বহুনির্বাচনী (MCQ) ১. রেল লাইন নির্মাণের সময় দুইটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? ক লোহা সাশ্রয় করার জন্য খ গ্রীষ্মকালে রেল লাইনের তাপমাত্রা বৃদ্ধি হ্রাস করার জন্য গ রেলগাড়ি চলার সময় খট খট শব্দ করার জন্য ✅ তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য ২. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? ক পাখার বাতাস গায়ের ঘাম বের হতে দেয় না তাই ✅ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে তাই গ পাখার বাতাস শীতল জলীয় বাষ্প ধারণ করে তাই ঘ পাখার বাতাস সরাসরি লোমক‚প দিয়ে শরীরে ঢুকে যায় তাই ৩. সুপ্ততাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i খ ii ✅ ii ও iii ঘ i, ii ও iii চিত্রের সাহায্যে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :           ৪. সম্পূর্ণ বরফ গলতে কত সময় লেগেছিল? ক ২ মিনিট খ ৪ মিনিট ✅ ৬ মিনিট ঘ ৮ মিনিট ৫. গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ✅ ৬ খ ৮ গ ১২ ঘ ১৮ ৬. সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন? ক ৩৬.৮৯K খ ৯৮.৪K গ ১৩৬.৮৯K ✅ ৩০৯.৮৯K ৭. সিসার আপেক্ষিক তাপ কত? ক ৫১০ Jkg-1K-1 খ ৪০০ Jkg-1K-1 গ ২৩০ Jkg-1K-1 ✅ ১৩০ Jkg-1K-1 ৮. ১০০ গ্রাম পানির তাপমাত্রা ৩০°C থেকে ৩৫°C পর্যন্ত উঠাতে কী পরিমাণ তাপের প্রয়োজন? ক ২১ J খ ২১০ J ✅ ২১০০ J ঘ ২১০০০ J ৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ✅ γ = ৩α এবং β = ২α খ γ = ২β এবং β = ২α গ ৩ ঘ ১০. একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা ৯৮.৪৪°F. হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত? ক ৩৬.৯১°C খ ৩৬.৯০°F ✅ ৩৬.৮৯°C ঘ ৩৬.৮৮°C ১১. পানির আপেক্ষিক তাপ কত? ✅ ৪২০০ Jkg-1K-1 খ ২৮০০ Jkg-1K-1 গ ২১০০ Jkg-1K-1 ঘ ২০০০ Jkg-1K-1 ১২. এক জুল = কত ক্যালরী? ক ৪২ খ ৪.২ গ ২.৪ ✅ ০.২৪ ১৩. ক্যালরিমিতির মূলনীতি কোনটি? ক গৃহীত তাপ > বর্জিত তাপ ✅ গৃহীত তাপ = বর্জিত তাপ গ গৃহীত তাপ < বর্জিত তাপ ঘ বর্জিত তাপ < গৃহীত তাপ ১৪. একজন মানুষের দেহের তাপমাত্রা ১০০°F হলে, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? ✅ ৩৭.৭৭°C খ ১০০°C গ ২১২°C ঘ ৩৭৩°C ১৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? ক -২৭৩ K ✅ ২৭৩ K গ ৩৭৩ K ঘ ১২৭৩ K ১৬. ২৫°C তাপমাত্রার পানি এবং ৬০°C তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? ✅ ২৫°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে খ ২৫°C তাপমাত্রার পানি তাপ বর্জন করবে গ ৬০°C তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে ঘ উভয় প্রকার পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকবে ১৭. কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে? ক ৩২°F খ ১০০°F ✅ ২১২°F ঘ ৩৭৩°F ১৮. নিচের কোনটির আপেক্ষিক তাপ ২০০০Jkg-1K-1? ক কেরোসিন ✅ জলীয় বাষ্প গ বরফ ঘ পানি ১৯. নিচের কোন সম্পর্কটি সঠিক? ক α = ২β = ৩γ ✅ গ ২α = ২β = γ ঘ ৩α = ২β = γ ২০. ২ Kg ভরের পানির তাপমাত্রা ৫০°C বৃদ্ধি করতে কী পরিমাণ তাপশক্তির প্রয়োজন? ক ২.১ × ১০৫ J ✅ ৪.২ × ১০৫ J গ ৬.৭২ × ১০৫ J ঘ ৪৫.৩৬ × ১০৫ J ২১. ১০ মস পানির তাপমাত্রা 1 K বাড়াতে কত তাপের প্রয়োজন? ক ৪.২ × ১০৪ J খ ৪.২ × ১০৩ J গ ৪.২ × ১০৫ J ঘ ৪.২ × ১০২ J [সঠিক উত্তর : ৪২ J] ২২. বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? ক ৭০°C খ ১০০°C গ ১২০°C ✅ যেকোনো তাপমাত্রায় ২৩. মোমের ক্ষেত্রে- i. চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায় ii. চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় iii. গলে তরলে পরিণত হলে আয়তন বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক i ও ii ✅ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii ২৪. সুপ্ত তাপের মাধ্যমে- i. বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় ii. বস্তুর অবস্থার পরিবর্তন হয় iii. বস্তুর আন্তঃআণবিক বন্ধন শিথিল হয় নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii ✅ ii ও iii ঘ i, ii ও iii ২৫. দুই টুকরো বরফের স্পর্শতলে চাপ বৃদ্ধি করলে- i. বরফের গলনাঙ্ক কমে যাবে ii. স্পর্শতলের উষ্ণতা বৃদ্ধি পাবে iii. স্পর্শতলের বরফ গলে যাবে নিচের কোনটি সঠিক? ক র খ i ও iii গ ii ও iii ✅ i, ii ও iii নিচের চিত্র হতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও : চিত্র ঃ সময়ের সাপেক্ষে বিভিন্ন তাপমাত্রার চারটি কঠিন পদার্থের (A, B, C, D) অবস্থার পরিবর্তনের লেখচিত্র। ২৬. কোন পদার্থের গলনাঙ্ক সবচেয়ে বেশি? ✅ A খ B গ C ঘ D ২৭. ১২ং পরে পদার্থগুলোর অবস্থা কিরূপ হবে? ক A কঠিন, B তরল খB তরল, C কঠিন গ A তরল, D তরল ✅ B কঠিন, C তরল একটি টেস্ট টিউবে কিছু মোম নিয়ে তার মধ্যে থার্মোমিটার রেখে ধীরে ধীরে সুষমভাবে তাপ দেওয়া হলো এবং প্রতি ৫ মিনিট অন্তর অন্তর পাঠ লিপিবদ্ধ করা হলো। এভাবে প্রাপ্ত তথ্য থেকে নিম্নের লেখচিত্রটি পাওয়া গেল। উল্লিখিত তথ্য থেকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. মোমের স্ফুটনাংক কত? ক ৪৫ ক ✅ ৪৫৩ K গ ০°C ঘ -২৭৩ K ২৯. লেখচিত্র থেকে পাওয়া যায় মোমের- i. আপেক্ষিক তাপ ii. গলনাঙ্ক iii. স্ফুটনাঙ্ক নিচের কোনটি সঠিক? ক র খ i ও ii ✅ ii ও iii ঘ i, ii ও iii তাপমাত্রা বনাম সময় লেখচিত্রটি লক্ষ করে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও : ৩০. সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ৫ খ ১০ ✅ ১৫ ঘ ২০ ৩১. বরফ গলা পানির তাপমাত্রা স্ফুটনাংকে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত মিনিট? ক ১৫ ✅ ২০ গ ২৫ ঘ ৩৫ এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় MCQ অনুচ্ছেদ অনুযায়ী ৬.১ তাপ ও তাপমাত্রা 👉 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. তাপের আদান-প্রদান কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন) ক তাপের পরিমাণ ✅ তাপীয় অবস্থা গ পরিবেশ ঘ উপাদান ৩৩. কোনো বস্তুতে তাপ প্রদান করলে অণুগুলোর গতি কেমন হয়? (জ্ঞান) ✅ বেড়ে যায় খ কমে যায় গ স্থির থাকে ঘ কখনো বাড়ে, কখনো কমে ৩৪. পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে? (জ্ঞান) ক স্থিতিশীল ✅ গতিশীল গ স্থির ঘ প্রথমে গতিশীল, পরে স্থিতিশীল ৩৫. ত্রৈধবিন্দু তাপমাত্রায় পানি কয়টি অবস্থায়

এসএসসি পদার্থবিজ্ঞান ৬ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব বহুনির্বাচনী (MCQ) Read More »

এসএসসি গণিত সমাধান

এসএসসি গণিত অনুশীলনী ১২.২ প্রশ্ন সমাধান

নবম-দশম শ্রেণির বা এসএসসি গণিত ১২ অধ্যায়ের অনুশীলনীর ১২.২ প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। নবম দশম শ্রেণির গণিত অনুশীলনীর ১২.২ প্রশ্ন সমাধান বি.দ্র: কিছু ফন্ট ঠিক দেখতে Google Chrome Browser ব্যবহার করুন। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর (১ – ৩) : প্রশ্ন \ ১ \ 7x – 3y = 31                    9x – 5y = 41 সমাধান : দেওয়া আছে, 7x – 3y = 31 … … … … … … (i) 9x – 5y = 41 … … … … … … (ii) সমীকরণ (i) থেকে পাই, – 3y = 31 – 7x ∴y =  … … … … … … … (iii) সমীকরণ (ii)-এ y এর মান বসিয়ে পাই, 9x – 5 = 41 বা, বা, 27x + 155 – 35x = 123 [উভয়পক্ষকে ৩ দ্বারা গুণ করে] বা, – 8x = 123 – 155 [পক্ষান্তর করে] বা, – 8x = – 32 বা, ∴x = 4 x এর মান সমীকরণ (iii)-এ বসিয়ে পাই, নির্ণেয় সমাধান : (x, y) = (4, – 1) প্রশ্ন \ ২ \ সমাধান : দেওয়া আছে, … … … … … (i) … … … … … (ii) সমীকরণ (i) ও (ii) এর উভয়পক্ষকে ৬ দ্বারা গুণ করে ভগ্নাংশমুক্ত করি, 3x + 2y = 6 … … … … … (iii) ∴ 2x + 3y = 6 … … … … … (iv) সমীকরণ (iii) থেকে পাই, 2y = 6 – 3x ∴ y = … … … … … (v) সমীকরণ (রা)-এ y এর মান বসিয়ে পাই, 2x + 3 = 6 বা, 4x + 18 – 9x = 12  [উভয়পক্ষকে ২ দ্বারা গুণ করে] বা, – 5x = 12 – 18 বা, – 5x = – 6 ∴ x = x এর মান সমীকরণ (v)-এ বসিয়ে পাই, y = নির্ণেয় সমাধান : (x, y) = প্রশ্ন \ ৩ \   2  ax + by = a2 + b2 সমাধান : দেওয়া আছে,  2 … … … … … (i) ax + by = a2 + b2 … … … (ii) সমীকরণ (ii) থেকে পাই, by = a2 + b2 – ax বা, y = … … … … (iii) সমীকরণ (i)-এ y এর স্থলে ধীন বসিয়ে পাই, বা, বা, b2x + a3 + ab2 – a2x = 2ab2  [ধন২ দ্বারা উভয়পক্ষকে গুণ করে] বা, b2x – a2x = 2ab2 – a3 – ab2 বা,x(b2 – a2) = ab2 – a3 বা, x = ∴ x =  a সমীকরণ (iii)-এ x এর মান বসিয়ে পাই, ∴ y = ∴সমাধান : (x, y) = (a, b) অপনয়ন পদ্ধতিতে সমাধান কর (৪ – ৬) : প্রশ্ন \ ৪ \ 7x – 3y = 31                 9x – 5y = 41 সমাধান : দেওয়া আছে, 7x – 3y = 31 … … … … … (i) 9x – 5y = 41 … … … … … (ii) সমীকরণ (i) ও (ii) কে যথাক্রমে ৫ এবং ৩ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, 35x – 15y  =   155 27x – 15y  =   123 (–)     (+)        (–)     8x               =   32 বা, x = ∴ x = 4 x এর মান সমীকরণ (i)-এ বসিয়ে পাই, 7 × 4 – 3y = 31 বা, 28 – 3y = 31 বা, – 3y = 31 – 28 বা, – 3y = 3 ∴ y = = –1 নির্ণেয় সমাধান : (x, y) =(4, – 1) প্রশ্ন \ ৫ \ 7x – 8y = – 9                  5x – 4y = – 3 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 7x – 8y = – 9  …………. (i) 5x – 4y = – 3 ………… (ii) সমীকরণ (i) কে ৫ দ্বারা এবং (ii) কে ৭ দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, 35x – 40y = – 45 35x – 28y = – 21 (– )   ( + )        ( + )         – 12y = – 24 বা,12y = 24 বা, y = ∴ y = 2 y এর মান সমীকরণ (i)-এ বসিয়ে পাই, 7x – 8 × 2 = -9 বা,   7x = -9 + 16 বা,   7x = 7 বা, x = ∴ x = 1 নির্ণেয় সমাধান : (x, y) =(1, 2) প্রশ্ন \ ৬ \ ax + by = c                  a2x + b2y = c2  সমাধান : দেওয়া আছে, ax + by = c … … … … … (i) a2x + b2y = c2 … … … … … (ii) সমীকরণ (i) কে ধ দ্বারা গুণ করি, a2x + aby = ac … … … … … (iii) সমীকরণ (iii) থেকে (ii) বিয়োগ করি, a2x + aby  = ac a2x + -b2y = c2 (–)         (–)           (–)          aby – b2y = ac – c2 বা, y(ab – b2) = ac – c2 বা, y = ∴ y =  সমীকরণ (i)-এ y এর মান বসিয়ে পাই, বা, বা, বা, বা, ∴ x = নির্ণেয় সমাধান : (x, y) = আড়গুণন পদ্ধতিতে সমাধান কর (৭-১৫) : প্রশ্ন \ ৭ \ 2x + 3y + 5 = 0                 4x + 7y + 6 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 2x + 3y + 5 = 0 … … … … … … (i) 4x + 7y + 6 = 0 … … … … … … (ii) সমীকরণ (i) ও (ii)-এ বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই, বা, বা, এখন, এবং বা,   বা, ∴ y = 4 নির্ণেয় সমাধান : (x, y) = প্রশ্ন \ ৮ \ 3x – 5y + 9 = 0                  5x – 3y – 1 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, 3x – 5y + 9 = 0 … … … … … (i) 5x – 3y – 1 = 0 … … … … … (ii) সমীকরণ (i) ও (ii)-এ বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই, বা, বা, বা, [১৬ দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশকে গুণ করে] এখন, এবং ∴ x = 2 ∴ y = 3 নির্ণেয় সমাধান : (x, y) = (2, 3) প্রশ্ন \ ৯ \ x + 2y = 7                 2x – 3y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণদ্বয়, x + 2y = 7 বা,   x + 2y – 7

এসএসসি গণিত অনুশীলনী ১২.২ প্রশ্ন সমাধান Read More »

এসএসসি গণিত সমাধান

এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনী ১২.১ প্রশ্ন সমাধান

নবম-দশম শ্রেণির বা এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনীর প্রশ্ন সমাধান নিচে দেওয়া হলো। দ্বাদশ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ বি.দ্র: কিছু ফন্ট ঠিক দেখতে Google Chrome Browser ব্যবহার করুন। পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি 👉 সরল সহসমীকরণ সরল সহসমীকরণ বলতে দুই চলকবিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বুঝায় যাদের যুগপৎ সমাধান চাওয়া হয়, এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণজোটও বলে। প্রথমে আমরা ২ী + ু = ১২ সমীকরণটি বিবেচনা করি। এটি একটি দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ।   সমীকরণজোট সহগ ও ধ্রুবক পদ তুলনা সমঞ্জস/অসমঞ্জস পরস্পর নির্ভরশীল/অনির্ভরশীল সমাধান আছে (কয়টি)/নেই (i) a1x + b1y = c1 a2x + b2y = c2 সমঞ্জস অনির্ভরশীল আছে (একটিমাত্র) (ii) a1x + b1y = c1 a2x + b2y = c2 সমঞ্জস নির্ভরশীল আছে (অসংখ্য) (iii) a1x + b1y = c1 a2x + b2y = c2 অসমঞ্জস অনির্ভরশীল নেই   অনুশীলনীর প্রশ্ন ও সমাধান নিচের সরল সহসমীকরণগুলো সমঞ্জস, পরস্পর নির্ভরশীল/অনির্ভরশীল কি না যুক্তিসহ উল্লেখ কর এবং এগুলোর সমাধানের সংখ্যা নির্দেশ কর : প্রশ্ন \ ১ \ x – y = 4              x + y = 10 সমাধান : প্রদত্ত সমীকরণ জোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত – আমরা পাই, ≠ – ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ২ \ 2x + y = 3            4x + 2y = 6 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা  y এর সহগদ্বয়ের অনুপাত ধ্রুবক পদদ্বয়ের অনুপাত ৩৬ বা আমরা পাই, = =  ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৩ \ x – y – 4 = 0                3x – 3y – 10 = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত   বা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত বা আমরা পাই, = ≠ ∴ সমীকরণজোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির কোনো সমাধান নেই। প্রশ্ন \ ৪ \ 3x + 2y = 0                   6x + 4y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, = ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৫ \  3x + 2y = 0                 9x – 6y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট :  x এর সহগদ্বয়ের অনুপাত বা y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ ∴ সমীকরণজোটটি সর্বদা সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল এবং একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ৬ \ 5x – 2y – 16 = 0                 3x – y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত  বা, বা ধ্রুবক পদদ্বয়ের অনুপাত = বা আমরা পাই, = ≠ ∴ সমীকরণজোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির কোনো সমাধান নেই। প্রশ্ন \ ৭ \                     x – 2y = 2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত বা – ধ্রুবক পদদ্বয়ের অনুপাত – আমরা পাই, = = – ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে। প্রশ্ন \ ৮ \                     x – 2y = 0 সমাধান : প্রদত্ত সমীকরণজোট :   x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ [∵ c1 = c2 = o] ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। প্রশ্ন \ ৯ \                     x + y = 5 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : ∴ x এর সহগদ্বয়ের অনুপাত বা – y এর সহগদ্বয়ের অনুপাত আমরা পাই, – ≠ ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র সমাধান আছে। প্রশ্ন \ ১০ \ ax – cy = 0                    cx – ay = c2 – a2 সমাধান : প্রদত্ত সমীকরণজোট : x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত বা আমরা পাই, ≠ ∴ সমীকরণজোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল। সমীকরণজোটটির একটিমাত্র (অনন্য) সমাধান আছে। 🔶🔶 এসএসসি গণিত অনুশীলনী ১১.১ 🔶🔶 এসএসসি সাধারণ গণিত সকল অধ্যায়  

এসএসসি গণিত ১২ অধ্যায় দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনী ১২.১ প্রশ্ন সমাধান Read More »

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf (সকল বিষয় আলাদা আলাদ ও একসাথে)

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকের পোষ্টে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের অনেকেই হয়তো এসএসসি ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস এখনো ডাউনলোড করোনি। অথবা অনেকেই হয়তো এই এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস নিয়ে উদাসীন। এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস অনুযায়ী হয়তো তোমরা তোমাদের বইয়ের অধ্যায় গুলো কে মার্ক করে রেখেছো। কিন্তু শুধুমাত্র অধ্যায়গুলো কে মার্ক করে রাখলেই সবকিছু হয়ে যাবে না। তোমাদের দেখতে হবে এই এসএসসি পরীক্ষা ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস এ কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়গুলো রয়েছে। এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf ডাউনলোড করে ওপেন করলে তোমরা দেখতে পাবে প্রতিটি অধ্যায়ের ডানদিকে বিষয়ের উল্লেখ রয়েছে। অর্থাৎ অধ্যায়ের প্রত্যেকটি আর্টিকেল সিলেবাসে আছে কিনা সেটা তোমাদের যাচাই করতে হবে। যদি এমন হয় যে অধ্যায়ের সবগুলো টপিক সিলেবাসে নাই তাহলে সেগুলো যদি তোমরা পরো তাহলে তোমাদের অতিরিক্ত পড়া হয়ে যাবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে তোমাদের সমস্যা হবে। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস pdf ডাউনলোড করে তার প্রত্যেকটি বিষয় প্রিন্ট করে তোমাদের সাথে রাখবে। এবং তোমাদের বউয়ের অধ্যায়ের ভিতরে ঢুকে কোন আর্টিকেল গুলো আছে সেগুলো মার্ক করে রাখবেন। অথবা প্রত্যেকটি বিষয় পড়ার সময় প্রিন্ট করা কপি টি দেখে সেই অনুযায়ী পড়বে। এসএসসি ২০২৩ এর মানবন্টন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো পরীক্ষার মান বন্টন সম্পর্কে? তাহলে চলো প্রথমে সংক্ষিপ্ত সিলেবাস এর মানবন্টন দেখে নেওয়া যাক। ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড(nctb) , বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে । ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে । এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণনম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে । এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘন্টা সময় থাকবে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই উপরের পরীক্ষার মান বন্টন সম্পর্কে নিশ্চিত হয়েছে। এখন নিচে তোমাদের এসএসসি ২০২৩ সংক্ষিপ্ত সিলেবাস র েওপিডিএফ ডাউনলোড লিঙ্ক গুলো দেওয়া হল। এখান থেকে তোমরা প্রতিটা বিষয়ের জন্য আলাদা করে ডাউনলোড করতে পারবেন। এবং সব গুলো একসাথে ডাউনলোড করতে পারবে। সেজন্য তো মাদের নিচের অংশটি ভালো করে দেখতে হবে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বিষয় ভিত্তিক নির্দিষ্ট  বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে নামের উপর ক্লিক করুন। এস এস সি ২০২৩ বাংলা ১ম পত্র সিলেবাস এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ইংরেজী ১ম পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ইংরেজী ২য় পত্র সিলেবাস এসএসসি ২০২৩ গণিত সিলেবাস এসএসসি ২০২৩ উচ্চতর গণিত সিলেবাস এসএসসি ২০২৩ রসায়ন সিলেবাস এসএসসি ২০২৩ জীববিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ পদার্থবিজ্ঞান সিলেবাস এস এস সি ২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিলেবাস এসএসসি ২০২৩ পৌরনীতি ও নাগরিকতা সিলেবাস এসএসসি ২০২৩ ভূগোল ও পরিবেশ সিলেবাস এসএসসি ২০২৩ কৃষি শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ গার্হস্থ্য বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ হিসাব বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ ব্যবসায় উদ্যোগ সিলেবাস এসএসসি ২০২৩ অর্থনীতি সিলেবাস এসএসসি ২০২৩ ইতিহাস ও বিশ্বসভ্যতা পত্র সিলেবাস এসএসসি ২০২৩ ফিন্যান্স ও ব্যাংকিং সিলেবাস এসএসসি ২০২৩ চারু ও কারুকলা সিলেবাস এসএসসি ২০২৩ ক্যারিয়ার শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ শারীরিক শিক্ষা, সাস্থবিজ্ঞান ও খেলাধুলা পত্র সিলেবাস এসএসসি ২০২৩ আরবি সিলেবাস এসএসসি ২০২৩ সংস্কৃত সিলেবাস এসএসসি ২০২৩ পালি সিলেবাস এসএসসি ২০২৩ সংগীত সিলেবাস এসএসসি ২০২৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাস এসএসসি ২০২৩ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস এসএসসি ২০২৩ বিজ্ঞান সিলেবাস এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস pdf এসএসসি ২০২৩ শর্ট সিলেবাস সকল বিষয় একসাথে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এবং একটি গুগল ড্রাইভ লিংক ওপেন হবে। সেখানে ডানে কোনায় একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হলে ওপেন করুন।

এসএসসি ২০২৩ এর সংক্ষিপ্ত সিলেবাস pdf (সকল বিষয় আলাদা আলাদ ও একসাথে) Read More »

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচি

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্বাচনী আর থার্ড টেস্ট পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে। আজকে পোস্টে আমরা দেখব এসএসসি ২০২৩ সালের টেস্ট পরীক্ষার রুটিন। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২২ সালের জুন মাসে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। 2003 সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য সেই নির্ধারিত সিলেবাস এর উপরেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এসএসসি ২০২৩ টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বোর্ড থেকে সরবরাহ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নিজ নিজ আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রশ্নপত্র গুলো ডাউনলোড করতে পারবেন। ২০২৩ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান তার নিজ এলাকার বিদ্যুৎ অফিসের সাথে কথা বলবেন। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে থেকে এই নির্বাচনী বা টেস্ট পরীক্ষার রুটিন সম্পর্কে অবহিত হবে। আমাদের এই আজকের পোষ্টে যশোর বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রুটিন পিডিএফ দেওয়া হল। এসএসসি ২০২৩ সালের টেস্ট পরীক্ষার রুটিন এসএসসি ২০২৩ টেস্ট পরীক্ষা ১৮/১০/২০২২ থেকে শুরু হবে এবং ০৩/১১/২০২২ শেষ হবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময়সূচি Read More »

এসএসসি গণিত সমাধান

নবম দশম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ১১.২

এসএসসি বা নবম দশম শ্রেণির গণিত সমাধান অংশে আজকের আয়োজন নবম দশম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী 11.2। এখানে আপনারা নবম দশম শ্রেণির গণিত বইয়ের সমাধান হিসেবে সকল অধ্যায়ের সমাধান পেয়ে যাবেন। নবম দশম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ও নবম দশম শ্রেণীর গণিত mcq সমাধান ও আমাদের সাইটে পেয়ে যাবেন যার লিংক নিচে দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণীর গণিত সমাধান অনুশীলনী ১১.২ বি.দ্র: পোস্টটি সঠিকভাবে দেখতে google chrome অথবা প্রতিষ্ঠিত কোন ব্রাউজার ব্যবহার করুন। 1. a, b, c ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক? ক. a2 = bc ✅ b2 = ac গ. ab = bc গ. a = b = c 2. আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5 : 3; আরিফের বয়স 20 বছর হলে, কত বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে? ক. 5 বছর খ. 6 বছর ✅ 8 বছর ঘ. 10 বছর ব্যাখ্যা : ধরি, আরিফের বয়স 5x এবং আকিবের বয়স 3x প্রশ্নমতে, 5x = 20 ∴ x = 4 ∴ আকিবের বয়স = (3 × 4) বছর = 12 বছর আবার, ধরি, y বছর পর তাদের বয়সের অনুপাত 7 : 5 হবে ∴ \[\frac{{20 + y}}{{12 + y}}{\rm{ = }}\frac{7}{5}\] বা, 100 + 5y = 84 + 7y বা, 7y – 5y = 100 – 84 বা, 2y = 16 ∴ y = 8 ∴ 8 বছর পর বয়সের অনুপাত 7 : 5 হবে। 3. নিচের তথ্যগুলো লক্ষ কর : i. সমানুপাতের চারটি রাশিই একজাতীয় হওয়ার প্রয়োজন হয় না। ii. দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। iii. \[\frac{a}{b}{\rm{ = }}\frac{c}{d}{\rm{ = }}\frac{e}{f}{\rm{ = }}\frac{g}{h}\]  হলে, এদের প্রতিটি অনুপাতের মান \[\frac{{a + c + e + g}}{{b + d + f + h}}\] উপরের তথ্যগুলোর ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক.i ও ii খ.ii ও iii ✅i ও iii ঘ. i, ii ও iii ব্যাখ্যা : ii সঠিক নয়; কারণ, দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান হবে। যদি তাদের উচ্চতা সমান হয়। কিন্তু এখানে উচ্চতার কথা বলা হয় নি। ΔABC এর কোণগুলোর অনুপাত 2 : 3 : 5 এবং ABCD চতুর্ভুজের কোণ চারটির অনুপাত 3 : 4 : 5 : 6; তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? ক. 2 গুণ ✅ 4 গুণ গ. 8 গুণ ঘ. 6 গুণ ব্যাখ্যা : ধরি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য x ∴ ক্ষেত্রফল = x2 বর্গ একক দৈর্ঘ্য দ্বিগুণ হলে বাহুর দৈর্ঘ্য = 2x ∴ ক্ষেত্রফল = (2x)2 বর্গ একক = 4×2 বর্গ একক 5. x : y = 7 : 5, y : z = 5 : 7 হলে, x : z = কত? ক. 35 : 49 ✅ 35 : 35 গ. 25 : 49 ঘ. 49 : 25 প্রশ্ন \ 6 \ একটি কাঠের পুল তৈরির প্রাক্কলিত ব্যয় 90,000 টাকা। কিন্তু খরচ বেশি হয়েছে 21,600 টাকা। খরচ শতকরা কত বৃদ্ধি পেয়েছে? সমাধান : দেওয়া আছে, প্রাক্কলিত ব্যয় = 90,000 টাকা খরচ বৃদ্ধি = 21600 টাকা ∴ শতকরা খরচ বৃদ্ধি =( প্রাক্কলিত ব্যয়/খরচ বৃদ্ধি) × 100 % = \[\left( {\frac{{90000}}{{21600}} \times 100} \right)\% = 24\% \] ∴ খরচ 24% বৃদ্ধি পেয়েছে। (ans) প্রশ্ন \ 7 \ ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কী পরিমাণ চাল আছে? সমাধান : দেওয়া আছে, চাল : তুষ = 7 : 3 মনে করি, ধানে চালের পরিমাণ = 7x এবং তুষের পরিমাণ = 3x তাহলে, ধানের ওজন হবে (7x + 3x) বা 10x ধানে চালের শতকরা পরিমাণ = চালের পরিমাণ/ ধানের পরিমাণ × 100 % \[ = \left( {\frac{{7x}}{{10x}} \times 100} \right)\% \; = {\rm{ }}70\% \]∴ ধানে 70% চাল আছে। (ans) প্রশ্ন \ 8 \ 1 ঘন সে.মি. কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? সমাধান : 1 ঘন সে.মি. কাঠের ওজন = 7 ডেসিগ্রাম 1 ঘন সে.মি. পানির ওজন = 1 গ্রাম = 10 ডেসিগ্রাম এখন, 1 ঘন সে.মি. কাঠের ওজন/1 ঘন সে.মি. পনির ওজন =\[\frac{7}{{10}}\] ∴কাঠের ওজন এবং সমআয়তনের পানির ওজনের শতকরা \[{\rm{ = }}\left( {\frac{7}{{10}} \times 100} \right)\% {\rm{ = 70}}\% \] ∴ কাঠের ওজন সমআয়তন পানির ওজনের 70% (ans) প্রশ্ন \ 9 \ ক, খ, গ, ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন, ক এর অংশ : খ এর অংশ = 2 : 3, খ এর অংশ : গ এর অংশ = 1 : 2 এবং গ এর অংশ : ঘ এর অংশ = 3 : 2 হয়। সমাধান : এখানে, ক এর অংশ : খ এর অংশ = 2 : 3 খ এর অংশ : গ এর অংশ = 1 : 2 = (1 × 3) : (2 × 3) = 3 : 6 গ এর অংশ : ঘ এর অংশ = 3 : 2 = (3 × 2) : (2 × 2) = 6 : 4 ∴ ক এর অংশ : খ এর অংশ : গ এর অংশ : ঘ এর অংশ = 2 : 3 : 6 : 4 ∴ অনুপাতের রাশিগুলোর যোগফল = 2 + 3 + 6 + 4 = 15 ∴ ক এর অংশ = 300 এর ২/১৫ টাকা = 40 টাকা খ এর অংশ = 300 এর ৩/১৫ টাকা = 60 টাকা গ এর অংশ = 300 এর  ৬/১৫ টাকা = 120 টাকা এবং ঘ এর অংশ = 300 এর ৪/১৫ টাকা = 80 টাকা ∴ ক 40 টাকা, খ 60 টাকা, গ 120 টাকা এবং ঘ 80 টাকা পায়। (ans) প্রশ্ন \ 10 \ তিনজন জেলে 690 টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত , এবং হলে, কে কয়টি মাছ পেল? সমাধান : দেওয়া আছে, মোট মাছের সংখ্যা = 690 টি তিনজনের অংশের অনুপাত = \[\frac{2}{3}:\frac{4}{5}:\frac{5}{6}\] \[{\rm{ = }}\left( {\frac{2}{3} \times 30} \right):\left( {\frac{4}{5} \times 30} \right):\left( {\frac{5}{6} \times 30} \right)\] [3, 5 ও 6 এর ল. সা. গু. 30 দিয়ে গুণ করে] = 20 : 24 : 25 ∴ অনুপাতের রাশিগুলোর যোগফল = 20 + 24 + 25 = 69 ∴ 1ম জেলের মাছের সংখ্যা = 690 এর ২০/৬৯ টি = 200 টি 2য় জেলের মাছের সংখ্যা = 690 এর ২৪/৬৯ টি = 240 টি এবং 3য় জেলের মাছের সংখ্যা = 690 এর ২৫/৬৯ টি = 250 টি ∴ তিনজন জেলে যথাক্রমে 200 টি, 240 টি এবং 250 টি মাছ পেল। (ans)

নবম দশম শ্রেণির গণিত সমাধান অনুশীলনী ১১.২ Read More »

Scroll to Top