গণিত

এসএসসি গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ]

  এসএসসি সাধারণ গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ] নমব, দশম, অথবা এসএসসি শিক্ষার্থী সাধারণ গণিতের অনুশীলনীর অনেক সমস্যার সমাধান তাদের গাইড বইয়ে পাওয়া যায় না। কারণ অনেকে সাধারণ গণিত পুরাতন গাইড ব্যবহার করে। আবার একজন শিক্ষকের কাছেও এরকমটা হতে পারে। তাই সাধারণ গণিতের সেট ফাংশন অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর সঠিক ও নির্ভূলভাবে দেওয়া হলো।  আপনারা গণিত অনুশীলনী ২.২ সমাধান এর পিডিএফ কপি নিতে চাইলে নিচে কমেন্ট করুন। সাধারণ গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন ১। ৪ এর গুণনীয়ক সেট কোনটি? ক) {8,16,24,—}     খ) {1,2,4, 8} গ) {2,4, 8}             ঘ) {1,2} উত্তরঃ খ ২।  সেট C হতে সেট B এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক? ক) R ⊂ C     খ) R ⊂ B গ) R ⊆ C × B    ঘ) C × B ⊆ R উত্তরঃ গ ৩।  A= {1,2}, B = (2,5) হলে P(A∩B) এর সদস্য সংখ্যা নিচের কোনটি? ক) 1     খ) 2    গ) 3     ঘ) ৪ উত্তরঃ খ ৪। নিচের কোনটি {x ∈ N : 13 <x <17 এবং x মৌলিক সংখ্যা} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে? ক) ∅     খ) {0}     গ) {∅}     ঘ) {13,17)} উত্তরঃ ক ৫।  A∪B= {a,b,c} হলে (i) A= {a,b}, B= {a,b,c} (ii) A= {a,b,c}, B = {b,c} (iii) A = {a,b}, B= {c} উপর্যুন্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক) i     খ) ii     A) i ও  ii    ঘ) i, ii ও iii উত্তরঃ ঘ ৬। A ও  B দুইটি সসীম সেটের জন্য (i) A×B = {x,y):x∈A এবং y∈B} (ii)  n(A) = a,n(B) = b হলে  n(A × B) = ab (iii) A × B এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় উপর্যুন্ত তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক) i     খ) ii     A) i ও  ii    ঘ) i, ii ও iii উত্তরঃ ঘ A =  {6,7,8,9,10,11,12,13) হলে, নিচের ৭ – ৯ প্রশ্নগুলোর উত্তর দাও: ৭। A সেটের সঠিক প্রকাশ কোনটি? ক) {x ∈ N : 6 <x <13}  খ) {x ∈ N : 6 ≤ x < 13 } গ) {x ∈ N : 6 ≤ x ≤ 13 } ঘ) {x ∈ N : 6 < x ≤ 13 } উত্তরঃ গ ৮। A সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? ক) {6,8,10,12} খ) {7,9,11,13) গ) {7,11,13}  ঘ) {9,12} উত্তরঃ গ ৯। A সেটের 3 এর গুণিতকগুলোর সেট কোনটি? ক) {6,9} খ) {6,11} গ) {9,12} ঘ) {6,9, 12} উত্তরঃ ঘ ১০। যদি A=  (3,4}, B= {2,4}, x ∈ A এবং y ∈ B  হয়, তবে A ও B এর উপাদানগুলোর মধ্যে x >y সম্পর্ক বিবেচনা  করে অন্বয়টি নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে,      A=  (3,4}, B= {2,4}     প্রশ্নমতে, রিলেশনটি, R= {(x,y): x  ∈ A এবং y ∈ B এবংx >y}     এখানে A×B = {3,4} ×{2,4}         ={(3,2), (3,4), (4,2), (4,4)} ∴  x >y সম্পর্ক অনুসারে R = {(3,2), (4,2)} (ans) ১১। যদি C = {2,5},D = {4,6,7}, x ∈ C এবং y ∈ D  হয় তবে C ও D এর উপাদানগুলোর মধ্যে x+1<y  সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্বয়টি নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে,      C = {2,5},D = {4,6,7}     প্রশ্নমতে, রিলেশনটি, R= {(x,y): x  ∈ C এবং y ∈ D এবং x +1<y}     এখানে C×D = {2,5} ×{4,6,7}         ={(2,4), (2,6), (2,7), (5,4), (5,6), (5,7)} ∴  x +1<y সম্পর্ক অনুসারে R ={(2,4), (2,6), (2,7), (5,7)} (ans) ১২।  f(x) = x⁴ + 5x -3 হলে f(-1), f(2) এবং  f(1/2) এর মান নির্ণয় কর। সমাধানঃ দেওয়া আছে, f(x) = x⁴ + 5x -3     ∴ f(-1) = (-1)⁴ + 5(-1) -3         = 1-5-3         = -7 (ans)      f(x) = x⁴ + 5x -3     f(2) = 2⁴ + 5.2 -3         = 16+10-3         = 23 (ans)     f(x) = x⁴ + 5x -3 ১৩।  যদি f(y) = y³ + ky² – 4y — 8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে? সমাধানঃ দেওয়া আছে,      f(y) = y³ + ky² – 4y — 8     ∴ f(-2) = (-2)³ + k(-2)² – 4(-2) — 8         = -8 +4k +8 — 8         =4k-8 আবার,  f(-2) = 0 হবে যদি,         4k-8=০       বা, k= 8/4         ∴ k=2 ∴ k এর মান 2 হলে f(-2) = 0 হবে [ans] ১৪।. f(x) = x³ — 6x² + 11x – 6 হয়, তবে x এর কোন মানের জন্য f(2) = 0 হবে? সমাধানঃ দেওয়া আছে,      f(x) = x³ — 6x² + 11x – 6 এখানে, f(2) = 0 বা, x³ — 6x² + 11x – 6 =0 বা, x³ – x² – 5x² + 5x + 6x – 6 =0 বা, x²(x-1) -5x(x-1) +6(x-1) = 0 [x=1 হলে সমীকরণটির মান শূন্য হয় তাই (x-1) এর একটি উৎপাদক] বা, (x-1)(x²-5x+6) = 0 হয়, x-1=০ ∴ x =1 অথবা, x²-5x+6 =0     বা, x²-2x – 3x+6 =0     বা, x(x-2)-3(x-2) =0     বা, (x-2)(x-3) =0 হয়, x-2 =0 ∴ x =2 অথাব, x-3 =0 ∴ x =3 x এর নির্ণেয় মানঃ1 অথবা 2 অথবা 3 [ans] ১৬ নং প্রশ্নের সমাধান ১৭। নিচের অন্বয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কর। ক)  R= {(2, 1), (2,2), (2, 3)} খ) S = {(-2, 4),(-1, 1), (0,0), (1, 1), (2,4)} গ) F={(1/2.0), (1,1), (1,-1), (5/2,2), (5/2, -2)} (ক) এর সমাধানঃ দেওয়া আছে, R = {(2, 1), (2,2), (2, 3)}         R অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 2, 2, 2 এবং দ্বিতীয় উপাদানসমূহ 1, 2,3 ∴ ডোমেন R= {2} এবং রেন্জ R= {1,2,3} [ans] (খ) এর সমাধানঃ দেওয়া আছে, S = {(-2, 4),(-1, 1), (0,0), (1, 2), (2,4)}         S অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ  -2, -1, 0, 1, 2 এবং দ্বিতীয় উপাদানসমূহ 4, 1, 0, 1, 4 ∴ ডোমেন S= {-2, -1, 0, 1, 2} এবং রেন্জ R= {0, 1, 4} [ans] (গ) এর সমাধানঃ দেওয়া আছে, F={(1/2.0), (1,1), (1,-1), (5/2,2), (5/2, -2)}        F অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ  1/2, 1, 1, 5/2, 5/2 এবং দ্বিতীয় উপাদানসমূহ  0, 1, -1, 2, -2 ∴ ডোমেন F = {1/2, 1, 5/2} এবং রেন্জ R= { 0, 1, -1, 2, -2} [ans] ১৮, নিচের অন্বয়গুলোকে তালিকা পন্ধতিতে প্রকাশ কর এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় কর। ক) R = {(x,y) : x∈A,  y∈A এবং x+y=1} যেখানে A = {-2, -1,

এসএসসি গণিত অনুশীলনী ২.২ সেট ফাংশন প্রশ্ন সমাধান [ ssc math chapter 2.2 set and function question & answer ] Read More »

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন।

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন। ৮ম শ্র্রেণি শিক্ষার্থীদের জেএসসি (JSC) পরীক্ষার প্রস্তুতির জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়টি (মুনাফা) খুব ভালো আয়ত্ব করা প্রয়োজন। জেএসসি পরীক্ষার্থীদের গণিত ২য় অধ্যায় মুনাফার পূর্ণ প্রস্তুতির জন্য আজকের পোস্টে সম্ভাব্য সকল রচনামূলক সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। এই সৃজনশীল প্রশ্ন সাজেশনটি আয়ত্ব করলে যথেষ্ট হয়ে যাবে ইন শাহ আল্লাহ। ৮ম শ্রেণি গণিতের ২য় অধ্যায়ে ২টি অনুশীলনী আছে অনুশীলনী ২.১ অনুশীলনী ২.২ দুটি অনুশীলনীর রচনামূলক সৃজনশীল প্রশ্ন সাজেশন নিচে দেওয়া হলো। দ্বিতীয় অধ্যায়: মুনাফা অনুশীলনী-২.১ রচনামূলক সৃজনশীল ১। একজন চাল ব্যবসায়ী কিছু চাল ৯৫০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা x বছরের জন্য ১০% সরল মুনাফায় ব্যাংকে রাখায় মুনাফা আসলের ৩/৫ অংশ হয়।                                                                             চ.বো-১৭ ক. মুনাফার হার কাকে বলে? খ. চাল বিক্রেতা ঐ চাল কত টাকায় বিক্রয় করলে ৭% লাভ হতো? গ. x এর মান নির্ণয় কর। ২। কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে ২১৬০০ টাকা এবং মুনাফা, আসলের ২/৭ অংশ। ক. ৮.৫% মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা ২৫৫০ টাকা? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত হার মুনাফায় ১৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলে ৬ বছর পর মুনাফা-আসলে কত টাকা হবে তা নির্ণয় কর। ৩। হামিম ডজন ১৫ টাকা দরে কতকগুলো কলা ক্রয় করল এবং ডজন ১০ টাকা দরে সমান সংখ্যাক কলা ক্রয় করে সবগুলো কলা ডজন ১৪ টাকা দরে বিক্রয় করল। ক. গড়ে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত? খ. এতে শতকরা কত লাভ হবে? গ. ২০% লাভের জন্য প্রতিটি কলার বিক্রয়মূল্য কত? ৪। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হয়। ক. মুনাফার হার নির্ণয় কর। খ. একই হার মুনাফায় কত বছরে ঐ আসল, মুনাফা-আসলে তিনগুণ হবে? গ. উক্ত হার মুনাফায কত টাকা ৪ বছরে মুনাফা-আসলে ২০৫০ টাকা হবে? ৫। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ২৮,০০০ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ৩০,০০০ টাকা হয়। ক) সরল মুনাফার ক্ষেত্রে প্রতীকের পরিচয়সহ আসল এবং মুনাফা-আসলের সূত্র লিখ। খ) মুনাফার হার নির্ণয় কর। গ) একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪৮,০০০ টাকা হবে? ৬। একই হার মুনাফায় ৫ বছরে কোন আসল মুনাফা-আসরের দ্বিগুণ হলো। ক) আসল ’ক’ টাকা হলে ৫ বছরে মুনাফা কত? খ) কত বছরে উক্ত আসল  মুনাফা আসলে ছয়গুণ হবে? গ) আসল ১০,০০০ টাকা হলে ১৫ বছরে মুনাফা-আসল কত হবে তা নির্ণয় কর। ৭। এক ব্যক্তি একটি ব্যাংক থেকে (i)  ৫ বছরের জন্য ২০,০০০ টাকা (ii) ৪ বছরের জন্য ২৫,০০০ টাকা ঋণ নিয়েছিল এবং লাভ হিসেবে সর্বমোট ৯৮০০ টাকা পরিশোধ করেছিল। ক) ১০% হার মুনাফায় ২৫০০ টাকার ৫ বছরের লাভ কত? খ) যদি মুনাফার হার ১০% হয় তাহলে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক কত? গ) যদি উপরোক্ত উভয়ক্ষেত্রে মুনাফার হার একই হয় তবে মুনাফার হার বের কর।   দ্বিতীয় অধ্যায়: মুনাফা অনুশীলনী-২.২ রচনামূলক সৃজনশীল ১। এক ব্যক্তি ১০% মুনাফায় ২০০০০ টাকা নিদিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন। ঢা.বো -১৮,১৭ সি.বো-১৭ ক. প্রথম বছরান্তে মুনাফা-আসল কত হবে তা র্নিণয় কর। খ. ১২% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় কর। গ. ৩ বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে নির্ণয় কর। অতিরিক্ত:ক. উদাহরণসহ বিনিয়োগের সংজ্ঞা দাও।                             কু.বো-১৭ খ. চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার শতকরা কত ভাগ তা নির্ণয় কর।         কু.বো-১৭ ক. ১২% কে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর।                 ব.বো-১৭ গ. একই হার মুনাফায় x টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে x এর মান কত? গ. একই মুনাফার হারে কত টাকা জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য ১২০ টাকা হবে? ২। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় P টাকা এক বছরান্তে চক্রবৃদ্ধিমূল ৯৭৫০ টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধিমূল ১০,১৪০ টাকা হয়।                                                 রা.বো-১৮,১৭ ক. শতকরা বার্ষিক কত টাকা মুনাফায় ২০০০ টাকার ৫ বছরের মুনাফা ১০০০ টাকা হবে? খ. P এর মান নির্ণয় কর। গ. ৪% লাভে একটি ঘড়ির বিক্রয়মূল্য উদ্দীপকের এক বছরান্তের চক্রবৃদ্ধিমূলের সমান হলে ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় কর। অতিরিক্ত:একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।                                                          রা.বো-,১৭ গ. ১ম ও ২য় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে একটি খাসির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?   ৩। কোন আসল ৬ বছরে মুনাফা-আসলে ১০০০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৩ অংশ। দি.বো-১৮ ক. একটি দ্রব্য ৪৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। ঐ দ্রব্যের ক্রয়মূল্য কত? খ. আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. উক্ত মুনাফা-আসলকে মূলধন ধরে ১০% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। অতিরিক্ত:উক্ত আসল ও মুনাফা-আমল যথাক্রমে কোনো ছাগলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা লাভের পরিমান নির্ণয় কর।                                         ব.বো-১৮   ৪। একটি দ্রব্য ১৯০০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। বিক্রয়মূল্যের সমপরিমাণ টাকা ৩ বছরের জন্য ৯% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো।  ক. একটি দ্রব্য ৫০ টাকায় কিনে ৫৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তা নির্ণয় কর। খ. দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১১% লাভ হবে তা নির্ণয় কর। গ. ব্যাংকে জমাকৃত টাকর ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ‍নির্ণয় কর। ৫। জলিল সাহেব ১০% সরল মুনাফায় P টাকার ঋণ নিলেন।                                  চ.বো-১৮ ক. একটি পেন্সিল ২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলে পেন্সিলটির বিক্রয়মূল্য কত হবে? খ. P এর মান নির্ণয় কর। গ. উক্ত হারে ৯০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত?   ৬। (১) কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ১৬৮০০ টাকা এবং ৩ বছরে মুনাফা-আসলে ১৫২০০ টাকা হয়। (২) ১২.৫% হার মুনাফায় ৬০০০ টাকা ৩ বছরের জন্য বিনিযোগ করা হলো। ক. ১০% হার মুনাফায় ৪০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত? খ. (১) নং এর আলোকে আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. (২) নং এর আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। অতিরিক্ত: (১)নং এর আলোকে একই হার মুনাফায় কত টাকা ৫ বছরে মুনাফা-আসলে ৪২০০০ টাকা হবে? ৭। কোনো আসল সরল মুনাফায় ২ বছরে মুনাফা-আসলে ৪৫০০ টাকা হয়। ক. নিচের খালি ঘরে প্রয়োজনীয় তথ্য ‍দিয়ে পূরণ কর।   ক্রয়মূল্য (টাকা) বিক্রয়মূল্য (টাকা) শতকরা লাভ/ক্ষতি ৩৫০ ৩৫৭ খ. মুনাফ-আসলের ১/২ অংশ হলে , উদ্দীপক অনুযায়ী আসল ও মুনাফার হার নির্ণয় কর। গ. ৯% চক্রবৃদ্ধি মুনাফায় উদ্দীপকে উল্লেখিত সময়ে চক্রবৃদ্ধি মূলধন ৪৫০০ টাকা হলে আসল কত?   ৮। এক ব্যবসায়ী বার্ষিক ১১% মুনাফায় ৩০০০ টাকা এবং ৯% মুনাফায় ৪০০০ টাকা দুইটি ব্যাংক থেকে ২ বছরের জন্য ঋণ গ্রহণ করলেন।                                                                         য.বো-১৭ ক. প্রথম

অষ্টম(৮ম) শ্রেণি [জেএসসি] গণিত ২য় অধ্যায় (মুনাফা) রচনামূলক সৃজনশীন প্রশ্ন সাজেশন। Read More »

অন্বয় কাকে বলে? অন্বয় নির্ণয়

অন্বয় কাকে বলে? অন্বয় নির্ণয় অন্বয়ঃ যদি A ও B দুইটি সেট হয় তবে সেটদ্বয়ের কার্তেসীয় গুণজ A×B সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট R কে A সেট হতে B সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়।এখানে R  সেট  A×B সেটের একটি উপসেট অর্থাৎ R⊆ A×B উদাহরণঃ মনে করি A = {3.5} এবং B = {2,4} ∴ A×B = {3.5}×{2,4}         = {(3.2), (3,4), (5,2), (5,4)} ∴  অন্বয় R ⊆ {(3.2), (3,4), (5,2), (5,4)} অনেক ক্ষেত্রে শর্ত দেওয়া থাকে। শর্ত দেওয়া থাকলে অন্বয় নির্ণয় কেমন হবে তা নিচে একটি উদহরণ থেকে দেখা যাক। উদাহরণঃ যদি A = {1,2,3), B = {0,2,4} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x = y-1 সম্পর্কে বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় বর্ণনা কর। সমাধান: দেওয়া আছে, A = {1,2,3), B = {0,2,4} প্রশ্নানুসারে অন্বয় R = {(x,y) : x∈A, y∈B এবং x = y-1} এখানে,  A×B = {(1,0), (1,2), (1,4), (2,0), (2,2), (2,4), (3,0), (3,2), (3,4)} ∴  অন্বয় R = {(1,2), (3,4)} জামরা জানি, বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নতুন দিল্লী এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখানে দেশের সাথে রাজধানীর একটি অন্বয় বা সম্পর্ক আছে। এ সম্পর্ক হচ্ছে দেশ-রাজধানী অনয়। উত্তু সক্পর্ককে সেট আকারে নিন্নরূপে দেখালো যায়: অর্থাৎ দেশ-রাজধানীর অন্বয় – ((বোংলাদেশ, ঢাকা), (ভারত, নতুন দিল্লী ), থাইল্যান্ড, ব্যাংকক)) পোস্টটি যে বিষয়েঃঅন্বয় meaning অন্বয় নামের অর্থ অন্বয় অর্থ কি অন্বয় কাকে বলে বাংলা অন্বয় ও ফাংশন কাকে বলে অন্বয় ও ফাংশন কি অন্বয় in english অন্বয়ের সঙ্গে অর্থ

অন্বয় কাকে বলে? অন্বয় নির্ণয় Read More »

Scroll to Top