৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.১ এর সমাধান
সপ্তম/ ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.১ এর সমাধান নিচে দেওয়া হলো। এখানে মিশ্র ভগ্নাংগুলো লেখার সময় পূর্ণ সংখ্যা পরে অতিরিক্ত একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে। ৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.১ প্রশ্ন \ ১ \ নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ : (ক) ৩ কেজি, ৫ টাকা, ৬ কেজি, ১০ টাকা সমাধান : মনে করি, ১ম রাশি = ৩ কেজি , ২য় রাশি = ৬ কেজি, ৩য় রাশি = ৫ টাকা এবং ৪র্থ রাশি = ১০ টাকা আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি :: ৩য় রাশি : ৪র্থ রাশি বা, ৩ : ৬ :: ৫ : ১০ নির্ণেয় সমানুপাত ৩ : ৬ :: ৫ : ১০। (খ) ৯ বছর, ১০ দিন, ১৮ বছর ও ২০ দিন সমাধান : মনে করি, ১ম রাশি = ৯ বছর , ২য় রাশি = ১৮ বছর, ৩য় রাশি = ১০ দিন এবং ৪র্থ রাশি = ২০ দিন আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি :: ৩ য় রাশি : ৪র্থ রাশি বা, ৯ : ১৮ :: ১০ : ২০ নির্ণেয় সমানুপাত ৯ : ১৮ :: ১০ : ২০। (গ) ৭ সে.মি., ১৫ সেকেন্ড, ২৮ সে.মি. ও ১ মিনিট সমাধান : মনে করি, ১ম রাশি = ৭ সে.মি., ২য় রাশি = ২৮ সে.মি., ৩য় রাশি = ১৫ সেকেন্ড এবং ৪র্থ রাশি = ১ মিনিট বা ৬০ সেকেন্ড আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি :: ৩য় রাশি : ৪র্থ রাশি বা, ৭ : ২৮ :: ১৫ : ৬০ নির্ণেয় সমানুপাত ৭ : ২৮ :: ১৫ : ৬০। (ঘ) ১২টি খাতা, ১৫টি পেন্সিল, ২০ টাকা ও ২৫ টাকা সমাধান : মনে করি, ১ম রাশি = ১২টি খাতা, ২য় রাশি = ১৫টি পেন্সিল, ৩য় রাশি = ২০ টাকা এবং ৪র্থ রাশি = ২৫ টাকা আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি :: ৩য় রাশি : ৪র্থ রাশি বা, ১২ : ১৫ :: ২০ : ২৫ নির্ণেয় সমানুপাত ১২ : ১৫ :: ২০ : ২৫। (ঙ) ১২৫ জন ছাত্র ও ২৫ জন শিক্ষক, ২৫০০ টাকা ও ৫০০ টাকা সমাধান : মনে করি, ১ম রাশি = ১২৫ জন ছাত্র, ২য় রাশি = ২৫ জন শিক্ষক ৩য় রাশি = ২৫০০ টাকা এবং ৪র্থ রাশি = ৫০০ টাকা আমরা জানি, ১ম রাশি : ২য় রাশি :: ৩য় রাশি : ৪র্থ রাশি বা, ১২৫ : ২৫ :: ২৫০০ : ৫০০ নির্ণেয় সমানুপাত ১২৫ : ২৫ :: ২৫০০ : ৫০০। প্রশ্ন \ ২ \ নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে। সমানুপাত তৈরি কর : (ক) ৬, ২৪ সমাধান : মনে করি, মধ্য রাশি = ক এখানে, ১ম রাশি = ৬ এবং ৩য় রাশি = ২৪ আমরা জানি, ক্রমিক সমানুপাতে, (মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি বা, ক ২ = ৬ × ২৪ বা, ক ২ = ১৪৪ বা, ক = √১৪৪ ∴ ক = ১২ নির্ণেয় ক্রমিক সমানুপাত ৬ : ১২ :: ১২ : ২৪। (খ) ২৫, ৮১ সমাধান : মনে করি, মধ্য রাশি = ক এখানে, ১ম রাশি = ২৫ এবং ৩য় রাশি = ৮১ আমরা জানি, ক্রমিক সমানুপাতে, (মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি বা, ক ২ = ২৫ × ৮১ বা, ক ২ = ২০২৫ বা, ক = √২০২৫ ∴ ক = ৪৫ নির্ণেয় ক্রমিক সমানুপাত ২৫ : ৪৫ :: ৪৫ : ৮১। (গ) ১৬, ৪৯ সমাধান : মনে করি, মধ্য রাশি = ক এখানে, ১ম রাশি = ১৬ এবং ৩য় রাশি = ৪৯ আমরা জানি, ক্রমিক সমানুপাতে, (মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি বা, ক ২ = ১৬ × ৪৯ বা, ক = √(৪২ × ৭২) বা, ক = ৪ × ৭ ∴ ক = ২৮ নির্ণেয় ক্রমিক সমানুপাত ১৬ : ২৮ :: ২৮ : ৪৯। (ঘ) সমাধান : মনে করি, মধ্য রাশি = ক এখানে, ১ম রাশি = ৫/৭ এবং ৩য় রাশি = ১(২/৫) বা ৭/৫ আমরা জানি, ক্রমিক সমানুপাতে, (মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি বা, ক ২ = ৫৭ × ৭৫ বা, ক ২ = ১ বা, ক = ১ ∴ ক = ১ নির্ণেয় ক্রমিক সমানুপাত ৫৭ : ১ :: ১ : ৭৫। (ঙ) ১.৫, ১৩.৫ সমাধান : মনে করি, মধ্য রাশি = ক এখানে, ১ম রাশি = ১.৫ = ১৫১০ = ৩২ এবং ৩য় রাশি = ১৩.৫ = ১৩৫১০ = ২৭২ আমরা জানি, ক্রমিক সমানুপাতে, (মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি বা, ক ২ = ৩২ × ২৭২ বা, ক ২ = ৮১৪ বা, ক = ৮১৪ = ৯২ = ৪.৫ ∴ ক = ৪.৫ নির্ণেয় ক্রমিক সমানুপাত ১.৫ : ৪.৫ :: ৪.৫ : ১৩.৫। প্রশ্ন \ ৩ \ শূন্যস্থান পূরণ কর : (ক) ১১ : ২৫ :: : : ৫০ সমাধান : ১১ : ২৫ :: : ৫০ বা, বা, ২৫ × = ৫০ × ১১ বা, = ৫০ × ১১২৫ ∴ = ২২ উত্তর : ১১ : ২৫ :: ২২ : ৫০। (খ) ৭ : :: ৮ : ৬৪ সমাধান : ৭ : :: ৮ : ৬৪ বা, ৭ = ৮৬৪ বা, × ৮ = ৭ × ৬৪ বা, = ৭ × ৬৪৮৮১ ∴ = ৫৬ উত্তর : ৭ : ৫৬ :: ৮ : ৬৪। (গ) ২.৫ : ৫.০ :: ৭ : সমাধান : ২.৫ : ৫.০ :: ৭ : বা, ২.৫৫.০ = ৭ বা, ২৫৫০ = ৭ বা, × ২৫ = ৭ × ৫০ বা, = ৭ × ৫০২৫ ∴ = ১৪ উত্তর : ২.৫ : ৫.০ :: ৭ : ১৪ । (ঘ) ১৩ : ১৫ :: : ৭১০ সমাধান : ১৩ : ১৫ :: : ৭১০ বা, ১৩১৫ = ৭১০ বা, ৫৩ = ১০ × ৭ বা, ৩০ × = ৩৫ বা, = ৩৫৩০ ∴ = ৭৬ উত্তর : ১৩ : ১৫ :: ৭৬ : ৭১০। (ঙ) : ১২.৫ :: ৫ : ২৫ সমাধান : : ১২.৫ :: ৫ : ২৫ বা, ১২.৫ = ৫২৫ বা, × ২৫ = ৫ × ১২.৫ বা, = ৫ × ১২.৫২৫ ∴ = ২.৫ উত্তর : ২.৫ :
৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.১ এর সমাধান Read More »