৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২য় অধ্যায় অনুশীলনী ২.২ (অনুপাত ও শতকরা)
৬ষ্ঠ শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.২ অনুপাত ও শতকরা সমাধান নিচে দেওয়া হলো। সেই সাথে নিচে ষষ্ঠ শ্রেণির গণিত সকল অধ্যায়ের উত্তর লিংকে দেওয়া হলো। ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২য় অধ্যায় অনুশীলনী ২.২ প্রশ্ন \ ১ \ শতকরায় প্রকাশ কর : (ঙ) ০.২৫ সমাধান : ০.২৫ = ২৫/১০০ = ২৫% (চ) ০.৬৫ সমাধান : ০.৬৫ = ৬৫/১০০ = ৬৫% (ছ) ২.৫০ সমাধান : ২.৫০ = ২৫০/১০০ = ২৫০% (জ) ৩ : ১০ ∴ সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে ৯/৮০ ও ০.১১২৫ প্রশ্ন \ ৩ \ (ক) ১২৫ এর ৫% কত? সমাধান : ১২৫ এর ৫% = ১২৫ এর ৫/১০০ = ২৫/৪ = ৬ পূর্ণ ১/৪ উত্তর : ৬ ১/৪ (খ) ২২৫ এর ৯% কত? সমাধান : ২২৫ এর ৯% = ২২৫ এর ৯ /১০০ = ৮১/৪ = ২০ পূর্ণ ১/৪ উত্তর : ২০ পূর্ণ ১/৪ (গ) ৬ কেজি চালের ৬% কত? সমাধান : ৬ কেজি চালের ৬% = ৬ কেজি চালের ৬/১০০ = ৬ কেজি চালের ৩/৫০ = ৬ × ৩/৫০ কেজি চাল = ৯/২৫ কেজি চাল উত্তর : ৯/২৫ কেজি চাল (ঘ) ২০০ সেন্টিমিটারের ৪০% কত? সমাধান : ২০০ সেন্টিমিটারের ৪০% = ২০০ সেন্টিমিটারের ৪০/১০০ = ২০০ সেন্টিমিটারের ২/৫ = ২০০ × ২/৫ সেন্টিমিটার = ৮০ সেন্টিমিটার উত্তর : ৮০ সেন্টিমিটার প্রশ্ন \ ৪ \ (ক) ২০ টাকা ৮০ টাকার শতকরা কত? সমাধান : ২০ টাকা ৮০ টাকার ২০/৮০ অংশ এখন, ২০/৮০ = ২০ × ১০০/ ৮০ × ১০০ [শতকরায় প্রকাশ করে] = ২৫/১০০ = ২৫% উত্তর : ২৫% (খ) ৭৫ টাকা ১২০ টাকার শতকরা কত? সমাধান : ৭৫ টাকা ১২০ টাকার ৭৫/১২০ অংশ এখন, ৭৫/১২০ = ৭৫ × ১০০/১২০ × ১০০ [শতকরায় প্রকাশ করে] = ১২৫/২ × ১/১০০ = ১২৫/২ % = ৬২পূর্ণ ১/২ % উত্তর : ৬২পূর্ণ ১২ % প্রশ্ন \ ৫ \ একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা নির্ণয় কর। সমাধান : শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন এবং ছাত্রীর সংখ্যা ৪০% ∴ ছাত্রীসংখ্যা = ৫০০ জন এর ৪০% = (৫০০ × ৪০/১০০ ) জন = ২০০ জন ∴ ছাত্রসংখ্যা (৫০০ – ২০০) জন = ৩০০ জন উত্তর : ছাত্রসংখ্যা ৩০০ জন। প্রশ্ন \ ৬ \ ডেভিড সাময়িক পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় কর। সমাধান : সাময়িক পরীক্ষায় মোট নম্বর ৯০০ ডেভিড পেয়েছে ৬০০ নম্বর ডেভিডের প্রাপ্ত নম্বর মোট নম্বরের ৬০০/৯০০ অংশ এখন, ৬০০/৯০০ = ৬০০ × ১০০/৯০০ × ১০০ [শতকরা প্রকাশ করে] = ২০০/৩ × ১/১০০ = ২০০/৩ % = ৬৬ পূর্ণ ২/৩ % মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত = ৯০০ : ৬০০ = ৯ : ৬ [১০০ দ্বারা ভাগ করে] = ৩ : ২ [ ৩ দ্বারা ভাগ করে] উত্তর : ডেভিড ৬৬২৩ % নম্বর পেয়েছে এবং তার মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত ৩ : ২। প্রশ্ন \ ৭ \ মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? সমাধান : বইটির কভারে মূল্য ছিল ১২০ টাকা বই কিনল ৮৪ টাকা ∴ কমিশন পেল (১২০ – ৮৪) টাকা = ৩৬ টাকা ∴ তার কমিশন কভারে লিখিত মূল্যের ৩৬/১২০ অংশ এখন, ৩৬/১২০ = ৩৬ × ১০০/১২০ × ১০০ [শতকরায় প্রকাশ করে] = ৩০/১০০ = ৩০% উত্তর : মুসান্না শতকরা ৩০ টাকা কমিশন পেল। প্রশ্ন \ ৮ \ একজন চাকুরিজীবীর মাসিক আয় ১৫০০০ টাকা। তাঁর মাসিক ব্যয় ৯০০০ টাকা। তাঁর ব্যয়, আয়ের শতকরা কত? সমাধান : একজন চাকুরিজীবীর মাসিক আয় ১৫০০০ টাকা এবং মাসিক ব্যয় ৯০০০ টাকা। ∴ তাঁর ব্যয় আয়ের ৯০০০/১৫০০০ অংশ এখন, ৯০০০/১৫০০০ = ৯০০০ × ১০০/১৫০০০ × ১০০ [শতকরায় প্রকাশ করে] = ৬০/১০০ = ৬০% উত্তর : ব্যয়, আয়ের ৬০%। প্রশ্ন \ ৯ \ শোয়েবের স্কুলের মাসিক বেতন ২০০ টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ ২০ টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ, মাসিক বেতনের শতকরা কত? সমাধান : শোয়েবের স্কুলের মাসিক বেতন ২০০ টাকা এবং প্রতিদিনের টিফিন বাবদ খরচ ২০ টাকা ∴ টিফিন বাবদ খরচ মাসিক মূল বেতনের ২০/২০০ অংশ এখন, ২০/২০০ = ২০ × ১০০/২০০ × ১০০ [শতকরায় প্রকাশ করে] = ১০/১০০ = ১০% উত্তর : প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের ১০%। প্রশ্ন \ ১০ \ একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন। বছরের শুরুতে ৫% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে, বর্তমানে ঐ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? সমাধান : শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো = ৮০০ জন এর ৫% = ৮০০ জন এর ৫/১০০ = ৮০০ × ৫/১০০ জন = ৪০ জন ∴ বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা (৮০০ + ৪০) জন = ৮৪০ জন উত্তর : বর্তমানে ঐ স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৮৪০ জন। প্রশ্ন \ ১১ \ একটি শ্রেণিতে ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৫% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? সমাধান : শিক্ষার্থীর সংখ্যা ২০০ জন এবং অনুপস্থিত ছিল ৫% ∴ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা = ২০০ জন এর ৫% = ২০০ জন এর ৫/১০০ = ২০০ × ৫/১০০ জন = ১০ জন ∴ শিক্ষার্থী উপস্থিত ছিল (২০০ – ১০) জন = ১৯০ জন উত্তর : ১৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল । প্রশ্ন \ ১২ \ যাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? সমাধান : ১০% কমিশনে বইটির প্রকৃত মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ – ১০) = ৯০ টাকা ∴ প্রকৃত মূল্য : ক্রয়মূল্য = ১০০ : ৯০ বা, প্রকৃত মূল্য/ক্রয় মূল্য = ১০০/৯০ বা, প্রকৃত মূল্য = ৯০/৯ × ক্রয়মূল্য বা, প্রকৃত মূল্য = ১০/৯ × ১৮০ = ২০০ টাকা। উত্তর : বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা। প্রশ্ন \ ১৩ \ কলার দাম ১৪ পূর্ণ ২/৭ % কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। (ক) একটি সংখ্যার ১৪ ২/৭ % = ১০ হলে, সংখ্যাটি নির্ণয় কর। (খ) প্রতি ডজন কলার বর্তমান দাম কত? (গ) প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, ৩৩ ১/৩ % লাভ হতো? সমাধান : আমরা জানি, ১ ডজন = ১২টি ∴ কলার দাম ৬০ টাকা কমে যাওয়ায় ১০টি কলা বেশি পাওয়া যায়। সুতরাং, ১০টি কলার দাম ৬০ টাকা ∴ ১টি ” ” ৬০/১০ টাকা ∴ ১২টি ” ” ৬০ × ১২/১০ টাকা = ৭২ টাকা ∴ ১ ডজন কলার বর্তমান মূল্য ৭২ টাকা। উত্তর : ৭২ টাকা।
৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২য় অধ্যায় অনুশীলনী ২.২ (অনুপাত ও শতকরা) Read More »