চতুর্থ শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ
পঞ্চম অধ্যায় নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ অধ্যায়টি পড়ে জানতে পারব মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম পরিচয় ইসলাম প্রচারের মহানবি (স.)-এর অক্লান্ত চেষ্টা সম্পর্কে মহানবি (স.)-এর জীবনের ঘটনা ও বিভিন্ন চারিত্রিক গুণাবলি সম্পর্কে হযরত মূসা (আ.)-এর জন্ম পরিচয় ও নবুয়ত লাভ সম্পর্কে ফিরআউনের ধ্বংস হওয়ার কাহিনী হযরত হুদ (আ.), হযরত সালিহ (আ.), হযরত ইসহাক (আ.) ও হযরত লূত (আ.)-এর স¤প্রদায় সম্পর্কে হযরত শুয়াইব (আ.), হযরত ইলিয়াস (আ.), হযরত যুলকিফল (আ.) এবং হযরত যাকারিয়া (আ.)-এর জীবনাদর্শ সম্পর্কে অধ্যায়ের মূল বিষয়বস্তু জেনে নিই আল্লাহ তায়ালা মানুষের হিদায়াতের উদ্দেশ্যে এই পৃথিবীতে অনেক নবি-রাসুল পাঠিয়েছেন। কুরআন মজিদে ২৫ জন নবি-রাসুলের নাম উল্লেখ আছে। এদের মধ্যে হযরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবি। আর হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি। কোন পথে চললে মহান আল্লাহ খুশি হবেন, কী কাজ করলে দুনিয়াতে সুখে- শান্তিতে থাকব, এসবের সন্ধান আমরা পেয়েছি নবি-রাসুলগণের মাধ্যমে। নবি-রাসুলগণ ছিলেন মানুষের জন্য আদর্শ শিক্ষক। তাঁরা আমাদের মহান আল্লাহর ইবাদত করার নিয়ম কানুন শিখিয়েছেন। সঠিক পথে জীবন যাপন করার পদ্ধতি শিখিয়েছেন। আমরা নবি-রাসুলগণের জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করব। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর ক. বহুনির্বাচনি প্রশ্ন : সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও। ১. আমাদের সৃষ্টি করেছেন কে? ক. মানুষ খ. রাসুল গ. আল্লাহ ঘ. জিন ২. মহানবি (স.)-এর আম্মার নাম কী? ক. মরিয়ম খ. আমিনা গ. আছিয়া ঘ. ফাতিমা ৩. হারবুল ফিজর শব্দের অর্থ কী? ক. অন্যায় সমর খ. ন্যায় সমর গ. শান্তি ঘ. শৃঙ্খলা ৪. হিলফুল ফুজুল কতো বছর স্থায়ী ছিল? ক. ২০ বছর খ. ৩০ বছর গ. ৪০ বছর ঘ. ৫০ বছর ৫. সূরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি ৬. মহানবি (স.) কতো বছর বয়সে নবুয়ত লাভ করেন? ক. ৪০ বছর খ. ৪৫ বছর গ. ৫০ বছর ঘ. ৫৩ বছর ৭. হযরত মূসা (আ.)-এর পিতার নাম কী? ক. ইউসুফ খ. ইমরান গ. ইদরীস ঘ. ইউনুস ৮. হযরত মূসা (আ.) কোন বংশে জন্মগ্রহণ করেন? ক. বনি ইসরাইল খ. কিবতী গ. বনি বকর ঘ. বনি হাসেম ৯. ফিরআউনের স্ত্রীর নাম কী? ক. আম্বিয়া খ. হাজেরা গ. আছিয়া ঘ. আমিনা ১০. মিশর ছেড়ে হযরত মূসা (আ.) কোথায় গিয়েছিলেন? ক. ইরাকে খ. ইরানে গ. সিরিয়া ঘ. মাদায়ানে ১১. হযরত হূদ (আ.)-কে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? ক. আদ খ. সামুদ খ. কুরাইশ ঘ. কিবতী ১২. হযরত সালিহ (আ.)Ñকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? ক. সামুদ খ. সেলজুক গ. সাউদ ঘ. আদ ১৩. হযরত ইছহাক (আ.)-এর পিতার নাম কী? ক. হযরত নূহ (আ.) খ. হযরত ইদরীস (আ.) গ. হযরত ইররাহীম (আ.) ঘ. হযরত সুলায়মান (আ.) ১৪. হযরত ইলিয়াস (আ.) কোন নবির স্থলাভিষিক্ত হন? ক. হযরত হারুন (আ.) খ. হযরত মূসা (আ.) গ. হযরত হিযকীল (আ.) ঘ. হযরত লূত (আ.) ১৫. হযরত যুলকিফল কার পুত্র ছিলেন? ক. হযরত ইউনুস (আ.) খ. হযরত আইয়্যুব (আ.) গ. হযরত ইসমাঈল (আ.) ঘ. হযরত লূত (আ.) ১৬. হযরত যাকারিয়া (আ.)-এর পুত্রের নাম কী? ক. হারুন খ. ইউসুফ গ. ইয়াহিয়া ঘ. ইমরান খ. শূন্যস্থান পূরণ কর : ১) কুরআন মজিদে জন নবি-রাসুলের নাম উল্লেখ আছে। ২) মহানবি (স.)-এর নাম আবু তালিব। ৩) মহানবি (স.)-এর ওপর অটল বিশ্বাস ছিল। ৪) হিলফুল ফুজুল শব্দের অর্থ সংঘ। ৫) প্রথম তিন বছর জন নর-নারী ইসলাম গ্রহণ করেন। উত্তর : ১) ২৫ ২) চাচার ৩) আল্লাহর ৪) শান্তি ৫) ৪৫ গ. বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল কর : বাম পাশ ডান পাশ ক) মহানবি (স.)-এর আম্মা আমিনা ইন্তিকাল করেন মহানবি (স.)-এর খ) মহানবি (স.) হিলফুল ফুজুল গঠন করেন গ) মুহাম্মদ (স.) নবুয়ত লাভ করেন ১৫ বছর বয়সে ৬৩ বছর বয়সে ৬ বছর বয়সে ৪০ বছর বয়সে উত্তর : ক) মহানবি (স.)-এর আম্মা আমিনা ইন্তিকাল করেন মহানবি (স.)-এর ৬ বছর বয়সে। খ) মহানবি (স.) হিলফুল ফুজুল গঠন করেন ১৫ বছর বয়সে। গ) মুহাম্মদ (স.) নবুয়ত লাভ করেন ৪০ বছর বয়সে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর : ১. মহানবি (স.) কতো খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কানগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ২. মুহাম্মদ শব্দের অর্থ কী? উত্তর : মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। ৩. পৃথিবীর সর্বপ্রথম নবি (আ.)-এর নাম লেখ। উত্তর : পৃথিবীর সর্বপ্রথম নবি হলেন হযরত আদম (আ.)। ৪. হিলফুল ফুজুল কী? উত্তর : হিলফুল ফুজুল হলো একটি শান্তিসংঘ। এ সংঘের মাধ্যমে মহানবি (স.) দুঃখী ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা করতেন। ৫. মহানবি (স.) চাকরদের সম্পর্কে কী বলেছেন? উত্তর : মহানবি (স.) চাকরদের সম্পর্কে বলেছেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই। তাদের কষ্ট দেবে না। তাদের মর্যাদা দেবে। নিজেরা যা খাবে তাদের তা খাওয়াবে। কাজ-কর্মে তাদের সাহায্য করবে। ৬. প্রাচীনকালে মিশরের বাদশাহকে কী বলা হতো? উত্তর : প্রাচীনকালে মিশরের বাদশাহকে ফিরআউন বলা হতো। ৭. মূসা (আ.) কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন? উত্তর : মূসা (আ.) ফিরআউন ওলীদের ঘরে এবং তারই অর্থব্যয়ে লালিত পালিত হয়েছিলেন। ৮. তিনজন নবি (আ.)-এর নাম লেখ। উত্তর : তিনজন নবি (আ.)-এর নাম হলোÑ (১) হযরত ইসহাক (আ.), (২) হযরত আদম (আ.), (৩) হযরত ইবরাহীম (আ.)। বর্ণনামূলক প্রশ্নের উত্তর : ১। মহানবি (স.)-এর আম্মা ইন্তিকালের পর তাঁকে কে লালনপালন করেন? উত্তর : মহানবি (স.)-এর জন্মের আগেই তাঁর বাবা ইন্তিকাল করেন। আর ছয় বছর বয়সে তাঁর আম্মা ইন্তিকাল করেন। বাবা-মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন-পালন করেন তাঁর দাদা আব্দুল মুত্তালিব। দাদার ইন্তিকালের পর তাঁর চাচা আবু তালিব তাঁর লালনপালনের দায়িত্ব গ্রহণ করেন। ২। মুহাম্মদ (স.)-এর চরিত্রের ৫টি সুন্দর আদর্শ লেখ। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কী? উত্তর : মুহাম্মদ (স.)-এর চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ হলোÑ ১. সব সময় সত্য কথা বলতেন। ২. মানুষের উপকার করতেন। ৩. বড়দের সম্মান করতেন। ৪. ছোটদের আদর করতেন। ৫. কাউকে গালি দিতেন না। সামাজিক জীবনে মহানবি (স.)-এর চরিত্রের আদর্শগুলোর গুরুত্ব অপরিসীম। কেননা এ আদর্শগুলোর অনুসরণ ছাড়া প্রকৃত অর্থে একজন মানুষ চরিত্রবান হতে পারে না। আর অসৎ চরিত্রের মানুষ কখনো সুন্দর সমাজ গঠনে কোনো ভ‚মিকা রাখতে পারে না। উক্ত আদর্শগুলো অনুসরণ করে চললে সমাজজীবন শান্তিময় ও সুন্দর হয়ে উঠবে। সমাজে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বাড়বে। সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে। সমাজের উন্নতি হবে। তাই বলা যায়, আমাদের সামাজিক জীবনকে সুখময় করে তুলতে মহানবি (স.)-এর আদর্শগুলোর ভ‚মিকা অপরিসীম গুরুত্ব রাখে। ৩। শিশু মুহাম্মদ (স.) কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন বর্ণনা কর। উত্তর : মহানবি (স.)
চতুর্থ শ্রেণির ইসলাম পঞ্চম অধ্যায় নবি ও রাসুলগণের পরিচয় ও জীবনাদর্শ Read More »