চতুর্থ শ্রেণির বাওবি অধ্যায় ৩ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
৪র্থ শ্রেণির অধ্যায় ৩ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অনুশীলনীর প্রশ্ন ও উত্তর 👉 অল্প কথায় উত্তর দাও : ১. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন? উত্তর : চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে তাদের বাড়িগুলো নির্মাণ করে এবং বাড়িগুলো থাকে পাহাড়ের ঢালে ঢালে। ২. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী? উত্তর : মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী। ৩. সাঁওতালদের একটি উৎসবের নাম লেখ। উত্তর : সাঁওতালদের একটি উৎসবের নাম হলো ‘সোহরায় উৎসব’। ৪. মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কী? উত্তর : মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম হলো ‘সিঞ্জেদা’। 👉 প্রশ্নগুলোর উত্তর দাও : ১. কীভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা? উত্তর : প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে। এদের প্রায় প্রত্যেকের স্বতন্ত্র ভাষা রয়েছে। খাবার ও পোশাকের বেলায়ও তাদের মাঝে বৈচিত্র্য দেখা যায়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা সাধারণত বাঁশ, কাঠ, ছন দিয়ে তাদের বাড়িঘর তৈরি করে। নাচ, গান, বাদ্যযন্ত্র এবং বিভিন্নভাবে তারা তাদের উৎসবগুলো পালন করে। আর এসকল কারণেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা। ২. কীভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে? উত্তর : নানা দিক থেকে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে। যেমন- তারা বর্তমানে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছেন; বর্তমানে তারা আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করেন; নৃ-গোষ্ঠীদের অনেকেই এখন আধুনিক পোশাক পরেন; তারা কুটিরশিল্পসহ আরও নিত্য নতুন পেশার প্রতি আগ্রহী হচ্ছেন। অতিরিক্ত প্রশ্ন ও উত্তর 👉 বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ ক) চাকমাদের নিজেদের খ) চাকমা নারীদের পোশাক গ) ভাত আর সিদ্ধ সবজি ঘ) ‘নালিতা’ বা পাটশাক ঙ) মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মারমাদের প্রধান খাবার। সাঁওতালদের বিশেষ খাবার। বর্ণমালা ও ভাষা আছে। অধিকাংশ মণিপুরিদের বসবাস। মণিপুরিদের প্রধান খাবার। পিনোন-হাদি। উত্তর : ক) চাকমাদের নিজেদের বর্ণমালা ও ভাষা আছে। খ) চাকমা নারীদের পোশাক পিনোন-হাদি। গ) ভাত আর সিদ্ধ সবজি সাঁওতালদের বিশেষ খাবার। ঘ) ‘নালিতা’ বা পাটশাক মারমাদের প্রধান খাবার। ঙ) মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরিদের বসবাস। 👉 শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় ক) মণিপুরিরা দুটি গোত্রে বিভক্ত। খ) বাংলাদেশে প্রায় ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রয়েছে। গ) সাঁওতাল বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। ঘ) চাকমাদের প্রধান খাবার নাপ্পি। ঙ) মণিপুরিরা অতীতে ঔষধি গাছ থেকে চিকিৎসা নিত। উত্তর : ক) ‘শুদ্ধ’ খ) ‘শুদ্ধ’ গ) ‘অশুদ্ধ’ ঘ) ‘অশুদ্ধ’ ঙ) ‘অশুদ্ধ’। 👉 শূন্যস্থান পূরণ ক. চাকমাদের গ্রামপ্রধানকে বলে । খ. সাঁওতালদের একটি বিশেষ খাবার । গ. সাংগ্রাই একটি উৎসব। ঘ. মারমারা প্রতি মাসে পালন করেন। ঙ. বাংলাদেশে অধিকাংশ মণিপুরি জেলায় বাস করেন। উত্তর : ক. কারবারি খ. নালিতা বা পাটশাক গ. মারমাদের ঘ. লাবরে ঙ. মৌলভীবাজার। বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর চাকমা সাধারণ ১. বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত? ঝ ক ৪০টি খ ৪৪টি গ ৪৫টি ঘ ৪৫টিরও অধিক ২. বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি? ছ ক মণিপুরি খ চাকমা গ সাঁওতাল ঘ গারো ৩. চাকমা সমাজের প্রধান কে? ঝ ক রানি খ প্রজা গ মন্ত্রী ঘ রাজা ৪. চাকমাদের গ্রাম প্রধানকে কী বলা হয়? জ ক মোড়ল খ মাতাব্বর গ কারবারি ঘ নেতা ৫. চাকমাদের ধর্মের নাম কী? ঝ ক সনাতন খ খ্রিষ্টান গ ইহুদি ঘ বৌদ্ধ ৬. চাকমাদের প্রধান খাবার কোনটি? ছ ক মাছ খ ভাত গ মাংস ঘ সবজি ৭. চাকমা নারীদের পোশাক কোনটি? চ ক পিনোন-হাদি খ থামি গ আঙ্গি ঘ পাঞ্চি ৮. চাকমাদের শ্রেষ্ঠ উৎসবের নাম কী? ঝ ক বৌদ্ধ পূর্ণিমা খ মাঘী পূর্ণিমা গ কঠিন চীবরদান ঘ বিজু যোগ্যতাভিত্তিক শিখনফল : চাকমাদের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানব। ৯. সুসান চাকমার বাবা পাহাড়ের ঢালু জমিতে গাছ পুড়িয়ে এবং পরিষ্কার করে দা দিয়ে গর্ত করে চাষাবাদ করেন। এই চাষ পদ্ধতির নাম কী? ছ ক পাহাড়ি চাষ খ জুম চাষ গ টিলা চাষ ঘ আদি চাষ শিখনফল : চাকমাদের বাড়ি সম্পর্কে জানতে পারব। ১০. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়িগুলো তৈরি করা হয় ছ ক ইট ও সিমেন্ট দিয়ে খ কাঠ ও বাঁশ দিয়ে গ গাছ ও মাটি দিয়ে ঘ বাঁশ ও পাতা দিয়ে শিখনফল : চাকমাদের পোশাক সম্পর্কে জানতে পারব। ১১. অবন্তী ‘পিনোন’ নামের একটি পোশাক পরে আছে। তার এ পোশাকটি জ ক মাথা থেকে বুক পর্যন্ত খ গলা থেকে কোমর পর্যন্ত গ কোমর থেকে নিচ পর্যন্ত ঘ গলা থেকে পা পর্যন্ত মারমা সাধারণ ১২. মারমাদের ধর্মের নাম কী? চ ক বৌদ্ধ খ হিন্দু গ ইসলাম ঘ খ্রিষ্টান ১৩. বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারা? জ ক সাঁওতাল খ চাকমা গ মারমা ঘ মণিপুরি ১৪. মারমাদের প্রিয় খাবার কোনটি? ছ ক ভাত খ নাপ্পি গ সিদ্ধ সবজি ঘ মাছ ১৫. জলের উৎসব কাদের অনুষ্ঠান? চ ক মারমাদের খ চাকমাদের গ সাঁওতালদের ঘ মণিপুরিদের ১৬. নাপ্পি কী দিয়ে তৈরি করা হয়? ছ ক লতা, পাতা দিয়ে খ শুঁটকি মাছ দিয়ে গ গোশত দিয়ে ঘ ডিম দিয়ে ১৭. মারমাদের ঐতিহ্যাবাহী পোশাকের নাম কী? চ ক থামি ও আঙ্গি খ পিনোন ও হাদি গ পানচি ও পা-হাট ঘ লাহিড় ও অংহিং ১৮. মারমারা পূর্ণিমার সময় কোন উৎসবটি পালন করে? ছ ক সাংগ্রাই খ লাবরে গ বিজু ঘ সোহরায় ১৯. মারমারা লাবরে উৎসব বছরে কয়বার পালন করে? ঝ ক ৬ বার খ ৮ বার গ ১০ বার ঘ ১২ বার ২০. সাংগ্রাই কাদের উৎসব? ছ ক চাকমাদের খ মারমাদের গ মণিপুরিদের ঘ সাঁওতালদের ২১. মারমারা সাংগ্রাই উৎসব কোন মাসে পালন করে? চ ক বৈশাখ মাসে খ ভাদ্র মাসে গ ফাল্গুন মাসে ঘ কার্তিক মাসে যোগ্যতাভিত্তিক শিখনফল : মারমা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচয় পাব। ২২. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দিক থেকে তাঁরা বাংলাদেশের দ্বিতীয় স্থানের জনগোষ্ঠী। তাঁদের অধিকাংশের বসবাস পার্বত্য চট্টগ্রামে। এখানে কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে বোঝানো হয়েছে? ছ ক চাকমাদের খ মারমাদের গ সাঁওতালদের ঘ মণিপুরিদের শিখনফল : মারমাদের খাবার সম্পর্কে জানতে পারব। ২৩. বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা সবজি খেতে পছন্দ করেন। তারা এ সবজি খান ছ ক রোদে শুকিয়ে খ সিদ্ধ করে গ তেলে ভেজে ঘ বড়ি তৈরি করে শিখনফল : মারমাদের উৎসব সম্পর্কে জানতে পারব। ২৪. এক শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৈশাখ মাসের দ্বিতীয় দিনে উৎসব উদ্যাপন করেন। তারা এই বিশেষ দিনে জ ক আকাশে ঘুড়ি ওড়ান খ আগুন নিয়ে খেলা করেন গ পানি দিয়ে খেলা করেন ঘ লাঠি দিয়ে খেলা করেন সাঁওতাল সাধারণ ২৫. সাঁওতালদের বিশেষ খাবার কোনটি? ঝ ক মাছ খ মাংস গ সবজি ঘ পাটশাক ২৬. সাঁওতালদের প্রধান পেশা কোনটি? জ ক মাছধরা খ চা বাগানের কাজ গ কৃষি ঘ কুটিরশিল্পের কাজ ২৭. সাঁওতাল নারীদের কাপড়ের উপরের অংশের নাম কী? চ ক পানচি খ পারহাট গ থামি ঘ আঙ্গি ২৮.
চতুর্থ শ্রেণির বাওবি অধ্যায় ৩ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী Read More »