এসএসসি সাধারণ গণিত ১৬.১ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
নবম-দশম শ্রেণির বা এসএসসি সাধারণ গণিত ১৬.১ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। আপনারা এখান সম্পূর্ণ নির্ভূল উত্তর পেয়ে যাবেন। সাধারণ গণিত ১৬.১ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান ১৬.১ অনুশীলনী পরিমিতি 🟥 ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রাবলী ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা (1) সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ মনে করি, ABC সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে BC = a এবং AB = b। BC কে ভূমি এবং AB কে উচ্চতা বিবেচনা করলে, ΔABC এর ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা = 12 ab (2) ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভূক্ত কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ ত্রিভুজক্ষেত্রের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। মনে করি, ABC ত্রিভুজের বাহুদ্বয় BC = a, CA = b, AB = c। A থেকে BC বাহুর উপর AD লম্ব আঁকি। ধরি, উচ্চতা AD = h। কোণ c বিবেচনা করলে পাই, ADCA = sinC বা, h/b = sinC বা, h = b sinC Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = 1/2 BC × AD = 12 a × b sinC = 12 ab sinC অনুরূপভাবে Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = 12 bc sinA = 12 ca sinB (3) বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ ত্রিভুজের তিন বাহু দেওয়া আছে। মনে করি, ΔABC এর BC = a, CA = b এবং AB = c। ∴ এর পরিসীমা 2s = a + b + c Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল (4) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ মনে করি, ABC সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = (5) সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ মনে করি, ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB = AC = a এবং BC = b সমদ্বিবাহু Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = ১৬.১ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান প্রশ্ন \ 1 \ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর। সমাধান : মনে করি, ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ, AC = 25 মিটার, BC = x মিটার এবং AB = মিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, বা, বা, বা, বা, বা, ∴ [দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাই ধনাত্মক মান নেওয়া হলো] ∴ একটি বাহুর দৈর্ঘ্য = 20 মিটার ∴ অপর বাহুটির দৈর্ঘ্য = 20 × মিটার বা 15 মিটার নির্ণেয় বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। প্রশ্ন \ 2 \ 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? সমাধান : মনে করি, AC মইয়ের গোড়া c থেকে উ বিন্দুতে সরালে ওপরের প্রান্ত অ থেকে 4 মিটার নিচে B বিন্দুতে নামবে। মইয়ের দৈর্ঘ্য = AC = BD = 20 মি. এবং AB = 4 মি. ∴ BC = (20 – 4) মিটার = 16 মিটার এখন, সমকোণী ত্রিভুজ BCD এ BC2 + CD2 = BD2 বা, CD2 = BD2 – BC2 = (20)2 – (16)2 = 400 – 256 = 144 ∴ CD = 12 দেওয়াল থেকে মইটির গোড়ার দূরত্ব 12 মিটার। (Ans) প্রশ্ন \ 3 \ একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির অংশ হলে, ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর। সমাধান : মনে করি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ভূমি =x মিটার ∴ AB = AC = প্রশ্নানুসারে, X + + = 16 বা, 16 x = 96 বা, x = 6 অতএব, BC = 6 মিটার এবং AB = AC = = 5 মিটার ধরি, a = 6 মি., b = 5 মি., c = 5 মি. Δ ক্ষেত্র ABC এর পরিসীমা 2s = (6 + 5 + 5) মিটার = 16 মিটার ∴ s = 8 মিটার ∴ Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = বর্গমিটার = বর্গমিটার = বর্গমিটার = বর্গমিটার = 12 বর্গমিটার ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল 12 বর্গমিটার। (Ans) প্রশ্ন \ 4 \ একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সে. মি., 27 সে. মি. এবং পরিসীমা 84 সে. মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। সমাধান : মনে করি, ABC ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য BC = a = 25 সে.মি. ও AC = b = 27 সে. মি. এবং পরিসীমা 2s = 84 সে. মি. ∴ s = সে. মি. = 42 সে. মি. ধরি, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য = AB = c আমরা জানি, 2s = a + b + c বা, 84 = 25 + 27 + c বা, 84 = 52 + c বা, c = 84 – 52 ∴ c = 32 ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য AB = c = 32 সে. মি. ∴ ΔABC এর ক্ষেত্রফল \[\begin{array}{l} {\rm{ = }}\sqrt {s(s – a)(s – b)(s – c)} \\ {\rm{ = }}\sqrt {42(42 – 25)(42 – 27)(42 – 32)} \\ {\rm{ = }}\sqrt {42 \times 17 \times 15 \times 10} \\ {\rm{ = }}\sqrt {107100} \end{array}\] = 327.26 বর্গ সে.মি. অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল 327.26 বর্গ সে. মি. (প্রায়) (Ans) প্রশ্ন \ 5 \ একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর। সমাধান : মনে করি, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য = a মিটার। অতএব, সমবাহু ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = বর্গমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে = বর্গমিটার = বর্গমিটার ∴ প্রশ্নানুসারে, বা, বা, a2 + 4a + 4 = a2 + 24 বা, a2 + 4a – a2 = 24 – 4 বা, 4a = 20 বা, অতএব, সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। (Ans) প্রশ্ন \ 6 \ একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর। সমাধান : মনে করি, ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 26 মিটার ও b = 28 মিটার এবং ক্ষেত্রফল = 182 বর্গমিটার। ধরি, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ = θ আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = বা, 182 = 1/2 × 26 × 28 × Sinθ বা, 182 = 13 × 28 × Sinθ বা, 182 = 364Sinθ বা, 364Sinθ = 182 বা, Sinθ = 182/364 = 1/2 = Sin30° ∴ θ = 30° সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° (Ans) প্রশ্ন \ 7 \ একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/ 12 অংশ থেকে 6 সে.মি. কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সে.মি. কম। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর। সমাধান :
এসএসসি সাধারণ গণিত ১৬.১ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান Read More »