নবম-দশম শ্রেণির বাংলা ২য় ক্রিয়াপদ
দ্বিতীয় পরিচ্ছেদ : ক্রিয়াপদ ১. ক্রিয়ার ভাব কত প্রকার? [কু.বো. ২০০০, ১১; চ.বো. ০৬] ঝ ক প্রকারবিহীন খ দু প্রকার গ তিন প্রকার ঘ চার প্রকার ২. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? [চ.বো. ২০০০] ছ ক তুমি ঘুমিয়েই দিন কাটালে খ আজ বেশ এক ঘুম ঘুমালে গ এমন মেয়ে আর দেখি নি ঘ আমার দিন কেটে গেল ৩. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? [রা.বো. ০৬; কু.বো. ০১; য.বো. ১৩; ব.বো. ১৩] চ ক নির্দেশক ভাব খ অনুজ্ঞা ভাব গ সাপেক্ষ ভাব ঘ আকাক্সক্ষা ভাব ৪. ‘এখন যেতে পারো’Ñ উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ২০০০] জ ক তাগিদ দেওয়া অর্থে খ অভ্যস্ততা অর্থে গ অনুমোদন অর্থে ঘ কার্য সমাপ্তি অর্থে ৫. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে? [য.বো. ০৪] জ ক আমি ঘুম থেকে জেগেছি খ আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি গ আমি বেশ ঘুম ঘুমিয়েছি ঘ তোমার ভালো ঘুম হয়েছিল তো? ৬. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’Ñ ‘টাপুর টুপুর’ কোন পদ? [রা.বো. ০৩; য.বো. ২০০০; সি.বো. ০৮] জ ক বিশেষ্য খ ক্রিয়া গ অব্যয় ঘ সর্বনাম ৭. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? [ঢা.বো. ০১] জ ক কঞ্চিটি বাঁকিয়ে ধরো খ সাইরেন বেজে উঠল গ খোকাকে কাঁদিও না ঘ আকাশে চাঁদ দেখি নি ৮. ব্যক্তিবাচক কর্ম পদটিকে কোন কর্ম বলে? [সি.বো. ০৯, ০৫; য.বো. ০৭, ০৫; ঢা.বো. ১০; রা.বো. ১৩, ০৩; ব.বো. ১৩; চ.বো. ১৩] ছ ক মুখ্য কর্ম খ গৌণ কর্ম গ সমধাতুজ কর্ম ঘ ধাত্বর্থক কর্ম ৯. ‘কথাটা ছড়িয়ে পড়েছে’Ñ যৌগিক ক্রিয়া গঠনে পড় ধাতুটি কোন অর্থে ব্যবহার হয়েছে? [কু.বো. ০১] ঝ ক সমাপ্তি খ আকস্মিকতা গ ক্রমশ ঘ ব্যাপ্তি ১০. ‘এখন শুয়ে পড়ো’Ñএখানে ‘পড়ো’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] ঝ ক ক্রমশ অর্থে খ ব্যাপ্তি অর্থে গ আকস্মিকতা অর্থে ঘ সমাপ্তি অর্থে ১১. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়? [ব.বো. ০১] জ ক সকর্মক ক্রিয়া খ অকর্মক ক্রিয়া গ প্রযোজক ক্রিয়া ঘ যৌগিক ক্রিয়া ১২. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক? [দি.বো. ১২; য.বো. ০৭; ব.বো. ০৩] চ ক চুপ করে থাকো খ আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে গ আকাশে চাঁদ উঠেছে ঘ শিশুটি কাঁদে ১৩. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ? [ব.বো. ০৩] জ ক চলন্ত গাড়ি খ করুণাময় তুমি গ দ্রæত চলো ঘ নীল আকাশ ১৪. কোনটি যৌগিক ক্রিয়া বিশেষণের উদাহরণ? [সি.বো. ০৮; য.বো. ০৩; কু.বো. ০৪] ছ ক মাথা ঝিমঝিম করছে খ ঘটনাটা শুনে রাখো গ দই বাসি হলে টকে ঘ এখন গোল্লায় যাও ১৫. যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কী বলে? [য.বো. ০৯; রা.বো. ০৪; কু.বো. ০৩; সি.বো. ০৫] জ ক যৌগিক ক্রিয়া খ মিশ্র ক্রিয়া গ প্রযোজক ক্রিয়া ঘ প্রযোজ্য ক্রিয়া ১৬. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে? [ঢা.বো. ০৪, ২০১১; চ.বো. ০৩] চ ক তিনি ছেলেকে পড়াচ্ছেন খ তোমাকে অনেকবার বলেছি গ একি কথা শুনি ঘ তুমি কোন কাননের ফুল ১৭. একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি স¤প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলা হয়? [রা.বো. ১০] ছ ক ণিজন্ত ক্রিয়া খ যৌগিক ক্রিয়া গ মিশ্র ক্রিয়া ঘ দ্বিকর্মক ক্রিয়া ১৮. ‘সূর্য উঠলে আঁধার দূরীভ‚ত হয়’Ñ বাক্যে ‘উঠলে’ ক্রিয়া পদটি কোন ক্রিয়াপদ? [ঢা.বো. ০৮; রা.বো. ১৩, ০৫] চ ক অসমাপিকা খ সমাপিকা গ প্রযোজক ঘ প্রযোজ্য ১৯. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? [সি.বো. ০৭; ঢা.বো. ১৪] ঝ ক সাপেক্ষ ভাব খ অনুজ্ঞা ভাব গ আকাক্সক্ষা ভাব ঘ নির্দেশক ভাব ২০. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? [রা.বো. ০৬] ছ ক ৪ প্রকার খ ৩ প্রকার গ ২ প্রকার ঘ ৫ প্রকার ২১. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে? [চ.বো. ০৫] জ ক আমরা মেলায় যাই খ সেই বেশি চায় গ গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে ঘ মামা এসেছেন ২২. ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে’Ñ বাক্যের কোন ধরনের ক্রিয়ার ব্যবহার? [কু.বো. ০১; সি.বো. ১০, ০৭] জ ক নাম ধাতুর ক্রিয়া খ প্রযোজক ক্রিয়া গ যৌগিক ক্রিয়া ঘ মিশ্র ক্রিয়া ২৩. বাক্যের অপরিহার্য পদ কোনটি? [চ.বো. ০৯; ব.বো. ১০, ০৭; কু.বো. ০১] বা, বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? বা, পূর্ণাঙ্গ বাক্য গঠনে কোন পদটি অপরিহার্য? [কু.বো. ০৪] ছ ক নামপদ খ ক্রিয়াপদ গ কর্মপদ ঘ কর্তৃপদ ২৪. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে? [ব.বো. ০৭; য.বো. ০১] চ ক মাথা ঝিম ঝিম করছে খ এখন যেতে পার গ সাইরেন বেজে উঠল ঘ তিনি বলতে লাগলেন ২৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? [সি.বো. ১০] ছ ক এ নদীতে প্রচুর মাছ আছে খ আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব গ রূপকথার গল্প শোনো ঘ তুমি কোথায় যাচ্ছ? ২৬. কোনটি মিশ্র ক্রিয়া? [সি.বো. ০৬; চ.বো. ০৬] ছ ক এখন যেতে পার খ অজগরটি ফোঁসাচ্ছে গ এখন গোল্লায় যাও ঘ সাইরেন বেজে উঠল ২৭. কোন বাক্যটিতে ধাত্বর্থক কর্ম রয়েছে? [দি.বো. ১১; ব.বো. ০৪] ছ ক আমি ঘুম থেকে জেগেছি খ এমন সুখের মরণ কে মরতে পারে গ আর কেঁদো না ঘ দুধকে মোরা দুগ্ধ বলি ২৮. কখনও বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পরে। কোনটি এর উদাহরণ? [রা.বো. ৯৩, ৯২] জ ক কবির বই পড়ছে খ ছেলেটা কথা শোনে গ ইনি আমার ভাই ঘ তোমার মা কেমন আছেন? ২৯. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে? [চ.বো. ০৮] জ ক তোমার মা কেমন আছেন খ আজ প্রচণ্ড গরম পড়েছে গ অরণী ল²ী মেয়ে ঘ ঠাণ্ডা বাতাস বইছে ৩০. অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি? [কু.বো. ০৫] ঝ ক বাগানে ফুল ফুটেছে খ নদীতে নৌকা চলছে গ রোদ উঠছে ঘ আকাশটা বেশ মেঘলা ৩১. ‘সাইরেন বেজে উঠল’Ñ এখানে কী বোঝাতে যৌগিক ক্রিয়াটির ব্যবহার হয়েছে? [ব.বো. ০৪; রা.বো. ০১] চ ক আকস্মিকতা খ ব্যপ্তি গ সমাপ্তি ঘ ক্রমশ ৩২. ‘তোমাকে দেখে প্রীত হলাম’Ñ কোন ক্রিয়ার উদাহরণ? [য.বো. ০৬] জ ক যৌগিক ক্রিয়া খ প্রযোজক ক্রিয়া গ মিশ্র ক্রিয়া ঘ অনুক্ত ক্রিয়া ৩৩. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয়ভাগে ভাগ করা যায়? [রা.বো. ০৮] চ ক দুই ভাগে খ তিন ভাগে গ চার ভাগে ঘ পাঁচ ভাগে ৩৪. কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়? [রা.বো. ৯৩, ৯২] জ ক মিশ্র ক্রিয়া খ যৌগিক ক্রিয়া গ সমাপিকা ক্রিয়া ঘ অসমাপিকা ক্রিয়া ৩৫. “যতœ করলে রতœ মিলে”Ñ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ? [য.বো. ৯৩] ঝ ক অনুক্ত খ দ্বিকর্মক গ সমাপিকা ঘ অসমাপিকা ৩৬. ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি? [রা.বো. ০২] ছ ক আজ গেলেও কাজ হবে খ তিনি গেলে কাজ হবে গ চারটা বাজলে স্কুল ছুটি হবে
নবম-দশম শ্রেণির বাংলা ২য় ক্রিয়াপদ Read More »