নবম-দশম

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর

দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?  লকার ভাড়া খ বিমা প্রিমিয়াম গ শুল্ক ও কর ঘ নিরীক্ষকের বিল ২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক- র. প্রচারকার্যে ব্যয় করে রর. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয় ররর. শিক্ষানবিশ সেলামি প্রদান করে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন। ৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে র. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে রর. প্রত্যয়পত্র ইস্যু করে ররর. মুনাফা বণ্টন করে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? [স. বো. ’১৫]  কর্মসংস্থান সৃষ্টি খ জনকল্যাণ গ সম্পদের সুষম বণ্টন ঘ বিনিময়ের মাধ্যমে ৫. কোন ব্যাংক খঈ প্রদান করে? [স. বো. ’১৫]  বাণিজ্যিক ব্যাংক খ কেন্দ্রীয় ব্যাংক গ শিল্প ব্যাংক ঘ কৃষি ব্যাংক ৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে- [স. বো. ’১৫] ক বিনিয়োগ ব্যাংক খ শিল্প ব্যাংক গ সমবায়  বাণিজ্যিক ব্যাংক ৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক? [স. বো. ’১৫]  বাণিজ্যিক ব্যাংক খ ভোক্তাদের ব্যাংক গ শ্রমিক ব্যাংক ঘ সঞ্চয়ী ব্যাংক ৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি? [স. বো. ’১৫]  আমানত খ পরিশোধিত মূলধন গ সংরক্ষিত তহবিল ঘ লকার ভাড়া নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। [স. বো. ’১৫] ৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন? ক সরকারের খ সোনালী ব্যাংকের গ শিল্প ব্যাংকের  বাংলাদেশ ব্যাংকের ১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে- র. আমানত সৃষ্টির মাধ্যমে রর. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ররর. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর সূচনা  পৃষ্ঠা : ৯৫  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. বাণিজ্যিক ব্যাংক কিসের জন্য গঠিত হয়? (জ্ঞান) ক সেবাদানের জন্য  মুনাফা অর্জনের জন্য গ শুধু ঋণ দেয়ার জন্য ঘ মূলধন গঠনের জন্য ১২. সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কাকে বুঝি? (জ্ঞান) ক কেন্দ্রীয় ব্যাংককে  বাণিজ্যিক ব্যাংককে গ বিশেষায়িত ব্যাংককে ঘ আর্থিক প্রতিষ্ঠানকে ১৩. যুগের সাথে সাথে কোন ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে? (জ্ঞান)  বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় খ কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থায় গ বিশেষ ব্যাংক ব্যবস্থায় ঘ অতালিকাভুক্ত ব্যাংক ব্যবস্থায় ১৪. বাণিজ্যিক ব্যাংক অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে কী করে? (প্রয়োগ) ক মুনাফা বৃদ্ধি করে  ঋণ গ্রাহকদের ধার দেয় গ অন্যান্য ব্যাংককে ধার দেয় ঘ উচ্চ প্রকল্পে বিনিয়োগ করে ১৫. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে থাকে? (প্রয়োগ) ক অর্থের আগমন ও নির্গমনের মাধ্যমে  অর্থের লেনদেন ও আদান-প্রদান করে গ বিনিময় মূল্যহ্রাস করে ঘ মুদ্রাস্ফীতির মাধ্যমে ১৬. মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য বা সেবা লেনদেনকৃত প্রতিষ্ঠানকে কী বলে? (জ্ঞান) ক আর্থিক প্রতিষ্ঠান  বাণিজ্যিক ব্যাংক গ এন.জি.ও ঘ কেন্দ্রীয় ব্যাংক ১৭. বাণিজ্যিক ব্যাংকের লেনদেন অবশ্যই কী হতে হবে? (অনুধাবন)  অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য খ সেবামূল্যে পরিমাপযোগ্য গ বিনিময়মূল্যে পরিমাপযোগ্য ঘ ঋণমূল্যে পরিমাপযোগ্য ১৮. কোন প্রতিষ্ঠান অর্থ ও স্বল্প মেয়াদি ঋণ নিয়ে ব্যবসায় করে? (জ্ঞান) ক কেন্দ্রীয় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক গ বিনিময় ব্যাংক ঘ সঞ্চয়ী ব্যাংক  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় ঘটেছে (অনুধাবন) র. আধুনিকায়ন রর. বিশেষায়ন ররর. অবসায়ন নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২০. প্রয়োজনের প্রেক্ষিতে বহুদেশে বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেÑ র. স্বল্পমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে রর. মধ্যমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে ররর. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য ¡ পৃষ্ঠা : ৯৫  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২১. কোন উদ্দেশ্য বাস্তবায়নে ব্যাংক জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে? (অনুধাবন) ক অর্থনীতিতে প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে  বিনিয়োগের জন্য পুঁজি গঠন করতে গ ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস করতে ঘ বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করতে ২২. মক্কেলদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকে কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)  মূলধন খ সঞ্চয় গ বিনিয়োগ ঘ আমানত ২৩. ব্যাংক ব্যবসায়ের উন্নয়নের সহায়ক উদ্দেশ্য কোনটি? (অনুধাবন) ক সঞ্চয় সংগ্রহ খ মুদ্রা সরবরাহ গ মুনাফা অর্জন  মূলধন গঠন ২৪. কোন ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? (জ্ঞান) ক বিনিময় ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক গ শাখা ব্যাংক ঘ একক ব্যাংক ২৫. সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করে থাকে। এটি সোনালী ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (প্রয়োগ)  অন্যতম উদ্দেশ্য খ মৌলিক উদ্দেশ্য গ বিশেষ উদ্দেশ্য ঘ বিশেষ লক্ষ্য ২৬. কোন ব্যাংক সঠিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করে? (জ্ঞান) ক বিশেষায়িত ব্যাংক খ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ ইসলামিক ব্যাংক  বাণিজ্যিক ব্যাংক ২৭. ‘পদ্মা ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংককে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করে থাকে। এক্ষেত্রে ‘পদ্মা ব্যাংক’ কোন ধরনের ব্যাংক হিসেবে ভ‚মিকা পালন করে? (প্রয়োগ)  বাণিজ্যিক ব্যাংক খ বিশেষায়িত ব্যাংক গ শিল্প ব্যাংক ঘ বিনিয়োগ ব্যাংক ২৮. বাণিজ্যিক ব্যাংক অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে কীভাবে? (অনুধাবন) ক অর্থনৈতিক স্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে খ জনকল্যাণ প্রতিষ্ঠাকরণের মাধ্যমে  সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণের মাধ্যমে ঘ ঋণ নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়নের মাধ্যমে ২৯. বাণিজ্যিক ব্যাংক কীভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে? (অনুধাবন) ক সঞ্চয় সংগ্রহের মাধ্যমে খ মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে গ অর্থের নিরাপত্তা দানের মাধ্যমে  ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে ৩০. বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কোন সুযোগটির সৃষ্টি হয়? (অনুধাবন) ক আমানত নিয়ন্ত্রণের  কর্মসংস্থানের গ ঋণ নিয়ন্ত্রণের ঘ মুনাফা অর্জনের ৩১. কীভাবে বাণিজ্যিক ব্যাংক সকল শ্রেণির জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে? (অনুধাবন) ক অর্থের নিরাপত্তা প্রদানের মাধ্যমে  আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমের মাধ্যমে গ সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে ঘ সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে ৩২. কোন ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ এবং নিরাপত্তা প্রদান করে? (জ্ঞান) ক সমবায়

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন বহুনির্বাচনী প্রশ্নোত্তর

নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত? ক দেশি ব্যাংক খ ভোক্তাদের ব্যাংক গ জাতীয় ব্যাংক  আঞ্চলিক ব্যাংক ২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভ‚মিকা হলো র. সরকারকে সহায়তা দেয়া রর. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা ররর. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ র ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : স¤প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন। ৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত? ক কাঠামোভিত্তিক খ মালিকানাভিত্তিক গ নিয়ন্ত্রণভিত্তিক  বিশেষ মক্কেলভিত্তিক ৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী? ক জীবনধারণের মানোন্নয়ন করা  মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা গ পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা ঘ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া ৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি? [স. বো. ’১৫]  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা খ জীবনযাত্রার মানোন্নয়ন গ সামাজিক অবদান ঘ উপদেষ্টা ও পরামর্শদাতা ৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি? [স. বো. ’১৫] ক নিরাপত্তার নীতি  মুনাফার নীতি গ তারল্য নীতি ঘ দক্ষতার নীতি সূচনা  পৃষ্ঠাÑ৮৪  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)  ব্যাংকিং ব্যবসায়ের খ অংশীদারি ব্যবসায়ের গ পাইকারি ব্যবসায়ের ঘ খুচরা ব্যবসায়ের ৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)  ইলেকট্রনিক ব্যাংকিং খ এনি ব্রাঞ্চ গ মনিটরিং ঘ ফোন ৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন) ক ঋণের সুবিধা খ বিলাসবহুল গ বৈদেশিক বিনিময়  ইলেকট্রনিক ব্যাংকিং সেবা ১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) ক লেনদেনের আধিক্য খ ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন  নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব ঘ গ্রাহকদের চাহিদার পরিবর্তন ১১. কিসের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হচ্ছে? (অনুধাবন) ক ব্যাংকের অবস্থানের খ ব্যাংকের আকারের গ সরকার পরিবর্তনের  নতুন নতুন ব্যাংকিং পণ্য  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংকিং ব্যবসায়ের পরিবর্তন সাধিত হয়েছে (অনুধাবন) র. আকার ও আকৃতির রর. নীতি ও পরিচালনায় ররর. উদ্দেশ্য ও গঠনে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৩. প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক নিজেকে প্রস্তুত করেছে (অনুধাবন) র. নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে রর. ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার মাধ্যমে ররর. ক্রেতার প্রয়োজন অনুসারে সেবা প্রস্তুত করে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ব্যাংকের উদ্দেশ্যাবলি ¡ পৃষ্ঠা : ৮৪  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. কী কারণে ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়? (অনুধাবন)  বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে খ অনেক শাখার কারণে গ এলাকার ভিন্নতার কারণে ঘ ব্যাংকের ধরনের পার্থক্যের কারণে ১৫. ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান) ক ৩  ৪ গ ৫ ঘ ৬ ১৬. তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? (অনুধাবন)  মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে খ সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে গ গ্রাহকদের প্রেক্ষাপটে ঘ জীবনযাত্রার মানোন্নয়নের প্রেক্ষাপটে ১৭. ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিতি অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের কী? (জ্ঞান) ক সুবিধা খ অসুবিধা  উদ্দেশ্য ঘ সীমাবদ্ধতা ১৮. ব্যাংকের উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)  সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ খ অর্থ জমা করে রাখা গ তারল্য কম রাখা ঘ কম আমানত অধিক ঋণ ১৯. প্রতিটি বিনিয়োগের সাথে জড়িত থাকে কোনটি? (জ্ঞান) ক মোট ব্যয় খ মুখ্য ব্যয়  সুযোগ ব্যয় ঘ উৎপাদন ব্যয় ২০. যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে কাদের সুনাম বৃদ্ধি পায়? (জ্ঞান) ক গ্রাহকদের  মালিকপক্ষের গ ব্যাংকারের ঘ বিনিয়োগকারীদের ২১. ব্যাংক বিভিন্ন খাতে কী করে? (জ্ঞান) ক ঝুঁকি গ্রহণ  বিনিয়োগ গ তথ্য সরবরাহ ঘ হিসাব নিকাশ ২২. ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে নিচের কোনটি বৃদ্ধিতে সচেষ্ট হয়? (অনুধাবন) ক মুনাফা অর্জন বৃদ্ধিতে খ সুনাম বৃদ্ধিতে  দেশে উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধিতে ঘ বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধিতে ২৩. ব্যাংক কীভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখে? (অনুধাবন) ক অর্জিত মুনাফার অংশ মালিকপক্ষকে বণ্টন করে খ অর্জিত মুনাফা দ্বারা মূলধন গঠন করে  অর্জিত মুনাফার অংশ সমাজের উন্নয়নমূলক কাজে ব্যয় করে ঘ গ্রাহকদের বিভিন্ন রকম সেবাদান করে ২৪. অর্জিত মুনাফার একটি অংশ ব্যাংক নিচের কোন কাজে ব্যয় করে? (অনুধাবন) ক সামাজিক উন্নয়নে খ সমাজ গঠনমূলক কাজে গ শিল্পোন্নয়নে  সামাজিক উন্নয়নে ও সমাজ গঠনমূলক কাজে ২৫. নোট ও মুদ্রার প্রচলন করে কোন ব্যাংক? (জ্ঞান)  কেন্দ্রীয় ব্যাংক খ বাণিজ্যিক ব্যাংক গ সোনালী ব্যাংক ঘ সমবায় ব্যাংক ২৬. চেক কখন বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়? (অনুধাবন)  অ্যাকাউন্টে টাকা জমা থাকলে খ অ্যাকাউন্টে টাকা জমা না থাকলে গ বাড়িতে নগদ অর্থ জমা থাকলে ঘ কারও কাছ থেকে ঋণ নিলে ২৭. বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়? (অনুধাবন)  ব্যাংক চেক খ ডিমান্ড ড্রাফট গ প্রত্যয়নপত্র ঘ সঞ্চয়পত্র ২৮. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? (অনুধাবন) ক নোট ও মুদ্রা প্রচলন করে  বিভিন্ন সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে গ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ঘ তহবিল বিনিয়োগ করে ২৯. জনাব রিয়াজের রূপালী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাবে ৫ লাখ টাকা জমা আছে। তিনি যদি ৬০,০০০ টাকা দ্বারা একটি কম্পিউটার ক্রয় করেন। তাহলে তিনি তার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পরিশোধ করবেন কীভাবে? (প্রয়োগ)  চেক দ্বারা খ প্রত্যয়নপত্র দ্বারা গ পে-অর্ডার করে ঘ নগদ অর্থ দ্বারা ৩০. দেশের মূলধন গঠনে সাহায্যে করা এবং সঞ্চয়ে উদ্বুদ্ধ করা কার প্রধান উদ্দেশ্য? (জ্ঞান)  ব্যাংকের খ সরকারের গ গ্রাহকের ঘ মালিকদের ৩১. ব্যাংক অগ্রাধিকারযুক্ত খাতে অর্থায়ন করে কী উন্নয়নে অংশগ্রহণ করে? (অনুধাবন) ক সামাজিক উন্নয়নে  অর্থনৈতিক উন্নয়নে গ রাজনৈতিক উন্নয়নে ঘ জনগণের উন্নয়নে ৩২. কোন ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে? (জ্ঞান) ক বিনিয়োগ ব্যাংক  কেন্দ্রীয় ব্যাংক গ বাংলাদেশ কৃষি ব্যাংক ঘ বাণিজ্যিক ব্যাংক ৩৩. দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য কী নিয়ন্ত্রণে রাখতে হয়? (অনুধাবন) ক ঋণ  মুদ্রাবাজার গ বিনিয়োগ ঘ শিল্প ৩৪. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন ব্যাংক সাহায্য করে? (জ্ঞান)  বাণিজ্যিক ব্যাংক খ সরকার গ বিনিয়োগ ব্যাংক ঘ সমবায় ব্যাংক ৩৫. সরকার ও রাষ্ট্রের পক্ষে ব্যাংক কোন উদ্দেশ্য পালন করে? (জ্ঞান) ক সামাজিক অবদান খ উন্নয়নে অংশগ্রহণ গ অর্থ স্থানান্তর  কর্মসংস্থান সৃষ্টি ৩৬. কীভাবে ব্যাংক বেকারত্ব দূরীকরণে

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং বহুনির্বাচনী প্রশ্নোত্তর

অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মানব সভ্যতার বিবর্তনে কেন দ্রব্যাদি একে অপরের সাথে বিনিময়ের প্রয়োজন হয়?  চাহিদা পূরণের প্রয়োজনে খ সামাজিক বন্ধন বাড়াতে গ দ্রব্যসমূহ স্থানান্তরের নিমিত্তে ঘ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য ২. কাগজি মুদ্রা প্রচলনের কারণ? র. ধাতুর বিকল্প ব্যবহার রর. ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব ররর. ধাতব পদার্থের দু®প্রাপ্যতা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : গল্পচ্ছলে সীমা একদিন তার দাদির কাছ থেকে জানতে পারল যে আগেকার যুগে মানুষেরা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যদ্রব্য একেকজনের সাথে বিনিময় করত, কিন্তু তাতে করে সব ধরনের পণ্য বিনিময় করা যেত না। ৩. তখনকার দিনে দ্রব্যের বিনিময়ে দ্রব্য মূলত- র. সামাজিক বন্ধন দৃঢ় করা রর. চাহিদা পূরণ করা ররর. অতিরিক্ত দ্রব্য বিনিময় করা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৪. কিসের মাধ্যমে পণ্য বিনিময়ের অসুবিধাসমূহ দূর করা হয়? ক জাহাজের আবিষ্কার  ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে গ ভৌগোলিক যোগাযোগ বৃদ্ধি ঘ মানুষের দৈনন্দিন চাহিদা বৃদ্ধি ৫. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?? [স. বো. ’১৫] ক বিনিময় বিলকে খ চেককে  মুদ্রাকে ঘ ব্যাংক ড্রাফটকে ৬. কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের উৎপত্তি? [স. বো. ’১৫] ক গ্রীক  ল্যাটিন গ ফরাসী ঘ জার্মান মুদ্রা ও তার ইতিহাস  পৃষ্ঠাÑ৭৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৭. কখন মানুষের মধ্যে সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে? (জ্ঞান)  মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে খ প্রযুক্তি আবিষ্কারের সাথে সাথে গ সাহিত্যের নতুন নতুন ধারা উদ্ভবের ফলে ঘ মুদ্রা প্রচলনের সাথে সাথে ৮. কখন থেকে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে? (জ্ঞান)  মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে খ আধুনিক প্রযুক্তি উৎকর্ষ লাভের সাথে সাথে গ দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা রহিতকরণের পর থেকে ঘ সভ্যতা ও আধুনিক জীবন প্রণালি শুরুর পর থেকে ৯. দ্রব্য বিনিময় প্রথা কী? (জ্ঞান)  দ্রব্যের বিনিময়ে দ্রব্য ক্রয় খ অর্থের বিনিময়ে দ্রব্য ক্রয় গ চেকের মাধ্যমে দ্রব্য ক্রয় ঘ কার্ডের মাধ্যমে দ্রব্য ক্রয় ১০. কোনটি ইধৎঃবৎ ঝুংঃবস নামে পরিচিত? (জ্ঞান) ক অর্থের বিনিময়ে দ্রব্য খ কাজের বিনিময়ে দ্রব্য  দ্রব্যের বিনিময়ে দ্রব্য ঘ চেকের বিনিময়ে দ্রব্য ১১. মারুফ ৩ কেজি চালের বিনিময়ে আরিফের নিকট থেকে রুই মাছ ক্রয় করল। এটা কোন ধরনের ব্যবসায়িক প্রথা? (প্রয়োগ) ক ক্রয়-বিক্রয় প্রথা খ লেনদেন প্রথা  বিনিময় প্রথা ঘ বাণিজ্য প্রথা ১২. দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি? (জ্ঞান) ক মিলের অভাব খ সঞ্চয়ের অভাব  উপযোগের অভাব ঘ প্রয়োজনীয়তার অভাব ১৩. দ্রব্য বিনিময়ের জন্য কিসের প্রয়োজনীয়তা অনুভ‚ত হয়? (জ্ঞান) ক ব্যবসায়িক পরিবেশের  বিনিময় মাধ্যমের গ ব্যাংকের ঘ ব্যাংকারের ১৪. অর্থের কোন কাজের মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সহজসাধ্য হয়েছে? (উচ্চতর দক্ষতা) ক বিনিময়ের মাধ্যম খ সঞ্চয় মাধ্যম  মূল্যের পরিমাপক ঘ স্থানান্তরের মাধ্যম ১৫. পূর্বে বিনিময় মাধ্যমে মুদ্রা হিসেবে কী ব্যবহার হত? (অনুধাবন) ক কাগজের মুদ্রা খ চেক  কড়ি ঘ হুন্ডি ১৬. বর্তমানে কোন ধরনের মুদ্রার সীমিত প্রচলন রয়েছে? (জ্ঞান) ক রূপা খ কড়ি গ স্বর্ণ  ধাতব মুদ্রা ১৭. বিনিময় প্রথা ও ধাতব মুদ্রাকে পেছনে ফেলে কাগজি মুদ্রার প্রসার লাভ করেছে। এর যৌক্তিক কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) ক ধাতব মুদ্রার চেয়ে বেশি হালকা  কাগজি মুদ্রা বিনিময় সহজলভ্য গ দ্রব্যের বিনিময়ে অসামঞ্জস্য ঘ পণ্যের মূল্য নির্ধারণে ভুল ১৮. জনাব মনির সাহেব দোকান থেকে দ্রব্যসামগ্রী কেনার পর দোকানদারকে যে মুদ্রা দিলেন তা সহজলভ্য, সহজে বহনযোগ্য ও নিরাপদ। জনাব মনির সাহেব দোকানদারকে কোন ধরনের মুদ্রা দেন? (প্রয়োগ) ক ধাতব মুদ্রা খ কড়ির মুদ্রা  কাগজি মুদ্রা ঘ পোড়ামাটির মুদ্রা  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে প্রসার লাভ করতে থাকে মানুষের (অনুধাবন) র. প্রয়োজনের পরিধি রর. কর্মকাণ্ডের পরিধি ররর. সামাজিক বন্ধনের পরিধি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২০. মুদ্রা ব্যবহার করা হয় (অনুধাবন) র. মূল্যের পরিমাপক হিসেবে রর. সঞ্চয়ের বাহন হিসেবে ররর. বিনিময়ের মাধ্যমে হিসেবে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২১. বিনিময় মাধ্যম হিসেবে বিভিন্ন সময়ে মুদ্রা হিসাবে ব্যবহার লক্ষ করা যায়- (অনুধাবন) র. পোড়া মাটির রর. পাথরের ররর. সোনার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২২. ধাতব মুদ্রার ব্যবহার বেশি দিন স্থায়িত্ব লাভ করতে না পারার যৌক্তিক কারণ হচ্ছে (উচ্চতর দক্ষতা) র. মুদ্রার ব্যবহার রর. মুদ্রা স্থানান্তর ররর. মুদ্রা বহন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৩. কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে (অনুধাবন) র. সহজলভ্য হওয়ায় রর. সহজে বহনযোগ্য হওয়ায় ররর. নিরাপত্তা নিশ্চিত করায় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও : আব্দুস সাত্তার সাহেব তার কৃষি জমিতে ধান উৎপন্ন করতেন। তিনি ধানের বিনিময়ে পলাশের কাছ থেকে মাছ সংগ্রহ করেন। এভাবে তারা তাদের চাহিদা নির্বাহ করত। ২৪. আব্দুস সাত্তার সাহেব ও পলাশ কোন ধরনের বিনিময় পদ্ধতি ব্যবহার করতেন? (প্রয়োগ)  দ্রব্য বিনিময় খ মূল্য বিনিময় গ অর্থ বিনিময় ঘ মুদ্রা বিনিময় ২৫. উক্ত বিনিময়ের ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা) র. মূল্য নিরূপণের সমস্যা সৃষ্টি হয় রর. দ্রব্য স্থানান্তরের সমস্যা সৃষ্টি হয় ররর. বিনিময় মাধ্যমের প্রয়োজনীয়তা দেখা দেয় নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর মুদ্রা কী ¡ পৃষ্ঠা Ñ৭৯  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৬. মুদ্রা কী? (জ্ঞান) ক যোগাযোগের মাধ্যম  বিনিময়ের মাধ্যম গ লেনদেনের মাধ্যম ঘ আদান-প্রদানের মাধ্যম ২৭. মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে সবার কাছেÑ (জ্ঞান)  গ্রহণীয় খ বর্জনীয় গ বাঞ্ছনীয় ঘ দুরূহ ২৮. কোনটি মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে? (অনুধাবন) ক চেক খ বিনিময় বিল  মুদ্রা ঘ কাগজ ২৯. মুদ্রার প্রধান কাজ কোনটি? (জ্ঞান)  বিনিময় মাধ্যম হিসেবে কাজ করা খ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা গ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা ঘ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করা ৩০. রাহা ৫০০ টাকা দিয়ে ‘ব্যাংকিং ও বিমা’ নামে একটি বই ক্রয় করল। এক্ষেত্রে টাকা কী

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং সপ্তম অধ্যায় শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বহুনির্বাচনী প্রশ্নোত্তর

সপ্তম অধ্যায় শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মূলধন খাটানোর উৎস র. শেয়ার রর. বন্ড ররর. ডিবেঞ্চার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২. অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি? ক মুনাফার উপর অগ্রাধিকার  সীমিত আয় গ সীমাবদ্ধ দায় ঘ নির্দিষ্ট হারে আয় ৩. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়? ক ২ খ ৩ গ ৪  ৫ নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন। ৪. জনাব হাবিব ‘বান্ধব’ কোম্পানির শেয়ার কোথা থেকে সংগ্রহ করেছেন? ক কোম্পানির প্রধান অফিস খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন  প্রাথমিক বাজার ঘ সেকেন্ডারি বাজার ৫. শেয়ার বিক্রির জন্য জনাব হাবিবের কোন বাজারে যুক্তিসঙ্গত হবে? ক কোম্পানির প্রধান অফিস খ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গ প্রাথমিক বাজার  সেকেন্ডারি বাজার ৬. কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোনটি ক্রয়ের আহŸান জানায়? [স. বো. ’১৫] ক বন্ড খ ডিবেঞ্চার গ বাণিজ্যিকপত্র  শেয়ার ৭. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি? [স. বো. ’১৫] ক বন্ড ক্রয় খ ঋণপত্র ক্রয় গ অগ্রাধিকার শেয়ার ক্রয়  সাধারণ শেয়ার ক্রয় ভ‚মিকা  পৃষ্ঠা Ñ ৬৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৮. শেয়ার বা ডিবেঞ্চার কে ইস্যু করে? (জ্ঞান)  কোম্পানি খ ব্যাংক গ বিমা কোম্পানি ঘ অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান ৯. কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বিনিয়োগকারীদের জন্য কী হিসেবে পরিচিত? (অনুধাবন) ক বিনিয়োগের ভিত্তি  বিনিয়োগের উৎস গ বিনিয়োগের ধারা ঘ বিনিয়োগের মাধ্যম ১০. বিনিয়োগের উৎস হিসেবে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ও বন্ডের কোনটি থাকা আবশ্যক? (জ্ঞান)  নিজস্ব স্বকীয়তা খ নির্দিষ্ট আওতা গ নির্দিষ্ট আয় ঘ নিজস্ব চুক্তি  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. বিনিয়োগের প্রতিটি খাতে বিনিয়োগকারীদের (অনুধাবন) র. প্রত্যাশিত আয়ে ভিন্নতা থাকে রর. ঝুঁকি ভিন্নতা থাকে ররর. ব্যয়ে ভিন্নতা থাকে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর শেয়ারের শ্রেণিবিভাগ  পৃষ্ঠা Ñ ৬৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. পাবলিক লি. কোম্পানির মূলধন সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (জ্ঞান)  শেয়ার বিক্রয় খ ঋণপত্র বিক্রয় গ বন্ড বিক্রয় ঘ ডিবেঞ্চার বিক্রয় ১৩. শেয়ার ক্রয়ের মাধ্যমে কারা বিনিয়োগে আগ্রহী হয়? (অনুধাবন)  ক্ষুদ্র বিনিয়োগকারীগণ খ মাঝারি বিনিয়োগকারীগণ গ বৃহৎ বিনিয়োগকারীগণ ঘ ঋণপত্র ক্রয়কারী  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কোম্পানি সংগঠনগুলো শেয়ারের প্রচলন করে (অনুধাবন) র. সাধারণ শেয়ার রর. অগ্রাধিকার শেয়ার ররর. বোনাস শেয়ার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর সাধারণ শেয়ার  পৃষ্ঠা Ñ ৬৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৫. কোম্পানির ন্যূনতম মূলধন সংগ্রহ করতে কার অনুমতি নিতে হয়? (জ্ঞান)  সরকারের খ কেন্দ্রীয় ব্যাংকের গ ব্যাংকের ঘ আর্থিক প্রতিষ্ঠানের ১৬. বিবরণপত্র কী? (অনুধাবন) ক শেয়ার ক্রয়ের প্রস্তাব  শেয়ার বিক্রির প্রস্তাব গ ঋণ গ্রহণের আবেদন ঘ কোম্পানি পরিচালনার দলিল ১৭. আনোয়ার লি. বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে অনেকেই শেয়ার ক্রয়ের আগ্রহ প্রকাশ করে আবেদন করে। এমতাবস্থায় কোম্পানি শেয়ার বণ্টন করবে কীভাবে? (প্রয়োগ) ক সুপারিশের মাধ্যমে  লটারির মাধ্যমে গ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘ টেন্ডারের মাধ্যমে ১৮. কোম্পানির মালিক কে? (জ্ঞান) ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক  সাধারণ শেয়ার মালিক ঘ অগ্রাধিকার শেয়ার মালিক ১৯. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা? (অনুধাবন) ক যারা মূলধন যোগাড় করে খ যারা কার্য পরিচালনা করে  যারা শেয়ার ক্রয় করে ঘ যারা নীতিমালা প্রদান করে ২০. শেয়ার মালিকদের প্রাপ্য আয় কোম্পানির কী হিসেবে গণ্য হয়? (অনুধাবন)  মুনাফা খ লোকসান গ সম্পত্তি ঘ দলিলপত্র ২১. শেয়ার হোল্ডারগণ কিসের প্রয়োজনে সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রয় করেন? (উচ্চতর দক্ষতা)  তারল্যের প্রয়োজনে খ সম্পত্তি বণ্টনের প্রয়োজনে গ ঋণপত্রের প্রয়োজনে ঘ জামানত রাখার প্রয়োজনে ২২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ? (অনুধাবন)  ঝুঁকিপূর্ণ খ অলাভজনক গ লাভজনক ঘ অনাকাক্সিক্ষত ২৩. কোন ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না? (জ্ঞান)  সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার গ বন্ড ঘ ডিবেঞ্চার ২৪. কোনো কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ হতে নিচের কোন বিনিয়োগকারীদের দাবি সর্বশেষে মেটানো হয়? (প্রয়োগ) ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক গ অগ্রাধিকার শেয়ার মালিক  সাধারণ শেয়ার মালিক ২৫. সাধারণ শেয়ার মালিকদের পূর্বে কাদের দাবি মেটানো হয়? (জ্ঞান)  অগ্রাধিকার শেয়ার মালিকদের খ বন্ড মালিকদের গ ডিবেঞ্চার মালিকদের ঘ সম্পত্তির মালিকদের ২৬. কোনো কারণে ট্রান্সকম গ্রæপের অবসায়ন ঘটলে এর সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ অপর্যাপ্ত হলে নিচের কোন বিনিয়োগকারী সবচেয়ে বেশি বঞ্চিত হবে? (উচ্চতর দক্ষতা)  সাধারণ শেয়ার মালিক খ বন্ড মালিক গ অগ্রাধিকার মালিক ঘ ডিবেঞ্চার মালিক ২৭. ঝুঁকিপূর্ণ কিন্তু আয়ের সম্ভাবনা বেশি কোন বিনিয়োগে? (জ্ঞান) ক অগ্রাধিকার শেয়ার  সাধারণ শেয়ার গ ডিবেঞ্চার শেয়ার ঘ বন্ড ২৮. কোম্পানির মালিক হিসেবে অর্জিত লাভ এবং সম্পত্তির ওপর কার আইনগত অধিকার থাকে? (জ্ঞান)  সাধারণ শেয়ার মালিক খ বন্ড গ ডিবেঞ্চার ঘ অগ্রাধিকার শেয়ার মালিক ২৯. কোন শেয়ার মালিকদের কোম্পানি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেয়? (জ্ঞান) ক ডিবেঞ্চার মালিক খ বন্ড মালিক গ অগ্রাধিকার শেয়ার মালিক  সাধারণ শেয়ার মালিক ৩০. কোম্পানি নিয়ন্ত্রণের জন্য কার ভোটাধিকার রয়েছে? (জ্ঞান)  সাধারণ শেয়ার মালিক খ বন্ড মালিক গ ডিবেঞ্চার মালিক ঘ অগ্রাধিকার শেয়ার মালিক ৩১. অমি এস আর লি.-এর একজন সাধারণ শেয়ারহোল্ডার। তিনি কীভাবে কোম্পানি নিয়ন্ত্রণে অংশ নিবেন? (প্রয়োগ) ক শেয়ার সার্টিফিকেট কিনে  ভোটাধিকার প্রয়োগ করে গ বিবরণপত্র প্রচারের মাধ্যমে ঘ হস্তান্তরযোগ্য সুযোগে ৩২. জনাব হায়দার কোহিনুর লি. এর ২০ টাকা মূল্যের ১৩০টি শেয়ার ক্রয় করেন। তিনি কোম্পানির মাধ্যমে ভোটাধিকার লাভ করেন। কোন শেয়ারে উপর্যুক্ত বৈশিষ্ট্য দেখা যায়? (প্রয়োগ) ক বন্ডে খ ডিবেঞ্চারে গ অগ্রাধিকার শেয়ারে  সাধারণ শেয়ারে ৩৩. সাধারণ শেয়ার ক্রয়কারী চাইলে তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে কখন? (অনুধাবন) ক লভ্যাংশ পাওয়ার পর খ মেয়াদোত্তীর্ণের পর গ সরকার চাইলে  যে কোনো সময় ৩৪. সহজে হস্তান্তরযোগ্য শেয়ার কোনটি? (জ্ঞান) ক অগ্রাধিকার শেয়ার  সাধারণ শেয়ার গ বোনাস শেয়ার ঘ অধিকারযোগ্য শেয়ার ৩৫. অনির্দিষ্ট আয় কোনটিতে? (জ্ঞান)  সাধারণ শেয়ার খ অগ্রাধিকার শেয়ার গ বন্ড ঘ ডিবেঞ্চার ৩৬. কোম্পানির আয় বেশি হলে কার আয় বেশি হয়? (জ্ঞান) ক বন্ড মালিকদের খ ডিবেঞ্চার মালিকদের  সাধারণ শেয়ার মালিকদের ঘ অগ্রাধিকার শেয়ার মালিকদের ৩৭.

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং সপ্তম অধ্যায় শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় বহুনির্বাচনী প্রশ্নোত্তর

ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়?  মূলধন ব্যয় খ মুনাফার হার গ বিনিয়োগের সুদ ঘ তহবিলের উৎস ২. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের অন্যতম উৎস? ক বাণিজ্যিক ব্যাংক খ অর্জিত লভ্যাংশ গ ব্যবসায়িক ঋণ  সংরক্ষিত তহবিল ৩. ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি? ক মুনাফা বৃদ্ধি খ সুদ হ্রাস  কর হ্রাস ঘ তহবিল বৃদ্ধি ৪. মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়- র. সর্বোচ্চ ঋণের সুবিধা রর. কাম্য ঋণনীতি ররর. সর্বনিম্ন মূলধন ব্যয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৫. নান্নু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসী ব্যবসায় শুরু করে। কর হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?  ১০.৫৬% খ ১২% গ ১৩.৪৪% ঘ ২৪% ৬. শবনম লিঃ প্রতিটি ৫,০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। শবনম লিঃ-এর মূলধন ব্যয় কত? ক ৯%  ১০% গ ১১.১১% ঘ ১৯% নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়? ৭. বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত? ক ২০ লক্ষ খ ৪০ লক্ষ  ৬০ লক্ষ ঘ ৭৫ লক্ষ ৮. মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন- র. তহবিলের সুযোগ ব্যয় রর. গড় মূলধন ব্যয় ররর. সর্বনিম্ন মূলধন ব্যয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৯. প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্তে কোনটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে? [স. বো. ’১৫] ক অবচয় খ মূলধন আয় গ মুনাফা খরচ  মূলধন খরচ ১০. ী কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মুলধন ব্যয় কত? [স. বো. ’১৫] ক ৮%  ১০% গ ১২% ঘ ১৫% ভ‚মিকা ¡ পৃষ্ঠা৫৯  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১. মূলধন ব্যয় কী? (জ্ঞান) ক সংগৃহীত তহবিলে জমা খ সংগৃহীত তহবিল হতে আয়  সংগৃহীত তহবিলের ব্যয় ঘ সংগৃহীত তহবিলের ব্যয়ের হিসাব নির্ধারণ ১২. বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে? (জ্ঞান) ক চলতি ব্যয় খ স্থায়ী ব্যয়  মূলধন ব্যয় ঘ উৎপাদন ব্যয় ১৩. তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের নিকট কী হিসেবে বিবেচিত? (জ্ঞান) ক মূলধন আয়  মূলধন ব্যয় গ স্থায়ী ব্যয় ঘ প্রদেয় লভ্যাংশ ১৪. ব্যবসায়ে প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয় কোনটি? (জ্ঞান) ক মুনাফা থেকে প্রাপ্ত হয়  মূলধন সরবরাহকারীদের প্রত্যাশিত আয় গ নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত আয় ঘ স্থায়ী সম্পত্তির বিক্রয় হতে আয় ১৫. প্রতিটি তহবিলের উৎসের মূলধন ব্যয় পৃথকভাবে নির্ণয়ের প্রয়োজন হয় কেন? (উচ্চতর দক্ষতা)  উৎসসমূহের মূলধন ব্যয় সমান না হওয়ায় খ বিনিয়োগের বিশাল আকার হওয়ায় গ ব্যবসায়ের পণ্য উৎপাদন ক্ষমতা স¤প্রসারণ না হওয়ায় ঘ নগদ প্রবাহ সমমূল্যের বিবেচিত হওয়ায় ১৬. তহবিল সরবরাহকারীর নিকট যেটি আয়, তহবিল সংগ্রহকারীর নিকট সেটি কী হিসেবে বিবেচিত? (জ্ঞান) ক মূলধনী আয়  মূলধন খরচ গ মুনাফা ঘ রাজস্ব ব্যয় ১৭. বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি হিসেবে গণ্য হয়? (অনুধাবন)  মূলধন খরচ খ প্রত্যক্ষ খরচ গ পরোক্ষ খরচ ঘ প্রশাসনিক খরচ ১৮. সাগর মোটর সাইকেল কেনার জন্য ১৫% হারে ঋণ নিল। এক্ষেত্রে তার মূলধন খরচ কত হবে? (প্রয়োগ) ক ১০%  ১৫%\ গ ২০% ঘ ২৫% ১৯. কোন ধরনের প্রতিষ্ঠানসমূহ এক বা একাধিক উৎস থেকে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল সংস্থান করে? (জ্ঞান) ক অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান খ ক্ষুদ্র প্রতিষ্ঠান গ মাঝারি প্রতিষ্ঠান  বড় প্রতিষ্ঠান ২০. অর্থায়নের বিভিন্ন উৎসের জন্য প্রত্যাশিত আয়ের হারকে কী বলা হয়? (জ্ঞান) ক মূলধন বাজেটিং খ মূলধন কাঠামো গ উপরিব্যয়  মূলধন ব্যয় ২১. কোনো কোম্পানির মূলধন তহবিলের উৎস যদি দুটি হয়, তবে তার মূলধন খরচ কীভাবে নির্ণয় করতে হয়? (উচ্চতর দক্ষতা) ক দুটি মূলধন উৎসের খরচের যোগফল দ্বারা খ দুটি মূলধন উৎসের খরচের বিয়োগফল দ্বারা গ দুটি মূলধন উৎসের খরচের গুণফল দ্বারা  দুটি মূলধন উৎসের খরচের গড় দ্বারা ২২. বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় তহবিল একাধিক উৎস থেকে সংস্থান করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলধন খরচ হিসেবে কীভাবে বিবেচিত হবে? (উচ্চতর দক্ষতা) ক সর্বনিম্ন উৎসের মূলধন খরচের হার হিসেবে খ সর্বোচ্চ উৎসের মূলধন খরচের হার হিসেবে গ সর্বনিম্ন ও সর্বোচ্চ উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে  সবগুলো উৎসের মূলধন খরচের গড় হার হিসেবে ২৩. অর্থ সরবরাহকারীদের প্রত্যাশিত আয়ের ভিন্নতার কারণে কোনটির ভিন্নতা দেখা দেয়? (অনুধাবন) ক মূলধন নীতি  মূলধন ব্যয়ের হার গ শেয়ার গ্রাহক সংখ্যা ঘ মার্কেটিং পলিসি ২৪. একটি কোম্পানির শেয়ার বিক্রি উৎসের মূলধন খরচ ১৮% এবং ব্যাংক ঋণ উৎসের মূলধন খরচ ১২% হলে, কোম্পানির গড় মূলধন খরচ কত? (প্রয়োগ) ক ৩০% খ ৬%  ১৫% ঘ ১২% ২৫. আলম কোল্ড ড্রিংকস লিমিটেড এর শেয়ার মূলধন ১০ লক্ষ টাকা এবং শেয়ারমালিকরা তাদের বিনিয়োগ থেকে ২০% আয় প্রত্যাশা করে। কোম্পানিটির মূলধন ব্যয় কত? (প্রয়োগ) ক ১০%  ২০% গ ১৮.৫৬% ঘ ১৫.৫% ২৬. কোনো কোম্পানির মূলধন খরচ যদি ২০% হয়, তবে প্রতিষ্ঠানটিকে তার বিনিয়োগ হতে ন্যুনতম আয় কত অর্জন করতে হবে? (প্রয়োগ) ক ১০%  ২০% গ ৩০% ঘ ৪০% ২৭. বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের ওপর সর্বনিম্ন হারে আয় প্রয়োজন, সে হারকে কী বলা হয়? (অনুধাবন) ক মূলধন খ মূলধন আয়  মূলধন খরচ ঘ মূলধন মজুদ  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৮. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে- (অনুধাবন) র. বন্ড বিক্রির মাধ্যমে রর. ঋণপত্র বিক্রির মাধ্যমে ররর. ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. মূলধন ব্যয় ধারণাটির সাথে জড়িতÑ (অনুধাবন) র. অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয় রর. অর্জিত নিট মুনাফা ররর. বিনিয়োগকৃত লভ্যাংশ নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মূলধনের সংস্থান করলে মূলধন ব্যয় নির্ণয় সহজ হয়। কারণ এক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হবে- (উচ্চতর দক্ষতা) র. ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার রর. বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের হার ররর. আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ধার্যকৃত সুদের হার নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায় মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন বহুনির্বাচনী প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?  মূলধন বাজেটিং খ অর্থের সময়মূল্য গ বাট্টার হার নির্ধারণ ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি ২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি? ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ  বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়? ক প্রারম্ভিক বিনিয়োগ খ নগদ বহিঃপ্রবাহ গ মোট চলতি ব্যয়  মোট অবচয় ৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?  প্রকল্প নির্বাচন খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয় ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয় ৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন? ক রোগীর ওষুধ ক্রয়  এক্স-রে মেশিন ক্রয় গ ওষুধের মূল্য নির্ধারণ ঘ হাসপাতাল ভবনের রং পরিবর্তন নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও : সিমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন। ৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?  গড় মুনাফা হার খ পে-ব্যাক সময় গ নিট বর্তমান মূল্য ঘ অভ্যন্তরীণ মুনাফার হার ৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো- র. অর্থের সময় মূল্য উপেক্ষিত রর. সকল নগদ প্রবাহের মূল্য সমান ররর. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপÑ [স. বো. ’১৫]  বাট্টার হার নির্ধারণ খ মুনাফার হার নির্ধারণ গ ঝুঁকির হার নির্ধারণ ঘ সুদের হার নির্ধারণ ৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি? [স. বো. ’১৫] ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ  গড় নিট মুনাফাগড় বিনিয়োগ গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ ১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি? [স. বো. ’১৫] ক দুইটি খ তিনটি  চারটি ঘ পাঁচটি ১১. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় [স. বো. ’১৫] র. নগদ প্রবাহ প্রাক্কলনের পর রর. বাট্টা হার নির্ধারণের পর ররর. বহিঃপ্রবাহ নির্ধারণের পর নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও : অরিন নিজস্ব অর্থায়নে আরোগ্য নিকেতন নামে একটি নার্সিং হোম প্রতিষ্ঠা করেন। ১২. অরিন মূলধন বাজেটিং-এ কোন সিদ্ধান্ত নেবেন? [স. বো. ’১৫] ক ঔষধ ক্রয় খ প্যাড তৈরি গ মূল্য নির্ধারণ  এক্সরে মেশিন ক্রয় নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও : বিহঙ্গ এন্টারপ্রাইজ একটি প্রকল্পে ১,৫০,০০০ টাকা বিনিয়োগ করে যা থেকে আগামী ৫ বছরে নগদ প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। পে-ব্যাক সময় পদ্ধতিতে প্রকল্পটির মূলধন বাজেটিং করা হয়। [স. বো. ’১৫] ১৩. প্রকল্পটির পে-ব্যাক সময় কত?  ৩ বছর খ ৩ বছর ৬ মাস গ ৪ বছর ৬ মাস ঘ ৫ বছর ১৪. প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলোÑ র. সবকটি বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি রর. বিনিয়োগকৃত টাকার সময়মূল্য বিবেচিত হয়নি ররর. লাভের কোনো নির্দিষ্ট হার নেই নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর মূলধন বাজেটিং ¡ পৃষ্ঠাÑ৪৬  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৫. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য কোন ধরনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে? (জ্ঞান) ক স্বল্পমেয়াদি বিনিয়োগ  দীর্ঘমেয়াদি বিনিয়োগ গ স্বল্পমেয়াদি অর্থায়ন ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন ১৬. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে কিসের ওপর? (অনুধাবন) ক মোট মুনাফা অর্জন ক্ষমতার ওপর  দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর গ স্থায়ী সম্পত্তি অর্জনের ক্ষমতার ওপর ঘ সম্পত্তি নগদায়ন ক্ষমতার ওপর ১৭. নিচের কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি? (প্রয়োগ) ক নগদ অর্থ খ কাঁচামাল  দালানকোঠা ঘ বিনিয়োগের সুদ ১৮. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত? (জ্ঞান) ক কাঁচামাল ক্রয় খ শ্রমিকের মজুরি প্রদান  উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন ঘ ঋণের সুদ প্রদান ১৯. নিচের কোন ক্ষেত্রে একজন ব্যবসায়ী মূলধন বাজেটিংয়ের নীতিমালা অনুসরণ করবেন? (অনুধাবন) ক স্বল্পমেয়াদি বিনিয়োগের গুরুত্ব নির্ণয়ে  দীর্ঘমেয়াদি বিনিয়োগের লাভজনকতা মূল্যায়নে গ চলতি ব্যয় নির্বাহের উৎস নির্বাচনে ঘ কর ফাঁকি দেয়ার পথ অনুসন্ধানে ২০. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? (জ্ঞান)  অর্থায়নের নীতিমালা খ উৎপাদন প্রক্রিয়া গ অর্থায়নের প্রক্রিয়া ঘ অভ্যন্তরীণ মুনাফা ২১. নিচের কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নয়? (অনুধাবন) ক মুদি দোকানের জন্য ফ্রিজ ক্রয় খ দর্জি দোকানের জন্য সেলাই মেশিন ক্রয় গ সেলুনের চুল কাটার মেশিন ক্রয়  কর্মচারীদের বেতন প্রদানের সিদ্ধান্ত ২২. মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া? (জ্ঞান)  মূল্যায়ন খ বিনিয়োগ গ সিদ্ধান্ত ঘ নীতি ২৩. নিচের কোনটি অর্থায়নের মূল্যায়ন প্রক্রিয়া? (জ্ঞান) ক অর্থায়ন সিদ্ধান্ত খ বিনিয়োগ সিদ্ধান্ত  মূলধন বাজেটিং ঘ আদর্শ বিচ্যুতি ২৪. আয়-ব্যয় প্রাক্কলন শেষে এসব সিদ্ধান্তের কী নির্ণয় করতে হয়? (জ্ঞান)  নিট নগদ প্রবাহ খ অবচয় গ মূলধনী ব্যয় ঘ পরিচালন ব্যয় ২৫. নিট মুনাফা কীভাবে নির্ণয় করা হয়? (অনুধাবন) ক বিক্রয় থেকে কর বাদ দিয়ে খ বিক্রয় থেকে স্থায়ী খরচ বাদ দিয়ে  বিক্রয় থেকে করসহ সব খরচ বাদ দিয়ে ঘ বিক্রয় থেকে করসহ চলতি খরচ বাদ দিয়ে ২৬. মুনাফার সাথে কোনটি যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? (জ্ঞান) ক আয় খ ব্যয়  অবচয় ঘ অগ্রিম আয় ২৭. কোনো বিনিয়োগের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে নিচের কোনটি হয়? (অনুধাবন)  বিনিয়োগটি লাভজনক ও গ্রহণযোগ্য বিবেচিত হয় খ বিনিয়োগটি অলাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয় গ বিনিয়োগটি লাভজনক ও পরিবর্তনযোগ্য বিবেচিত হয় ঘ বিনিয়োগটি লাভজনক ও অগ্রহণযোগ্য বিবেচিত হয় ২৮. বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে কী বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)  সম্ভাব্য লাভজনকতা খ সম্ভাব্য ঝুঁকির পরিমাণ গ সম্ভাব্য লোকসান ঘ সম্ভাব্য সুযোগ ২৯. মূলধন বাজেটিং ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্তের সাথে জড়িত? (জ্ঞান) ক স্বল্পমেয়াদি বিনিয়োগ  দীর্ঘমেয়াদি বিনিয়োগ গ স্বল্পমেয়াদি অর্থায়ন ঘ দীর্ঘমেয়াদি অর্থায়ন ৩০. আকরাম হোসেন একজন বিনিয়োগকারী তিনি বিভিন্ন প্রকল্প হতে লাভজনক প্রকল্পটি বাছাই করতে কোন প্রক্রিয়ার সাহায্য নেবেন? (প্রয়োগ) ক আদর্শ বিচ্যুতির  মূলধন বাজেটিংয়ের গ মুনাফা নীতির ঘ তারল্য নীতির ৩১. ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রয়োগ করা হয়? (জ্ঞান)  মূলধন বাজেটিং খ অবচয় পদ্ধতি গ নগদায়ন পদ্ধতি ঘ অর্থায়ন প্রক্রিয়া ৩২. ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য জমি, দালানকোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করতে কোনটির প্রয়োজন? (অনুধাবন) ক স্বল্পমেয়াদি অর্থায়ন সিদ্ধান্ত খ

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায় মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা বহুনির্বাচনী প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. অফিস খরচ, বিমা খরচ ইত্যাদি পরিশোধের অক্ষমতা থেকে কী সৃষ্টি হয়? ক আর্থিক ক্ষতি খ মূলধনের স্বল্পতা  ব্যবসায়িক ঝুঁকি ঘ মুনাফার অনিশ্চয়তা ২. কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রয়েছে?  সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খ পরিকল্পনা প্রণয়নে গ পরিচালনার ক্ষেত্রে ঘ মূলধন সংগ্রহে ৩. ঝুঁকির পরিমাপ করা হয় র. বিভিন্ন কৌশল অবলম্বন করে রর. সঠিক পরিকল্পনার মাধ্যমে ররর. প্রতিষ্ঠানের ব্যয় কমিয়ে এনে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ভ‚মিকা ¡ পৃষ্ঠা Ñ ৩৭  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৪. ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায় প্রতিষ্ঠানকে কী অর্জনে বাধা দেয়? (জ্ঞান) ক মুনাফা ˜ লক্ষ্য গ সমৃদ্ধি ঘ সুনাম ৫. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়? (জ্ঞান)  ঝুঁকি খ অনিশ্চয়তা গ মুনাফা ঘ ক্ষতি ৬. কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়? (জ্ঞান) ক আয় খ ব্যয় গ মুনাফা  অনিশ্চয়তা ৭. অনিশ্চয়তার কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল কিরূপ হয়? (অনুধাবন) ক প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম খ প্রত্যাশিত ফলাফলের চেয়ে বেশি গ প্রত্যাশিত ফলাফলের সমান  প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি ৮. ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে কী বলা হয়? (জ্ঞান) ক ক্ষতি খ অনিশ্চয়তা  ঝুঁকি ঘ লাভ ৯. প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কী বলে? (জ্ঞান)  ঝুঁকি খ অনিশ্চয়তা গ দুর্ঘটনা ঘ অপ্রত্যাশিত ঘটনা ১০. নাসা গ্রæপ আশা করেছিল ২০১৪ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা যায়? (প্রয়োগ) ক অনিশ্চয়তার উৎস  ঝুঁকির উৎস গ নিট ক্ষতি ঘ নিট ব্যবধান ১১. প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় বেশি হলে কী সৃষ্টি হয়? (জ্ঞান)  ঝুঁকি খ অনিশ্চয়তা গ সন্দেহ ঘ ঝুঁকি ১২. অপূর্ব চন্দ্র তার কারখানা থেকে ১৫% মুনাফা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বছর শেষে তিনি ২০% মুনাফা পেলেন। তার ঝুঁকির পরিমাণ কত? (প্রয়োগ)  ৫% খ ১৫% গ ২০% ঘ ২৫% ১৩. একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ প্রকল্প থেকে ১০% মুনাফা প্রত্যাশা করেছিলেন কিন্তু বছর শেষে ১৫% মুনাফা পেলেন। অতিরিক্ত ৫% মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে? (উচ্চতর দক্ষতা) ক ব্যবধানটা অনেক বেশি খ তার আয়কর বৃদ্ধি পাবে গ ভবিষ্যতে এটা নাও পেতে পারেন  বিচ্যুতির কারণ তার নিকট অজানা ১৪. সাইফুল ইসলাম কাজল তার বিনিয়োগ থেকে গত তিন বছর যথাক্রমে ৫%, ৭% ও ১১% হারে মুনাফা পেয়েছেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ) ক ৫% খ ৭%  ৭.৬৭% ঘ ১১% ১৫. মিনহাজ তার তিনটি বিনিয়োগ প্রকল্প থেকে যথাক্রমে ২৭%, ১৪% ও ২০% মুনাফা পেলেন। তার গড় মুনাফা কত? (প্রয়োগ) ক ১৪% খ ১৯.২৫% গ ২০%  ২০.৩৩% ১৬. নিলয়, নাহার গ্রæপের ৫০,০০,০০০ টাকা তিন বছর আগে বিনিয়োগ করেছিলেন। তিনি তিন বছরে যথাক্রমে ৫%, ১২% ও ১৭% করে মুনাফা পেয়েছেন। এখানে নিলয়ের বিনিয়োগের বৈশিষ্ট্য কোনটি? (প্রয়োগ) ক ঝুঁকিমুক্ত বিনিয়োগ  ঝুঁকিযুক্ত বিনিয়োগ গ লাভজনক বিনিয়োগ ঘ ব্যবসায়িক বিনিয়োগ ১৭. আয়ের উত্থান-পতন কিসের ধারণা? (জ্ঞান) ক মুনাফা খ ক্ষতির  ঝুঁকির ঘ ব্যয়ের ১৮. আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি ঘটে থাকে? (অনুধাবন)  ঝুঁকির পরিমাণ বৃদ্ধি খ ঝুঁকির পরিমাণ হ্রাস গ অনিশ্চয়তার পরিমাণ বৃদ্ধি ঘ অনিশ্চয়তার পরিমাণ হ্রাস ১৯. ঝুঁকির একটি অন্যতম ধারণা কোনটি হতে পারে? (অনুধাবন) ক অর্থের স্বল্পতা খ অর্থের প্রাচুর্যতা  আয়ের উত্থান পতন ঘ আয়ের ক্রমাগত বৃদ্ধি ২০. ঝুঁকির একটি ধারণা হলো আয়ের উত্থান-পতন। এই ধারণা অনুযায়ী নিচের কোনটি হবে? (উচ্চতর দক্ষতা) ক আয় সবসময় সমান থাকায় ঝুঁকিও অপরিবর্তিত থাকে খ আয়ের উত্থান-পতন থেকে ঝুঁকি অনুমান করা যায় না  আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকি তত বৃদ্ধি পাবে ঘ আয়ের কম উত্থান-পতন অধিক ঝুঁকি নির্দেশ করে ২১. আয়ের উত্থান-পতনের সাথে ঝুঁকির সম্পর্ক কিরূপ? (অনুধাবন) ক আয় সব সময় সমান থাকে বলে ঝুঁকিও সমান হয় খ আয়ের উত্থান-পতন হলেও তা ঝুঁকি নির্দেশ করে না  আয়ের উত্থান-পতন যত বেশি হবে ঝুঁকিও তত বেশি ঘ আয়ের উত্থান-পতন কম হলে ঝুঁকির পরিমাণ বেশি হয়  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. ঝুঁকি ও অনিশ্চিয়তা সম্পর্কে প্রযোজ্য হলোÑ (উচ্চতর দক্ষতা) র. ঝুঁকি ও অনিশ্চয়তা লক্ষ্য অর্জনে বাধা দেয় রর. অনিশ্চয়তার পরিমাপযোগ্য অংশ হলো ঝুঁকি ররর. বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকি ও অনিশ্চয়তা কমানো যায় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৩. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে (অনুধাবন) র. গরমিল রর. বিচ্যুতি ররর. অনিশ্চয়তা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৪. ব্যবসায়িক ঝুঁকির উৎস হলো (অনুধাবন) র. বিক্রয় পরিমাণ পরিবর্তন রর. উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন ররর. অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৫. অনিশ্চয়তার উদাহরণ হলো (অনুধাবন) র. পণ্যের আশানুরূপ বিক্রয় হবে কিনা রর. প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা ররর. পণ্য উৎপাদনে যাবে কিনা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৬. একজন বিনিয়োগকারীর বিনিয়োগের সময় চিন্তা করতে হয় (অনুধাবন) র. সম্ভাব্য মুনাফার হার রর. অনিশ্চয়তার সম্ভাবনা ররর. প্রত্যাশিত নগদ প্রবাহ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৭. একজন বিনিয়োগকারীর অনিশ্চয়তা হলো (অনুধাবন) র. শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা রর. প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা ররর. বিনিয়োগ করলে ঠিক হবে কিনা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৮. চাঁদনী কোম্পানি আশা করেছে আগামী বছর ২০% নিট মুনাফা লাভ করবে কিন্তু প্রকৃত লাভ হলো ১৫%। এখানে (প্রয়োগ) র. ঝুঁকি বিদ্যমান রর. ৫% বিচ্যুতি ঝুঁকির উৎস ররর. অনিশ্চয়তা বিদ্যমান নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৯. বিনিয়োগকারীর আয় সংশ্লিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে যখন (অনুধাবন) র. আয়ের উত্থান বেশি হয় রর. আয়ের পতন বেশি হয় ররর. আয় স্থিতিশীল থাকে নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩০. ব্যবসায় প্রতিষ্ঠান অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারে (অনুধাবন) র. ভবিষ্যতের সম্ভাব্য

নবম-দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা বহুনির্বাচনী প্রশ্নোত্তর Read More »

Scroll to Top