প্রথম শ্রেণির সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ক) আমাদের দেশের নাম কী ? উত্তর: আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। খ) বাংলাদেশের আয়তন কত? উত্তর: ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার । গ) বাংলাদেশে মোট কয়টি জেলা আছে? উত্তর: বাংলাদেশে মোট ৬৪ টি জেলা আছে। ঘ) বাংলাদেশের পূর্বের নাম কী ছিল? উত্তর: বাংলাদেশের পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান। ঙ) বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ? উত্তর: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চ) ভাষা আন্দোলন হয় কত সালে ? উত্তর : ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে। ছ) বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি? উত্তর: বায়তুল মোকাররম জামে মসজিদ , ঢাকা। জ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নাম কি? উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। ঝ) কোন তারিখে শহিদ দিবস পালন করা হয়? উত্তর :২১ শে ফেব্রæয়ারী শহিদ দিবস পালন করা হয়। ঞ) বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ? উত্তর: বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। ট) জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর : জাতীয় স্মৃতিসৌধ ঢাকা জেলার সাভারে। ঠ) ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত । ক। মানুষের শরীরে কত ভাগ পানি? উত্তর: – মানুষের শরীরে চার ভাগের তিন ভাগ পানি । খ। মানুষের রক্ত লাল হয় কেন? উত্তর: – মানুষের রক্তে হিমোগেøাবিন থাকার কারণে। গ। মানুষের শরীরের সকল কার্যাবলীর মূল নিয়ন্ত্রন কোথা থেকে হয় ? উত্তর : মানুষের শরীরে সকল কার্যবলীর মূল নিয়ন্ত্রন মস্তিষ্ক থেকে হয়। ঘ। দৈনিক নামায কয় ওয়াক্ত ও কী কী ? উত্তর : ৫ ওয়াক্ত । যথা ; ফজর , যোহর ,আসর, মাগরিব এবং ঈশা। ঙ। কুরআনের প্রথম সূরা কী ? উত্তর : কুরআনের প্রথম সূরা আল-ফাতেহা। চ। মহানবী (স:) এর মায়ের নাম কী? উত্তর : মহানবী (স:) এর মায়ের নাম মা আমেনা। ছ। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী? উত্তর : মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম আল-কোরআন। জ। ২টি দেশি খেলার নাম লিখ। উত্তর : ২টি দেশি খেলার নাম হলো হা-ডু-ডু ও কানামাছি। ঝ। বিশ^কাপ ফুটবলের নাম কী? উত্তর : বিশ^কাপ ফুটবলের নাম ফিফা বিশ^কাপ। ঞ। রং ধনুর সাতটি রঙের একত্রে নাম লেখ। উত্তর : রং ধনুর সাতটি রঙের একত্রে নাম হলো বেনীআসহকলা। ট। রং ধনুর সাতটি রঙের নাম লেখ। উত্তর : রং ধনুর সাতটি রঙের নাম : বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠ। গাছের পাতা সবুজ হয় কেন? উত্তর : গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিল থাকার কারনে । ড। মনিটর দেখতে কেমন ? উত্তর : মনিটর দেখতে টেলিভিশনের মত। ঢ। ক্রিকেট খেলার জন্ম কোথায় ? উত্তর : ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। ণ। খ্রিস্টান ধর্মগ্রহন্থের নাম কী? উত্তর : খ্রিস্টান ধর্মগ্রহন্থের নাম বাইবেল। ত। মুসলমানদের উপসনালয়ের নাম কী? উত্তর : মুসলমানদের উপসনালয়ের নাম মসজিদ। থ। পাকস্থলীর কাজ কী? উত্তর : পাকস্থলীর কাজ খাদ্য দ্রব্য হজম করা। দ। কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে? উত্তর : কোরআন শরীফে মোট ১১৪টি সূরা আছে । ধ। ইসলামে মূল ভিত্তি কয়টি ? উত্তর : ইসলামে মূল ভিত্তি ৫ টি। ন। ইসলামে মূল ভিত্তিগুলো কী কী? উত্তর : কালেমা, নামায, রোজা, হজ্জ এবং যাকাত। ক) সূর্য পৃথিবীর চেয়ে কত গুন বড় ? = সূর্য পৃথিবীর চেয়ে ১৩লক্ষ গুন বড়। খ) ফিফা বিশ্বকাপটি তৈরি করেন কে ? = ফিফা বিশ্বকাপটি তৈরি করেন বার্টনী। গ) বিশ্বকাপ ক্রিকেট প্রথম কোন সালে কোথায় অনুষ্ঠিত হয় ? = ১৯৭৫ সালে ৭ জুন, ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় । ঘ) মানবদেহের সুস্থতার জন্য কী কী প্রয়োজন? = আলো, বাতাস , পানি, ও সুষম খাদ্য ঙ) মানুষের জ্ঞানেন্দ্রিয় কোথায় থাকে ? = মানুষের জ্ঞানেন্দ্রিয় মস্তিষ্কে থাকে । চ) পঞ্চইন্দ্রিয় কাকে বলে ? = চোখ , কান, নাক , জিহŸা ও ত্বককে পঞ্চইন্দ্রিয় বলে ছ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা কে আবিষ্কার করেছেন? = বিজ্ঞানী গ্যালিলিও । জ) আকাশ কী ? = পৃথিবীর বাইরে যে মহা শূন্যস্থান তাই আকাশ । ঝ) আমাদের জাতীয় গাড়ির নাম কি ? = আমাদের জাতীয় গাড়ির নাম গরুর গাড়ি । ঞ) ২ টি বিদেশি খেলার নাম লিখ । = ফুটবল ও ক্রিকেট । ট) আই.সি.সি কি ? = আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা । ঠ) হযরত মুহাম্মদ (স.) কত সালে ইন্তেকাল করেন। = হযরত মুহাম্মদ (স.) ৬৩২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ড) থার্মোমিটার কাকে বলে ? = শরীরির তাপমাত্রা মাপার যন্ত্রকে থার্মোমিটার বলে । ঢ) বরফ পানিতে ভাসে কেন? = বফর পানির চেয়ে হালকা বরে বফর পানিতে ভাসে । ণ) মহাকাশ যাত্রার প্রথম প্রাণী কোনটি ? = মহাকাশ যাত্রার প্রথম প্রাণী লাইকা নামে একটি কুকুর । ত) কোর নভোচারী প্রথম চাঁদের মাটিতে অবতরণ করেন? = নীল আমস্ট্রং প্রথম চাঁদের মাটিতে অবতরণ করেন। ক) রাতকানা রোগ হয় কোন ভিটামিন এর অভাবে? উ: রাতকনা রোগ হয় ভিটামিন ‘এ’ এর অভাবে। খ) কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? উ: কম্পিউটারের প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা বলা হয়। গ) শর্করা জাতীয় খাবার কী? উ: চাল, গম, আলু, ইত্যাদি। ঘ) উদ্ভিদ থেকে আমরা কী কী খাদ্য পাই? উ: ধান, গম, আলু, ফল, মূল, শাক-সবজি ইত্যাদি। ঙ) মানবদেহ বৃদ্ধির জন্য কোন জাতীয় খাদ্য বেশী প্রয়োজন? উ: আমিষ জাতীয়। চ) পাকস্থলির কাজ কী? উ: খাদ্য হজম করা। ছ) মধুপুর রনাঞ্চলের প্রধান গাছ কী? উ: মধুপুর বনাঞ্চলের প্রধান গাছ শাল ও গজারী। জ) সূর্য পৃথিবী থেকে কত গুন বড়? উ: সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুন বড়। ঝ) পৃথিবীর আকার কেমন? উ: গোলাকার কিন্তু উত্তর ও দক্ষিনে কমলা লেবুর মত একটু চ্যাপ্টা। ঞ) বর্তমানে পৃথিবীতে কত কোটি মুসলমান আছে? উ: বর্তমানে প্রথিবীতে প্রায় ১৪৬ কোটি মুসলমান আছে। ট) বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? উ: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ গ্যাস। ঠ) কোন গছের কাঠ থেকে পেন্সিল দিয়ে তৈরী করা হয়? উ: ধুন্দুল গাছের কাছ থেকে পেন্সিল দিয়ে তৈরী করা হয়। ড) বাংলাদেশের প্রকৃতিক সম্পদ কী কী? উ: গ্যাস, কয়লা, চুনাপাথর, চীনামাটি ইত্যাদি। ঢ) বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি? উ: বাখরাবাদ গ্যাসক্ষেত্র, কুমিল্লা। ণ) বাংলাদেশের জাতীয় উদ্যান কোনটি? উ: বাংলাদেশের জাতীয় উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান। ত) বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি? উ: আমারা সোনার বংলা আমি তোমায় ভালোবাসি। থ) এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে? উ: এশিয়া মহাদেশে ৫০টি দেশ রয়েছে। দ) দার্কিন যুক্তরাষ্ট্র কোন মহাদেশে অবস্থিত? উ: মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা মাহাদেশে অবস্থিত। ধ) আমরা কোন মাহাদেশে বাস করি? উ: আমরা এশিয়া মহাদেশে বাস করি। ন) ফুসফুসের কাজ কী? উ: ফুসফুসের কাজ শ্বাস-প্রশ্বাসের কাজ করা। প্রথম শ্রেণির সাধারণ জ্ঞান সঠিক উত্তর খাতায় লেখা ক) বাংলালেশের জাতীয় সংগীতের রচিয়তা-কাজী নজরুল ইসলাম/রবীন্দ্রনাথ ঠাকুর√/সত্যেন্দ্রনাথ দত্ত। খ) বাংলাদেশের জাতীয় খেলার নাম-হা-ডু-ডু√/কানামাছি/লুডু। গ) পৃথিবীর একমাত্র উপগ্রহ-চাঁদ√/সূর্য/তারা। ঘ) পৃথিবীর বড় মহাদেশ-এশিয়া√/অস্ট্রেলিয়া/আফ্রিকা। ঙ) পৃথিবীতে কয়টি মহাসাগর আছে-৫টি/৬টি√/৭টি/৮টি। চ) প্রাকৃতিক সম্পদ কার দান-আল্লাহর√/মানুষের দান। ছ) বাংলাদেশের বনভূমিকে ভাগ করা হয়েছে-৩টি√/৪টি/৫টি। জ) সুন্দরবন বাংলাদেশের