বহুনির্বাচনী

(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী SSC Chemistry Chapter 1

(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী মাধ্যমিক লেভেলের (এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী প্রশ্ন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা এসে থাকে। তাই আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা নিয়ে আলোচনা করব এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসেনা বলতে গেলে চলে তবে mcq খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো এমসিকিউ দেয়া থাকবে তবে অনুধাবনমূলক, প্রয়োগমূলক গুলো একটু লিখা ঝামেলা তাই এইগুলো এখানে নাই, এখানে শুধুমাত্র জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন গুলো দেয়া হয়েছে সাথে উত্তরগুলো দেওয়া আছে। যেগুলো দেখবে বক্স করা সেগুলো উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখে নিই SSC Chemistry Chapter 1Concepts of Chemistry MCQ Question and Answer। নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ নবম-দশম রসায়ন ১ম অধ্যায় অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?  প্রিজারভেটিভস খ ভিনেগার গ ইথিলিন ঘ অ্যাসিটিলিন ২. নিচের কোনটি অজৈব যৌগ?  পানি খ শ্বেতসার গ আমিষ ঘ চর্বি ৩. একটি সিলিন্ডারে ক্লোরিন গ্যাস আছে। সিলিন্ডারটির গায়ে তুমি কোন সাংকেতিক চিহ্ন যুক্ত করবে?  নবম-দশম রসায়ন ১ম অধ্যায় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?  ক্লোরিন খ নাইট্রোজেন গ পেট্রোলিয়াম ঘ আয়োডিন ৬. ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মি বুঝায়? ক উপকারী খ কম ক্ষতিকর  অতিরিক্ত ক্ষতিকর ঘ বেশি উপকারী ৭. নিচের সাংকেতিক চি‎হ্নটি কী প্রকাশ করে?   ক বিস্ফোরিত বোমা খ বিপদজনক  তেজস্ক্রিয় রশ্মি ঘ আগুনের শিখা ৮. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?  বিষয়বস্তু নির্ধারণ খ পরিকল্পনা প্রণয়ন গ সম্যক জ্ঞান অর্জন ঘ ফলাফল সম্পর্কে আগাম ধারণা ৯. কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়?  ন্যাপথালিন খ চুনাপাথর গ চিনি ঘ বরফ ১০. নিচের কোন চি‎হ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? ১১. নিচের কোন পদার্থটি উর্ধ্বপাতন ঘটে?  আয়োডিন খ ব্রোমিন গ ক্লোরিন ঘ ফ্লোরিন ১২. ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? ক ২০০ বছর খ ৫০০ বছর গ ২০০০ বছর  ৫০০০ বছর ১৩. মোম কোন ধরনের পদার্থ? ক হাইড্রোকার্বন কার্বোহাইড্রেট গ উদ্বায়ী ঘ মৌলিক ১৪. স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটি? ˜ CO       খ CO2     গ SO2      ঘ NH3 ১৫. লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? ক সালফেট খ হাইড্রোক্সাইড গ কার্বনেট  আর্দ্র অক্সাইড ১৬. নিচের কোন কারখানার পার্শ্ববর্তী এলাকার পানির ঢ়ঐ বৃদ্ধি পেতে পারে? ক ভিনেগার খ সোডিয়াম ক্লোরাইড  ডিটারজেন্ট ঘ সালফিউরিক এসিড ১৭. স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়? ক CO  ˜CO2           গ SO2             ঘ SO3 ১৮. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে? (জ্ঞান) ক গণিত খ ভ‚গোল গ জীববিজ্ঞান  রসায়ন ১৯. মরিচার সংকেত কোনটি? (অনুধাবন) ক Fe2O3                                          খ Fe3O4                                ˜ Fe2O3.nH2O                      ঘ Fe2O3.3H2O ২০. ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার কখন শুরু হয়েছিল? (জ্ঞান) ক প্রায় ২০০০ বছর পূর্বে  প্রায় ৫০০০ বছর পূর্বে গ প্রায় ৬০০০ বছর পূর্বে ঘ প্রায় ৭০০০ বছর পূর্বে ২১. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর আগে?  (জ্ঞান) ক ২৩০০ খ ২৪০০ গ ২৫০০  ২৬০০  ২২. মিশরীয়রা প্রকৃতি থেকে কী আহরণ করত? (জ্ঞান) ক রৌপ্য খ সিসা  স্বর্ণ ঘ লৌহ ২৩. ‘আল-কেমি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (জ্ঞান) ক ইংরেজি  আরবি গ গ্রিক ঘ ল্যাটিন ২৪. সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কোন ধাতব খনিজটি অভিজাত ও মূল্যবান হিসেবে সমাদৃত হয়ে আসছে? (জ্ঞান) ক হীরা খ রৌপ্য গ ক্যাডমিয়াম  স্বর্ণ ২৫. মরিচা প্রকৃতপক্ষে কী? (অনুধাবন) ক লোহার হাইড্রক্সাইড  লোহার অক্সাইড গ মোমের আস্তরণ ঘ কার্বন ও হাইড্রোজেনের যৌগ ২৬. রসায়নের আলোচনার সাথে অমিল প্রকাশ করে কোনটি? (উচ্চতর দক্ষতা) ক বৃদ্ধি খ রূপান্তর  জনন ঘ উৎপাদন ২৭. পুরাতন সভ্যতায় খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে কী ব্যবহৃত হতো? (অনুধাবন)  রসায়ন প্রযুক্তি খ শিল্প প্রযুক্তি গ জৈব প্রযুক্তি ঘ লৌহ প্রযুক্তি ২৮. মরিচা কী? (অনুধাবন)  লোহা, অক্সিজেন ও জলীয়বাষ্প সৃষ্ট যৌগ খ লোহা, নাইট্রোজেন ও অক্সিজেন সমন্বিত যৌগ গ লোহা ও অক্সিজেন সমন্বিত যৌগ ঘ লোহা ও পানির সমন্বিত যৌগ ২৯. লোহায় মরিচা ধরা মূলত কী? (অনুধাবন) ক এক ধরনের মিশ্রণ খ ভৌত পরিবর্তন  রাসায়নিক পরিবর্তন ঘ জৈবিক পরিবর্তন ৩০. লোহায় মরিচা ধরতে কোনটির ভূমিকা নেই? (অনুধাবন) ক লোহা খ অক্সিজেন গ জলীয়বাষ্প  নিষ্ক্রিয় গ্যাস ৩১. মোম + O2 → A +H2O + তাপ + আলো; বিক্রিয়াটিতে উৎপন্ন অ যৌগ কোনটি? (প্রয়োগ) ক CH4 ˜ CO2          খ CO                                     ঘ C6H12O6 ৩২. কোনটি কার্বনঘটিত যৌগ? (অনুধাবন) ক চুনাপাথর  কেরোসিন গ লবণ ঘ চুন ৩৩. মোম মূলত কী? (অনুধাবন) ক কার্বন ও লোহার যৌগ  কার্বন ও হাইড্রোজেনের যৌগ গ কার্বন ও অক্সিজেনের যৌগ ঘ কার্বন ও জলীয় বাষ্পের যৌগ ৩৪. আগুন জ্বালানোর অর্থ কী? (অনুধাবন)  কার্বন যৌগের দহন খ নাইট্রোজেন যৌগের দহন গ লৌহ যৌগের দহন ঘ ফসফরাস যৌগের দহন ৩৫. ‘আল-কেমি’ শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কী বোঝানো হতো? (জ্ঞান)  মিশরীয় সভ্যতা খ রসায়ন চর্চা গ স্বর্ণ আহরণ ঘ রাসায়নিক বিশ্লেষণ ৩৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান) ক অক্সিজেন  মিথেন গ কার্বন ডাইঅক্সাইড ঘ নাইট্রোজেন ৩৭. বাড়িতে প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় কী উৎপন্ন হয়? (প্রয়োগ) ক CaO ও H2O খ MgO ও তাপ  CO2, H2O  ও তাপ ঘ NO2 ও তাপ  ৩৮. কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) ক সূর্যের আলো খ শর্করার সেলুলোজে রূপান্তর  জীবরাসায়নিক প্রক্রিয়া ঘ জটিল রাসায়নিক প্রক্রিয়া  ৩৯. কাঠ, কেরোসিন বা মোমে আগুন জ্বালালে কী উৎপন্ন হয়? (অনুধাবন) ক CaO ও H2O খ MgO ও তাপ  CO2, H2O  ও তাপ  ঘ NO2 ও তাপ  ৪০. আমের বর্ণ হলুদে রূপান্তরÑএ পরিবর্তনের মধ্যে কোনটির উপস্থিতি লক্ষণীয়? (অনুধাবন) ক গণিত খ পদার্থবিজ্ঞান গ ভূতত্ববিজ্ঞান  রসায়ন ৪১. রান্নার মাধ্যমে খাবারের স্বাদের ভিন্নতা আনয়নের প্রক্রিয়া কোন বিজ্ঞানের আলোচিত বিষয়? (প্রয়োগ) ক পদার্থবিজ্ঞান খ গার্হস্থ্যবিজ্ঞান  রসায়ন ঘ খাদ্যবিজ্ঞান ৪২. কাঁচা ফলের বর্ণ হলুদে রূপান্তর বলতে বোঝায়Ñ (প্রয়োগ) i. এসিডের শর্করায় রূপান্তর ii. জীব রাসায়নিক প্রক্রিয়া সংঘটন iii. হলুদ বর্ণধারী নতুন যৌগের সৃষ্টি  নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii  ii ও iii ঘ i, ii ও iii নবম দশম শ্রেণির রসায়ন প্রশ্ন ৪৯. রাসায়নিক সার উদ্ভিদের পুষ্টি কোথায় প্রদান করে? (জ্ঞান)   ক বাতাসে খ পাতায়  মাটিতে ঘ পানিতে ৫০. আকরিক থেকে কী আহরিত হয়? (জ্ঞান)    ধাতব পদার্থ খ অধাতব

(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী SSC Chemistry Chapter 1 Read More »

জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান।

অষ্টম শ্রেণির গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। ৮ম শ্রেণি গণিত অনুশীলনী ৩ বহুনির্বাচনী প্রশ্ন, সমাধান ও সাজেশন। জেএসসি পরীক্ষার্থীদের গণিতে  ভালো ফলাফল করার জন্য প্রত্যেকটা অনুশীলনীর সকল সৃজনশীল প্রশ্নের সাথে সাথে সকল বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে হবে। বহুনির্বাচনী প্রশ্নগুলো জ্ঞানমূলক, অনুধাবন মূলক ও প্রয়োগমূলক হয়ে থাকে।  গণিত অনুশীলনী ৩ পরিমাপ ৮ম শ্রেণি গণিত পরিমাপের বহুনির্বাচনী প্রশ্নগুলোকে নিচে দেওয়া হলো।  সকল প্রশ্নগুলো পিডিএফ আকাকে ডাউনলোড করতে পোস্টের নিচে দেখুন। জেএসসি গণিত ৩ অধ্যায় বোর্ডে আসা বহুনির্বাচনী  ১। ২ মাইল = কত গজ? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ৬০৮০ গজ খ) ৫২৮০ গজ গ) ৩৫২০ গজ ঘ) ১৭৬০ গজ উত্তরঃ গ) ৩৫২০ গজ ২। একটি বর্গাকার মাঠের পরিসীমা ৮ গজ হলে, মাঠটির ক্ষেত্রফল কত বর্গফুট?  (জেএসসি ঢা,বো-২০১৮) ক) ১২ খ) ২৪ গ) ৩৬ ঘ) ৬৪ উত্তরঃ গ) ৩৬ ৩। একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা ১ মিটার ৫০ সেমি। বাক্সটির আয়তন কত? (জেএসসি রা.বো-২০১৮,২০১৬) ক) ৬ ঘন মিটার খ) ৬.৫ ঘন মিটার গ) ৭.৫ ঘন মিটার ঘ) ৯ ঘন মিটার উত্তরঃ ঘ) ৯ ঘন মিটার ৪। ৪ ন্যটিকেল মাইল = কত ফুট? (জেএসসি রা.বো- ২০১৮) ক) ২৪৩২০ ফুট খ) ১৮২৮০ ফুট গ) ৭০৪০ ফুট ঘ) ৬৯৬০ ফুট উত্তরঃ ক) ২৪৩২০ ফুট ৫। ১ মাইল = কত কিলোমিটার। (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো, দি.বো -১৬, ব.বো-১৪) ক) ০.৬১ কি.মি খ) ০.৬২ কি.মি গ) ১.৬১ কি.মি ঘ) ১.৬২ কি.মি উত্তরঃ গ) ১.৬১ কি.মি ৬। গ্রিক ভাষায় হেক্টে অর্থ – (জেএসসি দি.বো- ২০১৮, ঢা.বো-১৫, ব.বো-১৪) ক) ১০ গুণ খ) ১০০ গুণ গ) ১/১০ গুণ ঘ) ১/১০০ গুণ উত্তরঃ ১০০ গুণ ৭।  একটি ঘরের দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩মি. ২. মি, ও ১ মি। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। ঘরে কত গ্রাম বায়ু আছে। (জেএসসি দি.বো-১৮) ক) ০.৭৭৪  গ্রাম খ) ৭.৭৪ গ্রাম গ) ৭৭.৪ গ্রাম ঘ) ৭৭৪০ গ্রাম উত্তরঃ ৭৭৪০ গ্রাম ৮। একটি ধনক আকৃতির চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার চৌবাচ্চাটির আয়তন কত? ( জেএসসি কু.বো-১৮) ক) ১২৫ ঘনমিটার খ) ২৫ ঘনমিটার গ) ২০ ঘনমিটার ঘ) ১৫ ঘনমিটার উত্তরঃ ১২৫ঘনমিটার ৯। ২০ মিলিগ্রাম সমান নিচের কোনটি?  (জেএসসি চ.বো-১৮) ক) ২ সেন্টিগ্রাম খ) ২ ডেকাগ্রাম গ) ২ ডেসিগ্রাম ঘ) ২ হেক্টোগ্রাম উত্তরঃ ২ সেন্টিগ্রাম ১০। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৭১৪ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৩৪ মিটার । বাগানের পরিসীমা কত মিটার? ( জেএসসি সি.বো-১৮) ক) ৫৫ খ) ৮৪ গ) ১১০ ঘ) ১৩৬ উত্তরঃ ১১০ JSC math chapter 3 MCQ Question, Solution and suggestion ১১। ১০ শতক =  কত বর্গফুট? (জেএসসি সি.বো ১৮) ক) ৪৩৪৬ খ) ৪৩৪৭ গ) ৪৩৫৬ ঘ) ৪৩৬৫ উত্তরঃ ৪৩৫৬ ১২। ৪⁰ C তাপমাত্রায় ১ ঘন সে.মি বিশুদ্ধ পানির ওজন- (জেএসসি ব.বো ১৮) ক) ১গ্রাম খ) ১০০ গ্রাম গ) ১০০০ গ্রাম ঘ) ১০০০০০ গ্রাম উত্তরঃ ১ গ্রাম ১৩। একটি চৌাবাচ্চার দৈর্ঘ্য ৩মি. প্রস্থ ২মি, উচ্চতা ১ মি। চৌবাচ্চার কত লিটার  পানি ধরবে? ( জেএসসি ঢা.বো ১৭) ক) ৬০ খ) ৬০০  গ) ৩০০০  ঘ) ৬০০০ উত্তরঃ ঘ ১৪। ১ কি.মি = কত মাইল? (জেএসসি রাবো ১৭, কু.বো ১৫) ক) ১.৬১ খ) ১.৬০৯ গ) ০.৬২১ ঘ) ০.৬১ উত্তরঃ গ ১৫। কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়? (জেএসসি দি.বো ১৭) ক) গ্রীক খ) ইংল্যান্ড গ) জাপান ঘ) ফ্রান্স উত্তরঃ ঘ ১৬। একটি ত্রিভূজের ভূমির দৈর্ঘ্য ১৮ সেমি িএবং ক্ষেত্রফল ১০৮ বর্গ সেমি হলে উচ্চতা কত? (জেএসসি দি.বো ১৭) ক) ৩ খ) ৬ গ) ১২ ঘ) ২৪ উত্তরঃ গ ১৭। বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা? ক) ৩০ খ) ১০  গ) ৩০০ ঘ) ১০০ উত্তরঃ ঘ ১৮। কত ডিগ্রি তাপমাত্রায় ১ ঘন সেমি বিশুদ্ধ পানির ভর ১ গ্রাম? (জেএসসি সি.বো ১৭, ঢা.বো য.বো ব.বো ১৫) ক) ১০০ ডিগ্রী খ) ১ ডিগ্রী গ) ৪ ডিগ্রী ঘ) ৩ ডিগ্রী ১৯। ১০০ কাঠা = কত বর্গমিটার? (জেএসসি সি.বো ১৭) ক) ৫৫৮৯ খ) ৫৮৮৯ গ) ৬০৮৯ ঘ) ৬৬৮৯ উত্তরঃ ঘ ২০। এক টুকরা কাগজের দৈর্ঘ্য ২৫ সেমি, প্রস্থ ১৬ সেমি এবং পুরুত্ত ০.২ মিমি হলে এরুপ ১০ টুকরা কাগজের আয়তন কত ঘণ সেমি? (জেএসসি য.বো ১৭) ক) ০.০০৮ খ) ৮.০০ গ) ৮০ ঘ) ৮০০ উত্তরঃ গ ২১। একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ১.৫ মিটার, উচ্চতা ৮০ সেমি. হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? (জেএসসি য.বো ১৭) ক) ০.৬ খ) ১.২ গ) ৬০ ঘ) ১২০ উত্তরঃ ক ২২। একটি আয়তাকার ঘনবস্তুর তল কতটি? (জেএসসি য.বো ১৭) ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৮ উত্তরঃ গ ২৩। ৮০০০ লিটার বিশুদ্ধ পানির ওজন কত? (জেএসসি ব.বো ১৭) ক) ১ কেজি খ) ৮ কেজি গ) ৮০০০ কেজি ঘ) ৮০০০ গ্রাম উত্তরঃ গ ২৪। দশমাংশ শব্দটি গ্রহীত হয় কোন ভাষা থেকে?  (জেএসসি চ.বো ১৬) ক) গ্রিক খ) ল্যটিন গ) বাংলা ঘ)  ইংরেজি উত্তরঃ খ ২৫। বাংলাদেশে কত সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয়? (জেএসসি ব.বো ১৬) ক) ১জুলাই ১৯৮০ খ) ১ জুলাই ১৯৮১ গ) ১ জুলাই ১৯৮২ ঘ) ২ জুলাই ১৯৮৩ উত্তরঃ গ ২৬। বর্গের পরিসীমা নিচের কোনটি? (জেএসসি ঢা.বো ১৬, চ.বো ১৬) ক) ৪ × এক বাহুর দৈর্ঘ্য খ) ৪ × এক কর্ণ গ) ৩ × এক বাহু ঘ) ২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ ক ২৭। ১ ন্যটিকেল মাইল , ১ মাইল থেকে কত ফুট বেশী? (জেএসসি চ.বো ১৬) ক) ৮০০ খ) ৪৩২০ গ) ৫২৮০ ঘ) ৬০৮০ উত্তরঃ ক ২৮। এক মেট্রিক টন = কত কিলোগ্রাম? (জেএসসি য.বো ১৫) ক) ১০ খ) ১০০  গ) ১০০০ ঘ) ১০০০০ উত্তরঃ গ ২৯। সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। ১ ঘন সেমি পানির ওজন ১গ্রাম হলে ১০ ঘন সেমি সোনার ওজন কত গ্রাম? ( য.বো ১৬) ক) ১ খ) ১.৯৩ গ) ১৯.৩ ঘ) ১৯৩ উত্তরঃ ঘ ৩০। ২৫০ মিলি আয়তনের পানির ওজন কত কেজি? (জেএসসি য.বো ১৬) ক) ০.২৫ খ) ০.৫ গ) ২৫ ঘ) ২৫০ উত্তরঃ ক ৩১। ২ বিঘা = কত বর্গগজ? (জেএসসি কু.বো ১৬) ক) ৭২০ খ) ১৪৪০ গ) ১৬০০ ঘ) ৩২০০ উত্তরঃ ঘ ৩২। √৫ মিটার ধারবিশিষ্ট ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গমিটার? [জেএসসি চ.বো ১৫) ক) ৫ খ) ২০ গ) ৩০ ঘ) ১৫০ উত্তরঃ গ ৩৩। এক বর্গগজ =কত বর্গমিটার? [ জেএসসি য.বো ১৬, সি.বো ১৫] ক) ০.২৪  খ) ০.৫৩ গ) ০.৬৪ ঘ) ০.৮৪ ৩৪। ১ শতকে কত বর্গফুট? (জেএসসি চ.বো ১৫) ক) ১৩৩.৭৮ খ) ৩২৪.০ গ) ৭২০ ঘ) ৪৩৫.৬ উত্তরঃ ঘ ৩৫। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কোনটি? (জেএসসি চ.বো        ১৫) ক)  দৈর্ঘ্য × প্রস্থ খ) ২ (দৈর্ঘ্য +প্রস্থ) গ) দৈর্ঘ্য + প্রস্থ ঘ) ১/২ (দৈর্ঘ্য + প্রস্থ) উত্তরঃ খ ৩৬।

জেএসসি (৮ম শ্রেণি) গণিত অনুশীলনী ৩ (পরিমাপ) বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান। Read More »

Scroll to Top