সনদপত্র

মানি রিসিপ্ট

মানি রিসিপ্ট লেখার নিয়ম ও নমুনা কপি

আমরা অনেকেই আর্থিক লেনদেন করি এবং এবং এই লেনদেনের প্রমান স্বরুপ মানি রিসিপ্ট চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা এই মানি রিসিট কি, মানি রিসিট লেখার নিয়ম, এবং এই মানি রিসিপ্ট কেন সংরক্ষণ করতে হবে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেই সাথে অনেকগুলো নমুনা ও Money Receipt Word format দেওয়া হবে।  মানি রিসিপ্ট কী? মানি রিসিপ্ট হচ্ছে আর্থিক লেনদেনের প্রমাণক। লেনদেনের প্রমাণ হিসেবে মানি রিসিপ্ট একটি গুরুত্বপূর্ণ দলিল। মানি রিসিপ্ট হল একটি লিখিত দলিল যাতে লেনদেনের পরিমাণ, তারিখ, পণ্য বা সেবার বিবরণ ইত্যাদি তথ্য উল্লেখ থাকে। আর্থিক লেনদেন ব্যবসা, সংস্থা বা ব্যক্তি পর্যয়ে সকলকেই করতে হয়। তাই এই লেনদেনের পরিমাণ, তারিখ, পণ্য বা সেবার বিবরণ ইত্যাদি তথ্য সংরক্ষণ করা প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কোনো শেষ করা কোনো কাজের বিলের জন্য মানি রিসিপ্টের প্রয়োজন হয়। এবং এটি সংরক্ষণে থাকলে ভবিষ্যতে যে কোনো ধরনের বিরোধ বা ঝামেলা এড়ানো সম্ভব। মানি রিসিপ্ট বিভিন্ন ধরনের হতে পারে। যেমন: ক্রয় মানি রিসিপ্ট: কোনো পণ্য বা সেবা ক্রয়ের সময় প্রদান করা হয়। বিক্রয় মানি রিসিপ্ট: কোনো পণ্য বা সেবা বিক্রয়ের সময় প্রদান করা হয়। কর্পোরেট মানি রিসিপ্ট: কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রদান করা হয়। মানি রিসিপ্টের গুরুত্ব মানি রিসিপ্ট লেনদেনের প্রমাণ প্রদান করে। এটি ভবিষ্যতে কোনো ধরনের বিরোধ এড়াতে সাহায্য করে। এটি আর্থিক হিসাবরক্ষণের জন্য প্রয়োজনীয়। মানি রিসিপ্ট তৈরির সময় নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে: মানি রিসিপ্টটির ভাষা সুস্পষ্ট, সংক্ষিপ্ত ও প্রাঞ্জল হতে হবে। এটিতে উল্লেখিত তথ্যগুলো সঠিক ও নির্ভুল হতে হবে। মানি রিসিপ্টটি প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের স্বাক্ষর থাকতে হবে। মানি রিসিট লেখার নিয়ম প্রথম অংশে প্রদানকারী এবং গ্রহণকারীর নাম, ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে। দ্বিতীয় অংশে লেনদেনের তারিখ, পরিমাণ, পণ্য বা সেবার বিবরণ ইত্যাদি তথ্য উল্লেখ থাকতে হবে। তৃতীয় অংশে লেনদেনের ধরন উল্লেখ থাকতে হবে।  মানি রিসিট ফরমেট ১   মানি রিসিট ফরমেট ২   Money Receipt format in Bangladesh মানি রিসিট ফরমেট ৩ মানি রিসিপ্ট সংরক্ষণ মানি রিসিপ্ট একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি ভালোভাবে সংরক্ষণ করতে হবে। মানি রিসিপ্টের একটি কপি কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। একটি কপি হার্ড কপি হিসাবে রাখতে হবে। মানি রিসিপ্ট ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রমাণ সংরক্ষণ করা যায়। এতে ভবিষ্যতে কোনো ধরনের বিরোধ এড়ানো যায়। উপরের মানি রিসিপ্ট ফরমেট ছাড়াও আপনি অনলাইনে অনেক ফরমেট পেয়ে যাবেন। আবার আপনারা Online money receipt maker এর সাহায্যেও মানি রিসিপ্ট তৈরি করতে পারবেন। Money receipt design vector free download করতে নিচে কমেন্ট করুন। আমরা আপনাদের পছন্দ মত মানি রিসিপ্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। মানি রিসিপ্ট সহ আরো ১০০০+ ওয়ার্ড ফাইল কিনুন মাত্র ৫০ টাকায়: Buy Now   আরো পড়ুনঃ অভিজ্ঞতা সনদ নমুনা ও অভিজ্ঞতা সনদপত্র লেখার নিয়ম বিভিন্ন আবেদন পত্রের নমুনা Marriage CV format bd free download বাড়ি ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি যোগদান পত্রের নমুনা ও লেখার নিয়ম    

মানি রিসিপ্ট লেখার নিয়ম ও নমুনা কপি Read More »

বাড়ী ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি

বাড়ি ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি

সরকারের নিয়ম অনুযায়ী কোনো বাসা মালিককে তার বাড়ি ভাড়া দেওয়ার জন্য “বাড়ি ভাড়ার চুক্তিপত্র” তৈরি করতে হবে। অনেকেই জানেন না এই বাড়ি ভাড়ার চুক্তিপত্র কেমন করে লিখতে হয়। তাদের জন্য আমাদের আজকের এই বাড়ি ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি। বাড়ি ভাড়ার চুক্তিপত্র কে. জি আজম, পিতা- কাজী আঃ করিম, সাং- ৩২/২, উত্তর মাদারটেক পোঃ- বাসাবো, থানা- সবুজবাগ, জিলা- ঢাকা- ১২১৪। ১ম পক্ষ মালিক। …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………. ২য় পক্ষ ভাড়াটিয়া। নিম্ন লিখিত শর্তে ৩২/২, মাদারটেক, ঢাকা- ১২১৪ হোল্ডিং এ নির্মিত বাড়ীর ১ম পক্ষ এবং এবং দ্বিতীয় পক্ষ কর্তৃক এই চুক্তিপত্র সম্পাদিত হইল।  প্রদেয় অগ্রীম টাকা ঃ………………………………………….কথায়ঃ……………………………………………………………….। মাসিক ভাড়া …………………………………………………….. টাকায় পানি, বিদ্যুৎ এবং গ্যাস বিল ব্যতিরেকে ভাড়া দেওয়া হইল। -ঃ শর্তসমূহঃ- ১। বাড়ী ভাড়ার মেয়াদ এক বৎসর যাহার তারিখ…………………………………. ইং হইতে ……………………… ইং পর্যন্ত বলবৎ থাকিবে। মেয়াদান্তে উভয় পক্ষ ইচ্ছা করিলে পুনরায় ভাড়া নির্ধারণ পূর্বক এই চুক্তির মেয়াদ বাড়াইতে পারিবেন অন্যথা দ্বিতীয় পক্ষ বাড়ী ছাড়িয়া দিবেন। ২। ভাড়াকৃত বাড়ী শুধু পারিবারিক বাসস্থান হিসাবে ব্যাবহার করা যাইবে। ২য় পক্ষ ১ম পক্ষের অনুমতি ব্যতিরেকে কোন সাবলেট দিতে পারিবেন না। পাড়া-পড়শী অন্যান্য ভাড়াটিয়াদের বিরক্তিকর কোন কাজ কর্ম বা অসদাচরণ করা যাইবে না। এছাড়া মাদক দ্রব্য সেবন, জুয়াখেলা ও কোন সমাজ বিরোধী কার্যকলাপ ভাড়াকৃত ফ্ল্যাটে করিতে পারিবেন না। এমন কোন কাজ করিবেন না যাতে বাসার নিরাপত্তা বিঘিœত হতে পারে। বারান্দার জানালা দিয়ে ময়লা, আবর্জনা, কফ এবং যে কোন কিছু নিচে ফেলা যাবে না। ৩। ভাড়াকৃত বাড়ী দ্বিতীয় পক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবেন এবং সকল প্রকার ফিটিংস যতœ সহকারে ব্যবহার করিবেন এবং ইহার মেরামতের প্রয়োজন হইলে দ্বিতীয় পক্ষ নিজ খরচে করিবেন। ৪। প্রতি মাসের ৫ (পাঁচ) তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষ সেই মাসের বাড়ী ভাড়া প্রথম পক্ষের নিকট পৌছাইয়া দিবেন এবং রশিদ গ্রহন করিবেন। রশিদের নিচের লাইনে কোনো নোটিশ আছে কিনা দেখে নিবেন। বাসা সংক্রান্ত কোন অনুরোধ কোন বিষয় নোটিশ দেওয়া থাকিলে তা গুরুত্ব সহকারে পড়বেন এবং মেনে চলবেন। ৫। মালিক অথবা তাহার প্রতিনিধি কর্তৃক ভাড়াকৃত বাড়ীর কোন অংশ পরিদর্শনের দরকার হলে দ্বিতীয় পক্ষ পরিদর্শনের প্রয়োজনীয় সহযোগিতা করিবেন।  ৬। কোন সময়ে যে কোন কারণে ২য় পক্ষের ভাড়াকৃত বাড়ী ছেড়ে দেওয়ার প্রয়োজন হইলে বা ১ম পক্ষের নিজস্ব প্রয়োজনে ৩০ দিন পূর্বে লিখিতভাবে এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ প্রদান করিবেন। কোন পক্ষের কোন ওজর আপত্তি চলিবে না। এবং নোটিশ কালীন সময়ে নতুন ভাড়াটিয়াকে বাড়ী প্রদর্শনের দ্বিতীয় পক্ষ সকল প্রকার সহযোগিতা করবেন। ৭। দ্বিতীয় পক্ষ শুধু মাত্র ডাবল গ্যাস বার্নার ব্যাবহার করিতে পারিবেন। ৮। প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখের (বিলের) ৫ দিন পূর্বে দ্বিতীয় পক্ষ পরিশোধ করিতে বাধ্য থকিবেন। সব ফ্লাটে বিদ্যুৎ মিটার আলাদা, বিল ব্যাংকে জমা দেওয়া হয় এবং বিলের ফটোকপিও দ্বিতীয় পক্ষকে দেওয়া হয়। সুতরাং অহেতুক বিল নিয়ে নিশ্চিত না হয়ে কোন রকম মন্তব্য না করাই ভাল। প্রয়োজনে ২/১ মাস আমাদের সাথে একযুগে কাজ করে যাচাই বাছাই করে নিতে পারেন। চলমান পাতা-২ (পাতা-২) ৯। (ক) নরমালী রাত ১১ টার পর শীত কালীন ১০-৩০ মিনিটের পর মেইন গেইট ভিতর থেকে হেজবোল্ড  এবং ক্লাবসিবল গেইট বড় তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়। কারন দেখাগেছে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম ঘটেছে। তালা খোলা থাকলে চুরি ডাকাতির ঝুকি বেশী থাকে, কিছুটা চিন্তা মুক্ত ভাবে ফ্লাটের সবাই সাউন্ড ¯িøপ ঘুমাতে পারেন। অনেক সময় অধিক রাতে গেইট বন্ধ করে দিলে কেউ যদি খোলে তার আওয়াজে ঘুম ভেঙ্গে গেলে টেনশনে হয়তো উঠে যেয়ে দেখতে হয়। এই যে টেনশন হয়তো ঐ রাতে ঘুমটা বলতে গেলে বন্ধ হয়ে যায়। পরের দিনটা কিভাবে যেতে পারে বলুন? আবার সকালে নামায পরে একটু ঘুমালে গেইট পিটা পিটি শুরু হয়। মেহেমান, আপনার কাজের বুয়া আপনার/আপনি নাক টেনে ঘুমাবেন। আর আমরা ঘুম ভেঙ্গে চার তলা থেকে নেমে খুলবো এটাতো হয়না। তাই রাত ১১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত গেইট বন্ধ। অবাধে চলাফেরা নিষেধ। তাই বিশেষ বিশেষ ইমারজেন্সী মানবিক কারনে কেউ যদি বাইরে যাওয়ার প্রয়োজন মনে করেন তবে ১১ টার পূর্বে আমাদের থেকে চাবি নিয়ে অথবা আপনাদের কাছে থাকলে আমাদের নলেজে দিয়ে ব্যাবহার করুন এবং আপনাদের কাছে চাবি থাকলেও অহরহ আসা যাওয়া, রাতে বারবার ব্যাবহার করা চলবেনা। আমাদের নলেজে দিতে হবে নইলে বাসা ছেড়ে দিতে হবে অথবা চাবি নিয়ে নেয়া হবে। আমার ছোট্ট ভাঙ্গাচুরা বাসা যাই থাক আপনাকে নিয়ম মেনে চলতে হবে। মানুষের জন্যই নিয়ম এবং মুসলমানের ভাতরুমে ঢুকলেও নিয়ম কানুন মেনে চলতে হবে। বাহির হওয়ারও একটা নিয়ম আছে। আপনি না শুধু আপনার মেহমানদেরও সাবধান করবেন। চিল্লা ফাল্লা গেইট খূলে রাখা এই গুলো চলবেনা। আমি ভাল লোক কিনা যানি না। ভাল লোক ভাড়া দিতে চেষ্টা করি এবং তাদের সম্মান করার চেষ্টা ও স্বার্থ রক্ষা আমার দ্বায়িত্ব।  (খ) যদি কোন ভাড়াটিয়াকে দুইয়ের অধিক অরিজিনাল চাবি দেওয়া হয় তাহলে আপনি অনুগ্রহ করে ডুবলিকেট চাবি বানাবেন না। এতে গেইটের তালা নষ্ট হয়ে যায়। পরবর্তিতে তালা খোলার সমস্যা হয়। ১০। সরকারী, প্রাকৃতি কারণে পানি, বিদ্যুত এবং গ্যাস সমস্যা দেখা দিলে তার জন্য প্রথম পক্ষকে কোন রকম দোষারোপ করা যাবে না, তাছাড়া অতিরিক্ত পানি খরচ করবেন ন্ াইহাতে অন্য কোন ফ্ল্যাটের পানির অভাব হতে পারে। ১১। দ্বিতীয় পক্ষ বাড়ী ছাড়িয়া যাওয়ার সময় বাড়ী এবং ইহার যাবতীয় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং অক্ষত অবস্থায় প্রথম পক্ষের নিকট বুঝাইয়া দিবেন।  ১২। দিনে মেইন গেইট সব সময় বন্ধ রাখবেন। কারণ যে কোন সময় আপত্তিকর ঘটনা ঘটতে পারে। দরজাটি বন্ধ থাকলে অন্তত একটা বাজে লোক সরাসরি ঢুকতে একটু চিন্তা-ভাবনা করবে। তাছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন কুকুর-বিড়াল ঢুকে ভিতরের পরিবেশ নষ্ট করে। সুতরাং গেইটটি খোলা থাকলেই বন্ধ করে রাখবেন এবং নিয়মিত যাতায়াতকারী মেহমানদেরকেও এই বিষয়টি জানিয়ে দেয়া আপনারই দায়িত্ব। ১৩। সরকারী যাবতীয় ট্যাক্স বা বিল, যেমন- বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল ইত্যাদি বৃদ্ধি প্রাপ্ত হইলে দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়াকে সেই অনুপাতে বর্ধিত ভাড়া প্রদান করিতে হইবে। ১৪। আমাদের বাসায় যাহারা আছেন তাদের মাসিক মাসিক কম পক্ষে ২০,০০০/- টাকার উপর অন্তত খরচ হয়। মনে রাখতে হবে আমাদের বাসা ভাড়া বিল বাদেও আপনাদের প্রতি মাসে অন্তত ২০০/১০০ টাকা অতিরিক্ত খরচ হতে পারে। যেমন ঝাড়ুদাড়, ময়লা ফেলা, ছোট খাটো ফিটিংস ভাংতে পারে, লাইন জাম হতে পারে, সিড়ির কোটার হয়তো লাইটের লাইনটা আপনার সাথে থাকতে পারে, ২/১টি বাল্ব কিনতে হতে পারে আপনার থেকে। সুতরাং এই সমস্ত ব্যাপারে কেহ কারপন্যতা এবং মুখ কালো না করাই ভালো। এখন থেকে এই সব খরচ হলে হাসি মুখে দেওয়ার মানষীকতা থাকতে হবে। কারণ আমাদের অনেক বাড়তি আনুসাঙ্গীক খরচ হয় যেমন ঈরঃু ঞধী,  ওঞ ঞধী উকিলের চার্জ, লোনের ইন্টাররেসট বর্তমানে ১৩% থেকে ১৬% বসিয়েছে। বর্তমানে ১টি লেবার ৪০০ টাকা। বৎসরে বাড়ীর আনুসাঙ্গীক মেইনটেনেন্স বিভিন্ন বিলের অনুসাঙ্গীক, বখশিশ খরচ আছে। তারপরও তুলনা মূলকভাবে আমাদের এই এলাকায় ভাড়া কম। এই গুলো বলার উদ্দেশ্য এসব নিয়ে উভয় উভয়ের মধ্যে চিন্তা করলে

বাড়ি ভাড়ার চুক্তিপত্র নমুনা কপি Read More »

অভিজ্ঞতা সনদ

অভিজ্ঞতা সনদ নমুনা ও অভিজ্ঞতা সনদপত্র লেখার নিয়ম

অভিজ্ঞতা সনদ, চাকরি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার প্রমাণ দিতে হয়। অভিজ্ঞতার প্রমাণ হিসেবে অভিজ্ঞতা সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। অভিজ্ঞতা সনদ হল একটি দালিলিক দলিল যা প্রার্থীর কর্মক্ষেত্রে তার অভিজ্ঞতার বিবরণ প্রদান করে। এটি প্রার্থীর যোগ্যতা এবং দক্ষতার একটি পূর্ণাঙ্গ চিত্র প্রদান করে। অভিজ্ঞতা সনদ কি? অভিজ্ঞতার সনদপত্র সাধারণত প্রার্থী আগে যেখানে কর্মরত ছিল সেই কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা হয়ে থাকে এবং সেই সনদপত্রে উক্ত প্রার্থীর নাম, পদবী, কর্মক্ষেত্রে তার দায়িত্ব, কর্মকাল, সততা, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং কর্মক্ষেত্রে তার অর্জনের বিবরণ থাকে। অভিজ্ঞতা সনদের গুরুত্ব অভিজ্ঞতা সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি সনদ একজন চাকরিপ্রত্যশীর কাছে। এটি যেহেতু একজন চাকরিপ্রত্যাশীর বিগত চাকরির পদবী, কর্মক্ষেত্রে তার দায়িত্ব, কর্মকাল, সততা, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং কর্মক্ষেত্রে তার অর্জনের বিবরণ প্রমাণক তাই এটি তার নতুন চাকরি পেতে অন্যদের থেকে এগিয়ে রাখে। অভিজ্ঞতা সনদ প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়। অভিজ্ঞতা সনদ প্রমাণ করে সে বিগত কর্মক্ষেত্রে কেমন ছিল। তাই সেই সনদের উপর ভিত্তি করে নতুন কর্মক্ষেত্র তাকে মূল্যায়ন করে। এটি তার গ্রহনযোগ্যতা বাড়ায় এবং অন্যদের থেকে আলাদা করে।  বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের প্রয়োজন হতে পারে। যেমন: শিক্ষকতার অভিজ্ঞতা সনদ ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতা সনদ অভিজ্ঞতা সনদ এনজিও অভিজ্ঞতা সনদ লেখার নিয়ম অভিজ্ঞতা সনদ তৈরিতে যে যে বিষয়গুলো মুল্যায়ন করতে হবে: অভিজ্ঞতা সনদে বিগত কর্মের পদবী, কর্মক্ষেত্রে তার দায়িত্ব, কর্মকাল, সততা, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং কর্মক্ষেত্রে তার অর্জনের বিবরণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা সনদটি স্পষ্ট ও সাবলিল ভাষায় লেখা হতে হবে। অভিজ্ঞতা সনদটিতে কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলমোহরসহ  থাকতে হবে। অভিজ্ঞতা সনদ সংরক্ষণ: আপনি কোনো প্রতিষ্ঠন থেকে একবার অভিজ্ঞতা সনদ নিলে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে কারণ একটি প্রতিষ্ঠান থেকে আপনি বারবার অভিজ্ঞতা সনদ চাইতে পারবেন না। তাই অভিজ্ঞতা সনদপত্র সংরক্ষণে নিচের বিষয়গুলো মাথায় রাখতে পারেন। অভিজ্ঞতা সনদটি একটি সুরক্ষিত স্থানে রাখতে হবে। অভিজ্ঞতা সনদের একটি স্ক্যান বা সফটকপি কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। অভিজ্ঞতা সনদের একটি হার্ড কপি ফাইলে সংরক্ষণ করবেন। অভিজ্ঞতা সনদপত্রের নমুনা নিচে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রের নমুনা দেওয়া হলো। এগুলো আপনারা কিছুটা পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। দোকানে কাজের অভিজ্ঞতার সনদপত্র   ইংরেজিতে অভিজ্ঞতা সনদ     হোটেলে কাজের অভিজ্ঞতা সনদ TO WHOM IT MAY CONCERN This is to certify that Mohammad Shakibul Ahsan, S.O. Md. Abdul Malek, Mother’s Name: Shamsun Nahar, of 1640, East Nandipara, P.O. Basabo, P.S. Khilgaon, Dhaka-1214 has been working in this company as a “Cooking Shape” from 2nd February 2016 to 3rd March 2017. During his stay in this organization he was a valuable part of the work force. He was decided to leave this organization to purse his career outside this organization. He sincere energetic and honest and bears a god moral character. If any further queries are to be discussed, you can feel free contact. We wish him every success in his life. Md. Ibrahim Khalil Ullah Sheblie Senior Manager HR     দারোয়ান হিসেবে কাজের অভিজ্ঞতা সনদ TO WHOM IT MAY CONCERN This is to certify that HASAN, son of Md. Mofijul Islam, Mother’s Name: Mst. Jamila Begum, Address: 82/5/B, Madartek Bazar Road, P.O. Basabo, P.S. Sabujbag, Dhaka-1214, Bangladesh, is serving as caretaker of my house at 82/5/B, Madartek Bazar Road, P.O. Basabo, P.S. Sabujbag, Dhaka-1214 for the last 5 (Five) years. I wish him every success in his future life.   __________________ Md. Abdul Ali Bakul Son of Haji Kadam Ali 82/5/B, Madartek Bazar Road, P.O. Basabo, P.S. Sabujbag, Dhaka-1214 Mobile:     মিস্ত্রি হিসেবে কাজের অভিজ্ঞতা সনদ  DAGONBHUIYA TILES FITTING LIMITED Grand Trunk Road, Feni, Bangladesh Phone: +88 027925426 —————————————————————————————————- Date: 10/12/2019     Experience Certificate   This is to certify that Monirujjaman Riday, S/O. Ahachan Ullah, Mother’s Name: Ambia Khatun of Vill.- South Karimpur, Word No: 07, P.O. Somibhuyarhat, P.S. Dagonbhuiya, Dist. Feni, an worker in this organization as “Mason Ceramic” from 1st December 2013 to Till Now. During this time he was respectful to the rules and regulation of the organization. I wish his prosperous life day by day.   Md. Abdul Kashem General Manager   কম্পিউটার অপারেটর হিসেবে কাজের অভিজ্ঞতা সনদ    অভিজ্ঞতা সনদপত্র  এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মেহেদি হাসান, পিতা- তৈয়ব আলী, মাতা- রোকেয়া, ঠিকানাঃ ৭২/খ/১, কদমতলা, পোষ্ট- বাসাবো, থানাঃ সবুজবাগ, ঢাকা-১২১৪। তিনি অত্র প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে গত ০১-০২-১৫ইং তারিখ হইতে ২৮-০২-২০১৭ইং তারিখ কর্মরত ছিলেন। কম্পিউটার অপারেটর তার বিশেষ দক্ষতা পরিলক্ষিত হয়।  আমার জানামতে তিনি প্রতিষ্ঠানে চাকুরীকালীন সময়ে সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে জড়িত ছিলেন না।  আমি তাহার জীবনের সর্বময় সাফল্য কামনা করি।      সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা সনদ  ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা সনদ  যাহার জন্য প্রযোজ্য এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ সেকান্দর আলী, পিতা- মোঃ লাল মিয়া, গ্রাম- দক্ষিণগাঁও, পোষ্ট- বাসাবো, থানা- সবুজবাগ, জেলা- ঢাকা-১২১৪ অত্র প্রতিষ্ঠানে গত ০১/০১/২০০৪ইং তারিখ হইতে গাড়ীচালক হিসাবে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে চাকুরীতে নিয়োজিত আছেন। তাহার ড্রাইভিং লাইসেন্স নং ঢক ০১৬৫৪৪৮ ভ। অত্র প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কোনরূপ কার্যকলাপে জড়িত ছিলেন না। তিনি উত্তম চরিত্রের অধিকরী। আমি তাহার সর্বঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি।   উপরে যে সকল কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন আবেদন পত্রের নমুনা দেখতে পারেন। যদি আপনাদের আরো কোনো অভিজ্ঞতার সনদপত্র pdf প্রয়োজন হয় তবে নিচে কমেন্ট করে জানান।  অভিজ্ঞতা সনদ সহ আরো ১০০০+ ওয়ার্ড ফাইল কিনুন মাত্র ৫০ টাকায়: Buy Now অভিজ্ঞতা সনদ pdf ও Word File পেতে নিচে কমেন্ট করুন।

অভিজ্ঞতা সনদ নমুনা ও অভিজ্ঞতা সনদপত্র লেখার নিয়ম Read More »

Scroll to Top