বিজ্ঞান

(১২তম) দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১

করোনাকালীন সময়ে তোমাদের জন্য ১২ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। আজ তোমাদের জন্য দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ প্রকাশ করা হলো। তোমরা এখানে নির্ভূল উত্তর পেয়ে যাবে। ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ লেখার আগে সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো। Table Of Contents দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৯ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্টটি আমরা প্রকাশ করেছিলাম সেখানো তোমাদের অনেক সাড়া পাওয়া গেছে। সেই অনুপেরনাই আজ তোমাদের ৮ম শ্রেনির ১২ সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলোরর‌্য আজকের এই বিজ্ঞান ১২ সপ্তাহের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমরা এখানে এসেছো। তোমাদের সেই লক্ষ্য পূরণ হতে চলেছে। আজকের উত্তর লিখলে তোমরা অতি উত্তম মূল্যায়ন পাবে বলে আশা করছি। ১২ সপ্তাহের অষ্টম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন এসাইনমেন্ট ক্রমঃ অষ্টম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৩ অধ্যায়ঃ ষষ্ঠ, পরমাণুর গঠন। বিষয়বস্তুঃ  পাঠ ১-৩: পরমাণুর ধারণা বিকাশ ও গঠন পাঠ ৪-৬: পারমাণবিক সংখ্যা, ভরসংখ্যা ও আইসোটোপপাঠ 8-৬: পারমাণবিক সংখ্যা, ভরসংখ্যা ও আইসোটোপপাঠ ৯-১১: পরমাণুতে ইলেন্ত্রন কীভাবে বিন্যস্ত থাকেপাঠ ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম পাঠ ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মোলের ধর্মপাঠ ৯-১১: পরমাণুতে ইলেস্ত্রন কীভাবে বিন্যস্ত থাকেপাঠ ১২-১৩: ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্মপাঠ ৭-৮: আইসোটোপের ধর্ম ও ব্যবহারপাঠ ৭-৮: আইসোটোপের ধর্ম ও ব্যবহার নির্ধারিত কাজঃ  উপরের ছকের মৌলগুলোর ইলেন্ট্রনবিন্যাসের মডেল তৈরি কর। “ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে’-উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরুপণ কর। সংকেত: ক) মডেল তৈরির জন্য সোলা, কাঠি, রঙ, তার, আঠা ইত্যাদি ব্যবহারখ) কাগজে অংকনের ক্ষেত্রে বিভিন্ন রঙ ব্যবহার করে চিত্রের উপাদান গুলোকে উপস্থাপন নির্দেশনাঃ  এই  আ্যাসাইনমে্ট সম্পন্ন করতে পাঠাপুস্তকের এই অধ্যায়ের ৯-১৩ পাঠ সম্পন্ন করতে হবে। সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। ৮ম শ্রেণির দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১ উপরের প্রশ্ন সম্পর্কে আলোচনাঃ এসাইনমেন্ট নির্ধারিত কাজ এবং নির্দেশনা অংশ পড়ে কি তোমাদের ভয় লাগছে? ভয়ের কিছু নাই । তেমাাদের পরমাণুর মডেল তৈরি করতে বলা হয়েছে। সেই মডেলটি তৈরি করতে তোমাদের সোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদির ব্যবহার করতে বলা হয়েছে। তোমরা ভাবছো কিভাবে কি করবো। তোমাদের চিন্তার কোনো কারণ নাই। নিচের নমুনা উত্তরটি দেখলে এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। তাহলে চলো নিচের ১২ সপ্তাহের বিজ্ঞান নমুনা উত্তরটি দেখে নিই। ১২ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ এসাইনমেন্ট শুরু প্রশ্নে পদত্ত ছকটি নিম্নরুপঃ                             উপরের ছকে  X মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা ১৩। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে X মৌলটি হলো অ্যালুমিনিয়াম। এর প্রতিক Al ।  এর ইলেকট্রন বিন্যাস Al(13) = 2,8,3 উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর অ্যালুমিনিয়ামের তিনটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৩টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এর যোজনী ৩। অ্যালুমিনিয়াম (Al) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ চিত্রঃ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস মডেল উপরের ছকে  Y মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা ৭। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে Y মৌলটি হলো ফ্লোরিন । এর প্রতিক F ।  এর ইলেকট্রন বিন্যাস F(9) = 2,7 উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর ফ্লোরিনের দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৭ টি ইলেকট্রন। অর্থাৎ এর যোজনী ১। ফ্লোরিন (F) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ চিত্রঃ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস মডেল উপরের ছকে  Z মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা 16। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে Z মৌলটি হলো সালফার। এর প্রতিক S ।  সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাস S(16) = 2,8,6 উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর সালফার পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দুটি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে ২ টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ৮ টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে ৬ টি ইলেকট্রন। অর্থাৎ এর যোজনী ২,৪,৬। সালফার (S) পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিন্মরুপঃ চিত্রঃ সালফারের ইলেকট্রন বিন্যাস মডেল ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করেঃ পরমাণুর ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে তা উপরের ছকের পরমাণুর আলোকে যোক্তিকতা নিরুপণ করা হলো। পরমাণুসমহের আকার, আকৃতি, ভর, তড়িৎ ঋণাক্তকতা, তড়িৎ ধনাক্তকতা, ইলেকট্রন আসত্তি, ইত্যাদি ধর্ম তাদের ইলেকট্রন বিন্যাস হতে বোঝা যায়। একটি পরমাণুর কক্ষপথ যত বেশি থাকবে তার আকার তত বড় হবে। অর্থাৎ এর পরমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। আবার কক্ষপথ যদি একই থাকে তবে যেটির প্রোটন বা ইলেকট্রন সংখ্যা বেশি হবে তার আকার বা ব্যাসার্ধ তত ছোট হবে।  উপরের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লক্ষ করলে আমরা দেখতে পাবো ফ্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা সবথেকে কম এবং এর ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই এর দুটি কক্ষপথ রয়েছে তাই এর আকার সবথেকে ছোট হবে। অন্যদিকে অ্যালুমিনিয়াম ও সালফার দুটির ই কক্ষপথ সংখ্যা ৩টি করে। কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পায় অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বেশি তাই অ্যালুমিনিয়ামের তুলনায় সালফারের আকার ছোট হবে। অর্থাৎ এদের আকারের ক্রম হবে FくS くAl যেহেতু পরমাণুর আকার/কাঠামো তার ইলেকট্রন বিন্যাসের সাথে পরিবর্তিত হয় তাই উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই পরমানুর কাঠামো রক্ষা করে। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ১৯ সপ্তাহের (অষ্টম) ৮ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ১৫ সপ্তাহের ৮ম শ্রেনির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ১৩তম সপ্তাহের ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান ২০২১ ৮ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট উত্তর আশা করি তোমরা তোমাদের ১২ সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্ট লেখা শেষ করেছো । এখন তোমাদের ১২ সপ্তাহের ৮ম শ্রেনির কর্ম ও জীবনমূখী শিক্ষা লেখার পালা। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের মত মানসম্মত ও নির্ভূল উত্তর কর্ম ও জীবনমূখী এসাইনমেন্টেও পেয়ে যাবে। সকলেই আমাদের সাথে থেক।  আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 এসাইনমেন্টটির ভিডিও দেখুন

(১২তম) দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ Read More »

৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১

মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য নিয়ে এলাম ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১। অষ্টম শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ নির্ভূল ও নম্বর পাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে। ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১ ৯ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ৮ম শ্রেণি ২০২১ এর সাথে তোমাদের ৯ম সপ্তাহে আরো একটি এসাইনমেন্ট লিখতে হবে তা হলো বাংলা। ৯ম সপ্তাহের বাংরা এসাইনমেন্টটি তোমরা আমাদের সাইটে পেয়ে যাবে। Contents [hide] আরো পড়ুনঃ দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্টটি তোমাদের জন্য খুবই সহজ হবে। তবে তোমরা প্রশ্নগুলো পড়ে উত্তর লিখবে। এবং আমাদের নমুনা উত্তরের মত হুবুহু উত্তর না দিয়ে সামান্য কিছু পরিবর্তন করে লিখতে পারো। তোমাদের লেখাগুলো স্যারেরা পড়ে যেন বুঝতে পারে সেরকম সুন্দর করে লিখবে।  ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর এসাইনমেন্ট শুরু আমার বাবার পারফিউমের বোতলের মাথায় চাপ দিলে ফুস করে শব্দ করে বাতাস ও তরল বের হয়। ঘরের যে প্রান্তেই থাকি না কেন, কয়েক সেকেন্ডের মধ্যেই সুঘ্রাণ আসে নাকে। ভেবে দেখেছি পারফিউমের কণাগুলো কত দ্রুত আমার নাকে চলে আসে। এটাই হলো ব্যাপন। আবার বাতাসের মধ্যে যদি কোনো হালকা গ্যাসীয় বস্তু ছড়িয়ে দেই তাহলে তা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছুটে যাবে। এটাও ব্যাপনের জন্য হয়ে থাকে। কয়েকটি শুকনো কিশমিশকে একটা কাপে পানি ঢেলে তাতে কয়েক ঘণ্টা ছেড়ে রাখলে পরে দেখা যাবে যে কিশমিশগুলো ফুলে ঢোল। কারণ অভিস্রবণ প্রক্রিয়ায় কিশমিশের পাতলা পর্দা ভেদ করে ভেতরে পানি ঢুকে গেছে। (ক) ব্যাপন এর বৈশিষ্ট্যঃ তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে যাওয়াকে ব্যাপন বলে। কঠিন পদার্থের ব্যাপন ঘটে না। নিন্মে ব্যাপন এর কিছু বৈশিষ্ট্য দেওয়া হলোঃ ১. বস্তুর ভর ও তাপমাত্রা : ব্যাপনের হার বস্তুর ভরের উপর নির্ভরশীল । ভর যত বেশি হবে বস্তুর ব্যাপনের হার তত কম হবে। অর্থাৎ, ব্যাপন হার বস্তুর ভরের (মোলার ভর) ব্যস্তানুপাতিক। ২. পদার্থের অণুর ঘনত্ব: যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব বেশি থাকলে ব্যাপন হার বেশি হবে, অণুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কম হবে। ৩. মাধ্যমের ঘনত্ব: যে মাধ্যমে ব্যাপন ঘটবে সে মাধ্যমের ঘনত্ব বেশি বলে ব্যাপন হার কম হবে; মাধ্যমের ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে। ৪. বাযুমণ্ডলের চাপ: বাধুমণ্ডলের চাপ বাড্লে ব্যাপন হার কমবে, বাযুমন্ডলের চাপ কম হলে ব্যাপন হার বাডবে। ৫. ঘনত্বের তারতম্য: ঘনত্বের তারতম্য যত বেশি হয় তত তাড়াতাড়ি কণাগুলো ছডিযে পড়ে। সাধারণত একই সময়ে এবং একই স্থানে পরিবেশের তাপমাত্রা ও বাযুমণ্ডলের চাপ সমান থাকে, সেক্ষেত্রে ব্যাপন পদার্থের ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বই ব্যাপন নিষস্ত্রণকারী প্রভাবক হয়ে দাড়ায়। মাধ্যম ও ব্যাপন পদার্থ (যেমন-বেলুন ভর্তি বাতাস এবং চারপাশের বাতাস) যদি একই হয় তাহলে ততক্ষণ পর্যন্ত ব্যাপন ঘটবে যতক্ষণ পর্যন্ত দুটোর ঘনত্ব সমান না হয়। (খ) অভিস্রবণের বৈশিষ্ট্যঃ অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনতের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিযাকে বোঝায় নিম্নে অভিস্রবণের কিছু বৈশিষ্ট্য দেওয়া হলোঃ ১. দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয় পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। ২. অভিস্রবণ এক প্রকার ব্যাপন। . ৩.অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে। একে অন্যভাবে বলা যায কোনো শক্তির প্রযোগ ছাডাই তরলের বাস্তবিক চলাচল।অভিস্ত্রবণকে দুই ভাগে ভাগ করা যায়: অন্তঃঅভিস্রবণ , বহিঃঅভিস্রবণ । ৪. কোষের বাইরে অবস্থিত তরল পদার্থ যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করে তখন সেই প্রক্রিয্যুকে অন্তঃঅভিস্রবণ  বলে। কোষের ভেতর থেকে যখন তরল পদার্থ পর্দা ভেদ করে বাইরে বেরিযে যায় তখন সেই প্রক্রিযাকে বহিঃঅভিস্রবণ  প্রক্রিয়া বলে। (গ) ব্যাপন ও অভিস্রবণের পরীক্ষণঃ ব্যাপন জিনিসটা আমাদের আশপাশে অহরহ ঘটে। সুক্ষ পর্যায় থেকে শুরু করে বড় বড় কাজেও ব্যাপন দেখা যায়। যেমন- ঘরের এক পাশে কেউ সুগন্ধি স্প্রে করলে সেটা মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে যায়। কেন? কারণ সুগন্ধিটা বোতলের ভেতর খুব চাপের মধ্যে থাকে। এতই চাপে থাকে যে সে গ্যাস থেকে তরল হয়ে যায়। ওই তরল যখন আচমকা বের হওয়ার সুযোগ পায়, তখন তার মাথা খারাপ হয়ে যায়। সে যেখানেই কম ঘনত্ব পাবে, সেখানেই ছুটে যাবে। আমাদের চারপাশে সাধারণত যে বাতাস থাকে, সেটা বেশ কম ঘনত্বের। আর তাই সুগন্ধির কণাগুলো দূত সব জায়গা দখল করে নেয়। এটা ব্যাপন প্রক্রিয়ার বেশ ভালো উদাহরণ। এক গ্রাস পানিতে এক ফোটা গাঢ় নীল জলরং ঢেলে দিলে সেই রং ছড়িয়ে যেতে থাকে। ততক্ষণ ছড়াতে থাকে, যতক্ষণ পুরো পানি নীল হয়ে যাচ্ছে। সেই রঙিন পানি আবার যদি আরেকটি বড় পানিভর্তি গ্রাসে ঢালি তা হলে কী ঘটবে? ওই বড় গ্লাসেরও সব পানি রঙিন হয়ে যাবে; কিন্তু পরেরবার দেখা যাবে বড় গ্লাসের পানির রং আগের চেয়ে হালকা হয়ে গেছে। কারণ পরের গ্রাসে পানির পরিমাণ বেশি। এতে বোবা যায়, ব্যাপন প্রক্রিয়া ততক্ষণ চলতেই থাকবে, যতক্ষণ না দুটি তরলের ঘনত্ব সমান হচ্ছে। মানে একটি পাত্রে রঙিন পানি ঢাললে রংগুলো ততক্ষণ পর্যন্ত ছড়াবে, যতক্ষণ না সেটা গ্রাসের সব পানির অণুতে মিশে যাচ্ছে। মানে সব জায়গায় পানির ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত রং ছড়াতেই থাকবে। অভিস্রবণের বেলায়ও তাই। পানিতে ডোবানো কিশমিশ ফুলে ঢোল হবে ঠিকই, কিন্তু কিশমিশটা ফুলতে ফুলতে একেবারে ডিমের সমান বড় হয়ে যাবে না। কারণ একটা পর্যায়ে তার পানি শোষণ করা বন্ধ হয়ে যাবে। কোন পর্যায়ে? যখন কিশমিশের ভেতরের ঘনত্ব আর বাইরের পানির ঘনত্ব একই হয়ে যাবে। এসাইনমেন্ট শেষ আরো পড়ুনঃ  ১৫ সপ্তাহের ৮ম শ্রেনির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ দ্বাদশ সপ্তাহের ৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর ২০২১ ৯ম সপ্তাহ (অষ্টম) ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ ৭ম শ্রেণির বাংলা ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১ ৯ম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১ ৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ ৬ষ্ঠ শ্রেণির বাংলা ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১ ৭ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১   ৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট ২০২১ উপরের এসাইনমেন্টের মত  ৮ম শ্রেণির সকল এসাইনমেন্ট পেতে নিচের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখ। এসাইনমেন্ট সম্পর্কিত আলোচনার জন্য নিচের ফেজবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। আমাদের ইউটিউব লিংক https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান) https://web.facebook.com/shomadhan.net assignment all class (6-9)📝📝 https://web.facebook.com/groups/287269229272391

৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১ Read More »

Scroll to Top