৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা মডেল টেস্ট
৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা মডেল টেস্ট পাঠ্য বই ভিত্তিক – ছবি ও কথা মডেল টেস্ট নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ। ঐশী আর ওমর যেমন অবাক, তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট-পতঙ্গ খায়। অনেক পাখি আবার মধুও ভালোবাসে। ওরা দেখল একটা আমগাছের ডালে বড় একটা মৌচাক। ওরা খালুর কাছে শুনল মৌমাছি, পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি, পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে। মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য ফুলের রেণুর সঙ্গে মিলে যায়। তাই গাছে ফল ধরে। আম গাছ দেখিয়ে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে। কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। সীমা আপা বলল, গাছ আমাদের উপকার করে। একটু ভেবে বলো তো কীভাবে? ওমর খুশিতে হাততালি দিল। বলল আমি জানি, আমরা তো গাছ থেকে কত রকমের খাবার পাই। খড়ি আর কাঠও পাই। খালু বললেন, ঠিক তাই। তবে গাছ আমাদের সবচেয়ে উপকার করে অক্সিজেন দিয়ে। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১) মুকুল ধরেছে কোন গাছে? (ক)আমগাছে (খ)লাউগাছে (গ)বেগুনগাছে(ঘ)শিমগাছে ২) আমের মুকুল কোনটিতে রূপান্তরিত হয়? (ক) ফুলে (খ)বীজে (গ)গুটিতে (ঘ)মৌচাকে ৩) সীমা আপা জিজ্ঞাসা করল (ক) কীট-পতঙ্গের উপকারিতা সম্বন্ধে (খ) গাছের উপকারিতা সম্বন্ধে (গ)মানুষের উপকারিতা সম্বন্ধে (ঘ)পাখিদের উপকারিতা সম্বন্ধে ৪) কীট-পতঙ্গরা ফুলের মধু খায় বলে গাছের কী উপকার হয়? (ক) গাছে অক্সিজেন সৃষ্টি হয় (খ) গাছ বৃদ্ধি পায় (গ)গাছে আরও ফুল ধরে (ঘ)গাছে ফল ধরে ৫) ‘অক্সিজেন’ শব্দটির যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত? (ক) ক + র(খ)ক + র-ফলা (গ) ক + শ(ঘ)ক + স উত্তর : ১) (ক) আমগাছে; ২) (গ) গুটিতে; ৩) (খ) গাছের উপকারিতা সম্বন্ধে; ৪) (ঘ) গাছে ফল ধরে; ৫) (ঘ) ক + স। ২. নিচের শব্দগুলোর অর্থ লেখ। খড়ি, অবাক, মুকুল, মৌচাক, রেণু। উত্তর : শব্দ অর্থ খড়িজ্বালানি কাঠ। অবাকবাক্যহীন, নির্বাক। মুকুলকুঁড়ি। মৌচাকযেখানে মৌমাছিরা মধু জমা করে। রেণুপরাগ। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ। ক) আমগাছের ডালে কী দেখা গেল? উত্তর : আমগাছের ডালে বড় একটা মৌচাক দেখা গেল। খ) কীট-পতঙ্গ ও পাখিরা কীভাবে গাছের উপকার করে? উত্তর : গাছের ফুল থেকে মধু খাওয়ার জন্য কীট-পতঙ্গ ও পাখিরা ফুলে ফুলে ঘোরে। তখন তাদের ঠোঁটে, ডানায়, পায়ে লেগে থাকা ফুলের রেণু নতুন ফুলের রেণুর সঙ্গে মেলে। এতে গাছে ফল ধরে। এভাবে কীট-পতঙ্গ ও পাখিরা গাছের উপকার করে। গ) অক্সিজেন কী? উত্তর : অক্সিজেন হলো এমন একটি রাসায়নিক পদার্থ যেটি ছাড়া আমরা বাঁচি না। গাছ আমাদের অক্সিজেন দেয়। ৪. অনুচ্ছেদটির মূলভাব লেখ। উত্তর : পাখি ও কীট-পতঙ্গরা গাছ থেকে যেমন উপকার পায় তেমনি গাছের উপকারও করে থাকে। ওরা গাছের ফুল থেকে ফল হওয়ায় সাহায্য করে। গাছ আমাদের খাদ্য, কাঠ, খড়ি, ইত্যাদির জোগান দেয়। আমাদের বাঁচার জন্য অক্সিজেনের বিকল্প নেই। এটিও আমরা গাছ থেকে পাই। পাঠ্য বই বহির্ভূত – ছবি ও কথা মডেল টেস্ট নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ। কামাল স্যার একদিন ক্লাসে গাছপালা নিয়ে কথা বলছিলেন। তিনি বললেন, গাছ আমাদের নানাভাবে উপকার করে। বাদল বলল, কীভাবে স্যার? স্যার বললেন, গাছপালা থেকে আমরা খাবার পাই, কাঠ পাই, অক্সিজেন পাই। সুমি প্রশ্ন করল, অক্সিজেন কী স্যার? স্যার জবাব দিলেন, অক্সিজেন হলো এক ধরনের রাসায়নিক উপাদান। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। খুশি বলল, কিন্তু স্যার মানুষ তো দেখি প্রায়ই গাছপালা কেটে ফেলে। স্যার হেসে বললেন, হ্যাঁ, মানুষ অনেক সময় কাঠ, খাদ্য, বস্ত্র ইত্যাদির চাহিদা মেটাতে গাছ কাটে। তবে একটি গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগানো উচিত। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। গাছপালা কমে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১) কামাল স্যার কোন ব্যাপারে কথা বলছিলেন? (ক) গাছপালার প্রয়োজনীয়তার ব্যাপারে (খ) গাছ কাটার প্রয়োজনীয়তার ব্যাপারে (গ) খাবার খাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে (ঘ) অক্সিজেনের প্রয়োজনীয়তার ব্যাপারে ২) একটি গাছ কাটলে কমপক্ষে কয়টি গাছ লাগানো উচিত? (ক) ১টি (খ) ২টি (গ) ৩টি(ঘ) ৪টি ৩) আমরা কী থেকে অক্সিজেন পাই? (ক) খাদ্য থেকে (খ) কাঠ থেকে (গ) বস্ত্র থেকে (ঘ) গাছ থেকে ৪) ‘উপকার’ শব্দটির বিপরীত শব্দ কোনটি? (ক) অপকার(গ) উপহার (গ) প্রকার(ঘ)আকার ৫) কোনটি করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে? (ক) বেশি করে গাছ লাগালে (খ) গাছের যতœ নিলে (গ)বেশি বেশি গাছ কাটলে (ঘ)মানুষকে গাছ লাগাতে বললে উত্তর : ১) (ক) গাছপালার প্রয়োজনীয়তার ব্যাপারে; ২) (খ) ২টি; ৩) (ঘ) গাছ থেকে; ৪) (ক) অপকার; ৫) (গ) বেশি বেশি গাছ কাটলে। ৬. নিচে কতগুলো শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ। শব্দ শব্দার্থ অপরিহার্য অবশ্যই যা প্রয়োজন জবাব উত্তর ধ্বংস ক্ষয়, বিনাশ বস্ত্র পরার কাপড় উপাদান উপকরণ, মাল মশলা চাহিদা প্রয়োজন ক) বাবা গরিব বৃদ্ধটিকে শীতের — দিলেন। খ) আমার কথার — দাও। গ) বেঁচে থাকার জন্য খাবার খাওয়া –। ঘ) দুধ, চিনি, ক্রিম, বরফ ইত্যাদি হলো আইসক্রিম তৈরির –। ঙ) মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তানিদের জাহাজ — হয়ে গেল। উত্তর : ক) বস্ত্র; খ) জবাব; গ) অপরিহার্য; ঘ) উপাদান; ঙ) ধ্বংস। ৭. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ। ক) গাছ আমাদের কী কী উপকার করে? তিনটি বাক্যে লেখ। উত্তর : গাছ আমাদের নানাভাবে উপকার করে। যেমন ১) গাছ থেকে আমরা খাবার পাই। ২) গাছ থেকে আমরা অক্সিজেন পাই। ৩) গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। খ) বাদল ও সুমি স্যারের কাছে কী কী জানতে চাইল? উত্তর : বাদল স্যারের কাছে গাছের উপকারিতার কথা জানতে চাইল। আর সুমি জানতে চাইল অক্সিজেন সম্পর্কে। গ) আমরা বেশি বেশি গাছ লাগাব কেন? উত্তর : গাছ থেকে আমরা খাদ্য, বস্ত্র, কাঠ, অক্সিজেন ইত্যাদি পাই। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই আমরা বেশি বেশি গাছ লাগাব। ৮. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। ন্দ, চ্ছ, ঙ্গ, ক্স, প্র। উত্তর : ন্দ = ন + দ – আনন্দ -শিশুরা খেলাধুলা করে খুব আনন্দ পায়। চ্ছ = চ + ছ – ইচ্ছা -মামা বাড়ি যেতে ইচ্ছা করছে। ঙ্গ = ঙ + গ – সঙ্গে -আমার সঙ্গে বাবাও এসেছেন। ক্স = ক + স – বাক্স -মা বইগুলো বাক্সে রাখলেন। প্র = প + র-ফলা ( ্র ) – প্রিয় -জবা ফুল আমার খুব প্রিয়। ৯. সঠিক স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি খালু বললেন পাখিরা কীট পতঙ্গ খায় উত্তর : ঐশী আর ওমর যেমন অবাক, তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীট-পতঙ্গ খায়। ১০. ক্রিয়াপদের চলিত রূপ লেখ। দুলিতেছে, বলিলেন, দেখাইবেন, খাইবে, শুনিল। উত্তর : ক্রিয়াপদচলিত
৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা মডেল টেস্ট Read More »