সপ্তম/ ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় অনুশীলনী ২.২ এর সমাধান নিচে দেওয়া হলো। এখানে মিশ্র ভগ্নাংগুলো লেখার সময় পূর্ণ সংখ্যা পরে অতিরিক্ত একটি ফাঁকা জায়গা রাখা হয়েছে। নিচে সপ্তম শ্রেণির গণিতের সকল অধ্যায়ের সমাধান লিংক দেওয়া হয়েছে। ৭ম শ্রেণির গণিত অনুশীলনী ২.২ প্রশ্ন \ ১ \ একজন দোকানদার প্রতি মিটার ২০০ টাকা দরে ৫ মিটার কাপড় কিনে প্রতি মিটার ২২৫ টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে ? সমাধান : ১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ২০০ টাকা ∴ ৫ ,, ,, ,, (২০০ × ৫) টাকা = ১০০০ টাকা আবার, ১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ২২৫ টাকা ∴ ৫ ,, ,, ,, (২২৫ × ৫) টাকা = ১১২৫ টাকা এখানে, বিক্রয়মূল্য, ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (১১২৫ – ১০০০) টাকা বা ১২৫ টাকা উত্তর : লাভ হয়েছে ১২৫ টাকা। প্রশ্ন \ ২ \ একজন কমলাবিক্রেতা প্রতি হালি ৬০ টাকা দরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে ? সমাধান : আমরা জানি, ১ ডজন = ৩ হালি ∴ ৫ ডজন = (৩ × ৫) হালি = ১৫ হালি ১ হালি কমলার ক্রয়মূল্য ৬০ টাকা ∴ ১৫ ,, ,, ৬০ × ১৫ টাকা = ৯০০ টাকা ১ হালি কমলার বিক্রয়মূল্য ৫০ টাকা ∴ ১৫ ,, ,, ৫০ × ১৫ টাকা = ৭৫০ টাকা এখানে, বিক্রয়মূল্য অপেক্ষা ক্রয়মূল্য বেশি হওয়ায় ক্ষতি হয়েছে। ∴ ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য = (৯০০ – ৭৫০) টাকা বা ১৫০ টাকা উত্তর : ক্ষতি হয়েছে ১৫০ টাকা। প্রশ্ন \ ৩ \ রবি প্রতি কেজি ৪০ টাকা দরে ৫০ কেজি চাউল কিনে ৪৪ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে ? সমাধান : ১ কেজি চাউলের ক্রয়মূল্য ৪০ টাকা ∴ ৫০ ,, ,, ,, ,, (৫০ × ৪০) টাকা = ২০০০ টাকা ১ কেজি চাউলের বিক্রয়মূল্য ৪৪ টাকা ∴ ৫০ ,, ,, ,, (৫০ × ৪৪) টাকা = ২২০০ টাকা এখানে, বিক্রয়মূল্য, ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (২২০০ – ২০০০) টাকা = ২০০ টাকা উত্তর : লাভ হবে ২০০ টাকা। প্রশ্ন \ ৪ \ প্রতি লিটার মিল্কভিটা দুধ ৫২ টাকায় কিনে ৫৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় ? সমাধান : দেওয়া আছে, ক্রয়মূল্য = ৫২ টাকা এবং বিক্রয়মূল্য = ৫৫ টাকা এখানে, বিক্রয়মূল্য, ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (৫৫ – ৫২) টাকা বা ৩ টাকা ৫২ টাকায় লাভ হয় ৩ টাকা ∴ ১ ,, ,, ,, ৩/৫২ ,, ∴ ১০০ ,, ,, ,, (৩ × ১০০)/৫২,, = ৭৫/১৩ = ৫ ১০/১৩ টাকা উত্তর : লাভ হয় ৫ ১০১৩ %। প্রশ্ন \ ৫ \ প্রতিটি চকলেট ৮ টাকা হিসেবে ক্রয় করে ৮.৫০ টাকা হিসেবে বিক্রয় করে ২৫ টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল ? সমাধান : দেওয়া আছে, প্রতি চকলেটের ক্রয়মূল্য = ৮ টাকা এবং বিক্রয়মূল্য = ৮.৫০ টাকা এখানে, বিক্রয়মূল্য, ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (৮.৫০ – ৮) টাকা = ০.৫০ টাকা ০.৫০ টাকা লাভ হয় ১ টি চকলেটে ∴ ১ ,, ,, ,, ১/০.৫০ ,, ,, ∴ ২৫ ,, ,, ,, (১ × ২৫ × ১০০)/৫০,, = ৫০ টি চকলেটে উত্তর : মোট ৫০ টি চকলেট ক্রয় করা হয়েছিল। প্রশ্ন \ ৬ \ প্রতি মিটার ১২৫ টাকা দরে কাপড় ক্রয় করে ১৫০ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ২০০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন ? সমাধান : দেওয়া আছে, প্রতি মিটার কাপড়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৫০ টাকা বিক্রয়মূল্য, ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (১৫০ – ১২৫) টাকা বা ২৫ টাকা ২৫ টাকা লাভ হয় ১ মিটার কাপড়ে ∴ ১ ,, ,, ,, ১/২৫ ,, ,, ∴ ২০০০ ,, ,, ,, (১ × ২০০০)/২৫ ,, ,, = ৮০ মিটার উত্তর : দোকানদার মোট ৮০ মিটার কাপড় ক্রয় করেছিলেন। প্রশ্ন \ ৭ \ একটি দ্রব্য ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? সমাধান : দেওয়া আছে, ক্রয়মূল্য ১৯০ টাকা এবং বিক্রয়মূল্য ১৭৫ টাকা এখানে, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। ∴ ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য = (১৯০ – ১৭৫) টাকা বা ১৫ টাকা ১৯০ টাকায় ক্ষতি হয় ১৫ টাকা ∴ ১ ,, ,, ,, ১৫/১৯০ টাকা ∴ ১০০ ,, ,, ,, (১৫ × ১০০)/১৯০ টাকা = ১৫০১৯ টাকা = ৭ ১৭১৯ টাকা উত্তর : ক্ষতি হবে ৭ ১৭১৯ %। প্রশ্ন \ ৮ \ ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে ২০ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ? সমাধান : মনে করি, ২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য ১০০ টাকা ∴ ১ ” ” ” ” ১০০/২৫ টাকা = ৪ টাকা ২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ১০০ টাকা ∴ ১ ” ” ” ” ১০০/২০ টাকা = ৫ টাকা এখানে, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। ∴ লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য = (৫ – ৪) টাকা বা ১ টাকা ৪ টাকায় লাভ হয় ১ টাকা ∴ ১ ” ” ” ১/৪ টাকা ∴ ১০০ ” ” ” (১ × ১০০)/৪ টাকা