নবম-দশম শ্রেণির বাংলা ২য় কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ
সপ্তম পরিচ্ছেদ : কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ ১. ‘আমার গানের মালা আমি করব কারে দান’Ñ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [ব.বো. ০৪; ০১] ছ ক করণে সপ্তমী খ কর্মে দ্বিতীয়া গ কর্তায় সপ্তমী ঘ অপাদানে সপ্তমী ২. স্বত্বত্যাগপূর্বক দান করা হলে দানপাত্রকে কী বলে? [দি.বো. ০৯] জ ক কর্তৃ খ কর্ম গ স¤প্রদান ঘ অপাদান ৩. ‘পুকুরে মাছ আছে’Ñএখানে ‘পুকুরে’ কোন অধিকরণ কারক? [চ.বো. ১০] বা, ‘বনে বাঘ আছে’Ñ ‘বনে’ কোন কারক? [সি.বো. ০৮, ১০] ঝ ক বৈষয়িক অধিকরণ খ ভাবাধিকরণ গ অভিব্যাপক অধিকরণ ঘ ঐকদেশিক অধিকরণ ৪. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’Ñ ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ? [রা.বো. ০৩, ০৫; দি.বো. ১০] জ ক মুখ্য কর্তা খ প্রযোজ্য কর্তা গ ব্যতিহার কর্তা ঘ ভাববাচ্যের কর্তা ৫. সম্বোধনের পরে কোনটি বসাতে হয়? [য.বো. ০৯; সি.বো. ০৮; ব.বো ০৮, ০২] ঝ ক দাঁড়ি খ কোলন গ কোলন ড্যাশ ঘ কমা ৬. ‘তিনি চট্টগ্রাম থেকে এসেছেন’Ñ এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক? [চ.বো. ২০০০] ঝ ক কর্তৃকারক খ কর্মকারক গ অধিকরণ কারক ঘ অপাদান কারক ৭. নৌকা ঘাটে বাঁধাÑ‘ঘাটে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০১; ঢা.বো. ০৪] জ ক কর্মে ২য়া খ করণে ৭মী গ অধিকরণে ৭মী ঘ অপাদানে ৫মী ৮. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না? [ঢা.বো. ০২] চ ক চতুর্থী খ পঞ্চমী গ ষষ্ঠী ঘ সপ্তমী ৯. ‘করণ’ শব্দটির অর্থÑ [কু.বো. ০২] জ ক যা থেকে কিছু বিচ্যুত হয় খ যাকে স্বত্বত্যাগ করে দান গ যন্ত্র, সহায়ক বা উপায় ঘ ক্রিয়া সম্পাদনের সময় ১০. ‘মৃত জনে দেহ প্রাণ’Ñ নিম্নরেখ পদটি কোন কারকের কোন বিভক্তি? [রা.বো. ০২] ঝ ক কর্ম, দ্বিতীয়া খ কর্ম, সপ্তমী গ স¤প্রদান, চতুর্থী ঘ স¤প্রদান, সপ্তমী ১১. অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি? [রা.বো. ০২] জ ক গাঁয়ে মানে না আপনি মোড়ল খ কত জায়গায় গাড়ি থামল গ বোঁটা-আলগা ফল গাছে থাকে না ঘ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা ১২. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? [কু.বো. ১১, ০৮; য.বো. ০৯, ০২; সি.বো. ১০] ছ ক শূন্য খ ষষ্ঠী গ দ্বিতীয় ঘ চতুর্থী ১৩. ‘সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করল’Ñ এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা? [য.বো. ১২, ০২] ঝ ক অসমান কর্তা খ এক কর্তা গ প্রযোজক কর্তা ঘ নিরপেক্ষ কর্তা ১৪. ‘এক থালাতে খাব মোরা’Ñ বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি? [য.বো. ০২] ঝ ক অধিকরণে ৭মী খ কর্মে ১মা গ করণে ৭মী ঘ অপাদানে ৭মী ১৫. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়? [ঢা.বো. ০৪; চ.বো. ০১] চ ক ঐকদেশিক খ অভিব্যাপক গ বৈষয়িক ঘ ভাবাধিকরণ ১৬. কারক (কৃ + ণক) শব্দটির অর্থ কী? [কু.বো. ০৯] জ ক যা পদকে সম্পাদন করে খ যা সমাসকে সম্পাদন করে গ যা ক্রিয়া সম্পাদন করে ঘ যা পদ ও সমাসকে সম্পাদন করে ১৭. ‘জমি থেকে ফসল পাই’Ñ বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১১; চ.বো. ০২] চ ক জাত খ গৃহীত গ রক্ষিত ঘ বিচ্যুত ১৮. ‘দুধ থেকে দই হয়’Ñ এখানে ‘দুধ থেকে’ কোন অর্থে অপাদান? [ব.বো. ০৮, ০২; কু.বো., সি.বো. ০৬] চ ক গৃহীত খ জাত গ রক্ষিত ঘ বিচ্যুত ১৯. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’Ñ এখানে ‘দুয়ারে’ কোন অর্থে ঐকদেশিক অধিকরণ? [ঢা.বো. ০৭; রা.বো. ২০০০, ০৭; ব.বো. ০২] চ ক সামীপ্য খ বীপ্সা গ পর্যন্ত ঘ অতিক্রান্ত ২০. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে? [ঢা.বো. ২০০০; কু.বো. ০৬] চ ক কর্মকারক খ করণ কারক গ স¤প্রদান কারক ঘ কর্তৃকারক ২১. কারক নির্ণয় করার সহজ উপায় কী? [সি.বো. ০৫] ঝ ক শব্দটিকে ভাঙা খ বিশেষ্যকে প্রশ্ন করা গ বিশেষ্যকে প্রশ্ন করা ঘ ক্রিয়াকে প্রশ্ন করা ২২. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়? [রা.বো. ১৩, ১১] চ ক শূন্য খ দ্বিতীয়া গ তৃতীয়া ঘ চতুর্থী ২৩. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠমি, সপ্তমীÑ এগুলোÑ [কু.বো. ০২] ছ ক শূন্য বিভক্তি খ বাংলা শব্দ বিভক্তি গ ষষ্ঠী বিভক্তি ঘ কর্তৃকারকের বিভক্তি ২৪. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? [ঢা.বো. ৯৩; রা.বো. ৯২; ব.বো. ০১] ঝ ক উচ্চারণগত খ অর্থগত গ অবস্থানগত ঘ আকৃতিগত ২৫. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার? [য.বো. ০৫] জ ক ২ প্রকার খ ৩ প্রকার গ ৪ প্রকার ঘ ৫ প্রকার ২৬. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে? [রা.বো. ১১] জ ক মুখ্য কর্তা খ গৌণ কর্তা গ ব্যতিহার কর্তা ঘ প্রযোজ্য কর্তা ২৭. “বসিরকে যেতে হবে।”Ñ ‘বসিরকে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ০৮] চ ক কর্তৃকারকে দ্বিতীয়া খ কর্মকারকে দ্বিতীয়া গ করণ কারকে তৃতীয়া ঘ অপাদান কারকে পঞ্চমী ২৮. “আমার যাওয়া হয় নি।”Ñ ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ০৯] ঝ ক কর্মে শূন্য খ কর্তায় শূন্য গ কর্মে ৬ষ্ঠী ঘ কর্তায় ৬ষ্ঠী ২৯. “ঘোড়ায় গাড়ি টানে।”Ñ এখানে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি? [চ.বো. ১০] চ ক কর্তৃকারকে সপ্তমী খ করণে দ্বিতীয়া গ কর্মে সপ্তমী ঘ অপাদানে শূন্য ৩০. ‘গরুতে দুধ দেয়’Ñ ‘গরুতে’ কোন কারকে কোন বিভক্তি? [সি.বো. ১১] ছ ক করণে ৭মী খ কর্তৃকারকে ৭মী গ অপাদানে ৭মী ঘ অধিকরণে ৭মী ৩১. কোন বাক্যের পদে কর্মকারকে সপ্তমী বিভক্তি আছে? [চ.বো. ০৫] চ ক “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” খ নতুন ধান্যে হবে নবান্ন গ পাখি ডাকে ঘ বউ কথা কও ৩২. “সমিতিতে চাঁদা দাও।”Ñ এখানে চাঁদা কোন কারক? [দি.বো. ১২; য.বো. ০১] ছ ক অপাদান কারক খ স¤প্রদান কারক গ করণ কারক ঘ কর্তৃকারক ৩৩. কোনটি স¤প্রদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? [য.বো. ১০] ঝ ক ফুলে ফুলে ঘর ভরেছে খ পাগলে কি না বলে গ তিলে তেল হয় ঘ সমিতিতে চাঁদা দাও ৩৪. জিজ্ঞাসিবে জনে জনেÑ নিম্নরেখ শব্দটি কোন অর্থে কর্মে ৭মী? [কু.বো. ১১] চ ক বীপ্সায় খ ব্যতিহারে গ অনুকারে ঘ সাধারণ অর্থে ৩৫. কোন বাক্যটিতে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ আছে? [চ.বো. ০৭] জ ক আমি স্কুলে যাচ্ছি খ তাড়াতাড়ি রিকশা ডাকো গ ছেলেরা মাঠে বল খেলে ঘ সে রাঙামাটি যাবে ৩৬. ‘আকাশ মেঘে ঢাকা’ নিম্নরেখ পদটিÑ [য.বো. ০৮] ছ ক কর্মকারক খ করণ কারক গ অপাদান কারক ঘ অধিকরণ কারক ৩৭. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? [য.বো. ০৭] ঝ ক আকাশ মেঘে আচ্ছন খ ঠাণ্ডা জলে বাষ্প হয় না গ মেয়েটির চুলে লাল ফিতা বাঁধা ঘ দুঃখ যেন করতে পারি জয় ৩৮. সম্বন্ধ পদগুলোর মধ্যে কোনটির দ্বারা ‘অধিকার সম্বন্ধ’ বোঝাচ্ছে? [য.বো. ০৮] চ ক প্রজার জমি খ পুকুরের মাছ গ অগ্নির উত্তাপ ঘ হাতির দাঁত ৩৯.
নবম-দশম শ্রেণির বাংলা ২য় কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ Read More »