বাংলা ২য়

নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাংলা ধ্বনিতত্ত্ব

প্রথম পরিচ্ছেদ : ধ্বনিতত্ত্ব ১. ভাষার মূল উপাদান কোনটি? [ঢা.বো. ০৯, দি.বো. ১০] ছ ক অক্ষর খ ধ্বনি গ বর্ণ ঘ শব্দ ২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? [য.বো. ৯৩, ব.বো. ০৮] জ ক কণ্ঠধ্বনি খ স্বরধ্বনি গ ব্যঞ্জনধ্বনি ঘ ইংরেজি ধ্বনি ৩. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? [য.বো. ১০, ০৩, সি.বো. ০৯, ০৬, ব.বো. ০৭, কু.বো. ৯৯, দি.বো. ০৯] ছ ক অক্ষর খ বর্ণ গ বর্ণমালা ঘ চিহ্ন ৪. ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? [সি.বো. ১০, ব.বো. ১২] জ ক স্বরধ্বনি খ ব্যঞ্জনধ্বনি গ ‘অ’ ধ্বনি ঘ ‘আ’ ধ্বনি ৫. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমেÑ [রা.বো. ০৬, য.বো. ৯৬, চ.বো. ২০০০] চ ক ৩২, ৮, ১০ খ ৩২, ৭, ১১ গ ৩০, ৮, ১২ ঘ ৩২, ৭, ৯ ৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? [কু.বো. ১০, দি.বো. ০৯] জ ক বত্রিশটি খ দশটি গ আটটি ঘ এগারোটি ৭. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? [ঢা.বো. ০৯, ০৪, রা.বো. ০৮, কু.বো. ০৮, য.বো. ০৪, ০১, ব.বো. ১২, ০৭, দি.বো. ১০] জ ক ৭টি খ ৮টি গ ১০টি ঘ ৯টি ৮. বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? [রা.বো. ০২, চ.বো. ০৪, ব.বো. ১১] ঝ ক এগারোটি খ ঊনচল্লিশটি গ ঊনপঞ্চাশটি ঘ পঞ্চাশটি ৯. স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন? [চ.বো. ০৭] ছ ক স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয় খ স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় গ ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে ঘ ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে ১০. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে? [য.বো. ৯৯, কু.বো. ৯৩] ছ ক ফলা খ কার গ রেখা ঘ যুক্তবর্ণ ১১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৮, রা.বো. ২০০০, সি.বো. ০১, ০৯. ব.বো. ১১] ঝ ক আ-কার খ ই-কার গ ঈ-কার ঘ কার ১২. কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? [ঢা.বো. ৯৪, কু.বো. ৯৪] ছ ক প্রসারিত আকারে খ সংক্ষিপ্ত আকারে গ অর্ধপ্রসারিত আকারে ঘ অর্ধসংক্ষিপ্ত আকারে ১৩. বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? [ঢা.বো. ০৩, রা.বো. ০৩, ০৭, দি.বো. ১২, চ.বো. ১১] চ ক অ খ আ গ ই ঘ এ ১৪. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? [ঢা.বো. ০৬, রা.বো. ০৫, ৯৩, য.বো. ৯৪, কু.বো. ০৮, ৯৪, ৯২, সি.বো. ১১, ০২, ব.বো. ১০, ০২] ছ ক কার খ ফলা গ মাত্রা ঘ কষি ১৫. বাংলা বর্ণমালায় ফলা কয়টি? [কু.বো. ০৭, ব.বো. ০৫, দি.বো. ১২] চ ক পাঁচটি খ আটটি গ দশটি ঘ এগারোটি ১৬. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? [রা.বো. ৯৩, য.বো. ৯৩] ঝ ক মুখবিবর ও জিহŸা খ কণ্ঠ, ওষ্ঠ ও জিহŸা গ দন্ত ও ওষ্ঠ ঘ মুখবিবর, জিহŸা ও ওষ্ঠ ১৭. কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল? [ঢা.বো ১২, চ.বো. ০২] চ ক ন, ল, স খ শ, ষ, ঝ গ য, র, ঢ় ঘ ম, ব, প ১৮. বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? ছ [সি.বো. ১১, ০৭, ব.বো. ০৯] ক ঙ, ঞ, ম খ ঃ, ং, ঁ গ জ, য, ৎ ঘ শ, ষ, স ১৯. ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়? [ঢা.বো. ৯৩, রা.বো. ৯৪] ছ ক দীর্ঘ হয় খ বদলে যায় গ সংক্ষেপ হয় ঘ গরমিল হয় ২০. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়Ñ [ঢা.বো. ০৭, ৯৪, ব.বো. ০১] ছ ক হ্রস্ব হয় খ দীর্ঘ হয় গ হ্রস্ব হয় না ঘ দীর্ঘ হয় না ২১. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? ছ [য.বো. ১০, কু.বো. ০১, চ.বো. ১২, ব.বো. ১১, সি.বো. ১২] ক এগারোটি খ পঁচিশটি গ চল্লিশটি ঘ পঞ্চাশটি ২২. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? চ [য.বো. ৯৪, ৯৩, কু.বো. ৯৬, ৯৪, ৯২, চ.বো. ৯৬] ক ঐ খ ঋ গ ঈ ঘ অ ২৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ কী কী? জ [ঢা.বো. ০৫, ০১, চ.বো. ০২, রা.বো. ১২] ক ই এবং উ খ অ এবং এ গ ঐ এবং ঔ ঘ আ এবং ও ২৪. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২] ঝ ক সম্মুখ ধ্বনি খ পশ্চাৎ ধ্বনি গ স্বরধ্বনি ঘ কেন্দ্রীয় স্বরধ্বনি ২৫. কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? [দি.বো. ০৯] চ ক ও খ অ গ এ ঘ উ ২৬. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়? ঝ [ঢা.বো. ২০০০, কু.বো. ১০] ক বিবৃত খ স্বাভাবিক গ অবিবৃত ঘ সংবৃত ২৭. নিচের কোন শব্দে ‘অ’ এর সংবৃত উচ্চারণ হয়েছে? জ [কু.বো. ০৫, ০৪, ব.বো. ০৫, দি.বো. ০৯] ক তৃণ খ মৌন গ অতি/করুণ/অতুল ঘ অমানিশা ২৮. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়? জ [ঢা.বো. ৯৯, রা.বো. ০৯, য.বো. ০৬, কু.বো. ৯৬, চ.বো. ২০০০] ক বিবৃত হয় খ প্রকৃত হয় গ সংবৃত হয় ঘ অপ্রকৃত হয় ২৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? [ঢা.বো. ০৫, রা.বো. ১২, য.বো. ৯৩, সি.বো. ০৯, ০৭, ব.বো. ০৬] জ ক শেষে খ মধ্যে গ আদিতে ঘ আদি-অন্তে ৩০. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? জ [রা.বো. ৯৪] ক ‘ও’ এবং ‘ই’ খ ‘এ’ এবং ‘ই’ গ ‘অ’ এবং ‘ই’ ঘ ‘ক’ এবং ‘ই’ ৩১. ক খ গ ঘ ঙ এর উচ্চারণ স্থান হলোÑ [ঢা.বো. ০৪, য.বো. ০৭] ছ ক অগ্রতালু খ জিহŸামূল গ পশ্চাৎ দন্তমূল ঘ অগ্র দন্তমূল ৩২. কোনগুলো কণ্ঠধ্বনি? চ [রা.বো. ১১, ০৬, ০৩, ৯২, য.বো. ৯৩, কু.বো. ৯৩, চ.বো. ০১, সি.বো. ০২] ক ক খ গ ঘ ঙ খ চ ছ জ ঝ ঞ গ ট ঠ ড ঢ ণ ঘ ত থ দ ধ ন ৩৩. উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ? [রা.বো. ০৫, চ.বো. ৯৬] জ ক প ফ ব ভ ম খ ক খ গ ঘ ঙ গ চ ছ জ ঝ ঞ শ য য় ঘ ট ঠ ড ঢ ণ র ড় ঢ় ৩৪. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে? [চ.বো. ০৩] জ ক ৩টি খ ৪টি গ ৫টি ঘ ৭টি ৩৫. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? চ [ঢা.বো. ০৩, রা.বো. ০৮, ০২, য.বো. ৯৩, কু.বো. ০৬, ৯৪, চ.বো. ৯৬] ক অল্পপ্রাণ ধ্বনি খ অঘোষ ধ্বনি গ মহাপ্রাণ ধ্বনি ঘ শ্বাস ধ্বনি ৩৬. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? চ [ঢা.বো. ১০, য.বো. ০৫, ৯৪, চ.বো. ০৮, ব.বো. ০২] ক ঘোষ ধ্বনি

নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাংলা ধ্বনিতত্ত্ব Read More »

নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়

দ্বিতীয় পরিচ্ছেদ : বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় ১. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? [ঢা.বো. ৯২, কু.বো. ০৭] ঝ ক উইলিয়াম কেরী খ ড. মুহম্মদ শহীদুল্লাহ গ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ মনুয়েল দ্য আসসুম্প সাঁও ২. বাংলা ব্যাকরণ (বাংলা ভাষায়) গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? [ঢা.বো. ৯৪] ঝ ক রামরাম বসু খ রামনারায়ণ তর্করতœ গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ রাজা রামমোহন রায় ৩. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী? চ [ঢা.বো. ৯৪, চ.বো. ৯৬] ক গৌড়ীয় ব্যাকরণ খ মাগধীয় ব্যাকরণ গ মাতৃভাষার ব্যাকরণ ঘ ভাষা ও ব্যাকরণ ৪. ব্যাকরণের কাজ কী? [ঢা.বো. ০৬, ৯৪, ৯৩, রা.বো. ০৭, ৯২, কু.বো. ৯৯, ব.বো. ০৩] ঝ ক ভালো বক্তা তৈরি করা খ ভালো অভিনেতা তৈরি করা গ দ্রæত লেখা শেখানো ঘ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ৫. ব্যাকরণ শব্দের সঠিক/ব্যুৎপত্তিগত অর্থ কী? [রা.বো. ০৯, কু.বো. ১২, সি.বো. ০৬] ছ ক বিশেষভাবে বিভাজন খ বিশেষভাবে বিশ্লেষণ গ বিশেষভাবে বিয়োজন ঘ বিশেষভাবে সংযোজন ৬. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? [ঢা.বো. ২০০০] ছ ক ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য খ ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য গ ভাষা শিক্ষার জন্য ঘ ভাষার বিকাশের জন্য ৭. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? [ঢা.বো. ০৪, রা.বো. ২০০০, কু.বো. ০৬, চ.বো. ১২, সি.বো. ০৭, ০১, ব.বো. ১০] জ ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি ৮. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? [সি.বো. ০৯, ব.বো. ০৬] জ ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি ৯. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী? [ঢা.বো. ০৮, ২০০০, রা.বো. ০৮, ০৩, ২০০০, য.বো. ১১, কু.বো. ২০০০] চ ক ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ খ শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি গ অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি ঘ ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য ১০. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? [ঢা.বো. ০৫, য.বো. ০৯, কু.বো. ১১, চ.বো. ১১, ০৪, সি.বো. ১১, ০৯, ব.বো. ০৫] চ ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ দশটি ১১. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [ঢা.বো. ৯৬, রা.বো. ১১, ০৭, য.বো. ১২, ১০, ০৫, কু.বো. ০৭, ৯৯, চ.বো. ১০, ০৩, সি.বো. ১২, ০৩] ছ ক রূপতত্ত¡ খ ধ্বনিতত্ত¡ গ পদক্রম ঘ বাক্য প্রকরণ ১২. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ১১, ০১, রা.বো. ১০, কু.বো. ১১, ০৭, ০৫] ছ ক রূপতত্ত¡ খ ধ্বনিতত্ত¡ গ ভাষাতত্ত¡ ঘ বাক্যতত্ত¡ ১৩. ধ্বনিতত্তে¡র আলোচ্য বিষয় কী কী? [ঢা.বো. ০৫] ঝ ক সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান খ বাক্য গঠন ও উচ্চারণ গ সন্ধি, উপসর্গ ও প্রত্যয় ঘ বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি ১৪. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? [ঢা.বো. ০৩, ব.বো. ০৭] ছ ক বাক্যতত্তে¡ খ ধ্বনিতত্তে¡ গ শব্দতত্তে¡ ঘ রূপতত্তে¡ ১৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? [ঢা.বো. ৯৬, য.বো. ০৫, সি.বো. ০৫, ব.বো. ০৭, রা.বো. ০৮] চ ক শব্দ খ বর্ণ গ ধ্বনি ঘ চিহ্ন ১৬. বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [রা.বো. ০৩, য.বো. ০৯, ০১, ২০০০, চ.বো. ০২, সি.বো. ০১, চ.বো. ০৬, ব.বো. ১২, দি.বো. ১২, ঢঅ.বো-০৮, রা.বো. ০৯] জ ক ধ্বনিতত্ত¡ খ ভাষাতত্ত¡ গ রূপতত্ত¡ ঘ বাক্যতত্ত¡ ১৭. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [য.বো. ০২, কু.বো. ১২, ০১, ২০০০, চ.বো. ০১] ছ ক অর্থতত্তে¡র খ রূপতত্তে¡র গ বাক্যতত্তে¡র ঘ ধ্বনিতত্তে¡র ১৮. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ০৯, রা.বো. ০১, দি.বো. ১১] জ ক বাক্যতত্তে¡ খ ধ্বনিতত্তে¡ গ শব্দতত্তে¡ ঘ ভাষাতত্তে¡ ১৯. ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ৯৯, য.বো. ৯৯, সি.বো. ১০] ছ ক ধ্বনিতত্ত¡ খ রূপতত্ত¡ গ বাক্যতত্ত¡ ঘ ছন্দতত্ত¡ ২০. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [ঢা.বো. ১২, ০৫] চ ক রূপতত্তে¡র খ ধ্বনিতত্তে¡র গ বাক্যতত্তে¡র ঘ অর্থতত্তে¡র ২১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়? [ঢা.বো. ০৬, ০৩, ৯৬, ৯৩, রা.বো. ৯৬, য.বো. ১১, ০৭, ০৩, ০১, ৯৬, কু.বো-১১, ০২, ৯৩, চ.বো. ১২, ১০, ০৮, সি.বো. ০৮, ০৪, ব.বো. ১১, ০৯, ০৭, ০৪, ০২, দি.বো. ১১, ০৯] জ ক আনুপাতিক খ আনুষঙ্গিক গ প্রাতিপদিক ঘ প্রত্যয়ান্তিক

নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় Read More »

নবম-দশম শ্রেণির বাংলা ২য় ভাষা

প্রথম পরিচ্ছেদ : ভাষা ১. ভাষার মূল উপাদান কী? [য.বো.১৩] ঝ ক পদ খ বাক্য গ শব্দ ঘ ধ্বনি ২. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছেÑ [কু.বো-১১, সি.বো-০৮, ০৪] জ ক দুই হাজার খ পাঁচ হাজারের ওপর গ সাড়ে তিন হাজারের ওপর ঘ সাড়ে সাত হাজারের ওপর ৩. ‘গুজরাটি’ শব্দের উদাহরণ কোনটি? [দি.বো-০৯, য.বো-০৬, ব.বো-১১] চ ক হরতাল খ লুঙ্গি গ রিক্সা ঘ চাকু ৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? [ঢা.বো-০৪, ০৯, রা.বো-০৫, য.বো-০৫, ০৬] জ ক কথ্য খ লেখ্য গ সাধু ঘ চলিত ৫. নিচের কোনটি মুণ্ডারী ভাষার শব্দ? [রা.বো-১৩] জ ক চাকু খ চিনি গ চুলা ঘ চাকর ৬. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? [কু.বো-০৯, রা.বো-০৭, ১১] ছ ক বিশেষ্য ও বিশেষণ খ ক্রিয়া ও সর্বনামে গ বিশেষ্য ও ক্রিয়ায় ঘ বিশেষণ ও ক্রিয়ায় ৭. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্যে কোন ভাষা উপযোগী? [ঢা.বো-০৩, ০৮, ১২, রা.বো-০৬] চ ক চলিত খ সাধু গ মিশ্র ঘ উপজাতীয় ৮. কোনটি মিশ্র শব্দ? [য.বো-০৯, ঢা.বো-০৪, ০৬, ০৮, ১২, ব.বো-০৩, চ.বো-০২] চ ক হাট-বাজার খ চা-চিনি গ নামাজ-রোজা ঘ কেতাব-কলম ৯. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণির? [দি.বো-১১, রা.বো-০৪, কু.বো-০৬] ঝ ক তৎসম খ দেশি গ বিদেশি ঘ মিশ্র ১০. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে? [কু. বো-০৭, সি.বো-০৫, ব.বো-০৭,দি.বো-০৯] জ ক প্যারীচাঁদ মিত্র খ গিরীশচন্দ্র সেন গ প্রমথ চৌধুরী ঘ রবীন্দ্রনাথ ঠাকুর ১১. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? [দি.বো-০৯, ব.বো-১০, কু.বো-০৭, ১০, রা.বো-০৯] ঝ ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ রবীন্দ্রনাথ ঠাকুর গ প্যারীচাঁদ মিত্র ঘ প্রমথ চৌধুরী ১২. বাংলা ভাষার মূল উৎস কী? [ঢা.বো-০৬, কু.বো-০৭] ছ ক হিন্দি ভাষা খ বৈদিক ভাষা গ কানাড়ি ভাষা ঘ অনার্য ভাষা ১৩. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? [ঢা.বো-৯৩, কু.বো-০৭, সি.বো-০৩] ঝ ক পালি খ হিন্দি গ উড়িয়া ঘ বঙ্গকামরূপী ১৪. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? [ঢা.বো-৯৬, য.বো-১২, ০৭] চ ক ভাষা খ চিত্র গ ইঙ্গিত ঘ আচরণ ১৫. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? [কু.বো-১০, ব.বো-০৬] ছ ক আসাম খ পশ্চিমবঙ্গ গ গুজরাট ঘ উত্তর প্রদেশ ১৬. ভাষা কী? [ঢা.বো-০৫, রা.বো-১২] জ ক উচ্চারণের প্রতীক খ কণ্ঠের উচ্চারণ গ ভাব প্রকাশের মাধ্যম ঘ ধ্বনির সমষ্টি ১৭. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? [ঢা.বো-০৮, ০৪, ৯২, কু.বো-২০০০, সি.বো-০৯, সকল বো.-৯৮] ছ ক মহাভারত খ চর্যাপদ গ রামায়ণ ঘ জঙ্গনামা ১৮. মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে? [রা.বো-০২, য.বো-০৪, কু.বো-০৫, ০৩, চ.বো-১১, সি.বো-০৯, ০৭, ব.বো-১২, ০৫] ঝ ক ধ্বনি খ শব্দ গ বাক্য ঘ ভাষা ১৯. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? [ঢা.বো-১০, চ.বো-০৯, দি.বো-১২, কু.বো-১১] ঝ ক দেশ ও কালভেদে খ দেশ, কাল ও ব্যক্তিভেদে গ কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে ঘ দেশ, কাল ও পরিবেশভেদে ২০. ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? [রা.বো-১০, য.বো-১০, সি.বো-১২, ০৫, ব.বো-১১, ০৪] চ ক চতুর্থ খ পঞ্চম গ ষষ্ঠ ঘ সপ্তম ২১. বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? [য.বো-১১] জ ক পঁচিশ খ সতেরো গ ত্রিশ ঘ বাইশ ২২. বাংলা ভাষার রীতি কয়টি? [য.বো-০৩] চ ক দুইটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি ২৩. পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ করা যায়? [চ.বো-১০] ছ ক ১টি খ ২টি গ ৩টি ঘ ৪টি ২৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? [ঢা.বো-০৬, চ.বো-০২, ব.বো-০৯] জ ক চলিত রীতি খ কথ্য রীতি গ সাধুরীতি ঘ আঞ্চলিক রীতি ২৫. কথা-বার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? [ঢা.বো-০৮, ০৩, রা.বো-০৬, য.বো-২০০০] চ ক চলিত খ সাধু গ মিশ্র ঘ উপজাতীয় ২৬. মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়Ñ [ঢ.বো-০৭, চ.বো-০২] ছ ক কাব্যসাহিত্যে খ দলিল-দস্তাবেজে গ পুঁথিসাহিত্যে ঘ চিঠিপত্রে ২৭. ‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে? [ঢা.বো-০৩] চ ক সাধু ও চলিত রীতির মিশ্রণকে খ চলিত ও আঞ্চলিক রীতির মিশ্রণকে গ সাধু ও আঞ্চলিক রীতির মিশ্রণকে ঘ চলিত ও উপভাষার মিশ্রণকে ২৮. সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা যায়? [রা.বো-১১, ০৭, ০৪, য.বো-২০০০, চ.বো-০৫, ঢা.বো-১০, কু.বো-০৯] ছ ক বিশেষ্য ও বিশেষণ খ ক্রিয়া ও সর্বনাম গ বিশেষ্য ও ক্রিয়া ঘ বিশেষণ ও ক্রিয়া ২৯. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? [রা.বো-০৯,ব.বো-১০] জ ক রবীন্দ্রনাথ ঠাকুর খ কাজী নজরুল ইসলাম গ প্রমথ চৌধুরী ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৩০. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি? [ঢা.বো-০৩, রা.বো-১০, য.বো-০২] চ ক গুরুগম্ভীর খ গুরুচণ্ডালী গ অবোধ্য ঘ দুর্বোধ্য ৩১. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? [ঢা.বো-০২,চ.বো-০৪] জ ক গুরুগম্ভীর খ কৃত্রিম গ পরিবর্তনশীল ঘ তৎসম শব্দবহুল ৩২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে? [কু.বো-২০০০] ছ ক চলিত খ সাধু গ আঞ্চলিক ঘ প্রাকৃত ৩৩. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? [ঢা.বো-০৯, ০৪, রা.বো-০৫, য.বো-০৫,০৬,ব.বো-১২] জ ক কথ্য রীতি খ লেখ্য রীতি গ সাধুরীতি ঘ চলিত রীতি ৩৪. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? [ঢা.বো-০১,য.বো-১২] জ ক আভিজাত্যপূর্ণ খ পদবিন্যাস সুনির্দিষ্ট গ কৃত্রিমতাবর্জিত ঘ কাঠামো অপরিবর্তনীয় ৩৫. আঞ্চলিক ভাষার অপর নাম কী? [ঢা.বো-০৩,কু.বো-১০,ব.বো-১০] ছ ক কথ্য ভাষা খ উপভাষা গ সাধুভাষা ঘ চলিত ভাষা ৩৬. উপভাষার আরেক নাম কী? [ব.বো-০৮] জ ক দেশীয় ভাষা খ মূলভাষা গ আঞ্চলিক ভাষা ঘ বাংলা ভাষা ৩৭. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ? [সি.বো-০৯, ব.বো-০৫] চ ক তুলা, সহিত খ জুতো, মাথা গ পড়িল, দেখে ঘ বুনো, তুলো ৩৮. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? [ঢা.বো-০৭, য.বো-০১] জ ক প্রাচীন যুগে খ মধ্যযুগে গ ইংরেজ আগমনের পরে ঘ স্বাধীনতাযুদ্ধের পরে ৩৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? [ঢা.বো-০৯, য.বো-১০, ০৩, কু.বো-০৯, চ.বো-২০০০, সি.বো-১২, ব.বো-০৭, দি.বো-০৯] জ ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি ৪০. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? [ঢা.বো-১০, সি.বো-০৩] ছ ক প্রাচীন যুগের খ মধ্যযুগের গ অন্ধকার যুগের ঘ আধুনিক যুগের ৪১. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী? [য.বো-১১, চ.বো-০৮] চ ক তৎসম শব্দ খ তদ্ভব শব্দ গ দেশি শব্দ ঘ বিদেশি শব্দ ৪২. নিচের কোনটি তৎসম শব্দ? [রা.বো-২০০০, ৯৬, ব.বো-০৭] চ ক চন্দ্র/ধর্ম খ গিন্নী গ ডিঙ্গা ঘ ঈমান ৪৩. তৎসম শব্দ কোনটি?[রা.বো-৯৪, য.বো-৯২, কু. বো-৯৯, ৯৩, ব.বো-০৭] জ ক চা খ চেয়ার গ ধর্ম ঘ কান ৪৪. ‘চন্দ্র’ কোন শব্দের উদাহরণ? [য.বো-০৬] চ ক তৎসম খ তদ্ভব গ দেশি ঘ বিদেশি ৪৫. তৎসম শব্দ কোনটি? [সকল বো-৯৮, কু.বো-২০০০, চ.বো-০৬] ছ ক বৈষ্ণব/চাঁদ খ নক্ষত্র/চন্দ্র গ ঈমান ঘ চামার ৪৬. কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? [য.বো-২০০০, কু.বো-৯৯] জ ক কর্ম খ গিন্নী গ হাত/কান্না ঘ ইস্কুল ৪৭. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?

নবম-দশম শ্রেণির বাংলা ২য় ভাষা Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় ভাষা ও বাংলা ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর

ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় ভাষা ও বাংলা ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর ১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে? জ ক পাখির খ পশুর গ মানুষের ঘ সবার ২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম কোন দিক থেকে? র. স্নায়ুতন্ত্র রর. মস্তিষ্ক ররর. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গ রর ঘ র, রর ও ররর ৩. ভাষার মাধ্যমে আমরা কোন ধরনের অনুভূতি প্রকাশ করি? র. হিংসা-বিদ্বেষ রর. ভালোলাগা-ভালোবাসা ররর. ঘৃণা, ক্ষোভ নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গ র ও রর ঘ র, রর ও ররর ৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়? ছ ক মাধ্যম খ হাতিয়ার গঅঙ্গ ঘবাহক ৫. ভাষা কত প্রকার? ছ ক ১ খ ২ গ ৩ ঘ ৪ ৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে? চ ক মৌখিক ভাষা খ লিখিত ভাষা গ ইশারা ভাষা ঘ সবকটি ৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে? জ ক লিখিত ভাষার খ ইশারা ভাষার গ মৌখিক ভাষার ঘ সব কটি ৮. ভাষার লিখন ব্যবস্থা কেমন? র. বর্ণভিত্তিক রর. অক্ষরভিত্তিক ররর. ভাবাত্মক নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গ র ও রর ঘ র, রর ও ররর ৯. কোন ভাষার বর্ণ রয়েছে? র. ইংরেজি রর. বাংলা ররর. তামিল নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গ র ও রর ঘ র, রর ও ররর ১০. অক্ষর কী? ঝ ক বর্ণ খ ধ্বনি গ বাক্য ঘ কথার টুকরো অংশ ১১. উচ্চারণের একক কী? জ ক বর্ণ খ ধ্বনি গ অক্ষর ঘ শব্দ ১২. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখনরীতি বলে? ছ ক বর্ণভিত্তিক খ অক্ষরভিত্তিক গ ভাবাত্মক ঘ ভাষাভিত্তিক ১৩. ভাষার প্রধান উপাদান কয়টি? ঝ ক ১ খ ২ গ ৩ ঘ ৪ ১৪. কোনটি ভাষার উপাদান নয়? জ ক বাগধ্বনি খ বাগর্থ গ আওয়াজ ঘ বাক্য ১৫. পশু-পাখির ডাককে কী বলে? জ ক ধ্বনি খ ভাষা গ আওয়াজ ঘ সংকেত ১৬. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? ছ ক আওয়াজ খ শব্দ গ ধ্বনি ঘ ভাষা ১৭. বাক্য বলতে কী বোঝায়? র. কথা রর. বাচন ররর. অর্থবোধক শব্দ নিচের কোনটি সঠিক? জ ক র খরর গর ও রর ঘ র, রর ও ররর ১৮. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? জ ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ ১৯. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে? র. বক্তা রর. শ্রোতা ররর. দর্শক নিচের কোনটি সঠিক? জ ক র খ রর গর ও রর ঘ র, রর ও ররর ২০. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে? ঝ ক ধ্বনি খ শব্দ গ বাক্য ঘ বাগর্থ ২১. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানাধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে? চ ক অঙ্গভঙ্গির ভাষা খ ভাব বিনিময়ের ভাষা গ চোখের ভাষা ঘ বর্ণনার ভাষা ২২. সংকেত ভাষা কীভাবে প্রকাশ করা হয়? র. আঙুল মুখে ছুঁয়ে রর. হাত মাথায় উঠিয়ে ররর. বুকে হাত দিয়ে নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গর ও রর ঘ র, রর ও ররর ২৩. সংকেত ভাষার অপর নাম কী? জ ক চোখের ভাষা খ ভাব বিনিময়ের ভাষা গ ইশারা ভাষা ঘ বর্ণনার ভাষা ২৪. মাতৃভাষা কী? র. মায়ের কাছ থেকে শেখা ভাষা রর. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা ররর. জন্মের পর থেকে যার সেবা ও যতেœ শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গ র ও রর ঘ র, রর ও ররর ২৫. শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কী বলে? র. প্রথম ভাষা রর. মাতৃভাষা ররর. বিদেশি ভাষা নিচের কোনটি সঠিক? জ ক র খ রর গর ও রর ঘ র, রর ও ররর ২৬. ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যেকে কী বলা হয়? র. উপভাষা রর. প্রমিত ভাষা ররর. কথ্যভাষা নিচের কোনটি সঠিক? চ ক র খ রর গর ও রর ঘ র, রর ও ররর ২৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে? ছ ক কথ্যভাষা খ উপভাষা গ প্রমিত ভাষা ঘ ব্যক্তি ভাষা ২৮. উপভাষার আরেক নাম কী? চ ক আঞ্চলিক ভাষা খ কথ্যভাষা গ ব্যক্তিভাষা ঘ প্রমিত ভাষা ২৯. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে? ঝ ক ব্যক্তিভাষা খ কথাভাষা গ উপভাষা ঘ প্রমিত ভাষা ৩০. প্রমিত ভাষার অপর নাম কী? জ ক ব্যক্তিভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ কথ্যভাষা ৩১. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে? ঝ ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ কথ্যভাষা ৩২. ব্যক্তির নিজস্ব পরচিয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে? ছ ক প্রমিত ভাষা খ ব্যক্তিভাষা গ উপভাষা ঘ কথ্যভাষা ৩৩. সমাজের ভাষা কত প্রকার? ছ ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ কথ্যভাষা ৩৪. সামাজিক ভাষা কত প্রকার? চ ক ২ প্রকার খ ৩ প্রকার গ ৪ প্রকার ঘ ৫ প্রকার ৩৫. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? চ ক উচ্চ শ্রেণির ভাষা খ উচ্চ ভাষা গ অভিজাত ভাষা ঘ সম্ভ্রান্ত শ্রেণির ভাষা ৩৬. সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা-দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়- তাদের ভাষাকে কী ভাষা বলে? ছ ক নিম্নভাষা খ নিম্নশ্রেণির ভাষা গ অশিষ্টজনের ভাষা ঘ সাধারণের ভাষা ৩৭. সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে? ঝ ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ পেশাগত ভাষা ৩৮. মাতৃভাষা ছাড়া যেকোনো ভাষাকে কী ভাষা বলে? র. দ্বিতীয় ভাষা রর. তৃতীয় ভাষা ররর. বিদেশী ভাষা নিচের কোনটি সঠিক? ঝ ক র খ রর গর ও রর ঘ র, রর ও ররর ৩৯. বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে? ছ ক লেখার ভাষা খ সাধুভাষা গ চলিত ভাষা ঘ প্রমিত ভাষা [ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ] ৪০. ভাষার লিখনব্যবস্থা প্রধানত কত প্রকার? ছ ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার ৪১. তামিল ভাষার লিখনব্যবস্থা কী ভিত্তিক? ছ ক অক্ষরভিত্তিক খ বর্ণভিত্তিক গ ভাষাত্মক ঘ শব্দভিত্তিক ৪২. মূক বা বধিরদের জন্য কোন ভাষা? চ ক সংকেত ভাষা খ নাচের ভাষা গ

ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় ভাষা ও বাংলা ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর Read More »

Scroll to Top