৬ষ্ঠ শ্রেণি

১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের আয়োজন ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১। বাংলা ১৭ সপ্তাহের ষষ্ঠ শ্রেণির এই অ্যাসাইনমেন্টটি তোমাদের কাজে আসবে বলে আশা করি। আজকের বাংলা এসাইনমেন্টটি তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে। তোমরা যারা পিডিএফ আকারে উত্তর চাওনা তারা কমেন্ট করে জানাবে দয়া করে। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর ১৭ সপ্তাহ চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১ ৬ষ্ঠ শ্রেণির ১৭ সপ্তাহের বাংলা অ্যসাইনমেন্ট উত্তর এসাইনমেন্ট শুরু অ্যাসাইনমেন্টটির পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। Download File Click to Download   এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট গনিত ১৮ সপ্তাহ সমাধান ২০২১ ১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১  ১৭ সপ্তাহের ৯ম শ্রেণির ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ষষঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১ আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391

১৭ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ Read More »

১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তোমরা অধির আগ্রহ নিয়ে বসে আছো ১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ এর জন্য। আজ তোমাদের জন্য আমরা প্রকাশ করছি পঞ্চদশম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি। ৬ষ্ঠ শ্রেণির ১৫ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট অনেক মজার একটি বিষয়। তাই তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট খুব সহজে কিভাকে করা যায় সেটাই আমরা চেষ্টা করবো। তোমরা নিশ্চয় জানো তোমাদের গত বিজ্ঞান এসাইনমেন্টটি আমরা খুব সুন্দর করে তোমাদের করে দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বিজ্ঞান এসাইনমেন্টের নমুনা উত্তরটি নির্ভূল করার জন্য আমরা চেষ্টা করবো। তোমরা হয়তো অনলাইনে অনেক বিজ্ঞান উত্তর পাবে কিন্তু তা হয়তো সঠিক নাও হতে পারে।  ১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন বিষয়ঃ বিজ্ঞান অধ্যায়ঃ ৫ম, সালোকসংশ্লেষণ অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৪ আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর নির্ধারিত কাজঃ  অর্ক ছোট একটা টবে পেয়াজ লাগিয়ে জানালার পাশে রোদের আলোতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালো যে, এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটছে যার মাধ্যমে পরিবেশে অক্সিজেন ছড়াচ্ছে। এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে। এই বিশেষ প্রক্রিয়াটির নাম কী? কেন এটি শুধু সবুজ উদ্ভিদেই ঘটে? সামগ্রিক প্রক্রিয়াটি দেখাও এবং অক্সিজেন বের হওয়ার, পরীক্ষণটি করার জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধা ব্যাখ্যা কর। এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণিকুলের জন্য হুমকিস্বরুপ হবে কিনা- যৌক্তিকতা নিরুপন কর। অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়াটির নাম উল্লেখ করবে এবং যৌক্তিককারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা করবে। সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে এবং পরীক্ষণে হাইডরিলা উদ্ভিদ ব্যবহার করা হওয়ার কারণ ব্যাখ্যা করবে। যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত লিখবে। ১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসাইনমেন্ট শুরু ১নং প্রশ্নের উত্তর বিশেষ প্রক্রিয়াটির নাম হলো সালোকসংশ্লেষণ। যে সবল উদ্ভিদ সবুজ সে সকল উদ্ভিদে ক্লোরোফিল নামক এক ধরনের পদার্থ থাকে। আর এই ক্লোরোফিল সূর্যের আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। গ্লুকোজ উদ্ভিদের বৃদ্ধিতে কাজে লাগে এবং উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ বাতাসে ছড়িয়ে দেয়। উদ্ভিদ সবুজ না হলে সেখানে ক্লোরেফিল থাকে না তাই তারা গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করতে পারে না। ২নং প্রশ্নের উত্তর হাইড্রা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার সম্পূর্ণ পক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। পরীক্ষার উপকরণঃ একটি কাচের বিকার, 1018 উদ্ভিদ, একটি ফানেল, একটি টেস্টটিউব, পানি, শিখাহীন জুলন্ত কাঠি। কার্যপদ্ধতিঃ Hydrilla নামক জলজ উদ্ভিদকে বিকারে রেখে একটি ফানেল দিয়ে ঢেকে দতে হবে। Hydrilla উদ্ভিদকে এমনভাবে স্ত্রাপন করতে হবে যেন এর কাটা কান্ড ফানেলের নলের দিকে থাকে। এবার বিকারে এমনভাবে পানি ঢালতে হবে, যাতে ফানেলের সরু নলটি পানিতে ডুবে থাকে। এখন একটি টেস্টটিউব সম্পূর্ণ পানি ভর্তি করে ফানেলের নলের ওপর উপুড় করে রাখতে হবে। এ অবস্থায় পরীক্ষার সেটটিকে সূর্যালোকে রাখতে হবে। পর্যবেক্ষণঃ কিছুক্ষণ পরে দেখা যাবে, Hydrilla  উদ্ভিদ থেকে বুদবুদ আকার গাস বের হচ্ছে এবং ট্টটিউবে জম” হচ্ছে। কিছু গ্যাস জমা হলে টেষ্টটিউবটি সাবধানে উিয়ে আনতে হবে এবং একটি শিখাহীন জলন্ত কাঠি টেক্টটিউবটি সোজা কার তার মাথায় ধরতে হবে। দেখা যাবে, কাঠিটি দপ করে জলে উঠেছে। সিদ্ধান্তঃ যেহেতু গ্যাসটি শিখাহীন কাঠিটিকে জুলতে সাহায্য করেছে, সৈহেতু গ্যাসটি অক্সিজেন। কারণ, অক্সিজেন নিজে জুলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। Hydrilla উদ্ভিদের সালোকসংশ্লেষণের ফলেই এই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করার সুবিধাঃ হাইড্রিলা হলো মূলাবদ্ধ নিমজ্জিত জলজউডিদ। Hydrilla প্রথিবীর অনন্য একটি উদ্ভিদ। এটি মূলের মাধ্যমে মাটির সাথে আবদ্ধ থাকে। এবং পানির মধ্যে নিমজ্জিত থাকে। পানির মধ্যে নিমজ্জিত থেকেই Hydrilla সালোকসংশ্লেষনের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করতে পারে। এবং সেই অক্সিজেন বুদবুদ আকারে পানির উপরের উঠে আসে যা স্পষ্ট দেখা যায়। Hydrilla উদ্ভিদ ব্যবহারের সুবিধাটা এখানেই।  ৩নং প্রশ্নের উত্তর নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার গুরতু লেখা হলোঃ সালোকসংশ্েষণ হলো উভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। জীবজগতে সালোকসংশ্রেষাণের গুরুত্ব অপরিসীম। নিন সপক্ষেপে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো: ১। সকলশক্তির উৎস সূর্য। উ্ভিদ সালোকসংশ্রেষণ প্রক্রিয়ায় সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে।৩। পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণির খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণ পরক্রিযায়।২। খাদ্যশৃংখলের মাধামে উক্ত শক্তি সকলজীবে সঞ্চারিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় 00১ ও 0? অনুপাত ঠিক রাখতে সালোকসংশ্নষণ বিশেষ ভূমিকা পালন করে।৫| উডভিদ ও প্রাণির স্বাভাবিক বৃদ্ধির জন্য বায়ুতে এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক রাখতে উক্ত প্রক্রিয়া সাহয্য করে।৬। শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেটা পরিমাণ বেশি হয়ে গেলে তা পরিবেশের জন্য হুমকি হতো তাই এই গ্যাসের অনুপাত ঠিক রাখতে সালোকসংশ্লেষন ভুমিকা রাখে।৭। কয়লা, পেট্রোল, গ্যাস ইত্যাদি পরোক্ষভাবে সালোকসংশ্লেষণের উপর নির্ভর করে। উপরের আলোচনা থেকে বোঝা যাচ্ছে এই প্রক্রিয়াটি না ঘটলে প্রাণিকুলের জন্য হুমকিস্বরুপ হবে।  এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ১৯ সপ্তাহ উত্তর ১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখি শিক্ষা এসাইনমেন্ট উত্তর উপরের উত্তরটিতে যদি ছোট ছোট কিছু বানান ভূল থাকে তাহলে তোমরা সেগুলো ঠিক করে নিও। এসাইনমেন্টটি খুব দ্রুত লেখার কারনে বানান ভূলগুলো হতে পারে। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ১৫ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণি আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 সতর্কতাঃ তোমরা উপরের উত্তরটি নমুনা হিসেবে গ্রহণ করবে। এবং কিছুটা পরিবর্তন করে লিখবে। তা না হলে তোমাদের অ্যসাইনমেন্ট খাতা বাতিল হতে পারে।

১৫ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ Read More »

১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উওর ২০২১

প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উওর ২০২১ খুজছো? তাহলে তোমাদের জন্য শুখবর। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর গণিত ত্রয়োদশ সপ্তাহ। ১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উওর ২০২১ শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ১৩তম সপ্তাহের ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা লিখেছো। তাই তোমাদের ত্রয়োদশ সপ্তাহে আর একটি এসাইনমেন্ট লেখা বাকি আছে আর সেটি হল ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট ২০২১ ১৩ তম সপ্তাহ। তোমরা জানো গণিত অ্যাসাইনমেন্ট গুলি খুব সহজ হয়। এবং অল্প সময়ে অল্প পরিশ্রমে তোমাদের হয়ে যায়। এমনটি খাতার পৃষ্ঠাও কম লাগে।  ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর গণিত 3 লেখার শুরু করার আগে তোমরা প্রশ্নগুলো পড়ে নাও। এবং খুব ভালোবাবে মনোযোগের সাথে প্রশ্নগুলি পড়বে এবং তারপর নমুনা উত্তরটি দেখে নিজে নিজে অ্যাসাইনমেন্টের উত্তরটি লিখবে। ১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন বিষয়ঃ গণিত শ্রেণিঃ ষষ্ঠ অধ্যায়ঃ অনুপাত ও শতকরা (অধ্যায় ২) বিষয়বস্তুঃ  ২.১ অনুপাত ২.২ বিভিন্ন অনুপাত ২.৩ অনুপাত ও শতকরার সম্পর্ক  ২.৪ ঐকিক নিয়ম নির্ধারিত কাজঃ  ৩। কমলার বর্তমান দাম ৫ ১/৭ % বেড়ে যাওয়ার ৫৫২ টাকায় পূর্বাপেক্ষা ৮টি কমলা কম পাওয়া যায়। (ক) 8% কে ভগ্নাংশে এবং ১৫% কে অনুপাতে প্রকাশ কর । (খ) প্রতি ডজন কমলার বর্তমান দাম কত তা নির্ণয় কর। (গ) প্রতি ডজন কমলা কত দামে বিক্রয় করলে ২৫২% লাভ হতো তা নির্ণয় কর। নির্দেশনাঃ অনুপাত ও শতকরার স্পষ্ট ধারণায় সমস্যাটি সমাধান করবে। ১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন উপরের প্রশ্নগুলো নিশ্চয় তোমরা পড়েছো। যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারছো তোমাদের কি করতে হবে। তবে তোমরা যদি এই ২য় অধ্যায়ের সমস্যাগুলি আগে সমাধান করে থাকো অথবা তোমাদের অনুপাত ও শতকরা সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তোমাদের এই ষষ্ঠ শ্রেণির গণিত প্রশ্ন উত্তর 2021 করতে তোমাদের অনেক সহজ হবে। আমরা তোমাদের একটি মানসম্মত নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা উত্তরটি দেখে নিজে করবে। ১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ এসাইনমেন্ট শুরু এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ (৬ষ্ঠ) ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর ইংরেজি ১৬ সপ্তাহ ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি ষষ্ঠ শ্রেণির গণিত এসাইনমেন্টটি লিখেছো। নিশ্চয় লিখেছো। তোমরা ১৪ সপ্তাহের ইসলাম ধর্ম, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান উত্তর আমাদের সাইটে পেয়ে যাবে। তাই তোমরা আমাদের সাইটের সাথে থেক। আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 সতর্কতাঃ  সবার উদ্দেশ্যে বলতে চাই আজকের ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত সমাধান কেবল মাত্র একটি নমুনা উত্তর। তাই তোমরা হুবুহু কপি না করে এটা থেকে ধারণা নিয়ে নিজে লেখার চেষ্টা কর। হুবুহু লিখলে খাতা বাতিল হওয়ার সম্ভবনা থেকে যায়। তাই তোমরা নিজে বানিয়ে বানিয়ে লিখবে।

১৩তম সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট উওর ২০২১ Read More »

(ত্রয়োদশ) ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান

প্রিয় শিক্ষার্থী তোমাদের জানায় স্বাগতম। তোমরা নিশ্চয় তোমাদের ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান নিয়ে চিন্তিত আছো। তোমাদের সেই চিন্তার অবসান করতে আমাদের প্রচেষ্টা। সেজন্য তোমাদের জন্য নিয়ে হাজির হলাম ত্রয়োদশ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর নিয়ে। Table Of Contents সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন তোমাদের ১৩ সপ্তাহের জন্য দুটি এসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। একট হলো বাংলা ও অন্যটি গণিত।েএই দুটি বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে স্যারেরা তোমাদের অ্যাসাইনমেন্ট খাতা মূল্যায়ন করবে তাদের এই বিষয় দুটির উপর আলাদা নগর থাকবে। তোমরা কে কেমন ভালো করছো তার উপর ভিত্তি করে পরবর্তি শ্রেণির রোল নির্ধারণ করা হতে পারো। তাই তোমাদের কাছে সাজেশন থাকবে এই বিষয় দুটি ভালো করে লিখা। ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান কেরোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখা অনেকটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই তোমাদের সেই ঘাটতি পড়ালেখা পুশিয়ে নিতে এই এসাইনমেন্টের ব্যবস্থা। আর তোমাদের হয়তো জানার কথা তেমাদের এসাইনমেন্ট খাতা মুল্যায়নের জন্য তোমাদের বিদ্যালয়ের স্যারদের ভালো করে তাগিদ দেওয়া হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে যে তোমরা যেন কোনো  রকম কপি করে না লেখ। লিখতে খাতা বাতিল করার কথাও বলা হয়েছে। তাই তোমাদের কাছে বলা হচ্ছে এই ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা উওর তোমরা কেবল একটি নমুনা উত্তর হিসেবে গ্রহণ করবে। এবং কিছুটা তোমরা নিজের মত করে লিখবে। তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা ২০২১ সঠিক বলে গণ্য হবে। ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৩তম সপ্তাহের বাংলা উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নগুলো পড়ে দেখবা। তাহলে তোমাদের উত্তর সম্পর্কে একটি ধারণা জন্মাবে এবং এই নমুনা উত্তর ফলো করলে তোমরা নিজেরাই সঠিকভাবে উত্তর লিখতে পারবে।  চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ত্রয়োদশ সপ্তাহের ৬ ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট বাংলা ২০২১ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা ১৩ সপ্তাহ প্রশ্ন শ্রেণিঃ ষষ্ঠ বিষয়ঃ বাংলা অ্যাসাইনমেন্ট ক্রমঃ ৬ষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট ৪ নির্ধরিত কাজঃ মানুষের জন্য কল্যানকর এমন দশটি কাজের তালিকা লিপিবদ্ধ কর। নির্দেশনাঃ তোমার পাঠ্যবইয়ের সুখ কবিতা ও তার মূলভাব, বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়তে হবে। ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা ১৩ সপ্তাহ প্রশ্ন উপরের প্রশ্নগুলো পড়ে তোমাদের কি মনে হচ্ছে, প্রশ্ন খুব সহজ? হ্যা, প্রশ্ন আসলেই খুব সহজ। তোমরা নিচের নমুনা উত্তরটি একবার দেখলে নিজেই উত্তর লিখতে পারবে। তাহলে আর কপি কেন। নিজেই উত্তর লেখার চেষ্টা কর। ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা উওর এসাইনমেন্ট শুরু মানুষ মানুষের জন্য। আমরা একটি কথা অনেক আগে থেকেই শুনে আসছি যে ”পুষ্প আপনার জন্য ফোটেনা, পরের জন্য নিজের জীবনকে প্রস্ফুটিত কর”। আসলে জগতে আমরা একে অন্যের জন্য। পরের কল্যানে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ। তাই আমাদের সকলের উচিত অন্যের কল্যানে কাজ করা অর্থাৎ মানুষের উপকার হবে এমন কাজে নিজেকে নিয়োজিত রাখা। আমরা অনেক ভাবে মানুষের কল্যান করতে পারি। নিচে মানুষের জন্য কল্যানকর এরকম দশটি কাজের একটি তালিকা দেওয়া হলো। ১। কোনো মানুষ অসুস্থ হলে তাকে সেবা করা এবং তাকে চিকিৎসের কাছে তথা হাসপাতালে নিয়ে যাওয়া। অথবা রাস্তা ঘাটে কেউ হঠাৎ করে অসুস্থ হলে অথবা দুর্ঘটনায় পতিত হলে তৎক্ষনাৎ সাহায্য করা।  ২। আশেপাশে কোনো অসহায় ব্যক্তি বা পরিবার থাকলে তাদের সাহায্য করা। নিজে সাহায্য করতে না পারলে কয়েকজন মিলে তার জন্য সাহায্য চাওয়া। ৩। কোনো দরিদ্র পরিবারের শিশু পড়ালেখা করার জন্য বই খাতা না পেলে তার জন্য বই খাতা জোগাড় করে দেওয়া। এবং আর্থিকভাবে সাহায্য করা। ৩। রাস্তা নষ্ট হয়ে গেলে সেই রাস্তা সকলে মিলে মেরামত করা। সম্ভব না হলে গ্রাম প্রধানকে জানানো এবং ব্যবস্থা করা। ৪। সকলকে বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার শিক্ষা প্রদান করা। সেই সাথে নিজেও এমনটি করা। ৫। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতে সরকারকে সাহায্য করা এবং ব্যক্তি পর্যায়ে সতর্কতা বৃদ্ধি করা। ৬। বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ করা। অর্থাৎ বিনা পারিশ্রমিকে অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া।  ৭। বিদ্যালয়, রাস্তাঘাট, পুকুর, খালবিল, নদীর পরিষ্কার পরিচ্ছতায় নিজেকে আত্মনিয়োগ করা।  ৮। কোথাও কোনো কিছু পড়ে পেলে সেই অর্থ বা জিনিস তার কাছে পৌছে দেওয়ার ব্যবস্থা করা।  ৯। বৃদ্ধদের হাটতে সমস্যা হলে তার হাত ঘরে তাকে রাস্তা চিনিয়ে দেওয়া অথবা পার করে দেওয়া। ১০। মানুষের উপকারের জন্য রাস্তার ধারে গাছ লাগানো। যেন মানুষ ছায়া পায় এবং তার ক্লান্তি দুর করতে পারে। সেই সাথে গাছের ফল খেয়ে পাখি তার ক্ষুধা নিবারণ করতে পারে। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির গণিত এসাইনমেন্ট উত্তর উপরের ষষ্ঠ ত্রয়োদশ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান কি তোমাদের ভালে লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভূল ত্রটি দেখতে পাও তাও তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে। আমরা তোমাদের ১৪ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির ইসলাম ধর্ম শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা এসাইনমেন্ট নমুনা উত্তর লিখে দিবো।  আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391 সবার উদ্দেশ্যে বলতে চাই আজকের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান কেবল মাত্র একটি নমুনা উত্তর। তাই তোমরা হুবুহু কপি না করে এটা থেকে ধারণা নিয়ে নিজে লেখার চেষ্টা কর।

(ত্রয়োদশ) ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান Read More »

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট দ্বাদশ সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা সমাধান

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের  জন্য নিয়ে এলাম ১২ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান। তোমরা নিশ্চয় এই কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি এসাইনমেন্ট ১২ সপ্তাহ খুজছিলে। আজকের পোস্টে তোমাদের সেই কাঙ্খিত এসাইনমেন্টটি আমরা তেমাদের সরবরাহ করবো। Contents [hide] কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি এসাইনমেন্ট উত্তরটি তোমরা শুধুমাত্র একটি নমুনা উত্তর হিসেবে গ্রহণ করবে। হুবুহু লিখলে কিন্তু তোমাদের শিক্ষকরা তোমাদের যথাযথ মূল্যায়ন নাও করতে পারে।  ১২ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান তোমাদের বরাবরের মত একটা কথা বলবো সেটা হলো তোমাদের অনেকে এসাইনমেন্ট প্রশ্নগুলি না পড়েই উত্তর লেখা শুরু করে। আসলে তোমাদের এসাইনমেন্ট লিখতে দেওয়া কিসের জন্য সেটা নিশ্চয় তোমরা জানো। করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখা চালু রাখতে এই এসাইনমেন্ট প্রগ্রাম। তাই তোমরা তোমাদের এসাইনমেন্টগুলো করার সময় অবশ্যই নিজের মধে কিছু জ্ঞান প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে। চলো তাহলে আমরা ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রশ্নগুলো দেখে নিই। ১২ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রশ্ন এসাইনমেন্ট ক্রমঃ ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমূখী শিক্ষা  এসাইনমেন্ট ২ অধ্যায়ঃ প্রথম, কর্মেই আনন্দ। বিষয়বস্তুঃ  পাঠ-৯: সৃজনশীলতার ধারণাপাঠ- ১০: কাজের ক্ষেত্রে সৃজনশীলতা নির্ধারিত কাজঃ তোমার বাড়ি ও আশেপাশের ফেলে দেওয়া বস্তু (কাগজ/খবরের কাগজ/ বোতল/বাক্স/পাতা) দিয়ে ঘর সাজানোর একটি সামগ্রী তৈরি কর। প্রস্তুত প্রনালী লিখে জমা দিতে হবে) নির্দেশনাঃ  লিখিত প্রস্তুত প্রনালী অনুযায়ী নির্ধারিত সামগ্রী তৈরি করবে। আযাসাইনমেন্টে উল্লেখিত বস্তগুরো ছাড়াও আশে পাশের ফেলে দেওয়া যেকোনো বস্তু ব্যবহার করতে পারবে। ৬ষ্ঠ শ্রেণির দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমূখী শিক্ষা এসাইনমেন্ট ২০২১ উপরের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট দ্বাদশ সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা প্রশ্নগুলো কী তোমরা পড়েছো। যদি না পড়ে থাকো তাহরে আগে প্রশ্নগুলো পড়ে আস তারপর উত্তর লেখা শুরু কর। ১২ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা সমাধান এসাইনমেন্ট শুরু কর্মেই আনন্দ ভুমিকাঃ ঘর সাজানো কম বেশি সবারি শখ। তবে অনেকে অনেক টাকা খরচ করে অনেক দামি দামি শোপিচ কিনে ঘর সাজিয়ে থাকে। আবার অনেকে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজিয়ে থাকেন। আমারো একটি শখ হচ্ছে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজানো। হাতের কাছে কোনো অব্যবহ্রত জিনিস পেলে আমি সেটা দিয়ে ঘর সাজানো জিনিস বানাতে দেরি করিনা। আজ আমি আমাদের বাসায় পড়ে থাকা পুরোনো কাগজ দিয়ে একটি কলমদানি বানিয়েছি। সেই কলমদানি বানানোর প্রণালীটি আজকে আমি লিখছি। কাগজ দিয়ে কলমদানি বানানোর প্রস্তুত প্রণালীঃ প্রয়োজনীয় উপকরণঃ কাগজ আঠা রং তুলি কাচি স্কেল গোল গ্লাস কার্যপ্রণালীঃ প্রথমে আমি কিছু খবরের কাগজ নিয়েছি। এবং কাগজগুলোকে একটি নির্দিষ্ট মাপে কেটেছি। তারপর কাগজগুলোকে গোল করে চিকন করেছি। একটি কাগজ চ্যপ্তা করে গোল গ্লাসের গায়ে চেপে ধরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। যেন তা একটি গাড়ির চাকার মত দেখায়। তারপর সেটাকে গ্লাস থেকে ছাড়িয়ে নিয়েছি। এবং এভাবে তিনটা গোলাকার অংশ বানিয়েছি। তারপর প্রত্যেকটা গোল চাকার ব্যসার্ধ স্কেল দিয়ে মেপে কয়েকটি কাগজ কেটে লাগিয়ে দিয়েছে যেন তা দেখনে সাইকেলের চাকার স্পোকের মত দেখায়। চাকাগুলো তৈরি হলে কিছু কাগজ দিয়ে চাকাগুলোকে জুড়ে দিয়েছি যেন তা দেখতে একটি ভ্যন গাড়ির মত দেখায়। এবার গ্লাসটিকে পুনরায় নিয়ে এর গায়ে একটি কাগজ লাগিয়ে তার উপর একটি একটি করে গোল করা কাগজ লাগিয়েছি আঠা দিয়ে। এবং গ্লাসের চারিদিকে সমান ভাবে লাগিয়েছি। গ্লাসের চারিদিকে গোল করা কাগজ লাগানো শেষ হলে গ্লাস তেকে কাগজটিকে সরিয়ে নিয়েছি। এখন ভ্যনগড়িটিকে রং তুলি দিয়ে কালো রং করেছি এবং গ্লাসের মত কাগজের অংশটিকে লাল রং করেছি। অতপর ভ্যন গাড়ির উপর কাগজের গোলাকার অংশটিকে আটকিয়ে দিয়েছি। এভাবে আমার শোপিচ অর্থাৎ কাগজের সুন্দর একটি কলমদানি তৈরি সম্পূর্ণ হয়েছে। উপরের পদ্ধতিতে খুব সহজে আমি আমার কলমদানিটি তৈরি করেছি এবং আমার পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। আমার ইচ্ছা এভাবে বাড়িতে থাকা অব্যবহৃত জিনিস দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করবো। এসাইনমেন্ট শেষ সকল সপ্তাহের এসাইনমেন্ট উত্তর একসাথে দেখুন আরো পড়ুনঃ ১৩ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২১ বাংলা সমাধান ১২ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর বি.দ্রঃউপরের তৈরির প্রণালীটি তোমরা নিচের লিংক থেকে ভিডিও দেখতে পাবে। আর তোমাদের উদেশ্যে বলতে চাই তোমরা কেউ এসাইনমেন্ট কপি করবেনা। এটা শুধুমাত্র একটি নমুনা কপি হিসেবে গ্রহণ করবে।  https://www.youtube.com/watch?v=sXpVh28vhX8 তোমাদের উদেশ্যে আরো কিছু ভিডিও লিংক দেওয়া হলো যেন তোমরা ভিডিওগুলো দেখে উত্তরটি লিখতে পারো। https://www.youtube.com/watch?v=KISLn-QQ9iUhttps://www.youtube.com/watch?v=Obqt6_gXIyohttps://www.youtube.com/watch?v=cx7GVFw-D4Q আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর। আমাদের ইউটিউব লিংকhttps://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIagফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)https://web.facebook.com/shomadhan.netassignment all class (6-9)📝📝https://web.facebook.com/groups/287269229272391

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট দ্বাদশ সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা সমাধান Read More »

(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন

তোমরা যারা ষষ্ঠ শ্রেণিতে পড় তাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন নিয়ে আসলাম। এখানে তোমাদের জন্য পূর্ণ প্রস্তুতির গণিত ১.৩ কাঠামোবদ্ধ সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। গণিত কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন পেতে এই সাইটের সাথে থাকবে।  ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন  ১। চারটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা ১২ এর প্রথম দুইটি গুণিতক এবং অপর দুইটি ১৮ এর প্রথম দুইটি গুণিতক।  ক) উদ্দীপকের সংখ্যা দুইটির সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল নির্ণয় কর। খ) ভাগ প্রক্রিয়ার সংখ্যা চারটির গুসাগু নির্ণয় কর। গ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যা চারটি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৩ থাকবে তা নির্ণয় কর। ২। চারটি ভিন্ন কোম্পানীয় বাস একটি বাসস্ট্যান্ড হতে সকাল ৮.০০ টা থেকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ মিনিট অন্তর অন্তর ছাড়ে। ক) প্রথম ও তৃতীয় মিনিটের সাধারণ গুণনীয়কগুলো লেখ। খ) কয়টায় সবগুলো বাস একত্রে ছাড়বে? গ) ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল মিটিটগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ৩। একটি বর্গাকৃতি ঘরের মেঝে আয়তাকার টাইলস দ্বারা বাঁধানো হলো। প্রতিটি টাইলসের প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে একটি লোহার ও একটি তামার পাতের দৈর্ঘ্যর সমান। লোহার ও তামার পাতদ্বয়ের র্দৈর্ঘ্য যথাকৃমে ৩১৫ সেমি এবং ৪০৫ সেমি। ক) লোহার পাতের দৈর্ঘ্যের সাংখিক মানের মৌলিক গুণনীয়ক কতটি? খ) পাতদ্বয় থেকে কেটে নেয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? গ) বর্গাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল সর্বনিম্ন কত হতে হবে যেন কোনো টাইলস ভাঙা না পরে? ৪। ২৪, ৩৬, ৭২ ও ৯৬ চারটি সংখ্যা  ক) ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়কগুলো লেখ। খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৮, ৩০, ৬৬ ও ৯০ ভাগশেষ থাকবে। গ) পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১০ থাকবে? ৫। ১২, ১৫, ২০, ও ৩৫ কয়েকটি সংখ্যা ক) লসাগু ও গসাগু কাকে বলে? খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকে উদ্দিখিত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ ১০ থাকবে? গ) চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকে? ৬। প্রখ্যাত ব্যবসায়ী জনাব মামুন প্রতি সপ্তাহে ৯২ কেজি পেঁয়াজ, ১১৫ কেজি আলু এবং ২৫৩ কেজি চাল বিক্রি করেন। ক) দুই অঙ্কবিশিষ্ট চার দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যার জোড় গুণনীয়কগুলো নির্ণয় কর। খ) মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে পেঁয়াজ, আলু এবং চালের পরিমাণের গসাগু নির্ণয় কর। গ) পাঁচ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা ৫ দিয়ে শুরু এবং পেঁয়াজ, আলু ও চালের প্রত্যেকটির পরিমাণ দ্বারা নিঃশেষে বিভাজ্য। ষষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনী ও কাঠামোবদ্ধ প্রশ্ন pdf download করতে এখানে ক্লিক করুন। (ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন 

(ষষ্ঠ) ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন Read More »

Scroll to Top