(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী SSC Chemistry Chapter 1
(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী মাধ্যমিক লেভেলের (এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী প্রশ্ন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা এসে থাকে। তাই আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা নিয়ে আলোচনা করব এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসেনা বলতে গেলে চলে তবে mcq খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো এমসিকিউ দেয়া থাকবে তবে অনুধাবনমূলক, প্রয়োগমূলক গুলো একটু লিখা ঝামেলা তাই এইগুলো এখানে নাই, এখানে শুধুমাত্র জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন গুলো দেয়া হয়েছে সাথে উত্তরগুলো দেওয়া আছে। যেগুলো দেখবে বক্স করা সেগুলো উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখে নিই SSC Chemistry Chapter 1Concepts of Chemistry MCQ Question and Answer। নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ নবম-দশম রসায়ন ১ম অধ্যায় অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়? প্রিজারভেটিভস খ ভিনেগার গ ইথিলিন ঘ অ্যাসিটিলিন ২. নিচের কোনটি অজৈব যৌগ? পানি খ শ্বেতসার গ আমিষ ঘ চর্বি ৩. একটি সিলিন্ডারে ক্লোরিন গ্যাস আছে। সিলিন্ডারটির গায়ে তুমি কোন সাংকেতিক চিহ্ন যুক্ত করবে? নবম-দশম রসায়ন ১ম অধ্যায় গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি? ক্লোরিন খ নাইট্রোজেন গ পেট্রোলিয়াম ঘ আয়োডিন ৬. ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মি বুঝায়? ক উপকারী খ কম ক্ষতিকর অতিরিক্ত ক্ষতিকর ঘ বেশি উপকারী ৭. নিচের সাংকেতিক চিহ্নটি কী প্রকাশ করে? ক বিস্ফোরিত বোমা খ বিপদজনক তেজস্ক্রিয় রশ্মি ঘ আগুনের শিখা ৮. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? বিষয়বস্তু নির্ধারণ খ পরিকল্পনা প্রণয়ন গ সম্যক জ্ঞান অর্জন ঘ ফলাফল সম্পর্কে আগাম ধারণা ৯. কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়? ন্যাপথালিন খ চুনাপাথর গ চিনি ঘ বরফ ১০. নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? ১১. নিচের কোন পদার্থটি উর্ধ্বপাতন ঘটে? আয়োডিন খ ব্রোমিন গ ক্লোরিন ঘ ফ্লোরিন ১২. ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল? ক ২০০ বছর খ ৫০০ বছর গ ২০০০ বছর ৫০০০ বছর ১৩. মোম কোন ধরনের পদার্থ? ক হাইড্রোকার্বন কার্বোহাইড্রেট গ উদ্বায়ী ঘ মৌলিক ১৪. স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটি? CO খ CO2 গ SO2 ঘ NH3 ১৫. লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত? ক সালফেট খ হাইড্রোক্সাইড গ কার্বনেট আর্দ্র অক্সাইড ১৬. নিচের কোন কারখানার পার্শ্ববর্তী এলাকার পানির ঢ়ঐ বৃদ্ধি পেতে পারে? ক ভিনেগার খ সোডিয়াম ক্লোরাইড ডিটারজেন্ট ঘ সালফিউরিক এসিড ১৭. স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়? ক CO CO2 গ SO2 ঘ SO3 ১৮. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে? (জ্ঞান) ক গণিত খ ভ‚গোল গ জীববিজ্ঞান রসায়ন ১৯. মরিচার সংকেত কোনটি? (অনুধাবন) ক Fe2O3 খ Fe3O4 Fe2O3.nH2O ঘ Fe2O3.3H2O ২০. ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার কখন শুরু হয়েছিল? (জ্ঞান) ক প্রায় ২০০০ বছর পূর্বে প্রায় ৫০০০ বছর পূর্বে গ প্রায় ৬০০০ বছর পূর্বে ঘ প্রায় ৭০০০ বছর পূর্বে ২১. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর আগে? (জ্ঞান) ক ২৩০০ খ ২৪০০ গ ২৫০০ ২৬০০ ২২. মিশরীয়রা প্রকৃতি থেকে কী আহরণ করত? (জ্ঞান) ক রৌপ্য খ সিসা স্বর্ণ ঘ লৌহ ২৩. ‘আল-কেমি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (জ্ঞান) ক ইংরেজি আরবি গ গ্রিক ঘ ল্যাটিন ২৪. সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কোন ধাতব খনিজটি অভিজাত ও মূল্যবান হিসেবে সমাদৃত হয়ে আসছে? (জ্ঞান) ক হীরা খ রৌপ্য গ ক্যাডমিয়াম স্বর্ণ ২৫. মরিচা প্রকৃতপক্ষে কী? (অনুধাবন) ক লোহার হাইড্রক্সাইড লোহার অক্সাইড গ মোমের আস্তরণ ঘ কার্বন ও হাইড্রোজেনের যৌগ ২৬. রসায়নের আলোচনার সাথে অমিল প্রকাশ করে কোনটি? (উচ্চতর দক্ষতা) ক বৃদ্ধি খ রূপান্তর জনন ঘ উৎপাদন ২৭. পুরাতন সভ্যতায় খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে কী ব্যবহৃত হতো? (অনুধাবন) রসায়ন প্রযুক্তি খ শিল্প প্রযুক্তি গ জৈব প্রযুক্তি ঘ লৌহ প্রযুক্তি ২৮. মরিচা কী? (অনুধাবন) লোহা, অক্সিজেন ও জলীয়বাষ্প সৃষ্ট যৌগ খ লোহা, নাইট্রোজেন ও অক্সিজেন সমন্বিত যৌগ গ লোহা ও অক্সিজেন সমন্বিত যৌগ ঘ লোহা ও পানির সমন্বিত যৌগ ২৯. লোহায় মরিচা ধরা মূলত কী? (অনুধাবন) ক এক ধরনের মিশ্রণ খ ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ঘ জৈবিক পরিবর্তন ৩০. লোহায় মরিচা ধরতে কোনটির ভূমিকা নেই? (অনুধাবন) ক লোহা খ অক্সিজেন গ জলীয়বাষ্প নিষ্ক্রিয় গ্যাস ৩১. মোম + O2 → A +H2O + তাপ + আলো; বিক্রিয়াটিতে উৎপন্ন অ যৌগ কোনটি? (প্রয়োগ) ক CH4 CO2 খ CO ঘ C6H12O6 ৩২. কোনটি কার্বনঘটিত যৌগ? (অনুধাবন) ক চুনাপাথর কেরোসিন গ লবণ ঘ চুন ৩৩. মোম মূলত কী? (অনুধাবন) ক কার্বন ও লোহার যৌগ কার্বন ও হাইড্রোজেনের যৌগ গ কার্বন ও অক্সিজেনের যৌগ ঘ কার্বন ও জলীয় বাষ্পের যৌগ ৩৪. আগুন জ্বালানোর অর্থ কী? (অনুধাবন) কার্বন যৌগের দহন খ নাইট্রোজেন যৌগের দহন গ লৌহ যৌগের দহন ঘ ফসফরাস যৌগের দহন ৩৫. ‘আল-কেমি’ শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কী বোঝানো হতো? (জ্ঞান) মিশরীয় সভ্যতা খ রসায়ন চর্চা গ স্বর্ণ আহরণ ঘ রাসায়নিক বিশ্লেষণ ৩৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান) ক অক্সিজেন মিথেন গ কার্বন ডাইঅক্সাইড ঘ নাইট্রোজেন ৩৭. বাড়িতে প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় কী উৎপন্ন হয়? (প্রয়োগ) ক CaO ও H2O খ MgO ও তাপ CO2, H2O ও তাপ ঘ NO2 ও তাপ ৩৮. কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা) ক সূর্যের আলো খ শর্করার সেলুলোজে রূপান্তর জীবরাসায়নিক প্রক্রিয়া ঘ জটিল রাসায়নিক প্রক্রিয়া ৩৯. কাঠ, কেরোসিন বা মোমে আগুন জ্বালালে কী উৎপন্ন হয়? (অনুধাবন) ক CaO ও H2O খ MgO ও তাপ CO2, H2O ও তাপ ঘ NO2 ও তাপ ৪০. আমের বর্ণ হলুদে রূপান্তরÑএ পরিবর্তনের মধ্যে কোনটির উপস্থিতি লক্ষণীয়? (অনুধাবন) ক গণিত খ পদার্থবিজ্ঞান গ ভূতত্ববিজ্ঞান রসায়ন ৪১. রান্নার মাধ্যমে খাবারের স্বাদের ভিন্নতা আনয়নের প্রক্রিয়া কোন বিজ্ঞানের আলোচিত বিষয়? (প্রয়োগ) ক পদার্থবিজ্ঞান খ গার্হস্থ্যবিজ্ঞান রসায়ন ঘ খাদ্যবিজ্ঞান ৪২. কাঁচা ফলের বর্ণ হলুদে রূপান্তর বলতে বোঝায়Ñ (প্রয়োগ) i. এসিডের শর্করায় রূপান্তর ii. জীব রাসায়নিক প্রক্রিয়া সংঘটন iii. হলুদ বর্ণধারী নতুন যৌগের সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক i ও ii খ i ও iii ii ও iii ঘ i, ii ও iii নবম দশম শ্রেণির রসায়ন প্রশ্ন ৪৯. রাসায়নিক সার উদ্ভিদের পুষ্টি কোথায় প্রদান করে? (জ্ঞান) ক বাতাসে খ পাতায় মাটিতে ঘ পানিতে ৫০. আকরিক থেকে কী আহরিত হয়? (জ্ঞান) ধাতব পদার্থ খ অধাতব
(এসএসসি) নবম-দশম রসায়ন ১ম অধ্যায় MCQ বহুনির্বাচনী SSC Chemistry Chapter 1 Read More »