ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় সালোকসংশ্লেষণ
পঞ্চম অধ্যায় সালোকসংশ্লেষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের ভেতর দিয়ে পাতায় প্রবেশ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। যথা : আলোক পর্যায় ও অন্ধকার পর্যায়। সালোকসংশ্লেষণে অক্সিজেন নির্গত হয়। সূর্যালোক ও জীবনের মধ্যে সালোকসংশ্লেষণের মাধ্যমেই সেতুবন্ধনের সৃষ্টি হয়। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। জীবের কর্মচাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে এ প্রক্রিয়ার উপর। এই প্রক্রিয়া বন্ধ হলে মানবসভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে। মাটি থেকে স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা পানি শোষণ করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর। তাই এ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। বহুনির্বাচনি প্রশ্নোত্তর বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১-২ : উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে? º বোর্ড বই, পৃষ্ঠা : ৩৮ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়? পাতা খ ফুল গ মূল ঘ ফল ২. উদ্ভিদের পাতার কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? ক হলুদ খ কমলা সবুজ ঘ লাল ৩. সালোকসংশ্লেষণে আলোক শক্তিকে গ্রহণ করে কোনটি?(অনুধাবন) ক্লোরোপ্লাস্ট খ ক্রোমোপ্লাস্ট গ মাইটোকন্ড্রিয়া ঘ লিউকোপ্লাস্ট ৪. সালোকসংশ্লেষণে অংশ নেয় কোনটি? ক লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট গ ক্রোমোপ্লাস্ট ঘ বর্ণহীন প্লাস্টিড ৫. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? [ সালোকসংশ্লেষণ খ প্রস্বেদন গ শ্বসন ঘ ব্যাপন ৬. সালোকসংশ্লেষণ কোন উদ্ভিদে ঘটে? স্বভোজী খ পরজীবী গ পরভোজী ঘ মৃতজীবী ৭. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে?(জ্ঞান) ক প্রস্বেদন খ ব্যাপন গ অভিস্রবণ সালোকসংশ্লেষণ ৮. উদ্ভিদের কোন অঙ্গে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে?(জ্ঞান) ক কাণ্ড খ মূল গ ফুল পাতা ৯. সালোকসংশ্লেষণ বিক্রিয়ার কাঁচামাল কোনটি? (অনুধাবন) ক অক্সিজেন ও পানি খ কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও পানি ঘ পানি ও মাটি ১০. খাবারের মধ্যে সৌরশক্তিকে আবদ্ধ করে রাখে কোনটি?(অনুধাবন) ক পশুপাখি খ মাছ গ মানুষ সবুজ উদ্ভিদ ১১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? (অনুধাবন) গøুকোজ ও অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড ও পানি গ অক্সিজেন ও পানি ঘ কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন ১২. পৃথিবীর সকল শক্তির উৎস কী? ক চন্দ্র খ আলো গ বাতাস সূর্য ১৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থের আদান-প্রদান ঘটে কোন অঙ্গের মাধ্যমে? ক শিরা খ উপশিরা পত্ররন্ধ্র ঘ রক্ষীকোষ ১৪. জীব খাদ্য গ্রহণে যে শক্তি পায় তা কোন প্রক্রিয়ায় আসে?(অনুধাবন) ক শ্বসন সালোকসংশ্লেষণ গ ব্যাপন ঘ প্রস্বেদন ১৫. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয় কেন? (উচ্চতর দক্ষতা) ক পাতা অক্সিজেন বেশি পায় বলে খ পাতা উদ্ভিদের সবচেয়ে বাইরের অঙ্গ বলে পাতা ঈঙ২ গ্যাস শোষণ করতে পারে বলে ঘ পাতায় অসংখ্য শিরা উপশিরা থাকায় বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন (উচ্চতর দক্ষতা) র. গøুকোজ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত থাকে রর. পানি উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত করে ররর. অক্সিজেন জীবকুলের শ্বসনের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক র খ রর গ র ও রর র ও ররর ১৭. সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় (অনুধাবন) র. হাইড্রোজেন ও অক্সিজেন রর. কার্বন ডাইঅক্সাইড ও পানি ররর. আলোকশক্তি ও ক্লোরোফিল নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর ১৮. উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিডের মধ্যে প্রবেশ করেÑ (প্রয়োগ) র. সৌরশক্তি রর. পানি ররর. কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পানি বিক্রিয়া করে শর্করা ও অক্সিজেন উৎপন্ন করে। ১৯. উল্লিখিত বিক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কী শোষণ করে? (প্রয়োগ) ক পানি খ অক্সিজেন গ ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড ২০. উক্ত বিক্রিয়াটি ঘটে- (উচ্চতর দক্ষতা) র. কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতিতে রর. ক্লোরোফিল ও পানির উপস্থিতিতে ররর. সূর্যের আলোর উপস্থিতিতে নিচের কোনটি সঠিক? ক র খ র ও রর গ র ও ররর র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : অয়ন বৈশাখ মাসের দুপুর বেলায় বেশি গরমের কারণে একটি তেঁতুলগাছের নিচে শুয়ে পড়ে এবং একটু পরে এখানে আরাম না লাগায় অন্য একটি বটগাছের নিচে শুয়ে আরাম অনুভব করল। [শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ২১. অয়নের প্রথম গাছটির নিচে থেকে চলে আসার কারণÑ র. পাতার ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম রর. গ্যাসীয় আদান-প্রদান কম ঘটেছিল ররর. পাতার পত্ররন্ধ্রের সংখ্যা বেশি নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২২. অয়নের প্রথম গাছ অপেক্ষা দ্বিতীয় গাছটির নিচে আরাম লাগার কারণÑ র. অধিক পরিমাণে ঙ২ নির্গত হওয়া রর. অধিক পরিমাণ ঈঙ২ গ্যাস শোষিত হওয়া ররর. পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম থাকা নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ন্ধ পাঠ-৩-৬ : সালোকসংশ্লেষণ পদ্ধতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৩. সালোকসংশ্লেষণ কোন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া? ক যৌগিক খ সরল জটিল ঘ রাসায়নিক ২৪. সালোকসংশ্লেষণে উৎপন্ন গ্যাস কোনটি? অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন ঘ হাইড্রোজেন ২৫. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি ২৬. সালোকসংশ্লেষণের অক্সিজেন নির্গমন পরীক্ষায় সাধারণত কী উদ্ভিদ ব্যবহৃত হয়? (জ্ঞান) ক প্যাপোরিমা খ বাসক গ থানকুনি হাইড্রিলা ২৭. সালোকসংশ্লেষণের জন্য প্রধান স্থানরূপে গণ্য করা হয়- ক কাণ্ড খ মূল পাতা ঘ ফল ২৮. জলজ উদ্ভিদ পানি সংগ্রহ করে কী দিয়ে? (জ্ঞান) দেহতল খ মূল গ কাণ্ড ঘ শাখা প্রশাখা ২৯. স্থলজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে? (জ্ঞান) ক সালোকসংশ্লেষণ খ প্রস্বেদন অভিস্রবণ ঘ ব্যাপন ৩০. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা কোনটি? ক ফ্রুক্টোজ গøুকোজ গ সুক্রোজ ঘ ম্যাল্টোজ ৩১. সালোকসংশ্লেষণ উদ্ভিদের কোন অঙ্গটিতে ঘটে? ক ফুলে পাতায় গ কাণ্ডে ঘ ফলে ৩২. সালোকসংশ্লেষণের অক্সিজেন নির্গমন পরীক্ষায় বিকারটির কত ভাগ পানি দ্বারা পূর্ণ করতে হয়? (জ্ঞান) ক এক-তৃতীয়াংশ দুই-তৃতীয়াংশ গ তিন-চতুর্থাংশ ঘ এক-চতুর্থাংশ ৩৩. সবুজ উদ্ভিদের গøুকোজ প্রস্তুতিতে কোনটি অত্যাবশ্যকীয়? (অনুধাবন) ক হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ অক্সিজেন ঘ নাইট্রোজেন ৩৪. ক্লোরোপ্লাস্ট ও সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণের সাধারণ বিক্রিয়া কোনটি? (অনুধাবন) ক কার্বন ডাইঅক্সাইড +
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় সালোকসংশ্লেষণ Read More »