ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক
অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক বিষয়-সংক্ষেপ বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় সাত’শ কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী। তেমনি আমরা সবাই বাংলাদেশের অধিবাসী ও নাগরিক। বহুনির্বাচনি প্রশ্নোত্তর বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১ : রাষ্ট্রের ধারণা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রের প্রাণ কী? (জ্ঞান) ক সরকার জনগণ গ বিরোধী দল ঘ বিদেশি ২. চীনের জনসংখ্যা কত? (জ্ঞান) ক ১৩৫ কোটি ১০ লক্ষ ১৩৭ কোটি ২০ লক্ষ গ ১৩৮ কোটি ৩০ লক্ষ ঘ ১৪০ কোটি ৩৯ লক্ষ ৩. সান ম্যারিনোর জনসংখ্যা কত? (জ্ঞান) ক এগারো হাজার খ সাড়ে এগারো হাজার গ বারো হাজার ত্রিশ হাজার ৪. রাহুল পশ্চিমবঙ্গের হুগলিতে বাস করে। তার দেশের আয়তন কত? (প্রয়োগ) ক ৩১,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৩২,৮৭,৫৯০ বর্গকিলোমিটার গ ৩৩,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৩৪,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৫. সিঙ্গাপুর সিটির আয়তন কত? ক ৬৯২ বর্গকিলোমিটার ৬৯৩ বর্গকিলোমিটার গ ৬৯৪ বর্গকিলোমিটার ঘ ৬৯৫ বর্গকিলোমিটার ৬. ভ্যাটিকান সিটির আয়তন কত? ক ০.১৭ বর্গকিলোমিটার ০.১৮ বর্গকিলোমিটার গ ০.১৯ বর্গকিলোমিটার ঘ ০.২০ বর্গকিলোমিটার ৭. রাষ্ট্র গঠনে কয়টি উপাদান অবশ্যই প্রয়োজনীয়?] ক ৩ ৪ গ ৫ ঘ ৬ ৮. রাষ্ট্রের সর্বোচ্চ অধিকার ও ক্ষমতা কোনটি? ক সরকার খ জনসমষ্টি গ ভ‚খণ্ড সার্বভৌমত্ব ৯. সার্বভৌমত্ব কী? ক সরকারের সর্বোচ্চ ক্ষমতা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা গ রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা ঘ প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা ১০. রাষ্ট্র যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, এটি কোন ধরনের ক্ষমতা? (অনুধাবন) ক গৌণ খ স্বৈরাচারী সার্বভৌম ঘ মুখ্য ১১. রাষ্ট্রের জনসংখ্যা কত হবে? (জ্ঞান) ক নির্দিষ্ট অনির্দিষ্ট গ শূন্য হতে পারে ঘ আয়তন অনুসারে হবে ১২. রাষ্ট্রের প্রথম উপাদান কোনটি? [ জনসমষ্টি খ ভ‚খণ্ড গ সরকার ঘ সার্বভৌমত্ব ১৩. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে? [ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়] জনগণ খ সরকার গ আনুগত্যকারী ঘ যাযাবর ১৪. নিচের কোনটি নগররাষ্ট্র? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক বাংলাদেশ খ ভারত সিঙ্গাপুর ঘ কানাডা ১৫. নিচের কোনটি রাষ্ট্র গঠনের উপাদানের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করে? (অনুধাবন) ক জনসমষ্টি খ সরকার গ সার্বভৌমত্ব নাগরিক ১৬. ঢাকাকে রাষ্ট্র বলা যাবে না কেন? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক জনসমষ্টি নেই খ ভ‚খণ্ড নেই গ সরকার নেই সার্বভৌমত্ব নেই ১৭. ভ‚খণ্ড রাষ্ট্রেরÑ (জ্ঞান) ক গৌণ উপাদান মূল উপাদান গ অপ্রয়োজনীয় উপাদান ঘ অতিরিক্ত উপাদান ১৮. সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির মধ্যে সাদৃশ্য নির্দেশ করে কোনটি? (অনুধাবন) নগররাষ্ট্র খ আয়তন গ প্রদেশ ঘ সরকার ১৯. সার্বভৌমত্বের ফলে রাষ্ট্র কী থেকে মুক্ত থাকে? (জ্ঞান) ক দুর্নীতি অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ কুসংস্কার ঘ বৈদেশিক ঋণ ২০. জল, স্থল ও তার উপরিভাগের বায়ুমণ্ডলকে এক কথায় কী বলে? ক সরকার খ রাষ্ট্র গ সার্বভৌমত্ব ভ‚খণ্ড ২১. সরকারের প্রতি জনগণের আনুগত্য প্রকাশ সরকারের কোন ক্ষমতার ফল? (উচ্চতর দক্ষতা) ক স্বেচ্ছাচারী খ অর্থনৈতিক সার্বভৌম ঘ প্রশাসনিক ২২. প্রাচীন নগররাষ্ট্র গড়ে ওঠে কখন? (জ্ঞান) ক ৪-৫ হাজার বছর পূর্বে ৫-৬ হাজার বছর পূর্বে গ ৬-৭ হাজার বছর পূর্বে ঘ ৭-৮ হাজার বছর পূর্বে ২৩. বর্তমান বিশ্বের লোকসংখ্যা কত? ক প্রায় ৫শ কোটি খ প্রায় ৬শ কোটি প্রায় ৭শ কোটি ঘ প্রায় ৯শ কোটি ২৪. কোন ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি ঘটেছে? ক পরিবার নগররাষ্ট্র গ সমাজ ঘ সরকার বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. প্রাচীন নগর রাষ্ট্র গড়ে ওঠেÑ (অনুধাবন) র. নদীর তীরে রর. সমুদ্রের তীরে ররর. বনের ধারে নিচের কোনটি সঠিক? ক র র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর ২৬. ভ‚খণ্ড বলতে বোঝায়Ñ (অনুধাবন) র. রাষ্ট্রের জল ও স্থলভাগকে রর. তার উপরিভাগের বায়ুমণ্ডলকে ররর. তার অভ্যন্তরস্থ জনসংখ্যাকে নিচের কোনটি সঠিক? ক র খ রর র ও রর ঘ র ও ররর ২৭. একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব হলোÑ [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] র. সর্বোচ্চ ক্ষমতা রর. চরম ক্ষমতা ররর. সাময়িক ক্ষমতা নিচের কোনটি সঠিক? ক র খ রর র ও রর ঘ র ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের প্রবাহচিত্র দেখ এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. ? চিিহ্নত স্থানে কোনটি প্রযোজ্য হবে? (প্রয়োগ) ক নাগরিক রাষ্ট্র গ স্বাধীনতা ঘ কল্যাণ ২৯. চিত্রের কোন উপাদানের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে? (উচ্চতর দক্ষতা) ক সরকারের কারণে খ জনগণের কারণে সার্বভৌমত্বের কারণে ঘ নির্দিষ্ট ভ‚খণ্ডের কারণে ন্ধ পাঠ-২ : রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. বাংলাদেশের জনসংখ্যার বিরাট অংশ কী? (জ্ঞান) ক তরুণ শিশু গ প্রবীণ ঘ কিশোর ৩১. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার? ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার খ ১,৪৮,৫৭০ বর্গকিলোমিটার গ ১,৪৪,৫৭০ বর্গকিলোমিটার ঘ ১,৪৫,৫৭০ বর্গকিলোমিটার ৩২. ১৯৭১ সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশ কী অর্জন করেছে? (জ্ঞান) ক ভ‚খণ্ড খ সরকার গ জনসমষ্টি সার্বভৌমত্ব ৩৩. জনাব কবির বাংলাদেশের নাগরিক। তার দেশের সরকারব্যবস্থা কীরূপ? (প্রয়োগ) মন্ত্রিপরিষদ শাসিত খ সংসদ সচিবালয় শাসিত গ রাষ্ট্রপতি শাসিত ঘ রাজা শাসিত ৩৪. সরকার জনগণ দ্বারা নির্বাচিত হওয়া উত্তম কেন? (অনুধাবন) জনগণের সার্বভৌম ক্ষমতার কারণে খ জনগণ ক্ষমতাহীন বলে গ সরকারের সার্বভৌম ক্ষমতার কারণে ঘ সরকারের ক্ষমতা হ্রাস করার জন্য ৩৫. জনসংখ্যার দিক থেকে বিশ্বের কততম বৃহত্তম দেশ বাংলাদেশ? [যশোর জিলা স্কুল] ক পঞ্চম খ সপ্তম অষ্টম ঘ নবম ৩৬. বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র কেন? (উচ্চতর দক্ষতা) ৭১-এ স্বাধীনতা লাভের জন্য খ ৬৯-এ গণঅভুত্থানের জন্য গ ৭২-এ সংবিধান রচনার জন্য ঘ ৭০-এ নির্বাচনে জয় লাভের জন্য ৩৭. বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? [শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ১৯৭১ খ ১৯৭৫ গ ১৯৮১ ঘ ১৯৯০ ৩৮. বাংলাদেশের সরকার পরিচালিত হয় কোন প্রক্রিয়ায়? (জ্ঞান) ক রাজতান্ত্রিকভাবে খ সমাজতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে ঘ একনায়কতান্ত্রিকভাবে ৩৯. জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কী বলা হয়? (অনুধাবন) ক সমাজতান্ত্রিক সরকার খ একনায়কতান্ত্রিক সরকার গ রাজতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকার ৪০. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক ১৯৭১ সালের মার্চ ১৯৭১ সালের এপ্রিল গ ১৯৭১ সালের মে ঘ ১৯৭১ সালের জুন ৪১. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান) ক পশ্চিমে খ উত্তরে পূর্বে ঘ দক্ষিণে ৪২. বাংলাদেশের জনসংখ্যার প্রায় কতভাগ পুরুষ? (জ্ঞান) ১২ খ ১৩ গ ১৪ ঘ ১৫ ৪৩. বাংলাদেশের দক্ষিণে কী রয়েছে? (জ্ঞান) ক টেকনাফ খ সেন্টমার্টিন বঙ্গোপসাগর ঘ কক্সবাজার ৪৪. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? (জ্ঞান) ক বঙ্গোপসাগর খ মেঘালয় পশ্চিমবঙ্গ ঘ মিজোরাম ৪৫. ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের ফলে মূলত কী হয়? (উচ্চতর দক্ষতা) সার্বভৌম ক্ষমতা লাভ হয় খ সরকারের স্বীকৃতি লাভ হয় গ আওয়ামী লীগ
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক Read More »