Uncategorized

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক

অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক বিষয়-সংক্ষেপ বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় সাত’শ কোটি। এই বিপুল জনসংখ্যার সবাই কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী। তেমনি আমরা সবাই বাংলাদেশের অধিবাসী ও নাগরিক। বহুনির্বাচনি প্রশ্নোত্তর  বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১ : রাষ্ট্রের ধারণা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রাষ্ট্রের প্রাণ কী? (জ্ঞান) ক সরকার  জনগণ গ বিরোধী দল ঘ বিদেশি ২. চীনের জনসংখ্যা কত? (জ্ঞান) ক ১৩৫ কোটি ১০ লক্ষ  ১৩৭ কোটি ২০ লক্ষ গ ১৩৮ কোটি ৩০ লক্ষ ঘ ১৪০ কোটি ৩৯ লক্ষ ৩. সান ম্যারিনোর জনসংখ্যা কত? (জ্ঞান) ক এগারো হাজার খ সাড়ে এগারো হাজার গ বারো হাজার  ত্রিশ হাজার ৪. রাহুল পশ্চিমবঙ্গের হুগলিতে বাস করে। তার দেশের আয়তন কত? (প্রয়োগ) ক ৩১,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৩২,৮৭,৫৯০ বর্গকিলোমিটার গ ৩৩,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৩৪,৮৭,৫৯০ বর্গকিলোমিটার ৫. সিঙ্গাপুর সিটির আয়তন কত? ক ৬৯২ বর্গকিলোমিটার  ৬৯৩ বর্গকিলোমিটার গ ৬৯৪ বর্গকিলোমিটার ঘ ৬৯৫ বর্গকিলোমিটার ৬. ভ্যাটিকান সিটির আয়তন কত? ক ০.১৭ বর্গকিলোমিটার  ০.১৮ বর্গকিলোমিটার গ ০.১৯ বর্গকিলোমিটার ঘ ০.২০ বর্গকিলোমিটার ৭. রাষ্ট্র গঠনে কয়টি উপাদান অবশ্যই প্রয়োজনীয়?] ক ৩  ৪ গ ৫ ঘ ৬ ৮. রাষ্ট্রের সর্বোচ্চ অধিকার ও ক্ষমতা কোনটি? ক সরকার খ জনসমষ্টি গ ভ‚খণ্ড  সার্বভৌমত্ব ৯. সার্বভৌমত্ব কী? ক সরকারের সর্বোচ্চ ক্ষমতা  রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা গ রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা ঘ প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা ১০. রাষ্ট্র যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, এটি কোন ধরনের ক্ষমতা? (অনুধাবন) ক গৌণ খ স্বৈরাচারী  সার্বভৌম ঘ মুখ্য ১১. রাষ্ট্রের জনসংখ্যা কত হবে? (জ্ঞান) ক নির্দিষ্ট  অনির্দিষ্ট গ শূন্য হতে পারে ঘ আয়তন অনুসারে হবে ১২. রাষ্ট্রের প্রথম উপাদান কোনটি? [  জনসমষ্টি খ ভ‚খণ্ড গ সরকার ঘ সার্বভৌমত্ব ১৩. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে? [ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়]  জনগণ খ সরকার গ আনুগত্যকারী ঘ যাযাবর ১৪. নিচের কোনটি নগররাষ্ট্র? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক বাংলাদেশ খ ভারত  সিঙ্গাপুর ঘ কানাডা ১৫. নিচের কোনটি রাষ্ট্র গঠনের উপাদানের সঙ্গে অসঙ্গতি প্রকাশ করে? (অনুধাবন) ক জনসমষ্টি খ সরকার গ সার্বভৌমত্ব  নাগরিক ১৬. ঢাকাকে রাষ্ট্র বলা যাবে না কেন? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক জনসমষ্টি নেই খ ভ‚খণ্ড নেই গ সরকার নেই  সার্বভৌমত্ব নেই ১৭. ভ‚খণ্ড রাষ্ট্রেরÑ (জ্ঞান) ক গৌণ উপাদান  মূল উপাদান গ অপ্রয়োজনীয় উপাদান ঘ অতিরিক্ত উপাদান ১৮. সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির মধ্যে সাদৃশ্য নির্দেশ করে কোনটি? (অনুধাবন)  নগররাষ্ট্র খ আয়তন গ প্রদেশ ঘ সরকার ১৯. সার্বভৌমত্বের ফলে রাষ্ট্র কী থেকে মুক্ত থাকে? (জ্ঞান) ক দুর্নীতি  অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ কুসংস্কার ঘ বৈদেশিক ঋণ ২০. জল, স্থল ও তার উপরিভাগের বায়ুমণ্ডলকে এক কথায় কী বলে? ক সরকার খ রাষ্ট্র গ সার্বভৌমত্ব  ভ‚খণ্ড ২১. সরকারের প্রতি জনগণের আনুগত্য প্রকাশ সরকারের কোন ক্ষমতার ফল? (উচ্চতর দক্ষতা) ক স্বেচ্ছাচারী খ অর্থনৈতিক  সার্বভৌম ঘ প্রশাসনিক ২২. প্রাচীন নগররাষ্ট্র গড়ে ওঠে কখন? (জ্ঞান) ক ৪-৫ হাজার বছর পূর্বে  ৫-৬ হাজার বছর পূর্বে গ ৬-৭ হাজার বছর পূর্বে ঘ ৭-৮ হাজার বছর পূর্বে ২৩. বর্তমান বিশ্বের লোকসংখ্যা কত? ক প্রায় ৫শ কোটি খ প্রায় ৬শ কোটি  প্রায় ৭শ কোটি ঘ প্রায় ৯শ কোটি ২৪. কোন ব্যবস্থা থেকে প্রাচীনকালে রাষ্ট্রের ধারণার উৎপত্তি ঘটেছে? ক পরিবার  নগররাষ্ট্র গ সমাজ ঘ সরকার বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. প্রাচীন নগর রাষ্ট্র গড়ে ওঠেÑ (অনুধাবন) র. নদীর তীরে রর. সমুদ্রের তীরে ররর. বনের ধারে নিচের কোনটি সঠিক? ক র  র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর ২৬. ভ‚খণ্ড বলতে বোঝায়Ñ (অনুধাবন) র. রাষ্ট্রের জল ও স্থলভাগকে রর. তার উপরিভাগের বায়ুমণ্ডলকে ররর. তার অভ্যন্তরস্থ জনসংখ্যাকে নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ র ও ররর ২৭. একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব হলোÑ [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] র. সর্বোচ্চ ক্ষমতা রর. চরম ক্ষমতা ররর. সাময়িক ক্ষমতা নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ র ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের প্রবাহচিত্র দেখ এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : ২৮. ? চি‎িহ্নত স্থানে কোনটি প্রযোজ্য হবে? (প্রয়োগ) ক নাগরিক  রাষ্ট্র গ স্বাধীনতা ঘ কল্যাণ ২৯. চিত্রের কোন উপাদানের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে? (উচ্চতর দক্ষতা) ক সরকারের কারণে খ জনগণের কারণে  সার্বভৌমত্বের কারণে ঘ নির্দিষ্ট ভ‚খণ্ডের কারণে ন্ধ পাঠ-২ : রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. বাংলাদেশের জনসংখ্যার বিরাট অংশ কী? (জ্ঞান) ক তরুণ  শিশু গ প্রবীণ ঘ কিশোর ৩১. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?  ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার খ ১,৪৮,৫৭০ বর্গকিলোমিটার গ ১,৪৪,৫৭০ বর্গকিলোমিটার ঘ ১,৪৫,৫৭০ বর্গকিলোমিটার ৩২. ১৯৭১ সালে স্বাধীনতা লাভের মধ্য দিয়ে বাংলাদেশ কী অর্জন করেছে? (জ্ঞান) ক ভ‚খণ্ড খ সরকার গ জনসমষ্টি  সার্বভৌমত্ব ৩৩. জনাব কবির বাংলাদেশের নাগরিক। তার দেশের সরকারব্যবস্থা কীরূপ? (প্রয়োগ)  মন্ত্রিপরিষদ শাসিত খ সংসদ সচিবালয় শাসিত গ রাষ্ট্রপতি শাসিত ঘ রাজা শাসিত ৩৪. সরকার জনগণ দ্বারা নির্বাচিত হওয়া উত্তম কেন? (অনুধাবন)  জনগণের সার্বভৌম ক্ষমতার কারণে খ জনগণ ক্ষমতাহীন বলে গ সরকারের সার্বভৌম ক্ষমতার কারণে ঘ সরকারের ক্ষমতা হ্রাস করার জন্য ৩৫. জনসংখ্যার দিক থেকে বিশ্বের কততম বৃহত্তম দেশ বাংলাদেশ? [যশোর জিলা স্কুল] ক পঞ্চম খ সপ্তম  অষ্টম ঘ নবম ৩৬. বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র কেন? (উচ্চতর দক্ষতা)  ৭১-এ স্বাধীনতা লাভের জন্য খ ৬৯-এ গণঅভুত্থানের জন্য গ ৭২-এ সংবিধান রচনার জন্য ঘ ৭০-এ নির্বাচনে জয় লাভের জন্য ৩৭. বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? [শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]  ১৯৭১ খ ১৯৭৫ গ ১৯৮১ ঘ ১৯৯০ ৩৮. বাংলাদেশের সরকার পরিচালিত হয় কোন প্রক্রিয়ায়? (জ্ঞান) ক রাজতান্ত্রিকভাবে খ সমাজতান্ত্রিকভাবে  গণতান্ত্রিকভাবে ঘ একনায়কতান্ত্রিকভাবে ৩৯. জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কী বলা হয়? (অনুধাবন) ক সমাজতান্ত্রিক সরকার খ একনায়কতান্ত্রিক সরকার গ রাজতান্ত্রিক সরকার  গণতান্ত্রিক সরকার ৪০. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? [উদয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা] ক ১৯৭১ সালের মার্চ  ১৯৭১ সালের এপ্রিল গ ১৯৭১ সালের মে ঘ ১৯৭১ সালের জুন ৪১. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? (জ্ঞান) ক পশ্চিমে খ উত্তরে  পূর্বে ঘ দক্ষিণে ৪২. বাংলাদেশের জনসংখ্যার প্রায় কতভাগ পুরুষ? (জ্ঞান)  ১২ খ ১৩ গ ১৪ ঘ ১৫ ৪৩. বাংলাদেশের দক্ষিণে কী রয়েছে? (জ্ঞান) ক টেকনাফ খ সেন্টমার্টিন  বঙ্গোপসাগর ঘ কক্সবাজার ৪৪. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত? (জ্ঞান) ক বঙ্গোপসাগর খ মেঘালয়  পশ্চিমবঙ্গ ঘ মিজোরাম ৪৫. ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের ফলে মূলত কী হয়? (উচ্চতর দক্ষতা)  সার্বভৌম ক্ষমতা লাভ হয় খ সরকারের স্বীকৃতি লাভ হয় গ আওয়ামী লীগ

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি

সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি  বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১ ও ২ : অর্থনৈতিক জীবনধারা º বোর্ড বই, পৃষ্ঠা-৫৪ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কোন ধরনের কাজকে অর্থনৈতিক জীবনধারা বলে? (জ্ঞান) ক সামাজিক রীতিনীতিকে  অর্থনৈতিক কাজকর্মকে গ জ্ঞান অন্বেষণকে ঘ ধর্মীয় আচার অনুষ্ঠানকে ২. বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষের পেশা কী? ক কামার খ ব্যবসায়ী  কৃষক ঘ জেলে ৩. মাটির হাঁড়ি-পাতিল যারা তৈরি করেন তাদের কী বলা হয়? (জ্ঞান) ক কামার খ জেলে  কুমোর ঘ তাঁতি ৪. কৃষক, কামার-কুমোর, জেলে, তাঁতি প্রভৃতি পেশাজীবী কী সচল রেখেছেন? (জ্ঞান) ক গ্রামীণ প্রকৃতি  গ্রামীণ অর্থনীতি গ গ্রামীণ স¤প্রদায় ঘ গ্রামীণ সংস্কৃতি ৫. আমাদের অর্থনীতির প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত কোনটি?] ক শিল্প খ রপ্তানি গ ব্যবসা-বাণিজ্য  কৃষি ৬. দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি কীসের ওপর নির্ভরশীল? (জ্ঞান) ক শহর অর্থনীতি খ বৈদেশিক বাণিজ্য  গ্রামীণ অর্থনীতি ঘ কুটির শিল্প ৭. জাতীয় অর্থনীতির মূলভিত্তি কী? (জ্ঞান)  গ্রামীণ অর্থনীতি খ বৈদেশিক বাণিজ্য গ শহর অর্থনীতি ঘ চামড়া শিল্প ৮. বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে?  গ্রামে খ বিদেশে গ শহরে ঘ উপশহরে ৯. বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? ক এক-দ্বিতীয়াংশ  এক-তৃতীয়াংশ গ এক-চতুর্থাংশ ঘ এক পঞ্চমাংশ ১০. জাতীয় অর্থনীতিতে কাদের ভ‚মিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? (জ্ঞান)  শহুরে জনগণের খ বিদেশিদের গ গ্রামীণ জনগণের ঘ উপজাতিদের ১১. বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উৎস কী? (জ্ঞান) ক শিল্প খ বাণিজ্য  কৃষি ঘ ব্যবসা ১২. বিদেশ থেকে খাদ্য আমদানির কারণ কী? (জ্ঞান) ক অর্থের প্রাচুর্য  খাদ্যঘাটতি পূরণ গ ভবিষ্যতের জন্য সঞ্চয় ঘ ব্যবসায়িক কারণ ১৩. ভাসমান মানুষেরা ফুটপাতে রাত কাটায় কেন? (অনুধাবন)  আবাসনের অভাব খ অবসর বিনোদনের জন্য গ স্বভাববশত ঘ অভিজ্ঞতা অর্জনের জন্য ১৪. বাংলাদেশের বন্দরনগরী কোনটি? ক ঢাকা  চট্টগ্রাম গ সিলেট ঘ খুলনা ১৫. গ্রামের মানুষ শহরের মানুষের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল কেন? (অনুধাবন)  মৌলিক চাহিদা পূরণের জন্য খ খাদ্য ঘাটতি পূরণের জন্য গ উন্নত কৃষি জ্ঞান অর্জনের জন্য ঘ কৃষি সরঞ্জামের জন্য ১৬. গ্রামীণ অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে কোনটি?(অনুধাবন) ক সার খ কীটনাশক  প্রযুক্তি ঘ উন্নত বীজ ১৭. গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কমে যাওয়ার কারণ কী? (অনুধাবন)  নগরায়ন খ কৃষি অর্থায়ন গ বনায়ন ঘ শিক্ষার প্রসার ১৮. দেশে দুর্ভিক্ষের কারণ কী হতে পারে? (জ্ঞান)  খাদ্য ঘাটতি খ অর্থনৈতিক সমস্যা গ আমদানি সমস্যা ঘ রাজনৈতিক সমস্যা ১৯. গ্রামের মানুষের জীবিকার প্রধান অবলম্বন কী? (জ্ঞান) ক ব্যবসা খ মাছ চাষ  কৃষি ঘ শ্রমিক ২০. গ্রামাঞ্চলের মানুষ সংসারের দরকারি চাহিদা পূরণ করে কীভাবে? (অনুধাবন) ক ছোটখাটো ব্যবসা পরিচালনা করে খ উৎপাদিত কৃষিজ পণ্য বাজারে বিক্রি করে গ উৎপাদিত খাদ্য শহরে যোগান দিয়ে  গ্রামীণ অর্থনীতিকে সচল রেখে ২১. বাংলাদেশকে কৃষিনির্ভর দেশ বলা হয় কেন? ক দেশের অধিকাংশ লোক তাঁতি খ দেশের অধিকাংশ লোক ব্যবসায়ী গ দেশের অধিকাংশ লোক জেলে  দেশের অধিকাংশ লোক কৃষিজীবী ২২. শিল্পের কাঁচামালের প্রধান উৎস আমরা কোথা থেকে পাই? (অনুধাবন)  কৃষিখাত থেকে খ ব্যবসায়-বাণিজ্য থেকে গ সেবাখাত থেকে ঘ অবকাঠামো নির্মাণ থেকে ২৩. কৃষকেরা নিজেদের খাদ্য চাহিদা পূরণের পর কাদের জন্য খাদ্য জোগান দেন? (জ্ঞান) ক বিদেশিদের খ উপজাতিদের  দেশবাসীর ঘ শহরবাসীর ২৪. মাসুদ নারায়ণগঞ্জে চাকরি করে। তার চাকরির শহরটিকে কোন ধরনের শহর হিসেবে আখ্যায়িত করা হয়? (প্রয়োগ) ক বন্দরনগরি খ বেকারত্ব শহর গ ঘনবসতি শহর  শিল্পশহর ২৫. গ্রামের লোকেরা শহরের লোকদের কী জোগান দেন? (জ্ঞান) ক শিল্পপতি  শ্রমিক গ ব্যবসায়ী ঘ চাকরিজীবী ২৬. কৃষক ছাড়াও গ্রামে আর কোন স¤প্রদায়ের লোক বাস করে? (জ্ঞান)  জেলে খ উপজাতি গ শিল্পপতি ঘ ব্যবসায়ী ২৭. বর্তমানে কৃষিতে কী ব্যবহৃত হচ্ছে? (জ্ঞান)  উচ্চফলনশীল বীজ খ দক্ষ জনশক্তি গ জৈব প্রযুক্তি ঘ কাঠের লাঙল ২৮. খাদ্য ঘাটতি পূরণে আমদানি করতে ব্যর্থ হলে কী ঘটবে? (জ্ঞান)  দুর্ভিক্ষ খ রাজনৈতিক অস্থিতিশীলতা গ অর্থনৈতিক অস্থিতিশীলতা ঘ গৃহযুদ্ধ ২৯. দেশে খাদ্য ঘাটতি হলে করণীয় কী? (অনুধাবন)  খাদ্য আমদানি খ ত্রাণের আবেদন গ খাদ্য রপ্তানি ঘ বৈদেশিক সাহায্যের আবেদন ৩০. সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত হলো কৃষি। তা সত্তে¡ও আমাদের দেশের কৃষিÑ (প্রয়োগ) ক উন্নত খ উৎপাদনশীল  অবহেলিত ঘ বাণিজ্যিক ৩১. শিল্প-বাণিজ্যের মতো কোন বিষয়টি গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল? (অনুধাবন) ক শিক্ষা খ মৎস্য উৎপাদন  জনগণের কর্মসংস্থান ঘ আমদানি রপ্তানি বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. কৃষি কাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ [ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, খিলগাঁও, ঢাকা] র. জেলে রর. কুমোর ও ছুতার ররর. তাঁতী ও কামার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৩. বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে [যশোর জিলা স্কুল] র. কৃষি ও শিল্পের ওপর রর. ব্যবসা ও বাণিজ্যের ওপর ররর. সরকারের ওপর নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৪. বর্তমানে আমাদের দেশের কৃষিতে ব্যবহার হচ্ছে [খুলনা জিলা স্কুল] র. আধুনিক যন্ত্রপাতি রর. সার ররর. কীটনাশক নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৫. গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কমে এসেছেÑ (উচ্চতর দক্ষতা) র. শিল্পায়নের ফলে রর. ব্যবসা-বাণিজ্যের ফলে ররর. নগরায়নের ফলে নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও ররর ঘ রর ও ররর ৩৬. গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের ওপর নির্ভরশীল- [মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা] র. লেখাপড়ার জন্য রর. কর্মসংস্থানের জন্য ররর. চিত্তবিনোদনের জন্য নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৭. গ্রামের লোকদের শহরে আসার মূল কারণ- (উচ্চতর দক্ষতা) র. উন্নত জীবন ব্যবস্থা রর. শিল্পায়ন ররর. কৃষিদ্রব্য বিক্রয় নিচের কোনটি সঠিক? ক র  র ও রর গ রর ও ররর ঘ র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও : রহিম একজন ভ‚মিহীন কৃষক। এ বছর বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সে অভাবের তাড়নায় সপরিবারে খুলনা শহরে পাড়ি জমায়। সে ও তার স্ত্রী একটি গার্মেন্টসে চাকরি নেয়। ৩৮. রহিমের সপরিবারে খুলনা শহরে গমন কীসের ইঙ্গিত বহন করে? (প্রয়োগ)  শহরমুখী নির্ভরশীলতা খ অভাব অনটন গ গ্রামের প্রাকৃতিক দুর্যোগ ঘ উন্নত জীবনের আকাক্সক্ষা ৩৯. রহিমের শহর গমনের মূল কারণ কী? (উচ্চতর দক্ষতা) ক কর্মসংস্থানের অভাব  খাদ্য ঘাটতি গ বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা ঘ ফসলের ক্ষতি ন্ধ পাঠ-৩ : বাংলাদেশের অর্থনীতির

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলা মানুষ জাতি

মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত বহুনির্বাচনি প্রশ্নোত্তর  ন্ধ কবি পরিচিতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১৮৮১  ১৮৮২ গ ১৮৮৩ ঘ ১৮৮৪ ২. সত্যেন্দ্রনাথ দত্তের গ্রামের নাম কোনটি? (জ্ঞান)  নিমতা খ দহগ্রাম গ বাঁশখালী ঘ কুমারখালী ৩. সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান? (জ্ঞান)  চলি­শ খ পঞ্চাশ গ ত্রিশ ঘ ষাট ৪. বাংলা কবিতার ক্ষেত্রে ‘ছন্দের জাদুকর’ কাকে বলা হয়? ক জসীমউদ্দীনকে খ কামিনী রায়কে গ রবীন্দ্রনাথ ঠাকুরকে  সত্যেন্দ্রনাথ দত্তকে ৫. জীবনের শুরুতে সত্যেন্দ্রনাথ দত্ত কোন পেশায় জড়িত ছিলেন? (জ্ঞান) ক ওকালতি  ব্যবসা গ সাংবাদিকতা ঘ সরকারি চাকুরে ৬. সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবসা ছেড়ে কীসে আত্মনিয়োগ করেন? (জ্ঞান)  সাহিত্য সাধনায় খ সাংবাদিকতায় গ গবেষণায় ঘ ব্যক্তিগত কাজে ৭. সত্যেন্দ্রনাথ দত্ত সমধিক পরিচিত কীসে? (জ্ঞান) ক নাটকে খ উপন্যাসে গ প্রবন্ধে  কবিতায় ৮. সত্যেন্দ্রনাথ দত্তের সম্পর্ক আছে কোন কাব্য গ্রন্থের? [কুমিল্লা জিলা স্কুল] ক বনলতা সেন  বেণু ও বীণা গ গীতাঞ্জলি ঘ অগ্নি-বীণা ৯. ‘মানুষ জাতি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (জ্ঞান)  অভ্র আবীর খ কুহু ও কেকা গ বেণু ও বীণা ঘ জলের লিখন ১০. ‘মানুষ জাতি’ কবিতাটির মূল নাম কী ছিল? (জ্ঞান)  জাতির পাঁতি খ মানব জাতি গ জাতের ভেদ ঘ বর্ণবাদ ১১. ‘বেণু ও বীণা’ কোন ধরনের সাহিত্যকর্ম? [সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নওগাঁ] ক উপন্যাস  কাব্যগ্রন্থ গ নাটক ঘ প্রবন্ধ ১২. সত্যেন্দ্রনাথ দত্ত ‘ছন্দের জাদুকর’ হিসেবে খ্যাতি লাভ করেন কেন? (অনুধাবন)  বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লেখার জন্য খ বৈচিত্র্যপূর্ণ ছন্দে প্রণয়ন করার জন্য গ সর্বপ্রথম ছন্দের কবিতা লেখার জন্য ঘ তার সব কবিতা ছন্দপূর্ণ হওয়ার জন্য বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৩. সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার বৈশিষ্ট্য- (অনুধাবন) র. ছন্দ বৈচিত্র্য রর. আরবি ফারসি শব্দের ব্যবহার ররর. বাংলা ছন্দের সুদক্ষ কারিগর নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ১৪. সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কিত সঠিক তথ্য হলো (অনুধাবন) র. তিনি একজন অনুবাদক রর. তিনি একজন ঔপন্যাসিক ররর. তিনি ছন্দের জাদুকর নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ন্ধ মূলপাঠ º বোর্ড বই, পৃষ্ঠা ৬২ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৫. ‘মানুষ জাতি’ কবিতায় কীসের জন্য যুঝির বা সংগ্রাম করার কথা বলা হয়েছে? (জ্ঞান) ক দেশের জন্য খ খাদ্যের জন্য  বাঁচার জন্য ঘ মানুষের জন্য ১৬. ‘মানুষ জাতি’ কবিতার কবির নাম কী? (জ্ঞান) ক সত্যেন সেন  সত্যেন্দ্রনাথ দত্ত গ সুকুমার রায় ঘ অমর্ত্য সেন ১৭. মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ কী হয়? (জ্ঞান) [কুষ্টিয়া জিলা স্কুল] ক টিকেট থাকে খ স্থায়ী হয় গ শেষ হয়ে যায়  ধুলায় লোটে ১৮. বেঁচে থাকার জন্য আমরা কী বাঁধি? (জ্ঞান) ক দোসর  বাসর গ জল ঘ ডাঙ্গা ১৯. জলে ডোবার সময় কী পেলে আমরা বেঁচে যাই? (জ্ঞান) ক খড়কুটো খ বন্ধু  ডাঙা ঘ খাবার ২০. কালো আর ধলো মানুষের কোথাকার রং? (জ্ঞান) ক ভিতরের  বাইরের গ মনের ঘ মুখের ২১. বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র এগুলো কী ধরনের জাতিভেদ? (জ্ঞান) ক প্রধান খ আসল গ অকৃত্রিম  কৃত্রিম ২২. দুনিয়া সব মানুষেরই কী? (জ্ঞান) ক বাসস্থান খ অধিকার  জনম-বেদি ঘ মরণ-বেদি ২৩. ‘জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙা’- কবি এখানে ‘বাঁচি’ শব্দটির মাধ্যমে কী বুঝিয়েছেন? (অনুধাবন) ক বেঁচে থাকা  স্বস্তি পাওয়া গ শান্তি পাওয়া ঘ নতুন আশায় বুক বাঁধা ২৪. ‘ভিতরে সবার সমান রাঙা’ – এখানে কবি ‘রাঙা’ শব্দটি দ্বারা কী বুঝিয়েছেন? (অনুধাবন)  সবার রক্তই লাল খ সবার মনে একই রং গ সবার মনে একই সৌন্দর্য ঘ সবার ভেতরেই রঙের ছড়াছড়ি ২৫. ‘বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ’- কবি এখানে ‘বাহিরের ছোপ’ শব্দটি কেন ব্যবহার করেছেন? (অনুধাবন) ক মানুষের বাহ্যিক রূপ বোঝাতে  মানুষের শরীরের রঙের পার্থক্য বোঝাতে গ মানুষের মুখোশ বোঝাতে ঘ মানুষের চেহারা বোঝাতে ২৬. ‘বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র’ এসবের মধ্যে ভেদ না থাকার কারণ কী? (অনুধাবন) ক সব মানুষের ধর্ম এক  জগৎজুড়ে মানুষের একটাই জাতি গ পৃথিবীতে সব মানুষের অবস্থান এক ঘ সব মানুষের মানসিকতা এক ২৭. ‘কৃত্রিম ভেদ’ বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন) ক পৃথিবীতে মানুষের তৈরি বর্ণপ্রথা খ পৃথিবীতে মানুষের অবস্থান গ মানুষে মানুষে সাবলীল ভেদ  মানুষের সঙ্গে মানুষের তৈরি পার্থক্য ২৮. বামুন কোন ধর্মের জাত? (জ্ঞান) ক মুসলিম খ বৌদ্ধ গ খ্রিষ্টান  সনাতন ২৯. ‘কালো আর ধলো বাহিরে কেবল’ উক্তিটির তাৎপর্য কী? ক মানুষের চেহারা আলাদা খ মানুষের মুখের রং ভিন্ন গ মানুষের গায়ের রং কালো ও ফরসা  মানুষের বাহ্যিক সৌন্দর্যটাই মূল কথা নয় ৩০. “দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারি জনম-বেদি” এ কথাটির দ্বারা লেখক কী বুঝিয়েছেন? (উচ্চতর দক্ষতা) ক মানুষ সবাই সমান  সব মানুষেরই জš§ক্ষেত্র পৃথিবী গ মানুষের মধ্যে ভ্রাত্বত্ববোধ প্রতিষ্ঠিত ঘ মানুষ পৃথিবীর সবার সেরা ৩১. “বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে” উক্তিটির মাধ্যমে কোন ভাব ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা) ক মানুষে মানুষে ভেদাভেদ চিরস্থায়ী খ মানুষে মানুষে সম্পর্ক চিরস্থায়ী  মানুষে মানুষে ভেদাভেদ ক্ষণস্থায়ী ঘ মানুষে মানুষে সম্পর্ক ক্ষণস্থায়ী বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. পৃথিবীর সব মানুষ যা সমান ভাবে উপলব্ধি করতে পারে তা বুঝাতে প্রযোজ্য (অনুধাবন) র. শীত ও তাপ রর. ক্ষুধার জ্বালা ররর. তৃষ্ণার জ্বালা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৩. সবার ভিতরে একই রকম ‘রাঙা’ বলতে কবি বুঝিয়েছেন (অনুধাবন) র. সবাই লাল রং পছন্দ করে রর. সকলের রক্তের রং লাল ররর. মানুষের অভ্যন্তরীন মাঝে কোনো ভেদাভেদ নেই নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৩৪. বাইরে কালো আর ধলো হলেও সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলো- (উচ্চতর দক্ষতা) র. ভেতরে সবারই সমান রঙিন রর. ভিতরের রং পলকে ফোটে ররর. কৃত্রিম ভেদ ধুলায় লোটে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৫. মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ সৃষ্টি হয়- (অনুধাবন) র. ধর্মের ভিন্নতায় রর. বর্ণের পার্থক্য ররর. রক্তের পার্থক্য নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৬. ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’ বলতে কবি প্রকৃতপক্ষে যে ধারণা দিয়েছেন- (অনুধাবন) র. একই পৃথিবীর স্নেহ ছায়ায় প্রতিপালিত হওয়া রর. একই জগতের আলো-বাতাসে বেড়ে ওঠা ররর. একই মায়ের দুধ পান করে বেড়ে ওঠা নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর

ষষ্ঠ শ্রেণির বাংলা মানুষ জাতি Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি

ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি বিষয়-সংক্ষেপ সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ নেয়। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য আরও কত কি। ফলে রচিত হয় সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। বহুনির্বাচনি প্রশ্নোত্তর  বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১ : সংস্কৃতির ধারণা º বোর্ড বই, পৃষ্ঠা-৪৮ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কোনটি কাজে লাগিয়ে মানুষ তার প্রয়োজন মেটাচ্ছে? (জ্ঞান) ক ধর্ম খ নাচ গ শিক্ষা  প্রকৃতি ২. কোনটির মাধ্যমে মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে? (প্রয়োগ) ক রাজনীতি  সংস্কৃতি গ অর্থনীতি ঘ সামাজিক ৩. মানুষ খাদ্যগ্রহণ করে কেন? (অনুধাবন)  বেঁচে থাকার জন্য খ মারা যাওয়ার জন্য গ মানুষ হওয়ার জন্য ঘ সুখী হওয়ার জন্য ৪. বর্তমানে বেশিরভাগ মানুষ কীসে লেখালেখির কাজ করে? (অনুধাবন) ক পাথরে খ পাতায়  কম্পিউটারে ঘ মাটিতে ৫. কাগজ-কলম টাইপরাইটার  কম্পিউটার উক্ত ছকে কোনটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)  সংস্কৃতি খ আবিষ্কার গ লিখন পদ্ধতি ঘ কাজের গতি ৬. হুমায়ুন আহমেদ তার চিন্তা-ভাবনা ও প্রজ্ঞা দিয়ে মিছির আলি চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। তার লেখায় সংস্কৃতির কোন বিষয়টি প্রকাশ পয়েছে? (উচ্চতর দক্ষতা)  অবস্তুগত খ বস্তুগত গ চরিত্রগত ঘ মানবীয় ৭. সংস্কৃতি কয় প্রকার? (জ্ঞান)  ২ খ ৩ গ ৪ ঘ ৫ ৮. বাড়িঘর কোন ধরনের সংস্কৃতি? (জ্ঞান) ক অবস্তুগত  বস্তুগত গ ধর্মীয় ঘ ভাষাগত ৯. অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি? (জ্ঞান) ক বাড়িঘর খ আসবাবপত্র  কম্পিউটার সফটওয়্যার ঘ যানবাহন ১০. ইংরেজি ঈঁষঃঁৎব শব্দের অর্থ কী? (জ্ঞান) ক গান খ নাচ  সংস্কৃতি ঘ খেলাধুলা ১১. সৌরভের মা সকালে আলু, কুমড়া, পটল ইত্যাদি চাল ও ডালের সাথে মিশিয়ে এক প্রকার সুস্বাদু খিচুড়ি তৈরি করে সবাইকে খাওয়ান। তার এ কাজটির পরিচয় কী? (প্রয়োগ)  সংস্কৃতি খ অপসংস্কৃতি গ পরিবেশ ঘ যোগ্যতা বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. কম্পিউটারের সফটওয়্যার দ্বারা যে বৈশিষ্ট্য প্রকাশ পায়- (উচ্চতর দক্ষতা) র. বস্তুগত সংস্কৃতি রর. অবস্তুগত সংস্কৃতি ররর. অপসংস্কৃতি নিচের কোনটি সঠিক? ক র  রর গ র ও ররর ঘ রর ও ররর ১৩. আদিমকালে মানুষ লিখত (অনুধাবন) র. পাথর খোদাই করে রর. গাছের ছালে ররর. পাতায় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ১৪. মানুষের আনন্দ বিনোদনের জন্য তৈরি হয়েছে (প্রয়োগ) র. নাচ রর. সাহিত্য ররর. পড়াশোনা নিচের কোনটি সঠিক?  র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : আসিফ ষষ্ঠ শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে এখন কম্পিউটারে গান- বাজনা, লেখালেখির কাজ ও ছবি আঁকে। ১৫. অনুচ্ছেদে লেখালেখির এ পদ্ধতি কীসের অংশ? (প্রয়োগ) ক অর্থনীতির  সংস্কৃতির গ রাজনীতির ঘ খাদ্যাভ্যাসের ১৬. লেখালেখির উক্ত পদ্ধতির আগে মানুষ ব্যবহার করত (উচ্চতর দক্ষতা) র. কাগজ রর. পেনসিল ররর. কলম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ রর ও ররর  র ও ররর ঘ র, রর ও ররর ন্ধ পাঠ-২ : বাংলাদেশের সংস্কৃতির উপাদান সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. সংস্কৃতির কিছু উপাদান আমরা খালি চোখে দেখি এবং ধরতে পারি। তাদেরকে কী উপাদান বলে? (প্রয়োগ)  বস্তুগত খ অবস্তুগত গ স্থির ঘ অপরিবর্তনীয় ১৮. বাড়িঘর তৈরির জ্ঞান ও কৌশল কোন ধরনের সাংস্কৃতিক উপাদান?(অনুধাবন) ক সামাজিক খ রাজনৈতিক  অবস্তুগত ঘ অর্থনৈতিক ১৯. মানুষ কেন বস্তুগত সংস্কৃতির সৃষ্টি করেছে? (অনুধাবন)  নিজস্ব প্রয়োজনে খ সামাজিক প্রয়োজনে গ অন্যের প্রয়োজনে ঘ অকল্যাণের জন্য ২০. বস্তুগত সংস্কৃতি কোনটি বহন করে? (অনুধাবন) ক সাংস্কৃতিক বিনাশ  সাংস্কৃতিক ঐতিহ্য গ সংস্কৃতির উত্থান ঘ সংস্কৃতির পতন ২১. সাংস্কৃতিক উপাদান কত দিন স্থায়ী হয়? (জ্ঞান) ক কয়েক দশক খ কয়েক যুগ  শত শত বছর ঘ হাজার হাজার বছর ২২. বর্ণমালা ও ভাষা কোন ধরনের সাংস্কৃতিক উপাদান? (জ্ঞান) ক বস্তুগত  অবস্তুগত গ নিরপেক্ষ ঘ অসামাজিক ২৩. বস্তুগত ও অবস্তুগত সাংস্কৃতিক উপাদানের মধ্যে সম্পর্ক কেমন? (অনুধাবন) ক বিচ্ছিন্ন খ সুদুর প্রসারি  অবিচ্ছিন্ন ঘ স্থির ২৪. সৌরভা পোদ্দার জাদুঘরে গিয়ে শতবছরের পুরনো বস্তুগত সংস্কৃতির উপাদান দেখতে পেল। এতে সে কী ধারণা পেতে পারে? (উচ্চতর দক্ষতা)  পুরনো মানুষের পুরনো সংস্কৃতি খ পুরনো মানুষের অপসংস্কৃতি গ পুরনো মানুষের আধুনিক সংস্কৃতি ঘ আধুনিক মানুষের অপসংস্কৃতি বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৫. নকশি কাঁথায় ফুটে উঠেছে- (উচ্চতর দক্ষতা) র. এদেশের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ রর. নারীদের শিল্পগুণ ররর. বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৬. সংস্কৃতির উপাদানের প্রকারভেদ হলো (অনুধাবন) র. স্থির উপাদান রর. বস্তুগত উপাদান ররর. অবস্তুগত উপাদান নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ২৭. সংস্কৃতির অদৃশ্যমান উপাদানসমূহ হলো (অনুধাবন) র. ধর্মীয় বিশ্বাস রর. ভাষা ররর. আদর্শ ও মূল্যবোধ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : জাবেদ ছুটির দিন জাতীয় জাদুঘরে যায়। জাদুঘর ঘুরে সে বিভিন্ন পোড়ামাটির ফলক, নকশি কাঁথা ও চাষাবাদের বিভিন্ন উপকরণ দেখতে পায়। এ সমস্ত উপাদানসমূহ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। ২৮. অনুচ্ছেদে উল্লিখিত নকশি কাঁথার নকশাগুলো কোন ধরনের উপাদান? (প্রয়োগ) ক বস্তুগত খ পুরোনো গ আধুনিক  অবস্তুগত ২৯. বস্তুগত উপাদানের উদাহরণ হলো (উচ্চতর দক্ষতা) র. বইপত্র রর. খাবার ররর. যানবাহন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ন্ধ পাঠ-৩ ও ৪ : বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. বাংলাদেশের ভ‚মি কেমন? (জ্ঞান) ক অনুর্বর  উর্বর গ পতিত ঘ বালুময় ৩১. এদেশের উর্বর ভ‚মি মানুষকে কী হতে সাহায্য করেছে? (অনুধাবন)  কৃষিজীবী খ শিল্পপতি গ রাজনীতিবিদ ঘ জেলে ৩২. নানা জাতের মানুষ ও তাদের জীবনাচরণ এদেশের সংস্কৃতিকে কী করেছে? (অনুধাবন) ক ভঙ্গুর খ এলোমেলো  সমৃদ্ধ ঘ ঠিকানাবিহীন ৩৩. কোন ব্যবস্থাকে ঘিরে মানুষের আচার-আচরণ গড়ে উঠেছে? (প্রয়োগ)  কৃষিভিত্তিক উৎপাদন খ শিল্পভিত্তিক উৎপাদন গ নগরব্যবস্থা ঘ আন্তর্জাতিক উৎপাদন ৩৪. আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার সবচেয়ে বেশি? (অনুধাবন) ক হিরার খ মণি-মুক্তার গ স্বর্ণের  মাটির ৩৫. কীসে গাছপালা ও জলাশয়ের অবদান বেশি? (অনুধাবন) ক চিকিৎসায় খ বস্ত্রে  খাদ্যে ঘ বাসস্থানে ৩৬. কীসের মাধ্যমে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসে? (অনুধাবন) ক জারিগানে খ লোকগানে গ

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলা সুখ

সুখ কামিনী রায়  কবি পরিচিতি নাম প্রকৃত নাম : কামিনী রায়; ছদ্মনাম : জনৈক বঙ্গমহিলা। জন্ম পরিচয় জন্ম : ১৮৬৪ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : বাখরগঞ্জ (বর্তমান বরিশাল) জেলার বাসণ্ডা গ্রাম। পিতৃপরিচয় পিতা : চণ্ডীচরণ। শিক্ষা জীবন ১৮৮৬ খ্রিষ্টাব্দে কলকাতা বেথুন কলেজ থেকে সংস্কৃত অনার্সসহ বিএ পাস করেন। পেশা/কর্মজীবন কলকাতার বেথুন কলেজে অধ্যাপনা করেন। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : আলো ও ছায়া, নির্মাল্য, পৌরাণিকী, গুঞ্জন, অশোক-সংগীত, দীপ ও ধূপ এবং জীবনপথে। পুরস্কার ও সম্মাননা সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘জগত্তারিণী’ পদকে সম্মানিত হন। জীবনাবসান ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩ খ্রিষ্টাব্দ কলকাতায়।  বহুনির্বাচনি প্রশ্নোত্তর  বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ কবি পরিচিতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কামিনী রায় কোন শতকের কবি? (জ্ঞান)  উনিশ খ বিশ গ একুশ ঘ একবিংশ ২. কামিনী রায় কত বছর আগে সাহিত্যচর্চা করে গেছেন? (জ্ঞান)  প্রায় ১০০ বছর খ প্রায় ৫০ বছর গ প্রায় ৭০ বছর ঘ প্রায় ১৫০ বছর ৩. কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন? (জ্ঞান) ক কবি শেখর খ কবিকঙ্কণ  জনৈক বঙ্গমহিলা ঘ জনৈক ভদ্রমহিলা ৪. কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী? (জ্ঞান)  আলো ও ছায়া খ কুহু ও কেকা গ মেঘ ও রৌদ্র ঘ পুতুলের বিয়ে ৫. ‘সুখ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (জ্ঞান) ক কড়ি ও কোমল  আলো ও ছায়া গ পুতুলের বিয়ে ঘ কুহু ও কেকা ৬. কামিনী রায়ের কত বছর বয়সে ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? (জ্ঞান) ক ৯  ১৫ গ ২৫ ঘ ৩০ ৭. ‘নির্মাল্য’ কাব্যটি কে লিখেছেন? (জ্ঞান) ক সুফিয়া কামাল খ বেগম রোকেয়া  কামিনী রায় ঘ ফজিলাতুন্নেছা ৮. কামিনী রায় কোন পদক লাভ করেন? (জ্ঞান) ক বাংলা একাডেমি পদক  জগত্তারিণী পদক গ একুশে পদক ঘ আদমজি পদক ৯. কোন বিশ্ববিদ্যালয় কামিনী রায়কে জগত্তারিণী পদক প্রদান করে? (জ্ঞান) ক ঢাকা বিশ্ববিদ্যালয় খ রাজশাহী বিশ্ববিদ্যালয়  কলকাতা বিশ্ববিদ্যালয় ঘ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ১০. কামিনী রায় কোন বিষয়ে জগত্তারিণী পদক লাভ করেন? (জ্ঞান) ক সংগীত সাধনায় খ নাট্যচর্চায়  সাহিত্য সাধনায় ঘ শিল্পকলায় ১১. কামিনী রায়ের জন্ম কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)  ১৮৬৪ খ ১৮৬৫ গ ১৮৬৬ ঘ ১৮৬৭ ১২. কামিনী রায় বর্তমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)  বরিশাল খ নোয়াখালী গ ফেনী ঘ গোপালগঞ্জ ১৩. কামিনী রায়ের গ্রামের নাম কী ছিল? (জ্ঞান) ক বাঁশখালি খ বাঁশদাহ  বাসণ্ডা ঘ সোনারং ১৪. ‘দীপ ও ধূপ’ কাব্যটি কার লেখা? (জ্ঞান)  কামিনী রায়ের খ সুফিয়া কামালের গ বেগম রোকেয়ার ঘ জাহানারা ইমামের ১৫. কামিনী রায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)  ১৯৩৩ খ ১৯৪৩ গ ১৯৫৩ ঘ ১৯৬৬ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৬. কামিনী রায়ের কবিতায় যে পরিচয় পাওয়া যায় (অনুধাবন) র. জীবনের মহৎ আদর্শের রর. মানব সৃষ্টির উদ্দেশ্যের ররর. উপদেশের নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৭. কামিনী রায়ের কবিতা (প্রয়োগ) র. সহজ-সরল রর. সাবলীল ররর. প্রাঞ্জল নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ন্ধ মূলপাঠ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৮. কবি কোন বেশে রণে যেতে বলেছেন? (জ্ঞান)  বীরবেশে খ রুদ্র বেশে গ সাহসী বেশে ঘ ছদ্মবেশে ১৯. কবি পরের কারণে কী করতে বলেছেন? (জ্ঞান) ক জীবন দিতে  স্বার্থ বলি দিতে গ সাহায্য করতে ঘ ঐশ্বর্য দান করতে ২০. কবি মানুষকে কার কথা ভুলে যেতে বলেছেন? (জ্ঞান)  আপনার খ পরের গ বিধির ঘ আত্মীয়স্বজনের ২১. কার কারণে মরণেও সুখ? (জ্ঞান) ক নিজের ˜ পরের গ বিধির ঘ আত্মীয়-স্বজনের ২২. কবি মানুষকে ‘সুখ’ ‘সুখ’ করে কী করতে বারণ করেছেন? (জ্ঞান) ক আনন্দ করতে  কাঁদতে গ আশা করতে ঘ চিন্তা করতে ২৩. কবির ভাষায় মানুষ কী করলে হৃদয়ের ভার বাড়বে? (জ্ঞান)  কাঁদলে খ হাসলে গ কষ্ট পেলে ঘ সুখ পেলে ২৪. কবির ভাষায় প্রত্যেকে মোরা কার তরে? (জ্ঞান) ক প্রত্যেকের  পরের গ আপনার ঘ বিধাতার ২৫. ‘যে জিনিবে সুখ লভিবে সে-ই’Ñ এখানে কীসে জিনিবে? (অনুধাবন) ক সশস্ত্র সংগ্রামে  জীবন সংগ্রামে গ যুদ্ধ ময়দানে ঘ কঠিন পরীক্ষায় ২৬. ‘না সৃজিলা বিধি কাঁদাতে নরে’এ কথাটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? (অনুধাবন)  বিধাতা শুধু দুঃখ দেয়ার জন্য মানুষ সৃষ্টি করেননি খ বিধাতা শুধু হাসানোর জন্য মানুষ সৃষ্টি করেননি গ বিধাতা শুধু কাঁদানোর জন্য মানুষ সৃষ্টি করেননি ঘ বিধাতা শুধু সুখ দেয়ার জন্য মানুষ সৃষ্টি করেননি ২৭. ‘যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে’ কথাটির দ্বারা কবি মানুষের কোন অবস্থাকে বুঝিয়েছেন? (অনুধাবন) ক স্বাভাবিক অবস্থা খ অস্বাভাবিক অবস্থা  অত্যন্ত দুঃখময় অবস্থা ঘ অপ্রত্যাশিত অবস্থা ২৮. ‘না-,না-,না-, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য’ উক্তিটির দ্বারা কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন) ক জীবনের পথ অনেক বিস্তৃত ও মহৎ ˜ জীবন শুধু দুঃখময় নয় সুখও আছে গ জীবনে সুখ দুঃখ পাশাপাশি অবস্থান করে ঘ জীবনে সুখ পেতে হলে উচ্চ লক্ষ্য থাকতে হবে ২৯. ‘কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া’‘প্রশস্ত পড়িয়া’ বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন) ক জীবনের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত  জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য অনেক বিস্তৃত গ জীবনের হিসাব সহজ নয় ঘ পৃথিবীটা একটা বিরাট কার্যক্ষেত্র ৩০. সংসারকে কবি ‘সমর-অঙ্গন’ বলেছেন কেন? (অনুধাবন) ক সংসারে অনেক কিছু ছাড় দিতে হয় খ সংসার জীবন পাড়ি দেয়া অনেক কঠিন বলে  প্রতি পদে মানুষকে সংকট মোকাবিলা করতে হয় বলে ঘ সংসারে মৃত্যুর ঝুঁকি থাকে বলে ৩১. ‘যাও বীরবেশে কর গিয়া রণ’ এই ‘রণ’ বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)  সংসারের সংকট মোকাবিলা খ সংসারের যুদ্ধ মোকাবিলা গ প্রথম বিশ্বযুদ্ধ ঘ ’৭১ এর মুক্তিযুদ্ধ ৩২. নিচের কোনটিকে কবি ‘বিষাদময়’ বলে ভেবেছেন? (জ্ঞান) ক বিশ্বজগৎ খ ইহকাল  ধরা ঘ পরকাল ৩৩. ‘স্বার্থ দিয়া বলি’ বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)  নিজের স্বার্থ ত্যাগ করা খ অপরের স্বার্থ দেখা গ নিজের স্বার্থ রক্ষা করা ঘ অপরের স্বার্থ বিসর্জন দেয়া ৩৪. “এ জীবন মন সকলি দাও” বলতে কবি কী বুঝিয়েছেন? (অনুধাবন)  পরের জন্য জীবনের সব স্বার্থ ত্যাগ করা খ নিজের স্বার্থে নিজেকে বিসর্জন দেয়া গ আত্মকেন্দ্রিক হওয়া ঘ অপরের স্বার্থের প্রতি লক্ষ রাখা ৩৫. “মানুষ মানুষের জন্য” এ উক্তিটির সঙ্গে ‘সুখ’ কবিতার কোন উক্তিটির মিল রয়েছে? (প্রয়োগ)  সকলের তরে সকলে আমরা খ না সৃজিলা বিধি কাঁদাতে নরে গ পরের কারণে মরণেও সুখ ঘ আপনার কথা ভুলিয়া যাও ৩৬. ‘আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী’ ‘পরে’‘সুখ’ কবিতার এ উক্তিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ উক্তি কোনটি? (প্রয়োগ) ক সবার উপরে মানুষ সত্য খ মানুষ মানুষের জন্য গ মানুষের চেয়ে বড় কিছু নাই  পুষ্প আপনার জন্য ফোটে না ৩৭. ইমরানের ধারণা, ‘অপরের কল্যাণ সাধনের মাঝেই প্রকৃত সুখ’এ ধারণার

ষষ্ঠ শ্রেণির বাংলা সুখ Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ

পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ বিষয়-সংক্ষেপ মানুষ সামাজিক জীব। তাই সে সমাজ ছাড়া একা বাস করতে পারে না। মানুষ একে অপরের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে সমাজ গড়ে তুলেছে। বহুনির্বাচনি প্রশ্নোত্তর  বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ পাঠ-১ : সমাজের ধারণা সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে কী বলা হয়? (জ্ঞান) ˜ সমাজ খ সভ্যতা গ পরিবার ঘ সংঘবদ্ধতা ২. সাধারণভাবে একটি সমাজে কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? ˜ দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি ৩. প্রাচীনকালে মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে। এর ফলে তাদের মধ্যে কোনটি গড়ে উঠে? (উচ্চতর দক্ষতা)  পারস্পরিক নির্ভরতার মতো সম্পর্ক খ পারস্পরিক দ্ব›দ্ব গ পারস্পরিক আত্মকলহ ঘ পারস্পরিক বৈষম্য ৪. সমাজ গঠনের প্রথম ধাপ কী? ] ˜ পরিবার খ গোত্র গ সহযোগিতা ঘ স¤প্রদায় ৫. জনাব করিম মানুষের মাঝে সহানুভ‚তি ও সাহায্য-সহযোগীতার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার এ কার্যক্রম কীসের নিয়ামক? (উচ্চতর দক্ষতা)  সামাজিক সম্পর্কের খ নির্ভরশীলতার সম্পর্কের গ সহানুভ‚তির আকার ঘ পরস্পর দ্বন্ধের সমাধান ৬. সমাজ গড়ে তুলতে আদিকালের মানুষের কোন ধারণা বেশি কাজে লাগে? ক বন্ধুত্ব খ সহযোগিতা গ প্রতিযোগিতা ˜ সংঘবদ্ধতা ৭. আদিম মানুষ ধীরে ধীরে সমাজব্যবস্থা গড়ে তোলে কীভাবে? (অনুধাবন) ক বন্ধুত্ব থেকে  সংঘবদ্ধতার ধারণা থেকে গ কুসংস্কার থেকে ঘ প্রতিযোগিতার মাধ্যমে ৮. নিচের কোনটি ক্ষুদ্রতম সমাজ? (জ্ঞান) ক রাষ্ট্র খ সমিতি  পরিবার ঘ জাতি ৯. প্রাচীনকালের কোন সময় পরিবার বলতে কিছুই ছিল না? (প্রয়োগ)  সমাজ গঠনের আগে খ সমাজে বাস করার আগে গ পরিবার গঠনের পূর্বে ঘ পরিবার সংঘবদ্ধ হওয়ার পূর্বে ১০. কোন প্রাণীটি সব সময় সংঘবদ্ধ থাকে? [বনশ্রী আইডিয়াল, ঢাকা] ক কুমির খ মাছি গ সাপ  মৌমাছি ১১. মানুষ দলবদ্ধভাবে বাস করে কেন? (জ্ঞান) ক বন্ধুত্ব ও সহযোগিতার জন্য  আত্মরক্ষা ও জীবনধারণের জন্য গ সহযোগিতা ও প্রতিযোগিতার জন্য ঘ ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতার জন্য ১২. মানুষ একাকী বাস করতে পারে না কেন? (অনুধাবন)  মানুষ সামাজিক জীব খ মানুষ অসহায় গ মানুষ পরনির্ভরশীল ঘ মানুষ দুর্বল ১৩. সমাজের মূল ভিত্তি কী?  ঐক্য খ সংঘবদ্ধতা গ বন্ধুত্ব ঘ পাড়াপ্রতিবেশী ১৪. আদিকালে মানুষ কীসে উদ্বুদ্ধ হয়ে দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে?(অনুধাবন) ক প্রেমপ্রীতি, স্নেহমমতা ইত্যাদির অনুপ্রেরণায়  হিংস্র জানোয়ারের কবল থেকে আত্মরক্ষা করতে গ কৃষিকাজকে জীবিকা হিসেবে গ্রহণ করতে ঘ আগুনের ব্যবহার আয়ত্ত করতে ১৫. কোনো কাক বিপদে পড়লে সব কাক তাকে বাঁচাতে আসে কীভাবে? (অনুধাবন)  দলবেঁধে খ পৃথকভাবে গ ডাকাডাকি করে ঘ বিচ্ছিন্নভাবে ১৬. মৌমাছির আচরণের সঙ্গে মানুষের আচরণের মিল প্রকাশ পায় কোনটি? (প্রয়োগ) ক সহযোগিতা খ প্রতিযোগিতা গ সমাজবদ্ধতা  দলবদ্ধতা ১৭. মানুষ একসঙ্গে বাস করার ফলে তাদের মাঝে কী সৃষ্টি হয়? (অনুধাবন) ক শৃঙ্খলাবদ্ধ ও পরোপকারী খ প্রতিযোগিতা ও বিরোধ  বন্ধুত্ব ও সহযোগিতা ঘ দ্ব›দ্ব ও সংঘাত ১৮. মানুষ দলবদ্ধভাবে বাস করেÑএ বৈশিষ্ট্য প্রকৃতির কোন পতঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়? (প্রয়োগ) ক মশা ও মাছি ˜ উইপোকা ও মৌমাছি গ লেদাপোকা ও বিছাপোকা ঘ রেশমপোকা ও ঘাসফড়িং বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. মানুষ ছড়িয়ে পড়েছে (উচ্চতর দক্ষতা) র. পরিবার থেকে গোত্রে রর. স¤প্রদায়ে ররর. জাতিগোষ্ঠীতে নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ররর  র, রর ও ররর ২০. আদিম মানুষ সমাজবদ্ধভাবে বাস করা শুরু করেÑ (জ্ঞান) র. আহারের জন্য রর. বাসস্থানের জন্য ররর. নিরাপত্তার জন্য নিচের কোনটি সঠিক? ক র খ র ও রর গ রর ও ররর  র, রর ও ররর ২১. সমাজের ছোট ছোট প্রতিষ্ঠান হলো (প্রয়োগ) র. পরিবার রর. গোত্র, ক্লাব ররর. সমিতি নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ররর  র, রর ও ররর ২২. পিপঁড়া ও উইপোকার মতো যে আচরণটি মানুষের মধ্যে লক্ষণীয়Ñ] র. দলবদ্ধভাবে বসবাস রর. খাদ্য সংগ্রহ ররর. আত্মরক্ষা ও জীবনধারণ নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ররর  র, রর ও ররর ২৩. পরিবারে গড়ে ওঠে (প্রয়োগ) র. ব্যক্তিবর্গের বন্ধন রর. ব্যক্তিবর্গের কার্যকলাপ ররর. ব্যক্তিবর্গের জীবনধারা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৪. মানুষের সমাজে বন্ধুত্ব ও সহযোগিতার সঙ্গে রয়েছেÑ (অনুধাবন) র. পারস্পরিক দ্ব›দ্ব রর. প্রতিযোগিতা ররর. বিরোধ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৫. সুন্দরবনে হরিণ দলবদ্ধভাবে বাস করে। এ বৈশিষ্ট্য যে সমাজের মানুষের মধ্যে ছিলÑ র. আদিম সমাজে রর. প্রাচীন সমাজে ররর. আধুনিক সমাজে নিচের কোনটি সঠিক?  র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর ২৬. উইপোকার সাথে মানুষের যে বৈশিষ্ট্যের মিল রয়েছেÑ (প্রয়োগ) র. দলবদ্ধ হয়ে বাস রর. পারস্পরিক দ্ব›দ্ব ররর. সমবেতভাবে খাদ্য সংগ্রহ নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৭. একত্রে বাস করার ফলে মানুষে মানুষে সৃষ্টি হয়Ñ র. বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক রর. অর্থনৈতিক সম্পর্ক ররর. সামাজিক সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও : প্রাচীনকালে অসহায়ত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছিল। গড়ে তুলেছিল পরিবার। যার মাধ্যমে পর্যায়ক্রমে সৃষ্টি হয় বৃহত্তর সমাজ। ২৮. অনুচ্ছেদে কোনটি বর্ণিত হয়েছে? (প্রয়োগ)  সমাজ সৃষ্টির ইতিহাস খ প্রাচীন মানুষের ইতিহাস গ আদিম সমাজের ইতিহাস ঘ প্রাচীন সমাজের ইতিহাস ২৯. সমাজ সৃষ্টির উদ্দেশ্য ছিল – (উচ্চতর দক্ষতা) র. সংঘবদ্ধভাবে বসবাস রর. পরস্পর সহযোগিতা ররর. নির্ভরশীল জীবনযাপন নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ন্ধ পাঠ-২ : সমাজজীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩০. পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ক সমভ‚মি অঞ্চলে খ অববাহিকা অঞ্চলে গ মালভ‚মি অঞ্চলে  নদী তীরবর্তী অঞ্চলে ৩১. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কোন সভ্যতা বিকাশ লাভ করে? (জ্ঞান) ক রোমান খ মিশরীয় গ সিন্ধু  মেসোপটেমীয় ৩২. ফরিদপুর কীসের জন্য বিখ্যাত ছিল? (জ্ঞান)  খেজুরগুড় খ শীতলপাটি গ মসলিন শাড়ি ঘ মিঠাই ও মণ্ডা ৩৩. কোনটি মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)  পরিবেশ খ শিক্ষা গ সভ্যতা ঘ সংস্কৃতি ৩৪. বাংলাদেশের কোথায় তুঁতগাছ জন্মে? (জ্ঞান) ক ঢাকায় খ নওগাঁয় গ বরিশালে  রাজশাহীতে ৩৫. মুক্তাগাছা কী জন্য প্রসিদ্ধি লাভ করেছে? (জ্ঞান) ক চমচম  মণ্ডা গ শীতলপাটি ঘ খেজুরগুড় ৩৬. বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছে? ক মেঘনা  গঙ্গা গ বদ্বীপ

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ Read More »

ষষ্ঠ শ্রেণির বাংলা জন্মভূমি

জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর  কবি পরিচিতি নাম প্রকৃত নাম : রবীন্দ্রনাথ ঠাকুর। ছদ্মনাম : ভানুসিংহ ঠাকুর। জন্ম পরিচয় জন্ম : ৭ই মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ (২৫শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ); জন্মস্থান : জোড়াসাঁকো, কলকাতা। পিতৃ ও মাতৃপরিচয় পিতার নাম : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতার নাম : সারদা দেবী। শিক্ষাজীবন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান। সে পড়াও শেষ না হতেই দেশে ফিসে আসেন তিনি। কিন্তু স্বশিক্ষা ও স্বীয় সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দিয়েছেন অতুলনীয় সমৃদ্ধি। পেশা/কর্মজীবন রবীন্দ্রনাথ ঠাকুর পিতৃ আদেশে ১৮৮৪ খ্রিষ্টাব্দ থেকে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। তিনি ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : বনফুল, মানসী, কড়ি ও কোমল, সোনার তরী, চিত্রা, ক্ষণিকা, বলাকা, পূরবী, পুনশ্চ, গীতাঞ্জলি, শেষ লেখা বিশেষ উল্লেখযোগ্য; উপন্যাস : গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি, যোগাযোগ, নৌকাডুবি, শেষের কবিতা, দুইবোন, মালঞ্চ ইত্যাদি। কাব্যনাট্য : কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায় অভিশাপ, মালিনী, রাজা ও রানি ইত্যাদি। নাটক : অচলায়তন, চিরকুমার সভা, মুক্তধারা, ডাকঘর, রক্তকরবী, রাজা, বিসর্জন ইত্যাদি। গল্পগ্রন্থ : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী, লিপিকা, সে ইত্যাদি। ভ্রমণকাহিনি : জাপান যাত্রী, পথের সঞ্চয়, পারস্য, রাশিয়ার চিঠি, য়ুরোপ যাত্রীর ডায়েরি, য়ুরোপ প্রবাসীর পত্র ইত্যাদি। শিশুসাহিত্য : শিশু ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। পুরস্কার ও সম্মাননা নোবেল পুরস্কার (১৯১৩), কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট (১৯১৩), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট (১৯৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট (১৯৩৬) অর্জন। জীবনাবসান ৭ই আগস্ট, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ন্ধ কবি পরিচিতি সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?  ১৮৬১ খ ১৮৬২ গ ১৮৬৩ ঘ ১৮৬৪ ২. রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক ১২৬৪ খ ১২৬১  ১২৬৮ ঘ ১২৬৩ ৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কোন কাব্যের জন্য? ক সোনার তরী খ বলাকা  গীতাঞ্জলি ঘ রক্তকরবী ৪. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক সেন খ ঘোষ  ঠাকুর ঘ পাল ৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান) ক কলকাতার সুভাস পল্লিতে  কলকাতার জোড়াসাঁকোতে গ পশ্চিম দিনাজপুরে ঘ কুমিল্লার কান্দিরপাড়ে ৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ব্যারিস্টারি পড়তে বিলেত যান? (জ্ঞান)  ১৭ খ ১৮ গ ১৯ ঘ ২৯ ৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যের নাম কী? (জ্ঞান) ক গীতাঞ্জলি খ সোনার তরী গ চিত্রা  বনফুল ৮. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন কে? (জ্ঞান) ক কাজী নজরুল ইসলাম খ রঙ্গলাল সেন  রবীন্দ্রনাথ ঠাকুর ঘ শ্রী ঠাকুর ৯. বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক বলা হয় কাকে? (জ্ঞান)  রবীন্দ্রনাথ ঠাকুর খ সত্যেন্দ্রনাথ দত্ত গ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঘ কালিদাস রায় ১০. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে? (জ্ঞান) ক কাজী নজরুল ইসলাম  রবীন্দ্রনাথ ঠাকুর গ ডি. এল রায় ঘ প্রমথ চৌধুরী ১১. ‘আমার সোনার বাংলা’ গানটির প্রথম কত লাইন জাতীয় সংগীতের মর্যাদা পায়? (জ্ঞান) ক ৮  ১০ গ ১৫ ঘ ২০ ১২. ‘রক্তকরবী’ কোন জাতীয় রচনা? (জ্ঞান)  নাটক খ উপন্যাস গ ছোটগল্প ঘ প্রবন্ধ ১৩. ‘শেষের কবিতা’ কোন ধরনের সাহিত্যকর্ম? (জ্ঞান) ক কবিতা খ ছোটগল্প  উপন্যাস ঘ নাটক ১৪. রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য কোন গ্রন্থটি রচনা করেছেন? (জ্ঞান) ক গোরা  খাপছাড়া গ বলাকা ঘ ডাকঘর ১৫. ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থ কোনটি? (জ্ঞান)  শিশু ভোলানাথ খ সোনার তরী গ শেষের কবিতা ঘ রাজা ১৬. রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন? (জ্ঞান) ক ১৯১১ খ ১৯১২  ১৯১৩ ঘ ১৯১৪ ১৭. ‘সোনার তরী’ একটি? (জ্ঞান) ক গল্প খ কাব্য গ উপন্যাস ঘ নাটক ১৮. রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে? (জ্ঞান)  ১৯৪১ খ ১৯৪২ গ ১৯৪৩ ঘ ১৯৪৪ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারেÑ (অনুধাবন) র. সাহিত্যিক রর. শিক্ষাবিদ ররর. গীতিকার নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২০. বাংলা সাহিত্যের যে শাখা রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানে ঐশ্বর্যমণ্ডিত (অনুধাবন) র. কবিতা, ছোটগল্প রর. নাটক, উপন্যাস ররর. প্রবন্ধ, গান নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ (অনুধাবন) র. সোনার তরী রর. নৌকাডুবি ররর. বলাকা নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক (অনুধাবন) র. ডাকঘর রর. বিসর্জন ররর. রাজা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২৩. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস হচ্ছে- (অনুধাবন) র. গোরা রর. ঘরে বাইরে ররর. যোগাযোগ নিচের কোনটি সঠিক? ক র খ রর গ র ও ররর  র, রর ও ররর ন্ধ মূলপাঠ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৪. কোন কবিতায় মাতৃভ‚মির প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে? (জ্ঞান) ক সুখ  জন্মভ‚মি গ সভা ঘ মানুষজাতি ২৫. স্নেহচ্ছায়ার দিক থেকে মা এবং জন্মভ‚মি দুই-  সমান খ অসমান গ সামান্য পার্থক্য ঘ অনেক ব্যবধান ২৬. কবি দেশের ধন-রতনকে কীসের মতো মনে করেন? ক স্বপ্নের মতন খ রাজার মতন  রানির মতন ঘ খনির মতন ২৭. ‘জানিনে তোর ধন-রতন’ দ্বারা এখানে কী বোঝানো হয়েছে?  প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য খ বিপুল টাকাকড়ি গ সোনা রুপা ঘ হিরে-হজরত ২৮. কবি নিজের জন্মকে সার্থক মনে করেছেন কেন? ক ধনসম্পদের মালিক হয়ে খ বাংলা ভাষায় কথা বলতে পেরে  এই দেশে জন্মগ্রহণ করে ঘ বড় কবি হতে পেরে ২৯. ‘জন্মভ‚মি’ কবিতার কবি জন্মভ‚মিকে মনে করেছেন- ক মায়ের মতো খ বোনের মতো  রানির মতো ঘ পরমাত্মীয়ের মতো ৩০. কবির অঙ্গ কোথায় জুড়ায়? (জ্ঞান) ক ফুলের বিছানায়  দেশের ছায়ায় গ শীতল মাটিতে ঘ ফসলের মাঠে ৩১. কবির জন্মভ‚মির চাঁদ কীভাবে ওঠে? (জ্ঞান) ক লাল আভা ছড়িয়ে খ আলো দিয়ে  হাসি হেসে ঘ জ্বলজ্বল করে ৩২. গগনে হাসি হেসে কী ওঠে? (জ্ঞান) ক সূর্য খ ধূমকেতু গ তারা  চাঁদ ৩৩. কবি আঁখি মেলে কী দেখেন? (জ্ঞান) ক জন্মভ‚মির মানুষ  জন্মভ‚মির আলো গ জন্মভ‚মির ফসল ঘ জন্মভ‚মির প্রকৃতি ৩৪. কীসে কবির চোখ জুড়ায়? (জ্ঞান) ক জš§ভ‚মির বাতাসে খ জš§ভ‚মির পানিতে  জš§ভ‚মির আলোতে ঘ জš§ভ‚মির অন্ধকারে ৩৫. কোন আলোতে নয়ন রেখে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন? (জ্ঞান) ক গোধূলির আলো খ চাঁদের আলো  সূর্যের আলো ঘ বিদ্যুতের আলো ৩৬. কবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশে জন্মগ্রহণ করতে পেরে জন্মকে সার্থক মনে করেছেন কেন? (অনুধাবন)

ষষ্ঠ শ্রেণির বাংলা জন্মভূমি Read More »

Scroll to Top