চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১৫ আমাদের মুক্তিযুদ্ধ
অধ্যায় ১৫ আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি পড়ে জানতে পারব ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে অধ্যায়টির মূলভাব জেনে নিই ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আজকের এই বাংলাদেশ নামের ভ‚খণ্ডটি ছিল পাকিস্তানের অধীন। দেশটির রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নানাভাবে শোষণ ও নির্যাতন করত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনের যাত্রা সূচিত হয়। এরপর ১৯৫৪-এর নির্বাচনে যুক্তফ্রন্টের জয়লাভ, ১৯৬৬-তে ৬-দফা দাবি পেশ, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের মধ্য দিয়ে বারবার বাঙালিরা পশ্চিম পাকিস্তানিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ নয় মাস ধরে মুক্তিযুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাঙালি দেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর অল্প কথায় উত্তর দাও : ১. ভাষা আন্দোলন কখন হয়েছিল? উত্তর : ভাষা আন্দোলন ১৯৫২ সালের ২১-এ ফেব্রæয়ারিতে হয়েছিল। ২. ছয়-দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল? উত্তর : ছয়-দফা দাবি ১৯৬৬ সালে উত্থাপন করা হয়েছিল। ৩. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কবে? উত্তর : বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় ১৯৭১ সালের ২৬-এ মার্চের প্রথম প্রহরে। ৪. বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল? উত্তর : বাংলার স্বাধীনতা যুদ্ধ নয় মাস স্থায়ী হয়েছিল। প্রশ্নগুলোর উত্তর দাও : ১. ১৯৭০ সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর : বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সর্বক্ষেত্রে যে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। এছাড়া পূর্বাঞ্চলের জনগণ স্বায়ত্তশাসনের যে দাবি করে আসছিল তা পশ্চিমাঞ্চলের সরকার অবৈধ বলে ঘোষণা করে। এ নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। সর্বোপরি ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় আসলে তিনি তা না করে নিরীহ বাঙালির উপর সেনাবাহিনীকে লেলিয়ে দেন। শুরু হয় বাংলার মানুষের মুক্তির সশস্ত্র সংগ্রাম, যার পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয়। ২. বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল? উত্তর : ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ছয় দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। এ কারণে বঙ্গবন্ধুসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। যা আগরতলা মামলা নামে পরিচিত। এই মামলার অন্যতম আসামি হওয়ার কারণে বঙ্গবন্ধুকে কারগারে বন্দী করা হয়েছিল। অতিরিক্ত প্রশ্ন ও উত্তর বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ : ক) পাকিস্তানের রাজধানী ছিল খ) ভাষা শহিদদের স্মরণে ঢাকায় গ) ২১-এ ফেব্রæয়ারি হলো ঘ) ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন। ঙ) ২৬-এ মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধু। পশ্চিম পাকিস্তানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহিদমিনার গড়ে তোলা হয়। উত্তর : ক) পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। খ) ভাষা শহিদদের স্মরণে ঢাকায় শহিদমিনার গড়ে তোলা হয়। গ) ২১-এ ফেব্রæয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঘ) ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। ঙ) ২৬-এ মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় কর : ক) রফিক, সালাম, বরকত গণ-অভ্যুত্থানে শহিদ হন। খ) ২১-এ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। গ) বন্দী সার্জেন্ট জহুরুল হক কুমিল্লা সেনানিবাসে শহিদ হন। ঘ) ব্রিটিশ শাসকগোষ্ঠী যুক্তফ্রন্ট ভেঙে দেয়। ঙ) ২৬ই মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। উত্তর : ক) ‘অশুদ্ধ’ খ) ‘শুদ্ধ’ গ) ‘অশুদ্ধ’ ঘ) ‘শুদ্ধ’ ঙ) ‘শুদ্ধ’। শূন্যস্থান পূরণ কর : ক) ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হয়। খ) পূর্ব পাকিস্তানের দাবি তোলেন বঙ্গবন্ধু। গ) পাকিস্তান ছিল অধ্যুষিত। ঘ) ১৯৭১ সালের ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ঙ) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত মোট মাস মুক্তিযুদ্ধ ছিল। উত্তর : ক) যুক্তফ্রন্ট; খ) স্বায়ত্তশাসনের; গ) মুসলিম; ঘ) ৭ই মার্চ; ঙ) নয়। বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ভাষা আন্দোলন : ১৯৫২ সাধারণ ১. ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আজকের এই বাংলাদেশ কোন রাষ্ট্রের অধীনে ছিল? ছ ক ভারতের খ পাকিস্তানের গ আফগানিস্তানের ঘ মিয়ানমারের ২. ১৯৭১-এর ১৬ই ডিসেম্বরের পূর্বে পাকিস্তান রাষ্ট্রটি কয়টি অংশে বিভক্ত ছিল? চ ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি ৩. কোন আন্দোলনকে কেন্দ্র করে বাঙালির স্বাধিকার আন্দোলন শুরু হয়? ঝ ক ৬৯-এর গণঅভ্যুত্থান খ ৬ দফা আন্দোলন গ ১১ দফা আন্দোলন ঘ ভাষা আন্দোলন ৪. ২১-এ ফেব্রæয়ারিকে কী দিবস হিসেবে আমরা পালন করি? জ ক বিজয় দিবস খ স্বাধীনতা দিবস গ শহিদ দিবস ঘ আন্দোলনের দিবস ৫. কত সালে ভাষা আন্দোলন হয়েছিল? জ ক ১৯৪৭ সাল খ ১৯৫০ সাল গ ১৯৫২ সাল ঘ ১৯৫৪ সাল যোগ্যতাভিত্তিক শিখনফল : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বুঝতে পারব। ৬. বাঙালি হিসেবে আমরা কেন ২১-এ ফেব্রæয়ারিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি? জ ক ভাষা শহিদদের উদ্দেশে প্রার্থনার জন্য খ বাংলা ভাষার গুরুত্ব উপলব্ধির জন্য গ মাতৃভাষার মর্যাদা ধরে রাখার জন্য ঘ বাংলা ভাষার তাৎপর্য বিশ্বব্যাপী প্রচারের জন্য ৭. শহিদ দিবসে তুমি কীভাবে শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে থাক? ঝ ক সমাবেশ করে খ মিছিল করে গ গান গেয়ে ঘ ফুল দিয়ে গণ অভ্যুত্থান : ১৯৬৯ সাধারণ ৮. সার্জেন্ট ছিলেন কে? চ ক জহুরুল হক খ ড. শামসুজ্জোহা গ আসাদ ঘ মতিউর ৯. ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে বিজয়ী হয় কোন দল? জ ক মুসলিম লীগ খ আওয়ামী মুসলিম লীগ গ যুক্তফ্রন্ট ঘ কৃষক শ্রমিক পার্টি ১০. ১৯৬৬ সালে কে ৬ দফা দাবি পেশ করেন? চ ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ এ কে ফজলুল হক গ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘ ড. শামসুজ্জোহা ১১. আগরতলা মামলাটি ছিলÑ চ ক ষড়যন্ত্রমূলক খ উদ্দেশ্যহীন গ যথার্থ ঘ সম্মানজনক ১২. কে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে শহিদ হন? ঝ ক রফিক খ জব্বার গ সালাম ঘ আসাদ ১৩. ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করেছিল কোন দল? চ ক আওয়ামী লীগ খ মুসলিম লীগ গ ন্যাপ ঘ পাকিস্তান পিপলস পার্টি যোগ্যতাভিত্তিক শিখনফল : গণ অভ্যুত্থানের শহিদের সম্পর্কে জানতে পারব। ১৪. তুমি উপর্যুক্ত ব্যক্তির আত্মদানের কারণ কী বলে মনে কর? ছ ক বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা লাভের উদ্দেশ্যে খ বঙ্গবন্ধুসহ সকল কারবন্দীকে মুক্ত করার উদ্দেশ্যে গ বাংলাকে শত্রæমুক্ত করার উদ্দেশ্যে ঘ ৬ দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে শিখনফল : আগরতলা মামলার প্রেক্ষাপট জানতে পারব ১৫. বঙ্গবন্ধুসহ আরও অনেকের বিরুদ্ধে কেন আগরতলা মামলা দেওয়া হয়? ছ ক ভাষা আন্দোলনের জন্য খ ৬ দফা দাবির জন্য গ ১১ দফা দাবির জন্য ঘ
চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১৫ আমাদের মুক্তিযুদ্ধ Read More »