সপ্তম শ্রেণির বিজ্ঞান একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা
একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি মরিচা ধরলে পদার্থ ক্ষয় হয়। ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেট থাকে। স্ফুটনের মাধ্যমে ধাতুর ক্ষয়রোধ করা অসম্ভব। দহন প্রক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয়। উঁচু পর্বতের চ‚ড়ায় পানি বরফরূপে থাকে। চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? ক গলন খ বাষ্পীভবন সালোকসংশ্লেষণ ঘ প্রস্বেদন ২. চ ও ছ এর ক্ষেত্রে প্রযোজ্য হলোÑ র. প্রাণী শ্বসনের সময় চ ত্যাগ করে রর. উদ্ভিদ ও প্রাণীর শ্বসনের প্রধান উপাদান ছ ররর. সালোকসংশ্লেষণের প্রধান উপাদান চ নিচের কোনটি সঠিক? ক র খ রর গ রর ও ররর র, রর ও ররর নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : আনিস সাহেব একজন নির্মাণ ঠিকাদার। তিনি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়াতে সাধারণত চুনাপাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন। তবে কখনও কখনও গ্রানাইট পাথরও ব্যবহার করেন, যা ম্যাগমা থেকে উৎপন্ন। ৩. উদ্দীপকে উল্লিখিত রূপান্তরিত শিলাটিতে এসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে? ক ঙ২ ঈঙ২ গ ঘ২ ঘ ঐ২ ৪. উদ্দীপকে উল্লিখিত গ্রানাইট কোন ধরনের শিলা? আগ্নেয় খ পাললিক গ রূপান্তরিত ঘ জীবাশ্ম পাঠ : ১ : গলন ও স্ফুটন ¡ পৃষ্ঠা : ১০৮ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. গলন ও স্ফুটন কী? (অনুধাবন) ভৌত পরিবর্তন খ রাসায়নিক পরিবর্তন গ ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘ অবস্থানের পরিবর্তন ৬. সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন পদার্থ? (অনুধাবন) ক পানি খ তরল বরফ ঘ জলীয় বাষ্প ৭. পানিতে তাপ দিলে কোন ধরনের পরিবর্তন হয়? (জ্ঞান) ক রাসায়নিক খ অবস্থানগত গ গুণগত ভৌত ৮. একটি বড় কাগজ কেটে কয়েকটি ছোট টুকরায় পরিণত করলে কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ) ক রাসায়নিক পরিবর্তন খ অবস্থানগত পরিবর্তন ভৌত পরিবর্তন ঘ ভৌত বা রাসায়নিক পরিবর্তন ৯. বরফ গলার পরে কোনটিতে পরিণত হয়? (অনুধাবন) ক দুধ খ লবণ পানি ঘ ফুটন্ত পানি ১০. পানিকে বরফে পরিণত করলে কোন ধরনের পরিবর্তন ঘটে? (অনুধাবন) ক রাসায়নিক পরিবর্তন খ জৈব পরিবর্তন গ অজৈব পরিবর্তন ভৌত পরিবর্তন ১১. একটি আইসক্রিম নাও। কিছুক্ষণ পর দেখবে আইসক্রিমটি গলতে শুরু করেছে। এটি কোন ধরনের পরিবর্তন? (প্রয়োগ) ভৌত খ রাসায়নিক গ সরল ঘ জটিল বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. ভৌত পরিবর্তনে Ñ (অনুধাবন) র. অবস্থার পরিবর্তন ঘটে রর. নতুন পদার্থের সৃষ্টি হয় ররর. ধর্মের পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক? র খ রর গ ররর ঘ রর ও ররর ১৩. পানিতে তাপ দিলে Ñ (অনুধাবন) র. তাপমাত্রা বাড়তে থাকে রর. অবস্থার পরিবর্তন হয় ররর. নতুন ধর্মের সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক র খ রর র ও রর ঘ রর ও ররর ১৪. ভৌত পরিবর্তনে হয় Ñ (অনুধাবন) র. আকার পরিবর্তন রর. নতুন পদার্থের সৃষ্টি ররর. অবস্থার পরিবর্তন নিচের কোনটি সঠিক? ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. বরফ গলে পানিতে পরিণত হলে Ñ (প্রয়োগ) র. ভৌত পরিবর্তন হয় রর. আকার পরিবর্তন হয় ররর. নতুন পদার্থের সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৬ ও ১৭ নং প্রশ্নগুলোর উত্তর দাও : ১৬. চিত্রের বস্তুগুলো কিছুক্ষণ পর কোনটিতে পরিবর্তিত হবে? (অনুধাবন) ক তেল খ গিøসারিন গ মধু পানি ১৭. চিত্রের বিষয়টি কোন পরিবর্তনকে নির্দেশ করছে? (অনুধাবন) ভৌত পরিবর্তন খ অবস্থানগত পরিবর্তন গ জৈব পরিবর্তন ঘ রাসায়নিক পরিবর্তন পাঠ : ২ : ধাতুর ক্ষয় ¡ পৃষ্ঠা-১০৮ ও ১০৯ সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৮. মরিচা কোন ধরনের পদার্থ? (অনুধাবন) ক মৌলিক যৌগিক গ মিশ্র ঘ বায়বীয় ১৯. পদার্থে মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? (অনুধাবন) ক ভৌত পরিবর্তন খ অজৈব পরিবর্তন গ জৈব পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ২০. মরিচা ধরলে পদার্থ কী হয়? (অনুধাবন) ক মসৃণ খ অমসৃণ গ উজ্জ্বল ক্ষয় ২১. মরিচার ক্ষেত্রে কোন রাসায়নিক বস্তুর উদ্ভব হয়? (অনুধাবন) ক ফেরাস অক্সাইড খ নাইট্রাস অক্সাইড ফেরিক অক্সাইড ঘ নাইট্রিক অক্সাইড ২২. ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয় কোন পরিবর্তনে? (জ্ঞান) ক ভৌত পরিবর্তনে খ জৈব পরিবর্তনে গ অজৈব পরিবর্তনে রাসায়নিক পরিবর্তনে ২৩. মরিচা কোনটিতে হয়? (অনুধাবন) ক মাটি খ কাঠ লোহা ঘ তামা ২৪. কোনটি অধাতু? (অনুধাবন) ক লোহা খ তামা কার্বন ঘ পটাসিয়াম ২৫. লোহার রড কিছুদিন বাইরে ফেলে রাখলে এর উপর মরিচা পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন? (প্রয়োগ) ক ভৌত রাসায়নিক গ তাৎক্ষণিক ঘ অবস্থানগত ২৬. মরিচাতে ঘষা লাগলে কী হয়? (অনুধাবন) ক উজ্জ্বলতা বাড়ে খ অনুজ্জ্বল হয় গ মসৃণ হয় খসে পড়ে ২৭. কোনটি দিয়ে মুদ্রা তৈরি করা যায়? (অনুধাবন) সোনা খ লোহা গ এলুমিনিয়াম ঘ নিকেল ২৮. তৃপ্তি তার মেয়ের জন্য গহনা বানাতে চাইলে নিচের কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ) ক তামা খ লোহা সোনা ঘ অ্যালুমিনিয়াম ২৯. সহজেই কোন জিনিসে মরিচা ধরে? (জ্ঞান) ক স্টিল খ অ্যালুমিনিয়াম গ কপার লোহা ৩০. মরিচার সংকেত কোনটি? (জ্ঞান) ক ঋব২ঙ৩.৩ঐ২ঙ খ ঋব(ঙঐ) গ ঋব৩ঙ৪ ঘ ঋব২ঙ৩ ৩১. মরিচার ক্ষেত্রে কোন উক্তিটি অসত্য? (উচ্চতর দক্ষতা) ক ধাতু ক্ষয়প্রাপ্ত হয় ধাতু মসৃণ হয় গ ঘষা দিলে খসে পড়ে ঘ ধাতু পাতলা হয়ে যায় বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. মরিচার উপাদান হলো র. কার্বন রর. আয়রন ররর. অক্সিজেন নিচের কোনটি সঠিক? ক র ও রর রর ও ররর গ রর ঘ র, রর ও ররর ৩৩. মরিচা ধরতে পারে (অনুধাবন) র. লোহা রর. তামা ররর. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ৩৪. ধাতব পদার্থের উদাহরণ (অনুধাবন) র. লৌহ রর. ম্যাগনেসিয়াম ররর. ক্যালসিয়াম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর ৩৫. লোহায় মরিচা পড়ার জন্য দায়ীÑ (অনুধাবন) র. বাতাসের অক্সিজেন রর. পানি ররর. নাইট্রোজেন নিচের কোনটি সঠিক? ক র র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর ৩৬. মরিচা পড়লে ধাতু (প্রয়োগ) র. ক্ষয়প্রাপ্ত হয় রর. পাতলা হয়ে যায় ররর. ভৌত পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও : একগøাস পানিতে একটি পেরেক দুই-তিন দিন রেখে দিলে পেরেকে পরিবর্তন লক্ষ করা যায়। ৩৭. পেরেকে কী
সপ্তম শ্রেণির বিজ্ঞান একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা Read More »