Uncategorized

সপ্তম শ্রেণির বিজ্ঞান একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা

একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  মরিচা ধরলে পদার্থ ক্ষয় হয়। ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেট থাকে।  স্ফুটনের মাধ্যমে ধাতুর ক্ষয়রোধ করা অসম্ভব। দহন প্রক্রিয়ায় তাপশক্তি উৎপন্ন হয়।  উঁচু পর্বতের চ‚ড়ায় পানি বরফরূপে থাকে। চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট।   বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? ক গলন খ বাষ্পীভবন  সালোকসংশ্লেষণ ঘ প্রস্বেদন ২. চ ও ছ এর ক্ষেত্রে প্রযোজ্য হলোÑ র. প্রাণী শ্বসনের সময় চ ত্যাগ করে রর. উদ্ভিদ ও প্রাণীর শ্বসনের প্রধান উপাদান ছ ররর. সালোকসংশ্লেষণের প্রধান উপাদান চ নিচের কোনটি সঠিক? ক র খ রর গ রর ও ররর  র, রর ও ররর নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : আনিস সাহেব একজন নির্মাণ ঠিকাদার। তিনি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়াতে সাধারণত চুনাপাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন। তবে কখনও কখনও গ্রানাইট পাথরও ব্যবহার করেন, যা ম্যাগমা থেকে উৎপন্ন। ৩. উদ্দীপকে উল্লিখিত রূপান্তরিত শিলাটিতে এসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হবে? ক ঙ২  ঈঙ২ গ ঘ২ ঘ ঐ২ ৪. উদ্দীপকে উল্লিখিত গ্রানাইট কোন ধরনের শিলা?  আগ্নেয় খ পাললিক গ রূপান্তরিত ঘ জীবাশ্ম পাঠ : ১ : গলন ও স্ফুটন ¡ পৃষ্ঠা : ১০৮  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. গলন ও স্ফুটন কী? (অনুধাবন)  ভৌত পরিবর্তন খ রাসায়নিক পরিবর্তন গ ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘ অবস্থানের পরিবর্তন ৬. সাধারণ তাপমাত্রায় কোনটি কঠিন পদার্থ? (অনুধাবন) ক পানি খ তরল  বরফ ঘ জলীয় বাষ্প ৭. পানিতে তাপ দিলে কোন ধরনের পরিবর্তন হয়? (জ্ঞান) ক রাসায়নিক খ অবস্থানগত গ গুণগত  ভৌত ৮. একটি বড় কাগজ কেটে কয়েকটি ছোট টুকরায় পরিণত করলে কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ) ক রাসায়নিক পরিবর্তন খ অবস্থানগত পরিবর্তন  ভৌত পরিবর্তন ঘ ভৌত বা রাসায়নিক পরিবর্তন ৯. বরফ গলার পরে কোনটিতে পরিণত হয়? (অনুধাবন) ক দুধ খ লবণ  পানি ঘ ফুটন্ত পানি ১০. পানিকে বরফে পরিণত করলে কোন ধরনের পরিবর্তন ঘটে? (অনুধাবন) ক রাসায়নিক পরিবর্তন খ জৈব পরিবর্তন গ অজৈব পরিবর্তন  ভৌত পরিবর্তন ১১. একটি আইসক্রিম নাও। কিছুক্ষণ পর দেখবে আইসক্রিমটি গলতে শুরু করেছে। এটি কোন ধরনের পরিবর্তন? (প্রয়োগ)  ভৌত খ রাসায়নিক গ সরল ঘ জটিল  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১২. ভৌত পরিবর্তনে Ñ (অনুধাবন) র. অবস্থার পরিবর্তন ঘটে রর. নতুন পদার্থের সৃষ্টি হয় ররর. ধর্মের পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক?  র খ রর গ ররর ঘ রর ও ররর ১৩. পানিতে তাপ দিলে Ñ (অনুধাবন) র. তাপমাত্রা বাড়তে থাকে রর. অবস্থার পরিবর্তন হয় ররর. নতুন ধর্মের সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ রর ও ররর ১৪. ভৌত পরিবর্তনে হয় Ñ (অনুধাবন) র. আকার পরিবর্তন রর. নতুন পদার্থের সৃষ্টি ররর. অবস্থার পরিবর্তন নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. বরফ গলে পানিতে পরিণত হলে Ñ (প্রয়োগ) র. ভৌত পরিবর্তন হয় রর. আকার পরিবর্তন হয় ররর. নতুন পদার্থের সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের চিত্রটি লক্ষ কর এবং ১৬ ও ১৭ নং প্রশ্নগুলোর উত্তর দাও : ১৬. চিত্রের বস্তুগুলো কিছুক্ষণ পর কোনটিতে পরিবর্তিত হবে? (অনুধাবন) ক তেল খ গিøসারিন গ মধু  পানি ১৭. চিত্রের বিষয়টি কোন পরিবর্তনকে নির্দেশ করছে? (অনুধাবন)  ভৌত পরিবর্তন খ অবস্থানগত পরিবর্তন গ জৈব পরিবর্তন ঘ রাসায়নিক পরিবর্তন পাঠ : ২ : ধাতুর ক্ষয় ¡ পৃষ্ঠা-১০৮ ও ১০৯  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৮. মরিচা কোন ধরনের পদার্থ? (অনুধাবন) ক মৌলিক  যৌগিক গ মিশ্র ঘ বায়বীয় ১৯. পদার্থে মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন? (অনুধাবন) ক ভৌত পরিবর্তন খ অজৈব পরিবর্তন গ জৈব পরিবর্তন  রাসায়নিক পরিবর্তন ২০. মরিচা ধরলে পদার্থ কী হয়? (অনুধাবন) ক মসৃণ খ অমসৃণ গ উজ্জ্বল  ক্ষয় ২১. মরিচার ক্ষেত্রে কোন রাসায়নিক বস্তুর উদ্ভব হয়? (অনুধাবন) ক ফেরাস অক্সাইড খ নাইট্রাস অক্সাইড  ফেরিক অক্সাইড ঘ নাইট্রিক অক্সাইড ২২. ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয় কোন পরিবর্তনে? (জ্ঞান) ক ভৌত পরিবর্তনে খ জৈব পরিবর্তনে গ অজৈব পরিবর্তনে  রাসায়নিক পরিবর্তনে ২৩. মরিচা কোনটিতে হয়? (অনুধাবন) ক মাটি খ কাঠ  লোহা ঘ তামা ২৪. কোনটি অধাতু? (অনুধাবন) ক লোহা খ তামা  কার্বন ঘ পটাসিয়াম ২৫. লোহার রড কিছুদিন বাইরে ফেলে রাখলে এর উপর মরিচা পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন? (প্রয়োগ) ক ভৌত  রাসায়নিক গ তাৎক্ষণিক ঘ অবস্থানগত ২৬. মরিচাতে ঘষা লাগলে কী হয়? (অনুধাবন) ক উজ্জ্বলতা বাড়ে খ অনুজ্জ্বল হয় গ মসৃণ হয়  খসে পড়ে ২৭. কোনটি দিয়ে মুদ্রা তৈরি করা যায়? (অনুধাবন)  সোনা খ লোহা গ এলুমিনিয়াম ঘ নিকেল ২৮. তৃপ্তি তার মেয়ের জন্য গহনা বানাতে চাইলে নিচের কোনটি ব্যবহার করবে? (প্রয়োগ) ক তামা খ লোহা  সোনা ঘ অ্যালুমিনিয়াম ২৯. সহজেই কোন জিনিসে মরিচা ধরে? (জ্ঞান) ক স্টিল খ অ্যালুমিনিয়াম গ কপার ˜ লোহা ৩০. মরিচার সংকেত কোনটি? (জ্ঞান) ক ঋব২ঙ৩.৩ঐ২ঙ খ ঋব(ঙঐ) গ ঋব৩ঙ৪ ঘ ঋব২ঙ৩ ৩১. মরিচার ক্ষেত্রে কোন উক্তিটি অসত্য? (উচ্চতর দক্ষতা) ক ধাতু ক্ষয়প্রাপ্ত হয়  ধাতু মসৃণ হয় গ ঘষা দিলে খসে পড়ে ঘ ধাতু পাতলা হয়ে যায়  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩২. মরিচার উপাদান হলো র. কার্বন রর. আয়রন ররর. অক্সিজেন নিচের কোনটি সঠিক? ক র ও রর  রর ও ররর গ রর ঘ র, রর ও ররর ৩৩. মরিচা ধরতে পারে (অনুধাবন) র. লোহা রর. তামা ররর. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৪. ধাতব পদার্থের উদাহরণ (অনুধাবন) র. লৌহ রর. ম্যাগনেসিয়াম ররর. ক্যালসিয়াম নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৩৫. লোহায় মরিচা পড়ার জন্য দায়ীÑ (অনুধাবন) র. বাতাসের অক্সিজেন রর. পানি ররর. নাইট্রোজেন নিচের কোনটি সঠিক? ক র ˜ র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর ৩৬. মরিচা পড়লে ধাতু (প্রয়োগ) র. ক্ষয়প্রাপ্ত হয় রর. পাতলা হয়ে যায় ররর. ভৌত পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও : একগøাস পানিতে একটি পেরেক দুই-তিন দিন রেখে দিলে পেরেকে পরিবর্তন লক্ষ করা যায়। ৩৭. পেরেকে কী

সপ্তম শ্রেণির বিজ্ঞান একাদশ অধ্যায় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা Read More »

সপ্তম শ্রেণির বিজ্ঞান দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা

দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যাকে পরমাণু বলা হয়। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে পরমাণু গঠিত। এদের মধ্যে ইলেকট্রন ঋনাত্মক () আধানযুক্ত, প্রোটন ধনাত্মক (+) আধানযুক্ত এবং নিউট্রন হলো নিরপেক্ষ কণা।  সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে।  ঘষর্ণের ফলে নতুন কোনো আধানের সৃষ্টি হয় না বরং পদার্থের মধ্যে বিদ্যমান আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়।  বিন্দ্যুৎ প্রবাহ বজায় রাখার জন্য কোনো উৎস থেকে অবিরাম বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে।  একটি সরল বর্তনীতে বিদ্যুৎ সকল অংশে সমভাবে প্রবাহিত হয়।  পরমাণু নিজে কিন্তু নিরপেক্ষ আচরণ করে। চুম্বকের দুই মেরুর আকর্ষণ ক্ষমতা বেশি।  কার্বন অধাতু হলেও এর একটি রূপ গ্রাফাইট যা বিদ্যুৎ সুপরিবাহী।  চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে।  একটি দণ্ড চুম্বককে সুতার সাহায্যে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তা সব সময়ই উত্তর-দক্ষিণমুখী হয়ে থাকে। পৃথিবীর চুম্বকত্বের জন্যই এরকম হয়। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. বৈদ্যুতিক পাখায় রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য হলোÑ ক পাখার আয়ুষ্কাল বৃদ্ধি খ শব্দ কমানো  গতি নিয়ন্ত্রণ ঘ বিদ্যুৎ খরচ কমানো ২. চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত? ক নিকেল, সিলভার, কপার খ স্বর্ণ, কোবাল্ট, সিলভার  কোবাল্ট, লোহা, নিকেল ঘ লোহা, পারদ, অ্যালুমিনিয়াম ২. নিচের চিত্র দুটো ভালোভাবে লক্ষ কর এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের জবাব দাও : ৩. অ চিত্রের বৈশিষ্ট্য হলো : এটিÑ র. চার্জ নিরপেক্ষ রর. ধনাত্মক চার্জযুক্ত ররর. চার্জের ভারসাম্যহীন নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ররর  রর ও ররর ৪. অ ও ই চিত্রের ক্ষেত্রেÑ ক অ ঋণাত্মক চার্জযুক্ত খ ই ধনাত্মক চার্জযুক্ত গ অ ও ই এর মধ্যে আকর্ষণ হয়  অ ও ই এর মধ্যে বিকর্ষণ হয় পাঠ ১ ও ২ : আধান বা চার্জের উৎপত্তি ¡ পৃষ্ঠা : ৯৮ ও ৯৯  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. পদার্থ কী নিয়ে গঠিত? (জ্ঞান) ক ক্ষুদ্রাঙ্গ  ক্ষুদ্র ক্ষুদ্র কণা গ অণু ঘ চার্জ ৬. পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণার নাম কী? (জ্ঞান) ক অণু খ আয়ন গ চার্জ  পরমাণু ৭. নিচের কোনটি পদার্থ নয়? (অনুধাবন) ক চিরুনি খ কাগজের টুকরা  চার্জ ঘ এন্টামিবা ৮. প্রোটনের চার্জ কী ধরনের? [ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়]  ধনাত্মক খ ঋণাত্মক গ নিউট্রাল ঘ শূন্য ৯. আধান বা চার্জের ধর্ম কয়টি? (জ্ঞান)  ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি ১০. চার্জের পরীক্ষা করার জন্য কয়টি চিরুনির প্রয়োজন হয়? (জ্ঞান)  ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি ১১. কোনটি আধান নিরপেক্ষ? [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর।] ক ইলেকট্রন খ প্রোটন গ পরমাণু  নিউট্রন ১২. চার্জের পরীক্ষা করার জন্য নিচের কোনটি দরকার? (অনুধাবন)  চিরুনি খ ব্রাশ গ আয়না ঘ বেলুন ১৩. নিউট্রনের চার্জের প্রকৃতি কী? [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক ধনাত্মক খ ঋণাত্মক  নিরপেক্ষ ঘ অসীম ১৪. স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুর আধান কিরূপ? (জ্ঞান) ক ধনাত্মক খ ঋণাত্মক  নিরপেক্ষ ঘ শূন্য ১৫. চার্জের ধর্ম পরীক্ষার জন্য প্লাস্টিকের চিরুনি কী দিয়ে বাঁধতে হয়? (প্রয়োগ)  সুতা খ তার গ দড়ি ঘ ফিতা ১৬. পরমাণুকে ভাঙলে কী পাওয়া যায়? [নাসিরাবাদ বয়েজ স্কুল, চট্টগ্রাম]  ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন খ কার্বন, নাইট্রোজেন ও হাইড্রোজেন গ বোরণ, কার্বন ও লোহা ঘ হিলিয়াম ও লিথিয়াম  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. স্বাভাবিক অবস্থায় পরমাণুতে চার্জ থাকে না, এর কারণ [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] র. সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন রর. সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন ররর. সমান সংখ্যক নিউট্রন ও প্রোটন নিচের কোনটি সঠিক?  র খ রর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৮. চার্জ হলো [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর] র. দু’প্রকার রর. মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যসূচক ধর্ম ররর. বিদ্যুৎ সৃষ্টির কারণ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ১৯. চার্জের ধর্ম পরীক্ষার উপকরণÑ (অনুধাবন) র. সুতা রর. চিরুনি ররর. কাগজ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২০. চার্জের ধর্মের প্রদর্শনের ক্ষেত্রে উপকরণÑ (অনুধাবন) র. উলের কাপড় রর. বেলুন ররর. কাগজ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২১. পরমাণু গঠনের উপাদানÑ (অনুধাবন) র. ইলেকট্রন রর. প্রোটন ররর. নিউট্রন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ২২. নিউক্লিয়াস গঠনের উপাদানÑ (অনুধাবন) র. ইলেকট্রন রর. প্রোটন ররর. নিউট্রন নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর পাঠ ৩ ও ৪ : চার্জের অস্তিত্ব এবং পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী ¡ পৃষ্ঠা : ৯৯ ও ১০০  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৩. চার্জের অস্তিত্ব পরীক্ষার জন্য কিসের চিরুনি দরকার হয়? (জ্ঞান) ক রাবারের  প্লাস্টিকের গ উলের ঘ যেকোনো এক ধরনের ২৪. চার্জ কয় ধরনের? (জ্ঞান))  ২ খ ৩ গ ৪ ঘ ৫ ২৫. সমধর্মী চার্জ পরস্পরকে কী করে? (জ্ঞান) ক আকর্ষণ  বিকর্ষণ গ সংকোচন ঘ প্রসারণ ২৬. বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কী করে? (জ্ঞান)  আকর্ষণ খ সংকোচন গ বিকর্ষণ ঘ প্রসারণ ২৭. নিচের কোনটি অর্ধপরিবাহী? (অনুধাবন) ক কপার খ কার্বন গ ক্যালসিয়াম  সিলিকন ২৮. প্লাস্টিক কী ধরনের পদার্থ? (অনুধাবন) ক পরিবাহী খ অর্ধপরিবাহী  অপরিবাহী ঘ কুপরিবাহী ২৯. সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি কোন ধরনের পদার্থ? ক সুপরিবাহী খ অপরিবাহী  অর্ধপরিবাহী ঘ অন্তরক ৩০. সিলিকন কী? (জ্ঞান) ক পরিবাহী  অর্ধপরিবাহী গ অপরিবাহী ঘ সুপরিবাহী ৩১. ধাতু কী ধরনের পদার্থ? (অনুধাবন)  পরিবাহী খ অপরিবাহী গ অর্ধপরিবাহী ঘ কুপরিবাহী ৩২. গ্রাফাইট কোনটির রূপভেদ? (অনুধাবন)  কার্বনের খ ক্যালসিয়ামের গ ম্যাগনেসিয়ামের ঘ আয়রনের ৩৩. গ্রাফাইট বিদ্যুতের ক্ষেত্রে কোন ধর্ম প্রদর্শন করে? (অনুধাবন) ক অপরিবাহী খ অর্ধপরিবাহী  সুপরিবাহী ঘ কুপরিবাহী ৩৪. নিচের কোনটি ধাতু? (অনুধাবন) ক অক্সিজেন খ নাইট্রোজেন  গোল্ড ঘ কপার ৩৫. দুটি বস্তুর একটিতে ধনাত্মক চার্জ এবং অপরটিতে ঋণাত্মক চার্জ থাকলে বস্তুদ্বয় পরস্পরকে কী করবে? (প্রয়োগ)  আকর্ষণ খ বিকর্ষণ গ সম্প্রসারণ ঘ সংকোচন ৩৬. কোনটি পরিবাহী পদার্থ? (জ্ঞান) ক প্লাস্টিক  কপার গ রাবার ঘ কাচ ৩৭. কোনটি অধাতু হওয়া সত্তে¡ও তড়িৎ পরিবহন করে? (জ্ঞান) ক নাইট্রোজেন খ হাইড্রোজেন  কার্বন ঘ অক্সিজেন  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৮. যে উপকরণ দ্বারা আধানের অস্তিত্ব

সপ্তম শ্রেণির বিজ্ঞান দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা Read More »

সপ্তম শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় শব্দের কথা

অষ্টম অধ্যায় শব্দের কথা পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  মানুষের কানের শ্রাব্যতার সীমা ২০-২০,০০০ হার্জ।  উচ্চ রক্তচাপ শব্দ দূষণজনিত রোগ।  শব্দ তরঙ্গরূপে সঞ্চালিত হয়।  কম্পনের একক হার্জ।  সুশ্রাব্য শব্দের অপর নাম সুরেলা।  কানের পর্দা কম্পনকে মস্তিষ্কে পৌঁছে দেয়। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? ক শূন্য মাধ্যম  কঠিন মাধ্যম গ বায়বীয় মাধ্যম ঘ তরল মাধ্যম নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : চন্দ্রপৃষ্ঠে প্রচণ্ড বিস্ফোরণ এবং পৃথিবীপৃষ্ঠে বড় মাঠের দূরপ্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো। উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল। ২. চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকেÑ র. চন্দ্রের দূরত্ব কম হতে হবে রর. পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে ররর. শ্রাব্যতার সীমা ২০ থেকে ২০০০০ হার্জ হতে হবে নিচের কোনটি সঠিক? ক র খ রর গ ররর  রর ও ররর ৩. উভয় ঘটনা একই সাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সবশেষে পর্যবেক্ষণ করা যাবে? ক বন্দুকের গুলির শব্দ খ বন্দুকে সৃষ্ট আলো  বিস্ফোরণের শব্দ ঘ বিস্ফোরণের আলো ৪. ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে? ক সেতার খ একতারা গ গিটার  বাঁশি পাঠ ১-৩ : শব্দ ও এর ধরন এবং শব্দের উৎপত্তি ¡ পৃষ্ঠা : ৭৮ ও ৭৯  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. শব্দের কী আছে? (জ্ঞান) ক দিক খ যোজন ক্ষমতা গ তরঙ্গ দৈর্ঘ্য ˜ নির্দিষ্ট উৎস ৬. শব্দ প্রধানত কয় ধরনের? (জ্ঞান) ˜ ২ ধরনের খ ৩ ধরনের গ ৪ ধরনের ঘ ৫ ধরনের ৭. হারমোনিয়ামের শব্দ কী ধরনের? (অনুধাবন) ˜ সুরযুক্ত খ সুরহীন গ বিরক্তিকর ঘ গোলমেলে ৮. কোনটি বিরক্তিকর শব্দ? (অনুধাবন) ক বাঁশির সুর খ হারমোনিয়ামের শব্দ ˜ গাড়ির হর্ন ঘ গিটারের শব্দ ৯. শব্দ কী? [জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ˜ এক প্রকার শক্তি খ এক প্রকার বস্তু গ যৌগিক পদার্থ ঘ এক প্রকার বল ১০. আমরা যা শুনি তা কী? (জ্ঞান) ক আলো ˜ শব্দ গ ছায়া ঘ সৌরশক্তি ১১. লোহা কাটার শব্দ কোন ধরনের? (অনুধাবন) ক সুরযুক্ত ˜ সুরহীন গ স্বস্তিকর ঘ আনন্দময় ১২. শব্দ উৎপন্ন হয় কোনটির জন্য? (অনুধাবন) ক আলো খ চৌম্বক ˜ কম্পন ঘ আর্দ্রতা ১৩. বাঁশির শব্দের তীক্ষèতা নির্ভর করেÑ [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল] ক বাঁশির উপাদানের ওপর ˜ বাঁশির দৈর্ঘ্য ও ছিদ্রের সংখ্যার ওপর গ বাঁশির ব্যাসের ওপর ঘ বাঁশির বর্ণের ওপর ১৪. ছোট্ট মেয়ে মিনার হাত থেকে একটি স্টিলের থালা পড়ে শব্দের সৃষ্টি হলো। এই স্টিলের থালাকে কোন ধরনের পাত্র বলা যায়? (প্রয়োগ)  ধাতব খ অধাতব গ মৌল ঘ যৌগ ১৫. শব্দ উৎস কোনটি? (অনুধাবন)  কম্পন খ কম্পাঙ্ক গ শব্দ সৃষ্টিকারী বস্তু ঘ তরঙ্গ মাধ্যম ১৬. একটি ধাতুর পাত্র মেঝেতে পড়ে গেলে শব্দের সৃষ্টি হয়। পাত্রটিকে সঙ্গে সঙ্গে চেপে ধরলে শব্দ থেমে যায় কারণ কী (প্রয়োগ) ক শব্দ কানে পৌঁছতে পারে না খ শব্দ তরঙ্গ হাতে চলে আসে  পাত্রটির কম্পন বন্ধ হয়ে যায় ঘ পাত্রটি মেঝের সঙ্গে লেগে যায়  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৭. শব্দের বৈশিষ্ট্য হচ্ছেÑ [বগুড়া জিলা স্কুল] র. একটি উৎস থাকে রর. একটি নির্দিষ্ট মাধ্যম থাকে ররর. সুরেলা হয় নিচের কোনটি সঠিক? ক র খ রর  র ও রর ঘ র ও ররর ১৮. সুরযুক্ত শব্দের উদাহরণÑ (অনুধাবন) র. গিটারের শব্দ রর. কোকিলের ডাক ররর. কুকুরের ডাক নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৯. সুরহীন শব্দের উদাহরণÑ (অনুধাবন) র. বাঁশির সুর রর. গোলমাল ররর. গাড়ির হর্নের শব্দ নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের উদ্দীপকটি পড় ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : পাখির কলকাকলি শুনে রুমার ঘুম ভাঙে। মনটাও থাকে ফুরফুরে। কিন্তু বাসার পাশের রাস্তায় গাড়ি চলাচল বেড়ে গেলে তার মেজাজ বিগড়ে যায়। ২০. রুমার মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কোনটি? (অনুধাবন) ক সুশ্রাব্য শব্দ খ সুরেলা শব্দ  নয়েজ ঘ শ্রাব্য শব্দ ২১. কোন ধরনের কম্পন দ্বারা নয়েজ উৎপন্ন হয়? (প্রয়োগ) ক পর্যাবৃত্ত কম্পন খ নিয়মিত কম্পন  অসম কম্পন ঘ সুষম কম্পন নিচের চিত্রটি লক্ষ কর এবং ২২ ও ২৩ নং প্রশ্নগুলোর উত্তর দাও : ২২. চিত্রে কী প্রকাশ পাচ্ছে? (অনুধাবন)  শব্দের উৎপত্তি খ আলোর তরঙ্গ দৈর্ঘ্য গ শব্দের গতি ঘ ক‚পের গভীরতা ২৩. হাতের বস্তুটি দিয়ে ধাতব পাত্রে আঘাত করলে কী হবে? (উচ্চতর দক্ষতা) ক আলো বের হবে খ বস্তুটি চুম্বকত্ব পাবে  শব্দের সৃষ্টি হবে ঘ বস্তুটি ধাতব পাত্রের সাথে আটকাবে পাঠ-৪ ও ৫ : শব্দের সঞ্চালন, তরল পদার্থে শব্দের সঞ্চালন ও শব্দের বেগ ¡ পৃষ্ঠা : ৭৯ ও ৮০  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৪. পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কেমন? (অনুধাবন) ক কম  বেশি গ সমান ঘ প্রায় সমান ২৫. শব্দ কোনরূপে সঞ্চালিত হয়? (অনুধাবন)  তরঙ্গ খ কণা গ প্রবাহী ঘ আয়ন ২৬. শব্দ সঞ্চালনের জন্য কোনটি দরকার? (অনুধাবন) ক তাপ  মাধ্যম গ চাপ ঘ আলো ২৭. তরল পদার্থের শব্দ সঞ্চালনের পরীক্ষায় নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয়? (প্রয়োগ)  বেলুন খ ধাতব ঘণ্টা গ বালি ঘ কাঠি ২৮. শব্দ সঞ্চালনে মাধ্যমের দরকারÑ পরীক্ষাটি করার জন্য কোনটি অপ্রয়োজনীয়? (প্রয়োগ) ক ঝুনঝুনি খ কর্ক গ বোতল  পানি ২৯. বস্তুর কোন বৈশিষ্ট্যের কারণে শব্দ তৈরি হয়? (অনুধাবন) ক গতি খ স্থিতি  কম্পন ঘ প্লবতা ৩০. যে বস্তু শব্দ তৈরি করে তাকে কী বলে? (অনুধাবন) ক গ্রাহক খ বিবর্ধক  উৎস ঘ প্রেরক ৩১. শব্দের বেগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? (উচ্চতর দক্ষতা) ক কঠিন < তরল < বায়বীয়  কঠিন > তরল > বায়বীয় গ তরল > কঠিন > বায়বীয় ঘ তরল < কঠিন < বায়বীয় ৩২. কম্পনশীল বস্তু কী সৃষ্টি করে? (জ্ঞান) ক আলো খ বিদ্যুৎ  শব্দ ঘ মরিচা ৩৩. শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে কী বলে? (জ্ঞান) ক বজ্রপাত খ বৃষ্টিপাত  শব্দের সঞ্চালন ঘ আলোর প্রতিফলন ৩৪. ঢেউ কী? (জ্ঞান) ক তরঙ্গ খ কম্পন গ আঘাত  সঞ্চালন ৩৫. শব্দ কোন মাধ্যমে দ্রæত চলে? (অনুধাবন)  কঠিন খ তরল গ বায়বীয় ঘ আলোক ৩৬. শব্দ সবচেয়ে ধীরে চলে কোন মাধ্যমে? (অনুধাবন) ক কঠিন খ তরল  বায়বীয় ঘ আলোক ৩৭. শব্দ দ্বিতীয় সর্বোচ্চ দ্রæত চলে কোন মাধ্যমে? (অনুধাবন) ক কঠিন মাধ্যমে  তরল মাধ্যমে গ বায়বীয় মাধ্যমে ঘ আলোক মাধ্যমে  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৮. পানিতে শব্দের বেগ কোনটির চেয়ে বেশি? (উচ্চতর দক্ষতা) র. বায়ু রর.

সপ্তম শ্রেণির বিজ্ঞান অষ্টম অধ্যায় শব্দের কথা Read More »

সপ্তম শ্রেণির বিজ্ঞান সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার

সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  দুই হাত ঘষলে তাপশক্তি উৎপন্ন হয়।  উইন্ডমিল বাতাসের সাহায্যে চলে।  লোহাকে বিচুম্বক করলে তাপ উৎপন্ন হয়।  জীবন ধারণের জন্য শক্তির প্রয়োজন।  স্থিতিশক্তির উৎস স্থির বস্তু।  জীবশ্ম জ্বালানি থেকে সৌরশক্তি পাওয়া যায়। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? ক বায়ু খ পানির স্রোত গ সৌরশক্তি  কয়লা ২. অতীশ কখনও কখনও রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে। এক্ষেত্রে সে ব্যবহার করেÑ র. আলোক শক্তি রর. বিদ্যুৎ শক্তি ররর. রাসায়নিক শক্তি নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : একজন ব্যায়ামবিদ ২০০ কেজির ভার উত্তোলন করেন এবং ভারটি নিচে নামান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন। ৩. ভার উত্তোলন থেকে ভার নিচে নামানো পর্যন্ত শক্তির রূপান্তরের সঠিক ক্রম কোনটি? ক রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি  যান্ত্রিকশক্তি  যান্ত্রিকশক্তি  স্থিতিশক্তি  যান্ত্রিকশক্তি  শব্দশক্তি গ স্থিতিশক্তি  যান্ত্রিকশক্তি  শব্দশক্তি  তাপশক্তি ঘ যান্ত্রিকশক্তি  স্থিতিশক্তি  যান্ত্রিকশক্তি  স্থিতিশক্তি ৪. ভার উত্তোলকের খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে কোন শক্তি দুইটির সম্পর্ক রয়েছে? ক তাপ ও শব্দ খ তাপ ও বিদ্যুৎ  রাসায়নিক ও শব্দ ঘ স্থিতি ও তাপ পাঠ-১ : কাজ, ক্ষমতা ও শক্তি ¡ পৃষ্ঠা : ৬৫ ও ৬৬  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৫. শক্তির একক কী? [বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়] ক নিউটন  জুল গ ওয়াট ঘ মিটার ৬. উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ- [নোয়াখালী জিলা স্কুল] ক সর্বাধিক খ সর্বনিম্ন  শূন্য ঘ অসীম ৭. কাজের একক কী? [বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক নিউটন খ প্যাসকেল গ হার্জ  জুল ৮. কাজের সাথে কয়টি বিষয় সম্পর্কযুক্ত? [জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট] ক ১  ২ গ ৩ ঘ ৪ ৯. কাজ করার সামর্থ্যকে কী বলে? (জ্ঞান)  শক্তি খ ক্ষমতা গ ত্বরণ ঘ মন্দন ১০. কাজ করার জন্য কোনটি প্রয়োজন হয়? (অনুধাবন) ক ক্ষমতা  শক্তি গ বিদ্যুৎ ঘ আলো ১১. কাজ হতে হলে নিচের কোনটির প্রয়োজন? (অনুধাবন) ক শক্তি খ ক্ষমতা  বল ঘ বিদ্যুৎ ১২. যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার কোনটি বেশি? (অনুধাবন) ক শক্তি  ক্ষমতা গ সামর্থ্য ঘ ওজন ১৩. কাজের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নিচের কোনটি? (অনুধাবন)  শক্তি খ সামর্থ্য গ ক্ষমতা ঘ বল ১৪. শক্তির সাথে নিচের কোন বিষয়টি সম্পর্কযুক্ত? (অনুধাবন) ক বল খ যোগ্যতা  সামর্থ্য ঘ ব্যক্তির ওজন ১৫. কাজের ক্ষেত্রে বল ও অবস্থানের পরিবর্তনের সম্পর্ক কী? (অনুধাবন) ক যোগ  গুণ গ বিয়োগ ঘ ভাগ ১৬. ক্ষমতার ক্ষেত্রে মোট কাজ ও সময়ের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? (প্রয়োগ) ক যোগ খ গুণ  ভাগ ঘ বিয়োগ ১৭. অবস্থানের পরিবর্তনের সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত? (প্রয়োগ)  কাজ খ শক্তি গ ক্ষমতা ঘ তাপমাত্রা ১৮. ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত নিচের কোন উক্তিটি সত্য? (উচ্চতর দক্ষতা) ক একক জুল খ মোট কাজ ও সময়ের গুণফল  মোট কাজ ও সময়ের ভাগফল ঘ ক্ষমতা ও কাজ একই ১৯. নিচের কোন দুটির একক অভিন্ন? [কুমিল্লা জিলা স্কুল] ক ভর ও শক্তি খ ভর ও বেগ  কাজ ও শক্তি ঘ কাজ ও ক্ষমতা ২০. কাজ কখন সংঘটিত হয়? (উচ্চতর দক্ষতা) ক বস্তুর উপর বল প্রয়োগে খ বস্তুর উপর ভর কমালে  বস্তুর উপর বল প্রয়োগে সরণ ঘটলে ঘ বস্তুর উপর শক্তি প্রয়োগে ২১. ক্ষমতা কী নির্ধারণ করে? (অনুধাবন)  কাজের হার খ ভরের পরিমাণ গ ওজন ঘ সময়  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. জুলÑ (অনুধাবন) র. শক্তির একক রর. ক্ষমতা ররর. শক্তি নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৩. কাজের সাথে সম্পর্কযুক্তÑ (অনুধাবন) র. বল রর. সময় ররর. অবস্থানের পরিবর্তন নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ২৪. ক্ষমতার সাথে সম্পর্কযুক্তÑ (অনুধাবন) র. শক্তি রর. কাজ ররর. সময় নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও রর ২৫. দূরত্ব পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত Ñ (অনুধাবন) র. কাজ রর. ক্ষমতা ররর. শক্তি নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৬ ও ২৭ নং প্রশ্নগুলোর উত্তর দাও : ২৬. চিত্রের মেয়েটি কী করছে? (অনুধাবন) ক গান গাইছে খ খেলছে গ হাঁটছে  লেখাপড়া করছে ২৭. মেয়েটি Ñ (উচ্চতর দক্ষতা) র. কোনো শক্তি ব্যয় করেনি রর. অনেক কাজ করছে ররর. ক্ষমতা প্রয়োগ করছে নিচের কোনটি সঠিক?  র খ রর গ র ও ররর ঘ রর ও ররর পাঠ-২ ও ৩ : শক্তির রূপ ¡ পৃষ্ঠা : ৬৬ ও ৬৭  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২৮. আমরা সৌরশক্তি পাই কোথা থেকে? (জ্ঞান) ক গ্যাস খ ডিজেল  সূর্য ঘ চাঁদ ২৯. আমরা তাপ শক্তি পাই কোথা থেকে? (জ্ঞান)  সূর্য খ গ্যাস গ কেরোসিন ঘ পেট্রোল ৩০. পদার্থের কণিকাগুলোকে বিচ্ছিন্ন করে যে শক্তি পাওয়া যায় তাকে কী বলে? (জ্ঞান) ক তাপশক্তি  পারমাণবিক শক্তি গ রাসায়নিক শক্তি ঘ চুম্বকশক্তি ৩১. জ্বালানিতে কোন শক্তি জমা থাকে? (জ্ঞান) ক তাপশক্তি  রাসায়নিক শক্তি গ বিদ্যুৎশক্তি ঘ আলোক শক্তি ৩২. কোন শক্তি ছাড়া কোনো কিছু দেখা সম্ভব নয়? (জ্ঞান) ক তাপশক্তি খ শব্দশক্তি গ বায়ুশক্তি  আলোক শক্তি ৩৩. আমরা গান শুনি কোন শক্তির সাহায্যে? (জ্ঞান) ক তাপশক্তি খ আলোক শক্তি  শব্দশক্তি ঘ বায়ুশক্তি ৩৪. কোন শক্তি ছাড়া প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়? (জ্ঞান)  তাপশক্তি খ রাসায়নিক শক্তি গ বায়ুশক্তি ঘ চুম্বকশক্তি ৩৫. আমরা বাতি জ্বালাই কোন শক্তির সাহায্যে? (অনুধাবন) ক তাপশক্তি  বিদ্যুৎশক্তি গ শব্দশক্তি ঘ আলোকশক্তি ৩৬. পারমাণবিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা যায়? (অনুধাবন) ক তাপশক্তি  বিদ্যুৎশক্তি গ আলোক শক্তি ঘ চুম্বকশক্তি ৩৭. চুম্বকে কোন শক্তি থাকে? (অনুধাবন)  চুম্বকশক্তি খ বিদ্যুৎশক্তি গ শব্দশক্তি ঘ বায়ুশক্তি ৩৮. পৃথিবীর সকল শক্তির উৎস কী? (জ্ঞান) ক মাটি খ চাঁদ  সূর্য ঘ বাতাস ৩৯. বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি কোনটি? (জ্ঞান)  স্থিতিশক্তি খ সৌরশক্তি গ তাপশক্তি ঘ রাসায়নিক শক্তি ৪০. খাদ্য বা জ্বালানিতে কোন শক্তি জমা থাকে? (জ্ঞান) ক তাপশক্তি  রাসায়নিক শক্তি গ চুম্বকশক্তি ঘ বায়ুশক্তি ৪১. টর্চ

সপ্তম শ্রেণির বিজ্ঞান সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার Read More »

সপ্তম শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন

ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি  ভিন্ন ভিন্ন পদার্থের গঠন ভিন্ন ভিন্ন হয় আর তাই এদের ধর্মও ভিন্ন ভিন্ন হয়।  যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়।  পরমাণু ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়।  কৃত্রিম মৌলিক পদার্থ ২০টি।  চিনি একটি জৈব পদার্থ।  অবিভাজ্য শব্দের অর্থ যা আর ভাঙা যায় না। বহুনির্বাচনি প্রশ্নোত্তর পাঠ-১-২ : পদার্থের গঠন  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মরিচার রাসায়নিক নাম কোনটি? (জ্ঞান) ক আয়রন হাইড্রক্সাইড খ আয়রন ক্লোরাইড  আর্দ্র আয়রন অক্সাইড খ সোডিয়াম ক্লোরাইড ২. পদার্থের ভিন্নতার কারণ কী? (অনুধাবন) হ পদার্থের গঠন খ পদার্থের ওজন গ পদার্থের ব্যবহার খ পদার্থের অবস্থা ৩. যে পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি তাকে কী বলে? (জ্ঞান) ক রাসায়নিক পদার্থ হ মৌলিক পদার্থ গ যৌগিক পদার্থ খ মিশ্র পদার্থ ৪. লোহার উপরে ধূসর কালচে আবরণ পড়লে তাকে কী বলে? (জ্ঞান) ক কালচে লোহা খ অকেজো লোহা হ মরিচা ঘ মরীচিকা ৫. বাতাস কী ধরনের পদার্থ? (অনুধাবন) ক মৌলিক খ যৌগিক হ মিশ্র ঘ তরল ৬. কোনটি খাদ্য লবণের রাসায়নিক নাম? [পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়] ক সোডিয়াম হাইড্রোক্সাইড খ সোডিয়াম ক্লোরেট গ সোডিয়াম নাইট্রেট  সোডিয়াম ক্লোরাইড ৭. নিচের কোনটি পদার্থ? [চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]  পানি খ তাপ গ শক্তি ঘ সূর্যের আলো ৮. কয়লা কী দিয়ে তৈরি? (জ্ঞান) হ কার্বন খ হাইড্রোজেন গ অক্সিজেন ঘ পটাসিয়াম ৯. মিশ্র পদার্থ কোনটি? [চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]  বায়ু খ পানি গ লোহা ঘ কপার ১০. নিচের কোনটি মৌলিক পদার্থ? (অনুধাবন) ক ক্যালসিয়াম কার্বনেট খ কার্বন ডাইঅক্সাইড হ অক্সিজেন ঘ হাইড্রোজেন সালফাইড ১১. কোনটি মৌলিক পদার্থ?  কয়লা খ চক গ জলীয় বাষ্প ঘ মরিচা ১২. আয়রন অক্সাইড কোন ধরনের পদার্থ? (অনুধাবন) ক মৌলিক হ যৌগিক গ যৌগমূলক ঘ মিশ্র ১৩. মিশ্র পদার্থের উদাহরণ কোনটি? (অনুধাবন) হ লবণের দ্রবণ খ লবণ গ সাবান ঘ পানি  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. সাধারণ লবণকে ভাঙলে পাওয়া যায়Ñ (অনুধাবন) র. সোডিয়াম (ঘধ) রর. আয়োডিন (ও) ররর. ক্লোরিন (ঈষ) নিচের কোনটি সঠিক? ক র ও রর হ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. গøুকোজ ভাঙলে পাওয়া যায়Ñ (প্রয়োগ) র. কার্বন (ঈ) রর. হাইড্রোজেন (ঐ) ররর. অক্সিজেন (ঙ) নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর হ র, রর ও ররর ১৬. পানির উপাদান – (প্রয়োগ) র. হাইড্রোজেন (ঐ) রর. অক্সিজেন (ঙ) ররর. নাইট্রোজেন (ঘ) নিচের কোনটি সঠিক? হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ১৭. বাতাসে থাকেÑ (অনুধাবন) র. নাইট্রোজেন রর. অক্সিজেন ররর. আয়রন নিচের কোনটি সঠিক? হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নগুলোর উত্তর দাও : মিজান একখণ্ড লোহা ভুলে বাড়ির পাশে ফেলে রাখে। এক সপ্তাহ পর গিয়ে দেখে লোহাটিতে এক ধরনের আস্তরণ পড়েছে। ১৮. মিজানের দেখা আস্তরণের নাম কী? (প্রয়োগ) হ আয়রন অক্সাইড খ সালফার ডাইঅক্সাইড গ কার্বন ডাইঅক্সাইড ঘ মিথেন গ্যাস ১৯. উক্ত আস্তরণ পড়ার কারণÑ (উচ্চতর দক্ষতা) র. জলীয়বাষ্প রর. অক্সিজেন ররর. কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক? হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর পাঠ-৩ : ক্ষুদ্রতম কণার মতবাদ  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২০. কোন বিজ্ঞানী পরমাণু মতবাদ দেন? (জ্ঞান) ক আইজ্যাক নিউটন খ রবার্ট হুক হ জন ডাল্টন ঘ মেন্ডেলিফ ২১. ডাল্টন কত সালে তার পরমাণুবাদ তত্ত¡ প্রকাশ করেন? (জ্ঞান) ক ১৮০০ খ ১৮০২ হ ১৮০৩ ঘ ১৮০৫ ২২. বিজ্ঞানী জন ডাল্টন জাতি হিসেবে কী ছিলেন? (জ্ঞান) ক ওলন্দাজ খ গ্রিক গ ডাচ হ ইংরেজ ২৩. আধুনিক পরমাণুবাদের জনক কে? (জ্ঞান) ক প্লেটো  ডাল্টন গ অ্যারিস্টটল ঘ ডেমোক্রিটাস ২৪. উবসড়পৎরঃঁং কোন দেশের দার্শনিক ছিলেন? (জ্ঞান) ক যুক্তরাজ্য খ রাশিয়া গ ফ্রান্স  গ্রিস ২৫. ‘এটমস’ শব্দের অর্থ কোনটি? (জ্ঞান)  অবিভাজ্য খ বিভাজ্য গ সামান্য বিভাজ্য ঘ সম্পূর্ণ বিভাজ্য ২৬. অঃড়স শব্দটি এসেছে কোনটি হতে? (জ্ঞান) ক ধঃড়সং  ধঃড়সড়ং গ ধঃড়স ঘ ধঃড়সড় ২৭. কে এই অভিমত প্রকাশ করেন যে, “সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি”? (জ্ঞান) ক প্লেটো খ জন ডাল্টন হ ডেমোক্রিটাস ঘ অ্যারিস্টটল ২৮. কে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দেন এটম? (জ্ঞান) ক ডাল্টন খ অ্যারিস্টটল গ প্লেটো হ ডেমোক্রিটাস ২৯. “পদার্থসমূহ অবিচ্ছেদ্য এবং ভাঙনের কোনো সীমা নেই।” ক্ষুদ্রতম কণা সম্পর্কে এ মতবাদ কে ব্যক্ত করেছেন? (জ্ঞান) হ অ্যারিস্টটল খ ডেমোক্রিটাস গ ডাল্টন ঘ প্লেটো ৩০. পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন?(জ্ঞান) ক খ্রিষ্টপূর্ব ১০০ অব্দে খ ১০০ খ্রিষ্টাব্দে গ ৪০০ খ্রিষ্টাব্দে হ খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে ৩১. ক্ষুদ্রতম কণা নিয়ে সর্বপ্রথম কে মতবাদ দেন? (জ্ঞান) হ ডেমোক্রিটাস খ প্লেটো গ অ্যারিস্টটল ঘ ডাল্টন ৩২. অবিভাজ্য শব্দের অর্থ কী? ক যা ভাঙা যায় হ যা আর ভাঙা যায় না গ যা ধ্বংস করা যায় না ঘ ধ্বংস করা যায় ৩৩. ডেমক্রিটাসের সমসাময়িক কোন দার্শনিক তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন? (অনুধাবন) ক সক্রেটিস খ আর্কিমিডিস হ অ্যারিস্টটল ঘ আলেকজান্ডার ৩৪. পদার্থসমূহকে ‘ঈড়হঃরহঁড়ঁং’ বলেছেন কে? (জ্ঞান) ক ডেমক্রিটাস খ প্লেটো গ ডাল্টন হ অ্যারিস্টটল ৩৫. “পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে” ক্ষুদ্রতম কণা সম্পর্কে কে এই অভিমত প্রকাশ করেছেন? (জ্ঞান) ক ডেমোক্রিটাস খ প্লেটো হ অ্যারিস্টটল ঘ ডাল্টন ৩৬. ডাল্টনের পরমাণুবাদ মতে কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে? (জ্ঞান) ক প্রোটন খ ইলেকট্রন গ অণু হ পরমাণু ৩৭. একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর ও রাসায়নিক ধর্ম কেমন? (উচ্চতর দক্ষতা) ক ভিন্ন হ একই গ সমান ঘ সমানুপাতিক  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৮. ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন (অনুধাবন) র. প্লেটো রর. অ্যারিস্টটল ররর. জন ডাল্টন নিচের কোনটি সঠিক? হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৯. ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ দেনÑ (অনুধাবন) র. ডেমোক্রিটাস ও প্লেটো রর. অ্যারিস্টটল ও ডাল্টন ররর. নিউটন ও গ্যালিলিও নিচের কোনটি সঠিক? হ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৪০. বিজ্ঞানী ডাল্টন বলেনÑ (উচ্চতর দক্ষতা) র. পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা রর. যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত ররর. একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুসমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না নিচের কোনটি সঠিক? ক র

সপ্তম শ্রেণির বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন Read More »

সপ্তম শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র

পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র  জীবদেহে যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক হলো কোষ।  দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ।  রক্তের স্বাদ ক্ষারধর্মী।  আক্কেল দাঁত সবচেয়ে পরে গজায়।  লোহিত রক্ত কণিকার জন্য রক্তের রঙ লাল দেখায়।  অ্যামিবিক আমাশয়ে তলপেটে ব্যথা হয়।  ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।  শ্বেত রক্তকণিকা ফুসফুসে উৎপন্ন হয়। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? ক অগ্ন্যাশয় খ আন্ত্রিকগ্রন্থি গ গ্যাস্ট্রিকগ্রন্থি  যকৃৎ ২. লালায় থাকে কোনটি?  টায়ালিন ও পানি খ ট্রিপসিন ও পানি গ লাইপেজ ও পানি ঘ অ্যামাইলেজ ও পানি উদ্দীপকটি লক্ষ কর এবং ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : ৩. নিউক্লিয়াস অনুপস্থিত থাকে Ñ র. গ, ঘ রর. ঘ, ঙ ররর. ঙ, গ নিচের কোনটি সঠিক?  র খ রর গ র ও রর ঘ র ও ররর ৪. চ চিহ্নিত অংশের কাজ হচ্ছে Ñ র. খাদ্যসার বহন করা রর. প্রহরী হিসেবে কাজ করা ররর. বর্জ্য নির্গমনে সহায়তা করা নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর ৫. কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ক গ  ঘ গ ঙ ঘ চ পাঠ-১ : খাদ্য পরিপাক ¡ পৃষ্ঠা-৪১  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৬. খাদ্যের অপ্রয়োজনীয় অংশকে কী বলা হয়? (অনুধাবন) ক খাদ্যসার  উচ্ছিষ্ট গ খনিজ লবণ ঘ ভিটামিন ৭. খাদ্য পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়? (প্রয়োগ)  সরল উপাদান খ জটিল উপাদান গ খাদ্যসার ঘ অপ্রাচ্য বস্তু ৮. পরিপককৃত খাদ্যের কোন উপাদান দেহ শোষণ করে? (প্রয়োগ)  সরল উপাদান খ জটিল উপাদান গ উচ্ছিষ্ট দ্রব্য ঘ ভিটামিন ৯. বেঁচে থাকার জন্য কোনটি দরকার? (অনুধাবন) ক দামি পোশাক খ উঁচু দালান  খাদ্য ঘ খেলার সামগ্রী ১০. প্রধান খাদ্য কয় শ্রেণির? (জ্ঞান) ক দুই  তিন গ চার ঘ পাঁচ ১১. কোন খাদ্য সহজে হজম হয় না? (অনুধাবন) ক ভিটামিন খ খনিজ লবণ গ শর্করা  আঁশযুক্ত খাবার ১২. নিচের কোন বিষয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই? (উচ্চতর দক্ষতা) ক আমরা যা দেখি খ আমরা যা শুনি  দেহের ভেতরে খাদ্যের পরিবর্তন ঘ তৈরিকৃত খাবার খাওয়া ১৩. নিচের কোন উক্তিটি অসত্য? (উচ্চতর দক্ষতা) ক খাদ্যের পরিপাক শুরু হয় মুখগহŸরে খ আমরা মুখ দিয়ে খাবার খাই  সকল লোকের খাদ্য পরিপাক হার একই ধরনের ঘ ভিটামিন খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৪. খাদ্যের পরিবর্তন ঘটায়Ñ (অনুধাবন) র. রক্তসংবহনতন্ত্র রর. পরিপাকতন্ত্র ররর. পৌষ্টিকতন্ত্র নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ১৫. আমাদের শরীর সরাসরি কাজে লাগাতে পারে নাÑ র. জটিল খাদ্য রর. সরল ও তরল খাদ্য ররর. অদ্রবণীয় খাদ্য নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর খ রর ও ররর ঘ র, রর ও ররর ১৬. খাদ্যের প্রধান উপাদানÑ (অনুধাবন) র. ভিটামিন রর. খনিজ লবণ ররর. স্নেহ পদার্থ নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের চিত্র দেখে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও : ১৭. চিত্রের প্রক্রিয়াটির নাম কী? (প্রয়োগ) ক শ্বসন খ রক্তসংবহন  পরিপাক ঘ রেচন ১৮. চিত্রের প্রক্রিয়াটিÑ (উচ্চতর দক্ষতা) র. আপনা আপনি ঘটে রর. নিয়ন্ত্রণযোগ্য ররর. আরম্ভ হয় মুখগহŸরে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর পাঠ-২ : লালা ও এনজাইম  সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১৯. খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে কে? (অনুধাবন) ক যকৃৎ খ শুক্রাণু গ লালা  এনজাইম ২০. জিহŸা আমাদের কিসে সাহায্য করে? (অনুধাবন) ক খাদ্যবস্তু খেতে খ খাদ্যবস্তু হজম করতে  খাদ্যবস্তু গিলতে ঘ খাদ্যবস্তু নাড়াচাড়া করতে ২১. অন্ননালি দিয়ে খাদ্য ও পানীয় কোথায় পৌঁছায়? (অনুধাবন)  পাকস্থলীতে খ মুখের ভেতরে গ হৃদযন্ত্রে ঘ ফুসফুসে ২২. ট্রিপসিন এনজাইম নিচের কোন খাদ্য পরিপাক করে? (অনুধাবন) ক শর্করা  আমিষ গ স্নেহ ঘ ভিটামিন ২৩. লালাগ্রন্থি মুখের কোথায় অবস্থিত? (জ্ঞান) ক সামনে  পেছনে গ উপরে ঘ নিচে ২৪. খাদ্য পরিপাকে কার বিশেষ ভ‚মিকা আছে? (জ্ঞান) ক হৃদযন্ত্র খ রক্ত  লালা ঘ এনজাইম ২৫. লালা মূলত কী? (অনুধাবন) ক তরল পদার্থ খ কোষ  অনুঘটক ঘ টিস্যু ২৬. লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইমের নাম কী? (জ্ঞান)  টায়ালিন খ ট্রিপসিন গ লাইপেজ ঘ অ্যামাইলেজ ২৭. লালায় কী থাকে? (জ্ঞান)  এনজাইম খ রক্ত গ হরমোন ঘ আয়োডিন ২৮. শর্করা জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষণ মুখে রাখলে (প্রয়োগ) ক টক লাগে  মিষ্টি লাড়ে গ ঝাল লাগে ঘ তেতো লাগে ২৯. মুখের মধ্যে খাবার মিশ্রণে সাহায্য করে (অনুধাবন)  লালা খ দাঁত গ জিহŸা ঘ পানি ৩০. লালার বর্ণ কেমন? [জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট] ক লাল খ নীল গ হলুদ  বর্ণহীন ৩১. কোনটি শুধুমাত্র আমিষের উপর কাজ করে? (অনুধাবন) ক টায়ালিন খ লাইপেজ গ অ্যামাইলেজ  ট্রিপসিন ৩২. লালায় কোনটি থাকে? [বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়] ক ট্রিপসিন খ লাইগেজ  টায়ালিন ঘ এ্যামাইলেজ  বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩৩. এনজাইমÑ (অনুধাবন) র. এক প্রকার বস্তু রর. রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় ররর. বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে যায় নিচের কোনটি সঠিক?  র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর ৩৪. ট্রিপসিন (অনুধাবন) র. এক প্রকার হরমোন রর. আমিষ পরিপাকে ভ‚মিকা রাখে ররর. শ্বেতসার পরিপাকে ভ‚মিকা রাখে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৩৫. লালা খাদ্যবস্তুকেÑ [ফরিদপুর জিলা স্কুল] র. সুস্বাদু করে রর. গিলতে সাহায্য করে ররর. পিচ্ছিল করে নিচের কোনটি সঠিক? ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর ৩৬. যে উপাদানটি লালারসে পানি ছাড়া অন্য থাকে সেটিÑ (প্রয়োগ) র. রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে রর. গøুকোজকে গøাইকোজেনে পরিণত করে ররর. একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো কাজ করে নিচের কোনটি সঠিক? ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর  অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও : সুইটিকে বিকেলবেলা তার মা একটি খাবার খেতে দেন। খাবারটি মুখে দেবার পর চিবানোর সময় বোঝে এটি মিষ্টি জাতীয় খাবার। ৩৭. সুইটির মা সুইটিকে কোন জাতীয় খাবার খেতে দেন? (অনুধাবন)  শর্করা খ আমিষ

সপ্তম শ্রেণির বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র Read More »

Scroll to Top