You are currently viewing তৃতীয় শ্রেণির বাংলা বড় কে? অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট

তৃতীয় শ্রেণির বাংলা বড় কে? অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট

তোমরা যারা প্রাথমিক বিদ্যালয় পড়ো এবং তৃতীয় শ্রেণীতে পড়ো তাদের জন্য আমরা আজকে নিয়ে এলাম তৃতীয় শ্রেণির বাংলা বড় কে? অনুশীলনীর প্রশ্ন উত্তর ও মডেল টেস্ট। এই পোস্টের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের বাংলা বইয়ের কুড়ি অধ্যায়ের বড় কে অনুশীলনীর সকল প্রশ্ন উত্তর সেই সাথে অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় আসার মত একটি মডেল টেস্ট।

তৃতীয় শ্রেণির বাংলা বড় কে?

কবি পরিচিতি
নাম : হরিশ্চন্দ্র মিত্র।
জন্ম : ১৮৩৭ খ্রিস্টাব্দে, ঢাকায়।
মৃত্যু : ১৮৭২ খ্রিস্টাব্দে।
 কবিতাটি পড়ে জানতে পারব
 প্রকৃত বড় মানুষের পরিচয়
 বড় হওয়ার উপায়
 ভালো গুণ অর্জনের প্রয়োজনীয়তা
 কবিতাটির মূলভাব জেনে নিই
সংসারে বড় হওয়া সহজ নয়। নিজেকে বড় ভাবলেই বড় হওয়া যায় না। মানুষ যাকে বড় বলে সে-ই আসলে বড়। বড় মানুষ হওয়ার জন্য ভালো কাজ করার ইচ্ছা থাকতে হবে।
 বানানগুলো লক্ষ করি
সংসার, গুণ, কঠিন, বিনয়ী, বৈশিষ্ট্য

তৃতীয় শ্রেণির বাংলা বড় কে? অনুশীলনীর প্রশ্ন উত্তর

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
কঠিন ব্যাপার
উত্তর :
কঠিন  শক্ত।
ব্যাপার  বিষয়, কাজ।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ব্যাপার কঠিন
উত্তর :
ক) কখনও কখনও আমাদের কঠিন কাজ করতে হয়।
খ) সে জিজ্ঞেস করল, ব্যাপার কী?
৩. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) বড় কে?
উত্তর : লোকে যাকে বড় হিসেবে সম্মান করে সে-ই সত্যিকারের বড়।
খ) সংসারে কীভাবে বড় হওয়া যায়?
উত্তর : বড় হওয়ার জন্য নিজেকে ছোট বলে ভাবতে হবে। বড় গুণের অধিকারী হতে পারলে সংসারে বড় হওয়া যায়।
গ) কাকে সকলে বড় মনে করে?
উত্তর : যার ভালো গুণ থাকে এবং যে অহংকার না করে বিনয়ী হয়, তাকেই সকলে বড় মনে করে।
৪. বানান ও অর্থের পার্থক্য মনে রাখি।
গুণ – ভালো বৈশিষ্ট্য। ছেলেটির অনেক গুণ আছে।
গুন – নৌকা টানার দড়ি। মাঝি গুন টানছে।
৫. পরের চরণটি বলি।
গুণেতে হইলে বড়,

বড় যদি হতে চাও

উত্তর : গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।
৬. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) প্রকৃত বড় কে?
১. যে অনেক ধনসম্পদের মালিক
২. লোকে যারে ছোট বলে
৩. যে ধনসম্পদ চায় না
৪. যার বড় গুণ আছে
খ) সত্যিকারের বড় হতে হলে কী গুণ থাকা দরকার?
১. নিজেকে ছোট করে দেখা
২. সব কাজে নিজেকে প্রকাশ করা
৩. অন্যকে তুচ্ছ জ্ঞান করা
৪. শক্তি ও ক্ষমতা প্রকাশ করা
উত্তর : ক) ৪. যার বড় গুণ আছে; খ) ১. নিজেকে ছোট করে দেখা।
৭. বুঝে নিই।
সংসারেতে – পৃথিবীতে। জীবনে।
বড় যদি হতে চাও – জীবনে সফল হতে হলে।
ছোট হও – বিনয়ী হও। অহংকার করো না।
৮. কবিতাটি লিখি।
উত্তর : পাঠ্য বই থেকে কবিতাটি দেখে বা মুখস্থ করে না দেখে লেখ।
৯. সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি।
উত্তর : পাঠ্য বই থেকে কবিতাটি মুখস্থ করে শ্রেণিশিক্ষকের সাহায্য নিয়ে সবাই মিলে আবৃত্তি কর।
১০. বাক্য রচনা করি।
উত্তর :
বড়  গাছটি অনেক বড়।
ছোট  বড় হতে চাইলে প্রথমে ছোট হতে হয়।
কঠিন  বড় হওয়া কঠিন ব্যাপার।
ব্যাপার  এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।
গুণ  শরীফের অনেক গুণ আছে।
১১. ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
ক) আপনারে …… বলে বড় সেই নয়।

খ) বড় হওয়া সংসারেতে …… ব্যাপার।

গ) সংসারে সে বড় হয়, বড় …… যার।

উত্তর :
ক) আপনারে বড় বলে বড় সেই নয়।
খ) বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার।
গ) সংসারে সে বড় হয়, বড় গুণ যার।

৩য় শ্রেণির বাংলা বড় কে? অনুশীলনীর অতিরিক্ত প্রশ্ন উত্তর

 সঠিক উত্তরটি লেখ।
১. কোনটি কঠিন ব্যাপার?
ক ছোট হওয়া খ বড় হওয়া
গ অহংকারী হওয়া ঘ ধনী হওয়া
২. যার ভালো গুণ থাকে সবাই তাকে কী বলে?
ক বড় খ ছোট
গ ধনী ঘ গরিব
৩. কিসে বড় হলে সবাই বড় বলবে?
ক ধন-সম্পদে খ অহংকারে
গ গুণে ঘ উচ্চতায়
৪. কোনটি চরিত্রে থাকলে বড় হওয়া যাবে না?
ক অহংকার খ বিনয়
গ সততা ঘ ভালোবাসা
 নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর।
গুণ, ছোট, বড়, সংসার।
উত্তর :
শব্দ বাক্য
গুণ  ভোরে ঘুম থেকে ওঠা ভালো গুণ।
ছোট  ছোটদের সাথে ভালো ব্যবহার করব।
বড়  বড়দের কথা শুনব।
সংসার  পরিশ্রম করলে সংসারে উন্নতি করা যায়।
 ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল কর।
সংসারে সে বড় হয় বড় বলে সবে
লোকে যারে বড় বলে বড় গুণ যার
গুণেতে হইলে বড় বড় সে হয়
কঠিন ব্যাপার
উত্তর : সংসারে সে বড় হয়  বড় গুণ যার।
লোকে যারে বড় বলে  বড় সে হয়।
গুণেতে হইলে বড়  বড় বলে সবে।
 নিচের কোনটি কোন পদ লেখ।
বড়, চাওয়া, বলে, সংসার, কঠিন।
উত্তর : শব্দ পদ
বড়  বিশেষণ
চাওয়া  ক্রিয়া
বলে  ক্রিয়া
সংসার  বিশেষ্য
কঠিন  বিশেষণ
 নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) কে বড় নয়?
উত্তর : যে নিজেকে বড় ভেবে অহংকার করে, সে বড় নয়।
খ) বড় হতে হলে আমাদের কী করতে হবে?
উত্তর : বড় হতে হলে আমাদের অহংকার ত্যাগ করে বিনয়ী হতে হবে। ভালো কাজ করার গুণ অর্জন করতে হবে।
 বুঝিয়ে লেখ।
বড় যদি হতে চাও,
ছোট হও তবে।
উত্তর : আলোচ্য চরণদুটি হরিশচন্দ্র মিত্র রচিত ‘বড় কে?’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
এখানে সমাজে বড় হতে হলে বিনয়ী হওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে।
সংসারে বড় হতে গেলে ভালো গুণের অধিকারী হতে হবে। গুণের দিক থেকে যদি সকলের চেয়ে বড় হওয়া যায় তবেই সকলে শ্রদ্ধা করে। অহংকার না করে বিনয়ী হলে সবার ভালোবাসা পাওয়া যায়।

তৃতীয় শ্রেণির বাংলা বড় কে? মডেল টেস্ট

নিচের কবিতাংশটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আপনারে বড় বলে,
বড় সে নয়,
লোকে যারে বড় বলে,
বড় সে হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও,
ছোট হও তবে।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ।
১) সত্যিকারের বড় হতে হলে কোন গুণ থাকা দরকার?
(ক) নিজেকে তুচ্ছ জ্ঞান করা
(খ) নিজেকে ছোট করে দেখা
(গ) নিজেকে বড় করে দেখা
(ঘ) সব কাজে নিজেকে প্রকাশ করা
২) নিজের গুণে যে বড় হয় সে কেমন লোক?
(ক) বড় লোক (খ) ছোট লোক
(গ) জ্ঞানী লোক (ঘ) মূর্খ লোক
৩) কাকে সবাই বড় বলে?
(ক) যার ভালো ভালো গুণ আছে
(খ) যে নিজেকে বড় বলে
(গ) যার অনেক ধন-সম্পদ আছে
(ঘ) যে অহংকার করতে জানে
৪) লোকে যাকে বড় বলে সে কী হয়?
(ক) জ্ঞানী (খ) মূর্খ (গ) ছোট (ঘ) বড়
৫) কবিতাংশটি পড়ে বলা যায়, আমাদের হতে হবে
(ক) অহংকারী (খ) বিনয়ী (গ) তুচ্ছ (ঘ) শক্তিশালী
উত্তর : ১) (খ) নিজেকে ছোট করে দেখা; ২) (ক) বড় লোক; ৩) (ক) যার ভালো ভালো গুণ আছে; ৪) (ঘ) বড়; ৫) (খ) বিনয়ী।
২. নিচের শব্দগুলোর অর্থ লেখ।
ব্যাপার, কঠিন, গুণ, আপনাকে, সবে।
উত্তর : শব্দ অর্থ
ব্যাপার  বিষয়।
কঠিন  শক্ত।
গুণ  যোগ্যতা।
আপনাকে  নিজেকে।
সবে  সবাই।
৩. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) যে নিজেকে বড় বলে সে আসলে কী?
উত্তর : যে নিজেকে বড় বলে সে আসলে ছোট।
খ) সত্যিকারের বড় কে?
উত্তর : লোকে যাকে বড় হিসেবে সম্মান করে সে-ই সত্যিকারের বড়।
গ) বড় যদি হতে চাও, ছোট হও তবে।  কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর : জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। কথাটির মাধ্যমে এ বিষয়টিই বোঝানো হয়েছে।
৪. কবিতাংশটির মূলভাব লেখ।
উত্তর : সংসারে বড় হওয়া সহজ নয়। নিজেকে বড় ভাবলেই বড় হওয়া যায় না। মানুষ যাকে বড় বলে সেই আসলে বড়। বড় মানুষ হওয়ার জন্য ভালো কাজ করার ইচ্ছা থাকতে হবে।

এ অংশে পাঠ্য বই বহিভর্‚ত অনুচ্ছেদ/কবিতাংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদ/কবিতাংশ পড়ে ৩ ধরনের প্রশ্নের উত্তর করতে হবে। এখানে থাকবে- ৫. বহুনির্বাচনি প্রশ্ন, ৬. শূন্যস্থান পূরণ ও ৭. প্রশ্নের উত্তর লিখন। প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে।
পাঠ্য বই বহিভর্‚ত অনুচ্ছেদ/কবিতাংশ পরীক্ষায় কমন পড়বে না। তাই এটি এখানে দেওয়া হলো না। তবে পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ নমুনা (ঋড়ৎসধঃ) বোঝার সুবিধার্থে বইয়ের প্রথম দুটি অধ্যায়ে পাঠ্য বই বহিভর্‚ত অংশটি সংযোজন করা হয়েছে।
৮. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।
শ্চ, ন্দ্র, ত্র, ষ্ট, র্থ।
উত্তর :
শ্চ = শ + চ  নিশ্চিত
 লোকটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
ন্দ্র = ন + দ + র-ফলা ( ্র ) চন্দ্রগ্রহণ
 আজ চন্দ্র্রগ্রহণ লেগেছে।
ত্র = ত + র-ফলা ( ্র )  শত্রæ
 শত্রæ থেকে সাবধান থাকবে।
ষ্ট = ষ + ট  কষ্ট
 তার কথায় আমি কষ্ট পেয়েছি।
ত্য = ত + য-ফলা ( ্য )  সত্য
 সদা সত্য কথা বলব।
৯. সঠিক স্থানে বিরাম চি‎হ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখ।
(কবিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়)
১০. ক্রিয়াপদের চলিত রূপ লেখ।
জানিয়া, হইতে, বলিতেছে, মরিয়া, করিতেছে।
উত্তর : ক্রিয়াপদ চলিত রূপ
জানিয়া  জেনে
হইতে  হতে
বলিতেছে  বলছে
মরিয়া  মরে
করিতেছে  করছে
১১. নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ।
বড়, কঠিন, গুণ, বিনয়ী, সফল।
উত্তর : শব্দ বিপরীত শব্দ
বড়  ছোট
কঠিন  সহজ
গুণ  দোষ
বিনয়ী  উদ্ধত
সফল  বিফল/ব্যর্থ
১২. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
বড় সে হয়।
বড় গুণ যার।
লোকে যারে বড় বলে,
সংসারে সে বড় হয়,
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটি কোন কবিতার অংশ?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) সংসারে কীভাবে বড় হওয়া যায়?
উত্তর :
ক) কবিতার লাইনগুলো নিচে সাজিয়ে লেখা হলো
লোকে যারে বড় বলে,
বড় সে হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
খ) কবিতাংশটি ‘বড় কে?’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম হরিশ্চন্দ্র মিত্র।
ঘ) বড় হওয়ার জন্য নিজেকে ছোট বলে ভাবতে হবে। বড় গুণের অধিকারী হতে পারলে সংসারে বড় হওয়া যায়।

 

প্রিয় জনের সাথে শেয়ার করুন

Leave a Reply