You are currently viewing তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ

৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ১ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ

⇒ অধ্যায়টির মূলভাব জেনে নিই
আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সবই পরিবেশের অংশ। যে জায়গায় মানুষের বসবাস নেই সেখানে প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে। ভ‚মি, পানি, গাছপালা, পশুপাখি ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের উপাদান। মানুষ ও তাদের কাজ নিয়ে সমাজ গঠিত হয়। মানুষের নিজেদের প্রয়োজনে যা কিছু সৃষ্টি করে সেগুলো সামাজিক পরিবেশের উপাদান। বাড়ি, বিদ্যালয়, দোকান, রাস্তা, যানবাহন ইত্যাদি হলো সামাজিক পরিবেশের উপাদান। আমাদের জীবন যাপনের জন্য প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ দুটির ভ‚মিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও। প্রাকৃতিক পরিবেশের কী কী দেখা যাচ্ছে? সবাই মিলে একটি তালিকা তৈরি করি। (শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন।)
উত্তর : শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা কর।

নিচের ছকে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম লেখ, কাজটি জোড়ায় কর।
গাছ প্রাণী পানি

উত্তর : নিচের ছকে আমাদের দুইজনের করা প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর নাম তুলে ধরা হলো :
গাছ প্রাণী পানি
কাঁঠাল হাঁস পুকুর
আম মুরগি নলক‚প
জাম গরু নদ-নদী
কলা ছাগল সাগর
পেয়ারা মহিষ বিল
লিচু ঘোড়া ঝর্ণা
নারিকেল বিড়াল বৃষ্টি

প্রাকৃতিক পরিবেশের একটি ছবি আঁক। গাছ বা যে কোনো প্রাণীর ছবি আঁকতে পার।
উত্তর :

কাঁঠালগাছ

ছবি : কাঁঠালগাছ

⇒ সঠিক উত্তরের পাশে টিকচি‎হ্ন (√) দাও।
১. প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক) বাড়ি √ খ) গাছ গ) রাস্তা ঘ) সেতু
২. পাখি একটি
ক) উদ্ভিদ √ খ) প্রাণী গ) বাতাস ঘ) পানি

শ্রেণিকক্ষের জানালা দিয়ে বাইরে তাকাও। সামাজিক পরিবেশে মানুষ সৃষ্ট কী কী জিনিস দেখা যাচ্ছে? সবাই মিলে একটি তালিকা তৈরি করি। (শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন।)
উত্তর : শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা কর।

নিচের তিনটি শিরোনামে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ দাও, কাজটি জোড়ায় কর।
ভবন যাতায়াত কাজ

উত্তর : নিচের ছকে আমাদের দুই সহপাঠীর করা তিনটি শিরোনামে সামাজিক পরিবেশের কিছু উদাহরণ দেওয়া হলো :
ভবন যাতায়াত কাজ
বিদ্যালয় রিকশা বিদ্যালয়ের বাগান পরিষ্কার করা
বাড়ি সাইকেল রাস্তা ভরাট করা
হাসপাতাল বাস খাল খনন করা
থানা ট্রেন জমিতে পানি সেচ করা
মসজিদ নৌকা জলাশয় পরিষ্কার করা

পাঠের সামাজিক পরিবেশের ছবিটি দেখ এবং কে কী করছে তা লেখ।
শিশুরা …………………………………….।
তিনজন লোক ……………………………..।
দুইজন লোক ………………………………।
উত্তর : পাঠের সামাজিক পরিবেশের-
শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে।
তিনজন লোক মাটি কেটে রাস্তা ভরাট করছে।
দুইজন লোক কথা বলছে।

⇒ সঠিক উত্তরের পাশে টিকচি‎হ্ন (√) দাও।
সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
ক) পাখি খ) পশু
√ গ) বিদ্যালয় ঘ) নদী

পাশের বন্ধুর কাছ থেকে সমাজ সম্পর্কে জেনে নিই
ক্স তোমার পরিবারে কতজন সদস্য?
সামাজিক পরিবেশ সম্পর্কে আরও জানি
ক্স তুমি বিদ্যালয়ে কীভাবে আস?
উত্তর : দুইজন সহপাঠী প্রশ্ন ও উত্তরের মাধ্যমে কাজটির সমাধান করবে।

সঠিক কলামে নিচের শব্দগুলো লেখ।
পাখি বিদ্যালয় পশু নদী বাড়ি রাস্তা গাছ সেতু
প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ

উত্তর :
শব্দগুলো সঠিক কলামে বসানো হলো :
প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ
পাখি বিদ্যালয়
পশু বাড়ি
নদী রাস্তা
গাছ সেতু

একজন বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের কর।
শিক্ষার্থী সংখ্যা ___। শ্রেণি সংখ্যা ___। শিক্ষক সংখ্যা ___।
উত্তর : তুমি তোমার বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করবে। যেমন- তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা- ১০০, শ্রেণি সংখ্যা- ০৫ এবং শিক্ষক সংখ্যা হতে পারে- ০৬।

⇒ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।
১. বিদ্যালয় ___ পরিবেশের উপাদান।
২. আমরা সবসময় ___ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
উত্তর : ১. সামাজিক ২. বাড়ি ও বিদ্যালয়

তোমার এলাকায় কী ধরনের যানবাহন দেখা যায়?
শিক্ষকের সহায়তায় সবাই মিলে একটি তালিকা তৈরি করি। (শিক্ষার্থীরা বলবে শিক্ষক বোর্ডে লিখবেন।)
উত্তর : শিক্ষকের সহায়তা নিয়ে নিজেরা কর।

নিচের তিনটি শিরোনামে যানবাহনের তালিকা তৈরি কর। কাজটি জোড়ায় কর।
স্থলপথ জলপথ আকাশপথ

উত্তর : তিনটি শিরোনামে আমাদের দুই সহপাঠীর করা যানবাহনের তালিকা নিচের ছকে দেওয়া হলো :
স্থলপথ জলপথ আকাশপথ
সাইকেল নৌকা উড়োজাহাজ
রিকশা লঞ্চ হেলিকপ্টার
বাস জাহাজ রকেট
ট্রেন স্পিডবোট যুদ্ধবিমান

তোমার এলাকায় যাতায়াতের জন্য তুমি কোন ধরনের যানবাহন পছন্দ কর?
ছবি এঁকে দেখাও।
উত্তর : আমার এলাকায় যাতায়াতের জন্য আমি বাস পছন্দ করি। নিচে বাসের ছবি দেওয়া হলো :

বাস

ছবি : বাস

⇒ বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর।
ক) আমরা অনেক
খ) আমাদের চারপাশের সবকিছুকে নিয়ে
গ) মানুষ নিজেদের প্রয়োজনে
ঘ) বাড়ি, রাস্তা, যানবাহন অনেক কিছু তৈরি করেছে।
সামাজিক পরিবেশের উপাদান।
আমাদের পরিবেশ।

উৎসব অনুষ্ঠান পালন করি।
উত্তর :
ক) আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি।
খ) আমাদের চারপাশের সবকিছুকে নিয়ে আমাদের পরিবেশ।
গ) মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে।
ঘ) বাড়ি, রাস্তা, যানবাহন সামাজিক পরিবেশের উপাদান।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

⇒ বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ
ক) ভ‚মি, পানি, গাছপালা আমাদের
খ) বাড়িতে আমরা
গ) রাস্তা ও যানবাহন আমাদের
ঘ) আমরা সবসময় পরিবেশ
ঙ) বাড়ির আঙিনায় আমরা বসবাস করি।

অনেক উপকার করে।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
খেলাধুলা করি।
প্রাকৃতিক পরিবেশের উপাদান।
উত্তর :
ক) ভ‚মি, পানি, গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান।
খ) বাড়িতে আমরা বসবাস করি।
গ) রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকার করে।
ঘ) আমরা সবসময় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।
ঙ) বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি।

⇒ শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) আমাদের চারপাশে পাড়া-প্রতিবেশী অনেক মানুষ বাস করে।
খ) পরিবেশ তিন ধরনের।
গ) মানুষ যা কিছু তৈরি করেছে সেসব নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ।
ঘ) পশুপাখি, নদী-নালা, খালবিল প্রাকৃতিক পরিবেশের উপাদান।
ঙ) খেলাধুলা করলে শরীর অসুস্থ হয়।
উত্তর : ক) শুদ্ধ খ) অশুদ্ধ গ) অশুদ্ধ ঘ) শুদ্ধ ঙ) অশুদ্ধ।

⇒ শূন্যস্থান পূরণ
ক) আমাদের চারপাশের সবকিছুকে নিয়ে আমাদের ___।
খ) মানুষ যা কিছু তৈরি করেছে সেসব নিয়েই আমাদের ___ পরিবেশ।
গ) বাড়ির চারপাশের সবাই আমাদের ___।
ঘ) বাড়ির ___ আমরা খেলাধুলা করি।
ঙ) ___ আমাদের অনেক প্রিয়।
উত্তর : ক) পরিবেশ খ) সামাজিক গ) প্রতিবেশী ঘ) আঙিনায় ঙ) বিদ্যালয়।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. সমাজ কীভাবে গঠিত হয়?
উত্তর : আমরা একা বসবাস করতে পারি না। নিজেদের প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। সবাই সবাইকে সাহায্য করি। একসাথে কাজ করি। এভাবে মানুষ ও তাদের কাজ নিয়েই সমাজ গঠিত হয়।
২. সামাজিক পরিবেশ কীভাবে সৃষ্টি হয়?
উত্তর : মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন রকমের উপাদান তৈরি করে। যেমন- বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, রাস্তাঘাট, দোকান ইত্যাদি। মানুষ ও মানুষের অন্যান্য সৃষ্টি নিয়েই সামাজিক পরিবেশ গঠিত হয়।
৩. তোমার চারপাশের সামাজিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ।
উত্তর : আমার চারপাশের সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান হলো : ১) খেলার মাঠ, ২) রাস্তাঘাট, ৩) দোকান, ৪) বাড়ি, ৫) মসজিদ।
৪. তোমার জীবনে সামাজিক পরিবেশের তিনটি উপাদানের প্রয়োজনীয়তা লেখ।
উত্তর : নিচে আমার জীবনে সামাজিক পরিবেশের তিনটি উপাদানের প্রয়োজনীয়তা তুলে ধরা হলো :
১) বাড়ি : আমি বাড়িতে বসবাস করি।
২) বিদ্যালয় : আমি বিদ্যালয়ে লেখাপড়া করি।
৩) খেলার মাঠ : আমি মাঠে খেলাধুলা করি।
৫. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : মাটি, পানি, বায়ু, গাছপালা, ফুলফল, পশুপাখি, নদীনালা ইত্যাদি হলো প্রকৃতির অংশ। এসব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
৬. তোমার বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লেখ।
উত্তর : আমার বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদান হলো : ১) মাটি, ২) পানি, ৩) বায়ু, ৪) গাছপালা, ৫) পাখি।
৭. বাড়ির চারপাশের মানুষদের কী বলা হয়?
উত্তর : বাড়ির চারপাশের মানুষদের প্রতিবেশী বলা হয়।
৮. ফুলফল কোন পরিবেশের উপাদান?
উত্তর : ফুলফল প্রাকৃতিক পরিবেশের উপাদান।
৯. দূরে যাওয়ার জন্য আমরা কোন ধরনের যানবাহন ব্যবহার করি?
উত্তর : দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ইত্যাদি যানবাহন ব্যবহার করি।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ১ কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

১. ঘরবাড়ি, রাস্তাঘাট কোন পরিবেশের উপাদান? এগুলোর ২টি করে প্রয়োজনীয়তা লেখ।
উত্তর : ঘরবাড়ি, রাস্তাঘাট সামাজিক পরিবেশের উপাদান। নিচে ঘরবাড়ি ও রাস্তাঘাটের ২টি করে প্রয়োজনীয়তা লেখা হলো :
ঘরবাড়ি :
১) ঘরবাড়িতে আমরা বসবাস করি।
২) ঘরবাড়ির আঙিনায় খেলাধুলা করি।
রাস্তাঘাট :
১) চলাচলের ক্ষেত্রে আমরা রাস্তাঘাট ব্যবহার করি।
২) রাস্তা দিয়ে হেঁটে আমরা বিদ্যালয়, হাসপাতাল, হাটবাজার প্রভৃতি স্থানে যাতায়াত করি।
২. সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান ২টি কী? দূরে যাওয়ার ৪টি যানবাহনের নাম লেখ।
উত্তর : সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান দুটি হলো- বাড়ি ও বিদ্যালয়।
দূরে যাওয়ার ৪টি যানবাহন হলো- ১. বাস, ২. ট্রেন, ৩. স্টিমার, ৪. উড়োজাহাজ।
ন্ধ যোগ্যতাভিত্তিক
৩. তুমি প্রতিদিন বিদ্যালয়ে যাও। বিদ্যালয়ে যাওয়ার ৫টি উপকারিতা লেখ।
উত্তর: বিদ্যালয়ে যাওয়ার ৫টি উপকারিতা নিচে লেখা হলো :
১) পড়ালেখা শিখতে পারি।
২) খেলাধুলা করতে পারি।
৩) বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করতে পারি।
৪) সবার সাথে মিলেমিশে চলার সুফল জানতে পারি।
৫) দুর্বল সহপাঠীদের সাহায্য করার প্রয়োজনীয়তা বুঝতে পারি।
৪. সুন্দরবনে কোনো মানুষ বাস করে না। শুধু পশুপাখিরা থাকে। উল্লিখিত স্থানটি কোন ধরনের পরিবেশের উপাদান? এ পরিবেশের আরও ৫টি উপাদানের নাম লেখ।
উত্তর : উল্লিখিত স্থানটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। উক্ত পরিবেশের আরও ৫টি উপাদান হলো : নদী, ফুল, ফল, মেঘ, বৃষ্টি।

যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ১ : প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ

>> অল্প কথায় উত্তর দাও :
১. কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়?
উত্তর : যে জায়গায় মানুষ এখনও বসবাস শুরু করেনি সেখানে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়।
২. সমাজ বলতে কী বোঝায়?
উত্তর : আমরা একা বসবাস করতে পারি না। বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। একে অন্যকে সাহায্য করি। একসাথে কাজ করি। মানুষ এবং তাদের কাজ নিয়েই আমাদের সমাজ।
৩. সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও।
উত্তর : সামাজিক পরিবেশের একটি উদাহরণ হলো বিদ্যালয়।
৪. আমরা কেন যানবাহন ব্যবহার করি?
উত্তর : বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য আমরা যানবাহন ব্যবহার করি।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. আমরা কেন আমাদের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করব?
উত্তর : আমরা জীবনধারণের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান আলো, বাতাস, মাটি প্রভৃতি প্রকৃতি থেকে পাই। তাই আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
২. আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কী?
উত্তর : বিদ্যালয় সামাজিক পরিবেশের একটি উপাদান। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি এবং উৎসব অনুষ্ঠানে আনন্দ করি। বিদ্যালয়ের শিক্ষা আমাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে ভ‚মিকা রাখে। তাই সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অত্যধিক।

Leave a Reply