You are currently viewing তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

তৃতীয় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ পোস্টে এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর ও ৩য় শ্রেণির বিজ্ঞান বইয়ের শেষে দেওয়া প্রশ্নের উত্তর দেখতে নিচে চোখ রাখুন।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
সুন্দর জীবনযাপনের জন্য আমাদের পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন। সুন্দর পরিবেশে বাস করতে হলে মাটি, পানি ও বায়ু যাতে দূষিত ও নোংরা না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পশুপাখি ও গাছপালার যাতে ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পরিকল্পিত ছোট পরিবার গঠন করলে সবগুলো মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব। সেই সাথে সব ধরনের বাড়তি চাহিদাও কমানো সম্ভব। তাতে খাদ্যের উপর, গাছপালার উপর, আবাদি জমির উপর চাপ কমবে। তখন প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষাব্যবস্থা সমুন্নত থাকবে। এতে পুরো দেশ সুখী ও সমৃদ্ধ হবে।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। শূন্যস্থান পূরণ কর।
১) উদ্ভিদ অথবা — থেকে আমরা খাদ্য পাই।
২) একটি এলাকায় বসবাসরত লোকসংখ্যা ঐ এলাকার —।
৩) বস্ত্র তৈরি হয় — ও — উদ্ভিদ থেকে।
৪) পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য — এবং — প্রয়োজন।
৫) মানুষ পাথর এবং কাঠ আহরণ করে — পরিবেশ থেকে।
উত্তর : ১) প্রাণী, ২) জনসংখ্যা, ৩) পাট, তুলা,
৪) খাদ্য, জায়গার, ৫) প্রাকৃতিক।
২। সঠিক উত্তরটিতে (চ) টিক চিহ্ন দাও।
১) কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. কলম খ. বই
চ গ. মাটি ঘ. টেবিল
২) প্রাকৃতিক পরিবেশের ক্ষতি প্রধানত কে করে?
ক. জীবজন্তু খ. উদ্ভিদ
গ. গৃহপালিত পশু চ ঘ. মানুষ

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
১) জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কী হবে?
উত্তর : জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হব। যেমন খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করবে।
২) প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লেখ।
উত্তর : আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি ও পাথর হলো পাঁচটি প্রাকৃতিক সম্পদ।
৪। জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে কী প্রভাব ফেলে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে ২টি বাক্যে লেখ।
প্রাকৃতিক সম্পদ ধ্বংস প্রাকৃতিক পরিবেশ প্রচুর
উত্তর :
১। জনসংখ্যা বেড়ে গেলে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন প্রচুর পরিমাণে বেড়ে যায়।
২। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে।

৩য় শ্রেণির বিজ্ঞান অধ্যায় ১২ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ।
১) আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির কোনো প্রভাব নেই।
২) বাংলাদেশের খাদ্য ও জায়গা জনসংখ্যার তুলনায় সীমিত।
৩) অধিক জনসংখ্যার কারণে অনেক দেশেই খাদ্যের অভাব দেখা দিয়েছে।
৪) আমরা শুধু উদ্ভিদ থেকেই খাদ্য পাই।
৫) আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই।
উত্তর : ১) মি, ২) স, ৩) স, ৪) মি, ৫) স।
>> বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল কর।
ক) আমাদের দেশের জনসংখ্যা দিন দিন খাদ্য ও বাসস্থানের উপর
খ) জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়
গ) অধিক সদস্যের এক পরিবারে বসবাসে প্রাকৃতিক সম্পদের চাহিদা বৃদ্ধি
ঘ) জনসংখ্যা বৃদ্ধি মাটি, কাঠ ও পাথরের ব্যবহার
ঙ) ঘরবাড়ি ও দালান তৈরি বৃদ্ধি পাচ্ছে
উত্তর :
ক) আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
খ) জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে খাদ্য ও বাসস্থানের উপর।
গ) অধিক সদস্যের এক পরিবারে বসবাসে রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
ঘ) জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের চাহিদা বৃদ্ধি।
ঙ) ঘরবাড়ি ও দালান তৈরি মাটি, কাঠ ও পাথরের ব্যবহার।
>> শূন্যস্থান পূরণ কর।
১) বাংলাদেশের — অনেক বেশি।
২) জনসংখ্যা বেড়ে গেলে আমরা বিভিন্ন — মুখোমুখি হব।
৩) — দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়।
৪) আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে — পাই।
৫) জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাকৃতিক পরিবেশ — হচ্ছে।
উত্তর : ১) জনসংখ্যা, ২) সমস্যার, ৩) প্রাণীর চামড়া,
৪) প্রাকৃতিক সম্পদ, ৫) ধ্বংস।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. জনসংখ্যা কাকে বলে?
উত্তর : কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ঐ এলাকার জনসংখ্যা।
২. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
উত্তর : ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ১৫ কোটি।
৩. আমাদের বস্ত্র তৈরি হয় কী থেকে?
উত্তর : পাট ও তুলা থেকে আমাদের বস্ত্র তৈরি হয়।
৪. প্রাণীর চামড়া থেকে কী তৈরি করা হয়?
উত্তর : প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়।

কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর

ন্ধ সাধারণ
১. মানুষের মৌলিক চাহিদাগুলোর তিনটির নাম লেখ। কখন এগুলোর অভাব সৃষ্টি হয়? কম সদস্যবিশিষ্ট পরিবার ও বেশি সদস্যবিশিষ্ট পরিবারে এদের প্রভাব তুলনা কর।
উত্তর : মানুষের মৌলিক চাহিদাগুলোর তিনটির নাম হলো ১) খাদ্য ২) বস্ত্র ৩) বাসস্থান।
জনসংখ্যা বাড়লে এদের জন্য অধিক খাদ্য, বস্ত্র এবং জায়গার প্রয়োজন হয়। কিন্তু খাদ্য, বস্ত্র এবং জায়গা সীমিত। জনসংখ্যা দিন দিন যখন বাড়তে থাকে, তখন তাদের বাড়তি খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য জায়গার জোগানে সমস্যা দেখা দেয় এবং অভাব তৈরি হয়।
কম সদস্যবিশিষ্ট এবং বেশি সদস্যবিশিষ্ট পরিবারের খাদ্য, বস্ত্র ও বাসস্থান জোগানে তুলনামূলক ভিন্নতা রয়েছে। কম সদস্যের পরিবারে মৌলিক চাহিদাগুলো সহজে পূরণ হয়। এদের কম সদস্য একসঙ্গে বসবাসে রোগ হওয়ার সম্ভাবনা ও কমে যায়। অপরদিকে বেশি সদস্যবিশিষ্ট পরিবারে সদস্যদের জন্য চাহিদাগুলো পূরণে সমস্যা দেখা দেয়। ফলে এই ধরনের পরিবারে চাহিদায় অভাব তৈরি হয়। অনেক সদস্য একসঙ্গে বসবাসের ফলে এই ধরনের পরিবারে রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
ন্ধ যোগ্যতাভিত্তিক
২. দিন দিন পৃথিবী থেকে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে। প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায় কখন? আমরা প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছি কীভাবে? প্রাকৃতিক সম্পদ থেকে তুমি কী কী পাও?
উত্তর : জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন হচ্ছে বাড়তি চাহিদা। এই বাড়তি চাহিদা মেটানোর জন্য আমরা প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছি।
প্রাকৃতিক সম্পদ থেকে আমি যা যা পেয়ে থাকি Ñ
১) আমরা প্রাণী ও উদ্ভিদ থেকে খাদ্য পাই।
২) বৃষ্টি ও নদী থেকে পানি পাই।
৩) মাটি, কাঠ ও পাথর ব্যবহার করে বাসস্থান তৈরি হয়।
৪) উদ্ভিদজাত ফসল পাট ও তুলা থেকে আমাদের বস্ত্র তৈরি হয়।

——————

This Post Has One Comment

  1. Nurul Alam

    very helpful site

Leave a Reply