দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা
বিষয়-সংক্ষেপ
কোনো রাষ্ট্রই একাকি টিকে থাকতে পারে না। তাই রাষ্ট্রীয় প্রয়োজনেই আঞ্চলিক সহযোগিতার ধারণা সৃষ্টি হয়েছে। আর এই ধারণা থেকেই গড়ে উঠেছে বিভিন্ন সহযোগী সংস্থা।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ পাঠ-১ ও ২ : আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও এর ক্ষেত্র º
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টির কারণ কী? (জ্ঞান)
ক উন্নয়ন বৃদ্ধি প্রয়োজনীয়তা
গ সুসম্পর্ক বজায় রাখা ঘ বিরোধ নিরসণ
২. বিশ্বশান্তি স্থাপনের জন্য গঠিত হয়েছে কোনটি? (জ্ঞান)
ক সার্ক খ আসিয়ান জাতিসংঘ ঘ ওআইসি
৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? (জ্ঞান)
ক ১৯৭১ খ ১৯৭২ ১৯৭৪ ঘ ১৯৮৪
৪. জয়দেবপুর গ্রামবাসীদের মাঝে যুদ্ধ বিগ্রহ প্রায় চলতে থাকে। গ্রামের কয়েকজন যুবক মিলে একটি সংঘ প্রতিষ্ঠা করে গ্রামের শান্তি ফিরিয়ে আনে। এটি কোন সংস্থার সাথে সম্পর্কিত? (উচ্চতর দক্ষতা)
জাতিসংঘ খ ওপেক গ জি-৮ ঘ কমনওয়েলথ
৫. আধুনিক রাষ্ট্রসমূহ একে অন্যের ওপর- (জ্ঞান)
ক আস্থাহীন নির্ভরশীল গ দ্ব›দ্বপূর্ণ ঘ বিদ্বেষমূলক
৬. একটি রাষ্ট্রের অপর অন্য রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব নয় কোনটি?(অনুধাবন)
কল্যাণ খ বন্ধুত্ব গ স্বাধীনতা ঘ সার্বভৌমত্ব
৭. আঞ্চলিক সংস্থার মাধ্যমে এক দেশ অন্য দেশের সংস্পর্শে আসার ফলশ্রæতিতে কী সৃষ্টি হয়? (উচ্চতর দক্ষতা)
পারস্পরিক সহযোগিতা খ পারস্পরিক হিংসা-বিদ্বেষ
গ পারস্পরিক আস্থাহীনতা ঘ মূল্যবোধের অবক্ষয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮. আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো (অনুধাবন)
র. সার্ক রর. ইউনেস্কো
ররর. আসিয়ান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
৯. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য- (উচ্চতর দক্ষতা)
র. নির্ভরশীল
রর. সমস্যা সমাধান স্বরূপ
ররর. কল্যাণমূলক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১০. মনে কর, তুমি বাংলাদেশে বাস কর। আর বাংলাদেশ একটি আঞ্চলিক সহযোগী সংস্থার সদস্য। এক্ষেত্রে সংস্থাটি তোমার দেশের জন্য যে সব ক্ষেত্রে কাজ করবে (প্রয়োগ)
র. অর্থনৈতিক
রর. বাণিজ্যিক
ররর. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
১১. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র হলো (অনুধাবন)
র. তথ্যপ্রযুক্তি
রর. ক্রীড়া
ররর. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের ছকটি লক্ষ কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :
১২. চিত্রে ‘?’ চিিহ্নত স্থানটি কীসের ইঙ্গিত বহন করে? (প্রয়োগ)
ক জাতিসংঘ খ ওআইসি
গ ওপেক আঞ্চলিক সহযোগিতা
১৩. চিত্রের বিষয়টির লক্ষ্য কী? (উচ্চতর দক্ষতা)
পারস্পরিক সহাবস্থান খ বিচার-মিমাংসা
গ পারস্পরিক আস্থাহীনতা ঘ পারস্পরিক হিংসা-বিদ্বেষ
ন্ধ পাঠ-৩ ও ৪ : উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ º
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. ঝঅঅজঈ এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
ক ঝড়ঁঃয অংরধহ অপপড়সড়ফধঃরড়হ ভড়ৎ জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ
খ ঝড়ঁঃয অংরধহ অপপড়সড়ফধঃরড়হ ভড়ৎ জবষরমরড়হ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ
ঝড়ঁঃয অংরধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ
ঘ ঝড়ঁঃয অংংড়পরধঃরড়হ অমৎরপঁষঃঁৎধষ ভড়ৎ জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ
১৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে যে সংস্থা গঠন করেছে তার নাম কী?
ক সার্ক আসিয়ান
গ ন্যাটো ঘ জাতিসংঘ
১৬. আসিয়ানের সদস্য দেশ কোনটি? (জ্ঞান)
ক বাংলাদেশ খ নেপাল
ইন্দোনেশিয়া ঘ শ্রীলঙ্কা
১৭. আসিয়ান কোন অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত হয়েছে? (জ্ঞান)
ক দক্ষিণ-পশ্চিম এশিয়ান দেশগুলো
খ এশিয়ার সব দেশ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো
ঘ এশিয়ার উন্নত দেশগুলো
১৮. দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার নাম কী? (জ্ঞান)
ক আসিয়ান সার্ক গ ইইউ ঘ ওআইসি
১৯. সার্কের মূল লক্ষ্য কী? [মাতৃপাঠ সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
অর্থনীতি শিক্ষা
সংস্কৃতি যোগাযোগ
২০. সার্কের সদস্যদেশ কোনটি? (জ্ঞান)
আফগানিস্তান খ ইন্দোনেশিয়া
গ ব্র“নেই মালয়েশিয়া
২১. কোন সংস্থার সদস্য দেশগুলোর নাগরিক অবাধে একদেশ থেকে অন্য দেশে যাতায়াত, বসবাস, ব্যবসা-বাণিজ্য করতে পারে? (জ্ঞান)
ঊট খ ঘঅগ গ ঝঅঅজঈ ঘ অঝঊঅঘ
২২. সার্কের বর্তমান সদস্য কয়টি রাষ্ট্র? [মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়]
ক ৪ খ ৫ গ ৭ ৮
২৩. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক কলম্বো খ নয়া দিলি কাঠমুণ্ডু ঘ মালে
২৪. ইউরো কোন সংগঠনের মুদ্রা? (জ্ঞান)
ক সার্ক ই ইউ
আসিয়ান কমন মার্কেট
২৫. পৃথিবীর প্রভাবশালী, শিল্পোন্নত ও ধনী দেশগুলো মিলে কোন সংস্থা গঠন করেছে? (জ্ঞান)
ক আসিয়ান খ সার্ক
জি-সেভেন গ্র“প ঘ ইউরোপিয়ান ইউনিয়ন
২৬. জি-সেভেনের সদস্য কোনটি? (জ্ঞান)
ক ভারত ইন্দোনেশিয়া
জাপান মালয়েশিয়া
২৭. মুসলিম দেশগুলোর সংগঠনের নাম কী?
ক সার্ক আরব লীগ
ওআইসি জাতিসংঘ
২৮. বর্তমানে সার্কের পর্যবেক্ষক হিসেবে কোন দেশটি নিযুক্ত হয়েছে?
ক রাশিয়া চীন
মিয়ানমার বেলজিয়াম
২৯. জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম কী? (জ্ঞান)
সামরিক জোটের সদস্য নয়
খ সামরিক বাহিনী
গ সামরিক জোটের সদস্য
ঘ গোয়েন্দা বাহিনী
৩০. ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোর সংগঠনের নাম কী? (জ্ঞান)
ক আসিয়ান জি-এইট
কমনওয়েলথ ঘ ন্যাম
৩১. ঙঢ়বহ গধৎশবঃ ঊপড়হড়সু বলতে কী বোঝায়?
[ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম]
ক পুঁজিবাজার অর্থনীতি খ বিশ্ববাজার অর্থনীতি
মুক্তবাজার অর্থনীতি ঘ বৈশ্বিক গ্রাম অর্থনীতি
৩২. জি সেভেন গ্র“পের সদস্য সংখ্যা কত? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল, ঢাকা]
ক ৫ খ ৬ ৭ ঘ ৮
৩৩. জি-সেভেন কেন কর্মকৌশল নির্ধারণ করে?
ক নিজেদের অর্থনৈতিক উন্নয়নে
দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে
গ সামরিক প্রয়োজনে
আঞ্চলিক রাজনৈতিক প্রয়োজনে
৩৪. জি-সেভেন গঠনের কারণ কী? (প্রয়োগ)
আন্তঃসহযোগিতা
আন্তঃবিদ্বেষ দূর
গ আন্তর্জার্তিক সহযোগিত
ঘ অসম প্রতিযোগিতা
৩৫. ইইউ গঠনের কারণ কী? (অনুধাবন)
ক দক্ষিণ এশীয় দেশগুলোর সহযোগিতা
ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা
গ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা
ঘ আমেরিকার দেশগুলোর সহযোগিতা
৩৬. ব্র“নেই দেশটি কোন সংস্থার সদস্য? [ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
আসিয়ান খ সার্ক
গ ওআইসি ঘ ইউরোপিয়ান ইউনিয়ন
৩৭. দক্ষিণ এশিয়ায় সার্ক গঠনের কারণ কী? (অনুধাবন)
ক আন্তর্জাতিক সহযোগিতা
খ সামরিক সহযোগিতা
আঞ্চলিক সহযোগিতা
ঘ সাংস্কৃতিক সহযোগিতা
৩৮. পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম বলার কারণ কী? (অনুধাবন)
ক শিল্পের উন্নতি
খ অর্থনৈতিক উন্নতি
যোগাযোগ ব্যবস্থার উন্নতি
ব্যবসা-বাণিজ্যের উন্নতি
৩৯. কোন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালু হয়? (অনুধাবন)
ক রাজনৈতিক খ অর্থনৈতিক
বাণিজ্যিক ঘ শান্তি-শৃঙ্খলা
৪০. ‘ইউরো’ কী? (জ্ঞান)
ইইউভুক্ত দেশের মুদ্রার নাম
খ একটি বাণিজ্য সংস্থার নাম
গ একটি সামরিক জোটের নাম
ঘ একটি দ্বিপাক্ষিক চুক্তির নাম
৪১. অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সার্ক আর কোন ক্ষেত্রে কাজ করে? (জ্ঞান)
যোগাযোগের উন্নয়ন খ নদীভাঙন রোধ
গ গ্রাম প্রশাসনের উন্নয়ন ঘ ভূমির ব্যবস্থাপনা
৪২. ইউরোপের সবদেশের অভিন্ন মুদ্রার নাম কী? (জ্ঞান)
ক ইউএস ডলার ইউরো
গ চীনা ইওয়ান ঘ আরবীয় মুদ্রা
৪৩. ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে
খ নেদারল্যান্ডের হেগ শহরে
গ ভারতের নয়াদিলিতে
ঘ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে
৪৪. আরব লীগের কাজ কী? (জ্ঞান)
স¤প্রীতি ও সমৃদ্ধি রক্ষা খ সামরিক সহায়তা দান
গ অর্থনৈতিক সহায়তা দান ঘ রাজনৈতিক সহায়তা দান
৪৫. জাতিসংঘের সঙ্গে ন্যামের বৈসাদৃশ্যের বিষয় কোনটি? (প্রয়োগ)
বেসামরিক ভিত্তি খ রাজনৈতিক ভিত্তি
গ সামরিক ভিত্তি ঘ অর্থনৈতিক ভিত্তি
৪৬. অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি কোন ক্ষেত্রে সার্ক কাজ করে? (অনুধাবন)
ক নদীসংস্কার খ প্রতœতত্তে¡র উন্নয়ন
প্রযুক্তির উন্নয়ন ঘ রাজনৈতিক সংহতি স্থাপন
৪৭. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের নাম কী? (জ্ঞান)
ক ঘঅঋঞঅ অঝঊঅঘ
গ অঘঈঞঊউ ঘ অঘতটঝ
৪৮.
চিত্রে (?) চিিহ্নত স্থানটি কীসের ইঙ্গিত বহন করে? (প্রয়োগ)
ক ওআইসি খ কমনওয়েলথ
সার্ক ঘ আসিয়ান
৪৯. নেপালের রাজধানী কাঠমুণ্ডুর সঙ্গে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সাদৃশ্য কী? (প্রয়োগ)
ক দুটিই বাণিজ্যিক রাজধানী
খ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ
আঞ্চলিক সংস্থার সদর দপ্তর
ঘ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ
৫০. নিজেদের মধ্যে সহযোগিতার পাশাপাশি জি-সেভেন কী ভূমিকা পালন করে? (উচ্চতর দক্ষতা)
ক অন্য দেশের বিরোধ মীমাংসা
খ অন্য দেশের বাণিজ্য প্রসার
গ সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি
দারিদ্র্য দূরীকরণ
৫১. আসিয়ানের সঙ্গে সার্কের সাদৃশ্যের বিষয় কোনটি? (প্রয়োগ)
ক বাণিজ্য সংগঠন সহযোগিতামূলক সংগঠন
গ অর্থনৈতিক সংগঠন ঘ সাংস্কৃতিক সংগঠন
৫২. ওআইসি কোন দেশগুলোর সংগঠন? [মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়]
ক আরব মুসলিম
গ ইউরোপের ঘ আফ্রিকান
৫৩. অবস্থানগত সুবিধার ভিত্তিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠন করে, তার নাম কী? (জ্ঞান)
ক ইইউ আসিয়ান
গ ওপেক ইউরো
৫৪. আরব লীগের সঙ্গে ওআইসি’র বৈসাদৃশ্য কোনটি? (অনুধাবন)
ক উদ্দেশ্যেগত খ প্রযুক্তিগত
গ অঞ্চলগত ধর্মগত
৫৫. আঞ্চলিক সংস্থার মাধ্যমে এক দেশ অন্য দেশের সংস্পর্শে আসার ফলশ্রæতিতে কী সৃষ্টি হয়? (উচ্চতর দক্ষতা)
পারস্পরিক সহযোগিতা
খ পারস্পরিক হিংসা-বিদ্বেষ
গ পারস্পরিক আস্থাহীনতা
ঘ মূল্যবোধের অবক্ষয়
৫৬. ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে গঠিত কমন মার্কেটের পরিবর্তিত রূপ কোনটি? (অনুধাবন)
ক আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন
গ সার্ক ঘ জি-এইট
৫৭. ব্রাসেলস কোন দেশের রাজধানী?
বেলজিয়াম খ শ্রীলঙ্কা
গ মিয়ানমার ঘ ভেনিজুয়েলা
৫৮. অর্থনীতির অবাধ প্রতিযোগিতার ফল কী? (উচ্চতর দক্ষতা)
ক বদ্ধ অর্থনীতি খ সমাজতান্ত্রিক অর্থনীতি
মুক্তবাজার অর্থনীতি ঘ পুঁজিবাদী অর্থনীতি
৫৯. যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে কোনটি সৃষ্টি হয়েছে? (অনুধাবন)
ক ডিজিটাল বিশ্ব খ মুক্তবাজার অর্থনীতি
গ প্রযুক্তি গ্রাম বৈশ্বিক গ্রাম
৬০. সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর কোনটি? (অনুধাবন)
দ্বিপাক্ষিক চুক্তি খ ত্রিপাক্ষিক চুক্তি
গ চতুর্থ পাক্ষিক চুক্তি ঘ বহু পাক্ষিক চুক্তি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬১. বাংলাদেশ ব্যতীত সার্কভুক্ত দেশÑ (অনুধাবন)
র. ভারত রর. মিয়ানমার ররর. শ্রীলংকা
নিচের কোনটি সঠিক?
ক র খ রর র ও ররর ঘ র, রর ও ররর
৬২. আসিয়ানের দেশগুলো হলো (অনুধাবন)
র. ইন্দোনেশিয়া রর. বাংলাদেশ ররর. মালয়েশিয়া
নিচের কোনটি সঠিক?
ক র র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৩. জি-৭ ভুক্ত দেশÑ (অনুধাবন)
র. কানাডা ও যুক্তরাষ্ট্র রর. ইরান ও ইরাক
ররর. জার্মানি ও যুক্তরাজ্য
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর র ও ররর ঘ র, রর ও ররর
৬৪. জি-৭ এর কার্যক্রম (অনুধাবন)
র. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রর. দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বিশ্ব গঠন
ররর. বাণিজ্য ও সামরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক র খ রর র ও রর ঘ র, রর ও ররর
৬৫. ওআইসির কাজের লক্ষ্যÑ (অনুধাবন)
র. বিরোধ নিষ্পত্তি রর. স¤প্রীতি রক্ষা ররর. পরিবেশ রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক র র ও রর গ র ও ররর ঘ র, রর ও ররর
৬৬. ইইউ সংস্থাটির প্রধান লক্ষ্য হলো- (অনুধাবন)
র. অভিন্ন বাজার সৃষ্টি রর. সাংস্কৃতিক উন্নতি
ররর. বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৭. বিশ্বের উলেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা হলো- (অনুধাবন)
র. সার্ক রর. আসিয়ান ররর. জাতিসংঘ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৬৮. সার্কের প্রধান লক্ষ্য হলো- (অনুধাবন)
র. সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন সমস্যার সমাধান
রর. সার্বিক উন্নয়ন
ররর. সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক র খ রর ররর ঘ র, রর ও ররর
৬৯. এক দেশ আরেক দেশের ওপর নির্ভরশীলÑ (উচ্চতর দক্ষতা)
র. ব্যবসা-বাণিজ্যের জন্য
রর. সামরিক ব্যাপারে
ররর. ভৌগোলিক অবস্থানগত কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১ নং প্রশ্নের উত্তর দাও :
মিজান নন্দীপুর গ্রামে একটি সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এ সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিস্তার লাভ করছে।
৭০. মিজানের গঠিত সংস্থাটির সাথে নিচের কোন সংস্থাটির মিল রয়েছে? (প্রয়োগ)
সার্ক খ ইউরোপীয় ইউনিয়ন
গ আফ্রিকান ইউনিয়ন ঘ আসিয়ান
৭১. উক্ত সংস্থা গঠনের মাধ্যমে বাস্তবতার যে দৃশ্যটি ফুটে উঠেছে তা হলো- (উচ্চতর দক্ষতা)
র. গ্রামের আঞ্চলিক সহযোগিতা
রর. গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করা
ররর. গ্রামের মানুষকে ঋণ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে তৈরি হয়েছে ঝঅঅজঈ। সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। [রংপুর জিলা স্কুল]
৭২. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত?
নেপালের রাজধানী কাঠমুণ্ডু খ মালদ্বীপের রাজধানী মালে
গ বাংলাদেশের রাজধানী ঢাকা ঘ ভারতের রাজধানী দিল্লি
৭৩. উক্ত সংস্থাটির পর্যবেক্ষক হিসেবে কোন দেশ রয়েছে?
ক আফগানিস্তান মিয়ানমার
গ মালয়েশিয়া ঘ আমেরিকা
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ আঞ্চলিক সহযোগিতা
ক. সার্কের সদস্য কারা?
খ. জি-৭ কী? ব্যাখ্যা কর।
গ. প্রদত্ত ছকচিত্রে ‘?’ চিিহ্নত স্থানে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত বিষয়ের গুরুত্বকে তুমি কীভাবে মূল্যায়ন কর? মতামত দাও।
ক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপ।
খ পৃথিবীর শিল্পোন্নত শীর্ষ সাতটি দেশের সমন্বয়ে যে সংগঠন গড়ে উঠেছে তা জি-৭ নামে পরিচিত। সাত সদস্যের এ সংস্থায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইটালি। এ সংস্থা শুধু নিজেদের সহযোগিতা করে না বরং অন্যান্য স্বল্পোন্নত দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা ও সহযোগিতা করে।
গ প্রদত্ত ছকচিত্রে ‘?’ চিিহ্নত স্থানে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র নির্দেশিত হয়েছে। বর্তমানে কোনো রাষ্ট্রই এককভাবে টিকে থাকতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে তার অন্য রাষ্ট্রের সাহায্য প্রয়োজন হয়। এ প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণা সৃষ্টি হয়েছে। আঞ্চলিক সহযোগিতার বহুবিধ ক্ষেত্র রয়েছে। সময়ের পরিবর্তনে যেসব ক্ষেত্রসমূহ ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। তবে বর্তমান সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হলো শিল্প-বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য-প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পরিবহন ও যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য ও চিকিৎসা, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন প্রভৃতি। তেমনি উদ্দীপকেও দেখা যায়, ‘?’ স্থানের অনুক‚লে স্বাস্থ্য ও চিকিৎসা, তথ্য-প্রযুক্তি, কৃষি, জলবায়ু, পরিবহন ও যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন ও বিনিময়সহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের ‘?’ স্থানের অনুক‚ল সূচকগুলো পাঠ্যবইয়ের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহকেই নির্দেশ করে।
ঘ আমি মনে করি, প্রত্যেক রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। কোন রাষ্ট্রই বিশ্বের বুকে এককভাবে টিকে থাকতে পারে না। রাষ্ট্রীয় প্রয়োজনেই বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থার সৃষ্টি হয়েছে। উদ্দীপকেও দেখা যায় ‘?’ স্থানের অনুক‚লে যেসব সূচকগুলো রয়েছে সেগুলোর যথাযথ বাস্তবায়ন কোনো রাষ্ট্রের একার পক্ষে সম্ভব নয়। এজন্যই আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। তদ্রæপ আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। কোনো রাষ্ট্রের পক্ষেই নিজে নিজে তার সকল চাহিদা পূরণ করা সম্ভব নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়। তাই একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো পরস্পর সহযোগিতা করে। ফলে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগী সংস্থা গড়ে ওঠে। তারা যৌথ উদ্যোগে এসব অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক, ও বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য কাজ করে। ফলে সকলের জন্য ব্যাপক উন্নতি সাধিত হয়। পরিশেষে বলা যায়, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব যে অপরিসীম তা অনস্বীকার্য।
প্রশ্ন- ২ সার্ক ও এর লক্ষ্য উদ্দেশ্য
ঝিনাইদহ জেলার দক্ষিণে রয়েছে কালীগঞ্জ উপজেলা। এই উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘দক্ষিণ কালীগঞ্জ সহযোগিতা সংস্থা’ নামে একটি সংগঠন। এই সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোাগিতা হলেও সংস্থাটি নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত।
ক. দুটি দেশের মধ্যে সহযোগিতার জন্য কোনটি করা হয়?
খ. আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সংস্থার সাথে পাঠ্যবইয়ের কোন সংস্থার সাদৃশ্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য মূলপাঠের আলোকে বিশ্লেষণ কর।
ক দ্বি-পাক্ষিক সহযোগিতা চুক্তি সাক্ষরিত হয়।
খ দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্মিলিত উদ্যোগে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তি ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা। পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। সর্বোপরি সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
গ উদ্দীপকে উল্লিখিত সংস্থার সাথে পাঠ্যবইয়ের সার্কের সাদৃশ্য বিদ্যমান। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমন্বয়ে গড়ে উঠেছে সার্ক। সার্কের পুরো নাম ঝড়ঁঃয অংরধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঝঅঅজঈ)। এর বাংলা অর্থ হলো ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা’। বাংলাদেশের উদ্যোগে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। বাংলাদেশ ছাড়া সার্কের অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভ‚টান ও আফগানিস্তান। এছাড়াও বর্তমানে মিয়ানমার পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ সংস্থার সাথে যুক্ত হয়েছে। নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে সার্কের সচিবালয় অবস্থিত। উদ্দীপকেও দেখা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে ‘দক্ষিণ কালীগঞ্জ আঞ্চলিক সহযোগিতা সংস্থা’ নামক একটি সংগঠন। অতএব, নিশ্চিতভাবেই বলা যায় যে, উদ্দীপকে গঠিত সংস্থাটি পাঠ্যবইয়ের সার্কের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
ঘ নানারকম লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সার্ক গঠিত হয়েছে। বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ তাদের উন্নয়নের লক্ষ্যে সার্ক গড়ে তুলেছে। উদ্দীপকে দেখা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন মিলে ‘দক্ষিণ কালীগঞ্জ আঞ্চলিক সহযোগিতা সংস্থা’ নামে একটি একটি সংগঠন গড়ে উঠেছে। উক্ত সংস্থাটির মূল লক্ষ্য হলো সহযোগী ইউনিয়নগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। শুধু তাই নয় এই সংস্থাটি নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত। তেমনিভাবে সার্কও সহযোগী রাষ্ট্রগুলোর মধ্যে ব্যাপক সহযোগিতার লক্ষ্য নিয়ে এগিয়ে যায়। যেমন : সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মধ্যে মুক্ত বাণিজ্য এবং কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। এ সংস্থা উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করে। এছাড়াও সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করাও সার্কের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। পরিশেষে বলা যায় যে, সার্কভুক্ত দেশগুলোর নানারকম অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সমস্যার সমাধানসহ নানাবিধ কর্মকাণ্ড করাই সার্কের অন্যতম উদ্দেশ্য।
প্রশ্ন- ৩ আঞ্চলিক সহযোগিতা
সাদ্দামের দাদা একদিন বলেছিলেন, এক সময় মানুষ বলতো আমেরিকার গমের আটা না হলে রাশিয়ার চুলার আগুন জ্বলে না। আরবের তেল না পেলে আমেরিকার গাড়ির চাকা ঘোরে না। একথাগুলো একটা সময় বহুল প্রচলিত ছিল। তিনি মনে করেন, পৃথিবীর এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা না থাকলে এখন আর টিকে থাকা সম্ভব নয়। একই অঞ্চলের অনেকগুলো রাষ্ট্র মিলে বিভিন্ন সহযোগিতামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
ক. ঘঅগ-এর পূর্ণরূপ কী?
খ. ‘উন্নত জীবনের জন্যে সহযোগিতা’ উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক নির্ণয় কর।
ঘ. তুমি কি মনে কর সার্ক এ ধরনের একটি পারস্পরিক সহযোগিতামূলক প্রতিষ্ঠান? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
ক ঘড়হ-অষরমহবফ গড়াবসবহঃ.
খ উন্নত জীবনের জন্য পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বর্তমানে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। তাই প্রত্যেক রাষ্ট্রই অন্য রাষ্ট্র থেকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করে থাকে।
গ উদ্দীপকে এক দেশের সাথে অন্য দেশের ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টিই ফুটে উঠেছে। কোনো দেশে খাদ্য রয়েছে অতিরিক্ত কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে সে দরিদ্র তাই খাদ্যের বিনিময়ে প্রযুক্তি ক্রয় করতে হয়। আবার দেখা যায়, কারো কাছে চাল আছে কিন্তু পেঁয়াজ নাই। তখন পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এগুলো বিনিময় করতে হয়। বিশেষ করে একই অঞ্চলের দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য আঞ্চলিক অনেক সংস্থা বা সংগঠন গঠিত হয়েছে। যার মাধ্যমে সংশ্লিষ্ট দেশসমূহ পরস্পর সাহায্য-সহযোগিতা নিয়ে বিশ্বের দরবারে টিকে থাকতে পারে।
ঘ হ্যাঁ, আমি মনে করি সার্কও সহযোগিতামূলক প্রতিষ্ঠান। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে তৈরি করেছে সার্ক। সংস্থাটির মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। বাংলাদেশ ছাড়া সার্কের অন্যান্য সদস্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। সুতরাং বলা যায়, একই অঞ্চলের দেশগুলো একত্রিত হয়ে যেমন সহযোগিতাপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলে তেমন সার্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের পারস্পরিক সহযোগিতার জন্য গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান।
প্রশ্ন- ৪ আঞ্চলিক সহযোগিতা সংস্থা
ব্যবসায়ী রশিদ সাহেব একটি মহাদেশের পশ্চিমাঞ্চলীয় এক দেশে বাস করেন। তিনি ঐ অঞ্চলের নাগরিক হিসেবে অবাধে পাশাপাশি দেশে যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য করতে পারেন। রশিদ সাহেবই শুধু নয় এ অঞ্চলের সকল জনগণ অবাধে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ লাভ করে। এ সবদেশে একই মুদ্রা চালু।
ক. ঘঅগ কী?
খ. ‘আসিয়ান একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন’ ব্যাখ্যা কর।
গ. রশিদ সাহেব যে অঞ্চলে বাস করে পাঠ্যপুস্তকের আলোকে ঐ অঞ্চলের দেশসমূহের পারস্পরিক সহযোগিতার বর্ণনা দাও।
ঘ. উক্ত সংস্থা ছাড়া আর কোনো সংস্থা কী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করে? মতামত দাও।
ক সামরিক জোটের সদস্য নয়-এমন দেশগুলোর সংগঠন।
খ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে আসিয়ান নামক সংস্থা। এর পুরো নাম ‘এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশানস’। বাংলায় দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। সংস্থাটির সদস্য রাষ্ট্রের মধ্যে রয়েছে ব্রæনেই, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া প্রভৃতি দেশ।
গ রশিদ সাহেব ইউরোপ মহাদেশে বাস করে। পাঠ্যপুস্তকে দেখা যায় এই ধরনের অবাধ ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের সুবিধা রয়েছে ইউরোপ মহাদেশে। পশ্চিম ইউরোপের দেশগুলো সহযোগিতার লক্ষ্যে প্রথমে গঠন করেছিল কমন মার্কেট। তারপর এর আওতা বেড়ে হয় ইউরোপিয়ান ইউনিয়ন (ঊট)। ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য। ই ইউ তার নিজস্ব মুদ্রাও চালু করেছে; যার নাম ‘ইউরো’। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রা পাশাপাশি এই ইউরোও চলে। উদ্দীপকে রশিদ সাহেবের মতো ব্যবসায়ীরা সহযোগিতার নানা সুবিধা ভোগপূর্বক ব্যবসায়ীকভাবে লাভবান হচ্ছেন।
ঘ হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরো কতিপয় আঞ্চলিক সংস্থা সহযোগিতার ক্ষেত্রকে প্রশস্ত করছে। এর মধ্যে সার্ক দক্ষিণ এশিয়ার একটি সহযোগিতা সংস্থা। ৮টি দেশ মিলে এই সংগঠন। এ সংস্থার সদস্য রাষ্ট্রগুলো অর্থনৈতিক সহযোগিতাসহ শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিগত উন্নয়নে একে অপরকে সহায়তা করছে। তেমনিভাবে আসিয়ান হলো দক্ষিণ পূর্ব-এশিয়ার একটি সহযোগী সংস্থা যা দশটি দেশের সমন্বয়ে গঠিত। পারস্পরিক শান্তি-শৃংখলা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে গড়ে উঠেছে এই সংগঠনটি। তেমনিভাবে পৃথিবীর শিল্পোন্নত ৭টি দেশ নিয়ে গড়ে উঠেছে জি-৭। তারা নিজেদের মধ্যে সহযোগিতার পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা করে। এছাড়াও আফ্রিকার দেশগুলো মিলে আরো গড়ে উঠেছে ওএইউ এবং আরব দেশগুলো মিলে গড়ে উঠেছে আরব লীগ, আসো গড়ে উঠেছে কমনওয়েলথ ও ন্যাম। উপরিউক্ত সমস্ত সংস্থা মূলত গড়ে উঠেছে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে। পরিশেষে বলা যায়, ইউরোপিয়ান ইউনিয়নের মতো আরো অনেক সহযোগী সংস্থা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে ব্যাপকভাবে প্রশস্ত করেছে।
অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৫ সার্ক
এটি একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থার প্রতীক।
ক. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কী? ১
খ. ঊট কী? ব্যাখ্যা কর। ২
গ. সংস্থাটিতে বাংলাদেশের ভ‚মিকা বর্ণনা কর। ৩
ঘ. দক্ষিণ এশিয়ার শান্তি স্থাপনে উক্ত সংস্থাটি কতটুকু কার্যকর? মূল্যায়ন কর। ৪
ক সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম আফগানিস্তান।
খ পশ্চিম ইউরোপের দেশগুলোর সহযোগী সংস্থার নাম ইউরোপিয়ান ইউনিয়ন। এর সদস্য সংখ্যা ২৮। সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে অবাধে যাতায়াত, বসবাস ও ব্যবসা-বাণিজ্য করার লক্ষ্যে এই সংস্থাটি গড়ে উঠে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সার্ক গঠনে বাংলাদেশের ভ‚মিকা বর্ণনা কর।
ঘ দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপনে সার্কের কার্যকারিতা আলোচনা কর।
প্রশ্ন- ৬
সার্ক গঠনের লক্ষ্য
নেপালি মেয়ে মহুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এমতাবস্থায় নেপালের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে শিল্পকলা একাডেমিতে সে গান পরিবেশন করে।
ক. আসিয়ানের পূর্ণরূপ কী? ১
খ. মুক্তবাজার অর্থনীতি কী? ব্যাখ্যা কর। ২
গ. মহুয়ার গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত কাজটি সার্কের উদ্দেশ্য পূরণে কতটুকু সহায়ক? মতামত দাও। ৪
ক আসিয়ানের পূর্ণরূপ এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশানস’।
খ আজকের দিনে একদেশের সঙ্গে অন্যদেশের খুব সহজেই ও দ্রæত যোগাযোগ সম্ভব হচ্ছে। তাই ব্যবসায় বাণিজ্যেও সব দেশকেই মুক্ত প্রতিযোগিতায় নামতে হচ্ছে। অর্থনীতির ভাষায় একেই বলা হয় মুক্তবাজার অর্থনীতি বা ঙঢ়বহ গধৎশবঃ ঊপড়হড়সু.
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সার্কের সাংস্কৃতিক কার্যক্রম বর্ণনা কর।
ঘ সার্কের উদ্দেশ্য পূরণে সাংস্কৃতিক বিনিময় আলোচনা কর।
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে কোন সংস্থাটি গঠন করা হয়?
উত্তর : বিশ্ব শান্তি স্থাপনের লক্ষ্যে জাতিসংঘ গঠন করা হয়।
প্রশ্ন \ ২ \ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
প্রশ্ন \ ৩ \ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র?
উত্তর : বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র।
প্রশ্ন \ ৪ \ সাধারণত কোন উদ্দেশ্যকে সামনে রেখে আঞ্চলিক উন্নয়ন সংস্থাগুলো গড়ে ওঠে?
উত্তর : পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সাধনের লক্ষ্যে আঞ্চলিক সংস্থাসমূহ গড়ে ওঠে।
প্রশ্ন \ ৫ \ ঝঅঅজঈ-এর পুরো নাম কী?
উত্তর : ঝড়ঁঃয অংরধহ অংংড়পরধঃরড়হ ভড়ৎ জবমরড়হধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ.
প্রশ্ন \ ৬ \ কত সালে সার্ক গঠিত হয়?
উত্তর : ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়।
প্রশ্ন \ ৭ \ সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর : সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮।
প্রশ্ন \ ৮ \ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে অবস্থিত।
প্রশ্ন \ ৯ \ সার্কের পর্যবেক্ষক দেশ হিসেবে বর্তমানে কোন দেশ সার্কের সাথে যুক্ত হয়েছে?
উত্তর : মিয়ানমার পর্যবেক্ষক দেশ হিসেবে সার্কের সাথে যুক্ত হয়েছে।
প্রশ্ন \ ১০ \ সার্ক গঠনের অন্যতম উদ্দেশ্য কী?
উত্তর : দক্ষিণ এশিয়ার দেশগুলোকে মুক্ত বাণিজ্য এলাকা (ঋৎবব ঞৎধফব ুড়হব) হিসেবে প্রতিষ্ঠিত করা।
প্রশ্ন \ ১১ \ অঝঊঅঘ-এর পুরো নাম কী?
উত্তর : অংংড়পরধঃরড়হ ড়ভ ঝড়ঁঃয-ঊধংঃ অংরধহ ঘধঃরড়হং (অঝঊঅঘ).
প্রশ্ন \ ১২ \ কত সালে অঝঊঅঘ প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৭ সালের ৮ আগস্ট আসিয়ান প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন \ ১৩ \ সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর : সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা সাত।
প্রশ্ন \ ১৪ \ কত সালে আফগানিস্তান সার্কের সদস্য হয়?
উত্তর : ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সদস্য হয়।
প্রশ্ন \ ১৫ \ আসিয়ানের সদস্য সংখ্যা কত?
উত্তর : আসিয়ানের সদস্য সংখ্যা দশ।
প্রশ্ন \ ১৬ \ আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
প্রশ্ন \ ১৭ \ ঊট-এর পূর্ণরূপ কী?
উত্তর : ঊঁৎড়ঢ়বধহ টহরড়হ.
প্রশ্ন \ ১৮ \ ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম কী?
উত্তর : ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম ইউরো।
প্রশ্ন \ ১৯ \ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
উত্তর : ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮।
প্রশ্ন \ ২০ \ ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
উত্তর : ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
প্রশ্ন \ ২১ \ কোন সংস্থাটি শিল্পোন্নত সাতটি দেশ নিয়ে গড়ে উঠেছে?
উত্তর : ‘জি-৭’ শিল্পোন্নত সাতটি দেশ নিয়ে গড়ে উঠেছে।
প্রশ্ন \ ২২ \ আফ্রিকান দেশগুলো মিলে কোন সংস্থা গড়ে তুলেছে?
উত্তর : আফ্রিকান দেশগুলো মিলে গড়ে তুলেছে ‘ওএইউ’।
প্রশ্ন \ ২৩ \ ঙঅট-এর পূর্ণরূপ কী?
উত্তর : ঙৎমধহরুধঃরড়হ ড়ভ অভৎরপধহ টহরঃু.
প্রশ্ন \ ২৪ \ ঙওঈ-এর পূর্ণরূপ কী?
উত্তর : ঙৎমধহরুধঃরড়হ ড়ভ ওংষধসরপ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ.
প্রশ্ন \ ২৫ \ বাংলাদেশ কত সালে ঙওঈ-এর সদস্যপদ লাভ করে?
উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালে ঙওঈ-এর সদস্যপদ লাভ করে।
প্রশ্ন \ ২৬ \ ব্রিটিশ উপনিবেশ হতে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে কোন সংগঠন গড়ে উঠেছে?
উত্তর : কমনওয়েলথ।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ মুক্তবাজার অর্থনীতি কী? ব্যাখ্যা কর।
উত্তর : মুক্তবাজার অর্থনীতি এমন এক অর্থনৈতিক ব্যবস্থা যাতে সকল দেশ বাজারে অবাধে প্রবেশ ও প্রতিযোগিতা করতে পারে। বর্তমানে এক দেশের সঙ্গে অন্য দেশের খুব সহজে ও দ্রæত যোগাযোগ করা সম্ভব। তাই ব্যবসা বাণিজ্যেও সব দেশকে প্রতিযোগিতায় নামতে হচ্ছে। অর্থনীতির ভাষায় একেই বলে মুক্তবাজার অর্থনীতি।
প্রশ্ন \ ২ \ ‘আসিয়ান একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন’ ব্যাখ্যা কর।
উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে আসিয়ান নামক সংস্থা। এর পুরো নাম ‘এসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশানস’। বাংলায় দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা দশ। সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো হলো ব্রনেই, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মিয়ানমার, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
প্রশ্ন \ ৩ \ সার্কের লক্ষ্য আলোচনা কর।
উত্তর : পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সমস্যার সমাধান ও সার্কভুক্ত দেশগুলোর উন্নয়ন করাই হলো সার্কের প্রধান লক্ষ্য। তাছাড়া এ সংস্থার নেতৃবৃন্দ সন্ত্রাস, এইডস, বাণিজ্য বিনিয়োগ, শিক্ষা ও পরিবেশ উন্নয়নে এবং পারস্পরিক সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন।
প্রশ্ন \ ৪ \ দ্বি-পাক্ষিক চুক্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর : দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে যে চুক্তি করা হয় তাই দ্বি-পাক্ষিক সহযোগিতা চুক্তি। বর্তমানে এ ধরনের চুক্তি বেড়েই চলেছে। সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো এই দ্বি-পাক্ষিক চুক্তি।
প্রশ্ন \ ৫ \ বিশ্বব্যাপী বিভিন্ন সহযোগিতামূলক সংস্থা গড়ে ওঠার কারণ কী?
উত্তর : বিশ্বব্যাপী বিভিন্ন দেশের জোট গড়ে ওঠার কারণ হলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। বিশ্বের কোনো দেশই এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে এবং সার্বিক উন্নয়নের জন্য প্রত্যেক দেশকেই কোনো না কোনোভাবে অন্য দেশের ওপর নির্ভর করতে হয়। এ নির্ভরতার প্রেক্ষিতে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে জোট গড়ে উঠেছে।
প্রশ্ন \ ৬ \ সার্ক প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : সার্ক (ঝঅঅজঈ) একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার ৭টি দেশ পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা করে। এর বর্তমান সদস্য সংখ্যা ৮। সংগঠনটি প্রতিষ্ঠার কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্ত, স্থিতিশীলতা ও দ্রæত অর্থনৈতিক উন্নয়ন করা।
প্রশ্ন \ ৭ \ সার্কভুক্ত দেশসমূহের সহযোগিতার ক্ষেত্রসমূহ ব্যাখ্যা কর।
উত্তর : সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো হলো কৃষি, আবহাওয়া, পল্লি উন্নয়ন, বিজ্ঞান, যোগাযোগ, পরিবেশ ও কারিগরি ক্ষেত্র প্রভৃতি। এছাড়া সন্ত্রাস, এইচআইভি/এইডস, বাণিজ্য বিনিয়োগ, শিক্ষা ও পরিবেশ উন্নয়নেও সার্কের সহযোগিতার ক্ষেত্র স¤প্রসারিত হয়েছে।