ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ

পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ
বিষয়-সংক্ষেপ
মানুষ সামাজিক জীব। তাই সে সমাজ ছাড়া একা বাস করতে পারে না। মানুষ একে অপরের সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে সমাজ গড়ে তুলেছে।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ পাঠ-১ : সমাজের ধারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে কী বলা হয়? (জ্ঞান)
˜ সমাজ খ সভ্যতা গ পরিবার ঘ সংঘবদ্ধতা
২. সাধারণভাবে একটি সমাজে কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান?
˜ দুটি খ তিনটি গ চারটি ঘ পাঁচটি
৩. প্রাচীনকালে মানুষ একসাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে। এর ফলে তাদের মধ্যে কোনটি গড়ে উঠে? (উচ্চতর দক্ষতা)
 পারস্পরিক নির্ভরতার মতো সম্পর্ক
খ পারস্পরিক দ্ব›দ্ব
গ পারস্পরিক আত্মকলহ
ঘ পারস্পরিক বৈষম্য
৪. সমাজ গঠনের প্রথম ধাপ কী? ]
˜ পরিবার খ গোত্র
গ সহযোগিতা ঘ স¤প্রদায়
৫. জনাব করিম মানুষের মাঝে সহানুভ‚তি ও সাহায্য-সহযোগীতার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তার এ কার্যক্রম কীসের নিয়ামক? (উচ্চতর দক্ষতা)
 সামাজিক সম্পর্কের খ নির্ভরশীলতার সম্পর্কের
গ সহানুভ‚তির আকার ঘ পরস্পর দ্বন্ধের সমাধান
৬. সমাজ গড়ে তুলতে আদিকালের মানুষের কোন ধারণা বেশি কাজে লাগে?
ক বন্ধুত্ব খ সহযোগিতা
গ প্রতিযোগিতা ˜ সংঘবদ্ধতা
৭. আদিম মানুষ ধীরে ধীরে সমাজব্যবস্থা গড়ে তোলে কীভাবে? (অনুধাবন)
ক বন্ধুত্ব থেকে  সংঘবদ্ধতার ধারণা থেকে
গ কুসংস্কার থেকে ঘ প্রতিযোগিতার মাধ্যমে
৮. নিচের কোনটি ক্ষুদ্রতম সমাজ? (জ্ঞান)
ক রাষ্ট্র খ সমিতি  পরিবার ঘ জাতি
৯. প্রাচীনকালের কোন সময় পরিবার বলতে কিছুই ছিল না? (প্রয়োগ)
 সমাজ গঠনের আগে খ সমাজে বাস করার আগে
গ পরিবার গঠনের পূর্বে ঘ পরিবার সংঘবদ্ধ হওয়ার পূর্বে
১০. কোন প্রাণীটি সব সময় সংঘবদ্ধ থাকে? [বনশ্রী আইডিয়াল, ঢাকা]
ক কুমির খ মাছি গ সাপ  মৌমাছি
১১. মানুষ দলবদ্ধভাবে বাস করে কেন? (জ্ঞান)
ক বন্ধুত্ব ও সহযোগিতার জন্য
 আত্মরক্ষা ও জীবনধারণের জন্য
গ সহযোগিতা ও প্রতিযোগিতার জন্য
ঘ ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতার জন্য
১২. মানুষ একাকী বাস করতে পারে না কেন? (অনুধাবন)
 মানুষ সামাজিক জীব খ মানুষ অসহায়
গ মানুষ পরনির্ভরশীল ঘ মানুষ দুর্বল
১৩. সমাজের মূল ভিত্তি কী?
 ঐক্য খ সংঘবদ্ধতা
গ বন্ধুত্ব ঘ পাড়াপ্রতিবেশী
১৪. আদিকালে মানুষ কীসে উদ্বুদ্ধ হয়ে দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে?(অনুধাবন)
ক প্রেমপ্রীতি, স্নেহমমতা ইত্যাদির অনুপ্রেরণায়
 হিংস্র জানোয়ারের কবল থেকে আত্মরক্ষা করতে
গ কৃষিকাজকে জীবিকা হিসেবে গ্রহণ করতে
ঘ আগুনের ব্যবহার আয়ত্ত করতে
১৫. কোনো কাক বিপদে পড়লে সব কাক তাকে বাঁচাতে আসে কীভাবে? (অনুধাবন)
 দলবেঁধে খ পৃথকভাবে
গ ডাকাডাকি করে ঘ বিচ্ছিন্নভাবে
১৬. মৌমাছির আচরণের সঙ্গে মানুষের আচরণের মিল প্রকাশ পায় কোনটি? (প্রয়োগ)
ক সহযোগিতা খ প্রতিযোগিতা
গ সমাজবদ্ধতা  দলবদ্ধতা
১৭. মানুষ একসঙ্গে বাস করার ফলে তাদের মাঝে কী সৃষ্টি হয়? (অনুধাবন)
ক শৃঙ্খলাবদ্ধ ও পরোপকারী
খ প্রতিযোগিতা ও বিরোধ
 বন্ধুত্ব ও সহযোগিতা
ঘ দ্ব›দ্ব ও সংঘাত
১৮. মানুষ দলবদ্ধভাবে বাস করেÑএ বৈশিষ্ট্য প্রকৃতির কোন পতঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়? (প্রয়োগ)
ক মশা ও মাছি
˜ উইপোকা ও মৌমাছি
গ লেদাপোকা ও বিছাপোকা
ঘ রেশমপোকা ও ঘাসফড়িং
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯. মানুষ ছড়িয়ে পড়েছে (উচ্চতর দক্ষতা)
র. পরিবার থেকে গোত্রে রর. স¤প্রদায়ে
ররর. জাতিগোষ্ঠীতে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর  র, রর ও ররর
২০. আদিম মানুষ সমাজবদ্ধভাবে বাস করা শুরু করেÑ (জ্ঞান)
র. আহারের জন্য রর. বাসস্থানের জন্য ররর. নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ রর ও ররর  র, রর ও ররর
২১. সমাজের ছোট ছোট প্রতিষ্ঠান হলো (প্রয়োগ)
র. পরিবার রর. গোত্র, ক্লাব ররর. সমিতি
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর  র, রর ও ররর
২২. পিপঁড়া ও উইপোকার মতো যে আচরণটি মানুষের মধ্যে লক্ষণীয়Ñ]
র. দলবদ্ধভাবে বসবাস রর. খাদ্য সংগ্রহ
ররর. আত্মরক্ষা ও জীবনধারণ
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর  র, রর ও ররর
২৩. পরিবারে গড়ে ওঠে (প্রয়োগ)
র. ব্যক্তিবর্গের বন্ধন রর. ব্যক্তিবর্গের কার্যকলাপ
ররর. ব্যক্তিবর্গের জীবনধারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৪. মানুষের সমাজে বন্ধুত্ব ও সহযোগিতার সঙ্গে রয়েছেÑ (অনুধাবন)
র. পারস্পরিক দ্ব›দ্ব রর. প্রতিযোগিতা ররর. বিরোধ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
২৫. সুন্দরবনে হরিণ দলবদ্ধভাবে বাস করে। এ বৈশিষ্ট্য যে সমাজের মানুষের মধ্যে ছিলÑ
র. আদিম সমাজে রর. প্রাচীন সমাজে
ররর. আধুনিক সমাজে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ রর ও ররর গ র ও ররর ঘ র, রর ও ররর
২৬. উইপোকার সাথে মানুষের যে বৈশিষ্ট্যের মিল রয়েছেÑ (প্রয়োগ)
র. দলবদ্ধ হয়ে বাস রর. পারস্পরিক দ্ব›দ্ব
ররর. সমবেতভাবে খাদ্য সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
২৭. একত্রে বাস করার ফলে মানুষে মানুষে সৃষ্টি হয়Ñ
র. বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক রর. অর্থনৈতিক সম্পর্ক
ররর. সামাজিক সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
প্রাচীনকালে অসহায়ত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছিল। গড়ে তুলেছিল পরিবার। যার মাধ্যমে পর্যায়ক্রমে সৃষ্টি হয় বৃহত্তর সমাজ।
২৮. অনুচ্ছেদে কোনটি বর্ণিত হয়েছে? (প্রয়োগ)
 সমাজ সৃষ্টির ইতিহাস
খ প্রাচীন মানুষের ইতিহাস
গ আদিম সমাজের ইতিহাস
ঘ প্রাচীন সমাজের ইতিহাস
২৯. সমাজ সৃষ্টির উদ্দেশ্য ছিল – (উচ্চতর দক্ষতা)
র. সংঘবদ্ধভাবে বসবাস
রর. পরস্পর সহযোগিতা
ররর. নির্ভরশীল জীবনযাপন
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-২ : সমাজজীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক সমভ‚মি অঞ্চলে খ অববাহিকা অঞ্চলে
গ মালভ‚মি অঞ্চলে  নদী তীরবর্তী অঞ্চলে
৩১. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে কোন সভ্যতা বিকাশ লাভ করে? (জ্ঞান)
ক রোমান খ মিশরীয় গ সিন্ধু  মেসোপটেমীয়
৩২. ফরিদপুর কীসের জন্য বিখ্যাত ছিল? (জ্ঞান)
 খেজুরগুড় খ শীতলপাটি
গ মসলিন শাড়ি ঘ মিঠাই ও মণ্ডা
৩৩. কোনটি মানুষকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে? (জ্ঞান)
 পরিবেশ খ শিক্ষা গ সভ্যতা ঘ সংস্কৃতি
৩৪. বাংলাদেশের কোথায় তুঁতগাছ জন্মে? (জ্ঞান)
ক ঢাকায় খ নওগাঁয় গ বরিশালে  রাজশাহীতে
৩৫. মুক্তাগাছা কী জন্য প্রসিদ্ধি লাভ করেছে? (জ্ঞান)
ক চমচম  মণ্ডা গ শীতলপাটি ঘ খেজুরগুড়
৩৬. বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন অববাহিকায় বিকাশ লাভ করেছে?
ক মেঘনা  গঙ্গা গ বদ্বীপ ঘ যমুনা
৩৭. কোনটি পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্যকে প্রভাবিত করে?
ক ব্যক্তির রুচি খ পরিবারের ইচ্ছা অনিচ্ছা
 ভৌগোলিক পরিবেশ ঘ সামাজিক মর্যাদা
৩৮. ভূমিকম্পপ্রবণ অঞ্চলে মানুষ ঘরবাড়ি তৈরিতে বেশি ব্যবহার করে কোনটি? (জ্ঞান)
ক ছন খ খড় গ বাঁশ  কাঠ
৩৯. নারায়ণগঞ্জে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে কেন? (অনুধাবন)
 নৌ যোগাযোগের কারণে খ পাটশিল্প বিকাশের কারণে
গ তাঁত শিল্পের কারণে ঘ মসলিন শিল্পের কারণে
৪০. মানব সমাজের প্রকৃতি, আচার-আচরণ ও সংস্কৃতির ওপর স্পষ্ট প্রভাব ফেলে কোনটি? (জ্ঞান)
ক নদনদী  পরিবেশ গ সভ্যতা ঘ শিক্ষাদীক্ষা
৪১. কোনো অঞ্চলের পেশা নির্ধারিত হয় কীসের ওপর? (অনুধাবন)
ক সংস্কৃতির
 প্রাকৃতিক সম্পদের
গ সমুদ্রের
ঘ আচার-আচরণের
৪২. নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
]
 মিশরীয় খ মেসোপটেমীয়
গ রোমান ঘ চৈনিক
৪৩. সিলেট কীসের জন্য খ্যাতি লাভ করেছে? (জ্ঞান)
ক রেশম শিল্পের খ বস্ত্র শিল্পের
গ পিঠা পুলির  শীতলপাটির
৪৪. গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ কী ধরনের কাপড় পরে? (জ্ঞান)
 হালকা সুতি কাপড় খ ভারী লিনেন কাপড়
গ হালকা রেশমি কাপড় ঘ গরম উলের কাপড়
৪৫. ঢাকার কোথায় বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়?
ক নবাবপুর খ তাঁতিবাজার
গ ইসলামপুর  ডেমরায়
৪৬. শিল্পভিত্তিক সমাজে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন ছিল নৌকা, লঞ্চ ও স্টিমার। এ থেকে কোন বিষয়টি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক বাংলাদেশে নদীতীরে সভ্যতা গড়ে ওঠে
খ বাংলাদেশে আদিম সমাজের অস্তিত্ব ছিল
গ বাংলাদেশ ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত
˜ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ
৪৭. রাজশাহীতে রেশমি শাড়ি ও বস্ত্রশিল্প গড়ে উঠেছে কেন?
 এ অঞ্চলে তুঁতগাছ জন্ম নেওয়ায়
খ এ অঞ্চলে প্রচুর নদনদী থাকায়
গ এ অঞ্চলে অনুক‚ল আবহাওয়া থাকায়
ঘ এ অঞ্চলে রেশমি শাড়ির ব্যাপক চাহিদা থাকায়
৪৮. শীতপ্রধান অঞ্চলের মানুষ কী ধরনের কাপড় পড়ে?
ক সুতি কাপড় খ গরদ কাপড়
 পশমি কাপড় ঘ লিলেন কাপড়
৪৯. তুঁত গাছে বাসা বাঁধে কোনটি?
ক লেদা পোকা খ নীল পতঙ্গ
 রেশম কীট ঘ তোতা পাখি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫০. ভ‚মধ্যসাগর তীরবর্তী অঞ্চলে বিকাশ লাভ করেÑ (অনুধাবন)
র. গ্রিক সভ্যতা রর. রোমান সভ্যতা ররর. মিশরীয় সভ্যতা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫১. যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে গড়ে ওঠেÑ (প্রয়োগ)
র. শিল্প রর. নগর সভ্যতা ররর. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫২. রাজশাহীতে গড়ে উঠেছেÑ (অনুধাবন)
র. রেশমি শাড়ি শিল্প রর. বস্ত্র শিল্প
ররর. শীতলপাটি তৈরির শিল্প
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৫৩. মানুষের জীবন প্রভাবিত হয়Ñ (উচ্চতর দক্ষতা)
র. আদি পরিবেশ দ্বারা রর. প্রাকৃতিক পরিবেশ দ্বারা
ররর. ভৌগোলিক পরিবেশ দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
৫৪. ঢাকাই শাড়ি ডেমরায় বিকাশ লাভ করার কারণÑ (অনুধাবন)
র. অনুক‚ল আবহাওয়া রর. নদীবহুলতা ররর. শিল্প সমৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
শ্রেণিকক্ষে শিক্ষক আব্দুর রহমান প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, পৃথিবীর প্রায় সব প্রাচীন সভ্যতাই নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে।
৫৫. উক্ত সভ্যতা বিকাশ লাভ করছে- (প্রয়োগ)
র. নীল নদের তীরে রর. গঙ্গার ধারে
ররর. টাইগ্রীস ও ইউফেট্রিস নদীর তীরে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  ররর ঘ র ও ররর
৫৬. নদী তীরবর্তী অঞ্চলে উক্ত সভ্যতা বিকাশ লাভ করার মূল কারণ কী? (উচ্চতর দক্ষতা)
 সহজে কৃষি, যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য সম্ভব হতো বলে
খ আবহাওয়া ও জলবায়ু বসবাসের উপযোগী ছিল বলে
গ মৎস্য শিকার ও খাদ্য সংগ্রহ সহজ হতো বলে
ঘ বিভিন্ন জাতিগোষ্ঠী নদী তীরবর্তী অঞ্চলে একত্রিত হতো বলে
ন্ধ পাঠ-৩ ও ৪ : সমাজ বিকাশের বিভিন্ন স্তর : শিকার ও খাদ্যসংগ্রহ, উদ্যানকৃষি ও পশুপালন সমাজ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৭. প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সমাজ বিকাশের বিভিন্ন স্তরসমূহকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক চার খ পাঁচ  ছয় ঘ সাত
৫৮. কোন সমাজে সর্বপ্রথম ব্যক্তিগত সম্পত্তির ধারণা জন্মে? [ উদয়ন স্কুল এন্ড কলেজ]
ক কৃষিভিত্তিক খ উদ্যান কৃষিভিত্তিক
গ শিল্পভিত্তিক  পশুপালনকারী
৫৯. আদিম মেয়েরা কী করত? [ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]
ক মাছ শিকার খ পাখি শিকার
 ফলমূল সংগ্রহ ঘ পশু শিকার
৬০. বিনিময় প্রথা কোন সমাজে আবিষ্কৃত হয়? [সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর]
 পশুপালনকারী খ শিল্পভিত্তিক
গ শিল্পভিত্তিক ঘ কৃষিভিত্তিক
৬১. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে দলপতি কে হতেন? (জ্ঞান)
˜ গোষ্ঠীর শক্তিশালী লোক খ গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ লোক
গ গোষ্ঠীর কনিষ্ঠ লোক ঘ গোষ্ঠীর বয়োজ্যেষ্ঠ মহিলা
৬২. কোন বিষয়টি শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজজীবনকে মৌলভাবে প্রভাবিত করে? (উচ্চতর দক্ষতা)
ক কৃষিকাজ উদ্ভাবন ˜ হাতিয়ার তৈরি
গ খাবার সংগ্রহ ঘ স্থানীয় বসতি স্থাপন
৬৩. মানুষ কী দিয়ে মাটি খুঁড়ে বীজ বুনে চাষাবাদ করত?
ক কোদাল খ লাঙল গ ফলা  পাথরের হাতিয়ার
৬৪. কোন প্রাকৃতিক ঘটনা থেকে আদিম সমাজের মেয়েরা শস্য উৎপাদনের ধারণা পায়? (প্রয়োগ)
ক গাছে ফুল থেকে ফল জন্মানো
খ ঋতুর ধারাবাহিক পরিবর্তন
˜ শস্যদানা থেকে চারাগাছ গজানো
ঘ এক এক গাছে ভিন্ন ধরনের ফল
৬৫. উদ্যান কৃষিভিত্তিক সমাজের যন্ত্রপাতি কী দিয়ে তৈরি হতো? (জ্ঞান)
ক মাটি ও পাথর খ কাঠ ও মাটি
গ বালি ও পাথর ˜ পাথর ও কাঠ
৬৬. উদ্যান কৃষিভিত্তিক সমাজ বিকশিত হয়ে কোন সমাজে পরিণত হয়? (জ্ঞান)
ক কৃষিভিত্তিক ˜ পশুপালনকারী
গ শিল্পভিত্তিক ঘ শিকারভিত্তিক
৬৭. কোন সমাজের মানুষ সর্বপ্রথম বন্যপশুকে পোষ মানাতে শুরু করে? (জ্ঞান)
ক শিকারভিত্তিক খ কৃষিভিত্তিক
গ খাদ্য সংগ্রহভিত্তিক ˜ পশুপালনকারী
৬৮. বর্তমান চীন রাষ্ট্র তাদের চাহিদার তুলনায় অধিক খাদ্য উৎপাদন করে। এ রাষ্ট্রটি আদিম যুগের কোন সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ? (উচ্চতর দক্ষতা)
˜ পশুপালনকারী খ কৃষিভিত্তিক
গ খাদ্য সংগ্রহভিত্তিক ঘ শিকার সংগ্রহভিত্তিক
৬৯. উদ্যান কৃষি ও পশুপালনকারী সমাজই প্রথম কী উৎপাদন শুরু করে?
ক গাছপালা ˜ খাদ্য
গ পশুর চামড়া ঘ হাড়ের সুই
৭০. সমাজ বিকাশের কোন স্তরে মানুষ গুহা ও বনজঙ্গলে বাস করত? (জ্ঞান)
ক উদ্যান কৃষিভিত্তিক সমাজ
খ কৃষিভিত্তিক সমাজ
গ পশুপালনকারী সমাজ
 শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ
৭১. কীসের উন্নতির ফলে পুরনো সমাজ দ্রæত পরিবর্তিত হয়ে আধুনিক সমাজ গঠিত হয়েছে? (অনুধাবন)
ক রাস্তাঘাটের খ শিল্প সাহিত্যের
গ যানবাহনের  জ্ঞান বিজ্ঞানের
৭২. নিচের কোনটি সদা পরিবর্তনশীল? [ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়]
ক রাষ্ট্র  সমাজ গ মূল্যবোধ গ পরিবার
৭৩. বীজ বুনে চাষাবাদ শুরু হয় সমাজ বিকাশের কোন স্তরে? (জ্ঞান)
 উদ্যান কৃষিভিত্তিক সমাজে
খ পশুপালনকারী সমাজে
গ শিকার ও খাদ্যসংগ্রহভিত্তিক সমাজে
ঘ কৃষিভিত্তিক সমাজে
৭৪. কোনটি আদিম মানুষের হাতিয়ার? [আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক তীর  খাঁজকাটা বল­ম
গ কাঠ ঘ ঘুড়ি
৭৫. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের মানুষ কোথায় বাস করত? (অনুধাবন)
ক তৃণভ‚মির কাছে ˜ গুহা ও বনজঙ্গলে
গ কুমেরু অঞ্চলে ঘ পাহাড়ি এলাকায়
৭৬. শীত ও রোদ-বৃষ্টি থেকে রক্ষা পেতে আদিম মানুষ কী ব্যবহার করত? (জ্ঞান)
ক তলোয়ার খ হারপুন
˜ গাছের ছাল ঘ মাছের কাঁটা
৭৭. খাদ্য উৎপাদন করা শুরু হয় প্রথম কোন সমাজে? (জ্ঞান)
ক শিকার সংগ্রহভিত্তিক সমাজে
ক পশুপালনকারী সমাজে
গ খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে
˜ উদ্যান কৃষিভিত্তিক সমাজে
৭৮. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের পুরুষরা কী করত? (জ্ঞান)
 পশুপাখি শিকার খ গৃহস্থালির কাজ
গ পশুর খাদ্যের সন্ধান ঘ জমি চাষাবাদ
৭৯. সমাজ বিকাশের দ্বিতীয় স্তর কোনটি? [ উদয়ন স্কুল এন্ড কলেজ]
ক শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ
খ পশুপালনকারী সমাজ
গ কৃষিভিত্তিক সমাজ
 উদ্যানভিত্তিক সমাজ
৮০. উদ্যান কৃষিভিত্তিক সমাজ ও পশুপালন সমাজকে প্রায় একই কালের বলে মনে করা হয় কেন? (অনুধাবন)
ক একই কালে উভয় সমাজে বিনিময় প্রথা আবিষ্কার হয়
খ একই কালে উভয় সমাজে খাদ্য উৎপাদনব্যবস্থা শুরু হয়
গ একই কালে উভয় সমাজে ব্যক্তিগত সম্পত্তির ধারণা পাওয়া যায়
 একই কালে উভয় সমাজের বিকাশ হয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. চাষাবাদের সাহায্যে খাদ্য উৎপাদন শুরু করেÑ (অনুধাবন)
র. উদ্যান কৃষিভিত্তিক সমাজের মানুষ রর. পশুপালনকারী সমাজের মানুষ
ররর. কৃষিভিত্তিক সমাজের মানুষ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৮২. আদিম গোষ্ঠীবদ্ধ মানুষ হাতিয়ার হিসেবে ব্যবহার করতÑ
র. বল্লম রর. হারপুন ররর. সুই
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৩. উদ্যান কৃষিভিত্তিক সমাজের মেয়েরা যেসব খাবার সংগ্রহ করত তার মধ্যে অন্যতম হলোÑ
র. বুনোগম রর. আলু
ররর. কচুর মূল ও কন্দ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
৮৪. আদিম মানুষেরা দলপতি বানাতÑ [ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা]
র. গোষ্ঠীর বুদ্ধিমান লোককে রর. গোষ্ঠীর শক্তিশালী লোককে
ররর. গোষ্ঠীর বয়স্ক লোককে
নিচের কোনটি সঠিক?
ক র  রর গ ররর ঘ র ও ররর
৮৫. পশুপালনকারী সমাজ যে ভৌগোলিক পরিবেশ নিয়ে বিস্তৃত ছিলÑ (উচ্চতর দক্ষতা)
র. তৃণভ‚মি ও মরুভ‚মি রর. বনভ‚মি
ররর. পাহাড়-পর্বত
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর ˜ র ও ররর ঘ রর ও ররর
৮৬. পশুপালনকারী সমাজের মানুষ পোষ মানাতে শুরু করেÑ (অনুধাবন)
র. গরু-ছাগল ও ভেড়াকে রর. উট ও বলগা হরিণকে
ররর. মহিষ ও দুম্বাকে
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের চিত্রগুলো অনুসরণ করে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :

৮৭. চিত্রে প্রদর্শিত হাতিয়ারগুলো কোন সমাজে ব্যবহৃত হতো? (প্রয়োগ)
˜ শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক খ উদ্যান ও কৃষিভিত্তিক
গ পশু পালনভিত্তিক ঘ শিল্পভিত্তিক
৮৮. উক্ত হাতিয়ারগুলো ব্যবহৃত হতো- (উচ্চতর দক্ষতা)
র. খাদ্য সংগ্রহে রর. শিকারে
ররর. চাষাবাদে
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও :
অতীতের সমাজব্যবস্থা এমন ছিল যে সেখানে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ পশুর চামড়া ব্যবহার করত। পরবর্তীতে তাঁতশিল্পের জন্ম হয়েছে।
৮৯. বর্ণিত অনুচ্ছেদে কোন সমাজব্যবস্থার ধারণা পাওয়া যায়? (প্রয়োগ)
 শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ খ শিল্পভিত্তিক সমাজ
গ পশুপালনকারী সমাজ ঘ শিল্পবিপ্লব পরবর্তী সমাজ
৯০. অনুচ্ছেদে সমাজ সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো (উচ্চতর দক্ষতা)
র. সমাজ বিকাশমান রর. সমাজ পরিবর্তনশীল
ররর. সমাজ আধুনিক
নিচের কোনটি সঠিক?
˜ র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৫ ও ৬ : সমাজ বিকাশের বিভিন্ন স্তর : কৃষি, শিল্প ও শিল্পবিপ্লব পরবর্তী সমাজ º বোর্ড বই, পৃষ্ঠা-৪৪
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯১. সমাজ বিকাশের কোন স্তরে মানুষ লাঙল উদ্ভাবন করে? (জ্ঞান)
ক উদ্যান কৃষিভিত্তিক সমাজ
 কৃষিভিত্তিক সমাজ
গ পশুপালনকারী সমাজ
ঘ খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ
৯২. কোন সমাজের মানুষ প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করে? (জ্ঞান)
ক পশুপালনকারী সমাজের
খ শিল্পবিপ্লব পরবর্তী সমাজের
 কৃষিভিত্তিক সমাজের
ঘ শিল্পভিত্তিক সমাজের
৯৩. শিল্পবিপ্লবের পথিকৃৎ বলা হয় কোন দেশকে? (জ্ঞান)
ক আমেরিকা  ইংল্যান্ড
গ ফ্রান্স ঘ ইতালি
৯৪. জ্ঞান-বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় কখন? (জ্ঞান)
ক প্রাচীন গিসে খ প্রাচীন রোমে
গ ইউরোপে  ইউরোপের মধ্যযুগে
৯৫. কে আমেরিকা আবিষ্কার করেন? (জ্ঞান)
ক ম্যাগেলান খ দ্য ড্রেক গ নিউটন  কলম্বাস
৯৬. কত সালে কলম্বাস আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন? (জ্ঞান)
ক ১৪৯১  ১৪৯২ গ ১৬৮৫ ঘ ১৬৮৮
৯৭. মাধ্যাকর্ষণ তত্ত¡ কে আবিষ্কার করেন? (জ্ঞান)
 নিউটন খ ম্যাগেলান
গ কলম্বাস ঘ ডালটন
৯৮. কত সালে বৈজ্ঞানিক আবিষ্কারের সূচনা হয়? (জ্ঞান)
ক ১৬৮০ খ ১৬৮২  ১৬৮৫ ঘ ১৬৮৬
৯৯. শিল্পবিপ্লব পরবর্তী সমাজে শাক্তির উৎস হিসেবে কোনটি মানুষ ও পশুর স্থান দখল করে নেয়? (জ্ঞান)
ক লাঙলের ব্যবহার যন্ত্রের ব্যবহার
গ পাথরের ব্যবহার ঘ হাতিয়ার
১০০. ‘ক’ সমাজে সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, বিজ্ঞানী প্রভৃতি খাতের সাথে যুক্ত মানুষেরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ‘ক’ নিচের কোন সমাজকে ইঙ্গিত করে? (প্রয়োগ)
 শিল্পবিপ্লব পরবর্তী সমাজ
খ কৃষিভিত্তিক সমাজ
গ পশুপালনকারী সমাজ
ঘ উদ্যান কৃষিভিত্তিক সমাজ
১০১. রিয়া যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন, কম্পিউটার, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে। রিয়াকে কোন সমাজের অন্তর্ভুক্ত বলা যায়? (প্রয়োগ)
ক কৃষিভিত্তিক সমাজ
খ পশুপালনকারী সমাজ
গ উদ্যান কৃষিভিত্তিক সমাজ
 শিল্পবিল্পব পরবর্তী সমাজ
১০২. কৃষিভিত্তিক সমাজের ভিত্তি কী ছিল? [বগুড়া ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
ক পাথরের হাতিয়ার  লাঙল
গ লোহার কোদাল ঘ শস্য বীজ
১০৩. কী আবিষ্কারের ফলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লব সূচিত হয়? (জ্ঞান)
ক স্টিম টারবাইন খ বিদ্যুৎ
গ স্পিনিং মেশিন  বাষ্পচালিত ইঞ্জিন
১০৪. বিদ্যুৎ কখন আবিষ্কৃত হয়? (অনুধাবন)
 আঠারো শতকে খ উনিশ শতকে
গ বিশ শতকে ঘ একুশ শতকে
১০৫. শিল্পভিত্তিক সমাজে মানুষ ও পশুর স্থান কে দখল করে নেয়? (জ্ঞান)
ক বিদ্যুৎ  যন্ত্র গ ইঞ্জিন ঘ কম্পিউটার
১০৬. সমাজ ও সভ্যতার বিকাশকে গতিশীল করেছে কোনটি?
ক আগুনের আবিষ্কার  কৃষিকাজ
গ হাতিয়ার আবিষ্কার ঘ শিল্পবিপ্লব
১০৭. বাষ্পীয় ইঞ্জিনের ধারণাকে কাজে লাগিয়ে বিজ্ঞানীদের প্রথম আবিষ্কার কোনটি? (জ্ঞান)
ক যান্ত্রিক তাঁত খ বাষ্পচালিত জাহাজ
গ রেলের ইঞ্জিন ˜ স্পিনিং মেশিন
১০৮. প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোনটি দিয়ে? (অনুধাবন)
ক বাষ্পীয় ইঞ্জিন চালিয়ে খ যান্ত্রিক তাঁত ঘুরিয়ে
˜ স্টিম টারবাইন ঘুরিয়ে ঘ সুতা কাটার মাকু চালিয়ে
১০৯. শিল্পবিপ্লব পরবর্তী কালের উলে­খযোগ্য আবিষ্কার কোনটি?
[বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]
˜ কম্পিউটার খ তাঁত যন্ত্র
গ বাষ্পীয় টারবাইন ঘ টেলিগ্রাফ
১১০. বিশ শতকে শুরু হয় কোনটি? (জ্ঞান)
 বিমান যোগাযোগ খ নৌ যোগাযোগ
গ ডাক যোগাযোগ ঘ সড়ক যোগাযোগ
১১১. কীসের ফলশ্রæতিতে বিশ্বব্যাপী শিল্পবিপ্লবের প্রভাব পড়তে থাকে? (অনুধাবন)
ক যান্ত্রিক তাঁত ˜ রেল যোগাযোগ
গ বিদ্যুতের ব্যবহার ঘ কম্পিউটারের ব্যবহার
১১২. কৃষিকে সভ্যতার সোপান বলা হয় কেন? (উচ্চতা দক্ষতা)
ক নানা শ্রেণি ও পেশার ভিত্তি রচিত হয় বলে
 অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি রচিত হয় বলে
গ নগরের ভিত্তি রচিত হয় বলে
ঘ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা রচিত হয় বলে
১১৩. কৃষিতে হালের বলদ ব্যবহার শুরু হলে সমাজে এর কী প্রভাব পড়ে? (উচ্চতর দক্ষতা)
ক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে ওঠে
খ কৃষিতে যন্ত্রের ব্যবহার শুরু হয়
 খাদ্যের উৎপাদন অনেক গুণ বেড়ে যায়
ঘ অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন হয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেনÑ (অনুধাবন)
র. স্পিনিং মেশিন রর. যান্ত্রিক তাঁত
ররর. বাষ্পচালিত জাহাজ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১১৫. শিল্পবিপ্লব পরবর্তী সমাজের আবিষ্কার Ñ (অনুধাবন)
র. স্বয়ংক্রিয় যন্ত্র রর. কম্পিউটার ররর. টেলিগ্রাফ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১১৬. শিল্পবিপ্লব পরবর্তী সমাজ মানুষের জীবনকে সহজ করে চলেছেÑ (উচ্চতর দক্ষতা)
র. যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রর. নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারে
ররর. কৃষকের জমি চাষে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  র ও রর ঘ র ও ররর
১১৭. বিশ শতকে যেসব জিনিসের ব্যবহার শুরু হয় তা হলো-
র. বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ রর. টেলিফোন
ররর. মোটরগাড়ি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
১১৮. শিল্পবিপ্লব পরবর্তী সময়ে সারা পৃথিবীর মানুষ একে অন্যের জীবনধারার সঙ্গে পরিচিত হয়Ñ (প্রয়োগ)
র. টেলিভিশনের মাধ্যমে রর. টেলিগ্রাফের মাধ্যমে
ররর. সিনেমার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
অনু তার বাবার কাছ থেকে শুনেছে, এ অঞ্চলের মানুষ আগে লাঠির মতো হাতলের সঙ্গে পাথরের ফলক বাঁধা একরকম কোদাল দিয়ে মাটি আলগা করে জমি চাষ করত। ধীরে ধীরে এখানে হালের বলদের ব্যবহারও শুরু হয়। এর ফলে খাদ্যের উৎপাদন বাড়ে।
১১৯. অনুচ্ছেদে কোন যুগের ধারণা পাওয়া যায়? (প্রয়োগ)
ক উদ্যান কৃষিভিত্তিক সমাজের খ শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের
 কৃষিভিত্তিক সমাজের ঘ শিল্পভিত্তিক সমাজের
১২০. উক্ত যুগেÑ (উচ্চতর দক্ষতা)
র. মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে
রর. মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত হয়
ররর. পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
নিচের ছকটি দেখে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :

১২১. উল্লিখিত ছক কোন সমাজের ইঙ্গিত বহন করছে? (প্রয়োগ)
ক কৃষিভিত্তিক সমাজের
খ শিল্পবিপ্লব পরবর্তী সমাজের
গ খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের
˜ শিল্পভিত্তিক সমাজের
১২২. উক্ত সময় কোনটিকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা একাধিক যন্ত্রপাতি আবিষ্কার করতে সমর্থ হন? (প্রয়োগ)
ক স্পিনিং মেশিন ˜ বাষ্পচালিত ইঞ্জিন
গ রেলের ইঞ্জিন ঘ স্টিম টারবাইন
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৩, ১২৪ ও ১২৫ নং প্রশ্নের উত্তর দাও :
উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ একটি নতুন সমাজব্যবস্থার সৃষ্টি করে।
১২৩. অনুচ্ছেদে কোন বিপ্লবের ইঙ্গিত পাওয়া যায়?
ক নবপলীয় ˜ শিল্প গ ফরাসি ঘ কৃষি
১২৪. এই বিপ্লবের ফলাফল হলো-
র. বাষ্পচালিত ইঞ্জিন চালু রর. মোটর গাড়ির আবিষ্কার
ররর. কয়লা ও লৌহ শিল্পের অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১২৫. অনুচ্ছেদে কোন নতুন সমাজব্যবস্থার কথা বলা হয়েছে?
 শিল্পভিত্তিক সমাজ খ কৃষিভিত্তিক সমাজ
গ পশুপালন ভিত্তিক সমাজ ঘ যান্ত্রিক সমাজ
ন্ধ পাঠ-৭ : বাংলাদেশের সমাজের প্রকৃতি º বোর্ড বই, পৃষ্ঠা-৪৫
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৬. বাংলাদেশের বর্তমান সমাজ কোন ধরনের সমাজ? (অনুধাবন)
ক প্রাচীন খ মধ্যযুগীয়  আধুনিক ঘ অতি আধুনিক
১২৭. লালমাই পাহাড় কোথায় অবস্থিত? (জ্ঞান)
 কুমিল্লা খ নওগা
গ চট্টগ্রাম ঘ নরসিংদী
১২৮. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? (জ্ঞান)
ক চট্টগ্রাম  নরসিংদী গ কুমিল্লা ঘ সিলেট
১২৯. অনিক বাংলাদেশে বসবাস করে। এখানে কৃষির সূচনা করেছিল কারা?(জ্ঞান)
 আদি নারীরা খ যুবকরা
গ শিক্ষিত জনগোষ্ঠীর ঘ আদি পুরুষরা
১৩০. বাংলাদেশ বর্তমানে কোন সমাজে প্রবেশ করেছে? (জ্ঞান)
ক কৃষিভিত্তিক সমাজ খ পশুপালন সমাজ
 শিল্পভিত্তিক সমাজ ঘ উদ্যান কৃষিভিত্তিক সমাজ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে (অনুধাবন)
র. কুমিল্লার লালমাই রর. উয়ারী-বটেশ্বরে
ররর. চট্টগ্রাম ও সিলেটে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩২. কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে (অনুধাবন)
র. নানা লোকাচার রর. বিশ্বাস ররর. মূল্যবোধ ও উৎসব
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
১৩৩. বাংলাদেশের অর্থনীতিতে এখনও বড় ভ‚মিকা রাখছে (প্রয়োগ)
র. উদ্যান কৃষি রর. মাছ চাষ ররর. পশুপালন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
রুবাইয়েত সাহেব কম্পিউটার ইঞ্জিনিয়ার। এবারের তথ্য-প্রযুক্তি মেলায় তার নিজের তৈরি বেশ কিছু সফটওয়ার ব্যাপক আলোচিত হয়েছে।
১৩৪. অনুচ্ছেদে কোন যুগের পরিচয় পাওয়া যায়? (প্রয়োগ)
ক প্রাচীন যুগ খ মধ্যযুগ
গ ঐতিহাসিক যুগ  আধুনিক যুগ
১৩৫. উক্ত যুগের মানুষ ব্যবহার করে (উচ্চতর দক্ষতা)
র. ইন্টারনেট রর. সফটওয়্যার
ররর. নেটওয়ার্কিং প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১  সমাজের ধারণা

রাজাপুর গ্রামের ছেলেদের একটি দল মিলে ঠিক করল ১লা বৈশাখ উদ্যাপন করবে। এ উপলক্ষে হা-ডু-ডু, ফুটবল খেলা এবং গ্রামীণ মেলার আয়োজন করা হলো। ফুটবল খেলার সময় বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে জাহিদ মাথায় প্রচণ্ড আঘাত পায়। গ্রামের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। গ্রামবাসীর সাহায্য-সহযোগিতায় দরিদ্র পরিবারের সন্তান জাহিদ অল্পদিনেই সুস্থ হয়ে ওঠে। গ্রামের সকলের প্রতি জাহিদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।
ক. সমাজ গঠনের প্রথম ধাপ কী? ১
খ. মানুষ কীভাবে সামাজিক সম্পর্ক গড়ে তোলে? ২
গ. জাহিদের সুস্থ হওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি ভ‚মিকা রেখেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. রাজাপুর গ্রামটিকে সমাজ বলা যায় কি? তোমার মতের পক্ষে যুক্তি উপস্থাপন কর। ৪

ক সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার।
খ একে অন্যকে সাহায্য-সহযোগিতা, সহানুভ‚তি ও পারস্পরিক নির্ভরশীলতার মতো বিভিন্ন সম্পর্ক করে মানুষ সামাজিক সম্পর্ক গড়ে তোলে। আহার, বাসস্থান ও নিরাপত্তার জন্যই মানুষ দলবদ্ধভাবে বাস করে। ফলে মানুষে মানুষে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। আর এভাবে গড়ে ওঠে সামাজিক সম্পর্ক।
গ জাহিদের সুস্থ হওয়ার ক্ষেত্রে সামাজিক বন্ধন ভ‚মিকা রেখেছে। মানুষ এক বাস করতে পারে না। সংঘবদ্ধভাবে মানুষ গড়ে তোলে সমাজ। বেঁচে থাকার উদ্দেশ্যে পরস্পরের সহযোগিতায় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। একত্রে বসবাস করার ফলে মানুষে মানুষে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। উদ্দীপকের গ্রামবাসী সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় জাহিদ অল্পদিনেই সুস্থ হয়ে ওঠে। জাহিদের বিপদে গ্রামের লোকদের এরকম সমবেতভাবে এগিয়ে আসা প্রমাণ করে সামাজিকভাবে মানুষ একটি বন্ধনে আবদ্ধ। সমাজে প্রত্যেকেই পরস্পরের সাহায্য সহযোগিতা নিয়ে সংঘবদ্ধভাবে একত্রে বসবাস করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জাহিদের সুস্থ হওয়ার ক্ষেত্রে সামাজিক বন্ধন ভ‚মিকা রেখেছে।
ঘ রাজাপুর গ্রামটিকে সমাজ বলা যায়। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হলো মানুষ বাস করে সংঘবদ্ধভাবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের এই সংঘবদ্ধতার পেছনে বিশেষ উদ্দেশ্য ও স্বার্থ বা প্রয়োজন থাকে। সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্কের স্থানকে বুঝি যেখানে মানুষ বিশেষ প্রয়োজন বা উদ্দেশ্যে সমবেতভাবে বাস করে। উদ্দীপকের রাজাপুর গ্রামেও উপরোক্ত এই পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্কের কারণেই জাহিদের বিপদে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ফলশ্রæতিতে সবার সঙ্গে সবার ভাবের আদান-প্রদান হয় এবং একটি মানসিক সম্পর্ক গড়ে ওঠে। আর এভাবে মানুষ সমাজবদ্ধ হয়ে ওঠে। সুতরাং বলা যায় যে, সমাজ গঠনের এ বৈশিষ্ট্যগুলো রাজাপুর গ্রামে আছে বিধায় রাজাপুর গ্রাম একটি সমাজ।
প্রশ্ন- ২  সমাজজীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব
শম্পা তার পরিবারের সঙ্গে পাহাড়ি দুর্গম এলাকায় বসবাস করে। কাছাকাছি বাড়িঘর না থাকায় তার তেমন কোনো খেলার সঙ্গীও নেই। কুমিল­ায় প্রথমবারের মতো ফুফুর বাড়িতে বেড়াতে এসে সে রীতিমতো অবাক হয়ে যায়। আশেপাশে অনেক বাড়িঘর। লোকগুলো যেখানে ইচ্ছা সেখানে খুব সহজেই গমন করছে। যা তাদের জন্য কল্পনাতীত বিষয়।
ক. সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান আছে? ১
খ. মানবজীবনে পরিবেশের প্রভাব কী? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উলি­খিত দুই অঞ্চলের লোকদের জীবনধারার মধ্যে কী পার্থক্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মানবসমাজে ভৌগোলিক পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর। ৪

ক সমাজের দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে।
খ মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবনধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেকক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার-আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট।
গ উদ্দীপকে উলি­খিত দুই অঞ্চলের লোকদের জীবন ধারায় প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের যথেষ্ট মধ্যে পার্থক্য আছে। আমরা জানি, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। মানুষ কখনও পরিবেশের ওপর প্রভাব বিস্তার করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্যই মানব সমাজের রূপরীতি আচার-আচরণ ও সংস্কৃতির ওপর পরিবেশের প্রভাব স্পষ্ট। উদ্দীপকেও দেখা যায় যে, উভয় অঞ্চলের ভ‚প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ-প্রাণী, যাতায়াত ব্যবস্থা, সংস্কৃতির ভিন্নতা আছে। মানুষের খাদ্যাভ্যাস, আচার-ব্যবহার, নিয়মকানুন, পোশাক পরিচ্ছদ, সামাজিক রীতিনীতি, বিশ্বাস ইত্যাদি উভয় অঞ্চলের নিজ নিজ পরিবেশ উপযোগী হয়ে গড়ে উঠেছে। পাহাড়ি এলাকা দুর্গম। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত কষ্টসাধ্য। এজন্য পাহাড়ি এলাকায় জনবসতি কম। অন্যদিকে কুমিল্লা সমভ‚মি অঞ্চল। এক স্থান থেকে অন্যস্থানে সহজে যাতায়াত করা যায়। কাজের সুযোগ পাহাড়ি এলাকা থেকে সমভূমি অঞ্চলে বেশি এবং পণ্য পরিবহন সহজে করা যায়। সমভূমি অঞ্চলে ব্যবসায়-বাণিজ্যের যোগাযোগ দ্রুত করা যায়। সুতরাং বলা যায় যে, দুই অঞ্চলের লোকদের মধ্যে জীবনধারণের মধ্যে পার্থক্য লক্ষ করা যায়।
ঘ মানব সমাজের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। মানব সমাজ ও ভৌগোলিক পরিবেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভৌগোলিক পরিবেশ ভ‚প্রকৃতি, জলবায়ু, যাতায়াত ব্যবস্থা, খাদ্যাভাস, সংস্কৃতি, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, সামাজিক রীতিনীতি, বিশ্বাস প্রভৃতির ওপর প্রভাব বিস্তার করে। কোনো অঞ্চলের মাটি উর্বর হলে উৎপাদন সহজ হয়। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে সহজেই শিল্পায়ন ঘটে। কুটির শিল্প, ঘরবাড়ির বৈশিষ্ট্যের ওপরও ভৌগোলিক পরিবেশের প্রভাব রযেছে। গাছপালা, পাহাড় পর্বত পরিবেশের ভারসাম্য রক্ষা করে। উদ্দীপকে দেখা যায়, শম্পার পাহাড়ি এলাকার পরিবেশ এবং কুমিল্লার ফুফুর বাড়ির ভৌগোলিক পরিবেশের মধ্যে পার্থক্য বিদ্যমান। ভিন্ন ভিন্ন এলাকা হওয়ায় সেখানকার বাড়িঘর, যোগাযোগ ব্যবস্থা প্রভৃতিতে ভিন্নতা লক্ষ করা যায়। সুতরাং বলা যায় যে, মানব সমাজের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অপরিসীম।
প্রশ্ন- ৩  উদ্যানভিত্তিক ও পশুপালন সমাজ

সিমি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুলতেই দেখল, একদল মানুষ পাথরের হাতিয়ার দিয়ে মটি খুঁড়ে বীজ বপন করছে। আরেক দল লোক তৃণভ‚মিতে বিশাল পশুর পাল নিয়ে হেঁটে যাচ্ছে।
ক. আজকের সমাজ কীসের ফল? ১
খ. গৃহপালিত পশু মানুষের সম্পদে পরিণত হয় কীভাবে? ২
গ. সিমির দেখা মানুষগুলো কোন সমাজের মানুষকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উলি­খিত প্রথম সমাজে কৃষিকাজের উন্নতিতে কতটা ভ‚মিকা রেখেছে-মূল্যায়ন কর। ৪

ক আজকের সমাজ দীর্ঘকালের বিকাশধারার ফল।
খ পশুপালন সমাজের মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন : প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়।
গ উদ্দীপকে সিমির দেখা মানুষগুলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ ও পশুপালনকারী সমাজের ইঙ্গিত বহন করছে। উদ্যান কৃষি ও পশুপালনকারী সমাজেই প্রথম খাদ্য উৎপাদন শুরু হয়। এ সময় সমাজের মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষরা শিকার করত। আদিম মেয়েরা লক্ষ করে তাদের থাকার জায়গার পাশে শস্যদানা পড়ে চারাগাছ গজিয়ে উঠেছে। এ থেকে তাদের মনে বীজ ছিটিয়ে শস্য পাওয়ার ধারণা জন্মে। তারা পাথরের হাতিয়ার দিয়ে গর্ত করে বীজ বুনে চাষাবাদ শুরু করে। আবার পশুপালনকারী সমাজের মানুষদের হাতে বুনো ষাঁড়, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, গাধা প্রভৃতি পশু ধরা পড়ত। সেগুলোকে তারা বেঁধে রাখত। শিকার না মিললে তারা এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারল এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। উদ্দীপকের সিমি এ বিষয়টিই টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছিল। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের সিমির টিভিতে দেখা মানুষগুলো আদিকালের উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালনকারী সমাজের মানুষের প্রতি ইঙ্গিত করে।
ঘ উদ্দীপকে উল্লিখিত প্রথম সমাজ হলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ। কৃষির উন্নতিতে এ সমাজ যথেষ্ট ভ‚মিকা পালন করেছে। উদ্যান কৃষি ও পশুপালনকারী সমাজই প্রথম খাদ্য উৎপাদন শুরু করে। পাথরের হাতিয়ার দিয়ে মাটি খুঁড়ে মানুষ বীজ বুনে শুরু করে চাষাবাদ। সমাজবিজ্ঞানীরা বলেন, মেয়েরাই কৃষিকাজ উদ্ভাবন করেছে। খাবার সংগ্রহ করতে গিয়ে তারা বিভিন্ন রকম ফলমূল নিয়ে আসত। তাদের থাকার জায়গার পাশে এসব ফলমূলের বীজ পড়ে চারাগাছ বেড়ে উঠত। তাছাড়াও মেয়েরা জমিতে পাথরের হাতিয়ার দিয়ে গর্ত করে বীজ বুনত। উদ্দীপকে উল্লিখিত সিমির টেলিভিশনে দেখা প্রথম সমাজের মানুষও পাথরের হাতিয়ার দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করছে। যা উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং বলা যায়, খাদ্য উৎপাদনের ধারনা সর্বপ্রথম শুরু হয় উদ্যান কৃষিভিত্তিক সমাজে। তাই, কৃষির উন্নতিতে উদ্যান কৃষিভিত্তিক সমাজের অবদান যথেষ্ট।
প্রশ্ন- ৪  উদ্যান কৃষিভিত্তিক ও পশুপালন সমাজ

জহির সাহেব শিকার পছন্দ করেন। তিনি একদিন বনে শিকার করতে গিয়ে একটি বন্য ছাগলকে শিকার করে তার বাড়িতে নিয়ে আসেন এবং লালনপালন করতে থাকেন।
ক. সমাজের পরিবর্তনকে কয়ভাগে ভাগ করা যায়? ১
খ. বিশ্বায়ন কাকে বলে? ২
গ. জহির সাহেবের বন্য ছাগল শিকার করে বাড়িতে নিয়ে আসা কোন সমাজের নিদর্শনÑব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত সমাজের কৃষিকাজের উন্নতিতে মেয়েরা কতটা ভ‚মিকা রেখেছেÑ মতামত দাও। ৪

ক সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা যায়।
খ বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন।
গ জহির সাহেবের বন্য ছাগল শিকার করে বাড়িতে নিয়ে আসার বিষয়টি পশুপালনকারী সমাজের নিদর্শন বহন করে। উদ্যান কৃষিভিত্তিক সমাজ বিকশিত হয়ে পশুপালনকারী সমাজে পরিণত হয়। এ সমাজের মানুষরা পাশাপাশি পশুপালন করেও জীবিকা নির্বাহ করত। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্যভাণ্ডার। উদ্দীপকে দেখা যায়, জহির সাহেব একদিন শিকার করতে গিয়ে একটি বন্য ছাগলকে তার বাড়িতে শিকার করে নিয়ে আসেন এবং লালনপালন করতে থাকেন। যা পশুপালনকারী সমাজেরই ইঙ্গিত বহন করে। সুতরাং, বলা যায় যে, জহির সাহেবের ছাগল শিকার করে বাড়িতে নিয়ে আসার বিষয়টি পশুপালনভিত্তিক সমাজের নিদর্শন বহন করে।
ঘ উক্ত সমাজ তথা পশুপালনকারী সমাজে কৃষিকাজের উন্নতিতে মেয়েরা যথেষ্ট ভ‚মিকা রেখেছে। সমাজবিজ্ঞানীরা বলেন, মেয়েরাই কৃষি কাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের ওপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসত বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পরে দেখা দিত শিষ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে সে বীজ থেকে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল, কাটত। সুতরাং বলা যায়, কৃষিকাজের উন্নতিতে পশুপালনকারী সমাজের মেয়েরাই অগ্রণী ভ‚মিকা রয়েছে।
প্রশ্ন- ৫  শিল্পভিত্তিক সমাজ

অনিকের স্কুলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উক্ত মেলায় সুতা কাটার মাকু, যান্ত্রিক তাঁত এবং বিদ্যুৎ উৎপাদনের ছোট ছোট অনেক প্রজেক্ট স্থান পেয়েছে। সে এগুলো দেখে অভিভ‚ত হয়ে গেল।
[চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ]
ক. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? ১
খ. কীভাবে আধুনিক সমাজ গঠিত হয়েছে? ২
গ. অনিকের স্কুলের বিজ্ঞান মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো কোন সমাজকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত সমাজ সভ্যতার অগ্রগতিতে কি ভ‚মিকা রেখেছিল বলে তুমি মনে কর? ৪

ক সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার।
খ সমাজ পরিবর্তনশীল। বিজ্ঞানের উন্নতির ফলে পুরোনো সমাজ দ্রæত পরিবর্তিত হয়ে আধুনিক সমাজ গঠিত হয়েছে।
গ অনিকের স্কুলে বিজ্ঞান মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো শিল্পভিত্তিক সমাজকে নির্দেশ করছে। কেননা আমরা জানি, আঠারো শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কৃত হয়। আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উদ্দীপকে অনিকের স্কুলে তিন দিনব্যাপী মেলায় সুতা কাটার মাকু, যান্ত্রিক তাঁত এবং বিদ্যুৎ উৎপাদনের ছোট ছোট অনেক প্রজেক্ট স্থান পেয়েছে। এগুলো শিল্পভিত্তিক সমাজকে নির্দেশ করছে। সুতরাং অনিকের স্কুলে বিজ্ঞান মেলায় স্থান পাওয়া প্রজেক্টগুলো শিল্পভিত্তিক সমাজকে নির্দেশ করছে।
ঘ উক্ত সমাজ তথা শিল্পভিত্তিক সমাজ সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিল। শিল্পভিত্তিক সমাজে আবিষ্কৃত স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আর বিদ্যুতের ব্যবহার শুরু হয় আঠারো-উনিশ শতকে। বিদ্যুৎ ব্যবহার করে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন আবিষ্কারের ফলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। কয়লা, গ্যাস, পেট্রোল ব্যবহার করে সভ্যতা নতুন অগ্রগতির দিকে ধাবিত হয়। উনিশ শতকে রেল যোগাযোগ চালু হয়। বিশ শতকে শুরু হয় টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, সিনেমা ও মোটরগাড়ির ব্যবহার। এভাবে শিল্পভিত্তিক সমাজ সভ্যতার অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রাখে। উদ্দীপকে বিজ্ঞান মেলায় সুতা কাটার মাকু, যান্ত্রিক তাঁত এবং বিদ্যুৎ উৎপাদনের ছোট ছোট প্রজেক্ট স্থান পেয়েছে। এগুলো শিল্পভিত্তিক সমাজ সভ্যতার অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভ‚মিকা রেখেছে। এ প্রেক্ষিতে উক্ত সমাজ তথা শিল্পভিত্তিক সমাজ সভ্যতার অগ্রগতিতে অগ্রণী ভ‚মিকা রেখেছিল বলে আমি মনে করি।
প্রশ্ন- ৬  বাংলাদেশের সমাজের প্রকৃতি

প্রফুল্ল রায় বাংলাদেশের জাতীয় বইমেলা থেকে একটি বই ক্রয় করে আনে। বইটি পড়ে সে জানতে পারে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন, কৃষিব্যবস্থা, মূল্যবোধ উৎসব, পশুপালন, ব্যবসা ইত্যাদি সম্পর্কে। বইটির শেষ অংশে পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে বাংলাদেশের অর্থনীতি ও শিল্পব্যবস্থাসহ আরও যে ব্যাপক ক্ষতি হয়েছিল তা পড়ে সে দুঃখ পায়। তবে বর্তমানে বাংলাদেশ প্রযুক্তিনির্ভর হওয়ায় তার মনে আশার সঞ্চার হয়।
ক. বর্তমানে বাংলাদেশের কোথায় বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে? ১
খ. সমাজ পরিবর্তনের স্তরগুলো উলে­খ কর? ২
গ. উদ্দীপকে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত বিষয়ের অর্থনীতির প্রকৃতি বিশ্লেষণ কর। ৪

ক বর্তমানে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
খ সমাজ পরিবর্তনের স্তরগুলোকে ছয়টি ভাগে ভাগে ভাগ করা হয়েছে। স্তরগুলো হলো- ১. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ ২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ ৩. পশুপালনকারী সমাজ ৪. কৃষিভিত্তিক সমাজ ৫. শিল্পভিত্তিক সমাজ এবং ৬. শিল্পবিপ্লব পরবর্তী সমাজ।
গ উদ্দীপকে বাংলাদেশের সমাজের প্রকৃতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের প্রাচীন বসতির নিদর্শন হলো কুমিল্লার লালমাই, নরসিংদীর উয়ারী-বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। এসব এলাকায় বাঙালির আদি পুরুষরা বসবাস করত। তারা কৃষির সূচনা করে পাশাপাশি কারিগর, ব্যবসায়ী, শ্রমিক হিসেবেও তারা বিকশিত হয়। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তারা পশুপালনও করত। পরবর্তীতে তাদের সমাজে শিল্পবিপ্লবের সূচনা হয়। তবে বর্তমানে শিল্পবিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে। উদ্দীপকেও আমরা এ বিষয়টি দেখি যে প্রফুল্ল রায় তার বইয়ে উপরোল্লিখিত বিষয়গুলোই পাঠ করে বাংলাদেশের সমাজের প্রকৃতি সম্পর্কে জানতে পেরেছে। সুতরাং উদ্দীপকে বাংলাদেশের সমাজের প্রকৃতির বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
ঘ বাংলাদেশের সমাজের প্রকৃতির অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত সমৃদ্ধশালী। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তিত হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। যার মূল নিয়ামক হলো অর্থনীতি। প্রাচীনকালে কৃষিব্যবস্থা ছিল অর্থনীতির মূল নিয়ামক। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এ উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরও কিছু পেশার। যেমন : কারিগর, ব্যবসায়ী, শ্রমিক শ্রেণি। কৃষিকাজের পাশাপাশি তারা তখন পশুশিকারও করত। পূর্বের সেই ঐতিহ্য অনুযায়ী এখনও উদ্যানকৃষি, পশুপালন, প্রভৃতি আমাদের অর্থনীতিতে বড় ভ‚মিকা রাখছে। যদিও পূর্বপাকিস্তান আমাদের অর্থনীতির অনেক ক্ষতি করেছিল, তবুও স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। উদ্দীপকেও অর্থনীতির এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতে বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্পবিপ্লবউত্তর যুগে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে ডিজিটাল বিপ্লবে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের সমাজের প্রকৃতির উন্নয়নে অর্থনৈতিক স্বনির্ভরতা রয়েছে যথেষ্ট।
 অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৭  সমাজের ধারণা

কাজিমের বাবা শান্তি মিশনে আফ্রিকাতে দায়িত্ব পালন করে স¤প্রতি দেশে ফিরেছেন। তিনি কাজিমকে বললেন, আফ্রিকাতে তুভগা নামে একটি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এরা প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে থাকে। খাদ্যসংগ্রহ ও বনের হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্যে এরা দলবদ্ধভাবে বাস করে।
ক. আদিকালে মানুষ কীসের ওপর নির্ভরশীল ছিল? ১
খ. মানুষ সমাজে বাস করে কেন? ২
গ. কাজিমের বাবা যে সমাজব্যবস্থার বর্ণনা দিয়েছেন তার পরিচয় পাঠ্যপুস্তক অনুসারে তুলে ধর। ৩
ঘ. তুভগা জাতিগোষ্ঠীকে কি সমাজ বলা যাবে? তোমার মতামত দাও। ৪

ক আদিকালে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল।
খ মানুষ কখনো একা বাস করতে পারে না। তাই তারা দলগতভাবে সমাজে বসবাস করে। মানুষ তার শান্তি, নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের জন্য সমাজবদ্ধ হয়ে বাস করে। কেননা দৈনন্দিন জীবনযাপন, খাদ্যের সংস্থান, অর্থ উপার্জন, শিক্ষা, চিকিৎসা সবকিছুতেই সমাজের সাহায্য প্রয়োজন।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সমাজের ধারণা তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধর।
ঘ ‘উক্ত সমাজব্যবস্থাই আধুনিক সমাজব্যবস্থার সূচনা করেছে’ বিশ্লেষণ কর।
প্রশ্ন- ৮  সমাজজীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব
সিমলাদের বাড়ি কুলপাড়া গ্রামে। তাদের গ্রামটি পদ্মা নদীর কাছে। পদ্মা থেকে ছোট একটি ধারা তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে। তাই তাদের এলাকার মানুষের প্রধান বাহন নৌকা। নদীপথে তাদের যাতায়াত ও মালপত্র পরিবহন সহজ। সিমলা মনে করে যাতায়াত ব্যবস্থার মতো কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক উপাদান প্রভাব বিস্তার করে।
ক. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? ১
খ. বাংলাদেশের বর্তমান সমাজের প্রকৃতি কীরূপ? ২
গ. সিমলাদের অঞ্চলের মানুষের ওপর ভৌগোলিক উপাদানের প্রভাব কতটুকু প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. সিমলার ধারণার যথার্থতা বিশ্লেষণ কর। ৪

ক সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে।
খ বাংলাদেশে প্রাচীনকাল থেকেই কৃষিপ্রধান সমাজব্যবস্থা বিদ্যমান। তবে কালের পরিক্রমায় বাংলাদেশের সমাজব্যবস্থা পরিবর্তীত হয়ে আধুনিক সমাজে রূপান্তরিত হয়েছে। এদেশটি বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্পবিপ্লব উত্তর সমাজে প্রবেশ করেছে। কৃষির পাশাপাশি এদেশে বর্তমানে ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটেছে। তাছাড়া তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের ফলে বাংলাদেশ ডিজিটাল বিপ্লবে যোগ দিয়েছে।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সমাজজীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ তুমি কি মনে কর যাতায়াত ব্যবস্থার মতো কুঠিরশিল্প বিকাশের ভৌগোলিক উপাদান প্রভাব বিস্তার করে? মতামত দাও।

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন \ ১ \ একত্রে বাস করার ফলে মানুষের মধ্যে কী ধরনের সম্পর্ক সৃষ্টি হয়?
উত্তর : একত্রে বাস করার ফলে মানুষের মধ্যে বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়।
প্রশ্ন \ ২ \ আদিকালে মানুষ কীসের ওপর নির্ভরশীল ছিল?
উত্তর : আদিকালে মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল।
প্রশ্ন \ ৩ \ আদিকালে মানুষ কোন ধারণা থেকে ধীরে ধীরে সমাজব্যবস্থা গড়ে তোলে?
উত্তর : বেঁচে থাকতে গেলে সংঘবদ্ধ হতে হবে এ ধারণা থেকে ধীরে ধীরে মানুষ সমাজব্যবস্থা গড়ে তোলে।
প্রশ্ন \ ৪ \ পারস্পরিক সম্পর্ক বলতে কী বোঝ?
উত্তর : একজনের প্রতি অন্যজনের বিশেষ অনুভ‚তি, সৌহার্দ্য ও স¤প্রীতিকে বলা হয় পারস্পরিক সম্পর্ক।
প্রশ্ন \ ৫ \ বনের পশুকে গৃহপালিত পশুতে রূপান্তরিত করা হয় কোন সমাজে?
উত্তর : বনের পশুকে গৃহপালিত পশুতে রূপান্তরিত করা হয় পশুপালনকারী সমাজে।
প্রশ্ন \ ৬ \ আদিম সমাজের মূল ভিত্তি কী ছিল?
উত্তর : আদিম সমাজের মূল ভিত্তি ছিল ঐক্য, বন্ধুত্ব ও সংঘবদ্ধতা।
প্রশ্ন \ ৭ \ মানুষের জীবন কীসের দ্বারা প্রভাবিত?
উত্তর : মানুষের জীবন তার প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত।
প্রশ্ন \ ৮ \ পৃথিবীর সব প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তর : পৃথিবীর সব প্রাচীন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল।
প্রশ্ন \ ৯ \ মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তর : টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে।
প্রশ্ন \ ১০ \ নারায়ণগঞ্জে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে কেন?
উত্তর : নৌ-যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে।
প্রশ্ন \ ১১ \ ভ‚মিকম্পপ্রবণ অঞ্চলে ঘরবাড়ি তৈরিতে কিসের ব্যবহার লক্ষ করা যায়?
উত্তর : ভ‚মিকম্পপ্রবণ অঞ্চলে ঘরবাড়ি তৈরিতে কাঠের ব্যবহার লক্ষ করা যায়।
প্রশ্ন \ ১২ \ প্রকৃতির কী কী উপাদানের বিঘœ ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন?
উত্তর : প্রকৃতির মূল উপাদানগুলোর মধ্যে পানি, বায়ু ও তাপের বিঘœ ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন।
প্রশ্ন \ ১৩ \ পরিবেশ দূষণের কারণে কী কী রোগের প্রকোপ বাড়ছে?
উত্তর : পরিবেশ দূষণের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ, ক্যানসার, চর্মরোগ, ইত্যাদি রোগের প্রকোপ বাড়ছে।
প্রশ্ন \ ১৪ \ বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমরা কী কী দুর্যোগের সম্মুখীন হচ্ছি?
উত্তর : বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমরা বৃষ্টি, খরা, ঝড়, বন্যা, সুনামি ইত্যাদি দুর্যোগের সম্মুখীন হচ্ছি।
 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন \ ১ \ সমাজের বৈশিষ্ট্যগুলো লেখ।
উত্তর : সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথমটি হচ্ছে, মানুষ বাস করে সংঘবদ্ধভাবে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের এই সংঘবদ্ধতার পেছনে বিশেষ উদ্দেশ্য ও স্বার্থ বা প্রয়োজন থাকে।

প্রশ্ন \ ২ \ সমাজ ছাড়া মানুষ কেন চলতে পারে না?
উত্তর : জীবনধারণের জন্য মানুষের যে মৌলিক প্রয়োজন রয়েছে তা মানুষ একা মেটাতে পারে না। সমাজের একজন মানুষ অন্যজনের এসব প্রয়োজন মেটাতে এগিয়ে আসে। তাই মানুষ একত্রে মিলেমিশে সমাজ গঠন করে এবং সমাজ ছাড়া মানুষ চলতে পারে না।
প্রশ্ন \ ৩ \ মানুষ সমাজে বাস করে কেন?
উত্তর : মানুষ কখনো একা বাস করতে পারে না। তাই তারা দলগতভাবে সমাজে বসবাস করে। মানুষ তার শান্তি, নিরাপত্তা ও মৌলিক চাহিদা পূরণের জন্য সমাজবদ্ধ হয়ে বাস করে। কেননা দৈনন্দিন জীবনযাপন, খাদ্যের সংস্থান, অর্থ উপার্জন, শিক্ষা, চিকিৎসা সবকিছুতেই সমাজের সাহায্য প্রয়োজন।
প্রশ্ন \ ৪ \ মানুষের বিকাশে সমাজের ভ‚মিকা কী?
উত্তর : সহজাত প্রবৃত্তি থেকেই মানুষ সমাজে বাস করে। মানুষের মানবিক বিকাশ ও প্রত্যাশার কারণে একজন আরেকজনের সান্নিধ্য কামনা করে। প্রেমপ্রীতি-ভালোবাসার গভীর বন্ধন মানুষকে একতাবদ্ধ করে। সকলকে নিয়ে মিলেমিশে থাকার ক্ষেত্রে সমাজের ভ‚মিকা অপরিসীম।
প্রশ্ন \ ৫ \ সমাজ গঠনের প্রথম ধাপ বলা হয় কোনটিকে? ব্যাখ্যা কর।
উত্তর : পরিবারকে সমাজ গঠনের প্রথম ধাপ বলা হয়। পরিবার সমাজের ক্ষুদ্র একক এবং সমাজ গঠনের আদি রূপ। পরিবার থেকে গোত্র, স¤প্রদায় ও জাতি-গোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবেই ক্ষুদ্র থেকে বৃহত্তর সমাজের উদ্ভব হয়েছে। সমাজের ভিত্তি স্থাপিত হয় পরিবার দিয়ে।
প্রশ্ন \ ৬ \ কৃষিভিত্তিক সমাজের শুরুর দিকে কীভাবে জমি চাষ করা হতো?
উত্তর : কৃষিভিত্তিক সমাজের শুরুর দিকে মানুষ লাঙল ব্যবহার করা শেখেনি। তখন লাঠির মতো হাতলের সঙ্গে পাথরের ফলক বাঁধা এক রকম কোদাল দিয়ে মাটি আলগা করে জমি চাষ করা হতো।

 

Leave a Reply