দ্বিতীয় অধ্যায়
ইবাদত
ভ‚মিকা
আলাহ তা‘য়ালার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। অর্থাৎ আলাহর সকল আদেশ-নিষেধ, বিধিবিধান মেনে চলার নামই ইবাদত। ইবাদতকে তিনভাগে ভাগ করা যায়। যথা : ১. ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত; ২. ইবাদতে মালি বা আর্থিক ইবাদত; ৩. ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। সালাতসহ যাবতীয় ইবাদত এ তিন প্রকারের অন্তর্ভুক্ত। যেকোনো ইবাদতের শর্ত পবিত্রতা। এজন্য শরীর ও পোশাকের নাপাকি দূর করে পবিত্রতা অর্জনের জন্য ওযু, গোসল ও তায়াম্মুম করা জরুরি।
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধ পাঠ-১ : ইবাদতের ধারণা ও তাৎপর্য º বোর্ড বই, পৃষ্ঠা ১৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ইবাদত শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক বার্তা খ বিশ্বাস
আনুগত্য ঘ একত্ববাদ
২. যাকাত শব্দের অর্থ কী?
ক হ্রাস পাওয়া খ দান করা
বৃদ্ধি পাওয়া ঘ গ্রহণ করা
৩. ইবাদত কোন ভাষার শব্দ? (জ্ঞান)
ক হিন্দি আরবি গ উর্দু ঘ ফারসি
৪. আমাদের জীবন-মরণ কার হাতে? (অনুধাবন)
ক আজরাইল (আ.) এর আল্লাহ তায়ালার
গ মুহাম্মদ (স.) এর ঘ ফেরেশতার
৫. সবকিছুর শুরুতে আমাদের বিসমিল্লাহ বলতে হবে কেন?
বরকতের জন্য খ সময় ব্যয় করার জন্য
গ লাভের জন্য ঘ এটি একটি নিয়ম
৬. আলাহর দাসত্ব ও আনুগত্যকে কী বলে? (অনুধাবন)
ক তাজবিদ খ আখিরাত ইবাদত ঘ তাওহিদ
৭. শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে ইবাদত করাকে কী বলা হয়?(অনুধাবন)
ক আর্থিক ইবাদত খ ইবাদত
শারীরিক ইবাদত ঘ মানসিক ইবাদত
৮. আলাহর কোনো নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। এটাকে কী বলে? (প্রয়োগ)
ক গালি দেওয়া খ উপহাস করা
শুকরিয়া আদায় ঘ কিছু না বলা
৯. যিকির করা, দান করা ও সালাত আদায় করা আল্লাহর হুকুম। এগুলোকে একত্রে কী বলে? (প্রয়োগ)
ক ফিকির খ দান ইবাদত ঘ সালাত
১০. ইবাদতের প্রকৃত সময় কখন? (জ্ঞান)
ক সকালে খ বিকালে সবসময় ঘ সন্ধ্যায়
১১. সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এর ফলে সাওয়াবের পাশাপাশি আমাদের কী হবে? (উচ্চতর দক্ষতা)
শারীরিক ব্যায়াম হয়
খ আর্থিকভাবে লাভবান হওয়া যায়
গ মানসিক শান্তি পাওয়া যায়
ঘ সামাজিক ক্ষতি হয়
১২. মরিয়ম ইবাদতে বাদানি পালন করতে চায়। এক্ষেত্রে সে কোন ইবাদত করবে? (প্রয়োগ)
সালাত আদায় খ যাকাত প্রদান করা
গ গরিবকে সাহায্য করা ঘ হজ করা
১৩. “আল্লাহ জিন ও মানবজাতিকে একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যটি কী? (প্রয়োগ)
ক হযরত মুহাম্মদ (স.)-এর ইবাদত
খ ফেরেশতার ইবাদত
আলাহর ইবাদত
ঘ জিনের ইবাদত
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪. ইবাদত বলতে বোঝায় (অনুধাবন)
র. দাসত্ব
রর. প্রভুত্ব
ররর. আনুগত্য
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব সাহেব বলেন, ইবাদতের শ্রেণিবিভাগ রয়েছে। সবসময় আমাদের ইবাদত করতে হবে। এতে আলাহ খুশি হবেন।
১৫. অনুচ্ছেদে নির্দেশিত বিষয়টি কত প্রকার?
তিন খ চার গ পাঁচ ঘ ছয়
১৬. উক্ত প্রকারগুলো হলো
র. ইবাদতে বাদানি
রর. ইবাদতে মালি
ররর. ইবাদতে বাদানি ও মালি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
ন্ধ পাঠ-২ : অপবিত্রতা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. অপবিত্রতা কত প্রকার? (জ্ঞান)
ঘ ৪ খ ৩ ২ ক ১
১৮. অপবিত্রতার আরবি প্রতিশব্দ কী? (জ্ঞান)
ক তাহারাতুন খ তায়াম্মুম
নাজাসাতুন ঘ তাশাহ্হুদ
১৯. অপবিত্রতার বিপরীত কী? (জ্ঞান)
পবিত্রতা খ পরিপূর্ণ নাপাক ঘ অপরিচ্ছন্ন
২০. কতিপয় বস্তুর দ্বারা পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায় তাকে কী বলে?(অনুধাবন)
ক তাহারাত নাজাসাত
গ তায়াম্মুম ঘ ইকামত
২১. কোনটি ওযু ভঙ্গের কারণ? (জ্ঞান)
পেশাব করা খ নামায না পড়া
গ বেশি থুথু আসা ঘ ঘাম বের হওয়া
২২. সাহিন বাথরুমে গিয়ে পেশাব-পায়খানা করল। সে কোন ধরনের অপবিত্র হলো? (প্রয়োগ)
ক হুকমি খ হাকিকি ও হুকমি
হাকিকি ঘ নাওমি
২৩. কোনটি দ্বারা নাজাসাতে হাকিকি হয়?
পেশাব খ গোসলের প্রয়োজন হওয়া
গ ওযু ভঙ্গ হওয়া ঘ চোগলখোরি করা
২৪. কোনটি দ্বারা নাজাসাতে হুকমি হয়? (জ্ঞান)
ওযু ভঙ্গ হওয়া খ পায়খানা
গ মদ ঘ রক্ত
২৫. পবিত্র কুরআনের কোন সুরায় পোশাক-পরিচ্ছদ পবিত্র করার কথা বলা হয়েছে? (জ্ঞান)
ক সুরা বাকারা খ সুরা আল-ইমরান
সুরা আল-মুদ্দাসসির ঘ সুরা আর রহমান
২৬. কবরস্থ ব্যক্তির আযাব হচ্ছিল কেন? (অনুধাবন)
ক পবিত্র থাকার জন্য খ ঝগড়া করার জন্য
অপবিত্র থাকার জন্য ঘ হত্যা করার জন্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭. মানুষের শরীর অপবিত্র হয় (প্রয়োগ)
র. খাওয়ার মাধ্যমে
রর. পায়খানার মাধ্যমে
ররর. পেশাবের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২৮. কবরে আযাব হচ্ছিল এরা এমন ব্যক্তি ছিল যারা (উচ্চতর দক্ষতা)
র. নামায আদায় করত না
রর. অপবিত্র থাকত
ররর. অন্যের দুর্নাম করত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
২৯. পবিত্র হওয়ার অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো (প্রয়োগ)
র. নামায রর. ওযু ররর. গোসল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
সাইদুল খুবই নোংরা প্রকৃতির। তার পোশাক-পরিচ্ছদ অপরিচ্ছন্ন থাকে। সে পেশাব-পায়খানার পর ঢিলা-কুলুখ ব্যবহার করে না এবং নিয়মিত গোসল করে না। এজন্য তার শিক্ষক ও সহপাঠীরা তাকে অপছন্দ করে।
৩০. সাইদুলের কর্মকাণ্ড কীসের পরিপন্থী? (অনুধাবন)
ক নাজাসাতের তাহারাতের
গ হাকিকতের ঘ নিফাকের
৩১. এরূপ কর্মকাণ্ডের ফলে সে- (উচ্চতর দক্ষতা)
র. কবরে শাস্তি ভোগ করবে
রর. পরকালে সফলতা লাভ করবে
ররর. সম্মান ও মর্যাদা লাভ করবে
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৩ : পবিত্রতা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩২. তাহারাতুন শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক অপবিত্রতা খ বিশৃঙ্খলা
পবিত্রতা ঘ ভালোবাসা
৩৩. পবিত্র না থাকলে কী হয় না? (জ্ঞান)
ক রোযা নামায গ কালিমা ঘ যিকির
৩৪. পবিত্রতা কত প্রকার? [বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
২ খ ৩ গ ৪ ঘ ৫
৩৫. কার ইবাদত কবুল হয় না? (জ্ঞান)
অপবিত্র ব্যক্তির খ অসুস্থ ব্যক্তির
গ পবিত্র ব্যক্তির ঘ মাযুর ব্যক্তির
৩৬. কোনটি বাহ্যিক পবিত্রতা? (জ্ঞান)
ক আকিদা খ গিবত গোসল ঘ রিয়া
৩৭. অভ্যন্তরীণ পবিত্রতা বলতে কী বোঝায়? [বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক ওযু করা খ গোসল করা
আকিদা বিশুদ্ধ হওয়া ঘ রোগ মুক্ত হওয়া
৩৮. পাকপবিত্র থাকলে শরীর কেমন থাকে? (অনুধাবন)
ক দুর্বল খ অসুস্থ সুস্থ ঘ মেজাজ খারাপ
৩৯. শরিয়তের বিধি মোতাবেক ওযু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। একে কী বলে? (প্রয়োগ)
ক অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা
গ মানসিক পবিত্রতা ঘ আত্মিক পবিত্রতা
৪০. হৃদয়কে যাবতীয় শিরক, রিয়া, গিবত ইত্যাদি থেকে মুক্ত রাখতে হয়। একে কী বলে? (প্রয়োগ)
অভ্যন্তরীণ পবিত্রতা খ বাহ্যিক পবিত্রতা
গ দৈহিক পবিত্রতা ঘ মানসিকতা
৪১. পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড বলতে কোনটিকে বোঝায়? (অনুধাবন)
ক নাজাসাতুন খ উপাখ্যান
শরিয়ত ঘ তাহারাতুন
৪২. মহানবি (স.) তাঁর উম্মতকে কীসের তাগিদ দিয়েছেন? (অনুধাবন)
ক বিবাহের পবিত্রতার
গ অপবিত্রতার ঘ পরিষ্কার-পরিচ্ছন্নতার
৪৩. শরিয়ত যাকে অপবিত্র বলেছে তাকে আমাদের কী বলা উচিত?
ক পবিত্র খ সুন্দর অপবিত্র ঘ গুরুত্বপূর্ণ
৪৪. লেখাপড়ায় মন না বসার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ কোনটি? (প্রয়োগ)
অপবিত্রতা খ বিনোদনের অভাব
গ পবিত্রতা ঘ সুস্থতা
৪৫. “আর উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীদের আলাহ তা‘য়ালা ভালোবাসেন” এর প্রকৃত কারণ কী? (জ্ঞান)
ক কারণ আল্লাহ অপবিত্র খ কারণ আল্লাহ পরিষ্কার
কারণ আল্লাহ পবিত্র ঘ কারণ আল্লাহ অপরিষ্কার
৪৬. ‘পবিত্রতা ইমানের অংশ’ কথাটি কে বলেছেন? [বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক আলাহ খ ইবলিস
হযরত মুহাম্মদ (স.) ঘ ফেরেশতারা
৪৭. ‘আলাহ তোমাদের ওপর কোনো অসুবিধা রাখতে চান না। বরং তিনি তোমাদের পবিত্র করতে চান।’ এটি কোন সূরার আয়াত? (জ্ঞান)
সূরা মায়িদা-৬ খ সূরা ইমরান-৩
গ সূরা বাকারা-৩৭ ঘ সূরা জিন-৪
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. রাসুল (স.) অতুলনীয় দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন (উচ্চতর দক্ষতা)
র. পবিত্রতার
রর. পরিচ্ছন্নতার
ররর. শিক্ষার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৪৯. বাহ্যিক পবিত্রতা বলতে বোঝায় (অনুধাবন)
র. আকিদা
রর. রিয়া
ররর. ওযু
নিচের কোনটি সঠিক?
ক র খ রর ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
মাহীন প্রতিদিন পাঁচবার ওযু করে নামায পড়ে। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। নিয়মিত গোসল করে।
৫০. মাহীন ওযু ও গোসল করে কেন?
পবিত্র হওয়ার জন্য
খ তারাবি সালাত মনের ইচ্ছায়
গ নামাযে একাগ্রতা পাওয়ার জন্য
ঘ নিয়মনীতি মানার জন্য
৫১. মাহীন প্রতিদিন ওযু ও গোসল করার ফলে পরকালে পাবে
র. জান্নাত রর. জাহান্নাম
ররর. আরাফ
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৪ : ওযু
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫২. ওযু শব্দের অর্থ কী? (জ্ঞান)
সুন্দর খ শক্ত গ পাক ঘ নরম
৫৩. ওযু কোন শব্দ?
ক উর্দু আরবি গ বাংলা ঘ ফারসি
৫৪. ওযুর ফরয কয়টি? (জ্ঞান)
ক ২ খ ৩ ৪ ঘ ৮
৫৫. ওযু ভঙ্গের কারণ কয়টি? [পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ৭ খ ৮ ৯ ঘ ১০
৫৬. ওযু করলে মন কেমন থাকে? (জ্ঞান)
ক দুঃখ খ হতাশা গ সংগ্রাম প্রফুল
৫৭. ওযুর প্রথম কাজ কোনটি?
ক কুলি করা দুই হাতের কব্জি ধোয়া
গ পা ধোওয়া ঘ মাথা মাসেহ করা
৫৮. ওযু ভঙ্গের কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
বেহুশ হওয়া খ পা গিরাসহ ধৌত করা
গ মুখমণ্ডল ধৌত করা ঘ মাথা মাসেহ করা
৫৯. কী কারণে নামায অপরিপূর্ণ থাকে? (উচ্চতর দক্ষতা)
ক টাকার অভাবে খ তায়াম্মুমের অভাবে
গ গোসলের অভাবে ওযুর অভাবে
৬০. ওযু করার শুরুতে কী বলতে হয়? (অনুধাবন)
ক সুবহানাল্লাহ বিসমিলাহ
গ তাকবির ঘ আলহামদুলিলাহ
৬১. আমরা কীসের জন্য মূলত ওযু করি? (উচ্চতর দক্ষতা)
নামায পড়ার জন্য খ রোযা রাখার জন্য
গ হজে যাওয়ার জন্য ঘ ধনী হওয়ার জন্য
৬২. পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ অর্থাৎ হাত, মুখ ও পা ধোয়ার নাম কী? (প্রয়োগ)
ক তায়াম্মুম খ গোসল গ সাঁতার ওযু
৬৩. সালাত, কুরআন তিলাওয়াত ও যিকির করার জন্য ওযু করতে হয়। এতে কী পাওয়া যায়? (প্রয়োগ)
ক টাকা পয়সা খ গুনাহ
সাওয়াব ঘ সুন্দরী বউ
৬৪. ইবাদত করার জন্য পবিত্রতা শর্ত। এর ফলে অন্তর কী হয়? (উচ্চতর দক্ষতা)
ক অসুস্থ হয় খ অজ্ঞান হয়
পবিত্র হয় ঘ মরে যায়
৬৫. ওযু, গোসল, তায়াম্মুম ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনের ফলে ব্যক্তি লাভ করে- (উচ্চতর দক্ষতা)
ক জাহান্নাম জান্নাত গ আরাফ ঘ আনফাল
৬৬. ‘আমি কিয়ামতের দিন উম্মতকে চিনতে পারব।’ কথাটি কে বলেছেন? (প্রয়োগ)
ক সাহাবি (রা) মহানবি (স.)
গ আলাহ ঘ ফেরেশতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৭. ওযু করলে (অনুধাবন)
র. মন ভালো হয় রর. ঝামেলা হয়
ররর. ইবাদত কবুল হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৮ ও ৬৯ প্রশ্নের উত্তর দাও :
ইমাম সাহেব বললেন, নামাযের আগে শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ অবশ্যই ধুতে হবে। এতে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকবে এবং ইবাদতেও একাগ্রতা আসবে।
৬৮. ইমাম সাহেবের আলোচনায় শরিয়তের কোন বিষয়টি উঠে এসেছে? (প্রয়োগ)
ক সালাত ওযু গ গোসল ঘ তায়াম্মুম
৬৯. উক্ত কাজের ফলে- (উচ্চতর দক্ষতা)
র. জাহান্নাম লাভ হবে
রর. ইবাদত কবুল হবে
ররর. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৫ : তায়াম্মুম
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭০. তায়াম্মুম শব্দের অর্থ কী? [ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
ক ব্যবহার করা খ ভয় পাওয়া
ইচ্ছা করা ঘ পবিত্র হওয়া
৭১. তায়াম্মুম কোন ভাষার শব্দ? (জ্ঞান)
ক উর্দু আরবি গ বাংলা ঘ হিন্দি
৭২. কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়? (জ্ঞান)
ক কাপড় বালি গ কাঁদা ঘ পানি
৭৩. তায়াম্মুমের ফরয কয়টি? (জ্ঞান)
ক ২ ৩ গ ৪ ঘ ৫
৭৪. তায়াম্মুমের প্রথম ফরয কোনটি? (জ্ঞান)
ক দুই হাত ধোয়া
পবিত্রতা অর্জনের নিয়ত করা
গ পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেজ করা
ঘ মাথা মাসেহ করা
৭৫. কোনটি তায়াম্মুম ভঙ্গের কারণ? (উচ্চতর দক্ষতা)
ক গোসল করা খ রোগ দূর হওয়া
পানি পাওয়া ঘ সালাতের সময় হওয়া
৭৬. তায়াম্মুমের শেষ ফরয কোনটি? (জ্ঞান)
ক মাটি দিয়ে মুখমণ্ডল মাসেহ করা
উভয় হাত পবিত্র মাটি দিয়ে কনুইসহ মাসেহ করা
গ পবিত্রতা অর্জনের নিয়ত করা
ঘ উভয় পা গিরাসহ ধোয়া
৭৭. তায়াম্মুমের শুরুতে কী বলতে হয়? (জ্ঞান)
বিসমিলাহ খ সুবহানালাহ
গ আলহামদুলিলাহ ঘ আসতাগফিরুলাহ
৭৮. পানির পরিবর্তে মাটি বা মাটি জাতীয় পবিত্র বস্তু দ্বারা পবিত্র হওয়ার নিয়মকে কী বলে? (অনুধাবন)
ক ওযু খ সুন্নাত তায়াম্মুম ঘ ফরয
৭৯. ‘তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর।’ এটি কার বাণী? (প্রয়োগ)
আলাহ খ সাহাবির (রা.)
গ হযরত মুহাম্মদ (স.) ঘ ফেরেশতা
৮০. বাবুল সাহেব অসুস্থ। তিনি কীভাবে পবিত্রতা অর্জন করবেন? (প্রয়োগ)
ক ওযু দ্বারা খ গোসল দ্বারা
গ মাটি দ্বারা তায়াম্মুম দ্বারা
৮১. মানজুরের পানি ধরা নিষেধ। এখন সে কী দিয়ে তায়াম্মুম করবে? (প্রয়োগ)
মাটি খ কাঠি গ শুকনা পাতা ঘ খাদ্য
৮২. মামুন পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করতে নিয়ত করা জরুরি মনে করে না। এতে তার তায়াম্মুম- (উচ্চতর দক্ষতা)
শুদ্ধ হবে না
খ শুদ্ধ হবে
গ পুনরায় তায়াম্মুম করতে হবে
ঘ তায়াম্মুম করতে হবে না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৩. তায়াম্মুম করতে হয় [বিএএফ শাহীন কলেজ, ঢাকা]
র. পানি পাওয়া না গেলে রর. মাটি পাওয়া না গেলে
ররর. ঘুমিয়ে পড়লে
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
৮৪. তায়াম্মুমের ফরয বলতে বোঝায় (অনুধাবন)
র. পবিত্রতা অর্জনের নিয়ত করা
রর. পানি দিয়ে ধোয়া
ররর. পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
শাহেদের দাদু বুড়ো মানুষ। প্রচণ্ড অসুস্থ থাকায় তিনি মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল ও দুই হাত কনুইসহ মাসেহ করে নামায আদায় করলেন।
৮৫. শাহেদের দাদুর এরূপ কর্মকাণ্ড কীসের প্রকাশ? (প্রয়োগ)
ক ওযু খ গোসল
তায়াম্মুম ঘ অসুস্থতা
৮৬. শাহেদের দাদুর নামায- (উচ্চতর দক্ষতা)
র. শুদ্ধ হবে রর. শুদ্ধ হবে না
ররর. আংশিক শুদ্ধ হবে
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৬ : গোসল
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৭. গোসল শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক হাত, মুখ ধোয়া খ কুলি করা
ধৌত করা ঘ গড়গড়া করা
৮৮. গোসল কী শব্দ? (জ্ঞান)
ক বাংলা আরবি গ উর্দু ঘ ফারসি
৮৯. গোসল না করার অপকারিতা কী? (জ্ঞান)
স্বাস্থ্যহানি খ দুর্বল
গ শক্তিশালী ঘ জ্ঞানী
৯০. গোসলের ফরয কয়টি? (জ্ঞান)
ক ২ ৩ গ ৪ ঘ ৫
৯১. গোসল করার সময় মেয়েদের কী খোলার প্রয়োজন নেই?
[খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
বেণী খ কাপড় গ স্যান্ডেল ঘ গহনা
৯২. পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে কী বলে? (জ্ঞান)
ক ওযু খ তায়াম্মুম গোসল ঘ গা ধোয়া
৯৩. গোসলের সর্বশেষ কাজ কোনটি? (জ্ঞান)
ক মাথা ধোয়া খ কুলি করা পা ধোয়া ঘ হাত ধোয়া
৯৪. কোন বস্তু দ্বারা গোসল করা হয়? (প্রয়োগ)
ক মাটি পানি গ বালি ঘ কাপড়
৯৫. গোসল করার ফলে মানুষ কী লাভ করে? (উচ্চতর দক্ষতা)
ক জান্নাত খ অপবিত্রতা পবিত্রতা ঘ অসুস্থতা
৯৬. গোসল করার সময় কোনটি করা উচিত? (উচ্চতর দক্ষতা)
ওযু খ তায়াম্মুম গ কাপড় খোলা ঘ মিসওয়াক করা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৭. গোসল বলতে বোঝায় (অনুধাবন)
র. সমস্ত শরীর ধৌত করা রর. মাথায় পানি দেওয়া
ররর. গোসলের পর পা ধোয়া
নিচের কোনটি সঠিক?
র খ রর গ ররর ঘ র, রর ও ররর
৯৮. গোসলের ফরয হলো- (অনুধাবন)
র. গড়গড়া করে কুলি করা
রর. হাতে মাটি লাগানো
ররর. সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও :
জহির সাহেব প্রতিদিন মাগরিব নামাযের পর ইসলামের বিভিন্ন বিষয়ে মুসল্লিদের শিক্ষা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় একদিন তিনি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করলেন যা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না।
৯৯. জহির সাহেবের আলোচিত বিষয়টি কী? (অনুধাবন)
ক গোসল পবিত্রতা গ তায়াম্মুম ঘ সুন্নত
১০০. জহির সাহেবের আলোচিত বিষয়টি অর্জন করার ফলে (উচ্চতর দক্ষতা)
র. নামায কবুল হবে রর. সম্মান বাড়বে
ররর. আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৭ : সালাত
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০১. সালাত শব্দের অর্থ কী? (জ্ঞান)
দোয়া খ ভিক্ষা গ দুর্বল ঘ গিবত করা
১০২. সালাত কী শব্দ? (জ্ঞান)
ক বাংলা খ ইংরেজি আরবি ঘ উর্দু
১০৩. সালাত বেহেশতের কী? (জ্ঞান)
ক জানালা খ তালা চাবি ঘ দরজা
১০৪. ইসলাম কয়টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত? [কুষ্টিয়া স. বালিকা উ: বি:]
ক ৩ খ ৪ ৫ ঘ ৬
১০৫. দৈনিক কতবার সালাত পড়তে হয়? (জ্ঞান)
ক ২০ খ ১৫ গ ১০ ৫
১০৬. সালাত ইসলামের কততম রুকন? (জ্ঞান)
ক প্রথম রুকন দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ
১০৭. সালাত পড়ার ফলে আখিরাতে কী পাওয়া যাবে? (উচ্চতর দক্ষতা)
ক জাহান্নাম জান্নাত গ দুনিয়া ঘ আরাফ
১০৮. যথাযথভাবে সালাত আদায় করার কারণে সালাত আদায়কারী দুনিয়ায় কী লাভ করবে? (উচ্চতর দক্ষতা)
মর্যাদা খ দুর্নাম
গ অপব্যয়কারী ঘ উপাধি পাবে
১০৯. হাশরের ময়দানে মানুষ প্রথম জিজ্ঞাসিত হবে কোন বিষয় সম্পর্কে? (অনুধাবন)
ক হাশর সম্পর্কে সালাত সম্পর্কে
গ রোযা সম্পর্কে ঘ হজ সম্পর্কে
১১০. নিয়মিত নামায আদায় মানুষকে কোন কাজ থেকে বিরত রাখে?
[কুষ্টিয়া স. বালিকা উ: বি:]
ক ব্যবসায় বাণিজ্য খ পড়ালেখা
খারাপ কাজ ঘ সম্পদ উপার্জন
১১১. কীসের মাধ্যমে মুমিনের গুনাহ মাফ হয়? (অনুধাবন)
ক যাকাতের মাধ্যমে খ তাবলিগের মাধ্যমে
গ যিকিরের মাধ্যমে নামাযের মাধ্যমে
১১২. হোসেনকে তার বন্ধু নামায পড়তে ডাকলে বিভিন্ন অজুহাত ও কৌশলে সে এড়িয়ে যায়। হোসেনের এ কাজটিকে ইসলামের দৃষ্টিতে কী বলা হয়? (প্রয়োগ)
ক শিরক কুফর গ নিফাক ঘ বিদআত
১১৩. নিয়মিত যাকাত আদায় করার ফলে সম্পদ কী হয়? (উচ্চতর দক্ষতা)
পবিত্র খ নষ্ট গ কমে যায় ঘ বাড়ে না
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৪. যে ব্যক্তি নামাযের হেফাজত করবে কিয়ামতের দিন তার জন্য নামায (অনুধাবন)
র. নূর হবে
রর. দলীল হবে
ররর. নাজাতের মাধ্যম হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও :
আজিম ও আলভী দু’বন্ধু খেলা করছিল। এমন সময় আসরের আযান হলে আলভী আজিমকে বলল, চল নামায আদায় করে আসি। কিন্তু আজিম তাকে অগ্রাহ্য করে বসে রইল। এতে আলভী খুব কষ্ট পেল। [রাজবাড়ী স. বালিকা উ: বি:]
১১৫. আজিমের অগ্রাহ্য করার বিষয়টি কী?
ক সামাজিক বিধান আল্লাহর বিধান
গ রাষ্ট্রীয় বিধান ঘ বন্ধুত্বের বিধান
১১৬. আজিমের পরকালীন পরিণতি
র. জাহান্নাম রর. জান্নাত
ররর. আল্লাহর অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৮ : সালাতের সময়সূচি º বোর্ড বই, পৃষ্ঠা ২৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৭. সময়মতো সালাত আদায় করা কী? [বীণাপানি স. বালিকা উ: বি, গোপালগঞ্জ]
ফরয খ সুন্নত গ নফল ঘ ওয়াজিব
১১৮. এশার সালাতের পর কোন সালাত পড়তে হয়? (জ্ঞান)
ক যুহর বিতর গ আছর ঘ মাগরিব
১১৯. সঠিক সময়ে নামায আদায় করা কাদের লক্ষণ?
[মণিরামপুর স. বালিকা উ: বি:, যশোর]
মুমিনের খ মুত্তাকীর গ জ্ঞানীর ঘ আলেমদের
১২০. সূর্যোদয়ের আগে কোন সালাত পড়তে হয়? (জ্ঞান)
ক যুহর ফজর গ আসর ঘ মাগরিব
১২১. সূর্যাস্তের পর কোন সালাত আদায় করতে হয়? (জ্ঞান)
ক ইশা মাগরিব গ ফজর ঘ যুহর
১২২. সালাতের নিয়ম না মানলে কী হয়? (জ্ঞান)
নামায হয় না খ সওয়াব হয় না
গ গুনাহ হয় না ঘ ইবাদত হয় না
১২৩. মাগরিবের সালাতের সময় কখন হয়? (অনুধাবন)
ক সূর্যাস্তের পূর্বে
খ ইশার পূর্ব পর্যন্ত
সন্ধ্যা বেলা
ঘ গভীর রাত্রি পর্যন্ত
১২৪. যুহরের সালাত শুরুর সময় কখন? (জ্ঞান)
দ্বিপ্রহরের পর খ আসরের পূর্বে
গ সূর্যাস্তের পর ঘ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত
১২৫. “সুবহি সাদিকের পর হতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত ফজর সালাতের সময়।” এর দ্বারা কোনটি বোঝা যায়? (উচ্চতর দক্ষতা)
সালাতের নির্দিষ্ট সময় আছে
খ এর দ্বারা বান্দার হক আদায় হয়
গ সালাতের নির্দিষ্ট কোনো সময় নেই
ঘ এর দ্বারা সাহাবির হক আদায় হয়
১২৬. “তোমরা নামাযসমূহ সংরক্ষণ কর বিশেষ করে মধ্যবর্তী সময়।” এর দ্বারা কোনটি বোঝায়? (উচ্চতর দক্ষতা)
ক নামায আদায়ের গুরুত্ব
খ আল্লাহর অসন্তুষ্টির গুরুত্ব
মধ্যবর্তী নামাযের গুরুত্ব বোঝায়
ঘ এর ফলে বান্দার হক আদায় হয়
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৭. ফরয নামায হলো (অনুধাবন)
র. আসর রর. ঈদের সালাত
ররর. যুহর
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১২৮. সময়মতো নামায আদায় করা (অনুধাবন)
র. আল্লাহর নির্দেশ
রর. ফরয
ররর. ওয়াজিব
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
ইমরান প্রতিদিন ভোরে উঠে ফজরের সালাত আদায় করে। তার ভাই বোনদেরও সালাত আদায় করার কথা বলে। সে বলে, সূর্য ওঠার পর ফজরের সালাতের সময় থাকে না এবং সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের সালাতের সময় হয়।
১২৯. ইমরানের কর্মকাণ্ডের দ্বারা কোনটি প্রকাশ পায়? (প্রয়োগ)
ক ভাইবোনদের শাসন খ ভাইবোনদের বোঝানোর কৌশল
নামাযের প্রতি মনোযোগ ঘ ইমরানের নেতৃত্বে
১৩০. এরূপ কর্মকাণ্ডের ফলে ইমরান লাভ করবে (অনুধাবন)
র. আল্লাহর সন্তুষ্টি রর. জান্নাত
ররর. আল্লাহর অসন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-৯ : সালাত আদায়ের নিয়ম º বোর্ড বই, পৃষ্ঠা ২৯
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩১. নামাযে বিসমিলাহির রহমানির রহিম পড়ার পর কোনটি পড়তে হবে? (জ্ঞান)
ক সূরা নাস সূরা ফাতিহা গ সূরা ফীল ঘ দোয়া মাসুরা
১৩২. রুকুতে কী পড়তে হয়? (জ্ঞান)
ক সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আযিম
গ সানা ঘ আমিন
১৩৩. নামায পড়ার সময় কী ভাবা উচিত? [মাগুরা স. বালিকা উ: বি:]
আলাহ সামনে হাজির খ ফেরেশতা সামনে হাজির
গ নবি (স.) সামনে হাজির ঘ মৃত আত্মীয়স্বজনরা সামনে হাজির
১৩৪. আমরা নিয়মমতো কাজ করব কেন? (অনুধাবন)
ক নিয়ম চালু রাখার জন্য খ শৃঙ্খলা বজায় রাখার জন্য
সুফল পাওয়ার জন্য ঘ সম্মান লাভের জন্য
১৩৫. নিয়মমতো কাজ করলে কাজে সফলতা পাওয়া যায়। এতে জাতি ও সমাজ কী হয়? (প্রয়োগ)
উন্নত খ অবনতি গ রসাতলে যায় ঘ ধ্বংস
১৩৬. সিজদায় গিয়ে আমরা কী পড়ি? (জ্ঞান)
ক সুরা ফাতিহা সুবহানা রব্বিয়াল আলা
গ সুবহানা রব্বিয়াল আযিম ঘ রাব্বানা লাকাল হামদ
১৩৭. কিবলামুখী হয়ে নিয়ত করে আমরা কী বলি? (জ্ঞান)
ক আমিন আলাহু আকবার
গ সুবহানা রব্বিয়াল আলা ঘ সালাম
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৮. যে সালাত আদায়ের ক্ষেত্রে তারতম্য দেখা যায় (উচ্চতর দক্ষতা)
র. দুই রাকআত বিশিষ্ট নামাযে
রর. চার রাকআত বিশিষ্ট নামাযে
ররর. তিন রাকআত বিশিষ্ট নামাযে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩৯ ও ১৪০ নং প্রশ্নের উত্তর দাও :
মহান আলাহ তা‘য়ালা পবিত্র কুরআনে বলেন, ‘দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে।
১৩৯. লোক দেখানো সালাত বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক আযান দেওয়া খ শুদ্ধ পড়া
অমনোযোগী ঘ নামায ছেড়ে দেওয়া
১৪০. নামাযের মধ্যে উদাসীন ব্যক্তির পরকালীন পরিণতি (উচ্চতর দক্ষতা)
র. জান্নাত
রর. ধ্বংস
ররর. ওয়াইল নামক জাহান্নাম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-১০ : সালাতের ফরয
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪১. নামাযের ফরয কয়টি? [মাতৃপীঠ স. বালিকা উ: বি, চাঁদপুর]
ক ১২ খ ১৩ ১৪ ঘ ১৬
১৪২. নামাযের আহকাম কয়টি? (জ্ঞান)
৭ খ ৮ গ ১০ ঘ ১২
১৪৩. নামাযের আরকান কয়টি? (জ্ঞান)
ক ৫ খ ৮ ৭ ঘ ২০
১৪৪. নামাযের সুন্নত কয়টি? (জ্ঞান)
ক ১২ খ ১৬ গ ১৮ ২১
১৪৫. নামাযের পূর্বে প্রস্তুতিমূলক ফরয কয়টি? [চুয়াডাঙ্গা স. বালিকা উ: বি:]
ক ৫ ৭ গ ৯ ঘ ১০
১৪৬. নিচের কোনটি সালাত ভঙ্গ হওয়ার কারণ? (উচ্চতর দক্ষতা)
ক ওযু করলে খ দোয়া পড়লে
কিছু পান করলে ঘ তাশাহ্হুদ পড়লে
১৪৭. কোন সময় নামায পড়া ঠিক নয়? (জ্ঞান)
ক সূর্যাস্তের পর খ মধ্য রাতে
ঠিক দ্বিপ্রহরের সময় ঘ আসরের পর
১৪৮. সালাতের ওয়াজিব কোনটি? (জ্ঞান)
সূরা ফাতিহা পাঠ করা খ কিবলামুখী হওয়া
গ নামাযের সময় হওয়া ঘ তিলাওয়াত করা
১৪৯. নামাযের পূর্বে প্রস্তুতিমূলক সাতটি ফরয রয়েছে এগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
আহকাম খ সুন্নত গ আরকান ঘ ফরয
১৫০. নামাযের আরকান কোনটি? (জ্ঞান)
ক সতর ঢাকা সূরা তিলাওয়াত করা
গ নিয়ত করা ঘ নামাযের স্থান পবিত্র হওয়া
১৫১. নামাযের সুন্নত কোনটি? (জ্ঞান)
ক সূরা ফাতিহা পড়া খ তাশাহ্হুদ পাঠ করা
গ দোয়া কুনুত পাঠ করা সানা পড়া
১৫২. আমলে কাসির করলে নামায কী হয়? (জ্ঞান)
ভঙ্গ খ মাকরুহ গ সাওয়াব ঘ গুনাহ
১৫৩. নামাযের শুরুতে আমরা কোন ফরয কাজটি করি? (জ্ঞান)
ক নিয়ত করি তাকবিরে তাহরিমা
গ দরুদ পড়ি ঘ রুকু করি
১৫৪. সালাত শুদ্ধ হওয়ার জন্য কতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে। যার কোনো একটি ইচ্ছা ও অনিচ্ছায় বাদ পড়লে নামায বাতিল হবে। এগুলোকে কী বলে? (উচ্চতর দক্ষতা)
নামাযের ফরয খ নামাযের সুন্নত
গ নামাযের মুস্তাহাব ঘ নামাযের মাকরুহ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৫. নামাযের আহকাম হলো (অনুধাবন)
র. রুকু করা
রর. পরিধানের কাপড় পবিত্র হওয়া
ররর. শরীর পবিত্র হওয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৬ ও ১৫৭ নং প্রশ্নের উত্তর দাও :
জামান প্রতিদিন ভোর বেলায় মক্তবে পড়তে যায়। মক্তবের হুজুর তাকে নামাযের এমন কতিপয় নিয়ম সম্পর্কে বলেন, যেগুলো কোনো একটি ভুল হলে নামাযে অতিরিক্ত সিজদাহ দিয়ে নামায শুদ্ধ করে নিতে হয়।
[পাবনা স. বালিকা উ: বি:]
১৫৬. মক্তবের হুজুর জামানকে নামাযের কোন বিষয় সম্পর্কে বলেছেন?
ফরয খ ওয়াজিব গ সুন্নত ঘ নফল
১৫৭. হুজুরের বলা বিষয় যদি নামাযে বাদ পড়ে তবে এক্ষেত্রে তার করণীয়
র. সিজদায়ে সাহু দিবে
রর. নামায ছেড়ে দিবে
ররর. বাদ দেওয়া কাজটি পুনরায় করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-১১ : সিজদাহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৫৮. সিজদা শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক তাকানো খ দোয়া করা গ হাঁটা মাথানত করা
১৫৯. সিজদা কী শব্দ? (জ্ঞান)
ক উর্দু আরবি গ ফারসি ঘ বাংলা
১৬০. সিজদা কত প্রকার? (জ্ঞান)
৪ খ ৫ গ ৬ ঘ ৭
১৬১. সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ কয়টি? [লায়ন্স স্কুল এন্ড কলেজ]
ক ৫ ৬ গ ৭ ঘ ৮
১৬২. সিজদায়ে সাহু ওয়াজিব হয় কেন?
[ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস]
ক কোনো ফরয আদায় করতে বিলম্ব হলে
খ কোনো ওয়াজিবের রূপ পরিবর্তন করলে
ভুলবশত নামাযের কোনো ওয়াজিব ছুটে গেলে
ঘ রুকুর আগেই সিজদাহ করলে
১৬৩. আমরা কার নিকট সিজদা করি? (জ্ঞান)
ক নবি-রাসুলের খ ফেরেশতার
আলাহর ঘ মা-বাবার
১৬৪. সালাতে প্রথমে বৈঠক করতে ভুলে গেলে যদি দাঁড়ানোর পূর্বেই মনে পড়ে তাহলে কী করতে হয়? (উচ্চতর দক্ষতা)
বসে পড়তে হয় খ বসা যাবে না
গ চুপ থাকতে হবে ঘ দাঁড়াতে হবে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৫. সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ হলো (উচ্চতর দক্ষতা)
র. ফাতিহা পড়ার পর চুপ থাকলে
রর. আযান না দিলে
ররর. কোনো ফরয আদায়ে বিলম্ব হলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৬ ও ১৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
ইকবাল পাঁচ ওয়াক্ত নামায পড়লেও নামাযের প্রয়োজনীয় বিষয়সমূহ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা নেই। সে নামাযে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এ অবস্থা দেখে মসজিদের ইমাম সাহেব তাকে বললেন, তোমার নামায শুদ্ধ হয় না। তুমি নামাযের প্রয়োজনীয় মাসআলা-মাসাইল শিখে নিও।
১৬৬. ইকবাল নামাযের কোন বিধানটি লঙ্ঘন করেছে? (প্রয়োগ)
ক ফরয ওয়াজিব গ সুন্নত ঘ মুস্তাহাব
১৬৭. ইকবালের নামায শুদ্ধ করতে করণীয় (উচ্চতর দক্ষতা)
র. ফরয সিজদাহ আদায় করা
রর. মুস্তাহাব সিজদাহ আদায় করা
ররর. সিজদায়ে সাহু আদায় করা
নিচের কোনটি সঠিক?
ক র খ রর ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-১২ : সিজদায়ে তিলাওয়াত º বোর্ড বই, পৃষ্ঠা ৩৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৮. সিজদায়ে তিলাওয়াতের শর্ত কয়টি?
[দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ]
৪ খ ৫ গ ৬ ঘ ৮
১৬৯. পবিত্র কুরআনে সিজদায়ে তিলাওয়াতের স্থান কয়টি? (জ্ঞান)
ক ১২ ১৪ গ ১৮ ঘ ২০
১৭০. সূরা আন্-নামলের কত নং আয়াতে সিজদায়ে তিলাওয়াত স্থান বলা হয়েছে? (জ্ঞান)
ক ২০-২২ খ ১০-১৫
২৫-২৬ ঘ ১৮-২০
১৭১. সূরা আল-ফুরকান-এর কত নং আয়াতে সিজদায়ে তিলাওয়াতের স্থান সম্পর্কে বলা হয়েছে? (জ্ঞান)
ক ১৫ ৬০ গ ৫৬ ঘ ৭০
১৭২. সিজদায়ে তিলাওয়াতের প্রথম শর্তটি কী? (জ্ঞান)
ক সতর ঢাকা পবিত্র হওয়া
গ নিয়ত করা ঘ গোসল করা
১৭৩. সিজদাহ দেওয়ার পর কী বলে উঠে দাঁড়াতে হয়? (জ্ঞান)
আলাহু আকবার খ সুবহানআল্লাহ
গ নাউযুবিলাহ ঘ বিসমিলাহ
১৭৪. সিজদাহ না করার ফলে কী হয়? (উচ্চতর দক্ষতা)
ক সাওয়াব হয় গুনাহ হয়
গ ভালো হয় ঘ কিছুই হবে না
১৭৫. যখন কেউ সিজদার আয়াত পড়ে সিজদাহ করে তখন শয়তান কী করে? (প্রয়োগ)
ক খুশি হয় খ উপহাস করে
বিলাপ করে ঘ প্রশংসা করে
১৭৬. সবাই হযরত আদম (আ.) কে সিজদাহ করল কিন্তু একজন করল না। সে কে? (প্রয়োগ)
ক লাহাব খ ফিরাউন
গ নমরুদ আযাযিল
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৭. সিজদায়ে তিলাওয়াতের স্থান সংবলিত আয়াত কোনটি? (উচ্চতর দক্ষতা)
র. সূরা বনি ইসরাইল : ১০৪
রর. সূরা সাদ : ২৪
ররর. সূরা মারইয়াম : ৫৮
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭৮ ও ১৭৯ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক শহিদুল্লাহ ছাত্রদের উদ্দেশ্য বললেন কুরআন শরিফে এমন কতিপয় আয়াত আছে যেগুলো নামাযে পড়লে অতিরিক্ত সিজদাহ দিতে হয়।
১৭৮. শিক্ষক কোন সিজদার কথা ক্লাসে আলোচনা করেছেন? (অনুধাবন)
ক শুকরিয়ার সিজদাহ খ নামাযের সিজদাহ
তিলাওয়াতের সিজদাহ ঘ নফল সালাতের সিজদাহ
১৭৯. সিজদাহ আদায় না করার পরিণতি (উচ্চতর দক্ষতা)
র. পুরস্কার রর. জাহান্নাম
ররর. সম্মান
নিচের কোনটি সঠিক?
ক র রর গ ররর ঘ র, রর ও ররর
ন্ধ পাঠ-১৩ : সালাতের নৈতিক শিক্ষা º বোর্ড বই, পৃষ্ঠা ৩৭
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৮০. জামাআতের সাথে নামায আদায় করলে বাসায় আদায় করার চেয়ে কত গুণ সাওয়াব হয়? (জ্ঞান)
ক ১০ খ ২০ ২৭ ঘ ৩০
১৮১. মিসওয়াক করা কী? (জ্ঞান)
ক ফরয খ ওয়াজিব সুন্নত ঘ মুস্তাহাব
১৮২. শৃঙ্খলা মানে কী? (জ্ঞান)
ক সময়নিষ্ঠা সুনির্দিষ্ট নিয়মনীতি
গ একাগ্রতা ঘ সাম্য
১৮৩. আলাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় কোনটি? (জ্ঞান)
নামায খ হজ গ রিসালাত ঘ ওযু
১৮৪. নামায মানুষের মনে কী মনোভাব তৈরি করে? (জ্ঞান)
সহযোগিতার খ হিংসার গ আবেগের ঘ ঘৃণার
১৮৫. ৫ ওয়াক্ত নামায মানুষকে কী শিক্ষা দেয়? (জ্ঞান)
শৃঙ্খলা খ আনুগত্য গ শ্রদ্ধা ঘ স্নেহ
১৮৬. আমরা জামাআতে কার পিছনে দাঁড়িয়ে নামায পড়ি? [রাজবাড়ী স. বালিকা উ: বি:]
ক মুক্তাদির খ মুয়াজ্জিনের ইমামের ঘ শিক্ষকের
১৮৭. পাঁচ ওয়াক্ত নামায পড়লে কোনটি মেনে চলা হয়? (অনুধাবন)
সময় খ অধ্যবসায় গ ধন-সম্পদ ঘ আইন
১৮৮. পাঁচ ওয়াক্ত নামায পড়লে কোনটি করা কঠিন হয়ে পড়ে? [প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ, খুলনা]
ক ভালো কাজ করা খারাপ কাজ করা
গ কঠিন কাজ করা ঘ সহজ কাজ করা
১৮৯. নামায আদায়কারীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে হয় কেন? (অনুধাবন)
ক এটি অত্যন্ত সাওয়াবের কাজ বলে
এটি নামাযের পূর্বশর্ত বলে
গ এটি সবাই করে থাকেন বলে
ঘ এটি আবু হানিফা (র.) এর নির্দেশ বলে
১৯০. কীভাবে একজন মুসলিম তার কর্মস্থলে যথাসময়ে কর্তব্য পালনের শিক্ষা গ্রহণ করবে? (উচ্চতর দক্ষতা)
ক উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে
খ পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে
গ কর্মস্থলের ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ দেখে
সময়মতো নামায আদায় করার মাধ্যমে
১৯১. মাসুম প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে নিজের নাক, মুখ, দাঁতসহ গুরুত্বপূর্ণ কতিপয় অঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন করে। তার মধ্যে কীসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক ওযুর নামাযের গ যাকাতের ঘ হজের
১৯২. খায়ের প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠে এবং বিলম্বে অফিসে পৌঁছায়। তার এরূপ কাজ কোন ইবাদতের শিক্ষার পরিপন্থী? (উচ্চতর দক্ষতা)
নামাযের গ যাকাতের গ হজের ঘ সাওমের
১৯৩. ‘তোমরা অপবিত্র হলে পবিত্রতা অর্জন কর।’ অনূদিত আয়াতটি কোন সূরার? (প্রয়োগ)
ক সূরা আরাফ খ সূরা আল-বাকারা
গ সূরা যিলযাল সূরা আল-মায়েদা
১৯৪. ‘নির্ধারিত সময় যথাযথভাবে নামায আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।’ এটি কোন সূরার আয়াত? (প্রয়োগ)
সূরা নিসা-১০৩ খ সূরা তওবা-১১
গ সূরা ইমরান-১০৮ ঘ সূরা বাকারা-২১
১৯৫. “তোমরা আলাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে?” এটি কোন সূরার আয়াত? (প্রয়োগ)
সূরা আল-বাকারা-২৩৮ খ সূরা আল-আলাম-২৩
গ সূরা আল-মায়েদা-১২৭ ঘ সূরা ইমরান-১০
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯৬. দিনে পাঁচবার ওযু করার ফলে [মেহেরপুর স. বালিকা উ: বি:]
র. কাপড় পরিষ্কার হয় রর. দাঁত পরিষ্কার হয়
ররর. মুখ পরিষ্কার হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৭. সালাতে মুমিনগণ একে অপরের সাথে দাঁড়াতে পছন্দ করে
[মাগুরা স. বালিকা উ: বি:]
র. সুস্থ মন নিয়ে
রর. পরিচ্ছন্ন পোশাক নিয়ে
ররর. দামি সুগন্ধি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
১৯৮. দৈনিক পাঁচবার নির্ধারিত সময়ে জামাআতে সালাত আদায়ের মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে (অনুধাবন)
র. সময়ানুবর্তিতার
রর. ঐক্যবদ্ধতার
ররর. একাগ্রতার
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৯ ও ২০০ নং প্রশ্নের উত্তর দাও :
খায়রুল ও রুবেল দুই বন্ধু। তারা সালাতের নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করছে। রুবেল খায়রুলকে বলে, সালাত কঠোর নিয়মানুবর্তিতা ও সময়নিষ্ঠা শিক্ষা দেয় এবং এটি বান্দার চরিত্র শক্তিকে আরও সুদৃঢ় করে।
[নেত্রকোনা স. বালিকা উ: বি:]
১৯৯. উপরিউক্ত শিক্ষা গ্রহণের পর তাদের করণীয় কী?
নিয়মিত নামায আদায় করা খ রোজগার বৃদ্ধি করা
গ চরিত্রকে আরও উন্নত করা ঘ নিয়ম মেনে চলা
২০০. উক্ত শিক্ষা অনুযায়ী চললে তারা লাভ করবে-
র. আল্লাহর সান্নিধ্য রর. ধন-সম্পদ
ররর. পরকালীন সুখশান্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ ইবাদতের ধারণা ও তাৎপর্য
হালিম একটি অফিসে চাকরি করে। প্রতিদিন নামাযের সময় হলে সে মসজিদে যায় এবং তার সব সহকর্মীকে নামায আদায়ের জন্য ডাক দেয়। একদিন তার এক সহকর্মীকে নামাযের জন্য ডাক দিলে সে বলে, আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টি করেছেন সেহেতু তাঁরই ইবাদত করব।
[পল্লি উন্নয়ন একাডেমি ল্যাব. স্কুল এন্ড কলেজ বগুড়া]
ক. অপবিত্রতার আরবি প্রতিশব্দ কী? ১
খ. ইবাদত বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের হালিমের কাজের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. পাঠ্যপুস্তকের আলোকে উক্ত কাজের তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
ক অপবিত্রতার আরবি প্রতিশব্দ নাজাসাতুন।
খ আল্লাহর সকল আদেশ-নিষেধ মেনে চলার নামই ইবাদত। ইবাদত বলতে সালাত, রোযা ও যাকাত দেওয়া ইত্যাদি বোঝানো হয়েছে। তাছাড়া যে কোনো উত্তম কাজই ইবাদত হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন : রোগীর সেবা করা, কোনো অসহায়কে সাহায্য করা, আলাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা ইত্যাদি।
গ উদ্দীপকের হালিমের কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত প্রকাশ পেয়েছে। কুরআন মজিদে আলাহ তা‘য়ালা বলেনÑ আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইচ্ছে করলে দিনরাত চব্বিশ ঘণ্টা ইবাদত করা সম্ভব। যেমন : খেতে বসলে যদি কেউ বিসমিলাহ বলে খাওয়া শুরু করে, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে ইবাদতের মধ্যে থাকবে। নামায, রোযা, হজসহ সব ক্ষেত্রেই বিস্মিলাহ বলে শুরু করতে পারে। উদ্দীপকে হালিম নিয়মিত নামায আদায় করে এবং অন্য সহকর্মীদের নামাযের জন্য ডাক দেয়। তার এসব কর্মকাণ্ড সবই ইবাদতের শামিল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ঘ উক্ত কাজের তথা ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। পবিত্র কুরআনের সুরা আয্-যারিয়াতের ৫৬নং আয়াতে আল্লাহ বলেন, “আর আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।” মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের লালন-পালন করেন। তিনি আমাদের জন্য এ মহাবিশ্বকে সুন্দর করে সাজিয়েছেন। আসমান-জমিন, চাঁদ-সূর্য, ফল-ফুল, নদী-নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা এসব ভোগ করি। তিনি আমাদের আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তাই আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া আদায় করতে হবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধানমতো চলার নামই ইবাদত। আমাদের জন্য নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো মহানবি (স.) যেভাবে আদায় করেছেন, আমাদেরও ঠিক সেভাবেই আদায় করতে হবে। পাশাপাশি ব্যবহারিক জীবনে প্রত্যেকটি কাজ আল্লাহর ও রাসুলের নির্দেশনা মোতাবেক ‘বিসমিল্লাহ’ বলে শুরু করে সার্বক্ষণিক ইবাদতে মশগুল থাকতে পারি।
প্রশ্ন- ২ অপবিত্রতা
সিয়াম সর্বদাই অপরিচ্ছন্ন থাকে। ঠিকমতো গোসল ও ওযু করে না। পেশাব, পায়খানা করে ঢিলা-কুলুখ ব্যবহার করে না। এজন্য বন্ধু-বান্ধব শিক্ষক সবাই তাকে অপছন্দ করে। শিক্ষক তাকে বলেন যে, অপরিচ্ছন্নতার জন্য মহান আলাহর পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান রয়েছে।
ক. ইবাদত শব্দের অর্থ কী? ১
খ. নাজাসাত কাকে বলে? ২
গ. উদ্দীপকের সিয়ামের মাঝে কোন বিষয়টি অনুপস্থিত? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত শিক্ষকের উক্তিটি মূল্যায়ন কর। ৪
ক ইবাদত শব্দের অর্থ দাসত্ব বা আনুগত্য করা।
খ কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, তাকে নাজাসাত বলে। যেমন : পেশাব-পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড় ও ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে থাকে।
গ উদ্দীপকের সিয়ামের মাঝে পবিত্রতার বিষয়টি অনুপস্থিত। সে নাজাসাতে হাকিকি ও নাজাসাতে হুকমি দুভাবেই অপবিত্র। নাজাসাতে হাকিকি হচ্ছে ওইসব অপবিত্র বস্তু, যা থেকে মানুষ দূরে থাকতে চায় এবং নিজের শরীর, পোশাক-পরিচ্ছদ ও অন্যান্য ব্যবহারের জিনিসপত্র বাঁচিয়ে রাখতে চায়। যেমন : পেশাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। ইসলাম এসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আবার ওযু ও গোসলের প্রয়োজন হলে এসব না করা নাজাসাতে হুকমি বলে গণ্য। তাই বলা যায়, উদ্দীপকের সিয়াম পেশাব পায়খানা করে ঢিলা-কুলুখ ও পানি ব্যবহার না করে এবং ঠিকমতো ওযু ও গোসলও না করে অপবিত্র থাকে। অর্থাৎ তার মধ্যে পবিত্রতার বিষয়টি অনুপস্থিত।
ঘ অপরিচ্ছন্নতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান রয়েছে। উদ্দীপকে বর্ণিত শিক্ষকের এ মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান আল্লাহ মানুষকে পবিত্র করে সৃষ্টি করেছেন। আর তাই মানুষ পবিত্রতাকে ভালোবাসে। সমাজে বাস করতে হলে তাকে পবিত্র থাকতে হয়। যেমন : পেশাব-পায়খানা করে ঢিলা, কুলুখ ব্যবহার করা এবং পানি দিয়ে মলদ্বার পরিষ্কার করা। অতঃপর ওযু ও গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এতে শরীর ও পোশাক দুর্গন্ধমুক্ত হবে। এতে সবাই তাকে ভালোবাসবে। তাছাড়া অপবিত্রতার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে। পবিত্রতা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। উদ্দীপকে সিয়াম সর্বদা অপরিচ্ছন্ন থাকে। ঠিকমতো ওযু ও গোসল করে না। পেশাব-পায়খানা করে ঢিলা, কুলুখ ব্যবহার করে না। তার শরীরে দুর্গন্ধ হওয়ার কারণে বন্ধু-বান্ধব সবাই তাকে অপছন্দ করে এবং শিক্ষক তাকে সংশোধনের নিমিত্তে বলেন, অপরিচ্ছন্নতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান রয়েছেÑ তাই উক্তিটি যথার্থ।
প্রশ্ন- ৩ পবিত্রতা
জনাব আহমেদ ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াচ্ছিলেন। যা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। ছাত্রের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্রতা ইমানের অংশ। [সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. ওযু অর্থ কী? ১
খ. অভ্যন্তরীণ ও বাহ্যিক পবিত্রতা বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকের জনাব আহমেদ ছাত্রছাত্রীদের কোন বিষয়টি পড়াচ্ছিলেন। ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
ক ওযু অর্থ সুন্দর, পরিষ্কার ও স্বচ্ছ।
খ হৃদয়কে যাবতীয় শিরক আকিদা, রিয়া, গিবত ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা এবং শরিয়তের বিধি মোতাবেক ওযু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে।
গ উদ্দীপকে জনাব আহমেদ ছাত্রছাত্রীদের যে বিষয়টি পড়াচ্ছিলেন তাহলো পবিত্রতা। ইবাদত করার জন্য পবিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ যেমন পবিত্র তেমনি তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। নামায, কুরআন তিলাওয়াত, যিকির ইত্যাদি পালন করতে হলে ওযু ও গোসল করে পবিত্র হতে হয়। পবিত্রতা ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। উদ্দীপকে জনাব আহমেদ ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াচ্ছিলেন যা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সুতরাং উপরিউক্ত পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, জনাব আহমেদ ছাত্রছাত্রীদের যে বিষয়টি পড়াচ্ছিলেন তাহলো পবিত্রতা।
ঘ ‘পবিত্রতা ইমানের অংশ’উদ্দীপকে উল্লিখিত হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইবাদতের জন্য পাক পবিত্র হওয়া একান্ত প্রয়োজন। পাক পবিত্র না হয়ে সালাত আদায় করা যায় না। অপবিত্র অবস্থায় কুরআন মজিদ স্পর্শ করা নিষেধ। মহান আলাহ তা‘য়ালা পবিত্রতা সম্পর্কে বলেন, ‘আর উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ তা’য়ালা ভালোবাসেন।’ পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। পাক পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে এবং মন প্রফুল থাকে। আলাহ যেমন সব রকম অপবিত্রতা থেকে মুক্ত তেমনি তিনি চান তার বান্দারা পাক পবিত্র অবস্থায় তাঁর সামনে দণ্ডায়মান হোক। রাসুলুল্লাহ (স.) স্বয়ং পবিত্রতা ও পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি তাঁর উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করে বলেছেন, পবিত্রতা ইমানের অংশ। উদ্দীপকে জনাব আহমেদ তার ছাত্রছাত্রীদের পবিত্রতার বিষয়টি পড়াচ্ছিলেন। তার এক ছাত্রের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি হাদিসের অবতারণা করে উক্ত হাদিসটি বলেছেন।
প্রশ্ন- ৪ ওযুর গুরুত্ব
শামীমের দাদু প্রতিদিন ৫ ওয়াক্ত নামাযের আগে এবং পেশাব, পায়খানার পরে পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করেন। এ ব্যাপারে শামীম জিজ্ঞাসা করলে দাদু বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দেন এবং এর সুফল বর্ণনা করেন।
ক. তাহারাতুন কোন ভাষার শব্দ? ১
খ. ওযু বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকের শামীমের দাদু নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে কোন কাজটি করেছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. তুমি কি মনে কর, সালাত আদায় করার জন্য উক্ত কাজটির গুরুত্ব সর্বাধিক? যুক্তি দাও। ৪
ক তাহারাতুন আরবি ভাষার শব্দ।
খ ইসলামি শরিয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার নামই ওযু। ওযু পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। যা ছাড়া নামায তিলাওয়াত ও অন্যান্য যাবতীয় ইবাদত কবুল হয় না।
গ উদ্দীপকের শামীমের দাদু নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে ওযু করেছেন। ওযুর নিয়ম হচ্ছে মনে মনে পবিত্রতা অর্জনের নিয়ত করে বিসমিল্লাহ বলে প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ধুয়ে ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করা। এরপর নাকে তিনবার পানি দিয়ে পরিষ্কার করা। তারপর তিনবার সমস্ত মুখমণ্ডল এমনভাবে ধৌত করা যাতে চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে। দাড়ি ঘন হলে খিলাল করেন। এরপর দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা। তারপর দুই হাত ভিজিয়ে মাথা এবং কান মাসেহ করা। এরপর শাহাদাত আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুলগুলোর পিঠ দিয়ে ঘাড় মাসেহ করা। মাসেহ করার পর দ্ইু টাখনু পর্যন্ত ভালো করে ধৌত করা যাতে একটু জায়গাও বাকি না থাকে। উদ্দীপকে শামীমের দাদু প্রতিদিন ৫ ওয়াক্ত নামাযের আগে এবং পেশাব, পায়খানার পরে পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করেন। অর্থাৎ তিনি নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করার মাধ্যমে ওযু করেছেন।
ঘ আমি মনে করি সালাত আদায় করার জন্য উক্ত কাজটি তথা ওযুর গুরুত্ব সর্বাধিক। ওযু পরিপূর্ণ হলে নামায পরিশুদ্ধ হয়। আর ওযু অপরিপূর্ণ হলে নামাযও অপরিপূর্ণ থেকে যায়। মহান আল্লাহ অতি পবিত্র। তাই তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। ওযু করার ফলে ইবাদতেও একাগ্রতা আসে। আর নামাযে একাগ্রতা না থাকলে সে নামায বাতিল বলে গণ্য হবে। ভালোভাবে ওযুর করার ফলে নামাযের বাইরেও মন প্রফুল্ল থাকে। সব কাজে বরকত হয়। তাছাড়া মহানবি (স.)ও বলেছেন, ‘আমি কিয়ামতের দিন ওযুর মাধ্যমে আমার উম্মতকে চিনতে পারব।’ উদ্দীপকে শামীমের দাদু নামাযের আগে পেশাব-পায়খানা করে পরে পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধৌত করেন। যা ওযু নামে পরিচিত। এতে বোঝা যায় যে, ওযু ছাড়া পবিত্রতা অর্জন সম্ভব নয়। ওযু ছাড়া নামায হয় না। অর্থাৎ, সালাত আদায়ের জন্য ওযুর গুরুত্ব সর্বাধিক।
প্রশ্ন- ৫ তায়াম্মুম
কবির সাহেব প্রতিদিন ৫ ওয়াক্ত নামায আদায় করেন। একদিন ট্যাপে পানি না থাকায় তার ওযু করতে সমস্যা হলো। এমতাবস্থায় তিনি বালি দিয়ে পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসেহ করে নামায আদায় করলেন।
ক. পবিত্রতা কত প্রকার? ১
খ. তায়াম্মুম বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে বর্ণিত কবির সাহেব পবিত্রতা অর্জনের জন্য কী করলেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. কবির সাহেবের কাজটি ওযুর বিকল্প- বিশ্লেষণ কর। ৪
ক পবিত্রতা দুই প্রকার।
খ তায়াম্মুম আরবি শব্দ। এর অর্থ ইচ্ছা করা। ইসলামি পরিভাষায় পবিত্র মাটি বা ঐ জাতীয় পবিত্র বস্তু যেমন : পাথর, চুন, বালি ইত্যাদি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসেহ করাকে তায়াম্মুম বলে।
গ উদ্দীপকে বর্ণিত কবির সাহেব পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করলেন। পবিত্র মাটি বা ঐ জাতীয় পবিত্র বস্তু (যেমন : পাথর, চুনা, বালি ইত্যাদি) দ্বারা তায়াম্মুম করা যায়। এর নিয়ম হচ্ছে পবিত্র হওয়ার নিয়তে প্রথমে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ পড়া। তারপর দু’হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটি (বা ঐ জাতীয় পবিত্র বস্তু)তে দুই হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ্ করলেন। পুনরায় দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ্ করা। উদ্দীপকে কবির সাহেব ট্যাপে পানি না পেয়ে বালি দিয়ে ওযুর বিকল্প হিসেবে পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল ও উভয় হাত কনুইসহ মাসেহ করে নামায আদায় করলেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত কবির সাহেব পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করলেন।
ঘ কবির সাহেবের কাজটি তথা তায়াম্মুম হলো ওযুর বিকল্প। কেননা তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি উম্মতে মুহাম্মাদি (স.)-এর জন্য আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ। বস্তুত পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো পানি। আল্লাহ তা‘য়ালা তাঁর বান্দাদের জন্য প্রচুর পরিমাণে পানি সরবরাহ করে রেখেছেন। তথাপি এমন অবস্থাও সৃষ্টি হতে পারে যে, পানি পাওয়া যাচ্ছে না অথবা পাওয়া গেলেও পানি ব্যবহারে রোগ বৃদ্ধি বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আল্লাহ তায়ালা মাটি দিয়ে পবিত্রতা অর্জনের অনুমতি দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে, ওযুর বিকল্প তায়াম্মুম।
প্রশ্ন- ৬ গোসলের নিয়ম
সাগর প্রতিদিন বাথরুমে গিয়ে পানির ঝরণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। এতে তার শরীর ভিজে যায়। তারপর কাপড় পাল্টিয়ে বাথরুম থেকে বের হয় এবং মসজিদে গিয়ে নামায পড়ে। বিষয়টি তার পিতা জানতে পেরে সাগরকে বলেন তোমার নামায শুদ্ধ হবে না।
ক. তায়াম্মুম কী? ১
খ. গোসল কাকে বলে? ২
গ. উদ্দীপকের সাগরের নামায না হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর। ৩
ঘ. সাগরের নামায শুদ্ধ হওয়ার জন্য করণীয় কী তা বিশ্লেষণ কর। ৪
ক তায়াম্মুম অর্থ ইচ্ছে করা।
খ গোসল অর্থ ধৌত করা। ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও আলাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জিত হয়। এক চুল পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রেখে গোসল করতে হবে।
গ উদ্দীপকের সাগরের নামায না হওয়ার কারণ হলো তার গোসল হয়নি। আমরা জানি, কতিপয় নিয়ম পালন ছাড়া গোসল হয় না। অর্থাৎ, গোসলের কিছু ফরয রয়েছে, যা গোসলের ক্ষেত্রে অবশ্যই পালন করতে হবে। যেমন : গড়গড়া করে কুলি করা; নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া। এগুলো পালন ছাড়া গোসল শুদ্ধ হওয়ার আশা করা যায় না। উদ্দীপকে সাগর গোসলের ফরয আদায় না করে ঝর্ণার নিচেই শুধু দাঁড়িয়ে থেকে শরীর পুরোপুরি না ভিজিয়ে কাপড় পাল্টে বাথরুম থেকে বের হয়। এতে তার গোসল না হওয়ার কারণে তার নামাযও হয়নি। এটা তার পিতা জানতে পেরেই বলেছেন যে, তোমার নামায শুদ্ধ হয়নি।
ঘ সাগরের নামায শুদ্ধ হওয়ার জন্য গোসলের নিয়ম জানা অতি জরুরি। পবিত্রতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে গোসল বলে। এর নিয়ম হচ্ছে প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কব্জি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। তারপর শরীরের কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। এরপর ভালোভাবে ওযু করতে হবে। কুলি করার সময় কণ্ঠদেশে এবং নাকের ভিতরে পানি ভালো করে পৌঁছাতে হবে। ওযুর পর মাথায় পানি ঢালতে হবে। এরপর ডান কাঁধে তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে। যেন, শরীরের কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষে পা ধুতে হবে। এরপর সমস্ত শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে মুছে শুকনো কাপড় পরতে হবে। উদ্দীপকে দেখা যায়, সাগর বাথরুমে গিয়ে ঝরণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে থাকে। এতে তার শরীর ভিজে যায় এবং সেভাবে গোসল হয়েছে। তারপর কাপড় পাল্টিয়ে নামায পড়ে। সুতরাং তার নামায শুদ্ধ হওয়ার জন্য তাকে গোসলের নিয়ম জানতে হবে।
প্রশ্ন- ৭ সালাত আদায়ের পদ্ধতি
মাহমুদকে তার দাদু ফজরের নামাযের নিয়ম সম্পর্কে বোঝালেন। দুই রাকআত নামাযের নিয়ম শিক্ষা দিয়ে এক পর্যায়ে বললেন, যে কাজের মধ্যে নিয়মশৃঙ্খলা মানা হয় না তা এলোমেলো থাকে। এতে বরকত কমে যায়।
ক. সালাত শব্দের অর্থ কী? ১
খ. আমরা কীভাবে নামায আদায় করব? ২
গ. মাহমুদকে শেখানো নামায আদায়ের নিয়ম বর্ণনা কর। ৩
ঘ. মাহমুদের দাদু কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন- ব্যাখ্যা কর। ৪
ক ‘সালাত’ শব্দের অর্থ দোয়া, রহমত, নামায ও ক্ষমা প্রার্থনা।
খ মহানবি (স.) যেভাবে নিজে নামায আদায় করেছেন এবং আমাদের যেভাবে আদায়ের নির্দেশ দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা তা আদায় করব। সঠিক নিয়ম অনুযায়ী আদায় না করলে তা শুদ্ধ হবে না। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেছেন, ‘তোমরা নামায আদায় কর যেমনিভাবে আমাকে আদায় করতে দেখেছ।’
গ মাহমুদকে তার দাদু দুই রাকআত নামাযের নিয়ম শিক্ষা দেন। দুই রাকআত নামাযে আমরা প্রথম কিবলামুখী হয়ে নিয়ত করে দুই হাত কাঁধ পর্যন্ত তুলে ‘আল্লাহু আকবার’ বলে নাভির নিচে হাত বাঁধব। তবে নারীগণ হাত বাঁধবে বুকের উপর। এরপর ‘সানা’ পড়ব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিস্মিল্লাহির রহ্মানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব। এরপর অন্যকোনো সূরার কমপক্ষে বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত কিংবা একটি সূরা পড়ব। তারপর ‘আল্লাহু আকবার’ বলে রুকু করব। রুকুতে কমপক্ষে তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আযিম’ বলব। তারপর ‘সামি আল্লাহুলিমান হামিদাহ্’ বলে সোজা হয়ে দাঁড়াব। দাঁড়ানো অবস্থায় ‘রাব্বানা লাকাল হাম্দ’ বলব। তারপর ‘আল্লাহু আকবার’ বলে সিজদাহ করব। সিজদায় অন্তত তিনবার ‘সুবহানা রব্বিয়াল আলা বলব। তারপর ‘আল্লাহু আকবার’ বলে সোজা হয়ে বসব। আবার ‘আল্লাহু আকবার’ বলে দ্বিতীয় সিজদাহ করব। এবারও সিজদায় কমপক্ষে তিনবার ‘সুবহানা রব্বিয়াল আলা বলব। এরপর ‘আল্লাহু আকবার’ বলে সোজা হয়ে দাঁড়াব। এভাবে প্রথম রাকআত শেষ হবে। এখন দ্বিতীয় রাকআত শরু হলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সূরা ফাতিহা পড়ব। তারপর পূর্বের মতো সূরা মিলাব। তারপর প্রথম রাকআতের মতো রুকু ও সিজদাহ করে সোজা হয়ে বসব। তাশাহহুদ, দরুদ ও দোয়া মাসূরা পড়ে ডানে ও বামে মুখ ফিরিয়ে ‘আসসালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ’ বলব। এইভাবে দুই রাকআত বিশিষ্ট নামায শেষ হবে।
ঘ উদ্দীপকে মাহমুদের দাদু সঠিক নিয়মে সালাত আদায়ের প্রতি ইঙ্গিত করেছেন। প্রতিটি কাজের একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মশৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে তা অনিয়মে পরিণত হয়। ধর্মীয় যত কাজ আছে এর মধ্যে সালাত সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এ গুরুত্বপূর্ণ ইবাদত সালাতেরও একটি নিয়ম আছে। এ নিয়মটি হলো মহানবি (স.) প্রদর্শিতপন্থায় নামায আদায় করা। বিনীত ও একাগ্রচিত্তে সালাত আদায় করতে হয় এবং নামাযের শর্তগুলো ভালোভাবে আদায় করতে হয়। এ পন্থার বাইরে নামায আদায় করলে নামায আদায় হবে না। যেমন : দুই রাকআত বিশিষ্ট সালাত যেভাবে মহানবি (স.) আদায় করেছেন সেভাবেই আমাদের আদায় করতে হবে। তদ্রæপ তিন রাকআত ও চার রাকআত বিশিষ্ট সালাতও সেভাবেই আদায় করতে হবে। উদ্দীপকে মাহমুদকে তার দাদু বলেন, প্রতিটি কাজের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়মমতো কাজ করলে সুফল পাওয়া যায়। উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, মাহমুদের দাদু সঠিক নিয়মে সালাত আদায়ের প্রতি ইঙ্গিত করেছেন।
অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ৮ পবিত্রতা ও অপবিত্রতা
ফারিহা তার ছোট ভাইকে কোলে নিল। ছোট ভাই তার কোলে পেশাব করে দিল। সে জামা কাপড় পরেই মাগরিবের সালাত আদায় করল। মা জানতে পেরে বললেন, তোমার সালাত হবে না। জামা কাপড় পরিবর্তন করে পূণরায় নামায পড়ে নাও।
ক. তাহারাত অর্থ কী? ১
খ. নাজাসাত কাকে বলে? ২
গ. ফারিহার সালাত না হওয়ার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ. উত্ত কারণটির যথার্থতা মূল্যায়ন কর। ৪
ক তাহারাত শব্দের অর্থ পবিত্রতা।
খ কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, তাকে নাজাসাত বলে। যেমন- পেসাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড় ও ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ নাজাসাতে হাকিকির বর্ণনা দাও।
ঘ সালাত আদায়ে পবিত্রতার গুরুত্ব আলোচনা কর।
জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ ইবাদত এর অর্থ কী?
উত্তর : ইবাদত অর্থ দাসত্ব বা আনুগত্য
প্রশ্ন \ ২ \ পবিত্রতা সম্পর্কে মহানবি (স.) কী বলেছেন?
উত্তর : মহানবি (স.) এ সম্পর্কে বলেন- পবিত্রতা ব্যতীত নামায কবুল হয় না এবং আত্মসাতের মাল সাদকা হয় না।
প্রশ্ন \ ৩ \ তায়াম্মুম শব্দের অর্থ কী?
উত্তর : তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ ইবাদত কাকে বলে?
উত্তর : ইসলামি পরিভাষায় আলাহর সকল আদেশ-নিষেধ মেনে চলার নামই ইবাদত। যেমন : নামায পড়া, রোযা রাখা ইত্যাদি। তাছাড়া হজ করা যাকাত দেওয়া, দান-খয়রাত করা প্রভৃতি ও ইবাদতের পর্যায়ে পড়ে।
প্রশ্ন \ ২ \ গোসল কাকে বলে?
উত্তর : ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন ও মহান আলাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলা হয়। গোসলের ফরয তিনটি। যথা : ১. গড়গড়া করে কুলি করা; ২. নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো; ৩. সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা।